ফজিলাতুন্নেসাকে না পাওয়ার ব্যাথায় লিখা কাজী নজরুল ইসলাম এর একটি চিঠি। । Chowdhury Nazmul Parvez ।।

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • #ফজিলাতুন্নেসা#কাজী_নজরুল_ইসলাম#ChowdhuryNazmulParvez#
    ফজিলাতুন্নেসাকে না পাওয়ার ব্যাথায় লিখা কাজী নজরুল ইসলাম এর একটি চিঠি। । Chowdhury Nazmul Parvez ।।
    কাজী মোতাহার হোসেন এর কাছে লিখা চিঠি ও ফজিলাতুন্নেসা।
    ****বই:নজরুল জীবনে প্রেমের এক অধ্যায়/সৈয়দ আলী আশরাফ
    ফজিলাতুন্নেসা:
    বিদ্রোহি কবি কাজী নজরুল ইসলাম ব্যক্তিগত জীবনে প্রেমে পড়েছিলেন বারবার।তার কথিত প্রেমিকার বেশ কটি নাম পাওয়া যায়, তাদের মমধ্যে মিস ফজিলাতুন্নেসা অন্যতম । তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকোত্তর মুসলমান ছাত্রী । ইতিহাস বলে, এই প্রেম ছিল একতরফা, মানে শুধু কাজী নজরুল ইসলামের দিক থেকেই । ফজিলাতুন্নেসা নজরুলের আকুতিতে সাড়া তেমন একটা দেননি । কিন্তু তাতে কী ? কবির মন তো প্রেমের জলে কানায় কানায় পূর্ণ । তাই তিনি বেশ কিছু চিঠি পাঠিয়েছিলেন মিস ফজিলাতুন্নেসাকে । নজরুল আসলে সেসব চিঠি দিতেন তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু অধ্যাপক কাজী মোতাহার হোসেনকে । ফজিলাতুন্নেসা মোতাহার হোসেনকে শ্রদ্ধা করতেন বড় ভাইয়ের মতো । কাজী মোতাহার বন্ধুর হয়ে ফজিলাতুন্নেসাকে পৌঁছে দিতেন কবির প্রেমময় চিঠিগুলো । সরাসরি কেন চিঠি পাঠাতেন না, তার কারণও উল্লেখ করেছেন কবি, ‘ঐ এক চিঠি পেয়েই যত দূর বুঝেছি-আমায় তিনি দ্বিতীয় চিঠি দিয়ে দয়া করবেন না ।’
    ফজিলাতুন্নেসার সঙ্গে কবির পরিচয় হয় ১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসে । কবি তখন মুসলিম সাহিত্যসমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগ দিতে এসেছেন ঢাকায় । কবি একটু-আধটু জ্যোতিষবিদ্যা জানতেন । কাজী মোতাহার হোসেন সে কারণে কবিকে নিয়ে যান ফজিলাতুন্নেসার বাসায়। ব্যস ! শুরু হয়ে গেল হাত দেখা । প্রথমে হাতে হাত, পরে চোখে চোখ । কবির মন প্রেমে টালমাটাল হয়ে উঠল । কবি চলে গেলেন ঢাকা ছেড়ে । কিন্তু ফজিলাতুন্নেসা থেকে গেলেন তাঁর মন জুড়ে । তার পর থেকে নজরুল লিখে চললেন একটার পর একটা প্রেমপত্র।
    **ফজিলাতুন্নেসার বিলেত যাবার ব্যাপারে সওগাত সম্পাদক নাসিরুদ্দিন সাহেবের বিরাট ভূমিকা ছিল। বিলেত যাত্রার প্রাক্কালে তাঁরই উদ্যোগে কোলকাতার সওগাত অফিসে একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। ফজিলাতুন্নেসাকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম তাঁর স্বরচিত গান ওই অনুষ্ঠানে গেয়ে শোনান, গানটি হলো:
    চলিলে সাগর ঘুরে
    অলকার মায়ার পুবে,
    ফোটে ফুল নিত্য যেথায়
    জীবনের ফুল্ল শাখে
    থেক না স্বর্গে ভুলে
    এ পারের মর্ত্য কুলে
    ভিড়ায়ে সোনার তরী
    আবার এই নদীর বাঁকে।
    **কাজী নজরুল ইসলাম ফজিলাতুন্নেসার প্রতি তাঁর অনুরাগের কথা বন্ধু কাজী মোতাহার হোসেন ছাড়া আর কাউকে জানতে দেননি। মোতাহার হোসেন ফজিলাতুন্নেসাকে বোন বলে ডাকতেন। মোতাহার হোসেন ও তাঁর বোনকে লেখা নজরুলের ক’টা চিঠি থেকে স্পষ্টতঃই ফজিলাতুন্নেসার প্রতি তাঁর অনুরাগ বোঝা যায়। মোতাহার হোসেনের কাছে নজরুলের লেখা চিঠিগুলো পড়লে বোঝা যায় যে ওই চিঠিগুলো তাঁর বোন পড়বে সেই উদ্দেশ্যে-ই লেখা।
    **কাজী নজরুল ইসলাম ফজিলাতুন্নেসার প্রতি তাঁর অনুরাগের কথা বন্ধু কাজী মোতাহার হোসেন ছাড়া আর কাউকে জানতে দেননি। মোতাহার হোসেন ফজিলাতুন্নেসাকে বোন বলে ডাকতেন। মোতাহার হোসেন ও তাঁর বোনকে লেখা নজরুলের ক’টা চিঠি থেকে স্পষ্টতঃই ফজিলাতুন্নেসার প্রতি তাঁর অনুরাগ বোঝা যায়। মোতাহার হোসেনের কাছে নজরুলের লেখা চিঠিগুলো পড়লে বোঝা যায় যে ওই চিঠিগুলো তাঁর বোন পড়বে সেই উদ্দেশ্যে-ই লেখা।
    Please watch my other video as :
    • অবনী বাড়ি আছো।।শক্তি ...
    • লবণ ।। আদিত্য অনীক ।।...
    • বাঁশি ।। রবীন্দ্রনাথ ঠ...
    • হঠাৎ দেখা ।। রবীন্দ্রন...
    • Video
    • বনলতা সেন।।জীবনানন্দ দ...
    • পরানের গহীন ভিতর। ।আবৃ...
    • অবনী বাড়ি আছো।।শক্তি ...
    • প্রেম ।। শুভ দাশগুপ্ত ...
    • অমলকান্তি ।। নীরেন্দ...
    Thanks for being with my channel!
    If you enjoyed, Please like, share , comment & subscribe my channel.

