একজন মেজরের সুইসাইড নোট ! কেন ? Branding Bangladesh I Episode: 02

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Mejor Shams life story interviewed by Kebria RJ . Produced by Studio of Creative Arts ltd. Here he tell how to fight with ill fate and earn victory. This life story is greatly motivational for those who in depression.

Komentáře • 674

  • @channel4h260
    @channel4h260 Před 3 lety +10

    থাম্বনেল দেখে দেখে দেখতে ইচ্ছে করেনি বহুদিন ! যখন দেখলাম তারপর বারবার দেখলাম । জীবনের কঠিন গল্প কেমন কবিতার মত বলে গেলেন ! তাঁর গল্প বলার এই আর্ট একটা মডেল হতে পারে ।

  • @bikermirza9687
    @bikermirza9687 Před 3 lety +27

    ৩০তম বিজিএস ক্যাডার সুশান্ত পাল বলেছিলেন জিবনে বেচে থাকাই সবচেয়ে বড় গিফট।বেচে থাকলে আজ না হোক ১০বছর পর হলেও সময় আসবে।সেটাই আপনার গল্পে ফুটে উঠচে।অনেস্টি খুবই ভালো❤️❤️❤️❤️❤️

  • @nazmabegum9872
    @nazmabegum9872 Před 4 lety +21

    আল্লাহ কে বিশ্বাস করি। উনি চাইলে সবকিছুই করতে পারেন।এই কথা গুলো সবারই শোনা উচিৎ। উনি জীবন এ অনেক উত্থান পতন দেখেছেন। আল্লাহ ওনাকে পরিবার সহ সুখী রাখুন।

    • @mosammatjamal9539
      @mosammatjamal9539 Před 4 lety

      আমিন

    • @nazmabegum9872
      @nazmabegum9872 Před 4 lety

      আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন।

    • @muhammedalazad5570
      @muhammedalazad5570 Před 3 lety +1

      Assalamualikum
      Thank you sir. Very sad, very lucky, learnable story . Everyone is excellent ! God bless you.
      Westminster

    • @abidtalukder6036
      @abidtalukder6036 Před 2 lety +1

      আমি কুরআন পড়তে ভালোবাসি। ৫ ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু আমার আত্নহত্যার দিন ঘনিয়ে আসছে। ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন। আমি পরিস্থিতির শিকার। সামান্য ১৫৬৬০ টাকার জন্য আমার ম্যাজিষ্ট্রেট হবার স্বপ্ন ভেংগে যাচ্ছে। সময় আমার বেশিদিন নাই আল্লাহ। আমার এই স্বপ্ন ভেংগে গেলে আমি বাচবোনা আল্লাহ।
      এইখানে যারা দর্শক আছেন যদি পারেন আমাকে পড়াশুনার সুযোগটা করে দিন। ..............

  • @jahangiralam-rh7wc
    @jahangiralam-rh7wc Před 3 lety +28

    উনার কথা বলার ধরন সুন্দর। প্রচন্ড কষ্টের কথাও হেসে বলে গেলেন। উনি খুবই সাবলীল।

  • @sidratulmuntahaluna9525
    @sidratulmuntahaluna9525 Před 4 lety +94

    উনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে।উনার অপেরশন করার গল্প শুনে হেসেছি।কিন্তু শেষের দিকে এসে চোঁখ দিয়ে পানি পড়ছে।আল্লাহ সবাই কে হেফাজত করুক।আর উনাকে আল্লাহ সব সময় ভালো রাখুক।

  • @mdmubarakhossen6107
    @mdmubarakhossen6107 Před 3 lety +12

    স্যারের জীবনের একেকটি স্তরের কথা যখন শুনছিলাম তখন গা শিউরে উঠছিল আর অবাক হচ্ছিলাম এই ভেবে,ভাগ্যের সাথে আমাদের জীবন যে কত অসহায় অথবা ভাগ্যবান তা বুঝে।জীবন সত্যিই বহমান বৈচিত্র্যময়।

  • @_evening_FarhanaMadhuri
    @_evening_FarhanaMadhuri Před 3 lety +36

    মেজর শামস্ এর সহধর্মিণী কে ধন্যবাদ,
    কারন উনি সুইসাইডাল নোটের কথা জানতে পেরে দ্রুততম সময়ে, মেজরের
    বোন দেরকে বাড়িতে আনতে পেরিছিলেন। আল্লাহ মহান।

  • @clickiphone6576
    @clickiphone6576 Před 2 lety +43

    আমিও স্যারের মত বিপদে পড়েছিলাম,১২ বছর প্রবাসে তাকার পারে যখন দেশে আসলাম টাকার কারণে, সব আপনজন বিপক্ষে ছলে জায়,এমন কি মা বাবও,তখন বুঝলাম টাকায় মা টাকায় বাবা,আলহামদুলিল্লাহ আবার কাতারে চলে আসলাম গুরে দাড়িয়েছি,😭😭😭

  • @mosammatjamal9539
    @mosammatjamal9539 Před 4 lety +59

    অনেক অভাবে থেকে ! কসট্য করে হাজারো কসটো করে , জারা মানুস হয় , এরা হলো আসল হিরো ! বাংলাদেশের গর্ব , সেলুট আপনাকে ! 🌙

  • @mohammdjahangirhossainjony6299

    মেজর সাহেব একজন ভালো মানুষ। ওনাকে অাল্লাহ অনেক পরীক্ষায় ফেলেছেন। ওনার জীবন থেকে নেওয়া এই গল্প প্রত্যেকের শোনা উচিত। গল্পটি পারিবারিক ও সামাজিকভাবে জীবন পথে চলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

    • @honestyaviation872
      @honestyaviation872 Před 4 lety +3

      He is not a mejor but a great squadron leader...... Bangladesh airforce

  • @masudalam6551
    @masudalam6551 Před 4 lety +39

    স্যার,সত্য পথে থাকলে সত্যের যে জয় হয় তারই বাস্তব প্রমান আপনি।

  • @apuahmed1858
    @apuahmed1858 Před 4 lety +7

    আমি উনাকে খুব ভালো ভাবে চিনি ও জানি। অসাধারণ একজন ভালো মনের মানুষ।কিন্তু আজ উনার অনেক অজানা কথা জানলাম। ধন্যবাদ

    • @wholemadinah2055
      @wholemadinah2055 Před 4 lety

      আপু আমার চেনেল্টা সাবক্রাইব করুন

  • @RASIFU
    @RASIFU Před 4 lety +36

    করোনার কারনে মার্চ মাসে চাকরি টা হারিয়েছিলাম। সময় টাও ভালো যাচ্ছিলো না।
    নিজের ও বেশ কয়েকবার মরে যাওয়ার ইচ্ছে হয়েছিলো।
    পরিবার ও দ্বায়িত্ব আমাকে বার বার আকড়ে ধরেছে।
    আলহামদুলিল্লাহ।
    আগামী সেপ্টেম্বর মাসে আবারো নতুন চাকরি তে যোগ দিব।
    দয়া করে, সবাই যার যার যায়গা থেকে চেষ্টা করে যান।
    আপনি সাফল্যের পিছু ছুটলে, সাফল্য আপনার কাছে হাটু গেড়ে বসতে বাধ্য।
    শুধু, সঠিক ভাবে, সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত টি নিয়ে নিন।

    • @mdkamrulislam1067
      @mdkamrulislam1067 Před 4 lety +2

      ভাই অন্ধকারের পরে আলো আসে,আলোর পরে অন্ধকার আসে। অন্ধকার দেখে ভয় পাবেন না কারণ অন্ধকারের পর আলো অপেক্ষামান। ভয় তখন পাবেন যখন আপনার চারিদিকে আলো বিদ্যমান কারণ সামনে আপনার জন্য অন্ধকার অপেক্ষামান। ৯০ দশকে কি পরিমাণ কষ্টের যাতাকলে আবদ্ধ ছিলাম , এটা বর্ণনা করার কোন ভাযা আমার জানা নেই। কিন্তু হতাশ হইনি। কারন বিশ্বাস ছিলো পরিশ্রম আর সততা একদিন আলোর পথ দেখাবে। আজ যথেষ্ট সুখী। সুতরাং হতাশ হবেন না। ধৈর্য্য ধরে এগিয়ে চলুন।

  • @governmentjob6316
    @governmentjob6316 Před 4 lety +86

    এত সুন্দর গোছালো কথা আগে কখনো শুনিনি। আর মা তো সেরা মা

  • @mdsalawuddin1188
    @mdsalawuddin1188 Před 3 lety +3

    এই ভদ্রলোকের হিস্টরি আমি আগে একবার শুনেছি আজকেও শুনলাম, উনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন সত্যিই অসাধারণ, দোয়া করি আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখে, সত্যিই উনি একজন অসাধারণ মানুষ, একজন ভালো মানুষ।

  • @md.mohiuddin4589
    @md.mohiuddin4589 Před 4 lety +34

    খাদের কিনারা থেকে কিভাবে বেচে গেলেন, কিভাবে ফিরলেন ভাবতে পারেন? আল্লাহর রহমত, সবই তার দয়া। তবে মানুষ বিপদে পড়লে তার আত্মীয় স্বজনেরা, বন্ধু বান্ধব কেমন আচরন করে তা উনি নিশ্চয় বুঝতে পেরেছেন। আমিও বুঝেছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে।
    আল্লাহ মেহেরবান, এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ!

