How we lose our iman পর্ব ৫: মুসলমানরা কেন ইমান হারানোর ভয়ে ভীত? ধর্মনেতাদের ভাষার শক্তি

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • আমাদের কাহিনিটা চুরি হয়ে গেছে। আমাদের গল্পটা চুরি হয়ে গেছে। যে গল্পে আমাদের নায়ক হওয়ার কথা ছিলো, আমাদের ভবিষ্যৎ আমাদের গড়ার কথা ছিলো, সেই গল্পটি এখন ধর্মনেতারা আমাদের জন্য লিখে দেন। নেরেটিভটা তারা তৈরি করে দেন। আমরা কীভাবে খাবো, কীভাবে কথা বলবো, কীভাবে হাটবো, ঘুমাবো, সব কিছুর নেরেটিভ তারা তৈরি করে দেন। আমরা তাদের কথামতো খাই দাই নামায পড়ি, ঘুমাই। আমাদের গল্পে এখন আমরা নেই। আমাদের গল্পের চরিত্রগুলা এখন আমরা নই। বাইরে থেকে দেখে আমাদেরকে আমাদের মতো মনে হলেও আমাদের ভেতরে বাস করে অন্য মানুষ। আমাদের চিন্তাগুলি চুরি হয়ে গেছে। এখন আমাদের হয়ে চিন্তা করে দেয় আমাদের শায়েখরা। তারা খাবার চিবিয়ে আমাদের মুখে তুলে দেয়। খাবারের রসটুকু খেয়ে তারা উচ্ছিষ্টটা আমাদের মুখে তুলে দেয়। তারা আমাদেরকে দুনিয়াতে কষ্টক্লেশ করার শিক্ষা দেয় আর নিজেরা দামি গাড়িতে চড়ে। হেলিকপ্টারে ওয়াজ করতে যায়। দেশবিদেশ ঘুরতে যায়। প্রতি বছর ওমরা আর হজে যায়। সেল্ফি দেয় ফেসবুকে, ইউটিউবে। আমরা ভেবে দেখি না, আমার টাকা সৌদি খায়, না ইসরায়েল খায়। কারণ হুজুর আমার হয়ে ভেবে রেখেছেন। তাই আমি কষ্ট করতে যাই না। ভেবে ভেবে শুধু শুধু মস্তিষ্কের উপর চাপ ফেলতে চাই না। আমার গল্পে হুজুর আছেন নায়ক হয়ে, থাক না! আমি না হয় পার্শ্বচরিত্র কিংবা খলনায়ক হয়েই থাকলাম!

Komentáře • 26

  • @syedanwar772
    @syedanwar772 Před 21 dnem +3

    জোব্বাধারী ধর্মীকরা ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলে। আপনার বিশ্লেষণ চমৎকার এবং ইমান বৃদ্ধিকারক।

  • @SarifulIslam-cr2su
    @SarifulIslam-cr2su Před 21 dnem +3

    ছ্যার আপনি অবশই গ্যানী কিন্তু আমার যে পৃথিবিতে মূর্খো বানানোর ফ্যাকটরী কোটীকটী বনিয়েদিয়েছি তারা আপনার কথাকে শুন্তে দিবে না

  • @SarifulIslam-cr2su
    @SarifulIslam-cr2su Před 21 dnem +2

    আপনি আমাদের 72 হুর নিয়েও উল্টোপাল্টা বোলছেন তাদের বুকের আমরা একটু আদটু মজা টজা কোরি আপনি তাও সব বোলে দিচ্ছেন❤

