জবা গাছের এই সাপ্তাহিক পরিচর্যায় প্রচুর ফুল পাবেন সারা বছর ধরে।

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 157

  • @indranimazumder4481
    @indranimazumder4481 Před rokem +5

    Khub upokar korle bhai. Eto sundar balo tumi khub sahaj lage. Nischoi follow korbo. Tomar gachh gulo dekhle eto bhalo lage. Ar ekta request korbo jaba ba golap chara onyo gachh r eirokom ekta weekly routine dile upokar hoi.Bhalo theko

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      ইন্দ্রাণী দি
      আপনাকে আমার প্রণতি জানাই।
      আপনার অনুভবে ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলো আমার "সাধের ছাদ বাগান" ইউটিউব চ্যানেল।
      কোন কোন গাছের সাপ্তাহিক পরিচর্যা প্রয়োজন, Plz জানাবেন। আমি চেষ্টা করবো যতটুকু জানি তাই দিয়ে ভিডিও উপহার দিতে।
      ভালো থাকবেন দিদি। শুভকামনা নিরন্তর।

    • @indranimazumder4481
      @indranimazumder4481 Před rokem +1

      @@sadherchhadbagan Nischoi janabo.Thanks for your quick reply

  • @dipalisingha160
    @dipalisingha160 Před rokem +1

    Thanks your uñusual subjects .Very useful for mine . I can't use medicine because plants are growth in ground .But I can see that need medicine for my plants .To love flower then use it .Sure I can . So lot of thanks.

  • @jayantichowdhury7600
    @jayantichowdhury7600 Před rokem +1

    অনেক অপেক্ষার পর সঠিক তথ্য পেলাম ভাই আমার ধন্যবাদ নিও ভালো থাকবেন

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      ওয়েলকাম দিদি
      ভালো থাকবেন আপনিও।

  • @pitambanerjee7654
    @pitambanerjee7654 Před rokem +1

    অসাধারণ একটি উপস্থাপন।। অনেকদিন থেকে অপেক্ষা করে ছিলাম ঠিক এইরকম একটা রুটিনের।। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।।

  • @reenasarkar8762
    @reenasarkar8762 Před rokem

    খুব ভালো গাইড করলে, আমি সব ভিডিও গুলি দেখি এবং সেভ করে রাখি। এইভাবেই পরিচর্যা করি। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।

  • @SayaniDas-gu3mf
    @SayaniDas-gu3mf Před rokem

    Eto clear kore sob product dekhie video korar jonne onek dhonnobad 😊

  • @bidyutsanal5889
    @bidyutsanal5889 Před měsícem

    Khubi sundar o Pranjal vabe phool gacher paricharja bakhya karen.Gach sathik vabe parinata hok ba na hok apnar ei sundar bakhya kokhono vulba na.

  • @Monermajhe8549
    @Monermajhe8549 Před rokem +1

    Apnar tips gulo follow kore onek upokar peyechi dada ,thank you dada ei rokom tips upohar deoar jonno.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      আমিও আপনাদের কাছে যে অনুপ্রেরণা পাই, তাতেই এগিয়ে চলতে ইচ্ছে করে অনেক দূর।
      খুব ভালো থাকুন মালবিকা দিদি।
      নিরন্তর শুভকামনা রইলো।

  • @ajitghosh6123
    @ajitghosh6123 Před rokem +1

    খুব সুন্দর খুব ভালো লাগলো

  • @nibeditabhattacharyya2118

    ভীষণ উপকৃত হলাম ভাই।অনেক ধন্যবাদ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      Most ওয়েলকাম দিদি।
      পাশে আছি সবসময়ই।

  • @venusgarden959
    @venusgarden959 Před rokem +2

    Beautiful video🌹🌹❤❤

  • @babitamondal7520
    @babitamondal7520 Před rokem +1

    খুব প্রয়োজনীয় ভিডিও ভাই

  • @munmundutta9073
    @munmundutta9073 Před rokem

    আপনার প্রতিটা ভিডিও আমি দেখি আর একটা ছোট খাতা তে লিখে রাখি ,খুব উপকার হয় আপনার ভিডিও গুলো দেখে,ভালো থাকবেন ধন্যবাদ জানাই আপনাকে🙏🏽🙏🏽🙏🏽

  • @joykanaisumitadas3106
    @joykanaisumitadas3106 Před rokem +1

    খুব খুব ভালো গাইড🙏🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      ধন্যবাদ সুমিতা দি।
      কেমন আছেন?

