Kolkata Pride Walk | লিঙ্গসাম্যের দাবি, পিতৃতন্ত্রকে মুছে ফেলার ডাকে কলকাতায় ‘প্রাইড ওয়াক’

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • মানবাধিকারের লক্ষ্যে, লিঙ্গসাম্যের দাবিতে, পিতৃতন্ত্রকে মুছে ফেলার ডাক দিয়ে কলকাতায় হয়ে গেল ১৭তম ‘প্রাইড ওয়াক’। গত দু’বছর অতিমারির কারণে বিরতির পর, রবিবার কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজের সামনে জমায়েত হল রামধনুর। সংহতি জানাতে উপস্থিত ছিলেন ঊষসী চক্রবর্তী, সুদর্শন চক্রবর্তী-সহ বেশ কিছু পরিচিত মুখ। ক্যালকাটা প্রাইড গ্রুপের উদ্যোগে আয়োজিত এই এক মাসব্যাপী উদ্‌যাপনে ছিল ‘জেণ্ডারমেলা’ আর ‘ডায়লগস’ নামক চলচ্চিত্র মেলা। রবিবারের সম্মিলিত পদযাত্রার মধ্য দিয়ে শেষ হল ভিন্নতার উদ্‌যাপনের। ঢাকের বাদ্যির তালে শুরু হওয়া এই মিছিলে আসা সকলেই নিজের পছন্দের অধিকারের স্বীকৃতি চান। সমাজের প্রান্তে থাকা রূপান্তরিত, রূপান্তরকামী-সহ ভিন্ন লিঙ্গ পছন্দের, বিশ্বাসের মানুষদের নিত্যসঙ্গী যে আড়চোখের চাহনি ও কটাক্ষ, এই মিছিল তাঁদের সদর্প আত্মপ্রকাশের জায়গা।
    #kolkata | #pridemonth

Komentáře • 135