Deep Jweley Jai - Bengali - Suchitra, Basanta Choudhury

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2022
  • Deep Jwely Jai, 1959
    Director: Asit Sen
    Music Director: Hemanta Mukherjee
    Lyrics: Gauri Prasanna Mazumder
    Playback: Manna Dey, Lata Mangeshkar, Hemanta Mukherjee
    Cast: Suchitra Sen, Basanta Choudhury, Pahadi Sanyal, Tulsi Chakraborty, Anil Chatterjee, Namita Sinha, Kajari Guha, Chandrabati Devi, Dilip Choudhury, Shyam Laha
    English translation included. Because the subs came from a different and shorter version, there are untranslated lines of dialog here and there. Nothing serious. There was heavy static between about the 2 to 4 minute marks. I removed what I could, making the dialog sound a bit hollow in the process. The audio is reasonably good the rest of the way.
    The Encyclopedia of Indian Cinema says this about Deep Jweley Jai:
    Original version of Sen’s Rajesh Khanna
    psychodrama Khamoshi (1969) and one of
    Suchitra Sen’s best-known performances. She
    plays Radha, the hospital nurse employed by
    a progressive psychiatrist (Sanyal). She is
    expected to develop a personal relationship
    with the male patients as part of their therapy.
    The doctor diagnoses Tapash’s
    (B. Choudhury) problem as an unresolved
    Oedipal dilemma - the inevitable
    consequence, he says, for men who are
    denied a nurturing woman. He orders the
    nurse to play that role, even though on an
    earlier, similar occasion she fell in love with
    the patient. Radha bears up to Tapash’s
    violence, wears red-bordered silk saris to
    impersonate his mother, sings his poetic
    compositions and, in the process, falls in love
    yet again. In the end, having brought about
    Tapash’s mental cure, Radha has a nervous
    breakdown. Suchitra Sen’s hauntingly
    beautiful, often partly lit close-ups set the tone
    for the film’s visual style. Hemanta
    Mukherjee’s music, e.g. Ei raat tomar amar,
    used a whistling chorus as a sort of leitmotif
    and contributed greatly to the movie’s
    success.
    Link to a playlist of the 4 songs:
    • Deep Jweley Jai - Beng...
    COPYRIGHT INFORMATION:
    The Indian copyright law:
    copyright.gov.in/Documents/Cop...
    INDIAN COPYRIGHT ACT, 1957 CHAPTER I Preliminary (f)
    "cinematograph film" means any work of visual recording on any medium produced through a process from which a moving image may be produced by any means and includes a sound recording accompanying such visual recording and cinematograph shall be construed as including any work produced by any process analogous to cinematography including video films.”
    "CHAPTER V Term of Copyright 26.Term of copyright in cinematograph films.
    In the case of a cinematograph film, copyright shall subsist until sixty years from the beginning of the calendar year next following the year in which the film is published."
    My words:
    Indian film copyright (including video, dialog, music, lyrics, songs) lasts for sixty years and any film and its songs released more than sixty years ago is in the public domain. No extensions, no renewals, no exceptions. This film is no longer protected by copyright.
  • Zábava

Komentáře • 302

  • @faridurrahmanchowdhury6487

    আশুতোষ মুখোপাধ্যায়ের দারুন এক উপন্যাস। আর সুচিত্রা সেনের দারুন ও মনকাড়া অভিনয়ে বার বার নিয়ে যায় ছবিটির কাছে।
    সেই ছেলে বেলায় ছবিটি দেখেছি আর এখন ইন্টারনেটের বদৌলতে বার বার দেখছি আর মনটা উতলা হয়ে যাচ্ছে।
    আহারে! এই ছবির অভিনেতা / অভিনেত্রীর কেউ আজ আর বেঁচে নেই।
    May God bless them!

  • @sitangshukar6745
    @sitangshukar6745 Před 5 měsíci +10

    কেন এ ছবি বারবার দেখি? কেন আবার দেখছি! আমার তো কোনো দু:খ নেই। আমি কি তাপস চৌধুরী? তুমিও তো সুলেখা নও।

  • @nirjhorscanvas7134
    @nirjhorscanvas7134 Před rokem +21

    "শেষ হয়েও হইলো না শেষ!"
    রাধা অভিনয় পারে না অথচ সুচিত্রা সেনের এই অভিনয় আমার রাতের ঘুম কাড়ে।অসম্ভব ভালোলাগায় কখনো দু চোখ বুজে আসে।অসাধারণ।অনবদ্য।অনন্য।💙

    • @SubbaRao-cv3rn
      @SubbaRao-cv3rn Před měsícem

      Gt😅😮😮8777 እኛን Sœ 7ûl7uû7üli√TT i8pq 😮😮😮😅😊tyyy8

  • @helencosta4889
    @helencosta4889 Před rokem +13

    বার-বার দেখেও মনে হয় আবার দেখি। সত্যি রাধার ভূমিকায় অভিনয় করতে অন্য কোন নায়িকা মোটেও পারতো না, অসাধারণ অপূর্ব অভিনয়। দুই দুই বার প্রেমের অভিনয়ে আঘাত পেল😢। মন ছোয়া ছবিটি।