  • @saibadebray6397
    @saibadebray6397 Před rokem +1

    Asonkho dhannobad.. Khub valo laglo

  • @chinmoygupta6225
    @chinmoygupta6225 Před rokem +2

    অসাধারন দাদা

  • @babitamondal7520
    @babitamondal7520 Před 11 měsíci +1

    খুব ভালো ভিডিও ভাই

  • @user-xe1cw8fe4g
    @user-xe1cw8fe4g Před rokem +1

    khub valo laglo dada .

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

  • @annikajain162
    @annikajain162 Před rokem +1

    Very important video

  • @bharatighosh9279
    @bharatighosh9279 Před rokem +1

    Thank you etari wait korchilam thank you so much

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      You are most welcome ভারতী দি।
      আপনার মত একই অনুরোধ করেছিলেন এপার বাংলা ও ওপার বাংলার নানা ছাদ বাগানী। তাদের জন্য ভিডিওটি উপহার দিলাম।

  • @satyajitchatterjee3713
    @satyajitchatterjee3713 Před rokem +1

    খুব সুন্দর ভিডিও দাদা, ধন্যবাদ

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem +1

      ওয়েলকাম।
      ভালো থাকবেন দাদা।

  • @parthachatterjee4404
    @parthachatterjee4404 Před rokem +1

    Darun lagche dekhte

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      আন্তরিক ধন্যবাদ আপনাকে পার্থ দা।

  • @kallolsahu3229
    @kallolsahu3229 Před 7 měsíci

    Joyguru Bhai 👏

  • @abirasinha2415
    @abirasinha2415 Před rokem +1

    খুব ভালো লাগলো

  • @BijonBanerjee-st5zc
    @BijonBanerjee-st5zc Před rokem

    শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানালাম তারপর বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পেলাম সাথে সাপ্তাহিক পরিচর্যা সংক্রান্ত তথ্যও..

  • @ritachandra9778
    @ritachandra9778 Před rokem +1

    Khub upokrito holam, just right time valo thakben, r akta request borshay kon kon gache cutting e lagabo and propagation ki vabe korbo tar ekta vedio plz korle valo hoe ❤❤❤

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      Thanks with regards ❤️
      অবশ্যই চেষ্টা করবো।

  • @Insolventlysolvent
    @Insolventlysolvent Před rokem

    Thank you for the detailed instructions. Amar kichu joba r gach r mata hotath jhimia Porche. Apatoto jol kom dicchi ebong shade e rekhechi. Mati khure alga kore diachi for air circulation . Blitox use korbar podhotti ta kindly ektu bolben plz

  • @trickandmoney3539
    @trickandmoney3539 Před rokem +1

    Ami apnar bari pasa gurta asachi.... Apnr bari Chad deklam valo laglo

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      তাই?
      কোথায় আমার বাড়ি বলুন দেখি?
      আর যখন এলেনই, আমায় ডাকলেন না কেন?
      দেখা করা যেত।

  • @sabyasachibhattacharya4541

    রাজু তোমার এই ভিডিওতে খুব সুন্দর হয়ে ছে,দীর্ঘ প্রতিক্ষায় ছিলাম এমনি একটি ভিডিও র জন্য। অনেক সময় তুমি ভীষণ চাপের মুখে থাকো তা-ই ইচ্ছে থাক লেও।কিছু বলা জায়না।ভালো থাকো,সুস্থ থাকো।🌺🌸🙏কাকু বোলপুর থেকে।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      শ্রদ্ধেয় সব্যসাচী কাকু।
      অনেক দিন পর আপনার মেসেজ পেয়ে খুব ভালো লাগলো।
      আমার প্রণাম নেবেন।
      সত্যিই এখন সময়ের খুব অভাব।
      সবদিক থেকে আগের চেয়েও ব্যস্ততা বেড়েছে প্রচুর।
      আপনি কেমন আছেন?
      বাড়ির সবাই ভালো আছে তো।
      খুব ভালো থাকবেন।
      শুভকামনা নিরন্তর।

    • @sipraroy1203
      @sipraroy1203 Před rokem

      খুব সুন্দর ও উপকারী একটা vedio

  • @sanjaydutta1656
    @sanjaydutta1656 Před rokem +1

    Darun

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      আন্তরিক ধন্যবাদ আপনাকে দাদা

