দামতুয়া ঝর্না || যেখানে যেতে প্রচুর সাহসের দরকার || ট্রেকিং স্পেশাল || ট্রাভেল গাইড+যাতায়াত খরচ

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • দামতুয়া ঝর্না || যেখানে যেতে প্রচুর সাহসের দরকার || ট্রেকিং স্পেশাল || ট্রাভেল গাইড+যাতায়াত খরচ
    দামতুয়া ঝর্ণা বা ডামতুয়া ঝর্ণা বাংলাদেশের বান্দরবান জেলার আলিকদম উপজেলায় অবস্থিত। এই ঝর্ণাটি একাধি নামে পরিচিত। ঝর্ণাটি মুরং এলাকায় অবস্থিত। মুরং ভাষায় ঝর্ণাটি যে ঝিরিতে অবস্থিত তাকে তুক অ বলে। তুক অর্থ ব্যাঙ এবং অ অর্থ ঝিরি। তুক অ অর্থ ব্যাঙ ঝিরি। ডামতুয়া অর্থ খাড়া আকৃতির দেয়াল যা বেয়ে ব্যাঙ বা মাছ উপরেউঠতে পারেনা। ওয়াজ্ঞাপারাগ অর্থ পাহাড় বা উচুঁ স্থান থেকে পানি পড়া। তুক অ ডামতুয়া ওয়াজ্ঞাপারাগ সহ ঝর্ণাটিকে একাধিক নামে ডাকা হয়। এখানে দুই দিক থেকে পানি পড়ার কারনে ঝর্ণা সহ খোলা স্থানটিতে চাঁদের আলোতে অন্য রকম সৌন্দর্যের কারনে স্থানীয় মুরং ভাষায়” লামোনই” ঝর্ণা বলা হয়। লামো অর্থ চাঁদ ও নই অর্থ আলো। লামোনই অর্থ চাঁদের আলো।
    আলীকদমে এসে সেখানে পানবাজার হতে মোটর বাইকে করে ১৭ কি.মি. আদুপাড়াতে যেতে হবে। এই আদুপাড়া থেকেই ট্র্যাকিং শুরু করতে হয়। মোটর বাইকে সেখানে যেতে ২৫০ থেকে ৩০০ টাকা ভাড়া পড়বে। এছাড়া বেশি জন হলে আলিকদম থেকে জিপ ভাড়া করে যাওয়া যেতে পারে। আদুপাড়া যাওয়ার পথে ১০ কি.মি. পোঁছানোর পর সেনাবাহিনীর চেকপোস্টে আইডি কার্ড এর ফটোকপি ও ফোন নম্বর জমা দিয়ে ভ্রমণের অনুমতি নোট হয়। ফেরার পথে বিকেল ৫ টার আগেই সেখানে আবার রিপোর্ট করতে হবে। সে জন্য যাওয়ার সময় সকাল ১০ টার আগে চেকপোস্ট অতিক্রম করতে পারলে স্বাচ্ছন্দ্যে ৫ টার আগে ঘুরে আসা সম্ভব।
    আদুপাড়া যাওয়ার পর সেখান থেকে ট্র্যাকিং শুরু করতে হবে। আদুপাড়ায় রাস্তের পাশেই গাইড সমিতির একটি চালাঘর আছে। সেখান গাইড ফি ১,০০০ টাকা পরিশোধ সাপেক্ষে একজন গাইড পাওয়া যাবে। যাত্রা শুরুর আগে চাইলে বাঁশের লাঠি নিয়ে নিতে পারেন, যাত্রাপথে এটি উপকার দেবে। ট্র্যাকিং করে যাওয়া আসা মিলিয়ে ৬ ঘণ্টার মত সময় লাগে। ট্র্যাকিং এর রাস্তা বেশ কিছু জায়গায় খুব ঢালু, তাই বৃষ্টির সময়ে এখানে যাওয়া বিপজ্জনক হতে পারে। এছাড়া প্রখর রৌদ্রে ট্র্যাকিং পানিশূন্যতাজনিত সমস্যা তৈরি করতে পারে।
    দামতুয়া থেকে ফেরার পথে একটি পারা পড়বে যেটির নাম মেম্বার পাড়া। এই পাড়া ফেলে ডান দিকে সরু রাস্তা ধরে নেমে গেলে দেখা মিলবে ওয়াং-পা নামক ঝর্নার।
    ট্র্যাকিং শুরু করার পূর্বেই দুপুরে খাওয়ার জন্য সেখান থেকে শুকনো খাবার নিতে পারেন। পথিমধ্যে আদিবাসী গ্রামে পেঁপে, আখ, কলা বা বাতাবী লেবু পাওয়া যায়, তবে সেটির উপর নির্ভর করা উচিত হবে না। আদুপাড়াতে কিছু চায়ের দোকান রয়েছে। তবে ভাত বা ভারী খাবার খেতে চাইলে যেতে হবে আলীকদমে। আলীকদমের খাবার হোটেল গুলো মাঝারি মানের। তবে দ্যা দামতুয়া ইন ও রেস্তোরাঁয় তিন বেলা বেশ ভালো মানের খাবার পাওয়া যায়।
    ..................................................................................................................
    এরকম আরো সুন্দর সুন্দর ট্যুর রিলেটেড ভিডিও দেখতে আমার ইউটিউব ও ফেসবুক পেইজকে ফলো দিয়ে রাখতে পারেন এবং ট্যুর রিলেটেড যেকোন প্রশ্নের উত্তর জানতে সরাসরি যোগাযোগ করতে পারেন।
    My Facebook Page:
    / travelwithnasirshah
    My Gears ➤ ✔️ Camera- GoPro Hero 11 , Samsung S22 ultra , DJI MAVIC MINI 2
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #damtua #chattogram #waterfall #alikodom #bandorban #fypp シ #fypviral シ゚

Komentáře •