Komentáře • 240

  • @surabitan-1550
    @surabitan-1550 Před 3 lety +78

    এই চিঠি ইউটিউবে আগেও শুনেছি হয়তো। এবার শুনলাম আবার। কি কঠোর কঠিন জীবন সংগ্রাম বিদ্রোহী কবির। প্রেম প্রকৃতি মিলিয়ে তাঁর সঙ্গীত সৃষ্টির মাধ্যমে প্রেমের ফল্গুধারা বয়ে গেছে। হাজারো সালাম কবি।

  • @sajedurrahman2376
    @sajedurrahman2376 Před 2 lety +47

    কবির প্রেমের প্রতি শ্রদ্ধা ❤️

  • @zamzamholymedia4357
    @zamzamholymedia4357 Před 2 lety +8

    নজরুল চলেগেলেন এক অজানা ঠিকানায় আর আমাদের জন্য রেখে গেছেন অনেক স্মৃতি,,,,সেলুট, নজরুল ইসলাম আপনাকে।
    , আমরাও একটা দিন চলে যাব নজরুলের পথ ধরে,,,,, জানিনা পরবর্তীতে মানুষ মনে করার মতো কোনো স্মৃতি রেখে যেতে পারি কিনা!

  • @mdnurulafcer8701
    @mdnurulafcer8701 Před 2 lety +32

    কবির প্রেমের প্রতি,,গভীর শ্রদ্ধ ও সম্মান জানাই

  • @anasristimithu8263
    @anasristimithu8263 Před 2 měsíci +1

    অনেক বার পড়েছি,পাঠ করেছি,, অনেক বার শুনেছি,,,ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে।

  • @emni8560
    @emni8560 Před 2 lety +22

    প্রিয় স্যার,
    বাংলা সাহিত্যের ছাত্র আমি। কিন্তু সাহিত্যের নিযার্স পাইনি কখনো! খুঁজেছি বহুকাল, তবুও পাইনি। কিন্তু আজ আপনাকে শুনেছি মন ভরে, পুরোটা সময় ধরে। ধন্যবাদ না দিয়ে পারছি না। ধন্যবাদ প্রিয় স্যার।

    • @mahfuzmithun5991
      @mahfuzmithun5991 Před 2 lety +4

      এটা হাস্যকর ব্যাপার! বাংলা সাহিত্যের নির্যাস পাওয়ার মতো পরিপক্ক জ্ঞান আপনার হয়নি।