    • @monpakhi6262
      @monpakhi6262 Před rokem

      মুভিটা দেখলে কত যে কান্না করছি, সেই আমিই জানি🙏🙏🙏

  • @user-ny7uk8jr7k
    @user-ny7uk8jr7k Před 5 měsíci +3

    অনেকদিন পর আবার দেখলাম এক কথায় অসাধারণ সুচিত্রা সেনের অভিনয় শেষটায় চোখে জল এসে গিয়েছিল।

  • @mehedihasananurag8182
    @mehedihasananurag8182 Před 11 měsíci +10

    জিবনে প্রথম বার সুচিত্রা সেনের মুভি দেখলাম উনার অভিনয় দেখে মুগ্ধ হলাম
    এবং কাহিনি টা মনে দাগ কেটে গেল

  • @raseluddin9111
    @raseluddin9111 Před 2 lety +29

    মেঘে ঢাকা তারা,সমাজে এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন শুধু অন্যর জীবনে দ্বীপ জ্বেলে যাই,একসময় দেখা নিজের জীবনের প্রদীপ নিভে গেছে।কি নিদারুণ অভিনয় সত্যিই অসাধরন, ধন্যবাদ সকল কলাকৌশলী দের কে।

    • @maminulislam5327
      @maminulislam5327 Před rokem

      মিসেস সেন আজ আপনি নেই,কিন্তু এ জগতে যা রেখে গেলেন তা কোনদিন মুছবার নয়।

  • @smitakolkata
    @smitakolkata Před 9 měsíci +3

    এই সিনেমা অজস্রবার দেখেছি।
    প্রত্যেকবার রাধার জন্য চোখে জল এসেছে। এমন সিনেমা, এমন অভিনেত্রী আর কখনো আসবেনা

  • @user-lk9kp1nq8e
    @user-lk9kp1nq8e Před 5 měsíci +2

    সুচিত্রা সেন এর অভিনয়, আজ এতো বছর পরেও কতো ভালো লাগে। সত্যি সত্যিই এই ছবিটি সবদিক থেকে আমার দেখা একটি মাসটার পিস।

  • @nasirulislamkhan5854
    @nasirulislamkhan5854 Před 2 lety +17

    এই সিনেমা যতই দেখি আরও দেখতে ইচ্ছা হয়। ৬৩ বৎসর পরও এর আবেদন একটুও শেষ হয়নি।

  • @pranobdhar2170
    @pranobdhar2170 Před 2 lety +39

    আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ ছবি, এই ছবি ও ছবির অভিনীত শিল্পীরা চিরটাকাল মানুষের হ্রদয়ে বেচে থাকবে এবং যুগ যুগ ধরে তারা অমর হয়ে থাকবে, তন্ময় বাবু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এমন একটি সুন্দর ছবি আপলোড করার জন্য, এই ছবি কখনো ভুলা যাবেনা, এই ছবি চিরটাকাল মানুষের মনের মধ্যে গেঁথে থাকবে।

  • @shownisarkar5365
    @shownisarkar5365 Před 2 lety +54

    প্রিয় মহানায়িকা সুচিত্রা সেনের অপূর্ব সৃষ্টি এই "দীপ জ্বেলে যাই"। Upload এর জন্য ধন্যবাদ।

    • @shellydeb6709
      @shellydeb6709 Před 2 lety +10

      অপূর্ব মহা নায়িকার এই দীপ জেলে যাই এর রাধার অভিনয় অপূর্ব অপূর্ব

    • @shamsunnaharbeauty889
      @shamsunnaharbeauty889 Před 2 lety +7

      অপূর্ব ও দক্ষ অভিনয় সুচিএা সেনের অভিনয় মনে হয় ছবির গুন শতগুণ বাড়িয়ে দিয়েছে।অপূর্ব ।

    • @shirinrahman8427
      @shirinrahman8427 Před 2 lety

      😢❤😅

    • @ritachatterjee3679
      @ritachatterjee3679 Před 2 lety

      @@shamsunnaharbeauty889 eq

    • @biswojitkumarroy467
      @biswojitkumarroy467 Před 2 lety +1

      অনবদ্য।

  • @shamimahsan509
    @shamimahsan509 Před rokem +13

    আমি আপ্লুত, আমি অভিভূত, জীবদ্দশায় একবার যদি আপনার দেখা পেতাম। শতকোটি বার প্রণাম করতাম। আপনি বাংলার গর্ব, নিখুঁত বাংগালী মেয়ে
    হে মহা নায়িকা।

  • @sandyjr5225
    @sandyjr5225 Před rokem +25

    The part from around 3:53 to 7:05 minutes... the beauty of the background music (an extension of "Ei raat tomar amar..") cannot be expressed in words.

