আমিন হতে চাইলে কোন কোর্স করবেন। ময়নামতি না কারিগরি বাস্তবতা সহ দেখে নিন || Aminship certificate.

Sdílet
Vložit
  • čas přidán 9. 08. 2022
  • আমিন হতে চাইলে কোন কোর্স করবেন। ময়নামতি না কারিগরি বাস্তবতা সহ দেখে নিন || Aminship certificate..
    যারা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর ৬ মাস মেয়াদি সার্টিফিকেট ইন আমিনশীপ কোর্স এ পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট পেতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ।
    ক্লাস ছাড়া শুধু পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট অর্জন করতে পারবেন। যেহেতু এই সনদ টা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে দেয়া হয়। তাই যারা মাঠে কাজ করেন তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে ও চাকুরী র বিবেচনায় অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন ।
    সেশন জুলাই-ডিসেম্বর ২০২২, পরিক্ষা সম্ভাব্য জানুয়ারি , ২০২৩ এ হবে।
    তাদের আগামী 30 ই আগস্ট ২০২২ এর মধ্যে রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে। পরিক্ষা+রেজিষ্ট্রেশন+সনদ এর সর্বমোট খরচ ৩০০০ টাকা।
    প্রথম ধাপে ২০০০ টাকা দিয়ে কনফার্ম করতে হবে। এক সেশনে ১০০ জন ছাত্রের তথ্য দেয়া যায়। তাই প্রথম ১০০ জন এর তথ্য নেয়া হয়ে গেলে বাকিদের তথ্য নেয়ার সুযোগ নেই।
    নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এর পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট নিদিষ্ট তারিখ শুক্রবার এ ৬০ মার্ক এর লিখিত পরিক্ষা দিতে হবে।
    মোট ৫০০ মার্কস এর সিলেবাস। শুধু লিখিত ৬০ মার্ক, ও প্যাক্টিকাল ২০ মার্ক এর পরিক্ষা সশরিরে দিতে হবে। বাকি মার্ক ধারাবাহিক মূল্যায়ন করা হবে।
    ভর্তি বা রেজিষ্ট্রেশন করতে চাইলে
    Rimon sir 01832-421046 imo, whats app.
    MD Israil 01811-811182 imo, whats app.
    পরিক্ষা নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এ পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট এ সরাসরি অংশগ্রহণ করতে হবে। মূল পরীক্ষা লিখিত আকারে নেয়া হয়। লিখিত পরিক্ষা ৬০ মার্ক এর মধ্যে সংক্ষিপ্ত, MCQ, শুন্যস্থান পূরণ, শুদ্ধ, অশুদ্ধ ইত্যাদি।
    বিগত কয়েক বছর বোর্ড এর প্রশ্ন সলভ করলেই A+ পাওয়া সম্ভব । যে বই পড়তে হবে ৬ মাস মেয়াদি আমিনশীপ কোর্স এর যে কোন বই। আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন। বই এর মূল্য ২৬০ টাকা।
    যারা মাঠে কাজ করেন তাদের জন্য ভালো সুযোগ।।
    রেজিষ্ট্রেশন করতে যা লাগবেঃ-
    জেএসসি বা এস এস সি সার্টিফিকেট এর ছবি,
    নিজের ছবি
    ও ভোটার আইডি কার্ড এর কপি।
    হোয়াটস এপের মাধ্যমে এই তথ্য গুলো দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
    অথবা সরাসরি ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস এ এসেও রেজিষ্ট্রেশন করা যাবে।
    যখন এডমিট কার্ড আসবে বাকি টাকা পেমেন্ট করে পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।
    যারা প্রাথমিক রেজিষ্ট্রেশন এর তথ্য দিবেন তাদের হোয়াটস এপ গ্রুপে এড করা হবে। গ্রূপে পরিক্ষা বিষয়ক সকল বিষয় এর সমাধান পাবেন।.
    #bd_land_surveyor
    #ভূমি_জরিপ_প্রশিক্ষণ