  • @akashahmed6704
    @akashahmed6704 Před rokem +3

    সত্যিই কবির প্রেমের তুলনা হয় না। সেলুট তোমায় বিদ্রোহী।

  • @saifulislam3884
    @saifulislam3884 Před 2 lety +19

    অসম্ভব প্রেমাসিক্ত ভাষা ।ভালোবাসার কবি। মানবতার কবি। আল্লাহ আপনি তাকে ভালোবাসবেন।এটাই আমাদের চাওয়া।

  • @abdussobhan4384
    @abdussobhan4384 Před 3 lety +18

    অসাধারণ এই চিঠি। এমন চিঠি এর আগে সারা বিশ্বের কেউ লিখেছেন কিনা আমার জানা নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস,প্রেমে পড়ে প্রেমিকার কাছে এমন হৃদয় উজাড় করে চিঠি আজও কেউ লিখতে পারেননি এবং ভবিষ্যতেও কেউই লিখতে পারবেন না। আমার প্রিয় কবি, বিদ্রোহী কবি,প্রেম বিরহের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই চিঠি বিশ্বের সেরা এবং শেষ চিঠি। কবি তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো এই কামনা করি। হে আল্লাহ্, তুমি এই ক্ষণজন্মা কবিকে জান্নাতের সর্বোচ্চ মহলে স্থান করে দিও।কবির প্রতি রইলো হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।

  • @sb.mamunislam31561
    @sb.mamunislam31561 Před 2 lety +25

    ওপাড়ে বসিয়া পাটে, কেন যে আসনা ঘাটে।
    অধরে বসিয়া হাই,
    নজরুল তোমারে শ্রদ্ধা জানাই।
    তোমরা বলে দিও তারে,
    কভুনা আসে মোর ধারে।
    আমি ভালোবাসি আজ ও তারে।

  • @sumangias6554
    @sumangias6554 Před 2 lety +10

    কবিদের কবি তুমি মহা কবি কাজী নজরুল ইসলাম।

  • @milonbhuiyan4373
    @milonbhuiyan4373 Před 2 lety +30

    অপূর্ব উপস্হাপনা।কবির প্রতি আমার বিন্রশ্রদ্ধা।

    • @chowdhurynazmulparvez1880
      @chowdhurynazmulparvez1880  Před 2 lety

      অনেক ধন্যবাদ!

    • @abdulhakim306
      @abdulhakim306 Před 2 lety +2

      এই এক তরফা প্রেমে ব্যার্থ হয়ে নজরুল ফজিলাতুন নেছাকে লিখেছিলেন,
      "তুমি মোরে ভুলিয়াছ তাই সত্য হোক।
      নিশি শেষে নিভে গেছে দীপালি আলোক!
      সত্য হোক প্রিয়া
      দীপালি জলিয়াছিল গিয়াছে নিভিয়া...!

  • @narayanganjinfo9020
    @narayanganjinfo9020 Před 2 lety +10

    কবি তোমার আর আমার জীবনে এক সুপ্ত মিল।যদিও আমি নগন্য

  • @hkmonju7902
    @hkmonju7902 Před 2 lety +9

    কাজি নজরুল ইসলাম কে সত্যি মন থেকে ভালোবাসি

  • @mdkmal6250
    @mdkmal6250 Před 2 lety +6

    প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি এই অধম হৃদয়ের সুগভীর ভালোবাসা শ্রদ্ধা জানাই বিনম্র চিত্তে কবির পুষ্প কমল যুগল চরণে চর্ম চোখে দেখিনি যারে হৃদয়ের গহীনে দিয়েছি ঠাই তারে নিভৃত যতনে লালন করে রেখেছি মনেরও কাননে

  • @whitesky.2776
    @whitesky.2776 Před 2 lety +4

    চমৎকার আবৃত্তি। কবি'র প্রতি শ্রদ্ধা আর ভালবাসা। ♥ ♥ ♥

  • @shahsojib9595
    @shahsojib9595 Před 2 lety +6

    সূর্যের আলো মেঘ ঢেকে রাখে,
    হৃদয়ের ব্যথা চাপা পড়ে থাকে।
    প্রেমের সমুদ্র যেন মহা সাগর,
    যার কোন নেই শেষ এটি এমনতর।

    • @shahsojib9595
      @shahsojib9595 Před 2 lety

      অনেক অনেক ভালোবাসা,
      শুভেচ্ছা ধন্যবাদ,
      কবিদের মুখে আছে
      প্রলাপ প্রলাপ।

