NINE POPULAR SONGS OF BANGLA MOVIE RUPBAN (1965) BY ABDUL ALIM & NINA HAMID

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2018
  • For sharing collection with the world. Any kind of copyright violation is not the purpose of this video/audio. Thank you for listening.
  • Hudba

Komentáře • 634

  • @e.mahsanhabib9469
    @e.mahsanhabib9469 Před 2 měsíci +14

    আমি ১৯৬৫ সালে পঞ্চৃম শ্রেণীর ছাত্র ছিলাম, আমাদের গ্রামে যাত্রা গান হতো, সেই সময় দেখেছি, অনেকেই কান্না করতে দেখছি। এমনকি আমার চোখেও জল আসতো।

  • @sadrulhoque8547
    @sadrulhoque8547 Před 2 lety +19

    ছোট বেলায় পুরো পরিবার আলমাস সিনেমা হলে সিনেমা দেখেছিলাম। তখন টাকা কম ছিল কিন্তু মনে শান্তি ছিল। আজ আর্থিক স্বচ্ছলতা এসেছে। কিন্তু মা বাবা, ৩ ভাই বোন মারা গিয়েছে। সেই সাথে মনের ও দেহের সুখ বিদায় নিয়েছে।

    • @fazilatunnessa1542
      @fazilatunnessa1542 Před 3 měsíci

    • @user-xp7ll5nx2x
      @user-xp7ll5nx2x Před 2 měsíci +1

      ব্যপারটা টাকার নয়, বয়সের। ধনী-গরীব সবার শৈশব-কৈশর সুখের সময়। বয়স বাড়ে, দায়িত্ব বাড়ে , মনের শান্তি কমে।

    • @emdadulhaque8929
      @emdadulhaque8929 Před měsícem

      কোক স্টুডিও তে পরিবেশিত মালো মা , কথা কইও না -- এই গান গুলি কি লোক সংগীত নাকি যে গান হচ্ছে এগুলি লোক সংগীত ?

  • @sajidmiah2115
    @sajidmiah2115 Před 2 lety +29

    বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষার অন্যতম একটি ভাষা,আর শ্রেষ্ঠত্বের পেছনে এ গানগুলো বড় নিয়ামক।

  • @ahamadulchy2899
    @ahamadulchy2899 Před 2 lety +34

    হে মহান আল্লাহ তায়ালা উনাকে বেহেশত বাসী করুন। আমিন। এ ছবিটি আমি ১৯৭২ সালের জুলাই মাসে চট্টগ্রামের রংগম সিনেমা হলে দেখেছিলাম।

    • @MdIslam-wj8wc
      @MdIslam-wj8wc Před 2 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mafijuddin1074
    @mafijuddin1074 Před 2 lety +13

    সোনালি দিনের স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ।গ্রাম্য লোক সংস্কৃতি আমাদের সম্পদ,পরবর্তী প্রজন্মের জন্য বিশেষ প্রয়োজন

  • @BabluSk-cz7uk
    @BabluSk-cz7uk Před rokem +20

    আমি পশ্চিম বাংলা ভারত থেকে বলছি বাবলু শেখ আমার বয়স এখন 62 বছর কিন্তু আমি এই গান 55 বছর আগে শুনেছি তখন আমার বয়স ছিল মাত্র সাত থেকে আট তখন মাইকে রেকর্ডে গান বাজতো তাই আমি এই 55 বছর আগে গান শুনে এখনো আমি মনে রেখেছি আমার জীবনের শ্রেষ্ঠ সুরকার গান এইটাই আমার সবথেকে ভালো লেগেছে আর এই 965 সালের যে চলচ্চিত্র ছিল এই চলচ্চিত্র আমি কুড়ি বছর যাবত খুজছি কিন্তু আজ আমি নেটে খুঁজে পেলাম বলে আমার মনটা যেন ভরে গেছে তাই এই পুরনো রেকর্ড সংগ্রহ করার জন্য আমাদের এই ইউটিউবার ভাইকে অনেক ধন্যবাদ মুর্শিদাবাদ ভারত

    • @munirhossain803
      @munirhossain803 Před 3 měsíci

      আপনাকে স্বাগত আমাদের প্রাচীন গানগুলো স্মৃতিতে স্থান দিয়ে রেখেছেন বলে। সেরা গানগুলো গেয়েছেন তো আপনাদেরই মুর্শিদাবাদের সন্তান আব্দুল আলীম।

    • @GuniJiboni
      @GuniJiboni Před 2 měsíci

      কালজয়ী গান শুনে ভালো লাগে
      তাই আমার এ চ্যানেলেও গেয়ে গেয়ে দিই যাতে হারিয়ে না যায় গানগুলো।। প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া ফরয

    • @nrityadatta3179
      @nrityadatta3179 Před 2 měsíci

      সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান।

  • @khandakershahalam8074
    @khandakershahalam8074 Před rokem +63

    আব্দুল আলিম ও নিনা হামিদ ১৯৬৫ সালে রুপবান ছবির কলের গানের মধ্য দিয়ে গ্রাম বাংলাকে মাতিয়ে রাখতেন। বিয়ে বাড়িতে, মুসলমানীর (সুন্নত) অনুষ্ঠানে কলের গান না বাজলে মনেই হতোনা এ বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে। ৪০/৪৫ বছর আগের সেই হারানো দিনের গানগুলো আজো ভুলিনি,যতো বারই শুনতে চাই ততই ভালো লাগে। একমাত্র এ ছবিটি দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে গিয়ে হলে দেখতাম । কি মারপিট টিকেটের জন্য। ১০/১২জন দল বেধে একজনকে গাইট করতাম বাস ঠেকায় কে। সত্যি স্মৃতির পাতার আজো দাগ লেগে আছে। পরে অবশ্য রঙিন রূপবান কয়েকবার তৈরি করেছে কিন্তু রাজ্জাক- সুজাতার জুটির মতো জুটি হয়নি। পরবর্তী প্রজন্মের জন্য স্মৃতিসরুপ মিডিয়ায় পোস্ট করার জন্য পোস্ট কারীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

