আনন্দপথ-৯৮ নর্মদা তটের অলৌকিকতা। Miracles of the Narmada Bank

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #anup_b_acharya
    #anandapath_98
    #spiritual_motivational_talks_bangla
    Mobile no.9836763214 (4-8 pm)
    Miracles of the Narmada Bank
    নর্মদা তটের অলৌকিকতা
    রহস্যময়ী মা নর্মদা। ভক্তি দাত্রী নর্মদা। জ্ঞান দাত্রী নর্মদা। সাফল্য দাত্রী নর্মদা। সিদ্ধি দাত্রী নর্মদা। পবিত্র নর্মদা তট। অলৌকিক নর্মদা তট। সব পরিক্রমা কারী নর্মদা মায়ের অলৌকিকতা অনুভব করতে পারেন। এখানে কয়েকটি ঘটনা তুলে ধরা হয়েছে, সবটা শুনে দেখুন।
    অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন স্পর্শ করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। নমস্কার।
    Advisor-Mrs Sharmistha
    Technical Advisor--Kaushik Chattopadhyay
    Camera- Sourendra Swastik Das
    Speaker- Anup B Acharya
    Find us in the Facebook page of Anup Bhattacharya.

Komentáře • 372

  • @utpalmukherjee4788
    @utpalmukherjee4788 Před 2 lety +9

    জয় প্রলয় দাসজী মহারাজ ।তার কাছে কামনা করছি তিনি যেন আমার ও আমার পরিবারকে সর্বত্র ভাবে রক্ষা করেন।
    আপনার কথা শুনে আমার চোখেও জল এসে যাচ্ছে।আর আপনার বলার ধরন খুব ভালো। যেন মাষ্টার মশাই ছাত্র কে পড়া বুঝিয়ে দিচ্ছেন।
    জয় মা নর্মদা।জয় মহারাজ প্রলয় দাসজী।

  • @sharmisthadas1391
    @sharmisthadas1391 Před 2 lety +21

    ঈশ্বরের কৃপা থাকলে এবং ঈশ্বরের প্রতি অসীম বিশ্বাস থাকলে ভগবান স্বয়ং ভক্তের হাত ধরে। আমার জীবনেও তাঁর কৃপা আমি বার বার পেয়ে ছি।

    • @bhaskardas7499
      @bhaskardas7499 Před 2 lety +1

      অসাধারণ অনবদ্য উপস্থাপনা

    • @upamadasgupta2061
      @upamadasgupta2061 Před 2 lety

      Ekdomi!! Ami eta mone pran e biswas kori.

  • @arup7074
    @arup7074 Před rokem +4

    মন ভরে গেল, আরও আরও শুনতে ইচ্ছে হয়। আজকের এই ভক্তিহীনতা বিশ্বাসহীনতার যুগে এমন ঘটনা যেন তৃষ্ণার্ত পথিকের সম্মুখে স্নিগ্ধ বারিধারা...🙏🙏🙏

  • @subhararoysaha95
    @subhararoysaha95 Před 2 lety +6

    নর্মদা মায়ের অলৌকিকতা কথা শুনে চোখ দিয়ে জল চলে আসলো আপনাকে প্রণাম 🙏

  • @in-qi5vh
    @in-qi5vh Před 2 lety +5

    ভীষণ ভালো লাগলো পন্ডিত জি। আমি এই চ্যানেল এ নতুন শ্রোতা। মা নর্মদা কে নিয়ে লেখা এক খানি বই আমি পড়েছি। তাতেও মার লীলা পড়েছিলাম। আজ শুনলাম এবং শিহরিত হলাম। পরবর্তী পর্যায়ের অপেক্ষায় রইলাম।

  • @shyamalkumarchatterjee1013
    @shyamalkumarchatterjee1013 Před 2 lety +14

    চলার পথে এ আমার প্রত্য ক্ষ অভিজ্ঞতা।
    জয় মা ৺নর্মদা

  • @mithuscreation8092
    @mithuscreation8092 Před 2 lety +6

    সত্যি দারুণ লাগে আমার এই সব শুনতে
    আমি শৈলেন্দ্র ঘোষাল শাস্ত্রী মহাশয়ের লেখা "তপোভূমি নর্মদা"বইটি পড়েছি। তার সঙ্গে আপনার কথায় অনেক মিল আছে।
    নমস্কার আপনাকে 🙏

