একনজরে BUET ইতিহাস ও ভর্তি তথ্য। Udvash

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • একনজরে BUET ইতিহাস ও ভর্তি তথ্য। Udvash
    বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বুয়েট। বহু বছর ধরে মাতৃসম ছায়া দিয়ে দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের আগলে রেখেছে এই বিদ্যাপীঠ। ভূমি জরিপ কাজে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে ১৮৭৬ খ্রিষ্টাব্দে পুরান ঢাকার নালগোলায় সার্ভে স্কুলটি বিংশ শতাব্দীর গোড়ায় তৎকালীন ঢাকার নবাবের পৃষ্টপোষকতায় রূপান্তরিত হয়েছিল আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে। ১৯৪৭ সালের আগস্ট মাসে স্কুলটি আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত হয়। পরবর্তীতে ১৯৬২ সালের ১ জুন এটিকে একটি পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরিণত করে নাম দেওয়া হয় পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (East Pakistan University of Engineering and Technology বা EPUET)। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বর্তমানে যার নাম “বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি” (বুয়েট) ।
    Follow us on
    Our Channel ►
    ⏰ If you feel that this video really helps you then like, comment, share & subscribe to our channel & press the 🔔 bell icon.
    Thanks For Watching...

Komentáře • 4