  • @deephossain7213
    @deephossain7213 Před 2 lety +8

    কবির চিরকুটের মুগ্ধ স্মৃতি
    হয়ে রইলাম। 💔💔💔

  • @Mdmehedihasan-jl9rh
    @Mdmehedihasan-jl9rh Před rokem +3

    আল্লাহ তুমি নজরুল কে ভালো রেখো

  • @soyebnarayanganj9564
    @soyebnarayanganj9564 Před 2 lety +11

    একটাই কথা বলবো, কষ্টো টাও এতো সুন্দর হতে পারে?

  • @alomgirhossain692
    @alomgirhossain692 Před 2 lety +4

    কবি কাজী নজরুল ইসলাম এর জন্য শ্রদ্ধা ❤️

  • @khairulhdmedia889
    @khairulhdmedia889 Před 2 lety +6

    কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবি...

  • @AdvBiplob
    @AdvBiplob Před 10 měsíci +1

    এই ইতিহাস জানা ছিল। তবু আপনার বর্ণনায় শুনে মুগ্ধ।

  • @kumarkanchan5057
    @kumarkanchan5057 Před 2 lety +2

    একতরফা ভালোবাসা ভীষণ বেদনার জন্ম দেয়

  • @SabinaSeraj90
    @SabinaSeraj90 Před 3 lety +9

    ভীষন ভালো লাগলো আবৃত্তি!
    শুভেচ্ছা ও শুভ কামনা অবিরাম 🌹🌺🌹

  • @mdnoyonislammoni3303
    @mdnoyonislammoni3303 Před 2 lety +13

    কবি গুরু নজরুল ❤❤❤❤

  • @md.ahsanhabibheadmaster5923

    সুন্দর!সুন্দর! সুন্দর হে কবি!

  • @mdshojib1156
    @mdshojib1156 Před 2 lety +3

    চমৎকার আবেগঘন ব্যক্ত করেছেন কবি।

  • @pratimaganguli5119
    @pratimaganguli5119 Před rokem +1

    Je video ta koreche take onek dhannyobad o aashirvad janai.

    • @chowdhurynazmulparvez1880
      @chowdhurynazmulparvez1880  Před 11 měsíci

      অনেক অনেক ধন্যবাদ দিদি, ভয়েস, ভিডিও এবং এডিটিং সবই আমি নিজে করি। ভালো থাকবেন।

  • @shajalalsojib9691
    @shajalalsojib9691 Před rokem +1

    নজরুলের কথাগুলো যখন শুনি তখন মজে যেন কথাগুলো আমার কথা স্বীয় আমার মুখ দিয়ে বের হচ্ছে।

  • @ErrorTribute
    @ErrorTribute Před 2 lety +13

    মনে পড়ে ছাত্র জীবন মনে পড়ে কিশোর জীবন আর মনে পড়ে ফেলেআশা সোনালী দিন গুলোর কথা শুধু স্মৃতি হয়ে তাড়িয়ে বেড়ায়।শুকিয়ে যাওয়া নদীর মোহনায় যেখানে হাটবাজার আর বিদুতের বাতিরআলো সবকিছু হাড়িয়ে যায় সৃতির অন্তরায়।

  • @nusratkamal9884
    @nusratkamal9884 Před 3 měsíci

    সশ্রদ্ধ শ্রদ্ধা !!!
    অকুণ্ঠ ভালোবাসা !!!

  • @AbdulAlim-qj7nr
    @AbdulAlim-qj7nr Před 3 lety +8

    প্রেমের কবি,মানব প্রেমি
    কবি নজরুল,
    এ জগৎ এ তার সাথে
    হয় না কারো তুল।
    --- আঃ আলীম

  • @mohiuddin778
    @mohiuddin778 Před 2 lety +12

    কবির প্রতি হাজারো শ্রদ্ধা, হে প্রিয় কবি তুমি নেই এ ধরায়।

  • @rejaulkarim6781
    @rejaulkarim6781 Před 2 lety +8

    My favorite poet kazi nazrul Islam 🥰🥰

  • @tarikhasan1498
    @tarikhasan1498 Před 2 lety +2

    কি অসাধারণ লিখনি😲অাবৃত অসাধারণ 🥰

  • @nowrazahmedmusfak
    @nowrazahmedmusfak Před 2 lety +9

    বাহ্ কবি!
    কবির প্রেমের চিঠির মধ্যে নিজের অনুভূতি গুলো
    মিশে গিয়ে একাকার হয়ে কোথায় যেনো স্পর্শ করলো।

    • @syedhabib636
      @syedhabib636 Před 2 lety

      czcams.com/video/gd2wJY_DRfU/video.html&ab_channel=Md.MansurAliBiswas Aamr oh...