  • @ashrafhimu7225
    @ashrafhimu7225 Před rokem +7

    বাস্তবতা এতই কঠিন যে, কখনও প্রেম কখনো অভিনয়, মনের গভীরে থাকা সুপ্ত বাসনা পূর্ণতা পেতে চাইলে বাস্তবতা তাকে নিষ্ঠুরতার শিকার বানায়।সুচিত্রা সেনের অনন্য অভিনয়ে এমনি বাস্তবতা জীবন্ত হয়ে উঠেছে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের এই ছবিটি অমর হয়ে থাকবে। প্রজন্মান্তরে।
    "এখানে ও ভাবে মজে গেলাম" বাস্তব সত্য হচ্ছে,হালের আধুনিক প্রজন্মের কাছে এমন কিছু অনুভব হচ্ছে যে, মননশীল রুচিসম্পন্ন সৃষ্টি কি তাদের কাছে বিরক্তিকর বা হাস্যকর মনে হবে না তো?"ধেয়ে চলেছে যে ডিজিটাললর ধুমকেতু"।এখন যুগ 'টিক টকের, ডিজে পার্টির,,,,,,!'।

    • @shiladityamaitra2335
      @shiladityamaitra2335 Před 3 měsíci

      খুবসুন্দর এবং সঠিক যুক্তিসম্পন্ন মতামত ব্যক্ত করেছেন 🙏🏻🤲

  • @loneranger5700
    @loneranger5700 Před 2 lety +10

    সিনেমা সম্বন্ধে আমার বিশেষ কিছু বলার নেই,শুধু হেমন্ত বাবুর মিউজিক যে এই মুভির মাথায় যে একটি বিশেষ পালক যুক্ত করেছে, তা বলাই বাহুল্য 😉😎..

  • @bmmahbub9105
    @bmmahbub9105 Před 2 lety +17

    অসাধারণ, মহানায়িকা তোমাকে স্যালুট! তোমার অভিনয় যে কত সুন্দর,কত বাস্তব,কি অপরূপ তা তো ভাষায় প্রকাশ করতে পারব না। শুধু এই টুকু বলতে পারি আমি বিমুগ্ধ,নির্বাক।এই ছবি টি না দেখলে আমার যে মহানায়িকা সুচিত্রার অভিনীত ছবি গুলি দেখা অসম্পূর্ণ থেকে যেত। ধন্যবাদ জানাই টমি কে সুচিত্রা সেনের এই বিখ্যাত ছবিটি আপলোড করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

  • @bimalchandrabanik5659
    @bimalchandrabanik5659 Před rokem +3

    No question is arisen about Mrs. Sen's acting but as a mad acting of Basanta Chowdhury is incredible besides Suchitra Sen.

  • @rofikulislam6374
    @rofikulislam6374 Před rokem +11

    পৃথিবতে এমন মহানায়িকা আর শৃষ্টি হবেনা। এমন অভিনয় আর কেউ করতে পারবেনা। এমন চিত্রনাট্য আর লেখা হবেনা। এমন পরিচালনা আর কেউ করতে পারবেনা। সঙ্গিত, সুর, মিউজিক সবই অপূর্ব অসাধারণ,অকল্পনীয়
    । আমি ভাগ্যবান যে এমন ছবি দেখার সৌভাগ্য আমার হয়েছে। বারবার ছবিটি আমি দেখব।

  • @babychatterjee3880
    @babychatterjee3880 Před 11 měsíci +2

    Starting থেকে ই এতো attractive sooo marvelous

  • @manuelabielefeld6809
    @manuelabielefeld6809 Před 2 lety +13

    One of the finest films I ever watched! Thank you once again.

    • @tommydan55
      @tommydan55  Před 2 lety +4

      I didn't know, Ms. Bielefeld, that you knew and liked Bengali films also. Like you, while I was working on and watching it, I found it stunning. Unfortunately, the former copyright holder is fighting me over the film and there's at least a chance they'll send me a fraudulent copyright takedown notice (a strike) in the next few days. If so, the film will disappear from this channel for 3 weeks or so while I try and finally fight them off.

    • @Phnx282
      @Phnx282 Před 2 lety +2

      @@tommydan55 Waheeda Rehman's acting in Khamoshi didn't come anywhere near that of Suchitra Sen in this. Waheeda herself had acknowledged saying she could portray only 30 percent of what Sen did. There's an unfathomable depth and enigma in everything Sen does, that certainly sets her leagues apart from any other actors or actresses.