    • @md.syedalisarker7382
      @md.syedalisarker7382 Před rokem +2

      ১৯৬৫ সালের নির্মাণকৃত এই ছবির জুটি রাজ্জাক-সুজাতা ছিল না,ছিল সুজাতা-মনসুর।

    • @hamidsarker3493
      @hamidsarker3493 Před rokem

      Razzak sujata noy sujata mannan

    • @shahalamalam990
      @shahalamalam990 Před rokem +2

      আমরা আর একটু পরের প্রজন্মের। ১৯৮০ দশকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় সকল গ্রামে আব্বাস উদ্দিন, আব্দুল আলীম ও নীনা হামিদের গান বিয়ে বাড়িতে, মুসলমানী ও অন্যান্য অনুষ্ঠানে ব্যাপকভাবে বাজানো হতো। আমাদের বাড়ি নদীর তীরে হওয়ায় ঐ গান আরো বেশি শোনার সুযোগ হয়। মানুষের মনে তখন আনন্দ উচ্ছ্বাস ছিল, ভালোবাসা ছিল এবং একে অপরের প্রতি সহযোগিতা, সহমর্মিতা এবং মধুর সামাজিক বন্ধন ছিল। ঐসব গানের সাথে সাথে এবং গ্রামীণ জীবনের সকল প্রাণের বন্ধন হারিয়ে গেছে।
      আপনার গ্রামের বাড়ি কোন উপজেলায়? ভালো থাকুন ইনশাল্লাহ।

    • @asgarhossain865
      @asgarhossain865 Před rokem +1

      রাজ্জাক ও না মুনসুর ও না, আজিম ও সুজাতা ।
      আজগর , আলোকিয়া , মাগুরা ।

    • @moniruzzamanmonir2001
      @moniruzzamanmonir2001 Před rokem

      ⁰0q

  • @rtghjjjhhggghhgffgg513
    @rtghjjjhhggghhgffgg513 Před 5 lety +20

    গান সুনে সরিরটা নড়ে উঠলো চোখের জলে অত্যনত্য বেদনা দাযক।

  • @mdaslam9841
    @mdaslam9841 Před 2 lety +15

    আমার সর্ব কালের সেরা শিল্পী আব্দুল আলীম।

  • @asmohammad8270
    @asmohammad8270 Před 4 lety +26

    অসাধারণ রুপবানের গান কথায় বলে ওল্ড ইজ গোল্ড

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 4 lety

      + As Mohammad : ঠিক তাই, ধন্যবাদ।

    • @emdadulhaque8929
      @emdadulhaque8929 Před měsícem

      @@md.mansuralibiswas1645 কোক স্টুডিও তে পরিবেশিত মালো মা , কথা কইও না -- এই গান গুলি কি লোক সংগীত নাকি যে গান হচ্ছে এগুলি লোক সংগীত ?

  • @nitaychandas8557
    @nitaychandas8557 Před 2 lety +8

    অতুলনীয় এই গান গুলি।মন প্রান সব ছুয়ে গেল।চির অমর হয়ে এই অমায়িক গানগুলো।💖💖💗💗🌹

  • @tanvirmasud4693
    @tanvirmasud4693 Před 3 lety +36

    রাতে গানের ডালি অনুষ্ঠানে আবদুল আলিমের গান শোনার জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে বসে থাকতাম। আহ্ কি দরাজ কনঠের মানুষ ছিলেন তিনি।যুগের পর যুগ শুনলেও তৃষনা মিটে না।

  • @MdMannan-or9wh
    @MdMannan-or9wh Před 3 lety +10

    Ki sur, ki ganer katha.Oshadharon.

  • @al.m.nahosaanj1965
    @al.m.nahosaanj1965 Před 2 lety +30

    গানগুলি যুগ যুগ ধরে ধরে অম্লান রাখার দায়িত্ব আমাদের।

  • @abdullahamzad5488
    @abdullahamzad5488 Před 3 lety +13

    ছোটো বেলায় রুপবান যাএাপালা দেখেছিলাম।

  • @delowarabegum5663
    @delowarabegum5663 Před 2 lety +39

    প্রাণ ছুঁয়ে যায় গানের কথা ও সুরে।
    এই গান গুলো সংগ্র করার জন্য
    মিডিয়াকে ধন্যবাদ।

    • @mim37284
      @mim37284 Před 2 lety

      UC fvnuttuyyûuiuúii

  • @abduskhan5645
    @abduskhan5645 Před rokem +8

    ভীষন নষ্টালজিয়ায় পেয়ে বসে। সেই ছোটো বয়সে দেখেছিলাম। আজ আমি প্রৌড়। চাইলেইতো আর ফেরা যায়না।

  • @Abdulsukkur100
    @Abdulsukkur100 Před 5 lety +21

    অসাধারণ গান, এই গান কোনো দিন বিলুপ্ত হবে না ।

  • @sobourhossain6110
    @sobourhossain6110 Před 3 lety +38

    বাল্যকাল আর কৈশোরে এসব গান বুঁদ হয়ে শুনতাম। যে কোন বিয়ে অনুষ্টানে মাইক লাগিয়ে এসব গান বাজানো হতো। জীবন ছিল কৃত্রিমতা ও জটিলতা বর্জিত । আহা ! সেসব দিন কতই না আনন্দের ছিল। ৫০ পেরিয়ে আজ আবার এসব সংগীত প্রান ছুয়ে যায়। কোথায় যেন আমাদের এ সরলতা, সহজতা, নির্মলতা হারিয়ে গেছে যা দখল করেছে সীমাহীন লোভ।

    • @nazrulislam7846
      @nazrulislam7846 Před 2 lety +2

      ভাই তুমি কিভাবে অমর মনের কথা গুলো লিখলে তোমরা গলা ধরে কাঁদতে পারলে সুখ পেতাম

    • @abulkalamishurdy
      @abulkalamishurdy Před 2 lety +4

      ঠিক বলেছেন ভাই।সে সব দিনের কথা মনে পড়লে চোখ ভিজে যায়।

    • @kazimdhelaluddin2768
      @kazimdhelaluddin2768 Před rokem +2

      The best songs of Bangladesh by the best singer for their Legendary and melody voice.

  • @shahreza6363
    @shahreza6363 Před 3 lety +30

    আহ্! কি কথা কি সুর!
    মন চলে যায় অতীত সুদূর!
    ধন্যবাদ মনসুর!