  • @user-cv1cs2bq5c
    @user-cv1cs2bq5c Před 2 lety +2

    কবির প্রেমের প্রতি শ্রদ্ধা রইলো।

  • @prottasabiswas208
    @prottasabiswas208 Před 2 lety +4

    আমি এই কাহিনী টা অনেক বার শুনেছি। অনেক ভালো লাগছে

  • @shafiqnohor
    @shafiqnohor Před 3 lety +9

    চমৎকার হয়েছে ।

  • @jamirulislam2289
    @jamirulislam2289 Před 2 lety +10

    মুগ্ধ হলাম🥰🥰

  • @kazimahinoor9676
    @kazimahinoor9676 Před 11 měsíci +3

    ওই দিকে নার্গিস কবির অপেক্ষায় মরন পথে।হায়রে প্রেম।

  • @homairatazsetu6818
    @homairatazsetu6818 Před 2 lety +2

    অনুভূতিগুলো কত সুন্দর ভাবে উপস্থাপন....

  • @sakhawatkhan3993
    @sakhawatkhan3993 Před 2 lety +2

    আপনার উপস্থাপনা অসাধারণ

  • @lipikadebnath9846
    @lipikadebnath9846 Před 11 měsíci +1

    অসাধারণ 🙏🙏

  • @Muhib_recitation
    @Muhib_recitation Před 2 lety +2

    ভীষণ সুন্দর লাগলো।
    আজ প্রথম যুক্ত হয়ে নতুন বন্ধু হলাম।

  • @ArifHossain-ki6nu
    @ArifHossain-ki6nu Před 2 lety +4

    আমার প্রাণের কবি নজরুল ইসলাম

  • @rubelbhuyan5299
    @rubelbhuyan5299 Před 2 lety +1

    Masha Allah

  • @helaluddin4913
    @helaluddin4913 Před 2 lety +3

    নজরুলের হৃদয় বিদারক ভালোবাসার কথা❤️❤️❤️

  • @jahirulalam8421
    @jahirulalam8421 Před 3 lety +7

    ’তারে বলে দিও সে যেন আসেনা আমার দ্বারে।’ শ্রদ্ধা জানাই।

  • @litonroy4732
    @litonroy4732 Před rokem

    খুবই অসাধারণ সুন্দরভাবে আপনি কবির লেখা পএটি পাঠ করলেন।

  • @tanzinaislam1234
    @tanzinaislam1234 Před 2 lety +1

    That is amazing
    For Love history
    Poet of Kazinozrul islam

  • @khorshed-alampatwary5367
    @khorshed-alampatwary5367 Před 2 lety +30

    ২০২১ সাল ’ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ’, “বিদ্রোহী” কবিতার শতবর্ষ পূর্তি।

  • @bengalivloggerpriyanka5875

    খুব ভালো লাগলো আবৃত্তিটা।

  • @saswatisashmalmusic9175
    @saswatisashmalmusic9175 Před rokem +1

    Asadharan🙏🙏🙏 priyo kobir proti sroddha🙏🙏🙏🙏

  • @asmakhanammukta712
    @asmakhanammukta712 Před 2 lety +4

    একাকী ভালোবাসায় অনেক বেশি শ্রদ্ধা ভক্তি আছে। কিন্তু পাওয়ার মাঝে কোন অবশিষ্ট থাকে না।ভালোবাসা মানে দাঁড়ায় তখন বেদনা। থাকেনা কোনো ভক্তি শ্রদ্ধা। ভালোবাসায় সফল না হওয়ায়ই ভালো।

  • @habibaeva1423
    @habibaeva1423 Před 2 lety +1

    কন্ঠ এবং আবৃত্তি চমৎকার ছিলো🌹

  • @sweetyroyvoiceofheart
    @sweetyroyvoiceofheart Před 9 měsíci +1

    আবেগঘন। খুব সুন্দর কন্ঠ স্বর আপনার। অনেকখানি ভালো লাগলো।

    • @chowdhurynazmulparvez1880
      @chowdhurynazmulparvez1880  Před 9 měsíci +1

      এত ভালো করে বললে তো, মন জুড়িয়ে যায়। ভালো লাগলো খুব।

    • @sweetyroyvoiceofheart
      @sweetyroyvoiceofheart Před 9 měsíci

      ​@@chowdhurynazmulparvez1880😊

  • @capitaldhakatv3980
    @capitaldhakatv3980 Před 2 lety +17

    নজরুল মহান কবি। কিন্ত বিবাহিত হয়ে একই কাজ অন্য কেউ করলে সেটাকে লাম্পট্য বলা হতো।
    আর নজরুলের ক্ষেত্রে বলা হচ্ছে ‘‘ প্রেম “”