  • @sumanabhowmik8303
    @sumanabhowmik8303 Před 2 lety +6

    হ্যাঁ দাদা নর্মদা তটে আজও অলৌকিকতা দেখা যায়, আমার অভিজ্ঞতা হয়েছে।আমি পরিক্রমার সময় সেই অনুভূতি পেয়েছি। নর্মদে হর🙏।

  • @Poroma_Prakriti_Official
    @Poroma_Prakriti_Official Před 5 měsíci

    খুব সুন্দর ঘটনাগুলো বর্ননা করলেন। ভালো লাগল। নমস্কার জানাই।

  • @mridulmukherjee6401
    @mridulmukherjee6401 Před 2 lety +8

    অসাধারণ।প্রনাম আপনাকে।খুব ভালো বললেন।অসাধারণ উপস্থাপনা।

  • @TYPINGSTONE
    @TYPINGSTONE Před 2 měsíci

    Khub sundor lagche baba apnaka pranam janai

  • @gopalroy922
    @gopalroy922 Před 2 lety +4

    নর্মদার ততে অনেক অবাক করা ঘটনা ঘটে.. যা ভক্তদের জীবনে মা নর্মদার কৃপা ও দয়া বলেই বোধ হয়েছে..!! মা নর্মদার প্রতি আমার শ্রাদ্ধ পূর্ণ অনেক প্রণাম...হরি ওম তত সৎ।

  • @bhajaharimondal2865
    @bhajaharimondal2865 Před rokem

    সুন্দর আলোচনা খুবই ভালো লাগলো আমার প্রনাম নেবেন নমস্কার 🙏🙏🙏🙏🙏

  • @rupadevi9978
    @rupadevi9978 Před 2 lety +4

    নৰ্মদা নদীৰ মাহাত্ম্যৰ কথা জানি বৰ ভাল লাগিল।
    🙏🙏🙏🙏

  • @jayantidatta8385
    @jayantidatta8385 Před rokem

    মায়ের অসীম কৃপা।অপূর্ব আপনার বাচনভঙগী।নমস্কার।

  • @bidhanbhattacharjee4297

    Khub bhalo laglo -- Joy MAA , thanks dada.

  • @tanyadev1782
    @tanyadev1782 Před 11 měsíci

    ভীষণ ভালো লাগলো। নর্মদে হর । মা রেবার জয়। জয় মা।

  • @dilipkumardeb4773
    @dilipkumardeb4773 Před rokem

    খুব ভালো লাগলো । জয় মহাদেব ।

  • @pintuacherjee6091
    @pintuacherjee6091 Před 2 lety +11

    I read Tapobhumi Narmada which is an asset for every spiritual individual. Har Har Mahadev. Reba Reba.
    Thanks a lot for sharing information.

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety +1

      ধন্যবাদ। জয় গুরু, জয় মা।

    • @aninditamukherjee7392
      @aninditamukherjee7392 Před 2 lety +1

      @@anupbacharya5711 আমি ও পড়েছি, অসম্ভব ভালো একটা ব‌ই। আমি খুবই সাধারন এক গৃহী , কিন্তু ব‌ইটা পড়লে; সাধারণ ছোটখাটো সমস্যাগুলো যেন গায়ে লাগে না। আমার প্রণাম জানাই 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @baijayantibiswas5459
      @baijayantibiswas5459 Před 2 lety +2

      আমিও পড়েছি। এখনও মাঝে মাঝেই পড়ি। অসাধারণ বই এই 'তপোভূমি নর্মদা'। 🙏🙏🙏

  • @nanditaroy3925
    @nanditaroy3925 Před 2 lety +2

    আমি শ্রদ্ধেয় শ্রী শৈলেন্দ্রনারায়ন ঘোষাল শান্ত্রী মহাশয়ের "তপোভূমি নর্মদা " সবকটি পড়ার সুযোগ পেয়েছিলাম। ওঃ কি যে মাহাত্ম্য মা নর্মদার।গা শিউরে ওঠে। মনে হচ্ছিল যেন সাক্ষাৎ দর্শন করছি।ধাবরিকুন্ড,সোমানন্দজী,প্রলয়দাসজী, করপাত্রীজীর কথা পরে রীতিমত রোমাঞ্চ হয়।অবর্ণনীয় নর্মদা। দর্শনে পূন্য। " ত্রিভি স্বারস্বত্যংপূণ্যং সপ্তাহে তু যামুনম্ । সদ্যঃ পূন্যাতি গাঙ্গেয়ং দর্শনাদেব নর্মদা।।" জয় মা নর্মদা। হর হর মহাদেব। 🙏💕🌺🌺❤🙏

