আমায় যদি গো মনে পড়ে কভু | Amay Jodigo Mone pore kovu | বোরহান উদ্দিন রানা

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2021
  • Song : আমায় যদি গো মনে পড়ে কভু
    Singer : বোরহান উদ্দিন রানা
    Lyric & Tune : বোরহান উদ্দিন রানা
    আশির দশকের একটি জনপ্রিয় ফোক গান
    #বোরহান_উদ্দিন_রানা
    #borhan_uddin_rana
    #Amay_jodigo_mone_pore_kovu
    #আমায়_যদিগো_মনে_পড়ে_কভু
    #channel26
    #26channel

Komentáře • 711

  • @rmkamaluddinchykamal7259
    @rmkamaluddinchykamal7259 Před 2 lety +354

    হাজার চেষ্টায় তাকে ভুল তে পার ছিনা,অথচ তার সংসার আছে,আমারও আছে, তাঁর দেখা নাই ১৮/২০ বছর হবে 💘💘💘💘

  • @basharbangala5922
    @basharbangala5922 Před rokem +5

    আমি তোমার সাথে প্রেম করীনি তোমাকে আমার ফ্যামেলির প্রছন্দ করেছিলো আমার জন্য। তোমার সাথে গায়ে হলুদ আংটি বদল সব হলো।তোমার আর আমার বিয়ের সব আয়জন জখন সমপূর্ন ঠিক ঐ মূর্হতে আমাদের বিয়েটা ভেংগে গেলো। আজ ১০ বছর পার হলো কিন্তু প্রতিটা মূর্হতে তোমাকে মনে পরে। জীবনে একবার জদি সামনে পাই তোমাকে। সুদু একটা প্রশ্ন করবো। কেনো এমোন হলো???

  • @tamimahmed7650
    @tamimahmed7650 Před rokem +91

    যারা এইসব গান খুজে খুজে বের করে শুনে, তাহলে বুঝে নিবেন আপনার আসলে গানের প্রতি রুচি ভালো

  • @adnanjubaer8715

    কি করে তাকে ভুলি সে এখন আর আমার না তবুও তাকে ভুলতে পারী না

  • @MH-bi8lf

    এসব গান জীবন্ত

  • @nilaksh7388
    @nilaksh7388 Před 3 lety +179

    এমনিতেই বুকে চাপা কষ্ট তার পর বৃষ্টির দিনে এ সব গান শুনলে প্রতিটা নিঃশ্বাস ব্যথায় টস টস করে।

  • @mohammadzakaria6588
    @mohammadzakaria6588 Před 2 lety +40

    আমি আমার জীবনে প্রথম প্রেমে পরি এই গানের সম্ভবত ৯৩/৯৪ সালের কথা হবে,অসম্ভব পছন্দের গান আমার,তবে জীবনের প্রথম এই শিল্পিকে দেখলাম,আল্লাহ উনার হায়াত দারাজ করুন আমিন!!

  • @MithunDeb-rx8py

    আমার ফেবারিট একটা গান

  • @banglargaan1457

    কতবার এ গান শুনেছি তা সঠিক করে বলতে পারিনা,তবে এটুকু বলতে পারি এমন গান খুব সহজেই ও অল্প সাধনায় তৈরি হয়না। উন্নত রুচির কথা সুর সংগীত ও সাবলীলভাবে পরিবেশনা।

  • @delowarhossain4169

    বার বার শুনতে ইচ্ছে করে

  • @shahzahansaju8203
    @shahzahansaju8203 Před 3 lety +234

    এই যুগের মূল্যহীন কিছু মানুষের কাছে আপনার গান হয়তো মূল্যহীন কিন্তু কয়েক যুগ ধরে লক্ষ লক্ষ মানুষ এই গান গুলো শুনেছে

  • @arifullapara4325
    @arifullapara4325 Před 2 lety +49

    এই গান 80 এর দশকের আমি তো মনে করেছি যে হয়তো 2000এর দিকে হবে আসলে আমি তখন থেকে শুনি তাই আমার খুব পছন্দের গান কতবার যে শুনেছি হিসাব নেই প্রিয় শিল্পী ভালো থাকবেন দোয়া করি ।

  • @expensivecreation2112
    @expensivecreation2112 Před 2 lety +58

    বিরহের যন্ত্রণার স্বাধ পেতে মনে চাইলেই গানটি প্লে করি,,,,

  • @monuarhossainmamun8369
    @monuarhossainmamun8369 Před 2 lety +89

    উপস্থাপকের কন্ঠ শুনে মুগ্ধ হলাম।বোরহান উদ্দীন কে আজকে দেখলাম।

  • @itnamultimedia
    @itnamultimedia Před rokem +16

    তুমি চেয়েছিলে মুক্তি আর আমি চেয়েছিলাম তোমাকে🌹

  • @robiulhasan1092
    @robiulhasan1092 Před rokem +44

    শরীরের সবথেকে দামী অংশ হলো হৃদয়,

  • @MdHanif-kx6pw
    @MdHanif-kx6pw Před rokem +18

    আহা কি সৌভাগ্য বাংলাদেশে জন্মেছি বলেই মাটি ও মানুষের গান শুনে মনটা ভরে যায়

  • @sazinsoya
    @sazinsoya Před 3 lety +119

    যারা ৮০এর দশকের তারা হয়তো বুঝবেন গানটা কতটা আঘাত করে অন্তরে ভিতরে লেগে যায়, যখন ক্লাস ফোরে পড়তাম আমার প্রতিবেশি কাকা হয় আমাদের বাড়িতে এসে এই গান শুনতো, আজ সেই দিনের কথা মনে পড়ে গেল,কোথায় আমার সেই টেপ রেকোটার আজও পড়ে আছে

  • @manobroy994
    @manobroy994 Před 2 lety +12

    ক্লাস সিক্সে যখন পড়ি তখন এই গান টি শুনি। সব সময় গেতাম গান টা আর মা রাগ কর বলত " এ তুই কস্টের গান গাস কেন??"

  • @md.mijanur4610
    @md.mijanur4610 Před 2 lety +32

    আপনার গানের মধ্য দিয়ে বেচে রবে চিরদিন সেই যুগের কষ্ট চাপা বেদনা ভরা সত্যিকারের প্রেমিকের আত্মার খোরাখ।ছালাম আপনাকে আল্লাহ যেন আপনাকে সব ঝন্জাল থেকে মুক্তি দেন আমিন।