প্রোবায়োটিকসের ভান্ডার, ঔষধ লাগবেনা আর। বাঁধাকপির আচার রেসিপি ও উপকারিতা Sauerkraut Recipe benefits

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Bangla English Instructions
    বাঁধাকপির আচার রেসিপি ও উপকারিতা How to make sauerkraut & Benefits | Fermented Cabbage Recipe
    কাঁচা খাবারের চেয়ে ও বেশী উপকারী। এতে থাকে বাড়তি প্রোবায়োটিক। আর বর্তমানে আমাদের দেশের মানুষের জন্য প্রোবায়োটিকের প্রয়োজনীয়তার কথা বলে শেষ করা যাবে না।
    Sauerkraut more nutritious than the original cabbage
    It is a good source of dietary fiber, vitamins C and K,
    high in calcium and magnesium,folate, iron, potassium, copper, manganese and probiotics...
    Thanks for watching and don’t forget to SHARE (if you like this video).
    Please, subscribe this channel for more videos.
    Regards
    Hasna
    #acteria #probiotic #sauerkraut #hasnascookingplus
    BeatbyShahed
    / djshahmoneybeatz
    / beatbyshahed
    / djshahmoneybeatz
    / imshahed

Komentáře • 102

  • @rajibchowdhury5694
    @rajibchowdhury5694 Před 2 lety +4

    চমৎকার। খুব দরকারী একটা রেসিপি। আপনার কথা শুনে মনে হলো , আপনি চট্টগ্রাম অঞ্চলের লোক। ধন্যবাদ আপনাকে।

  • @aynaghor3869
    @aynaghor3869 Před měsícem

    Assalamu Alaikum, Aj k prothom apnar vedio dekhlam khub upokari n halpfull vedio thank u so much ! Like , comment, subscribe kore rakhlam 🇧🇩🇶🇦❤️🤲🌹

  • @miltonbd7979
    @miltonbd7979 Před 3 lety +3

    আপু আপনার কথাগুলো পরিস্কার কিন্তু একটু ইউনিক সম্পুর্ন আলাদা। ধন্যবাদ আপু

  • @sadikulislam6386
    @sadikulislam6386 Před 6 měsíci +1

    আপু কেফির এর গ্রেইন টা বাংলাদেশে তো সহজলভ্য না।আমার জন্য এটা প্রয়োজন। আপনি এটা নিয়ে একটা ভিডিও দিলে উপকৃত হব।

  • @queenofheaven2322
    @queenofheaven2322 Před 2 lety +1

    অাপনার ভিডিও দেখে অামি এই রেসিপিটা তৈরী করেছে। খেতে সুস্বাদ

  • @bilal_saeed
    @bilal_saeed Před 2 lety +2

    ট্রাই করবো অবশ্যই, ধন্যবাদ

  • @md.nuruzzamansarkar7653
    @md.nuruzzamansarkar7653 Před rokem +1

    Assalamu Alaikum I think it’s very helpful for IBS related diabetic patient. It will be reversing IBS as well as diabetics. I will try this recipe.

  • @faridhossain4358
    @faridhossain4358 Před 2 lety +1

    উপকারী ভিডিও, অশেষ ধন্যবাদ।

  • @familydiarybymimmi
    @familydiarybymimmi Před 9 měsíci

    অনেক উপকারী তথ্য পেলাম। ধন্যবাদ

  • @mollaazam
    @mollaazam Před 8 měsíci

    রেসিপি ভালো লেগেছে।

  • @yasminhaq7470
    @yasminhaq7470 Před rokem

    অনেক ভালো লেগেছে। চমৎকার ভাবে বুঝিয়ে বলেছেন। আপনি কোন দেশে আছেন। please

  • @HASNASCOOKINGPLUS
    @HASNASCOOKINGPLUS  Před 4 lety +1

    Please ignore my language.
    Please Like and Subscribe to support my
    Channel. thanks

  • @ashekelahi8558
    @ashekelahi8558 Před 2 měsíci

    কাচের জার ব্যবহার করতে হবে?
    নাকি প্লাস্টিকের জার ব্যবহার করলেও চলবে?

