ছাগল পালনের সাধারণ ধারনা।

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2024
  • ছাগল পালন করার পদ্ধতি
    বাংলাদেশে ছাগল অন্যতম গৃহপালিত পশু। ছাগী ৭-৮ মাসের মধ্যে বাচ্চা ধারণ ক্ষমতা অর্জন করে। এটি একসাথে ২-৩টি বাচ্চা দেয়ার কারণে কৃষকের নিকট খুব জনপ্রিয়। একটি ছাগল খাসি ১২-১৫ মাসের মধ্যে ১৫-২০ কেজি হয়ে থাকে। ছাগলের মাংস খুব সুস্বাদু। তাই বাজারে এ ছাগলের অনেক চাহিদা রয়েছে। ছাগলকে গরিবের গাভী বলা হয়।কারণ গাভী পালনের জন্য প্রাথমিক মূলধন, বাসস্থান ও খাদ্য বেশি লাগে।প্রচলিত পদ্ধতিতে ছাগল পালন : গ্রামে ছাগলকে মাঠে, বাগানে, রাস্তার পাশে বেঁধে বা ছেড়ে দিয়ে পালন করা হয়।সাধারণত ছাগলকে বাড়ি থেকে কোনো বাড়তি খাদ্য সরবরাহ করা হয় না। কৃষক বর্ষাকালে বিভিন্ন গাছের পাতা কেটে ছাগলকে খেতে দেয়। রাতে ছাগলকে নিজেদের থাকার ঘর বা অন্য কোনো ঘরে আশ্রয় দেয়।বাণিজ্যিক উদ্দেশ্যে ছাগল পালনের জন্য বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করতে হবে। এতে ছাগলের বাসস্থান, খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈজ্ঞানিক উপায়ে আবদ্ধ ও অর্ধ-আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করা হয়। যাদের চারণ ভূমি বা বাঁধার জন্য কোনো জমি নেই সেখানে আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করা হয়।

Komentáře • 15

  • @saidurrahman8820
    @saidurrahman8820 Před 12 dny

    ১০০ ছাগল ২ লাখ টাকায় পাওয়া যায়?

  • @hamidurrahman9946
    @hamidurrahman9946 Před 3 měsíci +2

    ভাই, মনে মনে কলা খাওয়ার হিসাব করছে। ১০০ ছাগল কিনলো ২ লক্ষ আর ৩৬০ ছাগল বেচলো ২৫ লক্ষ 😂😂😂😂

  • @tareqahmed7838
    @tareqahmed7838 Před 10 dny

    Bhul hisab onk bro bhul hisab se school a e jayni

  • @user-kd1nm2ju2n
    @user-kd1nm2ju2n Před 3 měsíci +1

    ভাই ১০০ ছাগল ১০০০০ টাকাই কোন দিনো হবে না। আমার ৪ আছে তাতে লাগে ২০০০ টাকা। তো??? ১০০ টা ১০০০০ টাকাই কেমনে হবে..?

  • @tazbirratan8242
    @tazbirratan8242 Před 3 měsíci

    এসব আপনার কাল্পনিক মনের কল্পনা। বাস্তবে আপনি কখনো করে দেখেছেন বা কাউকে করতে দেখেছেন? বলা সহজ কিন্তু করা অনেক কঠিন, অনেক কঠিন।

  • @moinuddin9534
    @moinuddin9534 Před měsícem

    fake information

  • @shakhawathossain5128
    @shakhawathossain5128 Před 3 měsíci

    সম্পুর্ন উল্টা /ভুয়া তথ্য।