  • @mosammatjamal9539
    @mosammatjamal9539 Před 4 lety +12

    আপনে আল্লার খুব পছন্দের একটা মানুস ! ভাগ্য ভাল তাই বেছে গেছেন ! নয়তো মানুস বর বর ডাক্তার বিদেশ গিয়ে অপারেশন করাই তার পর ও কতো রিকছ হয়ে জায় ! আললাহ আপনাকে ভাল রাখুক

  • @queenhouse9832
    @queenhouse9832 Před 2 lety +4

    সুবহানআল্লাহ এতো কষ্টের কথা শুনে চোখের পানি এমনিতেই চলে আসলো আললাহ সহায় থাকলে কোন মানুষের শক্তি নাই কাউকে বিপদে ফেলে আমরা আল্লাহর উপর সব সময় ভরসা রাখবো ইনশাআল্লাহ।

  • @setv1827
    @setv1827 Před 3 lety +4

    Branding Bangladesh বাংলাদেশের এমনি একটা CZcams channel যেটা বাংলাদেশের অনান‍্য চ‍্যানেলের থেকে একদম আলাদা। যেটা বাংলাদেশের সবচেয়ে শিক্ষানিয় বিষয় এর ঘটনা তুলে ধরছে। এজন্য আমি খুব গর্বিত। আর Branding বলতে বোঝায় পন্য অনেক থাকে তারমধ‍্যে বেশিরভাগ চয়েজ টাকে Branding বলা যায়। এটা আমি একবার দেখেই আমার মনটা কেড়ে নিল। আমি দোয়া করি Branding Bangladesh আরও অনেক দূর এগিয়ে যাক....

  • @bulbulbhattacharjee8691
    @bulbulbhattacharjee8691 Před 3 lety +11

    জীবনের এই গল্প থেকে অনেক কিছুই শেখার আছে। স্যালুট কিবরিয়া ভাই,এরকম একজন মানুষ আমাদের মুখোমুখি করায়..!

  • @tanjinamahmud7832
    @tanjinamahmud7832 Před 3 lety +3

    পুরো গল্পটা একটা জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। মেজর সাহেবের গোছানো কথা এবং এত কষ্টের কথাগুলি হাসি মুখে উনি বলেছেন কখনো হেসেছি আবার কেদেছি সবশেষে ওনার সফলতায় শুকরিয়া আদায় করেছি। আর একটা বিষয় বুঝেছি সৎ ভাবে যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে পরিশ্রম করে গেলে সফলতা আসবেই। আল্লাহ যখন যা ই করেন আমাদের ভালোর জন্যই করেন। আল্লাহ আপনার ইহকাল ও পরকালীন জীবনের হেফাজত করুক।

  • @user-vs5dj6nf2d
    @user-vs5dj6nf2d Před 4 lety +12

    মানুষের জিবনে এমন কিছু সময় আসে যখন তার মস্তিষ্ক কাজ করে না তখন সে দিশেহারা হয়ে যায়, কিন্ত মহান আল্লাহ পাক কারো ঊছিলায় তাকে সঠিক পথ দেখায়।ওনার ছোট্ট বোন হচ্ছে ঊছিলা,আসলে সত্যি বলতে যেমন দুনিয়া টার যেমন শুরু আছে তেমনি শেষ হয়ে যাবে একদিন। কস্টের পরে সুখ একদিন আসবে। তাই আমাদের সবার উচিৎ বিপদের সময় ঢান্ডা মাথায় কাজ করা আত্তহত্যা সঠিক পত নয়। কিবরিয়া ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট্ট করবো না। তবে এটা আমাদের জন্য অনেক শিক্ষি নিও ভিডিও।

  • @delowarabegum2346
    @delowarabegum2346 Před 4 lety +75

    সত্যিকারের মা। সতততার অভাব নেই।এমন মায়ের সন্তান ই তো মেজর হওয়া উচিত।আল্লাহ সতততার পুরস্কার এভাবেই দেন।

  • @pereirapuspa1042
    @pereirapuspa1042 Před 4 lety +5

    কষ্টের জীবন আগুনে পুড়ে সোনারই মতো, আমি ও আমার পরিবার এমন ই পরিস্থিতির স্বীকার হয়ে ছিলাম যে সকল কষ্ট ভুলে থেকে সংহে নিয়ে চলেছি সততার সাথে জীবন কে গ্রহন করা ঈশ্বর কে স্মরণ করা আর পরিবারকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়া। হারিয়েছি আবার জীবনে সকলকে নিয়ে শান্তিতে আছি ধন্যবাদ, প্রসংশা, মহিমা প্রভু সবাই তোমার হউক আমেন।

    • @wholemadinah2055
      @wholemadinah2055 Před 4 lety

      দয়া করে আমার চেনেল্টা সাবক্রাইব করুন

  • @shadatmollah6969
    @shadatmollah6969 Před 3 lety +25

    স্যার, হাজার হাজার সালাম,,,, আল্লাহর উপর অঘাত বিশ্বাস রেখে আপনি এগিয়েছেন। আল্লাহ আপনাকে হেপাজত করুন ।

  • @ummekulsum7716
    @ummekulsum7716 Před 3 lety +12

    ওনার কথা বলার স্টাইল এত সুন্দর এবং মার্জিত।অবাক হয়ে বার বার শুনি।।

    • @zumdnr4943
      @zumdnr4943 Před 3 lety

      নোয়াখালীর সুপারম্যান গন এত কাপুরুষ কেন?
      (১)শান্তি বাহিনি-র শাথে সরকারি স্বসশ্র বাহিনী-(আর্মি নেভি, এয়ার, পুলিশ)- লরাই- এ নিহত-শংখ্যা।
      (২)শান্তি-মিশন-এ (আফ্রিকাতে)-স্বসশ্র বাহিনীর নিহত- শংখ্যা।
      (৩) মেজর জেনারেল জিয়াউর রাহমান এর বিরুধ্যে ক্যু(বিদ্রুহ)-এর সময়স্বসশ্র বাহিনীর- নিহত শংখ্যা।
      (৪)ক্যু- র পর কোর্ট মারশালে-স্বসশ্র বাহিনীর-নিহতশংখ্যা।
      (৫)ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিখ্যা প্রতিস্থানে এ ১৯৭১ এর পর নিহত- শংখ্যা ।
      (৬)হরতাল/অবরধ-এ নিহত শংখ্যা।
      - এ সকল ক্ষেত্রে বৃহত্তর নোয়াখালী(ও এর নিকটবর্তী অঞ্চল) এবং ক্যালক্যাশিয়ান (১৯৪৭ এর পর কলিকাতা, তথা পশ্চিম বঙ্গ থেকে যেসব মুসলমান বাংলাদেশে এসেছে) দের-নিহত শংখ্যা কত?
      -(জনসংখা/ক্ষেত্রফল অনুযায়ী - মৃত্যুর % হার কি সামঞ্জ স্ব পূর্ণ ?)
      #৳@৳@#৳

    • @abidtalukder6036
      @abidtalukder6036 Před 2 lety

      আমি কুরআন পড়তে ভালোবাসি। ৫ ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু আমার আত্নহত্যার দিন ঘনিয়ে আসছে। ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন। আমি পরিস্থিতির শিকার। সামান্য ১৫৬৬০ টাকার জন্য আমার ম্যাজিষ্ট্রেট হবার স্বপ্ন ভেংগে যাচ্ছে। সময় আমার বেশিদিন নাই আল্লাহ। আমার এই স্বপ্ন ভেংগে গেলে আমি বাচবোনা আল্লাহ।
      এইখানে যারা দর্শক আছেন যদি পারেন আমাকে পড়াশুনার সুযোগটা করে দিন। ..........

