জিঞ্জিরা প্রাসাদের মূল অংশের সন্ধানে দ্বিতীয় অভিযান || The Unseen Chapter of Jinjira Palace

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2021
  • জিঞ্জিরা প্রাসাদ। ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় নির্মিত এই প্রাসাদে পলাশীর যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী, কন্যা, মা ও কুচক্রী খালা ঘষেটী বেগমকে ৮বছর বন্দী করে রাখা ছিলো। সেই প্রাসাদের সিংহভাগ জায়গা দখল হয়ে গেছে। গত বছর (২০২০ সালের মার্চে) সেই প্রাসাদ নিয়ে ভিডিও তৈরি করতে গিয়ে ভয়ংকর এক পরিস্থিতির মুখোমুখি হই আমি। দখলদারদের মারমুখি আচরণের কারণে শুধুমাত্র প্রাসাদের হাম্মামখানার অংশের ভিডিও ধারণ করেই পালিয়ে আসি। তখন যেতে পারিনি প্রাসাদের মূল অংশে। এক বছর ধরে এই অমাপ্ত অভিযান নিয়ে অস্বত্বিতে ভূগছিলাম। মূল প্রাসাদে যাওয়ার এক অতৃপ্ত বাসনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিলো। এক বছর বাদে অনেক ঝুঁ'কি থাকার পরও সিদ্ধান্ত নিই আবারো সেখানে যাওয়ার। শ্বাসরু'দ্ধকর সেই দ্বিতীয় অভিযান নিয়েই আমার আজকের ভিডিও।
    Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
    #জিঞ্জিরা # জিঞ্জিরা_প্রাসাদ #জিনজিরা #jinjira #jinjira_palace

Komentáře • 2,2K

  • @dithy1234
    @dithy1234 Před 3 lety +730

    বাংলার এই প্রাচীন ইতিহাস গুলো কে এত ঝুকি নিয়েও তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার🖤🖤

    • @politics7428
      @politics7428 Před 3 lety +4

      Right sala

    • @politics7428
      @politics7428 Před 3 lety +1

      @MH Rohit Chowdhuri sala

    • @ridoanirfan5162
      @ridoanirfan5162 Před 3 lety +11

      এই প্রাসাদটির এখন যেই অবস্থা বাংলাদেশের অবস্থাও ঠিক তেমন , আর হাসিনা হলো ঘষেটী বেগম ।

    • @dithy1234
      @dithy1234 Před 3 lety

      @@ridoanirfan5162 😅😅😅 ভালো বলেছেন,,,কিন্তু আমাদের সঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া উপায় নেই.🙂

    • @kamrunnaharbithi357
      @kamrunnaharbithi357 Před 3 lety

      U

  • @sabbirrahman1085
    @sabbirrahman1085 Před 3 lety +35

    ভেবেছিলাম প্রথম পার্ট দেখেই শেষ, কিন্তু না আপনার এই দুর্সাহসিকতা দেখে আমি আসলেই শিহরিত

  • @amrin7856
    @amrin7856 Před 2 lety +14

    অসাধারণ ফুটেজ,দেখে বুকের ভেতরটা হুহু করে কেদেঁ উঠলো।সরকারের কেনো এত অবহেলা।কি ঐতিহাসিক স্থান,ভারত র্বষে হলে এই স্থানগুলো কে সুন্দর করে সংরক্ষন করতো।আপনাদের কে ধন‍্যবাদ।

  • @asrafulsk708
    @asrafulsk708 Před 2 lety +31

    আমি মুর্শিদাবাদ থেকে আপনার সব ভিডিও দেখি
    আপনার ভিডিও গুলো দেখলে মন কাঁদে

    • @gajjalyranabhuiyan7658
      @gajjalyranabhuiyan7658 Před 2 lety

      মুর্শিদাবাদ জেলা পূর্ববাংলার অংশ ছিল , ১৯৪৭ সালে মোহাম্মদ আলী জিন্নার ও গান্ধরী জন্য বাংলাদেশ সারা জীবনের হারাতে হয়।

  • @ShahriarOfficial
    @ShahriarOfficial Před 3 lety +47

    রাত ২টা বাজে ভিডিওটি অনেক মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণটি দেখলাম!!! সুমন ভাই যেভাবে সবকিছু দেখিয়েছেন এবং উপস্থাপন করেছেন তাতে নিঃসন্দেহে আপনি প্রসংশের দাবিদার!!! অনেক ভালো লেগেছে ভিডিওটি এবং আশা করছি কোন আইনি পদক্ষেপ এটার প্রতি শীঘ্রই নেয়া হবে ❤️

  • @sumonvippond8882
    @sumonvippond8882 Před 3 lety +207

    আহারে প্রাসাদটির এই অবস্থা দেখে খুবই কষ্ট লাগলো 😭😭😭🖤🖤
    প্রাসাদটি সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহবান রইল.

    • @zumbabaura7035
      @zumbabaura7035 Před 2 lety +1

      - প্রাসাদ টা দেখে সত্যিই অনেক বেশি কষ্ট পেলাম!- মর্মাহত হলাম!- বুকের মধ্যে কেমন জানি হচ্ছে!- সরকার যদি এসব ইতিহাস সংরক্ষণ এবং সংস্কার করতো আমার মনে হয় ৯৫% মানুষ খুব খুব খুব বেশি খুশি হতো!- 😭😭😭

    • @ajb1093
      @ajb1093 Před 2 lety

      😭😭😭😭 same too u

  • @monoarhusain2426
    @monoarhusain2426 Před rokem +11

    আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ...
    ইতিহাস ঐতিহ্য মুছে গেলেও আপনার আত্মোত্যাগের বিনিময়ে যে ভিডিও জনসাধারণের কাছে পৌঁছে দিলেন তা চির স্বরণীয় হয়ে থাকবে ইংশা-আল্লাহ্

  • @mrsrima8005
    @mrsrima8005 Před 2 lety +6

    বাংলার ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ। আমি বারো বছর জিনজিরা বসবাস করছি বলা যায় জিবনের অর্ধেক সময় পার করছি কিন্তু এমন প্রাসাদ এর নাম কখনো সুনিনায় দেখিও নাই কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ‍্যমে দেখে ভালো লাগলো। না হয় জিনজিরা থাকাটাই আমার সার্থক হতোনা। ধন্যবাদ সকলকে

  • @akashsinha3172
    @akashsinha3172 Před 3 lety +230

    আমি কলকাতায় থাকি আপনার ভিডিওটা দেখে ভালো লাগলো। অবিলম্বে আপনাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করা হোক। এমন ঐতিহাসিক জায়গা রক্ষণাবেক্ষণ করা উচিত যেমন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ অঞ্চলে রয়েছে।