    • @Phnx282
      @Phnx282 Před 2 lety +2

      You may watch Uttar Falguni by her in the double role of mother-daughter duo. 🙂

    • @krishnamoitra4563
      @krishnamoitra4563 Před 2 lety

      9

    • @moumukhopadhyay4406
      @moumukhopadhyay4406 Před 2 lety

      ¹¹ Apurbo.

  • @MelodicSymphonywithBeas
    @MelodicSymphonywithBeas Před rokem +11

    মহানায়িকা সুচিত্রা সেনের অপূর্ব সৃষ্টি "দীপ জ্বেলে যাই"❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shownisarkar5365
    @shownisarkar5365 Před 2 lety +6

    ১২ তারিখ বিশ্ব নার্স দিবস। আজ আবার নার্স রাধা মিত্রের অভিনয় দেখলাম প্রাণ ভরে। ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

    • @somashreebasak4599
      @somashreebasak4599 Před 2 lety

      অসাধারণ চ্ছবি,,, চোখে জল ধরে রাখতে পারলাম না।।।

  • @basudebmondal5425
    @basudebmondal5425 Před rokem +1

    শুধুমাত্র একটি সিনেমা...এই বলে নিজেকে সামলে নিতে পারলাম। অসাধারণ 🙏

  • @ismailhossain2324
    @ismailhossain2324 Před rokem +2

    সুচিত্রা সেনের দারুন ও মনকাড়া অভিনয়ে বার বার নিয়ে যায় ছবিটির কাছে।

  • @tcr8411
    @tcr8411 Před 2 lety +11

    Thanks a lot for this excellent film and for your hard work in restoring these films!

  • @jamalrizvi2047
    @jamalrizvi2047 Před 2 lety +21

    Wonderful. She should win Oscar for her unbelievable acting.Thanks for uploading.

  • @shankarkumarsana5909
    @shankarkumarsana5909 Před rokem +4

    যতবার দেখি ততবারই মন অতৃপ্ত থেকে যায়,আরও দেখার ইচ্ছা জাগে ♥️♥️♥️

  • @debarya
    @debarya Před rokem +5

    Most who commented lauded Suchitra Sen forgetting one of the greatest director Bengal has produced Mr Asit Sen. He is almost forgotten by the collective memory of the Bengalis ... so sad.

  • @RaghuvirVarma
    @RaghuvirVarma Před 2 lety +27

    Thank you, Tommy! This is excellent work.
    For those who may not know, this was the movie that was remade into “Khamoshi” in 1969, with Waheeda Rehman reprising Suchitra’s role.

  • @ranjananarayan6214
    @ranjananarayan6214 Před rokem +4

    Thank you for uploading this gem of a film. Suchitra Sen's pathos-filled acting is beyond compare👍

    • @tommydan55
      @tommydan55  Před rokem +1

      You're welcome. Yes, it's one of her very best performances. Thank you for leaving your comment.

  • @kallolsasmal5002
    @kallolsasmal5002 Před rokem +3

    এক অসাধারণ সিনেমা। সুচিত্রা সেনের অভিনয় সত্যি অনবদ্য।

  • @utpalchakraborty4025
    @utpalchakraborty4025 Před 2 měsíci

    This Picture I have seen 7 times. excellent movie.

  • @tapasdutta284
    @tapasdutta284 Před 2 lety +4

    Watching the movie*Deep Jele Jai" here my memories go back to the youthful days after five decades ago. Lots of thanks for uploading this movie.

    • @tommydan55
      @tommydan55  Před 2 lety

      You're very welcome. Thanks for taking the time to leave your comment.

    • @rahulkumardas5741
      @rahulkumardas5741 Před 2 lety

      Suchitra Sen is as marvelous as Meena Kumari from Hindi cinema

  • @Shaikat1247
    @Shaikat1247 Před 11 měsíci +2

    আশুতোষ মুখার্জীর লেখা কালজয়ী কাহিনী। আর তার অসাধারণ চিত্ররূপ। এক জীবনে কম সিনেমা দেখলাম না- কিন্তু কোনোটিই যেন "দীপ জ্বেলে যাই" এর মত নয়। কোনো নায়িকাই যেমন সুচিত্রা সেন এর মতন নয়।

  • @badrulahsankhan4248
    @badrulahsankhan4248 Před 2 lety +2

    অনেক দিন পর আবারো দেখলাম। অসাধারণ অসাধারণ অসাধারণ

  • @inducruz5558
    @inducruz5558 Před 2 lety +29

    Suchitra Sen is simply marvelous n beyond comparison.
    I am sooo grateful for the sub titles as I understand Bengali language not much.
    Thanks 😊

  • @prabirgoon1388
    @prabirgoon1388 Před 2 lety +5

    Excellent Roll by Madam Suchitra.

  • @thatspiritualhumane
    @thatspiritualhumane Před rokem +2

    OMG, her acting is beyond any words I can explain !