  • @delowarabegum2346
    @delowarabegum2346 Před 4 lety +196

    মেজর সাহেবের ছোট বোনকে শতকোটি সালাম জানাই। উনার কথায় পরে মেজর সাহেব আবার ঘুরে দাড়িয়েছেন।সততার পুরস্কার যে মহান আল্লাহ কিভাবে দেন কেউ বুঝতে পারেনা।

  • @jannatulferdous9598
    @jannatulferdous9598 Před 3 lety +33

    মেজর আংকেল এর জন্যে অনেক অনেক দোয়া ও শুভকামনা।

    • @zumdnr4943
      @zumdnr4943 Před 3 lety

      %%%৳৳
      কোলকাতা হিন্দুরা বাংলাদেশ এর হিন্দুদের উপর কতটা নিষ্ঠুর দেখুনঃ
      Marichjhapi Massacre : यह
      -1905-to-1911 পর্যন্ত তৎকালীন Kolikata and its Nearby লোকজন "বঙ্গ ভঙ্গ রদ আন্দোলন (anti Bengal divide Movement)" করেছিল? পাকিস্তান হওয়ার পেছনে সেই “বঙ্গ ভঙ্গ রদ আন্দলন “ গুরুত্ব পূর্ণ মনস্তাত্তিক ভূমিকা রয়েছে। Kolikata ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় এবং বঙ্গ প্রদেশের (আজকের পশ্চিম বঙ্গ, বাংলাদেশ, ভারতের আসাম সহ উত্তর পূর্বের ৭ টা প্রদেশ) রাজধানী হওয়ায় - সেখানে চুরি, ডাকাতি , ঘুষ, প্রতারণা- এর বড় বানিজ্য গড়ে উঠেছিল। ব্রিটিশ সরকার 1905 সালে Dhaka -কে রাজধানী করে নিয়ে “East Bengal and Assam” প্রদেশ গঠন করলে- কলিকাতা কেন্দ্রিক (হিন্দু, মুসলিম সহ প্রায় সকল গুষ্টি)র ঐ ঘুষ, চুরি, ডাকাতি, প্রতারনা-র বানিজ্যে বাধা পরে। তাই সেখানকার জনগুস্থি "বঙ্গ ভঙ্গ রদ আন্দোলন” করে হিন্দু ধর্মের আন্দলন , ভারতের স্বাধীনতা আন্দলন মোড়কে (False Flag Operation)
      top5Riot-India< czcams.com/video/I_Zy_AqxYx4/video.html&has_verified=1 >
      -Kolikata & Nearer-
      Direct Action Day < en.wikipedia.org/wiki/Direct_Action_Day >
      Calcutta Riot, 1946< en.banglapedia.org/index.php?title=Calcutta_Riot,_1946>
      The Direct Action-Alok Times< czcams.com/video/tu8FuYnAX64/video.html >
      Direct Action Day - Great Calcutta Killings-August 1946 - riots in Bengal
      < czcams.com/video/3AIxfFNfiCA/video.html >
      BIJON SETU 1982_Part-II
      - 1946(Noakhali& Nearer area এবং kolikata)- Riot হয়। তারা(শাক্তিশালি)ইংরেজের বিরুধ্বে যুধধ করেনি।
      *Others*
      Nellie, আসাম/Assam massacre of more than 2000 muslims in 1983: The Untold Story < czcams.com/video/yMx7J6r0MuY/video.html >
      Zafar Ali, Nellie, আসাম massacre-1983 survivor < czcams.com/video/0tzLZdcXvCw/video.html >
      *Karachi, সিন্ধু প্রদেশ, পাকিস্তান*
      দেখুন < en.wikipedia.org/wiki/List_of_people_from_Karachi >
      করাচির- অনেক বিখ্যাত ব্যাক্তি- (১) Gen.Parvez মশাররফ, (২)শিয়া জুলফিকার আলি Bhutto, (বেলুচিস্তানে অপারেশন) (৩) শিয়া Benozir ভুত্ত- প্রাক্তন PM ,তাঁর ভাই পুলিশ এর গুলিতে নিহত হয়, সে ক্ষমতায় থাকাকালে (www.latimes.com/archives/la-xpm-1996-09-21-mn-46037-story.html )- হায় রে ক্ষমতার লড়াই! (৪)Aga Khan III - Imam Sultan Mohammed Shah - 48th Imam of Shia Imami Ismaili Muslims, (President League of Nations, President All India Muslim League and GCSI, GCMG)
      (ইসমায়েলি সম্প্রদায়-এর কত ভয়ানক ইতিহাস আছে-আমরা কি জানি?-Holy Terror-Order of Assassins ; HISTORY-ISMAILIS < www.historyworld.net/wrldhis/PlainTextHistories.asp?historyid=ab17#1275 > ; )
      Hashashins- Origins of the Order of Assassins< czcams.com/video/vG8qmlKdRjs/video.html>
      সন্ত্রাসী গেম assassin Crede (যা Holy Terror: The Rise of the Order of Assassins/ Hashashins/ old man of alamut castle ) নিশিধ্ব হউয়া উচিত।
      Munafik Muhammad Asad (ইহুদী Leopold Weiss) Explains What is Quran? Difference With Other Scriptures And Who are Muslims? < czcams.com/video/NS5cRoKDHqA/video.html >,
      (সে লিখেছে Devine Writ, আসমানি কিতাব মানতে পারে নাই, কারণ সে Jew)
      (সে লিখেছে Those Who Surrender to God, কারণ সে Jew, তাই- English ভাষায় Holy Quran আমাদের ইসলামের পবিত্র ধর্ম গ্রন্থ বুঝায়, আর Muslim বলতে Muhammad Sallallahu ‘Alaihissalaam এর অনুসারী গনকে বুঝায়)/ সুরা -22হাজ্জ-৭৮ পরুন;মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহিসসালাম এর উম্মতের নাম "মুসলিম" ইহুদীরা তাই মানতে পারছে না।
      Enemy of Islam রা চেয়েছিল Pakistan তৈরি(1947) করে- পরে তা (হিন্দু) ভারতের দখলের মাধ্যমে (1965 war)এ অঞ্চলের ইসলাম কে ধ্বংস (পরিবরতন/নিয়ন্ত্রন) করা। In same মহল্লায়/ Village এ some Hindo, কিছু Muslim থাকলে friendly Relation এর কারণে Muslim Kiling ও Islam ধ্বংস not Possible);কিন্তু In Unknown/অপরিচিত 100% Muslim Area হিন্দু (India) এর Armed Operation যেটা Possible।
      Rohinga,Myanmar(বার্মা)
      বার্মাতে অনেক বিদ্রুহি গ্রুপ ( Buddist Arakan Army, KIA, Karen গেরিলা-অনেক) সরকারের বিরুধ্বে যুধ্ব রতছিল/আছে, কিন্তু Rohinga-রা যুধ্ব করতে রাজী নয়, আর বাংলাদেশে এসে hundreds of thousands লোকের Assembly/ Meeting , আর অনেকে সন্ত্রাস, মাদক ব্যবসা, অবৈধ অর্থঅর্জন, অশ্রসংগ্রহ-এর সাথে জরিয়ে গেছে।
      উপহার এককেজি ওজনের স্বর্ণালংকার ও কয়েকলাখ নগদটাকা-Teknaf Rohinga< czcams.com/video/JanMxILUgWE/video.html >
      -আরও*
      17.03.2020.VOR TV...Who is Pan sandar myint?-100% Rohingya. < czcams.com/video/BA1PuAmX-A0/video.html >
      @@ রোহিঙ্গারা স্বভাবে ইহুদী। বারাম/ মিয়ানমার বাংলাদেশ আক্রমন করলে রোহিঙ্গারা বারমাকে সাহাজ্য করবে- বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। আল কুরআন এ বর্ণিত বনী ইসরায়েল ও ইহুদী দের স্বভাব পরুন, রোহিঙ্গাদের ইহুদীদের স্বভাব রয়েছে। ১৯১৭ সালে ১ম বিশ্ব যুধ্বে ব্রিটিশরা তুর্কীর কাছে থেকে জেরুজালেম দখল করে সম্ভবত ৩০ হাজার সৈন্য (উভয় পক্ষে ) মারা যায়। ১জন ইহুদিও মারা যায় নি। পরে দলে দলে ইহুদীরা আসে। আর এসে ফিলিস্তিন এলাকায় সন্ত্রাস করে। মিডিয়া নিয়ন্ত্রণ করে। প্রকাশ করতে দেয় নি। যদি কোন ব্যাতিক্রম সাংবাদিক ইহুদী সন্ত্রাস প্রকাশ করতে চাইত- তাঁকে হত্যা করা হত। মিনহাম বেগিন কিং ডেভিড হোটেল (ব্রিটিশ ফিলিস্তিন Command H/Q) এ বোমা মারে ৯০ জনের উপরে লোক মারা যায়। ৪০ জনের উপরে ব্রিটিশ। ইসরায়েল স্বাধীন হলে ইহুদীরা এই বেগিন কে প্রধান্মত্রি বানায়। এই বেগিন পরে শান্তিতে নোবেল প্রাইজ পায়। বাংলাদেশ 1971 এ Pakistan এর সাথে যুধ্ব করে। আর Rohinga রা 2017 সালে Myanmar/ বারমা-র সাথে did not -/Fight. @@@