    • @aouladhossen5691
      @aouladhossen5691 Před 2 lety +1

      Right

    • @dr.mntabassummohona852
      @dr.mntabassummohona852 Před rokem +1

      Ekdom..

    • @user-do9zz6pc6r
      @user-do9zz6pc6r Před 3 měsíci

      কারন লম্পটে এমন কাব্য সুষমাময় চিঠি লিখতে পারবে না।প্রেম আর লাম্পট্যে বিভাজিকাটা এখানেই।লম্পটের আবেগ শুধু দেহকেন্দ্রিক।কবি সেই আবেগকে দেহাতীত শাশ্বত সৌন্দর্য্য দান করতে পারেন।কবি তাই প্রেমিক হয়।আর লম্পট কোনোদিন কবি হতে পারে না।

  • @Salmapremkobi
    @Salmapremkobi Před 2 lety +1

    Valobasha manay kosto😰😰suvo kamona allah theka jannatul Firdaus dan korun amin

  • @Shakir-rh8cu
    @Shakir-rh8cu Před 2 lety +2

    Love it I love . love is Almighty.

  • @mdfaysal6845
    @mdfaysal6845 Před 2 lety +2

    Excellent experience

  • @masumbella549
    @masumbella549 Před 2 lety +13

    একতরফা ভালবাসাটা আসলেই বেদনার🤔

  • @Checksvlogs5237
    @Checksvlogs5237 Před 2 lety +3

    প্রিয় এক মাত্র কবি

  • @ishanraj6474
    @ishanraj6474 Před 2 lety

    কাথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম।

  • @tapatiduttabijali1105
    @tapatiduttabijali1105 Před 3 lety +5

    এসব কবিতা শুনে মনভরে গেল।

  • @mdgaziurrahman7778
    @mdgaziurrahman7778 Před 2 lety +2

    হাজারো সালাম প্রিয় কবি তোমায়।

  • @mdzahid7499
    @mdzahid7499 Před 2 lety +2

    অসাধারন সৃষ্টি

  • @roholamin2171
    @roholamin2171 Před 11 měsíci +1

    Premer Guru ❤

  • @user-ef5si7pu8n
    @user-ef5si7pu8n Před 2 lety +2

    অসাধারন

  • @BTSArmy-jp8tv
    @BTSArmy-jp8tv Před 2 lety +3

    One sided love is the most purest thing

  • @actionbd5980
    @actionbd5980 Před 3 lety +2

    খুব সুন্দর হয়েছে।

  • @helaluddin56789
    @helaluddin56789 Před 11 měsíci

    হাজারো শ্রদ্ধা, হে প্রিয় কবি

  • @riyadahmed1996
    @riyadahmed1996 Před 2 lety +2

    ❤️ভালোবাসায় ভরপুর ❤️
    স্মৃতি রেখে গেলাম🌺🌺🌺

  • @habibhabibe2807
    @habibhabibe2807 Před 2 lety +2

    কি অসাধারণ প্রেম♥️♥️

  • @mdshuvo9506
    @mdshuvo9506 Před 2 lety +36

    প্রেম মানে না পাওয়া, কষ্ট আর শুধু বেদনা, ইসলামে এ জন্য ই হয় তো প্রেম হারাম ! ইসলামে যা হারাম সত্যি ই তাতে প্রকৃত, স্থায়ী সুখ নেই।
    ভালো থাকতে ভালো কিছু লাগে না!!
    ২০২২