  • @shahnawaz.chakaria
    @shahnawaz.chakaria Před 2 lety +26

    গানগুলো শুনলে ছোট বেলার কথা মনে পড়ে যায়,এবং মনের গভীরে কেমন যেন লাগে !

  • @mdrazul5796
    @mdrazul5796 Před 5 lety +68

    আগের সবকিছুই সহজ সরল ছিল সহজ সরল ছিল মানুষের জীবন গুলো ছিলোনা অভিমান ছিলোনা কোন ছলনা মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছিলো অনেক গভীর ' তাই আমার মন কাঁদে ফিরে যেতে চাই সেই জীবনে যেখানে শুধু সুখ আর সুখ ছিল ৷৷ ধন্যবাদ ভাই

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 5 lety +6

      + Md Razul : অতীত যতই মধুর হোক তা' আর ফিরে পাওয়ার নয়। বর্তমানে দাঁড়িয়ে অতীত স্মৃতি রোমন্থন করাও অতি মধুময়। ধন্যবাদ ভাই।

    • @RezaulKarim-jn1dt
      @RezaulKarim-jn1dt Před 5 lety +6

      Md Razul ওই সৃতি গুলো মনে হলে খুব কষ্ট হয় ।

    • @tmtaher4493
      @tmtaher4493 Před 5 lety +4

      আমার জন্ম ১৯৬৮ সালে এই গান শুনলে মন চায় আগের সেই দিনে চলে যেতাম

    • @nanibhowmik230
      @nanibhowmik230 Před 3 lety +5

      ছিলো না কোন হিংসা বিদ্বেষ, একে অপরের সাথে সম্পর্ক ছিলো ভ্রাতৃত্ব বন্ধনের মতো। খুব বেশি মনে পড়ে সে দিন গুলি।

    • @md.armanalimolla1771
      @md.armanalimolla1771 Před 3 lety +1

      @@md.mansuralibiswas1645 no no v to in by in no in. In no co co in co ICICI co

  • @imanuddinaibok9793
    @imanuddinaibok9793 Před 2 lety +10

    এ আমাদের অন্তরের সুর, সহজ সরল নির্ভেজাল জীবনের সেই সব দিনগুলো সত্য অনুভবের দিন ছিল। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেই পরিবেশ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছি। আমাদের শিক্ষাব্যবস্থার ব্যর্থতা লোভ লালসা ধর্ম বিমুখতা এক অপরাধ প্রবণ সমাজব্যবস্থায় এখন আমরা বাস করতে বাধ্য হচ্ছি।

  • @AlMamun-gd2yb
    @AlMamun-gd2yb Před 4 lety +44

    আহা রে। সেই ছোট্ট বেলায় ছবিটা দেখেছিলাম। দাদির মুখে কাহিনীটা শুনে ছিলাম তার কাছে শুয়ে শুয়ে। আজ দাদি নেই, মা নেই, বাবা নেই, প্রিয় গোলজার ভাই নেই। শুধু স্মৃতি গুলো অঝোরে কাঁদে।

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 4 lety +7

      + Al Mamun স্মৃতি যেমন মধুর তেমনই বেদনাদায়কও হতে পারে। এই নিয়েই জীবন ভাই।

    • @md.syedalisarker7382
      @md.syedalisarker7382 Před 2 lety +3

      ১৯৭৫ সালে কলেজ জীবনে এই ছবিটি দেখেছিলাম। খুবই মনোমূগ্ধকর ছবি।পরিচালক সালাউদ্দিনের এই ছবির মূল ভূমিকায় ছিল সুজাতা ও মনসুর। আজকের এই গানগুলো সত্যিই কিছুক্ষণের জন্য হলেও অতীতের ঐ দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিল।

    • @nakshapitha
      @nakshapitha Před rokem +2

      @@md.mansuralibiswas1645 ঙম সৌদি

    • @mdkdnsosjbsjd396
      @mdkdnsosjbsjd396 Před rokem +1

      P

  • @everythinghere8889
    @everythinghere8889 Před 2 lety +31

    বাংলাদেশ যদি হয় সুন্দরের রাণী, তবে এই গান গুলো ও গানের রাণী.. 🌷🌷🌷

  • @mdmostafa652
    @mdmostafa652 Před 4 lety +12

    আমার জন্ম১৯৬২ গানটি রেকর্ড হয়েছে ১৯৬৫ পল্লী অঞ্চলে তখন যাএা গানের প্রচলন ছিল। বিবাহ অনুষ্ঠানে এই গান গুলি মাইক দিয়ে বাজাত সুনতাম।আ আ আ আ

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 4 lety +1

      + Md Mostafa স্মৃতিময় এই গানগুলির তুলনা নেই, এগুলি চিরকালের।

    • @emdadulhaque8929
      @emdadulhaque8929 Před měsícem

      কোক স্টুডিও তে পরিবেশিত মালো মা , কথা কইও না -- এই গান গুলি কি লোক সংগীত নাকি যে গান হচ্ছে এগুলি লোক সংগীত ?

  • @mirzaabujafar7292
    @mirzaabujafar7292 Před 2 lety +29

    জনাব মনসুর সাহেবকে অন্তর থেকে অভিনন্দন জানাতে হয় তার এহেন দূর্লভ সংগ্রহ তথা নিরলস একটা নির্মল প্রচেষ্টার জন্য!

  • @zillurrahman4259
    @zillurrahman4259 Před 2 lety +12

    এ গান গুলি অমর হয়ে থাকবে।

  • @tariqulislam2009
    @tariqulislam2009 Před rokem +17

    এমন দরদী কন্ঠ আর পেলাম না। ভাওয়াইয়া গানের জনপ্রিয় শিল্পী আব্দুল আলিম বিকল্প নাই।

    • @user-xp7ll5nx2x
      @user-xp7ll5nx2x Před 2 měsíci

      ক্যামনে পাবেন, আব্দুল আলীম তো একজন। এরা বারবার জন্মায় না !
      এটা পল্লীগীতি , ভাওয়াইয়া নয়। পল্লীগীতি ভাওয়াইয়া গানের প্রধান পার্থক্য - স্বর ভংগ, পল্লীগীতিতে স্বর ভংগ হয় না, ভাওয়াইয়া গানে স্বর ভংগ হয়। এটা মনে রাখলে পার্থক্য বুঝতে সহজ হয়।

    • @emdadulhaque8929
      @emdadulhaque8929 Před měsícem

      @@user-xp7ll5nx2x কোক স্টুডিও তে পরিবেশিত মালো মা , কথা কইও না -- এই গান গুলি কি লোক সংগীত নাকি যে গান হচ্ছে এগুলি লোক সংগীত ?