Komentáře • 215

  • @jainalabdin9124
    @jainalabdin9124 Před rokem +2

    অনেক দিন পর ভিডিও করছেন স্যার
    আপনাকে ধন্যবাদ।
    জয়নাল আবেদীন দুবাই থেকে।

  • @AlMamun-pl9uz
    @AlMamun-pl9uz Před rokem +1

    এতো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ ও আপনার জন্য শুভ কামনা রইলো।আমি এই কোর্স টি করতে আগ্রহী। কোন প্রতিষ্ঠানে করলে ভালো হবে জানালে উপকৃত হতাম।

  • @GMAccountsDAPFCL
    @GMAccountsDAPFCL Před 26 dny

    বিষয়টা পরিষ্কার করার জন্য ধন্যবাদ

  • @mdal-aminkhan7074
    @mdal-aminkhan7074 Před rokem +2

    অনেক ভালো লাগলো

  • @tanmoyghosh1
    @tanmoyghosh1 Před rokem

    Sir ami India theke .apnar video theke khub upokrito hoy .jodi apni Mutation sketch and Permission sketch ki vabe korbo ta jodi ak to dekha ten ta hole khub valo hoto

  • @rubedakhatun7371
    @rubedakhatun7371 Před rokem

    Sir jomir khatiyan a j share ba angso thake sei share anujayi kivabe jomi porimap korbo akta video den sir . helpful hobo

  • @kalipadadas3684
    @kalipadadas3684 Před rokem

    Please make a video of dividing irregular land area by autolisp.

  • @IslamickDaoya-qf9id
    @IslamickDaoya-qf9id Před 4 měsíci

    স্যার,আপনার,পরিচয়,নিয়ে, ১টি,ভিডিও, বানালে,ভালো,হত,ধন্যবাদস্যার।

  • @mdnurmohammad7875
    @mdnurmohammad7875 Před rokem +1

    স্যার আপনার জমিন পরিমাপের অভিজ্ঞতা নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড দেন,,, অনেকদিন যাবত আপনি ভিডিও দেন না কেন,,,

  • @MdArif-vy6wv
    @MdArif-vy6wv Před 4 měsíci

    Sir general side a porashuna korar pasha pashi ki aminsheep ar jnno o ki porte parbo?

  • @ankhisingha4004
    @ankhisingha4004 Před rokem

    Vai,servey er certificate ki board dey? naki institution dey? Kotha theke dey certificate?

  • @MdSujon-bk1zn
    @MdSujon-bk1zn Před rokem +1

    এক সাথে দুই জায়গা কোর্স করা যাবে কি??
    আমি তো কারিগরি বোর্ডের আন্ডারে ভর্তি আছি,,,এখন কি সার্ভে শেখা যাবে

  • @smjohanvai420
    @smjohanvai420 Před rokem +2

    আসসালামুআলাইকুম স্যার সৌদি থেকে দেখছিলাম। স্যার ডিজিতাল যন্ত্রাংশ ইন্সট্রুমেন্ট ক্যালিপার্স এসব কিছু একটা ভিডিও তৈরি করেন।

    • @minhaj-binanam4
      @minhaj-binanam4 Před rokem +1

      সালাম ভাল করে দিতে শিখেন,সালাম দেওয়ার সঠিক পদ্ধতি শিক্ষবেন। বলতে হবে আসসালামু আলাইকুম

  • @rashedtrders1045
    @rashedtrders1045 Před rokem +1

    স্যার আমার এই কাজ টা করার খুব ইচ্ছে

  • @tanzimulislam9506
    @tanzimulislam9506 Před rokem +1

    আমি ডিজিটাল ভাবে আমিনশিপ শিখতে চাই।।। ফিল্ডের কাজ করার জন্য।।। বোর্ড সার্টিফিকেট বড় কথা নয়। করনিয় কি। হেল্প প্লিজ

  • @ibrahimmolla9787
    @ibrahimmolla9787 Před rokem +6

    স্যার আপনার প্রতিষ্ঠান থেকে একাডেমিক কোর্স সম্পূর্ণ করতে কত টাকা লাগে ?? কোর্সের সময়সীমা কত মাস ??