    • @hosnearabegum2895
      @hosnearabegum2895 Před 2 lety +2

      To u Manu's premepore

    • @mdshuvo9506
      @mdshuvo9506 Před 2 lety +1

    • @mdshuvo9506
      @mdshuvo9506 Před 2 lety +1

      জি, এটাই প্রকৃতি।

    • @anikhossain7290
      @anikhossain7290 Před 2 lety +1

      ভাই প্রেম হাড়ামনা হাড়াম অবৈধ প্রেম যার সাথে দেখা দেওয়া জায়েয নেই।।।।।।
      যত ওলী, আউলিয়াদের নাম শুনেছেন তারা সবাই ছিল আশেক বা প্রেমিক যা ছিল শধুই মহান রবের জন্য তাদের ওঠা ,বসায় ,চলায় ফিরায় শুধুই মহান রবের ধ্যান ছিল তার প্রেমের সীমাহীন নূরে তারা ডুবে থাকতো এবং তার হুকুম আহকাম কে পরিপূর্ণ করার মাধ্যমেই প্রভুর নৈকট্য অর্জন করত।

    • @golammustafijurrahman2997
      @golammustafijurrahman2997 Před rokem +1

      K boleche Prem islam a haram ....premer nam a jesob kukirti kora hoi seta islam a haram....

  • @rumihasan4531
    @rumihasan4531 Před rokem +1

    ❤️❤️❤️

  • @shohanurrahman2547
    @shohanurrahman2547 Před rokem +1

    অসম্ভব সুন্দর

  • @khurshidalamsk9852
    @khurshidalamsk9852 Před 2 lety +5

    Beautiful ❤️

  • @NurulIslam-yi1pi
    @NurulIslam-yi1pi Před 2 lety +2

    হায় কবি।কে তোমায় করেছে অবহেলা। কে বুঝে নি তোমায়।কত নিষ্ঠুর সে!

  • @nurunnaharrahman7205
    @nurunnaharrahman7205 Před 2 lety +2

    অসাধারণ।

  • @shelimhowladerNaturalblog7163

    great man in the world's

  • @bijayshankarofficial
    @bijayshankarofficial Před rokem +1

    Darun 👌👌❤❤

  • @user-em7em6rt5y
    @user-em7em6rt5y Před rokem +2

    ভাই আপনার কন্ঠটা অনেক সুন্দর মাঝেমধ্যে কিছু কবিতা ছারবেন♥️♥️♥️♥️♥️🌹🌹🌹

  • @golammorshed1636
    @golammorshed1636 Před 2 lety +5

    কিশোরী নাহারকে নিয়ে,সূফী কাজী নজরুল ইসলামের, কবিতাটি,আবৃতি করার আহ্বান রইলো।।

  • @sarkaraltaf5457
    @sarkaraltaf5457 Před 2 lety +1

    Think. Congratulations . You tib

  • @nimaidas6281
    @nimaidas6281 Před 2 lety +1

    অনেক ভালো লাগলো।

  • @anmonasobuz5597
    @anmonasobuz5597 Před 3 lety +5

    চিঠিটা প্রায়ই সুনি,, আর যত সুনি ততই সুনতে ইচ্ছা করে,,, 💗💗💗

  • @maryhowlader3919
    @maryhowlader3919 Před 2 lety +4

    আমার প্রথম প্রেম।
    আমি কিশোরী যখন বার বছর ,কি তের
    তোমার সাথে আমার প্রেম হলো,
    তোমাকে জানান হলো না।
    তোমার সাথে দেখা হলো না।
    মুগ্ধ হয়ে চেয়ে আছি, অপলক দৃষ্টিতে। কি সুন্দর লাগছে তোমাকে।
    প্রান প্রিয় মানুষটির সাথে দেখা করার উপায় কি নেই, কোন ভাবে।
    আমি তো জানতাম না তখন তুমি কে।
    তোমার একটা ছবি, আছে আমার কাছে,
    কোন ঠিকানা জানা নেই,
    কোথায় তোমার ঘর কোথায় তুমি থাক।
    ছোট বেলায় চিনতাম দুঃখু মিয়া নামে,
    তখন তো বুঝি নাই, এই সেই তুমি।
    কি অপরূপ সৌন্দর্যের প্রতিরূপ।
    মাথায় ঝাকরা চুল, গোলগাল গাল দুটো,
    রংগি ন ঠোঁট, চারিদিকে ফুল জরানো।
    ভাবছি আবেগে ভেসে ভেসে স্রোতের ঢল নামে হৃদয়ে।
    কি অদ্ভুত টান অনুভব করছি, এর আগে কখনো কাউকে দেখে এমনটি হয়নি। ।
    আমি কেঁদে কেঁদে চোখের জল ঝরাই।।
    প্রার্থনা করি।
    হে ঈশ্বর আমায় তুমি তার সন্ধান এনে দাও।
    একবার নয়ন জুরাই, তাকে দেখে।
    আজো ভালবাসি তোমায়,,
    হয়তো আমার দেখা হবে,
    পর জনমে।।
    তোমার দেহ খানি মলিন দেখেছি যেদিন, মৃত্যু কেরে নিয়েছে তোমার প্রান।
    নিদারুণ যন্ত্রনা, সীমাহীন।
    আজ ও ব্যথা লাগে অন্তরে।
    ছবিটার দিকে তাকিয়ে বার বার হাত বুলিয়ে দেই, তোমার ঐ চোখে।
    মনে হয়, তুমি তাকিয়ে আমার দিকে হাসছো, ভালো বাসি বলে।।
    তোমার লেখা কত কবিতা,
    গল্প ছরা, আর গান,
    আজ ও শক্তি আমর ,
    সে যেন আমার জীবনের নিঃশ্বাস ।
    তুমি নীরব করে কবি,
    আমার প্রানে, শুধু ই নজরুল।
    তোমার জন্ম দিন, তোমার মৃত্যুর দিন,
    মনে পড়ে, সব সময়,
    তা তে নেই কোন ভুল।।
    ।।প্রেম মানে হৃদয়ের গভীরে মোচড়ানো টান, টগবগে ফুটন্ত ফুল
    লাল গোলাপ।।
    চুম দিয়ে যাই, আমি আজো, তোমার ঐ করলে।।।