  • @TamimIqbal...9
    @TamimIqbal...9 Před 21 dnem +1

    আপনার জন্য সদা সর্বদা সারাক্ষণ শুভকামনা ও সুস্থতা কামনা করি। আর আপনাকে ধর্মগ্রন্থ ভিত্তিক আলোচনা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার আলোচনায় আসা ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য খুবই জরুরী কিন্তু সেটা শালীনতার সহিত।ভিন্ন মতের শালীন সংঘাত উন্নতি অগ্রগতির চাবিকাঠি। কিন্তু আপনার ভিডিওতে কিছু শয়তান শ্রেণির মানুষের কাছ থেকে অশালীন কমেন্ট আসে। দেখবেন স্যার যারা নেতিবাচক এবং গালিগালাজ যুক্ত মন্তব্য করে তারা খুবই ভয়াবহ ধর্মান্ধ এবং ধর্মগুরু ও ধর্মজীবীদের ধর্মীয় দাস।তাই আমি মনে করি একজন মুসলমান ব্যক্তির নির্দিষ্ট পরিমাণ ধর্মগ্রন্থ ভিত্তিক জ্ঞান থাকা জরুরী। ❤❤❤❤

  • @SarifulIslam-cr2su
    @SarifulIslam-cr2su Před 21 dnem +1

    ❤🎉🎉❤ ছ্যার আপনি আমাদের পুরোনো দোকানের লাগেজ খুলে আমাদের মূর্খো তামী প্রোরোকাশ কোরছেন মানুষ সব জেনে যাচ্ছে

  • @dr.tanviraafroze7221
    @dr.tanviraafroze7221 Před 21 dnem +1

    Apni theme jaben na.Ashol Islam k firiye anen.

  • @nadimungani5621
    @nadimungani5621 Před 7 hodinami

    Assalamualaikum. Hope you know the root cause of all those negative comments. Please ignore them. You will be tired. Please continue your discussion. May Allah bless you. Thanks.