  • @nayeemahmed4896
    @nayeemahmed4896 Před rokem

    ভাই ডিসিয়ার হারিয়ে গেলে আবেদনের ক্ষেত্রে কোন ফরমে আবেদন করব? দয়া করে একটু বলেন।

  • @ferdoushasan7777
    @ferdoushasan7777 Před 4 měsíci

    Dhaka Narayanganj sinbord r asa pasa apner training center asa????

  • @tarif9220
    @tarif9220 Před rokem

    Rangpur acha ki sir thakla please bolban

  • @rasalhossain9047
    @rasalhossain9047 Před rokem +1

    নাটোর রাজশাহী থেকে শিখতে চাই

  • @mdrobiulislam485
    @mdrobiulislam485 Před rokem +1

    আমার ছেলে অনার্সে পরেছে এই অবস্তায় কি সার্ভে ডিপলোমা ভর্তি হইতে পারবে কি। কুড়িগ্রাম সোনা হাট স্হল বন্দর থেকে শুনেছি আমার নাম রবিউল ইসলাম

  • @anamulbabu891
    @anamulbabu891 Před rokem

    যশোর জেলা ঝিকরগাছায় একটা ট্রেনিং সেন্টার খোলাতে চাই

  • @imranthaking4252
    @imranthaking4252 Před rokem +1

    ভাই আমি কোর্সটা করতে চাই, কিভাবে যোগাযোগ করবো। আপনাদের অফিসটা কোথায়

  • @anikdey8165
    @anikdey8165 Před rokem +1

    স্যার চট্টগ্রাম থেকে কি কোর্স করা যাবে

  • @tv-1173
    @tv-1173 Před rokem +3

    কুষ্টিয়ায় কি আপনাদের কোন শাখা আছে? থাকলে ঠিকানা বলুন।

  • @user-en6yq7ym8v
    @user-en6yq7ym8v Před rokem +1

    ময়মনসিংহ বিভাগ নেএকোনা জেলা পূর্বধলা থানা, কোনো ট্রেডিং সেন্টার আছে কী

  • @smjohanvai420
    @smjohanvai420 Před rokem +1

    স্যার আমি আপনার ছাত্র এসএম শরীফ গাজীপুর থেকে বলছিলাম স্যার আমার একটা সার্টিফিকেট লাগবে বর্তমানে আমি সৌদিতে আছি।

  • @Giash1011
    @Giash1011 Před rokem

    ঢাকার উত্তরায় সেন্টার আছে কি???

  • @MdArif-iq6gr
    @MdArif-iq6gr Před rokem

    Kon jaigai training centre please?

  • @shahinreza8258
    @shahinreza8258 Před rokem

    May i know have any online course?

  • @husbandwiferokomarivideos2461

    আর এস রেকর্ড মামলার রায় এর ডিগ্রি কপি হারিয়ে গেলে অথবা না পেলে করণীয় কি

  • @masohidul5760
    @masohidul5760 Před rokem +1

    স্যার, নওগাঁ জেলাতে কোন শাখা আছে?

  • @husbandwiferokomarivideos2461

    ১৯৬৯ সালে আর এস রেকর্ডের বিরুদ্ধে একটা ডিগ্রি হয় ডিগ্রীর ফলে আরএস রেকর্ড হয় সেই ডিগ্রির কপিটা আমাদের কাছে হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরবর্তীতে আমরা জজ কোর্ট তল্লাশিতে দেই কিন্তু ডিগ্রী কপিটা আমি পাচ্ছি না এখন আমার কাছে ফটোকপি আছে কিন্তু আমি যে নাম জারি করব নামজারির জন্য তো এই কপিটা লাগবে নাকি এই কপি ছাড়া আমরা আর এসের রেকর্ড দিয়ে নাম জারি করতে পারবো অথবা আমরা এই ডিগ্রির কপিটা পাব কোথায়