    • @hasnahena6096
      @hasnahena6096 Před 3 lety

      @@zumdnr4943 q

    • @abidtalukder6036
      @abidtalukder6036 Před 2 lety

      আমি কুরআন পড়তে ভালোবাসি। ৫ ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু আমার আত্নহত্যার দিন ঘনিয়ে আসছে। ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন। আমি পরিস্থিতির শিকার। সামান্য ১৫৬৬০ টাকার জন্য আমার ম্যাজিষ্ট্রেট হবার স্বপ্ন ভেংগে যাচ্ছে। সময় আমার বেশিদিন নাই আল্লাহ। আমার এই স্বপ্ন ভেংগে গেলে আমি বাচবোনা আল্লাহ।
      এইখানে যারা দর্শক আছেন যদি পারেন আমাকে পড়াশুনার সুযোগটা করে দিন। ...........

  • @mdraka332
    @mdraka332 Před 4 lety +15

    What a story!!! He is talked very nicely and calm.But,,,his story is very heart touching. People have to learn from his stories . Amazing,, love from Bangladesh.

    • @mosammatjamal9539
      @mosammatjamal9539 Před 4 lety

      You are Right 💕

    • @aftab2236
      @aftab2236 Před 4 lety

      Right ...

    • @zumdnr4943
      @zumdnr4943 Před 3 lety

      %%%৳৳
      কোলকাতা হিন্দুরা বাংলাদেশ এর হিন্দুদের উপর কতটা নিষ্ঠুর দেখুনঃ
      Marichjhapi Massacre : यह
      -1905-to-1911 পর্যন্ত তৎকালীন Kolikata and its Nearby লোকজন "বঙ্গ ভঙ্গ রদ আন্দোলন (anti Bengal divide Movement)" করেছিল? পাকিস্তান হওয়ার পেছনে সেই “বঙ্গ ভঙ্গ রদ আন্দলন “ গুরুত্ব পূর্ণ মনস্তাত্তিক ভূমিকা রয়েছে। Kolikata ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় এবং বঙ্গ প্রদেশের (আজকের পশ্চিম বঙ্গ, বাংলাদেশ, ভারতের আসাম সহ উত্তর পূর্বের ৭ টা প্রদেশ) রাজধানী হওয়ায় - সেখানে চুরি, ডাকাতি , ঘুষ, প্রতারণা- এর বড় বানিজ্য গড়ে উঠেছিল। ব্রিটিশ সরকার 1905 সালে Dhaka -কে রাজধানী করে নিয়ে “East Bengal and Assam” প্রদেশ গঠন করলে- কলিকাতা কেন্দ্রিক (হিন্দু, মুসলিম সহ প্রায় সকল গুষ্টি)র ঐ ঘুষ, চুরি, ডাকাতি, প্রতারনা-র বানিজ্যে বাধা পরে। তাই সেখানকার জনগুস্থি "বঙ্গ ভঙ্গ রদ আন্দোলন” করে হিন্দু ধর্মের আন্দলন , ভারতের স্বাধীনতা আন্দলন মোড়কে (False Flag Operation)
      top5Riot-India< czcams.com/video/I_Zy_AqxYx4/video.html&has_verified=1 >
      -Kolikata & Nearer-
      Direct Action Day < en.wikipedia.org/wiki/Direct_Action_Day >
      Calcutta Riot, 1946< en.banglapedia.org/index.php?title=Calcutta_Riot,_1946>
      The Direct Action-Alok Times< czcams.com/video/tu8FuYnAX64/video.html >
      Direct Action Day - Great Calcutta Killings-August 1946 - riots in Bengal
      < czcams.com/video/3AIxfFNfiCA/video.html >
      BIJON SETU 1982_Part-II
      - 1946(Noakhali& Nearer area এবং kolikata)- Riot হয়। তারা(শাক্তিশালি)ইংরেজের বিরুধ্বে যুধধ করেনি।
      *Others*
      Nellie, আসাম/Assam massacre of more than 2000 muslims in 1983: The Untold Story < czcams.com/video/yMx7J6r0MuY/video.html >
      Zafar Ali, Nellie, আসাম massacre-1983 survivor < czcams.com/video/0tzLZdcXvCw/video.html >
      *Karachi, সিন্ধু প্রদেশ, পাকিস্তান*
      দেখুন < en.wikipedia.org/wiki/List_of_people_from_Karachi >
      করাচির- অনেক বিখ্যাত ব্যাক্তি- (১) Gen.Parvez মশাররফ, (২)শিয়া জুলফিকার আলি Bhutto, (বেলুচিস্তানে অপারেশন) (৩) শিয়া Benozir ভুত্ত- প্রাক্তন PM ,তাঁর ভাই পুলিশ এর গুলিতে নিহত হয়, সে ক্ষমতায় থাকাকালে (www.latimes.com/archives/la-xpm-1996-09-21-mn-46037-story.html )- হায় রে ক্ষমতার লড়াই! (৪)Aga Khan III - Imam Sultan Mohammed Shah - 48th Imam of Shia Imami Ismaili Muslims, (President League of Nations, President All India Muslim League and GCSI, GCMG)
      (ইসমায়েলি সম্প্রদায়-এর কত ভয়ানক ইতিহাস আছে-আমরা কি জানি?-Holy Terror-Order of Assassins ; HISTORY-ISMAILIS < www.historyworld.net/wrldhis/PlainTextHistories.asp?historyid=ab17#1275 > ; )
      Hashashins- Origins of the Order of Assassins< czcams.com/video/vG8qmlKdRjs/video.html>
      সন্ত্রাসী গেম assassin Crede (যা Holy Terror: The Rise of the Order of Assassins/ Hashashins/ old man of alamut castle ) নিশিধ্ব হউয়া উচিত।
      Munafik Muhammad Asad (ইহুদী Leopold Weiss) Explains What is Quran? Difference With Other Scriptures And Who are Muslims? < czcams.com/video/NS5cRoKDHqA/video.html >,
      (সে লিখেছে Devine Writ, আসমানি কিতাব মানতে পারে নাই, কারণ সে Jew)
      (সে লিখেছে Those Who Surrender to God, কারণ সে Jew, তাই- English ভাষায় Holy Quran আমাদের ইসলামের পবিত্র ধর্ম গ্রন্থ বুঝায়, আর Muslim বলতে Muhammad Sallallahu ‘Alaihissalaam এর অনুসারী গনকে বুঝায়)/ সুরা -22হাজ্জ-৭৮ পরুন;মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহিসসালাম এর উম্মতের নাম "মুসলিম" ইহুদীরা তাই মানতে পারছে না।
      Enemy of Islam রা চেয়েছিল Pakistan তৈরি(1947) করে- পরে তা (হিন্দু) ভারতের দখলের মাধ্যমে (1965 war)এ অঞ্চলের ইসলাম কে ধ্বংস (পরিবরতন/নিয়ন্ত্রন) করা। In same মহল্লায়/ Village এ some Hindo, কিছু Muslim থাকলে friendly Relation এর কারণে Muslim Kiling ও Islam ধ্বংস not Possible);কিন্তু In Unknown/অপরিচিত 100% Muslim Area হিন্দু (India) এর Armed Operation যেটা Possible।
      Rohinga,Myanmar(বার্মা)
      বার্মাতে অনেক বিদ্রুহি গ্রুপ ( Buddist Arakan Army, KIA, Karen গেরিলা-অনেক) সরকারের বিরুধ্বে যুধ্ব রতছিল/আছে, কিন্তু Rohinga-রা যুধ্ব করতে রাজী নয়, আর বাংলাদেশে এসে hundreds of thousands লোকের Assembly/ Meeting , আর অনেকে সন্ত্রাস, মাদক ব্যবসা, অবৈধ অর্থঅর্জন, অশ্রসংগ্রহ-এর সাথে জরিয়ে গেছে।
      উপহার এককেজি ওজনের স্বর্ণালংকার ও কয়েকলাখ নগদটাকা-Teknaf Rohinga< czcams.com/video/JanMxILUgWE/video.html >
      -আরও*
      17.03.2020.VOR TV...Who is Pan sandar myint?-100% Rohingya. < czcams.com/video/BA1PuAmX-A0/video.html >
      @@ রোহিঙ্গারা স্বভাবে ইহুদী। বারাম/ মিয়ানমার বাংলাদেশ আক্রমন করলে রোহিঙ্গারা বারমাকে সাহাজ্য করবে- বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। আল কুরআন এ বর্ণিত বনী ইসরায়েল ও ইহুদী দের স্বভাব পরুন, রোহিঙ্গাদের ইহুদীদের স্বভাব রয়েছে। ১৯১৭ সালে ১ম বিশ্ব যুধ্বে ব্রিটিশরা তুর্কীর কাছে থেকে জেরুজালেম দখল করে সম্ভবত ৩০ হাজার সৈন্য (উভয় পক্ষে ) মারা যায়। ১জন ইহুদিও মারা যায় নি। পরে দলে দলে ইহুদীরা আসে। আর এসে ফিলিস্তিন এলাকায় সন্ত্রাস করে। মিডিয়া নিয়ন্ত্রণ করে। প্রকাশ করতে দেয় নি। যদি কোন ব্যাতিক্রম সাংবাদিক ইহুদী সন্ত্রাস প্রকাশ করতে চাইত- তাঁকে হত্যা করা হত। মিনহাম বেগিন কিং ডেভিড হোটেল (ব্রিটিশ ফিলিস্তিন Command H/Q) এ বোমা মারে ৯০ জনের উপরে লোক মারা যায়। ৪০ জনের উপরে ব্রিটিশ। ইসরায়েল স্বাধীন হলে ইহুদীরা এই বেগিন কে প্রধান্মত্রি বানায়। এই বেগিন পরে শান্তিতে নোবেল প্রাইজ পায়। বাংলাদেশ 1971 এ Pakistan এর সাথে যুধ্ব করে। আর Rohinga রা 2017 সালে Myanmar/ বারমা-র সাথে did not -/Fight.