  • @TamimIqbal...9
    @TamimIqbal...9 Před 21 dnem

    😵😵- আপনি নিজে বিভ্রান্ত এবং মানুষকে বিভ্রান্ত করছেন।

  • @abdulgofur1295
    @abdulgofur1295 Před 21 dnem +1

    স্যার আমিও একজন অশিক্ষিত দর্শক এই চ্যানেল এ,ছোটোবেলা থেকে ওয়াজ বা ইসলামিক বক্তব্য শুনে শুনে ইসলাম সম্পর্কে কিছু জানা এছাড়া তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার জ্ঞান নেই,আমার জ্ঞান অনুযায়ী কিছু কথা বলি ইসলাম ধর্ম তো শুধু আখিরাত নিয়ে কল্পনা করার জন্য না , জমি যদি ভালো করে উপযুক্ত না করেন তাহলে ভালো ফসল পাওয়ার আশা করা ভুল , বাঙালি মুসলিম বা বাংলাদেশের মুসলিমরা সহজে বুঝে বেশি তারা বেশি বুঝে কিন্তু পুরোটা বুঝার চেষ্টা করে না আসলটা ,,শুধু আখেরাত মুখী চিন্তা করলে কি পেটে ভাত যাবে কুরআনে তো দুনিয়া আখিরাত উভয় গুরুত্ব দেয়া হয়েছে দুনিয়া ছাড়া আখিরাত পাওয়াই যাচ্ছে না , অভাবেও তো মানুষের স্বভাব নষ্ট করে দেয় যদি ধন সম্পদ দুনিয়া চালানোর মতো থাকে না তাহলে তো পেটের চিন্তায় ইবাদতের চিন্তা নষ্ট হয়ে যাবে। আমি যতটুকু বুঝেছি যারা এমন কমেন্ট করছে তারা আসলেই খুব অশিক্ষিত মানুষ সাধারণত আমার মত দর্শকের চেয়ে আরও মূর্খ । আর যারা হুর নিয়ে বেশি চিন্তিত তারা বুঝতে পারেনি যে এটা চূড়ান্ত সত্য ব্যাখ্যা (edit করলাম)। হতে পারে না নারী গবেষকদের মতবাদ গুলো,চূড়ান্ত বলে মনে করা যাবে না,,,,, এখানে আমার একটা মতামত বলি যতটুকু জানি যে আল্লাহ্ বলেছেন মানুষ জাহান্নামের আগুনে পুড়ে গেলে আবার নতুন ভাবে চামড়া দেয়া হবে বার বার শাস্তি দেয়া হবে যেমন কেও ট্রেন দুর্ঘটনা ঘটিয়ে একহাজার মানুষ মারলো তার শাস্তি দুনিয়াতে দেয়া সম্ভব নয় আল্লাহ্ একহাজার বার তাকে ওই শাস্তি দেবেন , যদি পৃথিবীর সর্বোচ্চ শাস্তি দিয়ে কেও একশো জন মানুষ হত্যা করে তাকে তো আবার পৃথিবীর সর্বোচ্চ শাস্তি দিয়ে একশোবার মারা যাবে না সুতরাং আল্লাহর বিচারটাই সর্বশ্রেষ্ট । এখান থেকে বুঝলাম যে জাহান্নামের আগুনে একবার পুড়ে সে জ্ঞান হারা হয়ে যাবে আর শুধু শুধু দেহ জ্বলবে এমন না বরং আত্মা মরবে না আত্মাটাকে বার বার দেহ এবং জ্ঞান দিয়ে বারবার শাস্তি উপলব্ধি করানো হবে। জাহান্নামে যদি মানুষকে বারবার কষ্ট দেয়া হবে তাহলে জান্নাতে মানুষকে বার বার সুখ দেয়া হবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, হুরদেরও যৌনাঙ্গ থাকবে ,পৃথিবীতে যেভাবে জাহান্নামের নিদর্শন আগুন বা কষ্টকর শাস্তি অনেক কিছু আছে ঠিক ঐভাবে জান্নাতের নিদর্শন পুরুষ নারী সঙ্গ বা আরও অন্যান্য সব সুখ সহ । যেমন দুর্গন্ধ জাহান্নামের নিদর্শন আবার সুগন্ধ জান্নাতের নিদর্শন ,অবশ্যই জান্নাতে দুর্গন্ধ থাকবে না বা জাহান্নামে সুগন্ধ থাকবে না,,আপনি একটা ভিডিওতে যেটা উল্লেখ করেছিলেন যে নোমান আলী খান একটি গবেষণার উপর ভিত্তি করে বলেছেন সকল নারীরা পুরুষ সঙ্গী চায় না , এই গবেষণা টা কোন দেশের মানুষের উপর করা হয়েছে এটা জানি না তবে আমার মনে হয় ভারতীয় উপমহাদেশের ভেতর এরকম গবেষণা করলে পাল্টা চিত্র হতো। একটা জিনিষ দেখবেন আমেরিকান মানুষদের যৌনতার প্রতি আগ্রহ কম আমাদের মানুষদের মত তাদের কিউরিসিটি নাই তাদের চিন্তা আরেকটু পরিবর্তিত , তারা সবসময় অর্ধ উলংগ দেখতে দেখতে এটা সাধারণ অভ্যাস হয়ে গেছে, কী কী লিখতে লিখতে কোথায় আসলাম ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন সময় থাকলে শুধরে দেওয়ার চেষ্টা করবেন,,এখানে আমি শুধু আমার চিন্তা ধারণা গুলো শেয়ার করার চেষ্টা করেছি আপনার কাছে । একটা প্রশ্ন আমার আছে , মানুষ জন্মলগ্ন থেকেই কেও অন্ধ কেও বোবা , বিকলাঙ্গ সে কোনো পাপ করেনি বা পূর্ব জনমেও করেনি , ইসলামে তো পুনঃ জনম নেই , এটা আল্লাহর পক্ষ থেকে তার প্রতি পরীক্ষা বা অন্যদের প্রতি নিদর্শন হিসেবে । Dr জাকির নায়েক এর এরকম বক্তব্য বা উত্তর শুনেছিলাম , জাকির নায়েক বলেছিলেন যে এটার ব্যাখ্যা হিন্দু পণ্ডিতরা দিতে পারেন নী বলে পুনঃ জনম আবিষ্কার করেছিলেন,,এখন আপনি এখানে উল্লেখ করলেন যে সব বিষয়ে প্রশ্ন করা যায় না অনেকে বলে ,হুজুররা বলে , আমি কি এটার ব্যাখ্যা পাবো যে অমুসলিমের ঘরে বিকলাঙ্গ যার জন্ম হয়েছে সে তো জান্নাতে যাবে না তাহলে কেনো সে দুনিয়ায় প্রতিবন্ধী স্বচ্ছল নয় । আমার এই প্রশ্ন যদি মানুষের মনে ইসলাম সম্পর্কে বড়ো সন্দেহ এনে দেয় যেটার উত্তর সহজে পাবে না এরকম হলে আমি এই অংশ ডিলিট করে দেবো । 🇮🇳