  • @NewRedwan
    @NewRedwan Před 5 měsíci

    আমি শিখতেচাই, কোথায় যোগাযোগ করবো

  • @AnnoyedFlamingo-xm5mk
    @AnnoyedFlamingo-xm5mk Před 4 měsíci

    স্যার এই কোর্সটি দুটি আমি শিখতে চাই। আপনাদের প্রতিষ্ঠান কোথায় জানাবেন প্লিজ।

  • @rajonislam634
    @rajonislam634 Před rokem

    স্যার আমি কোর্স টা করতে চাই। ঢাকা যাত্রাবাড়ী আপনাদের কোনো শাখা আছে না কি। আমি ব্যাংকে সার্ভে করি।

  • @SingaporeProbashiblog.4306

    স্যার অনলাইনে করার কোন সিষ্টেম আছে নাকি,আমি বিদেশ থাকি,আমি আপনার ভিডিও দেখে দেখে মুটামুটি আইডিয়া হয়ে গেছে ,

  • @emon8038
    @emon8038 Před rokem +1

    আপনাদের অফিসের ঠিকানাটা দিলে ভালো হতো।

  • @hossainahammad-ju4wb
    @hossainahammad-ju4wb Před rokem

    ভাই কুমিল্লা কোনো সেন্টার আছে

  • @MehediHasan-xl2vn
    @MehediHasan-xl2vn Před rokem +1

    ঢাকা কেরানীগন্জে কোন শাখা আছে কি

  • @nasrinnahar2690
    @nasrinnahar2690 Před rokem

    ভাইয়া, আসসালামু আলাইকুম।
    আমাকে সঠিক পরামর্শ দিয়ে একটু সাহায্য করুন।
    মধুর বাবা হাতেম এর কাছে জমি বিক্রি করেছে।
    হাতেম মারা যাওয়ার অনেক পরে তার ছেলেরা আমার বাবার কাছে জমি বিক্রি করেছে। ( প্রায় ৪৩ বছর আগে)
    এখন মধু এবং তার ভাই আমাদের এবং যাদের কাছ থেকে আমরা জমি কিনেছি , তাদের নামে এসিল্যান্ড বরাবর দরখাস্ত করেছে।
    আমরা গতকাল রাতে খবর পেয়েছি আগামী কাল এসিল্যান্ড অফিসে উভয় পক্ষকে হাজির হতে হবে।
    এই মামলার ভবিষ্যৎ কী?
    আমাদের করণীয় কী?

  • @user-pz3mb4mr4j
    @user-pz3mb4mr4j Před 4 měsíci

    কক্সবাজার কোন জায়গায় আছে জানাবেন প্লিজ।

  • @abvlog243
    @abvlog243 Před rokem

    Class ki online ne hobe

  • @md.shaheedhossain5049
    @md.shaheedhossain5049 Před rokem +1

    আমি ৯৫ হতে কাজ করি, কারীগরি কোর্সে ভরতি হতে চাই

  • @mdsohelkhan47
    @mdsohelkhan47 Před rokem +2

    স্যার কিভাবে ভর্তি হবো

  • @swapondas7042
    @swapondas7042 Před 4 měsíci

    এইছ কত বছর থাকতে হবে সবোর্চ. 30 বছর ফেরিয়ে গেলে কি ভর্তি হওয়া যাবে

  • @md.aminulislam4142
    @md.aminulislam4142 Před rokem +1

    রাজশাহীতে কি শাখা অফিস আছে?

  • @RonyChandraRoy
    @RonyChandraRoy Před rokem +1

    আপনাদের প্রতিষ্ঠান কোথায়?

  • @mrmedia2458
    @mrmedia2458 Před rokem +1

    ময়না মতি সার্ভে প্রশিক্ষণ দেওয়ার কৌশল জানতে চাই

  • @riazimran7442
    @riazimran7442 Před rokem +2

    ফেনীতে কোন শাখা আছে কি?