  • @masudulalam7307
    @masudulalam7307 Před 2 lety +2

    জনাব আমি মেজর সামস্ সাহেবকে চিনতে পেরেছি। তিনি ধানমন্ডিতে অফিস ও বুটিক হাউস করেছিলেন এছাড়া তাহার আরেকটি বুটিক হাউস ছিলো শুক্রাবাদ মিরপুর রোডে। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।

  • @rezaasif
    @rezaasif Před 4 lety +19

    মাশা আল্লাহ! কিন্তু আশ্চর্য হচ্ছি যে এখানেও এই মুহূর্তে ৩৭ জন ভিডিওটিকে ডাউনভোট করেছে দেখতে পাচ্ছি!!!!! খুব জানতে ইচ্ছে হচ্ছে যে, এই অসাধারন যাপিত জীবনের গল্পে এরা ডাউনভোট করার প্রেরণা কিভাবে পেল? কি বিচিত্র মানুষের চরিত্র।

  • @johirulamin7019
    @johirulamin7019 Před 3 lety +3

    I lived in Narayanganj(Bandar) for 4 years but never met a man who talk like this, he’s such a great person.

  • @sidratulmuntahaluna9525
    @sidratulmuntahaluna9525 Před 4 lety +27

    আমি ও একবার খুব বিপদে পড়েছিলাম তখন আমার ও মনে হয়েছিলো আত্নহত্যা ছাড়া হয়তো আর কোন উপায় নাই।বাট আল্লাহ আমাকে সাহায্য করেছে।আসলে বিপদে পড়লে তখন মানুষ অনেক অহসহায় হয়ে পরে

  • @kholilurrahman8558
    @kholilurrahman8558 Před 4 lety +17

    ধন্যবাদ কিবরিয়া ভাই
    বাংলা ইংলিশ ট্রান্সলেশনের জন্য ,আমি এই স্যানেলের কোন ভিডিও মিস্ করবো না , কোটি টাকা দিয়ে এমন মুটিভেশন পাওয়া যায় না ,এই জীবন গল্প থেকে যা পাওয়া যায় , আমি শিখতেছি এখান থেকে how to protect me

  • @riziachowdhury8179
    @riziachowdhury8179 Před rokem +2

    আমি আশা করবো এই প্রতিষ্ঠান টিকে থাকুক, এবং বাংলাদেশের দরদী বিজনেস জনগন এগিয়ে আসলে, তাঁরা অংশিদার হয়ে এটিকে চালু করার ব্যবস্থা নিলে সত্যিকারের মানবদরদী কাজ হবে; পরম করুনাময় আল্লাহতালা সাহায্য করুন

  • @Mahidul1M
    @Mahidul1M Před 4 lety +23

    এত গুচিয়ে সুন্দব়ভাৱে কথা বলা সম্ভৱ! মনে হয় আবৃত্তি কব়ছে। অসাধাব়ণ

    • @wholemadinah2055
      @wholemadinah2055 Před 4 lety

      ভাইয়া আমার চেনেল্টা সাবক্রাইব করুন

  • @tauhidulislam2956
    @tauhidulislam2956 Před 3 lety +2

    সত্যিই আমি খুবই অভিভুত।নিয়তির কাছে আমরা কেন এত অসহায়? তবে মহান আল্লাহপাক অসীম দয়ালু, তিনিই একমাত্র আমাদের জন্য পথ প্রদর্শক।তাইতো আমরা এখন ও স্বাভাবিক ভাবে বেচে আছি।

  • @drmohammedmarufmiah8435
    @drmohammedmarufmiah8435 Před 3 lety +5

    বাংলাদেশ বিমান বাহিনীতে চাকুরী করা একজন
    Sqn Leader
    Suicidal Note
    লেখার পরও ফিরে এসে আবার
    নতুন করে জীবনে প্রতিষ্টিত হয়েছে ।
    খুবই Traumatised ঘটনা
    আহা কি সুন্দর করে বলেছেন।

  • @zakirhossain9464
    @zakirhossain9464 Před 4 lety +4

    Many Thanks to R J Kibria. It seems Mr. Shams is a Notre Damian. Once again feel proud to be a Notre Damian. Many people says why the Notre Damians take proud? Because Notre Dame don’t teach only Notre Dame transforms a man into a Educated Human being! Br. Shams I am from batch 92 NDC. Best wishies.Will be in touch with alokitopoth.

  • @sumanwasif7950
    @sumanwasif7950 Před 3 lety +7

    আমি মনে করি পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে আপনার কথা গুলো অনেক ভালো লাগলো এবং কিবরিয়া ভাই তো আমাদের সবার এবং বাংলাদেশের আইকন

  • @ishikarrongtuli9268
    @ishikarrongtuli9268 Před 2 lety +6

    Salute Major!Salute your mentality,honesty & morality.