    • @emdadulhaque8929
      @emdadulhaque8929 Před měsícem

      @@user-xp7ll5nx2x কোক স্টুডিও তে পরিবেশিত মালো মা , কথা কইও না -- এই গান গুলি কি লোক সংগীত নাকি যে গান হচ্ছে এগুলি লোক সংগীত ?

  • @karimbox5428
    @karimbox5428 Před 2 lety +12

    আমার কাছে এই গান গুলো জ্ঞান হিসেবে কাজ করে, অনেক ভালো লাগে

  • @adv.sardarmozammelhaque815
    @adv.sardarmozammelhaque815 Před 2 lety +17

    আমার বয়স ৫৫....আমার বাপের প্রিয় গান গুলি।আমার ও সমান প্রিয় আবার আমার ছেলেদের ও সমান প্রিয় It ha
    S a ever lasting impression....

  • @mdabdussamad2488
    @mdabdussamad2488 Před rokem +1

    ছেট বেলায় পন্চম শ্রেনীতে পড়ার সময় রুপবান সেজে যখন এই গান গুলি গাইতাম তখনকার যে অনুভূতি ছিল আজ প্রায় ষাট বছর বয়সেও সে অনূভূতিরএকটুও পরিবর্তন হয়নি।বরং গানগলি শুনলে কোথায় যেন হারিয়ে যায়।অমর হয়ে থাকবে গানগুলী যুগ যুগ ধরে।

  • @rafiuddinahmed405
    @rafiuddinahmed405 Před 3 lety +53

    কী অপূর্ব মধুনির্ঝর কণ্ঠ। এ কণ্ঠস্বর বক্ষ বিদীর্ণ করে হৃদয়ের অন্তঃস্থল এ প্রবেশ করে ও মরম বিদ্ধ করে।
    বাঙলা পল্লী সংগীতে এরকম কণ্ঠশিল্পী ক্ষণজন্মা ও বিরল।
    ---------কোলকাতা থেকে।

  • @AbdulLatif-jn1sm
    @AbdulLatif-jn1sm Před 3 lety +25

    মন উতাল করা সুর, যে গান শুনলে মনের গহীনে ব‍্যথা লাগে।1976 সাল ---আজ13 06 2021 সৌদি।

    • @AliAli-pp6vt
      @AliAli-pp6vt Před 2 lety

      এখন কোথায় আছেন আপনি

    • @eusufali3482
      @eusufali3482 Před rokem

      Nostalgic songs. I enjoyed my first cinema in 1965 while I was a student of cl viii; the Hall was রূপকথা of Pabna.

    • @md.masudrana27
      @md.masudrana27 Před 7 měsíci

      All time green songs.22/12/23

  • @anupacharya8731
    @anupacharya8731 Před 3 lety +5

    Apurba. Mon bhore gelo ❤️🎉

  • @mubaraukhossen6100
    @mubaraukhossen6100 Před 5 lety +8

    চেনেলে র ভাই কে ধন্যবাদ যে এতো পুরনো গান গুলো শুনানোর জন্য, এই গান গুলো শুনলে পিছনের দিকে যেতে মন চাই হাইরে জীবন, তাদের মত মধু মাখা সুর আর হবে না ।

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 5 lety

      + Mubarauk Hossen : ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

    • @aktharhossain5517
      @aktharhossain5517 Před 4 lety

      সোনালী দিনের গান মনকে যেভাবে জাগ্রত করে,,, এখনো এমন গান তৈরিই হয়নাই। আমি এসব গানই শুনি ।

  • @khokanmiha1672
    @khokanmiha1672 Před 2 lety +8

    আহ কি সুন্দর গান

  • @mohammedshofi6365
    @mohammedshofi6365 Před 4 lety +13

    এই গান গুলি যখন শুনি মন.ছলে.যাই আগের সোনালি দিন.গুলেথে

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 4 lety

      + Mohammed Shofi : ঠিক তাই, ধন্যবাদ।

    • @susantasamaddar6344
      @susantasamaddar6344 Před 2 lety +1

      ছোট বেলায় খুব শুনতাম এইসব গান। অনুষ্ঠান বাড়িতে মাইক বাজিয়ে রূপবান যাত্রা পালা চলত। পরে সিনেমা বের করেছে। গান গুলি অসাধারণ গেয়েছেন ভাটিয়ালি শিল্পী শ্রদ্ধেয় আব্দুল আলীম সাহেব ও নীনা হামিদ। শ্রদ্ধা জানাই অমর শিল্পীদের।

  • @saggirhossain4144
    @saggirhossain4144 Před 2 lety +6

    আমার ছোট বেলার গান আবদুল আলিম, আববাস, নীনা হামীূদ, এসব, গান শুনলে , মন টাভরে যাতো,নাখায়ে ও শুনতে মন চাই ছে। কলের গান ছিল।

  • @yousufhossain7762
    @yousufhossain7762 Před 2 lety +9

    Such songs of,"Rupban" cinema make me nostalgic.