  • @udt1044
    @udt1044 Před 5 měsíci

    চট্টগ্রামে আপনাদের ট্রনিং সেন্টার কোথায়

  • @subscriptionsyoutube5990

    চটগ্রাম থেকে করার কোনো সুযোগ আছে। আমি চট্টগ্রামে থাকি।

  • @MdRahatIslam-pw2df
    @MdRahatIslam-pw2df Před 11 dny +2

    Sir আপনাদের প্রতিষ্ঠান কি নারায়নগঞ্জ এ আছে কি 🤔 ?
    এবং চাকরিজীবীদের জন্য শেখার কোনো ব্যবস্থা আছে কিনা ?

  • @mdctg3006
    @mdctg3006 Před rokem

    সার আমার বাড়ী রাউজান তাহলে আমি কোথায় কোর্স নিব

  • @amitoshmondal1070
    @amitoshmondal1070 Před 16 dny

    Khulna ki ace keho ki bolben

  • @NGSAHIL2.0
    @NGSAHIL2.0 Před rokem +1

    স্যার বইটা pdf. পাওয়া যাবে

  • @mdafridi24
    @mdafridi24 Před rokem +1

    ঢাকা কোন শাখা নাই?

  • @jahidhasan.2018
    @jahidhasan.2018 Před rokem +1

    বরিশাল বিভাগে এই ইনস্টিটিউট আছে ❔

  • @realforextraders6094
    @realforextraders6094 Před rokem +1

    অনলাইনে কি কোর্স করা সম্ভব।

  • @Computargayan123
    @Computargayan123 Před rokem

    ভাি চট্টগ্রামে আছে শাখা??

  • @user-is8vh2th9n
    @user-is8vh2th9n Před 5 měsíci

    সার্ভেয়ার সংগঠন /সমিতির সাথে যুক্ত হতে চাই, আপনি সহযোগিতা করবেন।

  • @tigerbd7331
    @tigerbd7331 Před rokem +1

    কারিগরি বোর্ড সার্টিফিকেট এর জন্য পরীক্ষা কোথায় দিতে হয়??

  • @mdrobiulislam485
    @mdrobiulislam485 Před 6 měsíci

    কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তির সময় ও ভর্তির খরচ জানাইরেন

  • @user-zo8oj3zi1l
    @user-zo8oj3zi1l Před rokem +1

    চ্যার
    আমি ১২ শ্রেনীতে পাম করিনাই..
    আমি কি কোর্স করতে পারবো..??

  • @ranaahamedhridaytv9529

    গাজীপুরে কি আছে

  • @maidulislammahim3540
    @maidulislammahim3540 Před rokem +1

    আপনাদের সিলেবাস টা দেওয়া যাবে?

  • @robiulhasansiraji4699

    সার কি ভাবে যোগাযোগ করবো

  • @mdtohorul643
    @mdtohorul643 Před rokem

    আমি আমিন এর পাশে মোহরিল শিক্ষতে চাই
    আপনাদের এখানে
    আমি কি তা শিক্ষতে পারবো

  • @EmonSRTHossen
    @EmonSRTHossen Před rokem +1

    আপনার প্রতিষ্ঠান কোথায়

  • @TamannaFaruk-zm7og
    @TamannaFaruk-zm7og Před 5 měsíci

    আলাইকুম লামুআলাইকুম
    ভাইয়া আমি আপনার সাথে একটু কথা বলতে পারি
    আমি অস্ট্রেলিয়া থেকে বলছিলাম

  • @mdkhabir1098
    @mdkhabir1098 Před rokem +1

    স্যার কোথায়

  • @BadalBarman-qg3iz
    @BadalBarman-qg3iz Před rokem +1

    অন লাইনে কোর্স করা যায় কি?