  • @TaeeshNENE
    @TaeeshNENE Před rokem +1

    Saw khamoshi recently and the next day saw this original film.
    Although Waheeda ji is huge actor (and one of my favourites) but Madam Suchitra ji is at another level altogether.
    She has not acted but she has lived the character of Radha.
    So beautiful, so pure, so simple...Suchitra Sen 🙏🙏
    Since i do not know Bengali language, the subtitles helped me to see the film. Many Thanks.

    • @tommydan55
      @tommydan55  Před rokem +1

      You're welcome. And I agree with you about the two actresses. While Waheeda Rehman is wonderful, Suchitra Sen is an actress for the ages.

    • @rsramaswamy5292
      @rsramaswamy5292 Před 9 měsíci +1

      Even better than Ingrid Bergman!

    • @TaeeshNENE
      @TaeeshNENE Před 9 měsíci

      @@rsramaswamy5292 agreed

  • @jalaluddin4865
    @jalaluddin4865 Před rokem +5

    বর্তমান জেনারেশনের মানুষ হয় তো কখনই বোঝবে না
    এই এক্টিং এবং স্টোরির মর্ম😮

  • @MrTolykozin
    @MrTolykozin Před měsícem

    incredible actress Suchitra!!

  • @Salman_Zahur
    @Salman_Zahur Před 2 lety +8

    I’ve always been a Madhubala fan from my childhood. But I must confess that Suchitra’s beauty seems to me to have been absolutely marvelous. She’s probably not as vivacious as Madhu on camera, but her ability to convey a depth of feeling is on a par with Meena Kamari’s.

    • @tommydan55
      @tommydan55  Před 2 lety +5

      I agree with you 100%. The two actresses are almost equally beautiful. Madhubala might have been the more vivacious and her greatest strength is light comedy, I think. I never thought much of Madhubala as a dramatic actress, but that's where Suchitra Sen really shines. And I agree with the comparison to Meena Kumari as well. Thank you for leaving your comment.

    • @Phnx282
      @Phnx282 Před 2 lety +10

      Madhubala was not beautiful like Suchitra or even classically beautiful for that matter. If you're able to move beyond her glamour and loose charm and look past those, you'll notice that her eyes were small, face heavy and large, and nose bulbous. She was intensely fair, and hence glamorous and had a flashy smile. Madhubala had a loose catchy charm hanging on her face that acted as an instantaneous hook on the viewers. Madhubala's beauty was all lighting and camera angles, because whenever camera took even a slightly low angle, her face seemed to lose its charm ( something that doesn't seem to happen with Suchitra, Madhuri or Aishwarya ). On the other hand, Suchitra had a perfect oval face, with big doe eyes, a narrow and sharp nose and an equally flashy smile where everything was in proportion, making her classically beautiful. Madhuri Dixit has reportedly said that even she hasn't been ever able to reproduce a smile like that of Suchitra Sen.
      On the acting front I've always kept Suchitra, Meena Kumari and Nutan at par. These three form the benchmark for the depth and expressivity in acting that lead to their mystique. Madhubala was in no comparison with these three. ❤️

    • @tommydan55
      @tommydan55  Před 2 lety

      @@Phnx282 Well thought out differences of opinion are always welcome. Thank you for chiming in.

    • @naveed.siddiqi
      @naveed.siddiqi Před 2 lety +1

      Heavy makeup

    • @Phnx282
      @Phnx282 Před 2 lety +2

      @@naveed.siddiqi Yes, exactly. Madhubala was all make up, lighting and camera angles. She was attractive no doubt, but that's not what you call classically beautiful.

  • @md.mozzammelhaque
    @md.mozzammelhaque Před rokem +3

    Suchitra Sen is a great actress, none will be like her.

  • @rabindranthghosh2427
    @rabindranthghosh2427 Před 2 lety +1

    Everytime the movie appears as new one. Practically acting of mahanayika will have remain finest movie for so many decades

  • @rabiulislam-mi7bl
    @rabiulislam-mi7bl Před 2 měsíci

    এক কালজয়ী ইতিহাস বহুকাল ধরে আলো দিয়েই যাবে। অমর সৃষ্টি তোমার হে বঙ্গনারী ,হে মহা মানবী। তোমার এ সৃষ্টি রবে চির ভাস্বর ❤❤

  • @pabitrapatra9871
    @pabitrapatra9871 Před 3 měsíci

    অসাধারণ অভিনয় 🥰😘😘❤❤

  • @drashokpatnaik6468
    @drashokpatnaik6468 Před 2 lety +2

    An extraordinary film made later as khamoshi in hindi. Have the cd and seen this gem several times. Marvelous upload

  • @tusharsinha8786
    @tusharsinha8786 Před 10 měsíci +1

    Marvelous piece of performance by Suchitra Sen. world class indeed

  • @KHANDAKERMDABROBB
    @KHANDAKERMDABROBB Před 3 měsíci

    আমার প্রিয় মহানায়িকা সুচিত্রা সেন অভিনীত দীপ জ্বেলে যাই।অসাধারণ। বিনম্র শ্রদ্ধা।তোমার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। 😢