    • @Emily-oi3pw
      @Emily-oi3pw Před 2 lety +4

      হীরাঝিল টা থাকলে ভালো হতো

    • @lovepoint7096
      @lovepoint7096 Před 2 lety

      Yess bro

    • @bc521zubairhassan4
      @bc521zubairhassan4 Před 2 lety

      আর আমি ঢাকা থেকে।

    • @al-aminmunshi413
      @al-aminmunshi413 Před 2 lety +5

      আরে আমাদের দেশের সরকার রা এই পুরোনো ঐতিহ্য নিয়ে এত আন্তরিক নয়,, পুরনো ঐতিহ্য স্মৃতিগুলো আমার কাছে খুবই ভালো লাগে কলকাতায় পুরনো বাড়ি গুলো কত সুন্দর এখনো টিকে আছে,, পশ্চিমবঙ্গে সরকার বিশেষ করে নজর দিচ্ছে,, আর বাংলাদেশ সরকার পুরনো ভবন ভেঙ্গে নতুন নতুন বিল্ডিং তৈরি করছে।

    • @moonknight8693
      @moonknight8693 Před 2 lety +1

      Amder govt aita korle churi ghush ka khaba

  • @AnotherViewBD
    @AnotherViewBD Před 3 lety +81

    বাংলার বিভিন্ন জিনিস তুলে ধরার জন্য ধন্যবাদ 💚💚

  • @singerrotno5708
    @singerrotno5708 Před rokem +5

    ভাই ভিডিও দেখে মনের অজান্তে চোখের কোনে পানি চলে আসলো,দখলদারদের ভাব এমন, যেন ওরা বাংলার নবাব।

  • @hasibpanna7759
    @hasibpanna7759 Před 2 lety +1

    সুমন,
    সত্যি সত্যিই এটা যেন এক দুঃসাহসিক অভিযান। ভিডিওটি দেখতে দেখতে আমিও মাঝে মাঝে শঙ্কিত হচ্ছিলাম।
    ধন্যবাদ তোমাদের টিম'কে।
    হয়তো তোমাদের এই দুঃসাহসিক অভিযানের কল্যাণে সম্বিত ফিরে পাবে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
    সেদিনের প্রতীক্ষায় রইলাম। তখন সকলেই নির্ভয়ে দর্শণ করতে পারবে এই ঐতিহাসিক নিদর্শন স্ব- শরীরে।

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  Před 2 lety

      পান্না ভাই, কতোদিন দেখা নাই। নিক্কন কেমন চলছে?

    • @hasibpanna7759
      @hasibpanna7759 Před 2 lety

      @@SalahuddinSumon অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে এখনো টিকে রয়েছে। কিন্তু এই অপসংস্কৃতি ব্যধির কারণে সৃষ্ট সামাজিক অবক্ষয় রোধে সরকারের বেতনভুক্তরা কতটুকু দায়িত্ব পালন করছে তা সকলেই অবগত।

  • @AbrahamOnTheGo
    @AbrahamOnTheGo Před 3 lety +15

    বুক ভরা ভালোবাসা প্রিয় সুমন ভাই।
    Root of Bangladesh 🇧🇩 এই জিঞ্জিরা প্রাসাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নোয়াখালী থেকে মশিউর রহমান (আফিফ)

  • @anjabatalimali3883
    @anjabatalimali3883 Před 3 lety +218

    ভাবাই যায় না এরকম একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভবন সংস্কার করতে এবং বেআইনি দখল দার হাত থেকে বাঁচাতে বাংলাদেশ সরকার এত টা উদাসীন,জীবনের ঝুঁকি নিয়ে এই ভিডিও করার জন্য আপনার সাহসিকতা কে আর একবার কুরনিশ জানাই। কলকাতা 🇮🇳

    • @harunorrashid5858
      @harunorrashid5858 Před 3 lety +5

      💯 right

    • @atozworld2446
      @atozworld2446 Před 3 lety +1

      🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🕌🕌🕌🕌🕌🕌save me

    • @murshedalam148
      @murshedalam148 Před 3 lety +3

      এদের দখল পারবেননা তাতেআপনারপাপ হবে এরা এদেশের সোনার টুকরা সুন্দর হায়নার দল।

    • @ashtaihan5574
      @ashtaihan5574 Před 2 lety

      @@harunorrashid5858 কারন সরকারি দলের নেতা কর্মীরাই এটার দখলদার তারাই মাস্তান তারাই সন্ত্রাস

  • @khairulislamchoudhury9941
    @khairulislamchoudhury9941 Před 2 měsíci +2

    দূভাগ্য -- আমাদের মূখ'তা ।
    ঐতিহাসিক স্হানকে সংরক্ষণ করা হলে এলাকার মযা'দা বাড়ে । দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ দেখতে আসলে এলাকায় ব্যবসা বাণিজ্য হয় -- এই নূন্যতম জ্ঞান আমরা রাখিনা । সরকারের দায়িত্ব কি ? উচিত হবে সংরক্ষণ করা --
    জাতি নিজেকে চিনতে পারবে ।
    এডমিনকে অসংখ্য ধন্যবাদ ।

  • @md.sayedurrahman8588
    @md.sayedurrahman8588 Před 2 lety +5

    আমার প্রিয় একজন ব্যক্তি, যে ইতিহাস, সংস্কৃতি আমাদের সামনে তুলে ধরেন, তার জন্য অন্তরের অন্তস্তল থেকে দোয়া ও শুভ কামনা রইলো।

  • @sumonahmmed2792
    @sumonahmmed2792 Před 3 lety +204

    অতি শীঘ্রই সরকারের কাছে আকুল আবেদন করছি যে সরকার যেন এই প্রাসাদ এবং বাংলার ঐতিহ্য উদ্ধারে 100% সহায়তা করে

    • @mohammedrahman6823
      @mohammedrahman6823 Před 3 lety +10

      বাংলাদেশ সরকার কি এই দখলদারদের কাছে পরাজিত? বাংলার ঐতিহ্য কে রক্ষার দায়িত্ব কি সরকারের নেই? তাই অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের নজর দেওয়া উচিত।

  • @blueflower4264
    @blueflower4264 Před 3 lety +14

    সুমন ভাই আপনি ভাল মনের অধিকারী ।
    এতোটা ঝুঁকি নিয়ে আমাদের জিজ্ঞিরা প্রাসাদ দেখালেন ।
    ধন্যবাদ ভাই