    • @MB-tx6di
      @MB-tx6di Před 2 lety +1

      পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় পড়েছেন?

  • @samarhalder7048
    @samarhalder7048 Před rokem

    দাদা অনেক অনেক ধন্যবাদ। মা নর্মদার কথা খুব ভালো শুনে শান্তি পেলাম। আমার প্রনাম নেবেন।

  • @madhumalachakraborty3698
    @madhumalachakraborty3698 Před 2 lety +1

    খুব ভালো লাগলো আপনার মুখে মা নর্মদা র গলপ শুনে। প্রনাম নেবেন।
    জয় মা নর্ম দা।🙏🙏🙏

  • @susovandolui7874
    @susovandolui7874 Před 2 lety +2

    সত্যিই অসাধারন বানী !কী অপরুপ মহিমার ব্যাখ্যা ,শুনে ধন্য হলাম মাগো!

  • @rubyghosh7692
    @rubyghosh7692 Před 2 lety +1

    দাদা আপনি কত সুন্দর করে বলেন আমার ভীষণ ভালো লাগে।আমার প্রণাম নেবেন দাদা ।

  • @bipradaspal3808
    @bipradaspal3808 Před 11 měsíci

    অসাধারণ জয় মা নর্মদা।

  • @champadas7425
    @champadas7425 Před 2 lety +1

    অপূর্ব ,,,আমি আর আমার মা প্রতিদিন আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে ,,,মানে ভীষণ ভাবে আকর্ষণ করে আপনার ভিডিও গুলো 🙏🙏🙏🙏

  • @somenathmukherjee3566
    @somenathmukherjee3566 Před 2 lety +2

    জয় গুরু আপনার মত একজন মহান মানুষের মুখে এই রকম সহাস্য কথা আমার মনকে মুগ্ধ করে।। 🌹

  • @AloneboyTathagata5635

    এই অভিগ্যতার কথা আরও একজনের ভিডিও তে শুনেছি গুরুজী সে হলো মিঠু মাঝি ।তার নরমদা পরিক্রমা করতে করতে অনেক অলৌকিকভাবে দর্শন পেয়েছিল ।🙏🙏🙏প্রনাম গুরুজী

  • @pallabnandy4934
    @pallabnandy4934 Před rokem +2

    মা আমি ও তোমার দর্শন করতে অজ্ঞা করো, চোখ ভিজে গেল
    জয় মা🙏

  • @debidurgadas2234
    @debidurgadas2234 Před rokem

    Apurbo apner alochona ,joto suni totoi aggroha bere jae

  • @stutisarkar5820
    @stutisarkar5820 Před 2 lety

    এতো সুন্দর করে বলছেন। খুব ভালো লাগলো।

  • @suparnalaha7137
    @suparnalaha7137 Před 2 lety +1

    বাহ খুব সুন্দর লাগলো।জয় মা নর্মদা দেবী।

  • @debabratadutta4288
    @debabratadutta4288 Před 2 lety

    Apurba ato sundor protibedan vasate bornona kora jaina aponake anek dhanyabad

  • @laddugopal1390
    @laddugopal1390 Před 3 lety +3

    সেই যে সুমের দাস জির কথা নর্মদা মে অ্যায়সা হোতাই হ্যায়।
    খুব ভালো লাগলো আপনার কথা গুলো।
    নর্মদে হর

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 3 lety

      ধন্যবাদ আপনাকে। অন্য আলোচনাগুলো শুনুন, আশাকরি ভালো লাগবে। নমস্কার।

    • @laddugopal1390
      @laddugopal1390 Před 3 lety

      @@anupbacharya5711 নিশ্চই শুনবো।
      নর্মদে হর

    • @rajkumar-sc7it
      @rajkumar-sc7it Před 2 lety

      @@laddugopal1390
      ওটা সুমের দাস জি র কথা নয়।শোভানন্দ জির কথা।
      সুমের দাস জির কথা হল ইসলিয়ে হাম ক্যা কহে