  • @tanzimtamanna804
    @tanzimtamanna804 Před 10 měsíci

    কি স্টাইলিশ আর কি স্মার্ট সুচিত্র সেন
    খুব ভালো লাগলো মুগ্ধ হয়ে দেখলাম

  • @incrediblebuddha4243
    @incrediblebuddha4243 Před 2 lety +7

    উওর ফাল্গুনী সিনেমাটি upload করবেন please 🙏🙏🙏🙏

  • @animeshmal6184
    @animeshmal6184 Před 5 měsíci +1

    Ai valobasa sotti naki jani Na ,but Amar o choka jol ASA galo

  • @bulbulghatak8588
    @bulbulghatak8588 Před 2 lety +15

    Thank you Tommy for uploading the evergreen movie. Ashit Sen's brilliant direction with excellent acting by Suchitra Sen & Basanta Choudhury. Love to watch the movie again and again

  • @abdulaminbaidya.6051
    @abdulaminbaidya.6051 Před 2 lety +4

    কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা মহোদয়া নিঃসেন্দহে সর্বকালের সর্বকালের সেরা অভিনেত্রী।
    ওনার নাম "প্রথমা" হলে যুৎসই হত ।

  • @nirmalnnn1584
    @nirmalnnn1584 Před rokem

    এত সুন্দর অভিনয়..আজ বুঝলাম শুধু মাত্র দুটো চোখ দিয়ে জীবনে কত কি বলে দেওয়া যায়..মহানায়িকার ওই দুটো চোখের expression গুলো দেখলে কেউ কোনোদিন বলবে এটা অভিনয় ?? এটা আসলে একটা সিনেমা?...আজ বুঝছি সিনেমা টা কেনো কোনো অ্যাওয়ার্ড পায়নি😅...
    আর ওই গান ,এই রাত তোমার আমার,ওই বাঁশির সুর.কিছুতেই ভুলতে পারছিনা..এখনও মনে হচ্ছে না অভিনয় দেখলাম.. অনেক সিনেমা দেখেছি এরম feeling কোনোদিন হয়নি....শেষটা এরকমও হয়!!..সত্যিই তাহলে তাপসবাবুর উপন্যাস এ মিলন হলো না...
    যাক গে যিনি গল্প লিখেছেন তাকে অনেক কোটি প্রণাম..তখন একটা দিন ছিল যখন বাংলা সিনেমার ও রিমেক করা হতো বিভিন্ন ভাষায়,লোকজন তা দেখতো appreciate করত, যেমন এই বাংলা সিনেমা টাকে tamil (1960), hindi (1968) দুটো ভাষাতেই remake করা হয়েছিল...
    Mohanayika' s acting 8th wonder of our world.. ❤❤❤

  • @NurulHuda-xq5gx
    @NurulHuda-xq5gx Před 2 lety +23

    One of the best film was madam Shen & Basonto chowdhury.

  • @mdbabulhossen5299
    @mdbabulhossen5299 Před rokem +2

    এ ধরনের সিনেমা তৈরি করতে হলে মননশীল হতে হবে যা আজকাল দেখা যায়না সচরাচর মানুষের মনে অনুভূতি জাগেনা তখনকার সময়ের মানুষের রুচিবোধ আলাদা ছিলো ষাট বছর পরেও এই সিনেমাগুলর আবেদন একটুও কমেনি৷

  • @RiyaPandit181
    @RiyaPandit181 Před rokem +2

    অসাধারণ যা অনুভব এ রয়ে যায়💞💞💞💞

  • @samirandebmondal5262
    @samirandebmondal5262 Před 10 měsíci

    অসাধারণ,শেষটা অর্পূব অভিনয়।এক অন‍্য জগতে এনে দেয়।

  • @sankardas2054
    @sankardas2054 Před 10 měsíci

    আজও আমাদের চোখে অমলিন সূচিত্রা সেনের অভিনয়। এখনও এই সিনেমাটা দেখলে চোখের পাতা ভিজে আসে।কতোবার যে দেখেছি তা নিজেরই মনে নেই। অমর মহানায়িকা। " সূচিত্রা সেন "।। 🙏🙏🙏

  • @mediatoday8350
    @mediatoday8350 Před rokem +1

    Mind blowing performance on acting, Suchitra Sen.

  • @bideshchakraborty4229
    @bideshchakraborty4229 Před 5 měsíci

    Thank you for upload this movie ,, just speech less, on words, only tears😢😢

    • @tommydan55
      @tommydan55  Před 5 měsíci

      You're welcome. I'm glad you've enjoyed it.