  • @soumadeepsarkar2424
    @soumadeepsarkar2424 Před 11 měsíci +1

    Khub ìmportant video pelam,bhebe pachchilam na kibhabe joba gacher care nebo karon ebar gorome amar gaachguli khub kharap condition chole geche r nana karone mentally upset chilam tai care nite pari ni jak tumi amake bhisonbhabe help korle ,roseplant niye erokom ekta video parle dio ,bhalo theko onek subhechcha roilo tomar r tomar channel er jonno sonalikakima

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 11 měsíci

      আপনি কেমন আছেন কাকিমা?
      অনেক দিন পর আপনার মেসেজ পেলাম।
      ফোন নাম্বার না থাকায় ফোন করতে পারিনি।
      czcams.com/video/-Z3Uyi9Cwy8/video.htmlsi=zZdeJFdeiEE-2R-2
      এই ভিডিওটি দেখুন। আপনার গোলাপ এর সমস্যার সমাধান হয়ে যাবে।

    • @soumadeepsarkar2424
      @soumadeepsarkar2424 Před 11 měsíci

      Thank you baba ,ami bhalo aachi Tobe Monta khubi kharap jak bhalo theko

  • @ashimadhawa445
    @ashimadhawa445 Před rokem

    Bhai khub dakari😊 akta vdo diyecho .dhanyabad tomake.kintu amader khide je aro bere galo. Aparajita gacher aràkam paricharcher vdo chai. Ami retired woman .Tai Tumi sammodhan korlam

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      প্রণাম নেবেন দিদি।
      অপরাজিতা ফুলগাছ এর A to Z পরিচর্যার ভিডিও আছে।
      দেখতে পারেন
      czcams.com/video/u2DKKE9Ksdo/video.html
      তবে আমি সাপ্তাহিক পরিচর্যায় একটা ভিডিও অবশ্যই দেবো।

  • @sumitanandi8842
    @sumitanandi8842 Před 6 měsíci +1

    ভিডিও খুব ভালো লাগলো। সপ্তাহের ৫ দিন গাছের পরিচর্যা করতে হবে। তাহলে কি সহজেই গাছ করা হোল? অনেকেই বলে সহজ পরিচর্যা করে গাছ করুন।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 6 měsíci

      সহজ পরিচর্যা কিনা সেটা নির্ভর করে আপনি এই পরিচর্যা টা বুঝতে পারলেন কিনা।
      আর এটা আসলে বেশি ফুল পাবার পরিচর্যা।

  • @soumyabratasaha
    @soumyabratasaha Před 3 měsíci

    Eyi khaddo gulo ki sudhu joba gachei debo?
    Amar to joba chara, chapa, gondhoraj, rongon, madhobilota, ache..sob gachei ki eksathe dewa jabe? Naki only joba tei debo?

  • @soumenkamila5266
    @soumenkamila5266 Před rokem +1

    Awesome

  • @sumankumarghosh9835
    @sumankumarghosh9835 Před rokem

    Nomoskar sir
    Apner video gulo theke khub e upokrito hoi..sir, Jodi Bolen joba gacher zinc er deficiency ki vabe sarabo.
    R Jodi apni joba gacher bivinno micro-nutrients er deficiency niye ekti video upohar den toh khub e upokrito hoi.
    Pronam neben..🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem +1

      জবা গাছের উপর নানা ভিডিও রয়েছে আমার চ্যানেল এ।
      But deficiency of individual micronutrient নিয়ে কোনো ভিডিও নেই।
      চেষ্টা করবো, আপনার জন্য এই ধরণের ভিডিও আপলোড করতে।
      জবা গাছের Zink এর অভাব হলে চিলেটেড জিংক ব্যবহার করতে পারেন।

    • @sumankumarghosh9835
      @sumankumarghosh9835 Před rokem

      @@sadherchhadbagan onek dhonnyobad apnake prompt reply deoar jonno, sustho thakben. ❤️

  • @arthitasengupta8257
    @arthitasengupta8257 Před rokem +1

    Khub bhalo laglo apner ei video, ami ei paricharja chad baganer sob gache korte parbo?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      এক একটি গাছ এক এক রকমের খাবার ভালো বাসে।
      জবা গাছ ফসফেট খুব কম পছন্দ করে আবার গোলাপ বেশী ফসফেট পছন্দ করে।
      আপনি অনান্য গাছের ক্ষেত্রে এই
      NPK 13 0 45 এর পরিবর্তে NPK 20 20 20 দিয়ে পরিচর্যা করুন।
      বাকি পরিচর্যা almost একই।

    • @arthitasengupta8257
      @arthitasengupta8257 Před rokem

      Amar kono golap gach nei

  • @DebjaniDas-vu9bw
    @DebjaniDas-vu9bw Před rokem +1

    Thank you very much.