  • @luqmanhekim
    @luqmanhekim Před rokem

    Ami online course Korte chai

  • @mdsahedk9837
    @mdsahedk9837 Před rokem

    কত টাকা করছ হবে সরকারি ভাবে করলে

  • @shorifulislam2845
    @shorifulislam2845 Před rokem

    স্যার,,, আমি কাজ অনেকটাই পারি,,,,,,কিন্তু স্যার আমার একটা সনদ সার্টিফিকেট এর প্রয়োজন,,,,,,, সনদটা খুব প্রয়োজন,,,,, আমি ভর্তি হতে চাই,,,,,, কারিগরি বোর্ড,,,,,,, প্লিজ স্যার,,,,,,,,,

  • @prithom8387
    @prithom8387 Před 5 měsíci

    সিভিল কোর্ট কমিশনার কীভাবে হওয়া যায়?

  • @imranhossen7403
    @imranhossen7403 Před rokem

    স্যার,
    আমি কিভাবে কারিগরি সনদ কিভাবে নিব?

  • @hd47tv42
    @hd47tv42 Před rokem

    আমিন কোর্স ময়মনসিংহে আপনাদের শাখা আছে কি

  • @user-uk2rv2gf9k
    @user-uk2rv2gf9k Před 11 měsíci +1

    Sir, ei line ki meye ra pore? R honours er pasapasi ki ei line e pora jabe? Lakshmipur e er kono branch ache?

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 7 měsíci +1

      আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
      ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ-
      আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182

  • @swapondas7042
    @swapondas7042 Před 4 měsíci

    স‍্যার আপনার এখানে ভর্তি কত টাকা লাগে

  • @user-ln2fm2xd9d
    @user-ln2fm2xd9d Před 4 měsíci

    পটুয়াখালী ট্রেনিং করা যায় কোথায় কারো জানা থাকলে একটু জানাবেন।

  • @sumonbiswas9741
    @sumonbiswas9741 Před rokem +1

    ময়নামতি ট্রেনিং সেন্টার হতে ট্রেনিং গ্রহন করে,, বতমানে মাঠে কাজ করতে পারছি

  • @mdalauaddinmiya2974
    @mdalauaddinmiya2974 Před 9 měsíci +2

    স্যার। আমি ২০২৩ সালে মানবিক বিভাগ থেকে Hsc পরিক্ষা দিছি আমার রেজাল্ট বের হয় নি ? আমি চার বছরের কোর্স টি করতে চায় ? এবং সরকারি চাকরি করতে চায়।? এখন আমার কি করা লাগবে ??

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 9 měsíci

      আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
      ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ-
      আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182

  • @HabiburRahman-qw6hp
    @HabiburRahman-qw6hp Před rokem +1

    Vai sylhet a ki apnader kuno branch ache? Ami job kori. Tai dure giye course kora somvob na

  • @mdrobiulislam485
    @mdrobiulislam485 Před rokem +1

    আমার একটি সার্টিফিকেট আব্শ্যক

  • @burkhan45
    @burkhan45 Před rokem +1

    ভাই আপনাদের কাছে ফোন দিলে তো পাওয়াই যায় না

  • @yeasinem415
    @yeasinem415 Před rokem

    কেউ কি আছেন এখানে বি বারিয়া কসবা থাকলে জানাবেন প্লিজ আমি জাইকা মাপাবো

  • @shakilmridha
    @shakilmridha Před rokem

    কারিগরি থেকে ৬ মাসের কোর্স করতে কত টাকা লাগবে?

  • @xyz4758
    @xyz4758 Před 5 měsíci

    fee koto

  • @ismailhossain976
    @ismailhossain976 Před rokem +1

    Assalamualaikum bhai, ami aminship course korte chai, b- baria achhe ki na.