  • @hmnazrul2443
    @hmnazrul2443 Před rokem +1

    ইতিহাসের এই স্মৃতি লয়ে দাঁড়িয়ে থাকা প্রাসাদের তথ্য ও ভিডিও তুলে এনেছেন সাহসীকতার সাথে। সুন্দর ঐতিহাসিক চিত্র তুলে ধরার জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা।

  • @mdjulhasislam5980
    @mdjulhasislam5980 Před 3 lety +49

    প্রাচীনকালের ইতিহাসকে ধরে রাখার জন্য সরকারের উচিত এটিকে সংরক্ষন করা উচিত।

  • @abdurrahmansohas
    @abdurrahmansohas Před 3 lety +38

    জিঞ্জিরা প্রাসাদ হয়তো থাকবে না কিন্তু আপনার এই ভিডিও ইতিহাসের হারিয়ে যাওয়া অলংকার গৌরোজ্জ্বল সোনালী অতীত টিকিয়ে রাখবে যোগের পর যোগ মানুষের মাঝে,এমন কাজে আরো এগিয়ে যান শুভ কামনা রইলো প্রিয় ভাই।

  • @mysteriouseducation1724
    @mysteriouseducation1724 Před 3 lety +30

    সালাউদ্দিন সুমন স্যার আপনি খুব বড় মাপের রিপোর্টার,এত সুন্দর একটা উপস্থাপনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।

  • @pritamgolder20
    @pritamgolder20 Před 3 lety +1

    সুমন ভাই, আমি আমার বাংলার ইতিহাস জানায় খুবই আগ্রহী। আমার ইচ্ছা আমি একদিন আপনার মতো এই সব ইতিহাস ছুয়ে দেখে আসবো আর নিজের অস্তিত্বকে উপলব্দি করবো। কিন্তু জানি না এমন অবস্থা যদি হয় তবে এই সব ইতিহাস হয়তো আমি আর দেখতে পারবো না, এই ভিডিওটাই হয়তো এই ইতিহাসের শেষ ভিডিও! যে জাতি তার ইতিহাস সংরক্ষণ করে না সে জাতি এক সময় শেকড়হীন হয়ে যায়। সুমন ভাই, আমি আপনার এই চ্যানেলের একান্ত ভক্ত, আমি প্রায় দেড় বছর সাবস্ক্রাইব না করেও নিয়মিত দর্শক ছিলাম। সুমন ভাই, আপনার এই সব ভিডিও দেখে আমি সত্যিই আবেগাপ্লুত হয়ে পড়ি৷ হে অভাগা জাতি আমার, নিজেকেই নিজে অপমান আর বিলুপ্তির পথে এমন করে হাটতে থাকলে একদিন আমরা দাস হয়ে বেঁচে থাকবো। সরকার কিছু করবে কি না জানি না। কিন্তু আমার মতো ইতিহাস প্রেমীরা হয়তো তীব্রভাবে চান ইতিহাস সংরক্ষণ করা হোক।

  • @delowarabegum5663
    @delowarabegum5663 Před 2 lety +1

    ধন্যবাদ সুমন ভাই, বাংলার ইতিহাস ঐতিহ্য অনুসন্ধানে আপনার অদম্য কৌতুহল আমাকে মুগ্ধ করে। ভাল থাকবেন । এগিয়ে যান।

  • @RayhanVlogsOfficial
    @RayhanVlogsOfficial Před 3 lety +98

    আমার প্রিয় একজন ইউটিউবার
    সালাউদ্দিন সুমন ভাই আপনার প্রতি শুভকামনা সব সময়, দ্রুত ১ মিলিয়ন হোক এই কামনা রইলো ।

  • @raselrahman6066
    @raselrahman6066 Před 3 lety +19

    সাবলীল উপস্থাপনার সাথে অসীম সাহসিকতা। এককথায় অসাধারণ সুমন ভাই।

  • @begumsajedaakando7072

    আপনি জীবনের উপর ঝুঁকি নিয়ে যে ভাবে ভিডিওটি করেছেন বলার ভাষা নেই। একটি ভিডিও বানানো অনেক কঠিন কাজ। আপনি সত্য পুরানো চিত্র গুলি তুলে ধরার জন্য ধন্যবাদ। আসলে

  • @aparnauttammodak8987
    @aparnauttammodak8987 Před 2 lety +2

    অপূর্ব এবং ঐতিহাসিক ভিডিওটি দেখতে পেয়ে ভীষণ ভীষণ সমৃদ্ধ হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এই ঐতিহাসিক নিদর্শন টি নিদর্শনটি যেহেতু বাংলাদেশ সরকারের অধীনস্থ তাই এইভাবে অবহেলিত ও লাঞ্ছিত হচ্ছে এটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ হত তাহলে এইভাবে অবহেলিত ও লাঞ্ছিত এবং লুণ্ঠিত হতো না তার যথাযোগ্য মর্যদায় সংরক্ষিত ভাবে হতো এবং পদমর্যাদা পেত অসংখ্য ভ্রমণপিপাসু লোকেদের মর্যাদা ও গুরুত্ব পেয়ে তার সংরক্ষিত হয়ে থাকতো জিনজিরা প্রাসাদ দৃষ্টি বিনোদনের কাজ করতো এবং ভ্রমণপিপাসু কেরালা থেকে অনেক রোমাঞ্চকর স্মৃতি সংরক্ষন করে থাকতো যেহেতু এটি বাংলাদেশ সরকারের অধীনস্থ তাই তা মর্যাদা সংরক্ষণ থেকে বঞ্চিত হয়ে থাকছে এটি অবিলম্বে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণের অনুরোধ করছি যাতে এটি একটি হেরিটেজ হিসেবে পরিগণিত হয় ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এটিকে একটি অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করা যেটা ভারতের ঐতিহাসিক সম্পদ এবং বাংলাদেশ সরকারের মুসলিম সম্রাটের শেষ নিদর্শন সংরক্ষিত হয়ে থাকে
    সবশেষে এই অনুরোধটি করব যাতে উভয় দেশের ভ্রমণপিপাসু লোকেরা এতে অবাধে যাওয়া-আসার অধিকার পেয়ে থাকেন।
    আপনার ভিডিওটি ভীষণ ভালো লাগলো এবং অনেক অজানা জানতে পেরে সমৃদ্ধ হলাম আগামীর অপেক্ষায় রইবো
    জিনজিরা প্রাসাদ ইতিহাসের পৃষ্ঠ থেকে ধ্বংস হয়ে গেলেও আপনার ভিডিওটি সকলের হৃদয়ে জিনজিরা প্রাসাদ জীবিত থাকবে। ভিডিওটি বেশি শেয়ার হলে সরকারের কাছে অব্দি পৌছলেই এটি আমাদের সম্পূর্ণ আলোড়ন সৃষ্টি করবে প্রাসাদ সম্বন্ধে জানে না তাহাদের কাছে অব্দি এই ভিডিওটি পৌঁছালে আমাদের ইতিহাস থেকে মুছে ভিডিওটি পৌঁছালে ইতিহাস থেকে মুছে অসম্ভব হবে এবং গনমাধ্যমের আন্দোলন এবং আলোড়ন তৈরি করতে পারে।