  • @subhosrisom9798
    @subhosrisom9798 Před rokem +1

    Aamar astrelian joba gachher daal gulo ki ekhon ei samay ektu chhere ditey parbo? Anugroho kore janaben.dhonnobaad

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      হ্যাঁ
      Pruning করে দিন।
      এই সময় ট্রপিক্যাল জবা Pruning এর উপযুক্ত সময়।

  • @Aradhona572
    @Aradhona572 Před rokem

    Dada Amar aparajita plant e akhono Kono kuri ase ni. 10 days bade bade white bone dust powder o dichi. Ake akhon ar ki dile kuri asbe? Sop or mop debo? konta dile valo Hobe and month e kotobar? Achara ar onno kichu dite holeo pls bolben dada

  • @kakalimukherjee2848
    @kakalimukherjee2848 Před rokem +1

    এই গরমে আমার সমস্ত গাছ মরে গেছে আবার নতুন করে কিছু গাছ বসিয়েছি কিন্তু কিভাবে এদের যত্ন নিতে হবে জানিনা। তুমি বলে দাও কি করে এর যত্ন নিতে হবে।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      বর্ষায় খুব বেশী জল দেবেন না।
      ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে।
      আর যেভাবে সাপ্তাহিক পরিচর্যার রুটিন বলেছি ভিডিওতে, সেভাবেই পরিচর্যা করুন।

  • @deepanjanachakraborty2756
    @deepanjanachakraborty2756 Před 2 měsíci

    বাবা আমার বয়স হয়েছে।উত্তর দিকে বারান্দা হওয়ার জন্য পুজোর ফুল টুকু পাই না। বড়ো কষ্ট হয় ।একটু সমাধান যদি বলো।

  • @bharatighosh9279
    @bharatighosh9279 Před rokem +1

    Raju bhai boron ki mashe akbar use korte hoy ektu janio please

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      মাসে দুবারও করতে পারেন।

  • @jayantichowdhury7600
    @jayantichowdhury7600 Před rokem +1

    ভাই আপনি আমাকে বলেছেন প্লান্টোমাইসিন ও মোবোমিন স্পে করতে আমার কাছে মোবোমিন নেই বায়োভিটা লিকুইড দিয়ে হবে? গাছের পাতা কাটতে হলে শুধু ডালগুলি থাকবে সব পাতা কেটে ফেলবো কি?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      হ্যাঁ হবে।
      তবে Mobomin টা বেশি ভালো জবা গাছের জন্য।
      Agromin Gold ও দিতে পারেন।
      পাতা ছেঁটে দিন।
      ডাল থাকবে।

  • @nirachakraborty8127
    @nirachakraborty8127 Před rokem +1

    আমার ঝুমকো লতার গাছ টির বছর দেড়েক বয়স ভালো লতানো গাছ হয়েছে এবছর অনেক চারাও হোয়েছে কিন্তু ফুল ফুটেছে না তেমন গত বছর অল্প দু একটা ফুল হয়েছে এবছর এখনো ফোটেনি। কি করতে হবে জানালে ভালো হয়।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      czcams.com/video/WCBOWwgGZvU/video.html&feature=share9
      এই ভিডিওটি দেখুন ও সেইমত পরিচর্যা করুন। অবশ্যই ফুল পাবেন।

  • @arupdhali527
    @arupdhali527 Před rokem

    Thanks

  • @manikadas7976
    @manikadas7976 Před 8 měsíci

    Choto holud jaba hathath jimia pata pore jachhe, ki korbo

  • @jharnadatta2296
    @jharnadatta2296 Před rokem +1

    Barsha kale gache Sar daua jabe dada pl bolle bhalo hoi

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      তরল সার দেবেন না।
      যে সার গুলো, এই ভিডিও তে বলেছি স্বচ্ছন্দে দিন।