  • @mohidurrahman2035
    @mohidurrahman2035 Před 8 měsíci

    Masha Allah

  • @dr.akbarhossain5602
    @dr.akbarhossain5602 Před 3 lety

    আনেক অনেক সুন্দর আপি 🇧🇩📚🌹🌹💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 3 lety

      ধন্যবাদ।
      চ্যানেলে, প্রবোয়োটিকস নিয়ে ৯-১০ টা ভিডিও আছে। সেগুলো দেখার অনুরোধ রইল।

  • @ashrafchowdhury608
    @ashrafchowdhury608 Před 4 lety +1

    Thanks, I will try, we need this,

  • @mridulsaha6727
    @mridulsaha6727 Před 2 lety

    Medam hony vinegar probitic jukto kiibabe banabooo pllzz jana thakleee plzzz helpp korbeennnn.........like it

  • @muknerd2
    @muknerd2 Před rokem

    ধন্যবাদ। একটু আগে বানালাম। আবার একটা রিভিউ দেখলাম এটা নিশ্চিত হবার জন্য কোন ভুল করেছি কিনা।

  • @moktaralibd91
    @moktaralibd91 Před 5 měsíci

    আসসালামু আলাইকুম আপু এখানে পানি কি একটু বেশি দিলে সমস্যা হবে

  • @moktaralibd91
    @moktaralibd91 Před 9 měsíci

    আসসালামু আলাইকুম আপু এখানে কি কোন দাতব চামচ ,যেমন স্টিল লোহা ব্যবহার করা যাবে?

  • @ratultex6032
    @ratultex6032 Před 2 lety

    Many many thanks

  • @user-sx3uj7xd3x
    @user-sx3uj7xd3x Před 5 měsíci

    আপু কি লবন দেবো. বলবেন

  • @mdjalillaskar3390
    @mdjalillaskar3390 Před 9 měsíci

    Good. Bangladesh

  • @delwariqbal4886
    @delwariqbal4886 Před rokem

    আসসালামু আলাইকুম। আপনি কোন দেশে থাকেন ? ব্রকলী সীড থেকে অংকুরিত গাছ নিয়ে একটা ভিডিও বানাবেন কি ?

  • @queenofheaven2322
    @queenofheaven2322 Před 2 lety

    ধন্যবাদ অাপু

  • @ibrahimmiah3960
    @ibrahimmiah3960 Před 8 měsíci

    আপা এটা কি ভাত খাওয়ার পর খাবে নাকি যে কোন সময় প্লিজ জানাবেন

  • @mohammadkasem7671
    @mohammadkasem7671 Před 9 měsíci

    Apu dip friz rakha jay??

  • @mamtazbegam3168
    @mamtazbegam3168 Před 4 lety

    Very good. Healthy food for sound health

  • @mdnasiruddin7834
    @mdnasiruddin7834 Před 4 lety

    very very very good

  • @harunrocky7332
    @harunrocky7332 Před 4 lety

    Thanks apu

  • @taslimapapia6836
    @taslimapapia6836 Před rokem

    Hypothyroid er roogider badha copy khawa nisedh , evabe ki khawa jabe?

  • @jannatulferdoussmrity3231

    Ki ki vegetable / fruit s dea avabe banano jai? Janaben pl

  • @shahinurrahman1538
    @shahinurrahman1538 Před rokem

    আপা বাঁধাকপি লবণ পানিতে তিনদিন রাখার কারনে কি একটু নরম হয়ে যায় একটু জানাবেন

  • @user-en9gr7pu6f
    @user-en9gr7pu6f Před 8 měsíci

    পাতা কফি সহ জল খেতে হবে।

  • @Saifulislam-gc6wo
    @Saifulislam-gc6wo Před rokem +1

    বোতলের মুখ কি ভালো ভাবে আটকাতে হবে। বোতলের মুখ দিয়ে বাতাস প্রবেশ করলে কি সমস্যা হবে।

  • @narayansarker397
    @narayansarker397 Před rokem

    প্রতিদিন কি পরিমান খেতে হবে?