  • @mdmiskat8849
    @mdmiskat8849 Před 3 lety +32

    হাজার ও ভক্তদের দোয়া আছে । আপনার সাথে।
    এ জন্যই কোন অসুভ শক্তি আপনার কোন ক্ষতি করতে পারবে না।

  • @popysarkar6567
    @popysarkar6567 Před 3 lety +136

    ইঁট কাঠ পাথরের আড়ালে ইতিহাস ফিসফিস কথা কয়, সিরাজ দৌল্লা র কাহিনী যতবার পড়ি ততবার মনটা ভারী হয়ে ওঠে;,আমার বাংলা র শেষ সাধীন নবাব

    • @popysarkar6567
      @popysarkar6567 Před 2 lety

      @@debaroy7679 ata amar jana nei itihas ba anya kothao ai kahini ami paini

    • @debaroy7679
      @debaroy7679 Před 2 lety

      @@popysarkar6567 পাবেন,,, ইভেন আকবর ও খুব একটা ভালো মানুষ ছিল না।

    • @sumayyaemc718
      @sumayyaemc718 Před 2 lety +4

      @@debaroy7679 আপনি ভালো করে পুড়ন। এটা তার শত্রুরা তার নামে দুর্নাম রটিয়েছিল

    • @soumybishnu925
      @soumybishnu925 Před 2 lety

      Sumanbhai prokrito itihas sik k
      hok

  • @zumbabaura7035
    @zumbabaura7035 Před 2 lety +22

    - প্রাসাদ টা দেখে সত্যিই অনেক বেশি কষ্ট পেলাম!- মর্মাহত হলাম!- বুকের মধ্যে কেমন জানি হচ্ছে!- সরকার যদি এসব ইতিহাস সংরক্ষণ এবং সংস্কার করতো আমার মনে হয় ৯৫% মানুষ খুব খুব খুব বেশি খুশি হতো!- 😭

  • @dipakmondal1077
    @dipakmondal1077 Před 3 lety

    আপনাদের অদম্য ইচ্ছের কিছুটা পূরন হলো। অসংখ্য ধন্যবাদ ভাই।

  • @ashikulahmed112
    @ashikulahmed112 Před 3 lety +31

    এত সাহস নিয়ে ভিডিও টা করার জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ

  • @riyadhossain4555
    @riyadhossain4555 Před 3 lety +16

    এরকম রুদ্ধ শ্বাস অভিযানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰🥰

  • @brawldude7120
    @brawldude7120 Před rokem

    আমি কলকাতায় থাকি প্রায় সময় আপনার পোস্ট গুলো দেখি দারুন ইন্টারেস্টিং। পূর্ব পুরুষের দেশ হলেও কোনোদিন যেতে পারবনা, আপনার দৌলতেই দেখা হয়ে যাচ্ছে ঐতিহাসিক স্থান গুলো। আপনার মুর্শিদাবাদের ভিডিও ভালো ছিলো।

  • @tamimsilvergoldplat2690
    @tamimsilvergoldplat2690 Před 7 měsíci +1

    আসসালামু আলাইকুম সাংবাদিক ওমর ফারুক ভাইকে। রানা প্লাজার উদ্ধার কাজ করতে গিয়ে। তার সাথে দেখা হয়েছিল ভেতরে। সে একজন দক্ষ সাংবাদিক এবং সাহসী। তার জন্য অবিরাম ভালোবাসা

  • @arifmiah712
    @arifmiah712 Před 3 lety +57

    সৌদি থেকে।মরুর দেশে থেকে প্রিয় দেশটাকে খুব মিস করি।আপনার ভিডিওর মাধ্যমে প্রিয় দেশ ও প্রাচীন নিদর্শন দেখে মন মুগ্ধ হয়ে গেল।

  • @smrityroy4778
    @smrityroy4778 Před 3 lety +30

    বুড়ী গঙ্গার যে হাল প্রাসাদেরও সেই দশা। এত দিন কেন এভাবে কেন পড়ে আছে এমন অবহেলায় মাথায় ঢোকেনা। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @mominayeasmin8363
    @mominayeasmin8363 Před 3 lety +11

    আপনার এই ইতিহাস দেখে শিহরিত হয়ে উঠলাম বুকের ভিতর হাহাকার করে উঠে
    জানিনা সিরাজ উদ দৌলা র কথা মনে পড়লেই মন কেন এত খারাপ হয়ে পড়ে😢😭😭

  • @mdreyas9695
    @mdreyas9695 Před 2 lety

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে ছোট বেলা থেকে শুনে আসছি আজ ভিডিওর মাধ্যমে সুন্দর ভাবে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দিলেন অনেক পরিশ্রম আর সাহসের সাথে।সেলুট আপনাকে ভালো থাকবেন ধন্যবাদ।

  • @subratatv6875
    @subratatv6875 Před 3 lety +48

    দাদা আমি ভারত থেকে বলছি। আপনার ভিডিও টা খুব ভালো লেগেছে

  • @RayhanVlogsOfficial
    @RayhanVlogsOfficial Před 3 lety +40

    ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন
    যাতে দ্রুত সবার নজরে আসে।

    • @md.farukhossain8376
      @md.farukhossain8376 Před 3 lety +1

      আমি ভাই পাবলিক শেয়ার দিয়ে দিছি

    • @RayhanVlogsOfficial
      @RayhanVlogsOfficial Před 3 lety

      @@md.farukhossain8376 আমার চ্যানেল ঘুরে আসার নিমন্ত্রণ রইলো

  • @shehabsajol4559
    @shehabsajol4559 Před rokem +3

    আমারা যারা ইতিহাস প্রেমি মানুষ। যারা ইতিহাস ভালোবাসি,ইতিহাস সংরক্ষণ করতে চাই।তাদের এগুলো দেখলে খুব কষ্ট হয়।,সালাউদ্দিন ভাই,কখনো কখনো চোখে জল এনে দেয়।

