'রামকানাইয়ের নির্বুদ্ধিতা'

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • Edit with InShot:inshotapp.page.link/YTShare
    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'রামকানাইয়ের নির্বুদ্ধিতা' গল্পের কেন্দ্রীয় চরিত্র রামকানাই। তাঁর আশা ছিল তাঁর অপুত্রক দাদার সমস্ত বিষয়সম্পত্তির অধিকারী হবে তাঁর একমাত্র পুত্র নবদ্বীপ। কিন্তু বাস্তবে তা ঘটলো না। মৃত্যুকালে দাদা গুরুচরণ নিজের স্ত্রীকে সমস্ত বিষয় দান করলেন এবং এই উইলের বয়ান লিখলেন রামকানাই নিজেই। রামকানাইয়ের স্ত্রী এই ঘটনায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রামকানাইকে নিদারুণ বাক্যযন্ত্রণা দিতে লাগলেন। এরপরে একসময় পুত্র নবদ্বীপ জ্যাঠামশাইয়ের উইল জাল করল। সম্পূর্ণ পরিস্থিতি জানতে পেরে রামকানাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন। আহার ত্যাগ করলেন, জল পর্যন্ত স্পর্শ করলেন না। অনাহারে মৃতপ্রায় রামকানাই সাক্ষ্যমঞ্চের কাঠগড়ায় দাঁড়িয়ে পুত্রের বিপক্ষে সত্যের পক্ষে সাক্ষী দিলেন।
    গৃহে ফিরে অসুস্থ রামকানাইয়ের মৃত্যু হ'ল। পরিবার পরিজনের উপেক্ষা, অবজ্ঞা, অনাদরের মধ্যে নির্বুদ্ধিতার অপবাদ নিয়ে সততার পূজারী রামকানাই যাত্রা করলেন মর্ত্যলোক ছেড়ে অনন্তের পথে।
    অমর্ত্যলোকের কোথাও কি এই তথাকথিত 'নির্বোধ'দের জন্য কোনো পুষ্পমাল্য অপেক্ষা করে থাকে না?

Komentáře • 3