Rakhal Raja Temple | Gopaldaspur | রাখাল রাজা এক অলৌকিক মন্দির | এখানে সন্ধ্যের পর যাওয়া বারন কেন?

Sdílet
Vložit
  • čas přidán 12. 11. 2022
  • “গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখালরাজা গোপাল আমার খেলে অনুক্ষণ।” ভাবছেন তো এই নজরুলগীতির কথা কেন বললাম! আসলে রাখাল রাজাকে নিয়ে লিখতে বসেছি যে। খুব স্বাভাবিক ভাবেই এই গানটা মনের মধ্যে চলে এলো। তবে এই রাখাল রাজা কে খোঁজার জন্য কিন্তু আপনাদের বৃন্দাবন যেতে হবে না। পশ্চিমবঙ্গের কালনা শহর থেকে ২০ কিলোমিটার দূরে বৈদ্যপুরের কাছে গোপালদাসপুর গ্রামে রয়েছে এই রাখাল রাজার মন্দির। লাল ইটের তৈরি এই মন্দিরটি বহু প্রাচীন। এখানে রাখাল রাজার একটি বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে শ্রীকৃষ্ণ বা রাখাল রাজার মূর্তির পাশে রাধা বা অন্য কোন সখীর মূর্তি নেই।
    বৈদ্যপুর শহরটি বহু প্রাচীন শহর। প্রথম মনসামঙ্গলে এই শহরের উল্লেখ পাওয়া যায়। বৈদ্যপুর থেকে দু মাইল দূরে গোপালদাসপুর গ্রাম। গ্রামে আসার পথে পড়বে বেহুলা নদী ও এক প্রকান্ড অশ্বত্থ গাছ। মেঠো রাস্তা ধরে এগোলে চারিদিকে গাছ গাছালির মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশে রাখাল রাজার মন্দির। চারিদিকে গাছ-গাছালি ও সবুজ মাঠ সত্যিই রাখাল রাজার খেলার প্রকৃষ্ট জায়গা। মন্দিরে ঢোকার মুখেই পড়বে বিশাল লাল পিলার দিয়ে বানানো নাটমন্দির। এই নাটমন্দির প্রাঙ্গণে কৃষ্ণের ছোটবেলার নানান ঘটনা, যেমন পুতনা বধ,কালিয়া দমন ইত্যাদি ছবি সহকারে বর্ণিত আছে। গর্ভগৃহে তিনটি মূর্তি বিরাজমান। মাঝখানে রয়েছেন স্বয়ং রাখাল রাজা। আকাশ নীল গায়ের রং। একহাতে তিনি নাড়ু ধরে আছেন। অপূর্ব সুন্দর দুষ্টু মিষ্টি বালকের মতোই হাসি হাসি মুখ। দেখেই মন ভরে যাবে।
    রাখাল রাজার কাহিনী ও ইতিহাস জানতে অনুগ্রহ করে ভিডিও টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন।
    History of Kulin Gram Haridas Thakur Pathbari & Gopal Mandir || A Beautiful Day Spent in Kulin Gram
    Link: • History of Kulin Gram ...
    #RakhalRajaTemple #onedaytrip #oldtemple #oldtemples
    #chaitanyamahaprabhu
    #rakhalraja
    #rakhalrajatemple
    #onedaytripfromkolkata
    #PlacestoseeinBoinchigram #বৈচিগ্রামভ্রমণ
    #gopaldaspur #onedaytourfromkolkata
    #RAKHALRAJATEMPLE
    #adventurouspeace
    #srikrishna
    #nature
    #temple

Komentáře • 7