'TOMAKE CHAI', TRIBUTE to KABIR SUAMAN by ALTAMIRA

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • TOMAKE CHAI(ekti bhabna Sankalan),12th August , Triguna Sen Auditorium, Speaker-Shaktinath Jha, Sanjay Mukhopadhyay, Suman Mukhopadhyay, Bodhisattwa Kar and KABIR SUMAN

Komentáře • 13

  • @sarbajitghosh5244
    @sarbajitghosh5244 Před 2 lety +4

    সুমনের গানের আগে 'আমায়' বা 'আমাকে' শব্দদুটো বাংলা গানে উধাও হয়ে গেছিল । হঠাৎ 'ভীষণ ভালো লাগছে 'র মতো একটা এতো ভালো জমজমাট গানেও 'সুনীল আকাশ মোরে ডাকছে 'র মতো একটা বুড়োটে লাইন সলিল চৌধুরী লিখেছেন ।

    • @poetanddreamer
      @poetanddreamer Před rokem

      ভাগ্যিস কেউ এটা বললেন৷ এ রকম কত disappointing উদাহরণ যে ওঁর গানে ছড়িয়ে রয়েছে!

  • @kanadsaha
    @kanadsaha Před rokem

    👍

  • @palashdasgupta6401
    @palashdasgupta6401 Před rokem

    Khub asubidha hocche background score tar jonye shunte

  • @akashroy9367
    @akashroy9367 Před 5 lety +1

    তোমাকে চাই ......বারবার ...... সময় তোমাকে মনে রেখে দেবে । শতাব্দীর সংঘর্ষের প্রতিফলন বারবার তোমার মধ্যে থেকে শব্দে জেগে উঠেছে ......সুরে প্রাণ পেয়েছে । তোমাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম .......কবীর সুমন ।।

  • @sarbajitghosh5244
    @sarbajitghosh5244 Před 2 lety +2

    আমি চুকলি করার জন্য বলছি না । সবারই চিন্তা ভাবনা বদলানোর অধিকার আছে । আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিনের জন্য পড়েছি তখন সঞ্জয় দা 'সুমনের গান ' ততটা আমল দিতেন না। উনি তো নিজে গানবাজনার জগতের লোক নন তাই আলাদা করে গানবাজনা ছাত্র ছাত্রীদের কতোটা প্রভাবিত করতে পারে অনুমানও ছিল না । গৌতম চট্ট পাধ্যায় ওনার বন্ধু স্থানীয় ছিলেন । এখন কথা হল কবীর সুমন কবীর সুমনের মত গৌতম চট্টোপাধায় তার মত । লড়িয়ে দেবার দরকার কি?