  • @mafiuddin8449
    @mafiuddin8449 Před 5 měsíci

    আপনি কি চট্টগ্রামের।

  • @jasminejaman5127
    @jasminejaman5127 Před 4 lety +1

    ai khabar gula kiser sathe khele besi valo lagbe..
    naki amni khete hobe..
    akdom notun khabar tai ask kortesi ar ki..

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 4 lety +4

      প্রশ্ন করলেই আমি বেশি খুশী হব ।
      এখানে (UK)দেখি অনেক অনেক বিক্রি করে, তবে আমাদের দেশে একবারে নতুন । অভ্যস্ত হতে সময় লাগবে। এটা (this recipe) একেবারে বেসিক/অথেন্টিকটা , শুধু লবন দিয়ে করা। এতে কাঁচামরিচ , আদা দিলে নতুন হলেও ভালো লাগবে। অন্য একটা রেসিপি আছে দেখতে পারেন । সালাদ , ভর্তা মাখাতে পারবেন । এমনি পরিমানে বেশি খেতে হয় না । এক টেবিল চামচ এমনি এমনি খাওয়া যায় । ভাতের সাথে আচারের মত নিতে পারেন । আমি এইভাবে খায় একচামচ । বেশি গরম বা রান্না করলে প্রোবায়োটিক নষ্ট হয় । এই খাবারে অনেক প্রোবায়োটিক থাকে যা সবার জন্য দরকারি । প্রোবায়োটিক কমে গেলে বিভিন্ন রোগ হয় ঃ হজম সমস্যা , diabetics, weight gain, gastric, bp, constipation, bowel leaking, বুক /গলা জ্বলা ……. । fermented food Health benefit নিয়ে একটা ভিডিও আছে দেখতে পারেন।

    • @jasminejaman5127
      @jasminejaman5127 Před 4 lety

      @@HASNASCOOKINGPLUS onek onek dhonnobad apu,
      apnar pry sob vedio dekhe felesi and new vedio paoar opekkhay asi😍
      khub valo lagse apnar vedio gula, amn aro sundor ar upokari vedio chai..

  • @jannatjahan7926
    @jannatjahan7926 Před 9 měsíci

    দিদি, এটা কি ২℅ লবণ দিতে হবে?

  • @md.mizanurrahman9211
    @md.mizanurrahman9211 Před 10 měsíci

    আচ্ছালামু আলাইকুম। পানি গুলো কি করবো?

  • @cartoonngb
    @cartoonngb Před 7 měsíci

    ফ্রিজের বাইরে এটা কতদিন রেখে খাওয়া যাবে?

  • @deadinside8719
    @deadinside8719 Před 2 lety

    Where we gonna find that marble stone?

  • @mdarifulislam1871
    @mdarifulislam1871 Před 2 lety

    Madam,khola mokhe ki refrigerator a store kora Jabe?Ami basi koray Bania selam,but refrigerator a rakar por opor a MOTA ekta sor poray,eta ki nosto hoie Gase? please janaben.thanks

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 2 lety +2

      উপর থেকে যতটুকু নষ্ট ততটুকু ফেলে দিন, বাকিটুকু খেতে পারবেন।
      এটার আমার কথা না, বিশেষজ্ঞরাও এটা বলে থাকে।
      সবজি ডুবে থাকার মত পানি না থাকলে, পানির সাথে লবন মিশিয়ে দিন।
      এটা উপরে পানি ছিলো না, অথবা সবজি পানি টেনে নিয়েছে হয়ত এজন্য।