  • @m.drubelakon7631
    @m.drubelakon7631 Před 7 měsíci

    আপনার মাধ্যমে আমি দেখতে পারলাম এই পাসওয়ার্ডটা কিন্তু এই প্রাসাদের পাশে আমি ১২ বছর ছিলাম কিন্তু আমি কইতে পারি না এখানে একটা প্রাসাদ আছে আসলে আমি দুর্ভাগা আপনার মাধ্যমে আমি দেখতে পারলাম ভালো লাগলো

  • @iffatjohn7044
    @iffatjohn7044 Před 3 lety +35

    চাপা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই বলার নেই 😢😢

  • @worldwithshahidul
    @worldwithshahidul Před 3 lety +72

    এই প্রাসাদ এর কথা ছোট থেকে শুনে আসছি।কেরানীগঞ্জের লোক হয়েও এই প্রাসাদ কখনো দেখা হয় নাই।ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই❤️

  • @mdmostak1904
    @mdmostak1904 Před rokem +1

    জীবনের ঝুঁকি নিয়ে প্রাচীন ইতিহাসের এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
    দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য 🥰

  • @md.farukhossainmfh
    @md.farukhossainmfh Před měsícem +1

    সুমন ভাই এত ঝুঁকি নিয়ে ভিডিওটি করার জন্য আপনাকে ধন্যবাদ। এই ভিডিওটি সরকারের দৃষ্টি আকর্ষণ করলে হয়তো দখলদারদের বিতাড়িত করা যেতে পারে। তাতে করে ঐতিহাসিক নিদর্শনগুলো ফিরে আসবে

  • @rejonparvez7972
    @rejonparvez7972 Před 3 lety +31

    ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ প্রাণ জুরিয়ে গেল, বাংলা ইতিহাস সংস্কৃতি কতটা সমৃদ্ধ ছিল।

  • @chayandutta8737
    @chayandutta8737 Před 3 lety +20

    সত্যি, বড়ো হৃদয় বিদারক । কিভাবে কোনঠাসা করে ,ধংস করা হচ্ছে মূল্যবান ইতিহাস !

  • @rahul_2.2.6
    @rahul_2.2.6 Před 2 lety +1

    এরকম পুরোনো ইতিহাস আমার দেখতে অনেক ভালো লাগে দাদা আপনি জুদি আরো কোনঅজানা কাহিনি দেখান আমার খুব ভালো লাগবে।

  • @mandiradas460
    @mandiradas460 Před rokem

    প্রাচীন ইতিহাসের অজানা তথ্যটি ভীষন ভালো লাগল ।ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিল ।ধন্যবাদ গো তোমাকে

  • @oporajeyoraaj
    @oporajeyoraaj Před 3 lety +147

    সবাই বেশী বেশী শেয়ার করে ক্যাপশনে লিখে দিন সরকারের দৃষ্টি আকর্ষণ সহ বাংলার ঐতিহাসিক এই প্রাসাদটি সংরক্ষণ করার কথা

    • @tareqaziz9983
      @tareqaziz9983 Před 2 lety +5

      যুক্তি সংগত। সরকারের নজরে আশা জরুরী

    • @mehbubasharmin1527
      @mehbubasharmin1527 Před 2 lety +1

      Bisoyti dukkhojonok

    • @rabindranathdutta7103
      @rabindranathdutta7103 Před 2 lety

      @@mehbubasharmin1527 ml

    • @khokansaha1608
      @khokansaha1608 Před 2 lety

      'll

    • @mohiuddinahmedrobin7764
      @mohiuddinahmedrobin7764 Před 2 lety +1

      সরকারের বিরুদ্ধে একটু " উঁ" করেন তাহলে আপনাকে চোখে পড়তে সময় লাগবেনা, কিন্তু একটি ভালো কাজের জন্য যতই আন্দোলন করেন লাভ হবেনা; চোখে পড়বেনা, তার প্রমান হলো আপনার কমেন্টের এক বছর পরও কিছু হয়নি তা নিজেই দেখতে পাচ্ছেন।

  • @MDSHUVO-lo6xw
    @MDSHUVO-lo6xw Před 3 lety +55

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ এমন কিছু ঐতিহাসিক স্থাপনা দেখানোর জন্য

  • @swaponkumarbarman7840
    @swaponkumarbarman7840 Před 3 lety

    আপনার ঝুঁকিপূর্ণ এ্যাডভেঞ্চার দেখে রোমাঞ্চিত হচ্ছি ! মনে হচ্ছে দেখে আসি । ধন্যবাদ আপনাকে !

  • @user-kd9oy3qd1e
    @user-kd9oy3qd1e Před 8 měsíci

    আপনার জন্য আমরা বাংলাদেশের
    অনেক কিছু দেখতে পারি ভিডিও গুলো খুব ভালো লাগে ধন্যবাদ আপনাকে

  • @aindri3753
    @aindri3753 Před 3 lety +47

    কিছুদিন পর আমাদের ছেলেমেয়েদের কে বলতে হবে একদা একসময় জিঞ্জিরায় প্রাসাদ ছিলো। কারন আমরা কোনো বাংলার ইতিহাস সংস্কৃতিকে প্রাধান্য দেইনি আর ভবিষ্যতেও দিতে পারবো না।

  • @romanahamed1
    @romanahamed1 Před 3 lety +20

    ভাই ভালো কাজ করতেছেন
    দেশের এবং দেশের ঐতিহাসিক স্থান গুলো আজ মানুষেরা এইভাবেই দখল করে নিচ্ছেন। 👍👍👍👍👍

  • @bristyfatema1324
    @bristyfatema1324 Před 2 lety +1

    আমি জিনজিরা থেকে বলছি ভাইয়া,,ছোটবেলা থেকে শুনে আসছি এখানে প্রাসাদ আছে, ওই রাস্তা দিয়ে কত বার গেছি হিসাব নাই,,কিন্তু স্বচক্ষে দেখা হয় নাই এখন ও,,এক্সাক্ট লোকেশন জানতাম না।আপনার ভিডিও দেখে দেখার আগ্রহ আরও বেড়ে গেলো 😊
    অনেক ধন্যবাদ ভাইয়া

  • @nodiahmed-ll1ro
    @nodiahmed-ll1ro Před měsícem

    খুব ভালো লাগছে ভাই এগুলো দেখতে পাই শুধু আপনার জন্য আমার যাওয়ার ক্ষমতা নেই তাই আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে অসাধারণ ভিডিও করেন আপনি ধন্যবাদ আপনাকে আরো এগিয়ে যান শুভ কামনা রইলো আপনার জন্য ❤❤❤