  • @chatterjeesucheta26
    @chatterjeesucheta26 Před 2 lety

    Khub vhalo laglo

  • @amalchandrahalder5286

    আপনার এই। অলৌকিক কথা। শুন আমার চোখে জল চলে আসে।

  • @nirenshome1423
    @nirenshome1423 Před 2 lety +9

    I am grateful to you for highlighting the miracles at the bank of Maa Narmada , may God bless you for your such noble work

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety +1

      ধন্যবাদ আপনাকে। নমস্কার।

    • @sudiptamukherjee6148
      @sudiptamukherjee6148 Před 2 lety

      Khub sundor. Joy ma.OM namaha shivay.🙏🙏🙏🙏🙏

  • @sharmiladey7304
    @sharmiladey7304 Před rokem

    Khub bhalo laglo.

  • @sushamadas2464
    @sushamadas2464 Před 2 lety +1

    Pronam🙏🏼🙏🏼🙏🏼 maa.Khub valo laglo

  • @sabitabiswas4950
    @sabitabiswas4950 Před 2 lety

    Apner alochona kubsunder

  • @ritaganguly6040
    @ritaganguly6040 Před 2 lety

    Khub bhalo laglo

  • @subratamisra3871
    @subratamisra3871 Před 2 lety

    Asadhran upalabdhi,pranam

  • @mousumitalukder853
    @mousumitalukder853 Před 2 lety +1

    Khub valo laglo... Sotti oshadharon... Koto kichu Jani na ....Apnake diye amader kache Iswar ai sundor sundor ghotona pouche dicchen.....Valo thakun sushtho thakun Iswar apnar Mongol korun.....Amar pronam roilo apnar jonnyo 🙏🙏

  • @AshokKumar-sm6xq
    @AshokKumar-sm6xq Před 2 lety

    দাদা আপনার কখা গুলো খুব ভালো লাগল আপনাকে অশেষ ধন্যবাদ

  • @anitaray6386
    @anitaray6386 Před 2 lety

    Khub bhal lagl

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 Před 2 lety

    Asadharon 🙏🙏

  • @rupalideb1144
    @rupalideb1144 Před 2 lety

    Apurbo..pronam.