  • @nizamuddin4688
    @nizamuddin4688 Před 2 lety +7

    জিবনের ফেলেয়াসা দিন
    গুলি ম নে প রে

  • @mohamadmohamad158
    @mohamadmohamad158 Před 4 lety +13

    আমার মনে হয় ,আগের গান গুলো পরিবারসহ সবাই এক সাথে বসে শোনা যেত,,,

  • @MdFiroz-ct6ej
    @MdFiroz-ct6ej Před 4 lety +13

    জীবনে দেখা প্রথম সিনেমা রূপবান । প্রতি টি গানের প্রতি টি কলি , সুর এখনো মনে দোলা দিয়ে যায় ।

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 4 lety

      + Md Firoz : ধন্যবাদ। স্মৃতিময় এই গানগুলো কোনদিনই পুরনো মনে হবে না।

  • @aslamgazi462
    @aslamgazi462 Před 2 lety +10

    অসাধারন গান

  • @abulhasanat.dulalmusicchanel56

    ১৯৬৫সালে বাগেরহাট লাইট হলে এ ছবি দেখেছিলাম।আমি তখন এ সি ল হাইস্কুলে(মোড়েলগন্জ) সিক্সে পড়ি।

  • @shilahoritv1877
    @shilahoritv1877 Před 4 lety +36

    উনবিংশ শতাব্দীর গান গুলো ধরে রাখার জন্য অভিবাদন। এগুলো মানবিক গান হিসাবে পল্লী অঞ্চলে বিস্তৃত।

  • @fahimtravels7482
    @fahimtravels7482 Před 5 lety +29

    Thank you .....................আগের সবকিছুই সহজ সরল ছিল সহজ সরল ছিল মানুষের জীবন গুলো ছিলোনা অভিমান ছিলোনা কোন ছলনা মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছিলো অনেক গভীর ' তাই আমার মন কাঁদে ফিরে যেতে চাই সেই জীবনে যেখানে শুধু সুখ আর সুখ ছিল ৷৷ ধন্যবাদ ভাই

  • @badboy-li9jj
    @badboy-li9jj Před 11 měsíci +3

    😮 অসাধারণ গানের সুর এবং বা দ্য যন্ত্র ।

  • @abdulawal7917
    @abdulawal7917 Před 3 lety +15

    Old is gold.these songs proves

  • @mddewangias3169
    @mddewangias3169 Před rokem +4

    আমি এইমরমী শিল্পী কে ছোট করে দেখছি না তবে কারো মাঝেই যদি এই কন্ঠ লেশমাএথাকে সেএইহতভাগ্ হিরো

  • @abdullahalmamun7357
    @abdullahalmamun7357 Před 3 měsíci +1

    এই রূপবান ছবি দেখার জন্য কত কষ্ট আর আনন্দ নিয়ে পাঁচ / ছয় কিলোমিটার পায়ে হেটে রাতে দোলপূর্ণিমায় আসা সিনেমা দেখতে যেতাম। সেই দিনের অন্যরকম একটা অনুভূতি ছিলো। আর হয়তো কোনদিন ফিরে আসবে না।

  • @Nazrul-Sangeet
    @Nazrul-Sangeet Před 2 lety +18

    শ্রদ্ধেয় মনসুর সাহেব গত হ​য়েছেন ২ বছর হতে চলল। আজ যদি উনি বেঁচে থাকতেন আমরা আরো অনেক গান পেতাম উনার চ্যানেলে। মনসুর সাহেবের আত্মার শান্তি প্রার্থনা করছি।

  • @foysalahmed2085
    @foysalahmed2085 Před rokem +5

    আমার জন্ম টা ৫০এর দশকে হলে ভালো হতো।ঐ সময়টাই সত্যিকারের জীবন ছিল

  • @mijanurbd851
    @mijanurbd851 Před 4 lety +16

    এই গান গুলো যখন শুনি তখন
    মনে চলে যায় সোনালী দিনগুলোর
    কিছু আনন্দময় মুহূর্তে কথা খুব বেশি
    মনে পড়ে যায় ।
    পৃথিবী যত দিন থাকবে মানুষের মনে
    গাঁতা থাকবে এ গান গুলো ।

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 4 lety +1

      + Mijanur bd : ঠিক তাই, ধন্যবাদ। এখনকার কাউকে বোঝানো যাবে না যে, এই যাত্রা পালা ও পরে সিনেমা সারা দেশকে দুই-তিনটি যুগ কতটা মাতিয়ে রেখেছিল।

    • @SerajulIslam-gp7dd
      @SerajulIslam-gp7dd Před 4 lety

      1)

  • @AbdusSalam-rd6jt
    @AbdusSalam-rd6jt Před 5 lety +17

    সত্যিই গানগুলো শুনলে সেই ছেলেবেলার আনন্দের দিনগুলি মনেপরেজাই

  • @tatbariতাঁতবাড়ি

    গ্রাম বাংলার এই সুস্থ গান গুলো এখনো অমর হয়ে আছে ।

  • @sehnazahmed4923
    @sehnazahmed4923 Před 5 lety +11

    I remind my childhood with these evergreen song where is no any artifical thought in golden childhood .

  • @animalsbirdsloversgroup9264

    খুবই সুন্দর গান ।এ সকল গান শুনে মনটা জুড়িয়ে যায় ।উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
    Mukundalal Saha,24pgs North,W.B)

  • @jahangirkhan177
    @jahangirkhan177 Před 5 lety +29

    ছোটবেলায় শুনতাম যখন কোন অনুষ্ঠানে মাইক বাজাইত ৷ তখন মাইক দিয়ে এই সমস্ত গানগুলি বাজাইত আর আমরা বাচ্চারা খুব আনন্দ করতাম ৷

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 5 lety +2

      + Jahangir Khan : ঠিক তাই। হায়, কোথায় হারিয়ে গেল সেই স্মৃতিময় দিনগুলো !

    • @anowarmandal6322
      @anowarmandal6322 Před 5 lety +3

      @@md.mansuralibiswas1645 সেইদিনমনেহয়আরফিরেপাবনা কোনদিন

    • @anowarmandal6322
      @anowarmandal6322 Před 5 lety +2

      এখনওকানেযেনশুনতেপাইসেইসুর ৷

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 5 lety +1

      +@@anowarmandal6322: ঠিক তাই।

    • @saberali8601
      @saberali8601 Před 5 lety

      @@anowarmandal6322 vs

  • @jahinsk6720
    @jahinsk6720 Před 5 lety +11

    পুরনো দিনের গান আমার খুব প্রিয়

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 5 lety

      + JAHIN SK : ধন্যবাদ। কথা, সুর ও গায়কীতে সমৃদ্ধ পুরনো দিনের গান সকলেরই প্রিয়।

  • @bakergonjbarisa6910
    @bakergonjbarisa6910 Před 4 lety +48

    যখন আমার বয়স ছিল 12 কি 13 বৎসর, রাত জেগে যখন পড়াশুনা করতাম তখন গভীর রাত্রে পিকনিক বা অন্য কোন অনুষ্ঠান থেকে মাইকে এই সকল গান শুনতে পেতাম তখন থেকেই আমি এই সকল পুরান গানের ভক্ত হয়ে আছি। এখন যখন এই সকল গান শুনি তখন আমি আমার পুরান বয়সে ফিরে যাই। এখনকার গান শুনলে মনে আন্দন পাই না। আমি যখন এই সকল পুরান গান শুনি তখন আমার নাতি/নাতনীরা বলে দাদু তুমি কি গান শুন। আমাদের এই সকল গান ভাল লাগে না। এই সকল অবস্থার প্রতিকার কী ?