  • @md.mozahedhossain6823
    @md.mozahedhossain6823 Před 21 dnem +2

    সালামুন আলাইকুম। আহেলি শয়তানদের প্রতিক্রিয়া দেখে প্রতিীয়মান হচ্ছে আপনি সঠিক পথেই আছেন। এগিয়ে যান।

  • @shohebsarker6016
    @shohebsarker6016 Před 21 dnem +1

    যারা নেগেটিভ মন্তব্য করে তারা একেকটি রয়েল বেঙ্গল ছাগল ছারা আর কিছু না।

  • @KhaledMir-sk1uv
    @KhaledMir-sk1uv Před 21 dnem +2

    স্যার, সয়ং নবীকেও ওরা পাগল বলেছে।

  • @raqibislam5486
    @raqibislam5486 Před 21 dnem +1

    90% of our so-called Molovi/Moulanas/Mofties- who has trained from man made Hadithses in Madrasas , They has just recited Quraan but don't to try to understand what Allah has reaveld in the Quraan. Allah says " Who the muslims does not Judge by what Allah has reaveled in Al-Qurann-They r the Jalems, Faseqs & Kafers(Sura al Mayda-Ayat no: 44,45 & 47).

  • @asmxdnizam3012
    @asmxdnizam3012 Před 21 dnem +1

    স্যার , বিজ্ঞানী সেফুদাকে আপনি চিনেন ? যিনি শব্দ বোমা আবিষ্কার করেছেন , আপনার দর্শক যাদেরকে আপনি রিপ্রেজেন্ট করলেন তাদের জন্য পারফেক্ট মনে হয়েছে , ধন্যবাদ সেফুদাকে , তুরস্ক ইসলামিক দেশ

  • @user-fr4bv9ne9o
    @user-fr4bv9ne9o Před 21 dnem

    Hello sir, Does verse 59 of surah al-Ahzab tell women to cover their heads? I would like to know your answer on this

  • @faridshek2120
    @faridshek2120 Před 21 dnem

    Dr. Faruk, go ahead. We will take from you what ever logical with the holy Quran. It is time to be out of the box.

  • @SarifulIslam-cr2su
    @SarifulIslam-cr2su Před 21 dnem +2

    কারণ আমরা হোচ্ছি প্রিথিবির সবচেয়ে নিলজ্জো আপনি আমাদেরকে চিনেনা আমরা জাঁহানামের ভয়দিখিয়ে দুনিয়াকে লুঠছি

  • @user-le8uf5rb7o
    @user-le8uf5rb7o Před 21 dnem

    Salamun alaikum, Go ahead, thanks Sir

  • @SarifulIslam-cr2su
    @SarifulIslam-cr2su Před 21 dnem +2

    ছ্যার আপনি আমাদের মূর্খো প্রডাকসান হাউজ্ নামক মাদাসা যেখানে একটু আদটু ধরষণা টরষণ করার যায়গায় আঘাত কোরছেন

  • @shaikhaslam8409
    @shaikhaslam8409 Před 21 dnem

    Assalamu Alaykum please don’t follow those idiot people you are doing good as a Muslim real Muslim may Allah bless you