Ustad Vilayat Khan

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2024

Komentáře • 2

  • @sanghatisinha375
    @sanghatisinha375 Před měsícem +2

    Faantastic

  • @DrSDKhan
    @DrSDKhan Před 21 dnem

    আজকে অনেক বছর পর এটা শুনলাম। আব্বা রেকর্ড নিয়ে এসেছিলেন। রেডিওগ্রামটা ততদিনে নষ্ট হয়ে গেছে। তাই নিজাম চাচ্বুর বাসায় পাইওনিয়ার ডেকে ক্যাসেটে রেকর্ড করে নিয়ে আসা হয়েছিল। তখন একরকম ভালো লেগেছিল এতো সুরেলা মধুর সুর শুনে।
    আর এখন এই বুড়ো বয়সে পরিণত কালে মোহিত হই এটা চিন্তা করে রাজস্হানের একটা পল্লীী সংগীতকে কি আশ্চর্য প্রতিভাভরে এরকম উঁচুদেরোর মার্গ সমগীতে রূপান্তর করা হয়েছে। শুরুর আলাপ অংশে সুরের যে খেলা আছে এটা এক এক সময় মনে হয় অসম্ভব ব্যাপার । তারপর গত্ অংশে সুর সংযোজন রাগের চলন গীতিবিন্যাস তৈয়ারী অতুলনীয় । ঐশ্বরিক ।