  • @prosenjitbasak8847
    @prosenjitbasak8847 Před 3 lety +40

    কোলকাতা থেকে বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এটি শেয়ার করার জন্য।সরকারের উচিত এই ভবন টি খুব তাড়াতাড়ি অধিগ্রহণ করা এবং সংরক্ষণ করা। ভাল থাকবেন।

    • @reza378
      @reza378 Před rokem

      ধন্যবাদ ভাই,তবে আপনাদের দেশের মুর্সিদাবাদ হীরা জীল টাও একটা স্মরনীয় স্তম্ভ করে রাখা উচিত 💯💯এক দমি অব হেলায় বিলীন হয়ে গেছে।

  • @naymulhouk7418
    @naymulhouk7418 Před 3 lety +41

    আপনার কৃতজ্ঞতা বলার মত নয়,
    বাংলাদেশিরা শুধু মাত্র এই জিঞ্জিরা প্রাসাদের জন্য আপনার কাছে চীরকৃতজ্ঞ।

  • @tanimbiswas6583
    @tanimbiswas6583 Před 3 lety +3

    ভাই আপনার ভিডিও গুলা আমার খুব ভালো লাগে ভাই একবারে মন ছুয়ে যায়

  • @funnytv9732
    @funnytv9732 Před 2 lety +2

    ভিউয়ার্সদের প্রতি একটাই আবদার, আপনারা সকলে শেয়ার করেন ভিডিওটি। যদি আপনি চান আপনার বাংলার ঐতিহ্য/ইতিহাস বেঁচে থাকুক।

  • @ShaanMuqtadirAlaminH
    @ShaanMuqtadirAlaminH Před 3 lety +30

    ভাইয়ার ভিডিওর মাধ্যমে রাষ্ট্রের জিনজিরা প্রাসাদ রক্ষায় দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি।

  • @mdnurnobi3497
    @mdnurnobi3497 Před 3 lety +138

    হাইরে দেশ,,,,আজ বাংলাদেশ বলে এ নিদর্শন গুলি আজ অবহেলিত 😭😭😭😭

    • @shahalamsiddique7699
      @shahalamsiddique7699 Před 2 lety +4

      প্রত্নতত্ত্ব সংরক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করছি, নদীর তলদেশের সুরংগটি পুনরুদ্ধার করে সচল করে যাদুঘরে রূপান্তর করা হোক।

    • @monirul22hd29
      @monirul22hd29 Před 5 měsíci

      সব শেষ করেই ফেলেছে।😢😢😢

  • @alamintelecome
    @alamintelecome Před rokem

    সুমন ভাই আপনি একটা অমাইক জিনিস....চমৎকার ভিডিও সুমন ভাই.খুবই ভালো আপনার ভিডিও গুলো আপনার উপস্থাপন যা বলার বাইরে.আপনার সবগুলো ভিডিও দেখি আমি.ভালো থাকবেন দোয়া রইলো

  • @smh4527
    @smh4527 Před rokem

    আপনার ভিডিওর মধ্যে যা দেখলাম এটাই মনে হয় শেষ দেখা, কয়েক বছর পরে দেখবো সব শেষ হয়ে গেছে, ধন্যবাদ আপনাকে

  • @karinulbhuiyan3029
    @karinulbhuiyan3029 Před 3 lety +46

    সাংবাদিকের পেট খারাপ হয়নি উনি রতন সাব ২ জন ভয়ে গুটিয়ে নিয়েছে নিজেদের।
    সালাউদ্দিন সুমন ও ওমর ফারুক দুজনকেই অনেক ধন্যবাদ।

  • @mdreza6199
    @mdreza6199 Před 3 lety +251

    ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা হোক যাতে প্রাসাধ উদ্ধারের কিছু একটা হবে। সংরক্ষণ করা উচিৎ

    • @politics7428
      @politics7428 Před 3 lety

      Sala

    • @A2ZFamilyBD
      @A2ZFamilyBD Před 3 lety +3

      @@politics7428 apnar somossa koi, dokholdar naki apne? 😈 😠😠😠

    • @Payel9324
      @Payel9324 Před 3 lety

      @@politics7428 excuse me r u RJ ? I'm also RJ fm India open comment kore RJ naam kno choto korchen

    • @politics7428
      @politics7428 Před 3 lety

      @@Payel9324 sali

    • @politics7428
      @politics7428 Před 3 lety

      @@Payel9324 Ami chatrolig neta

  • @CEORippleXRP.ttrrxfghb

    আপনার ঐতিহাসিক ভিডিও গুলো দেখার সময় আমি আর আমার মধ্যে থাকি না। আমি যেন কোথায় চলে যাই।
    এমন কিছু দেখি যেখানে কখনও যাইনি, দেখিনি ❤️❤️❤️

  • @mdanik3056
    @mdanik3056 Před 2 lety

    ভাই আপনার জন্য জিনজিরা এই ঐতিহাসিক প্রসাদ দেখা হয়েছে, আমি আপনার আগে ভিডিও টা ১বছর আগে দেখেছি, আজ একটু আগে দেখলাম,
    আমাদের এলাকায় এতো পরোনো প্রসাদ আছে জানতাম কিন্তু দেখতে পাড়িনি, কিন্তু আমি আমার কিন্তু বন্ধু কে এইটা দেখতে জাবো, হাজারো ধন্যবাদ আপনাকে বাড়ির পাসে এতো পরোনো ঐতিহাসিক জিনিস আছে এটা দেখার দরকার, আবারো ধন্যবাদ আপনাকে, ❤️💕

  • @xiaolina8439
    @xiaolina8439 Před 3 lety +3

    অসম্ভব ভালো লাগল।পুরাতন প্রাসাদ,হারিয়ে যাওয়া ঐতিহ্য দেখতে পেলাম।অন্যরকম ভাললাগা কাজ করে এগুলো দেখলে।ভালো থাকবেন।😊

  • @RajuMandal-se2mr
    @RajuMandal-se2mr Před 3 lety +28

    প্রথম পর্ব 3 বার,দ্বিতীয় পর্ব 2 বার দেখেছি । আবারো দেখবো। দখলদারদের প্রতি ভীষণ রাগ হচ্ছে। এই মহামূল্যবান জায়গাটি কিভাবে দখল করে ধ্বংস করে দিচ্ছে তারা। এখনো সময় আছে, দখলদারদের উচ্ছেদ করে, সম্পূর্ণ জায়গাটা সংরক্ষণ এবং সংস্কার করা খুবই প্রয়োজন। অশেষ ধন্যবাদ।সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন।

  • @joynalsarkar2395
    @joynalsarkar2395 Před 2 lety +1

    ইতিহাস ঐতিহ্য আমরা সব ভুলতে বসেছি, জানা অজানা নতুন নতুন ভিডিও সাহসের সাথে করার জন্য সুমন ভাইকে ধন্যবাদ।

  • @NN-cx8cv
    @NN-cx8cv Před 2 lety +1

    বিদেশের ঐতিহাসিক স্থানগুলো কত সুন্দরভাবে সংস্কার করে সংরক্ষণ করে পর্যটনের ব্যবস্থা করে। আমাদের দেশের রাজনীতিবিদ সাধারণ মানুষেরা কেন এমন?