  • @rohanmondal1474
    @rohanmondal1474 Před 2 lety +1

    অনেক ধন্যবাদ আপনাকে। বইটা দেখার ইচ্ছা বহু দিনের।

  • @anjanadey3884
    @anjanadey3884 Před rokem

    We are very proud to know the unknown story of Dr.bidhan Chandra Roy as a greatest doctor of India.also as a chief minister of our west Bengal.todays 👍 west bengal was created by that great personality.whichever now we are that was his contribution.such a man we know him with the help of yours.i cannot express you what a big noble deed you prove by this really you can claim it is your achievement.thank you so much.

    • @anjanadey3884
      @anjanadey3884 Před rokem

      Thank you very much for your help 🙏 😊 😀 ⁹for youyoiyouyou

  • @aninda2457
    @aninda2457 Před rokem +2

    Excellent cinema :) many thanks for the upload

  • @S0L_Invictus
    @S0L_Invictus Před 2 lety +3

    beautiful film, exceptional story, extraordinary acting and hypotising theme music...

  • @bluemoon8634
    @bluemoon8634 Před 2 lety +16

    Very nice movie. Good performances by Sen, the hero and the main doctor and memorable music. Thanks to Tommy Dan for uploading this old classic.

  • @sumitabhowmik6858
    @sumitabhowmik6858 Před 2 lety +2

    Asadharan ekta movie

  • @prasantabhanja955
    @prasantabhanja955 Před 7 měsíci

    চির স্মরণীয় সুন্দর একখানি ছবি।

  • @somashreebasak4599
    @somashreebasak4599 Před 2 lety +10

    নার্স দের এই ভালোবাসাই অনেক অসুস্থ মানুষের হাতিয়ার,,তাদের প্রতি সন্মান ও শ্রদ্ধা জানাই। তবে শেষ অংশ খুবই হৃদয় বিদারক। একজন নার্স যিনি সারাজীবন দিয়ে গেলেন তিনি শেষে কি পেলেন!! এই পরিণতি !! হা ঈশ্বর !!

  • @chabdanachakraborty3179

    Asadharan acting, e sudhu late Suchitra Sen e perechhilen.e acting takhono keu pare ni,aj o pare na n future o parbe.

  • @abdulaminbaidya.6051
    @abdulaminbaidya.6051 Před 2 lety +5

    ইস্ , নায়ক যদি উত্তম কুমার হতেন এই চলচ্চিত্র কোন পর্যায়ে উন্নীত হতো ,তা ভেবে আকুল হই ।
    অবশ্য চৌধুরি সাহেব মোটামুটি মানানসই।

    • @samaptimondal7850
      @samaptimondal7850 Před 2 lety +2

      Amio tai bhabi jodi nayak Uttam kumar hoto

    • @surjotoron
      @surjotoron Před rokem

      উত্তম কুমার সুচিত্রা সেনের ট্র্যাজিক হিরো হতে চাননি বোধহয়।

    • @kajaladhikary59
      @kajaladhikary59 Před rokem

      তখনকার চলচ্চিত্র জগতের সবচেয়ে শিক্ষিত ও মার্জিত নায়ক ছিলেন বসন্ত চৌধুরী । একসময় বাজারে একটা আলোচনা চালু ছিল যে উত্তম কুমার ছাড়া সুচিত্রা সেন কিছু করতে পারবে না। পরিচালক অসিত সেন উত্তম ছাড়া সুচিত্রাকে দিয়ে অভিনয় করিয়ে এটা প্রমান করে দিয়েছিলেন সুচিত্রা সুচিত্রাই । তবে এটা ঠিক বলেছেন যে উত্তম হলে ছবিটি আলাদা মাত্রা পেত ।

  • @ashok48393
    @ashok48393 Před 2 lety +11

    I believe the name Vasant Choudhury is spelled and pronounced as Basanta Choudhury in Bengali. In Hindi and Marathi speaking states it is spelled as Vasant but in Bengali speaking states it is spelled as Basanta.

    • @tommydan55
      @tommydan55  Před 2 lety

      Yes, I've seen it spelled with the "B" also.

    • @ashok48393
      @ashok48393 Před 2 lety +2

      @@tommydan55 It is not only the spelling, the pronunciation is totally different. Only the meaning is the same. It means Spring …. the season. In Wikipedia his name is correctly spelled as Basanta.

    • @tommydan55
      @tommydan55  Před 2 lety +1

      @@ashok48393 I can't remember where I got the "V" spelling originally, or why I chose it over the "B" spelling, but IMDB has it as Vasant. You're strongly suggesting I should change it?

    • @ashok48393
      @ashok48393 Před 2 lety +2

      @@tommydan55 Yes, I would strongly suggest using the ‘B’ spelling. First I know how the Bengali names are spelled, second I would trust Wikipedia any day over IMDB.

    • @tommydan55
      @tommydan55  Před 2 lety +1

      @@ashok48393 Okay, then, done. And thanks for the advice and suggestion.