  • @jayantichowdhury7600
    @jayantichowdhury7600 Před rokem +1

    ভাই আমার স্থলপদ্ম গাছে ও এক ই অবস্থা গা খুব ভালো ঝোপালো ওলম্বা হয়েছে কিন্তু কোনো কড়ি আসছে না তাছাড়া এই গাছেও পাতা পুড়ে পুড়ে গেছে আমি কি করবো ভাই কিছু ভালো লাগছে না আমাকে একটু সাহায্য করুন ভাই

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      পুড়ে যাওয়া পাতা ছেঁটে ফেলুন।
      Plantomycin ব্যাকটেরিয়াসাইট 1 গ্রাম
      আর Mobomin maicronutraint 1.5 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করুন সপ্তাহে একবার।
      তার চারদিন পর NPK 13 0 45 ফার্টিলাইজার 5 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করুন।
      তার চার দিন পর আবার আগের দুটো।
      এভাবে করতে থাকুন।
      গাছ সুন্দর হয়ে উঠবে, ফুল ও পাবেন।

  • @subhosrisom4895
    @subhosrisom4895 Před rokem +1

    Amar rakto joba gachher koek ta fool ek dik e futchhe r ek dikey futchhe na,eta kano hoche,samossar samadhan I ba ki?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      NPK 13 0 45 স্প্রে করুন
      5 গ্রাম এক লিটার জলে গুলে। সপ্তাহে একবার করে।

  • @jayantichowdhury7600
    @jayantichowdhury7600 Před rokem +1

    ভাই আমি একটি সমস্যার সমাধান চাইছি আমাকে একটু সাহায্য করুন প্রশ্নটা এই তে নীল জবা গাছে মিরাকুলান দেওয়া যাবে কিনা সেটা দয়া করে একটু জানাবেন প্লিজ আমি উত্তর পাব এই আশায় থাকলাম

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      দিদি
      আমিও আগেও দুবার আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছি।
      এই নিয়ে তিনবার উত্তর দিচ্ছি।
      জানিনা কেন আপনি দেখতেই পাচ্ছেন না আমার উত্তর টা।
      মিরাকুলান হলো PGR (প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর)
      মাসে একবার যেকোন গাছে দিতেই পারেন।
      1ml 1 লিটার জলে গুলে।
      তবে এটা আর Micronutraint কিন্তু এক নয়।
      Micronutraint দিতে হবে প্রতি সপ্তাহে একবার।

  • @ninanaznin6103
    @ninanaznin6103 Před rokem

    অনেক ধন্যবাদ জবা গাছের পরিচর্য়ার ভিডিও টার জন্য । আমাদের বাংলাদেশে Plantomycin পাওয়া যায়না তার পরিবর্তে অন্য কি ব্যাবহার করবো ? জৈব সারটা ব্যবহারে বর্ষাকালে fungus এর আক্রমন বেশী হতে পারে কি ? প্লিজ জানাবেন ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      Streptomycin
      আর
      Tetracycline
      Composition এর যেকোন ব্যাকটেরিয়া সাইট খোঁজ করুন। ওটাই plantomycin এর কাজ দেবে।
      ধন্যবাদ।

  • @debasishroy5628
    @debasishroy5628 Před 10 měsíci +1

    জবা গাছের পাতা পোকা তে খেয়ে নিচ্ছে, গোল গোল ফুটো করে দিচ্ছে।
    কি কীটনাশক ব্যবহার করবো?

  • @rajasrichowdhury8114
    @rajasrichowdhury8114 Před rokem +1

    Neem oil spray korbo?

  • @user-nk8dn1dx2e
    @user-nk8dn1dx2e Před rokem

    Ekhon ki ei Sar ti debo?ekhon to besh gorom Kal.. khol dile prob nei to?

  • @subhosrisom4895
    @subhosrisom4895 Před rokem

    আচ্ছা,আমার একটি প্রশ্ন,এই বৃষ্টি তে তো গাছ এ ওষুধ বা ফাঙ্গিসাইড দেওয়া যাচ্ছে না। স্টিকার মিশিয়ে কি বৃষ্টির আগে পরে এগুলো স্প্রে করা যাবে??

    • @subhosrisom4895
      @subhosrisom4895 Před rokem

      আর আরেক টি প্রশ্ন, bone dust k ki মিক্সি তে গুঁড়ো করে ব্যবহার করা যাবে?