  • @laijubegum7636
    @laijubegum7636 Před 4 lety +54

    আমি ছাত্রের মাকে দোয়া করি, এক কথাতেই কমপ্লিট সুট বানিয়ে দিয়েছে,এটা তো আপনজনেরাও করে না।

    • @innathjahan936
      @innathjahan936 Před 3 lety

      yeah
      kdbdd

    • @bilkiskhatun9116
      @bilkiskhatun9116 Před 3 lety

      @@innathjahan936 ⁰?⁰)⁰₩)

    • @mirsayefuddinsayed8833
      @mirsayefuddinsayed8833 Před 3 lety

      @@bilkiskhatun9116 ĺĺ

    • @zumdnr4943
      @zumdnr4943 Před 3 lety

      নোয়াখালীর সুপারম্যান গন এত কাপুরুষ কেন?
      (১)শান্তি বাহিনি-র শাথে সরকারি স্বসশ্র বাহিনী-(আর্মি নেভি, এয়ার, পুলিশ)- লরাই- এ নিহত-শংখ্যা।
      (২)শান্তি-মিশন-এ (আফ্রিকাতে)-স্বসশ্র বাহিনীর নিহত- শংখ্যা।
      (৩) মেজর জেনারেল জিয়াউর রাহমান এর বিরুধ্যে ক্যু(বিদ্রুহ)-এর সময়স্বসশ্র বাহিনীর- নিহত শংখ্যা।
      (৪)ক্যু- র পর কোর্ট মারশালে-স্বসশ্র বাহিনীর-নিহতশংখ্যা।
      (৫)ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিখ্যা প্রতিস্থানে এ ১৯৭১ এর পর নিহত- শংখ্যা ।
      (৬)হরতাল/অবরধ-এ নিহত শংখ্যা।
      - এ সকল ক্ষেত্রে বৃহত্তর নোয়াখালী(ও এর নিকটবর্তী অঞ্চল) এবং ক্যালক্যাশিয়ান (১৯৪৭ এর পর কলিকাতা, তথা পশ্চিম বঙ্গ থেকে যেসব মুসলমান বাংলাদেশে এসেছে) দের-নিহত শংখ্যা কত?
      -(জনসংখা/ক্ষেত্রফল অনুযায়ী - মৃত্যুর % হার কি সামঞ্জ স্ব পূর্ণ ?)
      #৳@৳@#৳

    • @abidtalukder6036
      @abidtalukder6036 Před 2 lety

      আমি কুরআন পড়তে ভালোবাসি। ৫ ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু আমার আত্নহত্যার দিন ঘনিয়ে আসছে। ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন। আমি পরিস্থিতির শিকার। সামান্য ১৫৬৬০ টাকার জন্য আমার ম্যাজিষ্ট্রেট হবার স্বপ্ন ভেংগে যাচ্ছে। সময় আমার বেশিদিন নাই আল্লাহ। আমার এই স্বপ্ন ভেংগে গেলে আমি বাচবোনা আল্লাহ।
      এইখানে যারা দর্শক আছেন যদি পারেন আমাকে পড়াশুনার সুযোগটা করে দিন। .......

  • @jahnara8793
    @jahnara8793 Před 4 lety +95

    অনাকে দেখতে শেরে বাংলা এ কে ফজলুল হকের মত দেখতে লাগছে। কথাগুলো খুবেই সুন্দর লাগল।

    • @wholemadinah2055
      @wholemadinah2055 Před 4 lety +1

      আপু আমার চেনেল্টা সাবক্রাইব কর

    • @innathjahan936
      @innathjahan936 Před 3 lety

      even

    • @innathjahan936
      @innathjahan936 Před 3 lety

      dj fjf nd

    • @zumdnr4943
      @zumdnr4943 Před 3 lety

      নোয়াখালীর সুপারম্যান গন এত কাপুরুষ কেন?
      (১)শান্তি বাহিনি-র শাথে সরকারি স্বসশ্র বাহিনী-(আর্মি নেভি, এয়ার, পুলিশ)- লরাই- এ নিহত-শংখ্যা।
      (২)শান্তি-মিশন-এ (আফ্রিকাতে)-স্বসশ্র বাহিনীর নিহত- শংখ্যা।
      (৩) মেজর জেনারেল জিয়াউর রাহমান এর বিরুধ্যে ক্যু(বিদ্রুহ)-এর সময়স্বসশ্র বাহিনীর- নিহত শংখ্যা।
      (৪)ক্যু- র পর কোর্ট মারশালে-স্বসশ্র বাহিনীর-নিহতশংখ্যা।
      (৫)ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিখ্যা প্রতিস্থানে এ ১৯৭১ এর পর নিহত- শংখ্যা ।
      (৬)হরতাল/অবরধ-এ নিহত শংখ্যা।
      - এ সকল ক্ষেত্রে বৃহত্তর নোয়াখালী(ও এর নিকটবর্তী অঞ্চল) এবং ক্যালক্যাশিয়ান (১৯৪৭ এর পর কলিকাতা, তথা পশ্চিম বঙ্গ থেকে যেসব মুসলমান বাংলাদেশে এসেছে) দের-নিহত শংখ্যা কত?
      -(জনসংখা/ক্ষেত্রফল অনুযায়ী - মৃত্যুর % হার কি সামঞ্জ স্ব পূর্ণ ?)
      #৳@৳@#৳

    • @mdmashrurahmedchowdhury3275
      @mdmashrurahmedchowdhury3275 Před 3 lety

      Kichuta

  • @nurunhasan6840
    @nurunhasan6840 Před 4 lety +10

    আল্লাহর দরবারে খাছ ভাবে তৌবাহ করেন আল্লাহ তালা অবশ্যই মাফ করে দেবেন। এ জীবনে যে ভাবেই হোক শেষ হবে। কিন্তু আখিরাতে শেষ হবে না। আল্লাহর কাছে আশ্রয় চান আল্লাহ দেবেন ই দেবেন।

  • @humyramim2333
    @humyramim2333 Před 4 lety +8

    Asole manus ziro theke kivabe hero hoye jai 2ta episode ai dekte parlam..asole Allah chaile sob e somvob..Allah mohan...

  • @laijubegum7636
    @laijubegum7636 Před 4 lety +10

    আল্লাহ্ সততা ও দৈর্ঘ্যের পুরস্কার এভাবেই দিয়ে থাকে,তাদের পরিশ্রম বিফলে যায় না।

    • @zumdnr4943
      @zumdnr4943 Před 3 lety

      নোয়াখালীর সুপারম্যান গন এত কাপুরুষ কেন?
      (১)শান্তি বাহিনি-র শাথে সরকারি স্বসশ্র বাহিনী-(আর্মি নেভি, এয়ার, পুলিশ)- লরাই- এ নিহত-শংখ্যা।
      (২)শান্তি-মিশন-এ (আফ্রিকাতে)-স্বসশ্র বাহিনীর নিহত- শংখ্যা।
      (৩) মেজর জেনারেল জিয়াউর রাহমান এর বিরুধ্যে ক্যু(বিদ্রুহ)-এর সময়স্বসশ্র বাহিনীর- নিহত শংখ্যা।
      (৪)ক্যু- র পর কোর্ট মারশালে-স্বসশ্র বাহিনীর-নিহতশংখ্যা।
      (৫)ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিখ্যা প্রতিস্থানে এ ১৯৭১ এর পর নিহত- শংখ্যা ।
      (৬)হরতাল/অবরধ-এ নিহত শংখ্যা।
      - এ সকল ক্ষেত্রে বৃহত্তর নোয়াখালী(ও এর নিকটবর্তী অঞ্চল) এবং ক্যালক্যাশিয়ান (১৯৪৭ এর পর কলিকাতা, তথা পশ্চিম বঙ্গ থেকে যেসব মুসলমান বাংলাদেশে এসেছে) দের-নিহত শংখ্যা কত?
      -(জনসংখা/ক্ষেত্রফল অনুযায়ী - মৃত্যুর % হার কি সামঞ্জ স্ব পূর্ণ ?)
      #৳@৳@#৳

  • @mddulalhosen3531
    @mddulalhosen3531 Před 4 lety +12

    জীবন চলার জন্য কিছু গল্প উপহার হিসেবে শুনি ,
    ধন্যবাদ,সামস স্যার, কিবরিয়া স্যার

  • @arunchowdhuri2220
    @arunchowdhuri2220 Před 2 lety +4

    অসাধারণ কাহিনী।
    উপস্থাপক কিবরিয়া'র আরও এক চমৎকার পর্ব।

  • @minachowdhury8182
    @minachowdhury8182 Před 3 lety +2

    চমৎকার বলেছেন। সৃষ্টিকর্তা সংগ্রামী মানুষের সাথে থাকেন। কেউ যদি মন থেকে চায় সে সততার সাথে থাকবে তাহলে মহান আল্লাহ তার পরিত্রানের পথ করে দেন।