  • @simasaha9285
    @simasaha9285 Před 2 lety

    অ সাধারণ দারুণ এটা শেখার মতো

  • @ShormilaSarkar
    @ShormilaSarkar Před 2 lety

    Asadharan

  • @krishnaray8514
    @krishnaray8514 Před 2 lety

    ভীষন ভালো লাগলো দাদা আর ও হে শুনতে চাই, আমার প্রণাম নেবেন,

  • @kalyanibanerjee6481
    @kalyanibanerjee6481 Před 2 lety

    🙏🙏Khub sundor

  • @user-nt8pm3pd1w
    @user-nt8pm3pd1w Před 2 lety

    ,খুব ভাল লাগলো৷

  • @arunmaitra6332
    @arunmaitra6332 Před 2 lety +4

    আমি বছর ১০ আগে অমরকন্টক যাই । এক অদ্ভুত খেয়াল নিয়ে সেখানে গেছিলাম সেটা হলো মা নর্মদাকে বাড়ি নিয়ে আসব ভেবেছিলাম হয়তো কোনো মুর্তি পাব সেটাই নিয়ে আসব কিন্তু তা হলো না । যেদিন আমরা চলে আসব সেদিন দুপুরে মন্দিরে এসে প্রসাদের খোঁজ করলাম মন্দির থেকে বললেন এখনও ভোগ হয়নি কিন্তু হঠাৎ এক বৃদ্ধা ঘাগরা ওড়না পরা এবং পায়ে খুব চওড়া রূপার মল তিনি আমাদের ডেকে খিচুড়ি প্রসাদ দিলেন । তখনও আমাদের কোনো অলৌকিক মনে হলো না । তারপর রাতে পেন্ড্রারোড এসে গাড়ি ধরব তখনও মন্দিরে মায়ের কুন্ডের কাছে এসে খুব প্রার্থনা করলাম মা চলো । কিন্তু কোনো সাড়া পেলাম না । যথাসময়ে পেন্ড্রারোড এলাম জবলপুর যাব । ট্রেন এলো কিন্তু দরজার মুখে এক বৃদ্ধা ঠিক ঐ রকম ঘাগরা ওড়না ও একই রকম রূপার মল পরে মাথায় কাঠের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছেন একটু সরছেন না তখন বিরক্ত হয়ে বললাম সরে যাও সরে যাও...... ঠিক তখনই উনি দরজা ছেড়ে দিলেন তারপর তাকে আর দেখতে পেলাম না ট্রেনে উঠলাম সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিলো কিন্তু তাকে ট্রেনে উঠতে দেখলাম না । তখন আমার সারা গায়ে রোমাঞ্চ দিয়ে কাঁটা দিল আর আমি আমার আমার দাদাকে বলতে লাগলাম ও মানুষ না.... ও মানুষ না । জানিনা উনি কে ছিলেন মনে হলো মাকে ডেকেছিলাম তাই এসেছিলেন কিন্তু সরে যেতে বলায় চলে গেলেন তবে এটা আজও আমার কাছে রহস্য ।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety +2

      অপূর্ব অভিজ্ঞতা আপনার। মাকে স্মরণ করুন, প্রার্থনা করুন। ফোন করলে আনন্দ পাব। নমস্কার।

    • @akmitra1961
      @akmitra1961 Před 2 lety +1

      Etai asol sotti...MAA evabei ase,Vokter korun dake...

  • @sapna844
    @sapna844 Před 2 lety +9

    জয়মা নরমদা ।আপনার মতন কথা বলা আগে কখনো সুনিনি। khub bhalo laglo

    • @mahuaguha2029
      @mahuaguha2029 Před 2 lety

      Kub valo laglo...,aro sonale amader valo lagbe....

    • @sangitamal1396
      @sangitamal1396 Před 2 lety

      এই পথম সুন্দর পবিত্র মানুষ এর কাছ থেকে এমন কথা শুনলাম যা অন্ত রের অন্ত রাতমাকে পরশু করে গেল

  • @nibasmanik9489
    @nibasmanik9489 Před 2 lety

    Bhalo Lagche sunte sunte onna jagate chole gelam

  • @ksaren4474
    @ksaren4474 Před 2 lety +1

    এই বিশ্বব্র্হ্মান্ডে‌ যাকে‌ আমরা মনপ্রাণ দিয়ে বিশ্বাস করে‌ খুঁজছি তিনি ও আমাদেরকে খুঁজছেন। আপনি খুব সুন্দর কথা ‌শোনালেন

  • @nemaijash9817
    @nemaijash9817 Před rokem

    অপূর্ব। অপূর্ব

  • @user-kg9zd1cw5e
    @user-kg9zd1cw5e Před rokem

    Bhisan bhisan Sundar laglo ,aro sonarichha railo

  • @asitkundu7453
    @asitkundu7453 Před 2 lety +3

    They are fortunate who have been blessed by Ma Normada.I have read 7 volumes of Narmada Prarikrama by Resprcted Sri Sailedra nath Ghosal Mahasay and thrilled.

  • @moubandopadhyay6570
    @moubandopadhyay6570 Před 2 lety

    April amader pronam neben.Apni amader khob upokar korlen

  • @bibekanandabharati561
    @bibekanandabharati561 Před 2 lety

    অসাধারণ এবং অতি অলৌকিক ঘটনা সমূহ ।শুনতে খুব ই ভালো লাগে। নমস্কার।🙏🙏 🙏🙏 প্রণাম নেবেন।

  • @sarmisthachakraborty3503

    Ma Narmada ke amar satokoti pranam . Mayer jodi ichche hoi ami parikroma korbo . Sob oner ichche.
    Baba apnakeo onek pranam janai ato sundor sob kotha amader kache pouchey deoar jonno.

  • @sanghamitraray173
    @sanghamitraray173 Před 2 lety

    Joi ma narmoda.Apnar kachc theka amon sundor ghatona janta parchi tai apnakao pronam.