    • @mdarifulislam1871
      @mdarifulislam1871 Před 2 lety

      @@HASNASCOOKINGPLUS thanks a lot

  • @bilal_saeed
    @bilal_saeed Před rokem

    আপু বানানোর ৩/৪ দিন পরে কি খেতে পারবো
    নাকি ৩/৪ সপ্তাহ পরে খেতে হবে
    কনফিউজ ছিলাম, যদি বলতেন ভালো হতো
    ধন্যবাদ

    • @jannat4758
      @jannat4758 Před 11 měsíci

      ৩-৪দিন পর থেকে খেতে পারবেন। ৩-৪দিন পর অবশ্যই ফ্রিজে রাখবেন।

    • @bilal_saeed
      @bilal_saeed Před 11 měsíci

      @@jannat4758 thanks Apu

  • @halimsarkar215
    @halimsarkar215 Před 2 lety

    পানি সহ খেতে পারবো?

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 2 lety +1

      হ্যাঁ, পানিসহ খেতে পারবেন। এমনি খেতে ভালো না লাগলে সালাদ /ভর্তা মাখাতে পারেন।
      আর ২য় বার করতে গেলে, এইখানের অল্প পানি মিশিয়ে দিতে পারবেন। এতে ২য় বারের ফার্মেন্টেশন তাড়াতাড়ি শুরু হবে।

  • @akik1506
    @akik1506 Před 4 lety

    Fridge ছাড়া কিভাবে রাখা যাবে? কতদিন?

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 4 lety +2

      এটা নির্ভর করবে : রুম তাপমাত্রা, লবন পানির ঘনত্ব, কিভাবে রাখছেন এসবের উপর। রুমের তাপমাত্রা কম হলে বেশিদিন ভালো থাকবে। লবণপানির মিশ্রনে ডুবিয়ে রাখতে হবে। প্রয়োজনে বাড়তি লবন পানি দিবেন। ভালোকরে চেপে দিবেন। লবন পানির উপরে যা থাকবে তা নষ্ট হবে আগে। প্রত্যেক বার বয়াম থেকে নেয়ার পর বাকিগুলো চেপে দিবেন। এইভাবে অনেকদিন রাখতে পারবেন।আমি শীতকালে ১-২ সপ্তাহ রুমে রেখে এরপর ফ্রিজে রাখি।একবছর পর্যন্ত থাকে। আর নষ্ট হলে উপরে সাদা কাল দেখবেন, খেতেও খারাপ লাগবে।তবে বিশেষজ্ঞরা বলে যতটুকু নষ্ট ততটুকু ফেলে দিয়ে বাকিগুলোও খাওয়া যায়। ধন্যবাদ

  • @moktaralibd91
    @moktaralibd91 Před 2 lety

    এই খাবারটাকি ফ্রিজে রাখা ছারা খাওয়া যাবে?

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 2 lety

      বাংলাদেশে তো অনেক গরম, ফ্রিজে না রাখলে নষ্ট হতে পারে

  • @shafikmahmud4155
    @shafikmahmud4155 Před 2 lety +1

    ডাঃ মজিবুর রহমানের ভিডিও দেখে জানতে পারি এবং ছারছ দিয়ে আপনার ভিডিও দেখলাম সঠিক তথ্য। ধন্যবাদ।

  • @rminternetcafe9302
    @rminternetcafe9302 Před 3 lety

    ki diya capa dita hoba

  • @shantoislamshohel8768
    @shantoislamshohel8768 Před 2 lety

    আপা আমি আপনার দেখানো পদ্ধতিতে সাওয়াক্রউট তৈরি করেছি কিন্তু ৩ দিন পর ফ্রিজে রাখার পর উপরের পানি শুকিয়ে গেছে। তাহলে নস্ট হয়ে যাবে। একটু জানাবেন।