    • @zumdnr4943
      @zumdnr4943 Před 3 lety

      নোয়াখালীর সুপারম্যান গন এত কাপুরুষ কেন?
      (১)শান্তি বাহিনি-র শাথে সরকারি স্বসশ্র বাহিনী-(আর্মি নেভি, এয়ার, পুলিশ)- লরাই- এ নিহত-শংখ্যা।
      (২)শান্তি-মিশন-এ (আফ্রিকাতে)-স্বসশ্র বাহিনীর নিহত- শংখ্যা।
      (৩) মেজর জেনারেল জিয়াউর রাহমান এর বিরুধ্যে ক্যু(বিদ্রুহ)-এর সময়স্বসশ্র বাহিনীর- নিহত শংখ্যা।
      (৪)ক্যু- র পর কোর্ট মারশালে-স্বসশ্র বাহিনীর-নিহতশংখ্যা।
      (৫)ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিখ্যা প্রতিস্থানে এ ১৯৭১ এর পর নিহত- শংখ্যা ।
      (৬)হরতাল/অবরধ-এ নিহত শংখ্যা।
      - এ সকল ক্ষেত্রে বৃহত্তর নোয়াখালী(ও এর নিকটবর্তী অঞ্চল) এবং ক্যালক্যাশিয়ান (১৯৪৭ এর পর কলিকাতা, তথা পশ্চিম বঙ্গ থেকে যেসব মুসলমান বাংলাদেশে এসেছে) দের-নিহত শংখ্যা কত?
      -(জনসংখা/ক্ষেত্রফল অনুযায়ী - মৃত্যুর % হার কি সামঞ্জ স্ব পূর্ণ ?)
      #৳@৳@#৳

  • @abidazeniya9690
    @abidazeniya9690 Před 4 lety +13

    Asslamulakum bhaia .i am watching from USA .i don’t really know how can I express my self..I was literally crying when i heard that story..and he talks very nicely..thnx bhaia story ta share korar jonno 🙏onek valo laglo..I learn lots of things in this story

    • @mdhadiuzzaman8705
      @mdhadiuzzaman8705 Před 3 lety

      Ami apnar moto problem a aci Ami ki korbo what can I do now

    • @mizannurrahmanshelim7776
      @mizannurrahmanshelim7776 Před 2 lety

      Seme

    • @abidtalukder6036
      @abidtalukder6036 Před 2 lety

      আমি কুরআন পড়তে ভালোবাসি। ৫ ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু আমার আত্নহত্যার দিন ঘনিয়ে আসছে। ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন। আমি পরিস্থিতির শিকার। সামান্য ১৫৬৬০ টাকার জন্য আমার ম্যাজিষ্ট্রেট হবার স্বপ্ন ভেংগে যাচ্ছে। সময় আমার বেশিদিন নাই আল্লাহ। আমার এই স্বপ্ন ভেংগে গেলে আমি বাচবোনা আল্লাহ।
      এইখানে যারা দর্শক আছেন যদি পারেন আমাকে পড়াশুনার সুযোগটা করে দিন। ...........

  • @omarhasnain1227
    @omarhasnain1227 Před 3 lety +7

    প্রায় চার বছর আগে ওনাকে অামি দেখেছিলাম,ওনি ব্যাথা পেয়ে হসপিটাল এসেছিলেন, অামি ও ডাক্তার দেখাতে গিয়ছিলাম। অদ্ভুত ব্যাপার হলো,অাজ ওনাকে দেখেই অামি চিনতে পেরেছি...

  • @khalilnabi9229
    @khalilnabi9229 Před 3 lety +2

    আলোকিত ও স্বাবলম্বী মানুষ হওয়ার দারুন অনুপ্রেরণা মূলক জীবন কাহিনী।
    স্কোয়াড্রণ লীডার সাহেবকে মহান মালিক তাঁর রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন , এই দোয়া করি। আমীন।

  • @aftab2236
    @aftab2236 Před 4 lety +8

    Eto sundor voice ..sudu mughdho hoa sunlam ma sha allah. ...God bless you ...

  • @SalmaAhmed-px2mt
    @SalmaAhmed-px2mt Před 3 lety +3

    আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আল্লাহ পাক আপনার কাছে শুকুর।

  • @ririsahmed5
    @ririsahmed5 Před 4 lety +40

    আহারে!! আমার আব্বুর সাথে জীবনের এই গল্পের অনেক মিল আছে।

    • @abidtalukder6036
      @abidtalukder6036 Před 2 lety

      আমি কুরআন পড়তে ভালোবাসি। ৫ ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু আমার আত্নহত্যার দিন ঘনিয়ে আসছে। ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন। আমি পরিস্থিতির শিকার। সামান্য ১৫৬৬০ টাকার জন্য আমার ম্যাজিষ্ট্রেট হবার স্বপ্ন ভেংগে যাচ্ছে। সময় আমার বেশিদিন নাই আল্লাহ। আমার এই স্বপ্ন ভেংগে গেলে আমি বাচবোনা আল্লাহ।
      এইখানে যারা দর্শক আছেন যদি পারেন আমাকে পড়াশুনার সুযোগটা করে দিন। .....

  • @swapansingha6487
    @swapansingha6487 Před rokem +2

    ভাই আমি এক জন ভারতীয় কিন্তু আমি আপনারএপিসোড গুলো দেখি খুব ভালো লাগে । জীবনের অনেক কিছু শেখা যায়

  • @md.nazmulhasan7381
    @md.nazmulhasan7381 Před 4 lety +18

    outstanding episode....and I must say only Allah knows how strongly we can get back...never loose hope

  • @shamiulislam578
    @shamiulislam578 Před 4 lety +11

    Look like A K Fojlul Huque...
    বাংলার বাঘ 😍

  • @abdulla-al-marufstudent4037

    Major sir apnar kotha gulo onek sweet & coto bacchar moto.Best of luck.

  • @user-uf9dt5fg8z
    @user-uf9dt5fg8z Před 3 lety +3

    পৃথিবীতে বেচে থাকাই সবচেয়ে বড় সংগ্রাম।

  • @kabirhossain9246
    @kabirhossain9246 Před 4 lety +21

    ভাই আপনাকে আমার তরফ থেকে হাজার সালাম

  • @shahinshah9611
    @shahinshah9611 Před 2 lety +2

    এই ধরনের মানুষ যদি আমাদের দেশ পরিচালনার চেয়ারে বসতে পারতো, দেশ ও দেশের মানুষ ভালো থাকতো। ভালো থাকেন শামস ভাই।(আপনার নামের অর্থ সূর্য , আসোলেই আপনি আলোকিত মানুষ

  • @md.asaduzzaman822
    @md.asaduzzaman822 Před 4 lety +4

    Mejor Shams (Rtd) God bless you .(Thank you kebria vai)

  • @hhfdlssldl
    @hhfdlssldl Před 3 lety +2

    চোখে পানি এসে গেলো মেজর সাহেবের কথাগুলো শুনে , স্যালুট স্যার

  • @nooralom6922
    @nooralom6922 Před 3 lety +9

    আমার জীবনটা এই রকম কষ্টের ছিল।বাট আমি চেষ্টা করে ঘুরে দাড়িয়েছি।আর সব কিছুর মালিক আল্লাহ ধৈয্যর কোন বিকল্প নাই।

  • @ChineseFoodsDiary
    @ChineseFoodsDiary Před 10 měsíci +2

    জীবন অনেক যন্ত্রণার তারপরও বেঁচে থাকতে হবে আত্মহত্যা নয়।

  • @IMRANKhan-mh5jw
    @IMRANKhan-mh5jw Před 4 lety +54

    স্যার আপনার মুচকি হাসি মুখে অসহায় জীবনে কথা সুনতে সুনতে বুকের ভিতর কাঁননার বৃষ্টি হয়ে গেল।।
    আর চোখ দুটো কে বেঁধে রাখতে পারলাম না। সে ও,,,,,,,,,?

  • @mdrubelmiya3641
    @mdrubelmiya3641 Před 4 lety +11

    অসাধারণ কিছু হবে ইনশাআল্লাহ

  • @mdshahalom6713
    @mdshahalom6713 Před 4 lety +9

    আসসালামুয়ালাইকুম মেজর সাহেব কে হাজার সালাম কিছু শিখার আছে আজ আমার জীবনে কিছু শিখে নিলাম মেজর সাহেব কে হাজার হাজার সালাম

  • @hasanmahmudchowdhury5956
    @hasanmahmudchowdhury5956 Před 3 lety +6

    মাত্র ৭ মিনিট শুনেছি, একটা কমেন্ট রেখে যাচ্ছি এরমধ্যে। আপনার মা কিন্তু হাইলি রুচিশীল দারুণ একজন মানুষ। মনে হচ্ছে উনি প্যারেন্টিংয়ের উপর পিএইচডি করা কেউ।

  • @HumayunKabir-oi4wc
    @HumayunKabir-oi4wc Před 4 lety +9

    Wow masallah Allah is almighty. Sir you are real hero. Allaho bless you..

  • @shalommonir3803
    @shalommonir3803 Před 4 lety +7

    ভাই, আপনি লেখক হলেও অনেক বড় লেখক হতে পারতেন! কি সুন্দর করে কথা বলেন আপনি!