  • @mdliton-dp9xn
    @mdliton-dp9xn Před rokem +1

    টাঙ্গাইল থেকে বলছি আমি কি ভাবে যোগাযোগ করবো আপনার ফোন নম্বর টা দিয়েন কেমন

  • @saeedkhokon92tv88
    @saeedkhokon92tv88 Před rokem +1

    স্যার আমি ভর্তি হতে চাই

  • @samadpathan1057
    @samadpathan1057 Před rokem +1

    স্যার,আমি ২০১৩ ইং সনে ময়নামতি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হইতে সার্টিফিকেট অর্জন করি এবং বর্তমানে মাঠে কাজ করতেছি,এখন কারিগরি বোর্ডের সার্টিফিকেট অর্জন করতে ইচ্ছুক কিন্তু আমার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস এখন আমি কী পরিক্ষা দিতে পারবো? জানালে উপকৃত হবো।

    • @monirulalam4910
      @monirulalam4910 Před rokem

      বয়স কত লাগে??

    • @alokmedia20
      @alokmedia20 Před 9 měsíci

      ভাই,
      আসল ময়নামতি প্রতিষ্ঠান কোথায়?

  • @Landsolution62
    @Landsolution62 Před rokem

    কোর্স কত টাকা?

  • @AbdulGofur-is1be
    @AbdulGofur-is1be Před 3 měsíci

    স্যার আমি ভুমি মাপ জানি, এখন ভুমি জরিপ সনদের প্রয়োজন আমি কি ভাবে সনদ সংগ্রহ করব

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před měsícem

      বিষয়টি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন! আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করুন- 01811-811182

  • @shahjahansiraj6552
    @shahjahansiraj6552 Před rokem +2

    নওগাঁতে কি ট্রেনিং করা যাবে?

  • @ahmedsumon7886
    @ahmedsumon7886 Před rokem

    স্যার হবিগঞ্জ জেলায় কি কোনো ময়নামতি ট্রেনিং সেন্টারের শাখা আছে??

  • @hedayetullah7984
    @hedayetullah7984 Před rokem +1

    Gazipur e ki apnader kuno branch ase?

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před 7 měsíci

      আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!
      ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ-
      আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182

  • @shreeomitchandrabhowmik9635

    আসসালামু আলাইকুম সার আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডর পরিক্ষা এবং সাটিফিকেট পেতে চাই।
    কিন্তুু সার আপনি বিডিওতে সকল কিছু পরিষ্কার করে বল্লেও এই বেপার টা বলেন নি।
    ১/কাংকিত ৩০০০ টাকার মধ্যে ২০০০ টাকা কি ভাবে দিবো..?((বিকাশ, নগদ, রকেট Etc)) এবং আমার রেজিষ্ট্রেশন সত্যি হয়েছে তা আমি কি ভাবে বুঝব..?
    ২/টাকা দেওয়ার পর রেজিষ্ট্রেশন কার্ড কি পরিক্ষার দিন দিবেন না কি তার আগেই দিবেন। ((নোয়াখালি থেকে আসার কষ্ট কর))..?
    ৩/পরিক্ষা দেওয়ার কত দিন পর সাটিফিকেট পাবো..?
    ৪/পরিক্ষার দেওয়া আগের পিপারেশন কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে..?
    ৫/আমিন শীপ বই টি পেতে হলে করনিয় ও ডেলিভারি..?
    এই বিষয় নিজে কিছু বল্লে উপকার হতো সার।

    • @bdlandsurveyor8067
      @bdlandsurveyor8067  Před rokem +1

      বিকাশ রকেট নগদে দিতে পারবেন। পরিক্ষার ৭ দিন আগে রেজিষ্ট্রেশন কার্ড পাবেন। পরিক্ষা দেয়ার ৩ মাস পর সাধারণত সনদ পাওয়া যায়। ফাইনাল ১০০ জন এর তালিকা হোয়াইটস এপ গ্রুপে দেয়া হবে

    • @ashrafulislam6785
      @ashrafulislam6785 Před rokem

      @@bdlandsurveyor8067স্যার ঢাকায় ট্রেনিং সেন্টার থাকলে তথ্য দিলে কৃতজ্ঞ থাকবো।
      ধন্যবাদ

  • @AnisurRahman-hk5kj
    @AnisurRahman-hk5kj Před rokem +1

    স্যার,বরিশাল শাখা আছে,