মানুষের মধ্যে খোদা || Manusher Moddhe Khoda || শিকল পাগলা

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2020
  • Ali Azom
    ১৪ই জুলাই, ২০২০
    গান: মানুষের মধ্যে খোদা
    শিল্পী : শিকল পাগলা
    #শিকল পাগলার প্রকৃত নাম আজিজুল হক। তিনি একজন জন্মান্ধ। নানাপ্রান্তে ঘুরে ঘুরে দোতরা বাজিয়ে গান পরিবেশনা করে জীবিকা নির্বাহ করেন। দর্শকের পছন্দমত গান পরিবেশন করেন তিনি। সাধারণত বিচ্ছেদ, দেহতত্ত্ব, মুর্শিদি ও পল্লিগীতি তার কণ্ঠে বেশি শোনা যায়।
    মানুষের মধ্যে খোদা গানটি একটি দেহতত্ত্বমূলক গান। যেখানে শিল্পী মানুষের দেহেই সৃষ্টিকর্তাকে খুঁজে পান। শিল্পীর কথায় প্রতীয়মান হয় যে, মানুষের মাঝেই সৃষ্টিকর্তা বিরাজমান। সৃষ্টিকর্তাকে পেতে হলে মানুষকে অবহেলা করা যাবে না। তাকে বাদ দিয়ে সাধন-ভজন সম্ভব নয়।
    গানের লিরিক্স
    মানুষের মধ্যে খোদা তারে কেন চিনলা না
    মানুষ ছাড়া তোমার সাধন হবে না ভজন হবে না।।
    তুমি নামাজে হও খাড়া
    মুখে বলো আল্লাহ আল্লাহ
    সামনে চাইয়া দেখ মানুষ সমরায়
    মানুষ ছাড়া তোমার সাধন হবে না ভজন হবে না
    তুমি সেজদা দিবা যারে সে গেছে মরে
    এই জন্যে জানাযাতে সেজদা চলে না
    মানুষ ছাড়া তোমার সাধন হবে না ভজন হবে না
    মায়ার জাহির খোদার শামিল
    বেহেশতে যাওয়ার নিশানি
    অবিশ্বাস কর যদি দলিল খোঁজ না
    মানুষ ছাড়া তোমার সাধন হবে না ভজন হবে না
  • Hudba

Komentáře • 8