  • @biswanathdey3276
    @biswanathdey3276 Před rokem

    what will happen during rainy season. will it be applied in rainy season

  • @jayantichowdhury7600
    @jayantichowdhury7600 Před rokem

    ভাই এই পরিচর্যা কী সারা বছর করতে পারব দয়াকরে জানাবেন

  • @nazmaakter4640
    @nazmaakter4640 Před rokem

    বৃষ্টির ভিতর humic acid দেয়া যাবে?

  • @aryadey1830
    @aryadey1830 Před rokem +1

    Dada .. Joba gacher shob theke boro problem holo white flies and mites .. Mealy bug er thekeo beshi dangerous.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      শুধু জবা নয়, সব গাছেরই ভয়ঙ্কর শত্রু White fly..
      গাছকে এক্কেবারে শেষ করে দেয়।
      তবে অন্য গাছের তুলনায় white fly এর আক্রমণ জবা গাছে খুবই কম হয়।
      তাই সেটা বলিনি।
      তবুও White fly এর জন্য এই লিঙ্ক এ ক্লিক করূন
      czcams.com/video/Z1NoULubAIw/video.html

  • @debasishroy5628
    @debasishroy5628 Před 11 měsíci +1

    দেশী জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। এটা কি কোনো রোগ? নাকি আপনা আপনি ঠিক হয়ে যাবে?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 11 měsíci

      টবের মাটিতে জল টান করে দিন।
      Epsom salt 5 গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করুন সপ্তাহে একবার করে।
      ঠিক হয়ে যাবে।

    • @debasishroy5628
      @debasishroy5628 Před 11 měsíci

      অনেক ধন্যবাদ

  • @mithunchaudhuri1327
    @mithunchaudhuri1327 Před rokem

    Amar joba gacher kuri pore jacche. Poka kichu nei ar fertilizer regularly deoa hoe. Kano amon hocche janale bhalo hoe. Gach ti 1 year purono ar 8 inch pot a ache

  • @bharatighosh9279
    @bharatighosh9279 Před rokem

    Amar akta khub boro problem hoeyche please help me,amar joba gache khub sada machi hoeyche anek kichui korchi kichu tei jachhe na ki korle jabe please tell me 🙏

  • @mithupal730
    @mithupal730 Před rokem +1

    রক্ত সারের পরিবর্তে অন্য কি দেওয়া যায়

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      স্টেরা মিল দিতে পারেন।
      অথবা মাংসের দোকানকে চিকেন বা মাটন এর রক্ত সংগ্রহ করে মাটির পাত্রে রেখে দিন নিমখোল মিশিয়ে।
      সেটা প্রথমে পচে যাবে, তারপর শুকিয়ে শক্ত হয়ে যাবে।।
      শক্ত বা থকথকে হলে, রোদে শুকিয়ে নিলে কালো রক্তসার তৈরি হয়ে যাবে।

  • @debasishroy5628
    @debasishroy5628 Před rokem +1

    ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবার কুঁড়ি হচ্ছে কিন্তু ফুল ফুটছে না। কি সার দেব যাতে কুঁড়ি গুলি ফোটে?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      NPK 13 0 45 স্প্রে করুন সপ্তাহে একবার 5 গ্রাম 1 লিটার জলে গুলে।
      মাসে চারবার করলেই ঠিক হয়ে যাবে।

    • @debasishroy5628
      @debasishroy5628 Před rokem

      ধন্যবাদ

  • @prabirsikder5246
    @prabirsikder5246 Před 11 měsíci

    Dormancy priyade o ki ful hay

  • @pravatidas743
    @pravatidas743 Před rokem

    ভাই আস্থা কোম্পানির ভামি'কম্পজ কোথায় পাওয়া যাবে ?বললে উপকৃত হতাম ধন্যবাদ ।

  • @jayantichowdhury7600
    @jayantichowdhury7600 Před rokem +1

    ভাই আমার উত্তর পেয়েছি তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে খুব বিরক্ত করছি কিছু মনে করবেন না আমি আপনার উপর ভরসা করি তাই আমায় ভুল বুঝনা কেমন? ভালো থাকবেন

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      নমষ্কার
      আপনিও ভালো থাকুন।
      গাছেদের ভালো রাখুন।

  • @jayantichowdhury7600
    @jayantichowdhury7600 Před rokem

    ভাই নীল জবা গাছের কী আলাদা কোনো খাবার বা পরিচর্যা আছে?