    • @nazmunnahar6433
      @nazmunnahar6433 Před 2 lety +4

      একদম, ঠিক বলেছেন।

    • @ahmedsorif797
      @ahmedsorif797 Před 2 lety +5

      আজ থেকে পঞ্চাশ / ষাট বছর আগের মানুষের জীবন, তাদের অসহায়ত্ব যে কতটা প্রকট ছিল, তা যদি আজকের প্রজন্ম অনুধাবন করতে পারে তাহলে এগানগুলি অবশ্যই তাদের হৃদয় ছুঁয়ে যাবে।

    • @DDynamicChannel
      @DDynamicChannel Před 2 lety +4

      ঠিক বলেছেন ভাই, পাড়ায় যখন বিয়া বা অন্য কোন অনুসঠানে গভীর রাতে শুনতাম, অসীম ভাল্লাগা ছিল। আপনার নাতিরা যখন বুড়া হবে ওরাও শুনবে।

    • @mahfuzniloy9674
      @mahfuzniloy9674 Před 11 měsíci +1

      আমিও আপনার মতো ৮-৯ বছর বয়সে এইসব গান গুলো শুনছি। এখন যেসব গান গুলো হয় কোন মজা পাওয়া যায় না। আমি সময় পেলে এইসব পুরানো দিনের গান গুলো শুনি।

    • @mahfuzniloy9674
      @mahfuzniloy9674 Před 11 měsíci +1

      ​@@ahmedsorif797একদম ঠিক বলেছেন 😊

  • @smulesongchannel5879
    @smulesongchannel5879 Před 3 lety +30

    জানিনা কেন এত বেশি ভালো লাগে এই গান গুলি
    অনেকে হাঁসে কিন্তু আমার প্রাণটা শীতল হয়
    শুনি আর ভাবি সেই দিন কি আর আসবে 😭

    • @mdrobiul7916
      @mdrobiul7916 Před 3 lety +2

      এসব গান শুনে যে হাসাহাসি করে সে বাংলার সংস্কৃতির মধ্যে পড়ে না

  • @md.wahidunnabiarman8526
    @md.wahidunnabiarman8526 Před 7 měsíci +1

    খুব অল্প বয়স থেকেই আব্দুল আলীমের গানের ভক্ত। এমন কন্ঠ আর হবে না। যিনি বাংলা পল্লী গানকে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন।

  • @jitendranathkabiraj839
    @jitendranathkabiraj839 Před 3 lety +13

    খুব ছোটবেলায় আমাদের বাড়িতে বসে রেডিওতে এবং কলেরগানে এই সব গান শুনতাম এবং সাথে সাথে গলা মিলিয়ে কতো গান করতাম। সেই দিন গুলো খুব সুন্দর ও আকর্ষণীয় ছিল। নমস্কার।

    • @golammurtuzamurtuza309
      @golammurtuzamurtuza309 Před rokem +1

      Tupttrpottettottttyttrotptyrottuottttrptttyettrorttttptettttryyttottyttotottyttrotuotyepttutettuotruotytteppottyotytttettytttruottyttttttytoterottttyptyotytotttyyptytorottuotrottruopruotottututrotttotyroettryttytttuptyfrottytttyttyttyottouttttytttytþruoktytttttyttttyftrrtyttyyyttyttyttrtotuopyyyyytiottftyttyitgfttyttutupetutfotyrpetotttutocçyrottrottýtyttfryttrottotttittotttygyffytorpcptroohtytrottttttruottytryttoþttytotttorptyritorpttyottotttydotottttýtotytottytrottyttuetto

  • @julkernaim5858
    @julkernaim5858 Před 11 měsíci +1

    ছোট বেলায় এসব গান শুনতাম খুব ভালো লাগতো এখন এসব গান শুনলে সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে যায় আর মনটা কেঁদে উঠে ।

  • @mazumulhuk8225
    @mazumulhuk8225 Před 4 lety +17

    গান গুলো সুনে আমার চোখে পানি আসে যায় আমার বাবার কথা মনে যায় বাবা তো আর বেচে নাই আমি এক হতভাগ্য দুবাই প্রবাসী।

  • @shahreza6363
    @shahreza6363 Před 3 lety +11

    ভাই মোহাম্মদ মনসুর, তুমি শোনালে এ কোন সুর, মনটা হয়ে গেল বেদনাবিধুর! আরো পুরোনো দিনের গান চাই।