  • @parthasarathidas7241
    @parthasarathidas7241 Před 2 lety +1

    Excellent narration. Thank you.

  • @user-ud7sd8fl3n
    @user-ud7sd8fl3n Před 2 lety +2

    🙏🙏নমস্কার দাদা খুব ভাল লাগল মা নর্দমা র গল্প।

  • @biswanathadhikari1956
    @biswanathadhikari1956 Před 2 lety

    বারবার আমি একই video শুনতে দেখতে থাকি। প্রতিবারই নতুন কিছু জ্ঞান পাই। আমার আজকের জ্ঞান ও অনুভূতি হল অলৌকিক যা কিছু তা যেমন নর্মদা তটে ঘটে চলেছে, তা আমরা যে এই সমাজের মধ্যে রয়েছি, এখানেও ঘটছে। আমরা জাগ্রত নই তাই টের পাচ্ছি না। বিপদে পড়ে মাকে স্মরণ করলেই মার সাহায্য আমরা পাচ্ছি। এ অনুভব হচ্ছে।

  • @suklaadhikary3204
    @suklaadhikary3204 Před 2 lety +1

    ঈশ্বরের কাছে একান্ত প্রা্র্থনা একবার সপ্নের মধ্যে যদি তাঁর দর্শন পেতাম।কারন এবয়সে নিশ্চয় মা নর্মদা কে স্ব চোক্ষে দর্শন অসম্ভব।কি যে অনাবিল শান্তি পাচ্ছি!!এটা ও অনেক পাওয়া।অজশ্র প্রনাম আপনাকে।

    • @supriyachakraborty2734
      @supriyachakraborty2734 Před rokem

      মা নার্মাদার কাছে প্রার্থনা করছি মা যে বিষয় টা নিয়ে হিমালয় থেকে সাগর পর্যন্ত মন্দিরে মন্দিরে ছুটে বেড়াচ্ছি প্রার্থনা করছি, কাঁদছি সেই প্রার্থনা পূরণ করে দাও মা। আমি আর কষ্ট নিতে পারছিনা। মা আমার এই জীবনের মনস্কামনা পূরণ করে দাও মা। যদি কোন দিন সময়, সুযোগ ও যাওয়ার মত অর্থ যোগাড় করতে পারি আমি তোমার কাছে গিয়ে দু ফোঁটা চোখের জল ফেলে আসব।

  • @swapanganguly882
    @swapanganguly882 Před 2 lety

    Approach exçèllènt

  • @kuheliacharya7934
    @kuheliacharya7934 Před 2 lety +9

    তপোভূমি নর্মদা বই টি একটি অসাধারণ বই যা পড়লে মা নর্মদা কে ভাল না বেসে পারা যাবে না। ভালো থাকুন আপনি।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety +1

      ধন্যবাদ আপনাকে। নমস্কার।

    • @Smile-el9no
      @Smile-el9no Před 2 lety

      Osadharan ei boiti, ami pore mugdho hoye gechhi.

    • @MB-tx6di
      @MB-tx6di Před 2 lety +1

      তপোভূমি নর্মদার প্রথম চারটি অধ্যায় শ্রদ্ধেয় শৈলেন্দ্র গোস্বামীর নিজস্ব উপস্থিতিতে প্রকাশিত। পরের দুটি অধ্যায় ওঁনার পুত্র দ্বারা প্রকাশিত। যখন প্রথম অধ্যায় পড়তে শুরু করি তেমন interest পাচ্ছিলাম না; দ্বিতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় প্রায় এক নিশ্বাস নিয়ে পড়েছি। অসাধারণ সত্যিই অসাধারণ! মা নর্মদা কল্যাণময়ী 🙏

  • @santoshranjandas1111
    @santoshranjandas1111 Před 3 lety +7

    To realize and experience the truth about miracle at Maa Narmada river areas one have to go there with sincere faith. What is described here is a bit out of the millions of devine happenings. Narmade Har.

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 3 lety +2

      একশো শতাংশ স্মৃতি। যার উপলব্ধি নেই, বিশ্বাসের ভিত্তি নেই- তাকে বোঝানোর কোন উপায়ও নেই। অশেষ ধন্যবাদ আপনাকে।

  • @swapankumarbhattacharyya3189

    Very nice

  • @gautambanegee5827
    @gautambanegee5827 Před rokem

    After listening your video I have started doing MANAS puja of Jagatmata NARMADA Koti Koti pronam 🙏🙏🙏

  • @tapankumardutta1702
    @tapankumardutta1702 Před 5 měsíci

    Jay Narmada Mata .