  • @suruzzaman7176
    @suruzzaman7176 Před 3 lety +17

    উমর ফারুক ভাই রানা প্লাজা দুর্ঘটনা যেভাবে তুলে ধরেছেন খুব হৃদয় ছুঁয়ে যায়

    • @OmarFaroque
      @OmarFaroque Před 3 lety +3

      সুরুজ ভাই ধন্যবাদ

  • @akter713
    @akter713 Před 3 lety +55

    অবিলম্বে এটাকে রক্ষা করা হোক সরকারে দৃষ্টি আকর্ষণ করছি

  • @arindamsaifullah2501
    @arindamsaifullah2501 Před 2 měsíci

    ধন্যবাদ। সরকার কোনদিনই এর অস্তিত্ব রক্ষা করতে পারবে না। আপনার এই ভিডিওই আমাদের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস হয়ে রইলো। অশ্রু জল রইলো আপনার পায়ে

  • @labisonchiran3693
    @labisonchiran3693 Před 3 lety

    খুব ভালো লাগল। ধন্যবাদ আপনাকে এমন মূল্যবান ইতিহাস তুলে ধরার জন্য

  • @mdsujonali7238
    @mdsujonali7238 Před 3 lety +11

    ভাই সময় টিভি দেখে আপনাকে অনেক ভালো লাগলো❤️❤️
    আমরা চাই ভাই সঠিক তথ্যগুলো সময় টিভি চ্যানেল মাধ্যমে তুলে ধরবেন ❤️❤️

  • @sujandas1735
    @sujandas1735 Před 3 lety +28

    যে দখলদাররা বাধা দিচ্ছে সরকার তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না!!!! ভালো লাগলো সুমন ভাই❤️❤️❤️ আমি পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে ভালোবাসা জানালাম❤️❤️❤️

    • @khalilurkhan1699
      @khalilurkhan1699 Před 3 lety +1

      They are their cader,

    • @km99999
      @km99999 Před 3 lety +2

      Maybe they are getting regular bribes .

    • @ahmedtimur643
      @ahmedtimur643 Před 3 lety

      কারন আমি যতো টুকু জানি বৃটিশ সরকার এই জায়গা লিজ দিয়ে গেছে এদের তাই তাদের উচ্ছেদে আইনি জটিলটাও আছে

    • @farhanrifat8570
      @farhanrifat8570 Před 3 lety +2

      @@ahmedtimur643 এতোজনকে লিজ দিয়েছে.!
      তাছাড়া আমি যদিও খুব বেশি এই বিষয়ে জানি না, তবে লিজের তো একটা মেয়াদ থাকে শুনেছি, তাছাড়া এভাবে ঐস্থাপনা ধ্বংস করারও কি অধিকার থাকে লিজ নেয়া লোকজন দের?

  • @kuddusjajira8392
    @kuddusjajira8392 Před 2 lety

    এরকম একটা দুর্দান্ত চ্যানেল এত কম subscriber ! সুমন আপনি কে আমি জানি না ভীষণ ভাল লাগলো , প্লিজ এগিয়ে জান , দোয়া ভালোবাসা

  • @jharnaadhikari4441
    @jharnaadhikari4441 Před rokem

    Khub sunder laglo bhai ei history tule dhorar jonno....Mon chuye gelo....onk suvokamona Roilo from kolkata❤️❤️❤️

  • @Sohailraj880
    @Sohailraj880 Před 3 lety +7

    সরকারের উচিৎ এখনই যথাযথ ব্যবস্থা নেয়া। এই অসাধারণ ভিডিওটি করার জন্য আপনাদের ধন্যবাদ। 💝

  • @debasishbiswas5822
    @debasishbiswas5822 Před 3 lety +6

    দাদা পশ্চিমবঙ্গ থেকে সব থেকে বড় fan

  • @hmsanvihasan281
    @hmsanvihasan281 Před 3 lety

    ভিডিও তেই যখন এতো ভালো লাগছিল, না জানি কাছে থেকে দেখলে আরো অনেক ভালো লাগতো,, অসাধারণ ❣️

  • @timefornotuel
    @timefornotuel Před 3 lety

    ইন্টারনেট থেকে এতো দিন দূরে ছিলাম, কিন্তু ভাইয়া আপনার আজকের ভিডিওর মাধ্যমে আবার ফিরেই আপনাকে দেখলাম!! ❣️❣️

  • @s.mchanchal1388
    @s.mchanchal1388 Před 3 lety +64

    বিষয় টা সমস্ত মিডিয়া তে এক যোগে প্রচার করুন এতে আদালতের বিচারক দের নজরে আসবে।

  • @SayemsWorld
    @SayemsWorld Před 3 lety +309

    ইফতারির সময় হয়ে গেছে, বাকিটা পরে দেখবো। চমৎকার উত্তেজনাকর ভিডিও...

    • @abdurrazzak5143
      @abdurrazzak5143 Před 3 lety +10

      Love u brother

    • @tanvirahamed385
      @tanvirahamed385 Před 3 lety +5

      Vaiya Ami apnar volck dakhi

    • @SayemsWorld
      @SayemsWorld Před 3 lety +20

      বাকিটা ঘুম থেকে উঠেই দেখে নিলাম। অসম্ভব রকম সুন্দর, উত্তেজনাপুর্ণ একটা ভিডিও। এবং অবশ্যই সাহসিকতার পরিচয়। পুরোটা ভিডিও জুড়েই ছিল টানটান উত্তেজনা। সুমন ভাই এর জন্য দোয়া রইলো...