  • @mdmahinmetwonn5247
    @mdmahinmetwonn5247 Před 5 lety +3

    হাল ছাড়বেন না।কারন___
    দুই বছর ধরে ৫০ টাকায় দিন পার করা
    ছেলেটি আজ ৩৫ তম বিসিএসে এডমিন
    ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে।
    সাদিয়া নামের মেয়েটির বিয়ে হয়েছে ছয়
    মাস হলো। “তোমাকে দিয়ে কিছু হবে না”
    এটা ছেলেটির কানে আজকেও বাজে।.
    সম্পর্কগুলোর মাঝে আমরা সবচেয়ে বড় যে
    ভুলটি করি তা হলো আমরা জীবনকে সরলরেখা
    মনে করি।
    স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়ে রুমে
    নিজেকে বন্দী করে যে ছেলেটি চিৎকার
    করে কেঁদেছিল, সেই ছেলেটি পরবর্তীতে ৬
    বার এনবিএ চ্যম্পিয়ন। ছেলেটির নাম
    মাইকেল জর্ডান।
    ছোটবেলায় ৪ বছর কথা না বলতে পারা
    ছেলেটির শিক্ষকরা তার বাবা মাকে
    পরামর্শ দিয়েছেল ছেলেটির জন্য বেশি
    টাকা পয়সা খরচ না করতে। ছেলেটি বেশি
    কিছু না, মাত্র একটি নোবেল পেয়েছিল।
    নাম ছিল আইনস্টাইন।
    টেলিভিশনের জন্য উপযুক্ত না বলে চাকরি
    হারানো মেয়েটি ছিলেন অপরাহ উইনফ্রে।
    ২২ টি একাডেমিক এওয়ার্ড পাওয়া মিকি
    মাউসের স্রষ্টা ওয়াল্ট ডিজনি পত্রিকার
    চাকুরী থেকে চাকরীচ্যুত হয়েছিলেন।
    অভিযোগ ছিলো তার ইমাজিনেশন
    ক্যাপাসিটি এবং অরজিনাল আইডিয়া নাই।
    ১১ বছর বয়সে দল থেকে বাদ পড়া
    হরমোনজনিত সমস্যায় ভোগা ছেলেটির নাম
    লিউনেল মেসি, ছেলেটি পরে কি হয়েছে
    সেটা বোধকরি না বললেও হবে।
    ৩০ বছর বয়সে নিজ কোম্পানি থেকে বের
    করে দেয়া হয়েছিল যে যুবকটিকে তার নাম
    স্টিভ জবস।
    আমেরিকার ১৬ তম প্রেসিডেন্ট আব্রাহাম
    লিংকন হাল ছেড়ে দিতে পারতেন ৮ম বার
    ইলেকশনে ব্যর্থ হওয়ার পর।
    আজ হয়তো ছেলেটির পকেট খালি থাকতে
    পারে, কিন্তু কাল ঠিকই বিশ্বটা আপনার
    পায়ের কাছে এনে দিবে। বিশ্বাস রাখুন
    প্রিয় মানুষটির উপর।
    একদিন ভোর বেলায় তাকে একা হাটতে বলুন,
    আরেকদিন আপনি সহ হাটতে বের হোন।
    প্রথমদিন যদি ১ মাইল হাটে, পরেরদিন
    দেখবেন ১০ মাইল হাটবে। আপনার মেন্টাল
    সাপোর্ট তাকে নিয়ে যাবে এভারেস্ট
    চূড়ায়।
    ছেলেদের দুইটা রূপ থাকে। বাইরের রুপটা
    কর্তৃত্বপরায়ন। পৌরুষত্বের অংহবোধ বজায়
    রাখতে সদা তৎপর। আর ভেতরে থাকে
    অনুশাসনে থাকতে চাওয়া একটা কোমল মন।
    দিনে এক প্যাকেট গোল্ডলিফ খাওয়া
    ছেলেটিও চায় কেউ একজন তাকে পড়ন্ত
    বিকেলে বলুক, কাল থেকে আর সিগারেট
    খাবা না। সারাদিন হইচই করা ভীষন
    অমনোযোগী ছেলেটি মাঝরাতে ভাবে, কেউ
    যদি বলত! “ভাদাইম্মাগিরি অনেক হইছে,
    এবার পড়তে বসো!”
    আস্থা রাখুন, একটু সময় দিন। হাল ছেড়ে
    দিয়ে সমীকরনটাকে শূন্য দিয়ে গুন দিয়ে
    সুন্দর সম্পর্কটাকে শেষ করে দেয়ার আগে
    একটু ভাবুন। দেখবেন শেষের গানের আগেই
    একটি নতুন ভোর শুরু হয়

  • @ripansarker7883
    @ripansarker7883 Před 10 měsíci

    ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কিচ্ছু শোনা যায় না!

  • @sarbajitghosh5244
    @sarbajitghosh5244 Před rokem

    Na ami kauke chai na. Nijer adhikarbodhta ferot chai.

  • @arnabghosh5170
    @arnabghosh5170 Před 4 lety +1

    bai ta kothai pete pari ?