আহসান মঞ্জিলের ইতিহাস || History of Ahsan Manzil || AHSAN MANZIL || DHAKA || MUNNI'S VLOG

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরে অবস্থিত আহসান মঞ্জিল। ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসেবে আহসান মঞ্জিলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আহসান মঞ্জিল ঢাকার প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য। যেখানে সর্বপ্রথম বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়। লর্ড কার্জন ঢাকায় এলে আহসান মঞ্জিলে থাকতেন। প্রাসাদটি নির্মাণ কাজ শুরু হয় ১৮৫৯ সালে এবং নির্মাণ সম্পন্ন হয় ১৮৭২ সালে। আহসান মঞ্জিলের ইতিহাস অনেক সমৃদ্ধ। ভবনটি পরিদর্শনে গেলে যেটি সবাই জানতে পারবে।
    #ahsanmanzil #আহসান_মঞ্জিল #dhaka #old_dhaka

Komentáře • 24