  • @Satadal_Sahitya_patrika
    @Satadal_Sahitya_patrika Před 2 lety +1

    এই ছবিটি অনেক দিন ধরে আশা করছি ইউ টিউবে। পেয়ে খুব ভাল লাগছে।

  • @dmanna3732
    @dmanna3732 Před 2 lety +5

    I'm so fond of S. Sen . Plz upload Indrani and Uttar Phalguni

  • @sheikhsakhawat4066
    @sheikhsakhawat4066 Před 2 lety +2

    Thank you for presenting such a beautiful movie to us ❤️❤️🙏

    • @tommydan55
      @tommydan55  Před 2 lety

      You're welcome. It's a good one, isn't it?

  • @dulalchandradas9884
    @dulalchandradas9884 Před 2 lety +2

    প্রিয় মহা নায়িকা ও নায়ক চিরো অমর বাংলা সিনেমা জগতে

  • @newmallikaenterprise7065
    @newmallikaenterprise7065 Před 7 měsíci

    অসাধারণ অভিনয়ের জন্য ধন্যবাদ।

  • @user-yh2zi1hm7t
    @user-yh2zi1hm7t Před 5 měsíci

    Suchitra sen❤ is suchitra sen pach hazar bochorao Amon actoress asbana, bablu from mirpur Dhaka, Bangladesh, she is ❤ like ❤ my grandmother

  • @bimalchandrabanik5659
    @bimalchandrabanik5659 Před rokem +1

    আমার কাছে এ কাহিনীর লেখক আশুতোষ মুখার্জী প্রনম্য। এ যেন গল্প নয় নেহাতই জীবনের প্রতিচ্ছবি। এ কাহিনী হিন্দিতে খামোশি নামে রাজেশ খান্না ওয়াইদা রহমান অভিনয় করেন।

  • @anasuyabhattacharjee9766

    Eaisab golpo aar konodin tairi hobena,eaisab Nayak Nayikarao aar konodinie hobena, sakoler abhinoi onobodyo,sabar opore Mahanayika Tumi Tulonahina, konodinie Tomar bikolpo tairi hobena,TOMAI PRONAM MAHANAYIKA

  • @rbose7851
    @rbose7851 Před rokem

    উনি মহানায়িকা এবং ইহা অনস্বীকার্য ৷

  • @paramjitrana7525
    @paramjitrana7525 Před rokem +1

    Suchitra Sen : name is sufficient , nothing is left & required to say . ( Prof. Paramjit Singh Rana ).

  • @rudranilsen2024
    @rudranilsen2024 Před 2 lety +2

    Asadharan

  • @khairkhan7173
    @khairkhan7173 Před 2 lety +2

    These r our proud of our golden past

  • @nusratkamal9884
    @nusratkamal9884 Před 11 měsíci

    অসাধারণ !!!

  • @debasishkarmakar4494
    @debasishkarmakar4494 Před 5 měsíci

    Bar bar dekhte ichhe kore.

  • @Sima_Saha
    @Sima_Saha Před 2 lety +3

    Excellent movie 👌

  • @tapasdutta284
    @tapasdutta284 Před 11 měsíci

    Suchitra Sen, though she is no more with us, was one of the best actresses whose eyes could have uttered the theme of the film.

  • @rabbirahman5021
    @rabbirahman5021 Před 2 lety +1

    Thank you so much for watching that movie.

    • @tommydan55
      @tommydan55  Před 2 lety +1

      You're welcome. It's one of Suchitra Sen's best.

  • @bonybarman1381
    @bonybarman1381 Před 2 lety

    Many many Thanks

  • @sajidhussain7715
    @sajidhussain7715 Před 5 měsíci

    The great actress Suchitra sen we miss u ever

  • @sudhansuraymondal4524
    @sudhansuraymondal4524 Před 2 lety +1

    অপূর্ব।

  • @snowcherryleopard
    @snowcherryleopard Před 2 lety +2

    Thank you!!!

  • @md.hasanahmed5892
    @md.hasanahmed5892 Před rokem

    What a movie.salute Suchottrosen

  • @muralidharrao825
    @muralidharrao825 Před rokem +1

    This movie is remade or remake in telugu language with the name " Chivaraku migiledi"( means Lastly what remains) suchitra sen lead role is acted by "Savitri" she is top actress in south indian in all languages ( i.e Telugu, Tamil, Kannada and Malayaalam) her life is linked with the movie she died due to over consumption of alcohol at an young age ( even before reaching 50 years or so)

  • @madhumitamitra4801
    @madhumitamitra4801 Před 2 lety

    Apurbu sundori mrs sen,avinoy jug jug dhore manush mone rakhbe

  • @Imran-Emu
    @Imran-Emu Před 2 lety +1

    Dynamic. ❤️

  • @kishordassonakhali
    @kishordassonakhali Před 2 lety +1

    কি লেখনী এবং তার অভিনয়