আজ ১০ ই মহররম মাওলা হুসাইন (আঃ)সুন্দর একটি কাওয়ালী গান অসাধারণ

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • আজ ১০ ই মহররম। আজ সেই বেদনা বিধুর দিন, যেই দিনে মাওলা ইমাম হোসাইন (আ:) কে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়। সকল পাক পান্জাতন প্রেমিকদের জানাই গভীর শোক ও সমবেদনা । 😭
    কারবালায় মাওলা ইমাম হোসাইন (আ:) এর শেষ ভাষণ: কারবালার মাঠে একে একে যখন সবাই শাহাদাত বরণ করেছেন এবং হযরত ইমাম হোসাইন (আ:) যখন কেবল একা দাড়িয়ে ছিলেন তখন ইয়াজিদের (লা:) বাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন, কেনো আমাকে হত্যা করতে চাও ❓ আমি কি কোনো পাপ অথবা অপরাধ করেছি ❓ ইয়াজিদের সৈন্যবাহিনী বোবার মতো দাড়িয়ে রইলো। পুনরায় ইমাম হোসাইন (আ:) বললেন, আমাকে হত্যা করলে আল্লাহর কাছে কি জবাব দেবে ❓ কী জবাব দেবে বিচার দিবসে মহানবীর কাছে ❓ইয়াজিদের সৈন্যবাহিনী পাথরের মতো দাঁড়িয়ে থাকে। আবার ইমাম হোসাইন (আ:) বলেন, "হাল মিন নাসরিন ইয়ানসুরুনা ❓" অর্থাৎ - "আমাদের সাহায্য করার মতো কি তোমাদের মধ্যে কি একজনও নেই❓" তারপরের আহ্বান টি সাংঘাতিক মারাত্মক। মাওলা ইমাম হোসাইন (আ:) বলেছিলেন, আলাম তাসমাও ❓আলাইসা ফিকুম মুসলিমু ❓ অর্থাৎ - " আমার কথা কি শুনতে পাও না ❓ তোমাদের মাঝে কি মাত্র একজনের মুসলমান নেই❓ মাওলা ইমাম হোসাইন (আ:) এর শেষ বাক্যটি মাত্র একটি ছোট বাক্য। অথচ এর ব্যাখ্যা যদি কাঁচ ভাঙার মতো টুকরো টুকরো করে দেখানো যায় তবে সেই বাক্যটি হবে খুবই বেদনাদায়ক।
    ইয়াজিদের বাহিনীর মধ্যে সবাই মুসলমান ছিলো কিন্তু একটিও সত্যিকার আসল মুসলমান ছিলো না বলেই ইমাম হোসাইন (আ:) এই আহ্বান জানিয়ে পৃথিবীর সকল মানুষ কে বুঝিয়ে দিয়ে গেলেন যে সবগুলো নামধারী মুসলমান ছিলো।
    হায় হোসাইন! হায় হোসাইন! হায় হোসাইন 😭
    লাব্বাইক ইয়া মাওলা হোসাইন (আ:) 🌺
    লাব্বাইক ইয়া মাওলা হোসাইন (আ:) 🌺
    লাব্বাইক ইয়া মাওলা হোসাইন (আ:) 🌺

Komentáře •