    • @gamingwithniloy6165
      @gamingwithniloy6165 Před 3 lety

    • @golammortuza4286
      @golammortuza4286 Před 3 lety

      ইউটিউবে হাজার হাজার পুরানা গান আছে। শিল্পীর নাম লিখে ক্লিক করলেই আসবে

  • @zainalabedin7487
    @zainalabedin7487 Před 3 lety +26

    আলকাছ মামা,যাকে নিজের আপন মামা বলেই জানতাম ছোট বয়সে,পর বড় হয়ে জানি তিনি মা'য়ের একমাত্র ফুপাতো ছোট ভাই, এতো মায়া,এতো আদর মামা করতেন এখন বুঝি, বর্তমানে যা কল্পনাতীত,আমি খুবই চোট ছিলাম( হাঁটতে পারি)মামার বাড়িতে গেলে মামা ছাড়া কিছুই বুঝতাম না,কান্না করলে মামা ছাড়া আর কেউ থামাতে পারতোনা,তখন আমন ফসল ছাড়া বৃষ্টি নির্ভর একটি ফসল হতো আউশ ফসল বলা হতো,মামা ভোরে উঠে নামাজ পড়ে আউশ ক্ষেতে আঁচড়া দিতে যেতেন,আমাকে ফেলে তো যেতেই পারতেন না,মামা নামাজে জোরে জোরে কেরাত( শব্দকরে)পড়তেন, আর তাতেই আমি টের পেয়ে উঠে যেতাম,আর কি আমায় রেখে মামা যেতেই পারতেন না,মামা নির্দ্বিধায় আমাকে কাঁধে তুলে ঘাঁড়ের দু,পাশে দু,পা দিয়ে বসিয়ে দিতেন,আমি মামার মাথার চুল ধরে বসে থাকতাম,মামা রুপবান ছবির সব গুলো গান খুবই সুন্দর করে গাইতে পারতেন,আমাকে কাঁধে করে মামা কাজ করতে কোন অসুবিধা মনে করতেন না,মা,নানী,মামী সবাই নিষেধ করলেও মামা কারো কথা শুনতেন না,মামার আদর কাকে বলে আমি পুরোপুরি পেয়েছি,মামার সেই' ফাঁন্দে পড়িতে বগা কাঁন্দেরে...'অপূর্ব সে গান ভূলার নয়, আপন মামা (মায়ের আপন ভাই) তাদেরকে চিনতামও না, মামা ছোট বয়সে পিতৃ হারা ছিলেন, নানু আর বিয়ে করেননি,বাপের বাড়ি চলে আসেন এক ছেলের দিকে তাকিয়ে জীবন পার করে দেন,নানুর আদর,মামার আদর এতো বেশী ছিল যে গেলে আসতে চাইতাম না,হায় বাল্য স্মৃতি খুবই মধুর, ও কষ্টের,আজ তাঁরা কেউ নেই,মা,বাবা,নানা,নানী,প্রিয় মামা,নেই কেউ নেই, "আল্লাহ" তাঁদের কে জান্নাতের উচ্চ মাকামে স্হান দাও,আমিন।

    • @MannyChaudhury
      @MannyChaudhury Před 3 lety +3

      খুবই ভাল লাগল

    • @manojkantimajumder2508
      @manojkantimajumder2508 Před 3 měsíci

      Sabai er ekta e galpo mane hoy

    • @munirhossain803
      @munirhossain803 Před 3 měsíci

      যে আদর স্নেহ মায়া মমতার বিবরণ আপনি দিয়েছেন তা নিতান্তই অকৃত্রিম ও বাস্তব। একদিন আমাদের জীবন ঠিক এমনই মমতায় ঘেরা ছিল। যা স্বাধীনতা পরবর্তী প্রজন্মের কাছে মনে হবে অবাস্তব ও অকল্পনীয়।

    • @bipulsenbhikkhu9460
      @bipulsenbhikkhu9460 Před 2 měsíci

      😅😅😊😊😊😅😅😊

  • @rafiqulislam2944
    @rafiqulislam2944 Před 4 lety +8

    জনপ্রিয় গান।

  • @sixstar.com566
    @sixstar.com566 Před 2 lety +10

    এই গানগুলো পৃথিবীতে চিরদিন থাকবে যতদিন পৃথিবীতে মানুষ থাকবে

  • @popyara1470
    @popyara1470 Před 2 lety +3

    সে সময়ের বাংলার শ্রেষ্ট ভাওয়াইয়া কন্ঠ শিল্পী মরহুম আব্দুল আলিম ও কন্ঠ শিল্পী নিনা হামিদ দুইজনই চির স্মরনীয় ও বরণীয় তো বটেই বিশেষ করে ছায়া ছবি রুপবান, গুনাই বিবি,এসব পুরানা ফ্লিম দেশের সম্পদ। যদি আবার দেখতে পারতাম কতই না ভালো লাগতো। জানি না সেগুলো এখন কারও সংগ্রহে আছে কি না?

  • @babybala9736
    @babybala9736 Před 5 lety +7

    Aie gan gulo Mon kere neyoa.old is gold.dakshineswar kolkatta

  • @aponshahid7678
    @aponshahid7678 Před 2 lety +5

    সেই ১৯৮০ সাল আজ ২০২২ সালে আবার শুনলাম গানটা।

  • @nabingaractionsclips8560

    জীবনের প্রথম শুনেছি রেডিওতে,,
    রেডিওতে রাতের ১০ টার পরে পল্লিগীতি গান দিতো,, শৈশবের আজ শুধু সৃতি,,, অনেক সুন্দর ছিলো ১৯৮৮ - ১৯৯০ সন,,,
    আর কলের গান আরো ভালো লাগতো,,

  • @sauravsarkar4707
    @sauravsarkar4707 Před rokem +2

    Every song is excellent melody voice. Thanks Nina Hamid.

  • @mdjahangir.2461
    @mdjahangir.2461 Před 3 lety +3

    মি,রিয়াজুল,ভাই,,আপনা,মানসী,ভাবনা,,এক,দম,পোফলল।এই,গান,রীদয়, ভেংগে যায়।পিছে,ফিরে,দেখা

  • @AnowarHossain-uy7eq
    @AnowarHossain-uy7eq Před 3 lety +9

    At that time I was a student of class nine.

  • @user-rg9rl7zl9n
    @user-rg9rl7zl9n Před 3 lety +8

    সৃষ্টিশীল গানগুলো আজীবন বেঁচে থাকবে

  • @multibarman-tz9vo
    @multibarman-tz9vo Před 2 měsíci +1

    অমর হয়ে থাকবে আমার মতো গ্রামের গ্রামীন মানুষদের মনে।

  • @nadyiabissas5271
    @nadyiabissas5271 Před rokem +2

    আমি আমার জীবনে দ্বিতীয় ছবি ১৯৮৫ সালে দেখেছি

  • @ShohidulIslam-sz3hc
    @ShohidulIslam-sz3hc Před 7 měsíci +1

    নীনা হামিদের গান গুলো হারিয়ে গেছে বাংলার নদী মাঠ খালবিল থেকে গান গুলো শুনলে মনে পড়ে সেই ছোট্ট বেলার স্মৃতি।

  • @nadalraj4615
    @nadalraj4615 Před 4 lety +4

    রুপবান ছবির প্রতিটি গান গ্রাম বাংলার মাটি ও মানুষের মাঝে মিশে আছে।

    • @dinislam1458
      @dinislam1458 Před 4 lety +1

      অসাধারণ পুরানো গান অনেক অনেক ভালো লাগল

  • @priyalalnath9446
    @priyalalnath9446 Před 4 lety +24

    Whenever I listen those songs, those songs take me away across the Atlantic ocean from US to Victoria college which is in Comilla where I passed romantic and golden period of my life. Moreover, whenever any kind of arguments or bargaining arise with my wife who does not understand bengali that much , at that time I listen those songs and cry. Thereafter according to the last song of that series (No.9. Dhyukha je moner maje aanila aamaar..........) I just pray for her.