  • @faruqueahmed4363
    @faruqueahmed4363 Před 2 lety +3

    Outstanding, unparallel really Nazrul is unparallel and unique. All are history and literature now.OK.

  • @mdalinurhussenreayed7502
    @mdalinurhussenreayed7502 Před 2 lety +1

    ভালো লাগল

  • @Nehan884
    @Nehan884 Před 2 lety +1

    Love From Bangladesh 🥀😔💔

  • @sajibsarker1871
    @sajibsarker1871 Před 2 lety +7

    আমি কুমিল্লার দৌলতপুর তার প্রথম প্রেম বউ, সৈয়দা কানম, ওরুপে, কবির ভাষায় নার্গিসের বাড়িতে গিয়েছিলাম, কবির সেই নার্গিসের সাথে বাসর ঘরের ( যে বাসর ঘর অসমাপ্ত হয়েছিল) খাট টা এখনো সেই আগের মতোই আছে , 😓

    • @ziakhan6256
      @ziakhan6256 Před 2 lety +3

      প্লিজ কেউ আমাকে বলবেন।নার্গিসের কি দ্বিতীয় বিয়ে হয়েছিল? তাঁর কি কোন সন্তান আছে বা ছিল? ওনি সমস্ত জীবন কি দৌলতপুর মামার বাড়িতেই কাটিয়েছিলেন? ধন্যবাদ ভাই।

    • @sajibsarker1871
      @sajibsarker1871 Před 2 lety +3

      @@ziakhan6256 হুম উনার পরে আবার বিয়ে হয়েছিল, ঢাকায়, তারপর ওখান থেকে আমেরিকায় চলে গিয়েছেল উনার ছেলের কাছে, এবং বাকি টা জীবন উনি ঢাকা আমেরিকায় থেকেছেন,মাঝে মধ্যে উনি দৌলতপুর গিয়েছেন,তবে উনার কয় ছেলে মেয়ে ছিল তা জানি না,

    • @ziakhan6256
      @ziakhan6256 Před 2 lety +1

      @@sajibsarker1871 ,, ধন্যবাদ।

  • @user-mc2es3wh4y
    @user-mc2es3wh4y Před 2 lety +4

    লোকালয়ে আছি তবুও, দু ফোঁটা লবণাক্ত জল গড়িয়ে পড়ল পায়ের কাছে।

  • @rajeebhussain
    @rajeebhussain Před rokem +1

    Aha

  • @mdtofajjalhossain457
    @mdtofajjalhossain457 Před 2 lety +1

    Supar

  • @mdmohuborrahman4710
    @mdmohuborrahman4710 Před 2 lety +3

    আপনার আবৃত্তি গুলো অনেক ভালো লাগে
    যদি আমি একটা কবিতা দেই তাহলে কি আবৃতি করে দিতে পারবেন

  • @nasimkhan4230
    @nasimkhan4230 Před 5 měsíci

  • @ArifShamsul
    @ArifShamsul Před 3 lety +1

    ‌বেশ ভা‌লো লাগল

  • @user-wn8xq1gu8z
    @user-wn8xq1gu8z Před 3 lety +1

    ভালো লাগলো ভাই.. শুভেচ্ছা 👍