  • @mohammadmoinuddin8749
    @mohammadmoinuddin8749 Před 4 lety +6

    Heart Touching Story, Story of struggle specially for life learning...

  • @md.ismailhossain3341
    @md.ismailhossain3341 Před 2 lety +1

    I respect to Mr. Major & pray for his honesty. God bless you.

  • @nablaaa
    @nablaaa Před 4 lety +6

    Sir,apnar kotha bolar style and eto shundor story amake khub i inspire koreche!Hats off to you!

  • @abolmiha2267
    @abolmiha2267 Před 4 lety +14

    সব কিছু সৃষ্টি কর্তার রহমত এবং নিজের চেষ্টা। মন থেকে দোয়া রইলো ভাই আপনার পরিবারের সবার জন্য।

  • @rifatmunna2789
    @rifatmunna2789 Před 3 lety +2

    আমি এতো সুন্দর ভাবে গুছিয়ে কথা বলে আগে দেখিনি উনি একজন gentleman

  • @mdnoman9968
    @mdnoman9968 Před 4 lety +5

    স্যার অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। স্যার বাস্তবতা অনেক কঠিন।

  • @mohammedmohasin9231
    @mohammedmohasin9231 Před 4 lety +1

    স্যারকে স্যালুট জানাই।কষ্টের কথা শুনতে শুনতে চোখের পানি ধরে রাখতে পার নাই।আপনি ভাগ্যবান কারন আপনার জীবন সঙ্গী আপনাকে অনেক ভালোবাসেন।আল্লাহ আপনার জন্য যা কিছু ভালো তাই যেন করেন, আমিন।

  • @shahinparvin5538
    @shahinparvin5538 Před 3 lety +3

    Major Sham's, Allah loves you so much. Alhamdulillah. May Allah fullfill you by His love light. Ameen.

  • @tazulislam9759
    @tazulislam9759 Před 3 lety +3

    খুবই উতসাহ পেলাম । সকলের কাছে দোয়া চাই ।

  • @SAEducationalUnit
    @SAEducationalUnit Před 2 lety +2

    আল্লাহ তায়ালার রহমত যেন কি সুন্দরভাবে আসতেছিল।
    আলহামদুলিল্লাহ

  • @tanviraushantain344
    @tanviraushantain344 Před 2 lety +1

    ধন্যবাদ কিবরিয়া ভাই ♥ আপনার এই প্লাটফর্ম থেকে লাইফের জন্য যে ধরণের এক্সপিরিয়েন্স ফ্রি তে পাচ্ছি তা অমূল্য।

  • @topura.1317
    @topura.1317 Před 9 měsíci +1

    আলোকিত পথ ঘুরে আসলাম। অসাধারন আপনাদের সেবা। নিশ্চয় আল্লাহ সহায় হবেন। আমিন

  • @sorobala7740
    @sorobala7740 Před 4 lety +8

    মাশাআল্লাহ, কথা গুলো অনেক সুন্দর। অনেক গুছানো।।।।

  • @Rayhan_Sefat
    @Rayhan_Sefat Před 4 lety +6

    অনেক কিছু শিখলাম, স্যার। খুব খুব ভাল থাকুন আপনি।❤❤

    • @wholemadinah2055
      @wholemadinah2055 Před 4 lety +1

      ভাইয়া আমার চেনেল্টা সাবক্রাইব করুন

    • @farhanahmed3800
      @farhanahmed3800 Před 4 lety +1

      সত্যি অনেক কিছু শিখলাম।

  • @advshahidullah2371
    @advshahidullah2371 Před 3 lety +4

    Sir আপনাকে হাজার কোটি সালাম। মনে হচ্ছে আপনাকে জরিয়ে ধরে হুহু করে খান্না করি। আমার জন্য দোয়া চাই। যেন ঘোরে দাড়াতে পারি।

  • @mdferdousahmedabid8191
    @mdferdousahmedabid8191 Před rokem +1

    মাশাআল্লাহ,
    উনার কথা বলার ধরন খুব‌ সুন্দর,আর বার বার আল্লাহর নাম বলছেন‌,সব মিলিয়ে অসাধারন,আল্লাহ উনার উমর রহম করুন

  • @mushfiqmedia
    @mushfiqmedia Před 2 lety +1

    মেজর সাহেবের কথাগুলো শুনে চোখে পানি চলে আসলো,,উনার কথার ভঙ্গিমা আসেই মনের গভীর থেকে,,,আহ

  • @MrAlamnisha
    @MrAlamnisha Před 2 lety +6

    These interviews are just the most inspiring thing out there about BD and its people! Such a huge fan!

  • @MdEmran-ch5og
    @MdEmran-ch5og Před 3 lety +3

    এমোন অনেস্ট অফিসার আর এখোন একটাও নাই।স্যারের জন্য দোয়া রইলো

  • @sohanurrahman703
    @sohanurrahman703 Před 4 lety +8

    How much he is mentally strong . His wife is good person.

  • @KabirHossain-eq1zc
    @KabirHossain-eq1zc Před 4 lety +8

    Ankel er kotha gula ato sundar ...jar jonno full video deklam

  • @dr.maishakarim4978
    @dr.maishakarim4978 Před 3 lety +6

    Ma sha Allah
    a story which force to think again realizing giving up should not b an option
    Jajakallahi khairan may Allah bless u 💚💚💚

  • @kanijalom3068
    @kanijalom3068 Před 4 lety +2

    আমি এই মুহূর্তে অনেক বড় সমস্যা মধ্যে আছি আমার জন্যে দোয়া করবেন। আল্লাহ যেন আমার হাজব্যান্ড কে একটা সুন্দর ব্যবসহা করে দেন। ওনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো

    • @anevening2013
      @anevening2013 Před 4 lety

      Kanij mejor saheb er golpo amader sobar golpo. Uni ekta jinish pura story bolen ni. Uni namaz pore Allahr darosto hoyechen kina? Ami mejor saheb er chaiteo beshi khoshto korechi. 10 bosor. Ami namaz porini. Tai amar lomba somoy legechey success hotey. Akon vabi r bujhi, takai sukh thakleo, Shanti nai. Akon Allah k daki. Sukh r Shanti 2tai pai. Apni ekta kaz korben, protidin fozorer namaz pore jainamaze bosey 54 times durude Ibrahim . Pore 1100 bar yah wahabbu porben. Abar 54 times durude Ibrahim. Aivabe 40 days. Period e pora jabena. Taka gune shesh korte parbenna. Money back guarantee. Valo thaken.

  • @asiyaali8840
    @asiyaali8840 Před 2 lety +1

    আপনার অনুষ্টানটা আমি দেখি খুবই ভাল এবং শিক্ষনীয় এতে অনেক মানুষের উপকার হবে । এই অনুষ্টানটি সত্যই ভাল আপনাকে অনেক ধন্যবাদ।

  • @shobnammustare
    @shobnammustare Před 3 lety +7

    Hearing your story, I was crying, I felt my own story, but I was not as strong as you were

    • @abidtalukder6036
      @abidtalukder6036 Před 2 lety

      আমি কুরআন পড়তে ভালোবাসি। ৫ ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু আমার আত্নহত্যার দিন ঘনিয়ে আসছে। ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন। আমি পরিস্থিতির শিকার। সামান্য ১৫৬৬০ টাকার জন্য আমার ম্যাজিষ্ট্রেট হবার স্বপ্ন ভেংগে যাচ্ছে। সময় আমার বেশিদিন নাই আল্লাহ। আমার এই স্বপ্ন ভেংগে গেলে আমি বাচবোনা আল্লাহ।
      এইখানে যারা দর্শক আছেন যদি পারেন আমাকে পড়াশুনার সুযোগটা করে দিন। .....

  • @mustafadelwar7124
    @mustafadelwar7124 Před 3 lety +3

    ভালো এক জন লোক, Love you sir.

  • @kohinoorakhter6588
    @kohinoorakhter6588 Před 4 lety +2

    Akjon gentle man bolte j ta bojhay...tini setai..I salute him

  • @user-bv8hd3fb8z
    @user-bv8hd3fb8z Před 3 lety +4

    এমনি মা যদি সারা বাংলাদেশে হতো.... দেশটা আজ অনেক দূরে চলে যেতো....

    • @ChineseFoodsDiary
      @ChineseFoodsDiary Před 10 měsíci +1

      আমরা বাবার অবদান ভুলে জাই কেন?