  • @radharanidas8758
    @radharanidas8758 Před rokem +1

    Ai osudh ba sar kothay pabo?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      czcams.com/video/oZRbjfTstOM/video.html
      এটা দেখুন।
      এখানে সব পাবেন।

  • @user-fr6bb4df8e
    @user-fr6bb4df8e Před rokem

    দাদা কয় চা চামচে ১ গ্রাম হবে?

  • @sajaldatta8643
    @sajaldatta8643 Před rokem +1

    গোলাপ ফুল গাছের সাপ্তাহিক রুটিন দিলেন না(সাপ্তাহিক পরিচর্যা) ?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem +1

      এই ভিডিওটিতে জবা গাছের সাপ্তাহিক রুটিন ও পরিচর্যা দুটোই দিয়েছি একসাথে।
      গোলাপের জন্য এই ভিডিওটি দেখুন 👇
      czcams.com/video/-Z3Uyi9Cwy8/video.html&feature=share9

    • @sajaldatta8643
      @sajaldatta8643 Před rokem

      @@sadherchhadbagan বর্ষার রুটিন দেবেন বলেছিলেন।

  • @sujatapatra5459
    @sujatapatra5459 Před 11 měsíci

    নমস্কার রাজু ভাই, আমার জবা গাছে একদম ফুল আসছেনা আগে কিন্তু ফুল হোত এখন একটা কুড়িও আসছেনা কি করবো একটু বলোনা ভাই। আমার গাছ কিন্তু ব্যালকনিতে আছে কারণ আমি ফ্ল্যাটে থাকি । আমার খুব বেশী গাছ নেই। আর অপরাজিতা গাছে কুঁড়ি এসছে তবু ফুল আসছেনা করবি গাছে কি খাবার দেবো যদি একটু বলো তাহলে খুব উপকৃত হব।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 11 měsíci

      ফুল আসার জন্য রোদ্দুর খুব জরুরী।
      করবী আর জবা গাছে
      সপ্তাহে একবার করে maicroniutrant স্প্রে করুন।
      আর প্রত্যেক 10 দিনে একবার করে
      NPK 13 0 45 স্প্রে করুন 5 গ্রাম এক লিটার জলে মিশিয়ে।
      অপরাজিতা গাছের গোঁড়ায় 1 চামচ হাড়ের গুঁড়ো দিন প্রতি 10 দিনে একবার করে।
      প্রচুর ফুল পাবেন।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 11 měsíci

      ফুল আসার জন্য রোদ্দুর খুব জরুরী।
      করবী আর জবা গাছে
      সপ্তাহে একবার করে maicroniutrant স্প্রে করুন।
      আর প্রত্যেক 10 দিনে একবার করে
      NPK 13 0 45 স্প্রে করুন 5 গ্রাম এক লিটার জলে মিশিয়ে।
      অপরাজিতা গাছের গোঁড়ায় 1 চামচ হাড়ের গুঁড়ো দিন প্রতি 10 দিনে একবার করে।
      প্রচুর ফুল পাবেন।

    • @sujatapatra5459
      @sujatapatra5459 Před 11 měsíci

      ধন্যবাদ ভাই।

  • @joykanaisumitadas3106

    হামলা আছে হবে তো,সাদা মাছি কিছতেই যাচ্ছে না , এ সব কখনো হয়নি ,কী করবো

  • @HOMEGARDENSUMAN
    @HOMEGARDENSUMAN Před rokem +1

    গাছের বয়স কত হলে এই সব ফটিলাইজার দেওয়া যাবে

  • @Rinokae66
    @Rinokae66 Před rokem +1

    দাদা এই মিশ্র সার দেওয়া জবা ফুল গাছের ফুল তো পূজায় দেওয়া যাবে না। তাই এটি ব্যবহার না করলে হবে??