  • @krishnamajumdar3709
    @krishnamajumdar3709 Před 2 lety

    Khub khub bhalo laglo
    Jai maa..

  • @umachatterjee1748
    @umachatterjee1748 Před 2 lety

    নর্মদে হর 🙏🙏
    আপনাকে নমস্কার দাদা 🙏খুব ভালো to laglo ।

  • @meenasaha1908
    @meenasaha1908 Před 2 lety

    Baba pronam neben.Khub bhalo laglo.

  • @worldskin4780
    @worldskin4780 Před 2 lety +2

    খুব ভালো লাগলো।

  • @ashimroy3967
    @ashimroy3967 Před 2 lety

    KHUB VALO LAGLO...
    AAMAR PRONAM NABEN
    VALO THAKUN SHUSTO THAKUN 🙏

  • @gargeegoswami3661
    @gargeegoswami3661 Před 2 lety

    Anondo poth
    Narmada toter aloukikota alochonati khub bhalolaglo

  • @udaypal8259
    @udaypal8259 Před rokem

    হর হর নর্মদে 🌷👏🏻

  • @gouutamchoudary7446
    @gouutamchoudary7446 Před 2 lety +5

    I HAVE ALSO READ ABOUT SUCH MIRACLES THAT HAPPENED ON THE NARMADA BANK , IN BHARATER SADHAK BY SANKARNATH ROY. IT WAS REALLY A SURPRISING STORY AND IT HAPPENED IN ALLAHABAD HIGH COURT. ONCE A VILLAGER WHO WAS A LAND OWNER, WAS INVOLVED IN A QUARREL WITH ANOTHER VILLAGER AND THAT FELLOW DECEIVED HIM AND BROUGHT A FALSE CASE AGAINST IN ALLHABAD HIGH COURT. THEN THE BRITISH WAS RULING IN INDIA. BUT THE ACCUSED VILLAGER WAS NOT DISHONEST AND A GREAT DEVOTEE OF LORD NARAYANA. AT HIS HOUSE HE WORSHIPPED HIS NARAYANA IDOL EVERY DAY. HE WAS A SIMPLE BUT GREAT DEVOTEE. SO, ACCORDING TO THE VERDICT THAT VILLAGER WAS ORDERED TO BE HANGED. WHAT COULD HE DO WAS UNKNOWN TO HIM. HE ONLY REMEMBERED HIS GOD FOR HIS SAFETY. HIS ENEMY WANTED YO TAKE AWAY ALL HIS LAND FROM HIM AND BECAME VERY GLAD TO HEAR THE VERDICT OF THE COURT. FINALLY THE DAY ON WHICH HE WILL BE HANGED CAME AS USUAL AND THE CHIEF JUSTICE ORDERED THE HANG MAN TO EXCUTE THE ORDER. SO HE GOT PREPARED AND PUT THE NOOSE AROUND GHE NECK OF THE VILLAGER. THE VILLAGER DID NOTHING BUT ONLY REMEMBERED HIS DEVOTED GOD WITHIN HIMSELF. BUT WHAT HAPPENED LATER WAS COMPLETELY AMAZING TO US. THE HANG MAN EXCUTED THE VILLAGER BUT WHEN HE FELL DOWN INTO THE COUP , IT WAS FOUND THAT THE ACCUSED WAS STILL ALIVE. IT WAS A STRANGE MATTER TO THE CHIEF JUSTICE AND HE COULD NOT MAKE OUT HOW IT IS POSSIBLE. THE REAL INCIDENT WAS THAT LORD NARAYAN CAME TO HIM TO LOOSE THE KNOT OF THE NOOSE TO SAVE HIM FROM DEATH. AFTER THIS INCIDENT THAT VERY CHIEF JUSTICE GAVE UP HIS JOB AND DIRECT CAME TO THIS NARMADA BANK TO TAKE UP RELIGIOUS LIFE. LATER HE BECAME THE GREAT SAINT NAMED NAGESHARJI. HE WAS CALLED SO BECAUSE HE KEPT A SNAKE ON HIS MATTED HAIRE. HE ALSO TRAVELLED THIS VERY NARMADA BANK AND FELT A SPIRITUAL SENSE WITHIN HIMSELF. HE NARRATED IT TO HIS DICIPLES IN HIS LATER LIFE. SUCH IS THE MIRACLE OF NARMADA MAI.