    • @alomgirkhanjeet7245
      @alomgirkhanjeet7245 Před 3 lety +3

      ভাইজান আমি আছি🙋‍♂️

    • @abutalhamubins741
      @abutalhamubins741 Před 3 lety

      Boro bai ata amr basay uposthit

  • @foodkhoor365
    @foodkhoor365 Před 2 lety

    দেশের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি সবার সামনে উন্মোচন করেছেন আপনি নিঃসন্দেহে একজন খাঁটি দেশপ্রেমিক। নবাব সিরাজউদ্দৌলাকে ঘিরে আপনি যত ভিডিও বানিয়েছেন তা এক একটি দলিল। ভারতের মুর্শিদাবাদের প্রতিটি জায়গাকে আপনি যেভাবে তুলে ধরেছেন তা অন্যকারো কাছে পাইনি বিশেষ করে পলাশীর প্রান্তর, মতিঝিল, হিরাঝিল, হাজার দুয়ারী প্যালেস, কাঠগোলা, খোশবাগের নবাবের সমাধি, এবং বাংলার বিশ্বাসঘাতকের সমাধি বিশেষ করে অন্যতম। আর ঢাকা জিনজিরার ইতিহাস তো আপনার মাধ্যমেই জানলাম। আপনার জন্য শুভ কামনা সব সময়।

  • @FilmFusion09
    @FilmFusion09 Před 3 lety +3

    পূর্ণিমার চাঁদের ছেয়েও সুন্দর ছিলেন দয়ার নবী মায়ার নবী হযরত মুহাম্মদ সাঃ

    • @shimaafroz8427
      @shimaafroz8427 Před 2 lety

      Bah bebsha to vhaloi janen? Like khoyrat korte asche

  • @md.mahafuzurrahaman3942
    @md.mahafuzurrahaman3942 Před 3 lety +8

    আপনার সাহস এবং গ্রাম বাংলার সৌন্দর্য ও বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির প্রতি দরদের প্রশংসা করি।

  • @singsong9648
    @singsong9648 Před 3 lety +18

    ভাইয়া আপনার কি অপূর্ব উপস্থাপনা।
    ইতিহাসের কি নির্মম পরিহাস। এই ঐতিহাসিক নিদর্শন গুলো দেখলে শরীর শিউরে উঠে।।
    কালের অবর্তমানে এই ইতিহাস একে বারে নিশ্চিনহ হয়ে যাবে।
    এই ঐতিহাসিক নিদর্শন রক্ষায় সরকারের যথাযথ উদ্যোগ কামনা করছি। যে কোনো মূল্যে এই ইতিহাস মন্ডিত স্থানকে রক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।।

    • @mdsalimhussain3631
      @mdsalimhussain3631 Před 3 lety +1

      কি বলবো ভাই আমাদের দেশের সরকার মাফিয়া। আর মাফিয়াদের সাঙ্গপাঙ্গরা এসব দখল করে ভোগ করছে। তাই সরকার এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেনা -এটিই নিশ্চিত।

    • @singsong9648
      @singsong9648 Před 3 lety +1

      @@mdsalimhussain3631 এটা খুব দুঃখজনক ব্যাপার। এমনি হতে থাকলে তো অচিরেই বাংলার প্রায় সব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে।।

    • @mdsalimhussain3631
      @mdsalimhussain3631 Před 3 lety +1

      @@singsong9648 হ্যাঁ ভাই এসবই হচ্ছে এইদেশে। পুরানা পুরাকীর্তি এভাবেই ধ্বংস হচ্ছে বা বেদখল হয়ে পড়ে আছে। ভবিষ্যতে এসব স্থাপনা সম্পর্কে বলার লোক ও পাওয়া যাবে না। এসব দেখে ভীষন দুঃখ হয়।

    • @Historyexplorebd
      @Historyexplorebd Před 3 lety +1

      ধন্যবাদ ভাই 💙

  • @MdTamim-xr1pe
    @MdTamim-xr1pe Před 2 lety

    আমি কেরাণীগন্জ্ থাকি। কিন্তু আজকে জানলাম। এমন একটা বাড়ি আছে। ধন্যবাদ ভাই

  • @kalimonlyforyou3382
    @kalimonlyforyou3382 Před rokem +1

    Sumon da ami apnar video dekhte onek like kori
    Amar mon vore jai aapnar video dekhe

  • @SayemsWorld
    @SayemsWorld Před 3 lety +165

    শেষের বুড়িগঙ্গার নৌকার দৃশ্যটা চমৎকার হয়েছে

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  Před 3 lety +13

      অনেক ধন্যবাদ ভাই❤️

    • @thestreethunter
      @thestreethunter Před 3 lety +6

      big fan sayeem vai

    • @haizone320
      @haizone320 Před 3 lety +6

      ধ্বসে যাওয়া সোনার গাঁওয়ের ইলিয়াস শাহী শাসন আরও গৌরবের।

    • @dhtravellinginfo
      @dhtravellinginfo Před 3 lety +5

      আমার প্রিয় দুই জন ইউটিউবার ভাই, সায়েম ভাই, সুমন ভাই। আপনাদের ভিডিও গুলো দেখে নতুন হিসেবে অনেক কিছু শিখছি, ♥️ মজার বিষয় হচ্ছে দুই জন ভাইয়ের নাম S diye ❤️
      সিলেট থেকে দেখছি।।।

    • @faruk3602
      @faruk3602 Před 3 lety

      czcams.com/video/L8OwHeVF1YQ/video.html

  • @jalihazra28
    @jalihazra28 Před 3 lety +7

    Dada, khub valo lage apnar video gulo😊love from India🇮🇳

  • @naanumia6673
    @naanumia6673 Před 2 lety

    দু চোখে পানি চলে আসচে ভাইয়া বাশা যেন হাড়িয়ে ফেল্লাম।

  • @nazirhossainhumaun6516

    জনাব সালাউদ্দিন ভাই-! অাপনাকে বিনম্র--- শ্রদ্বায় ভালোবাসা অবিরাম্----! বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন গুলো যেখানে---! সরকারের সংশ্লিষ্ট বিভাগ খুজেঁ-খুজেঁ বের করে সংরক্ষন করার কথা-! সেখানে সরকারের কোনো উদ্দোগ্ ছাড়াই---! অাপনি ব্যাক্তিগত উদ্দোগে অনেক-অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক্ নিদর্শন---! জনসম্মুখে প্রচার করে নুতন ইতিহাস্ সৃষ্টি করে চলেছেন্---! অাপনাকে শুধুই--ধন্যবাদ নয় ভাই-! কৃতগ্যচিত্তে ধন্যবাদ-।