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      কেন?
      হাড়ের গুঁড়ো আছে বলে?
      এক কাজ করুন, হাড়ের গুঁড়োর পরিবর্তে
      Bio ফসফেট ব্যবহার করতে পারেন। 30 টাকা কেজি।
      Bio পটাশও বাজারে কিনতে পারেন, কলার খোসার পরিবর্তে ব্যবহার করা যাবে।
      এগুলো সপ্তাহে হাফ চা চামচ করে ব্যবহার করতে পারেন।

  • @chinmoygupta6225
    @chinmoygupta6225 Před rokem +1

    দাদা 1ml সমান কই ড্রপ হবে

  • @jayantichowdhury7600
    @jayantichowdhury7600 Před rokem +1

    ভাই আমার কাছে আপনি যে সব ওষুধের কথা বলেছেন তার কোনটাই আমার কাছে নেই আমার কাছে বায়োভিটা সীউইড লিকুইড ও দানা আছে আর সাফ এম৪৫ ও রেডোমিল গোল্ড ও কম্বিকল আছে এর কোনোটাই দিয়েই কিছু করা যাবেনা? দুটি গাছের কি এক সমস্যা? ভাই একটা কিছু কর আমার গাছ ঠিক করে দাও প্লিজ

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      প্রথম গুলো maicronutraint
      আর পরের গুলো fungicide
      এর পর আপনাকে Pesticide ও ফার্টিলাইজার কিনতে হবে।

  • @jayantichowdhury7600
    @jayantichowdhury7600 Před rokem +1

    ভাই আমি খুবই বিভ্রান্ত হয়ে আছি বুঝতে পারছি না কী করব আপনি আমাকে একটু সাহায্য করুন ভাই আমার নীল জবা গাছের পাতায় দু ধারে থেকে পোড়া পোড়া হয়েছে আমি সাফ ফাঙ্গিসাইট স্প্রে করেছি টবের মাটিতেও দিয়েছি কিন্তু ফল কিছু দেখছি না প্লিজ কিছু একটা সাহায্য করুন

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      পুড়ে যাওয়া পাতা ছেঁটে ফেলুন।
      Plantomycin ব্যাকটেরিয়াসাইট 1 গ্রাম
      আর Mobomin maicronutraint 1.5 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করুন সপ্তাহে একবার।
      তার চারদিন পর NPK 13 0 45 ফার্টিলাইজার 5 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করুন।
      তার চার দিন পর আবার আগের দুটো।
      এভাবে করতে থাকুন।
      গাছ সুন্দর হয়ে উঠবে, ফুল ও পাবেন।

    • @jayantichowdhury7600
      @jayantichowdhury7600 Před rokem

      আপনার দেওয়া রেমিডি আমি আমার অন্য যে সব গাছ আছে সেগুলোতেও দিতে পারব? কারণ গাছগুলো সব একেবারে পাশাপাশি আছে সে গুলিও একটু ঐ রকম হয়েছে আমার কাগজি লেবু গাছের সব পাতা পুড়ে ঝরে গেছে শুধু ডালগুলি আছে ত আমি জানতে চাইছি যে এসব গাছেও এই ট্রিটমেন্ট করতে পারব?

    • @jayantichowdhury7600
      @jayantichowdhury7600 Před rokem

      আমি প্লানটোমাইসিনের সঙ্গে বায়োভিটা সীউইড লিকুইড ঐ পরিমাণ মিশিয়ে স্পে করব তাই তো?

  • @nandinihazra7621
    @nandinihazra7621 Před rokem +1

    Kando poche jachche .ki korbo??

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před rokem

      পঁচা অংশ ছেঁটে দিন।
      Blitox fungicide
      কয়েক ফোঁটা জল দিয়ে একটু গাঢ় করে গুলে তুলি দিয়ে পঁচা কান্ড যুক্ত জায়গায় লাগিয়ে দিন।
      অনেকটা ঠিক হলে, তারপর 2 গ্রাম হাফ লিটার জলে মিশিয়ে স্প্রে করুন সপ্তাহে একবার।

  • @alokroy386
    @alokroy386 Před 10 měsíci

    সপ্তাহে একবার জৈব সার না 😂 ৪০/৪৫ দিনের মধ্যে একবার / CZcams জে জার মতো video বানায় 🥴

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 10 měsíci

      আমি তো সাপ্তাহিক পরিচর্যার কথা বললাম।
      করে দেখুন, দারুন উপকার পাবেন।

  • @pgrocks10
    @pgrocks10 Před rokem +1

    Khub bhalo laglo dada.

  • @aryadey1830
    @aryadey1830 Před rokem +1

    White fly and mites er jonno ki korte hobe janaben pls ..