  • @proychowdhury3578
    @proychowdhury3578 Před 2 lety +3

    চমৎকার লাগল। অলৌকিক অত্যাশ্চয্য নর্মদার এরকম অনেক ঘটনার কথাই আমি পড়েছি।

  • @shyambiswas5427
    @shyambiswas5427 Před 2 lety

    Khub Sundar....khub bhalo laglo.....

  • @chandanarannaghar
    @chandanarannaghar Před 2 lety +1

    একদম ঠিক বলেছেন। অনন্তর কথা বললেন।
    নমস্কার ।

  • @sabitrimajumdar1121
    @sabitrimajumdar1121 Před 2 lety

    আমি নতুন স্রতা।খুব ভালো লাগলো আপনার আলোচনা। আপনি আমার প্রনাম নেবেন।

  • @geographyworld1875
    @geographyworld1875 Před 2 lety

    খুব ভালো লাগলো আপনার জন্য ধন্যবাদ🙏💕🙏💕🙏💕🙏💕

  • @totanghosh6126
    @totanghosh6126 Před rokem

    খুব ভালো লাগলো।ভালো থাকবেন।আর্শিবাদ করবেন।ঈশ্বর সকলের মঙ্গল করুক।❤️❤️❤️

  • @ktishnaghosh8588
    @ktishnaghosh8588 Před 2 lety

    Amar jibone Iswarer ostityo ami onuvob korechi joy Ma

  • @mainakbanerjee8741
    @mainakbanerjee8741 Před 2 lety

    খুবই ভালো লাগল।

  • @ranjanamitra7814
    @ranjanamitra7814 Před 2 lety

    Apurboo... Khub bhalo laglo... 🙏

  • @shyamaliganguly6644
    @shyamaliganguly6644 Před 2 lety +1

    Sir
    Ami Narmada Parikrama korechi.
    Ma amake koriyechen.kintu paye hete
    Korbar khamata amar nei.Ami oti sadharon manush. Abichal maharaj
    r direction e garite korechi. Apnar katha khub valo lagche.
    Jay MA Narmada.

  • @kalyankumarmondal3837
    @kalyankumarmondal3837 Před 2 lety +1

    ধন‍্যবাদ।পরবরতীর অপেকষায় থাকলাম।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার জানবেন।

  • @jayaroy9515
    @jayaroy9515 Před 2 lety +4

    The 7 volumes of this book starts from " Uttor Tat of the river Narmada. Matarani ki jai ho.!!

  • @abhijitmalakar4312
    @abhijitmalakar4312 Před 2 lety

    বেশ ভালো বলে ছেন। আর ও অনেক কাহিনী শুনার ইচ্ছা রয়েছে।

  • @debeswarchatterjee4971

    সুন্দর কথা। খুব ভালো লাগলো।

  • @jababhattacharjee8808
    @jababhattacharjee8808 Před 2 lety +6

    My Parents went to see Ma Narmada,from Bus stand to Reach The 'Utpattisthal 'it is far away,after walking 2 hours they were Very tired,and my Mother was crying and calling Ma Narmada how to reach there,Suddenly they saw a Tanga was coming,it stopped near my parents and Asked 'Babuji Jana hain'?Tanga took them ,my mother Blessed that man and Gave money for the Horse to feed

  • @TeachandTastewithpayel

    Khub bhalo laglo👍🌹

  • @gourichakraborty5014
    @gourichakraborty5014 Před 2 lety

    খুব ভালো লাগলো জয়মা নর্মদা

  • @smritikanakirtonia5042

    খুব ভালো লাগলো আপনার কথা শুনে, আরো সোনার আশাতে রইলাম।।

  • @pgdyndr.basudevsarkar7491

    Khub sundor, bhalo thakun, har har Narmade

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      ধন্যবাদ, নমস্কার। নর্মদে হর নর্মদে হর।