  • @khanniloy9361
    @khanniloy9361 Před 3 lety +11

    এইসব অসাধারণ গানের যুগ আর কোন দিন ফিরে আসবে না।

    • @jamalhossain2547
      @jamalhossain2547 Před 2 lety

      এই গানের সুর আর ফিরে আসবে না, কারণ বর্তমান যুগের মেয়েরা এধরনের গান পছন্দ করে না।

  • @user-yz2yu9sr5u
    @user-yz2yu9sr5u Před rokem +2

    These songs are purely composed of the pure sensation of the deepest bottom of the sensitive emotional mind of thoughtful people that willremain ever fresh and deathless till the dooms day. Thanking you so much for collaboration.

  • @nanigopaldas304
    @nanigopaldas304 Před 5 lety +10

    Very sweet songs..........old is gold.......thanks dada and didi.

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 5 lety

      +Nani Gopal Das : Thanks for thanks, but why for didi ?

    • @kuddoskuddos462
      @kuddoskuddos462 Před 5 lety

      Nani Gopal Das po

    • @slimslim9616
      @slimslim9616 Před 4 lety

      জান্নাতীসূরএতসুন্দরসুরকোনদিনশুনিনি

  • @ShahanoorMamun
    @ShahanoorMamun Před 4 lety +16

    যতকিছুই ই শুনিনা কেন। ..... এখানেই ফিরে আসতে মন চাই !
    মন প্রাণ ছুঁয়ে যায় গানগুলো !
    কেমন যেন এক মায়া ভালোবাসা মিশে আছে !

  • @nirmaldas5781
    @nirmaldas5781 Před 3 lety +11

    OLD IS GOLD

  • @mdsardar8365
    @mdsardar8365 Před 2 lety +29

    পঞ্চাশ দশকের শৈশব জীবনের প্রথম ভালো লাগানো, আবদুল আলী মের দরদী কন্ঠের গান গুলি যখন শুনি, তখন আবারও মনে হয়, যেন শৈশব জীবন ফিরে পেয়েছি।

  • @ibnashamim8361
    @ibnashamim8361 Před 2 lety +2

    এই গানগুলো শুনলে আমি নিজেকে হারিয়ে ফেলি, কোন কিছুর খবর থাকে না।

  • @halimkhan8146
    @halimkhan8146 Před 4 lety +21

    গ্রাম বাংলার এই সুস্থ গান গুলো এখনো অমর হয়ে আছে এবং চির কাল থাকবে বলে আমার আশা।

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 4 lety +3

      Halim khan : একই আশা আমাদেরও। ধন্যবাদ।

  • @rmalfu1543
    @rmalfu1543 Před 3 lety +4

    Remember the previous day when human beings for all.

  • @jeherulislam4428
    @jeherulislam4428 Před 2 lety +15

    Listening to the songs in 2022 touched my heart I am from Barpeta in the Indian state of Assam.

  • @zillurrahman9681
    @zillurrahman9681 Před 5 lety +10

    সত্যিই,আজকের এই যুগে রূপালি পর্দার গান,আর ছবি দেখাই যায় না

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 5 lety

      + ZILLUR Rahman : ঠিক তাই। হায় ! কোথায় গেল সেই দিনগুলি।

  • @mohammedislam6865
    @mohammedislam6865 Před 2 lety +8

    গানের কথাগুলি অত্যন্ত আবেগপ্রবণ হওযায সাধারণ মানুষের কাছে অধিক গৣহনযোগ্য হযে থাকবে এটাই স্বাভাবিক ও সত্য কথা ইনশা আল্লাহ

  • @shafiqulislam1964
    @shafiqulislam1964 Před 2 lety +20

    আমার জন্মের প্রায় পাঁচ বছরে সময় এ গাগুলি সুনি, এখন ৫৯ বছেও একই গান খুব ভাল লাগে ।

    • @golammortuza9924
      @golammortuza9924 Před 2 lety +2

      আমি আশি সালের আগে যাত্রা পালায় দেখেছিলাম । কন্ঠ শিল্পী আর অভিনয় শিল্পী একই জন। ওহ কি অপরূপা আরো দেখেছিলাম চপর মুলক বদিউজ্জান। বাকী গুলার নাম মনে নাই

  • @azadkalam6203
    @azadkalam6203 Před 4 lety +16

    কালের বিবর্তনে আজ আমরা কেমন গান শুনি যাহা শুনলে কান জ্বালাপালা করে, তখনকার গানের কলি, সুর সবই ছিল আকর্ষনীয়।মন ছুয়ে যাওয়া কন্ঠের আওয়াজ বিলিন হওয়ার পথে।

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  Před 4 lety +3

      + Azad Kalam : ঠিক বলেছেন, ধন্যবাদ। কিন্তু কি করার আছে বলুন ? আগামীতে হয়তো এখনকার গান ভালো লাগবে। সম্ভবত এভাবেই চলবে। কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড।

    • @jahangiralam7314
      @jahangiralam7314 Před 3 lety +1

      @@md.mansuralibiswas1645 এখনকার গান শুনলে মনে হয় ছেড়ে দে মা কেঁদে বাঁচি। অথচ আগের গানে কতই না মেলুডি ছিল।

  • @md.mahbubulislam3113
    @md.mahbubulislam3113 Před 3 lety +12

    Such nostalgic! Can’t help my tears.

  • @shamsulalam9330
    @shamsulalam9330 Před 2 lety +5

    ফিরে গেলাম সেই কিশোর বয়সে।অসাধারণ, অসাধারণ

  • @ABDULLAH-gf9uj
    @ABDULLAH-gf9uj Před 3 lety +11

    পুরনো দিনের গানের মজাই আলাদা