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 2 lety +1

      পানিতে লবন মিশিয়ে সেটা দিয়ে দিন। আর চেপে দিন।

  • @user-oc6fb4fi6e
    @user-oc6fb4fi6e Před 2 lety

    আসসালামু আলাইকুম আপু আচারের লবন বলতে কি ভিট লবন একটু ক্লিয়ার করেন।

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 2 lety

      না, আচারের লবন বিট লবন না। মুদির দোকানে সৈন্ধব /সিন্দু লবন বললে পাবেন আর মুদির দোকানেই আচারের লবন পাওয়া যায়। যেকোন টা ব্যবহার করতে পারবেন। সুপার স্টোরে পিঙ্ক সল্ট /হিমালয়ান পিঙ্ক সল্ট পাবেন। পিঙ্ক সল্ট মানে সৈন্ধব /সিন্দু লবন।

  • @mdainul9061
    @mdainul9061 Před rokem

    ম্যাডাম, ফ্রিজে না রাখলে কি এটা নষ্ট হয়ে যাবে?? আমি তৈরি শুরু করেছি, বলেন প্লিজ।

    • @user-oe3hs7ud7l
      @user-oe3hs7ud7l Před rokem

      ফ্রিজে রাখতে হবে, উপকারী ব্যকটেরিয়া গুলো মরে যায় তার জন্যই ফ্রিজিং করতে হয়

  • @moktaralibd91
    @moktaralibd91 Před 2 lety

    এই খাবারটাকি আলসারের রোগি খাইতে পারবে?

  • @tahminazaman3233
    @tahminazaman3233 Před 2 lety

    কিছু মনে করবেন না এর লবন পানি ফেলা হয় না কিমচিরটা ফেলা হয় কেন। আমি খুবই খুশি আপনাকে পেয়ে

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 2 lety

      আপু, এগুলো হাজার হাজার বছর আগের খাবার। এরা প্রোবায়োটিক এর জন্য না, খাবারগুলোকে সংরক্ষণের জন্য এভাবে রাখতো। যেমন আমরা শুটকি/আচার বানায়। সাওয়ারক্রাউট হাজার বছর আগে এক দেশ থেকে অন্য দেশে পাঠাতো, পাঠাতে কয়েক মাস সময় লাগতো, এজন্য লবনটা বেশি দিত। যেন নষ্ট না হয়।
      কিমচি, নাপা ক্যাবেজ সংরক্ষনের জন্যই করা হত, আর শীতকালে তাদের শরীর গরম থাকে এমন খাবার মজুদ রাখতেই এই কিমচি রেসিপি।
      এতো বছর পরে এসে দেখা যাচ্ছে, এই খাবারগুলো অনেক উপকারী।
      রেসিপিগুলো হাজার বছর আগে যেভাবে ছিলো, এখনো অনেকটা সেরকমই। এজন্য কিমচি আর সাওয়ারক্রাউট এর প্রসেস দুইরকম।
      কিমচিতে লবন টা পরিমানমত থাকে, এজন্য শুরুতে লবন বেশি দিয়ে খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করা হয়। এরপর ধোয়ে লবন কমিয়ে নেয়া হয়।
      অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

  • @rminternetcafe9302
    @rminternetcafe9302 Před 3 lety

    pani dewa laga jodi dewa laga kon somoi dita hoi

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 3 lety

      ৩ সপ্তাহের মধ্যে, যদি উপরের অংশ শুকনা দেখায়। উপরের অংশ শুকনা হয়ে গেলে, নষ্ট হয়ে যেতে পারে।

  • @MdRoni-so7tt
    @MdRoni-so7tt Před rokem

    পানি কি করবো....

  • @md.anarulislam1314
    @md.anarulislam1314 Před 3 lety +1

    kono super shop a ki paoya jai

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 3 lety

      লবন ? না বাঁধাকপি ?

    • @md.anarulislam1314
      @md.anarulislam1314 Před 3 lety

      @@HASNASCOOKINGPLUS total supplement ta banano paoya jai ki naa?

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 3 lety

      @@md.anarulislam1314 বাংলাদেশে কোরিয়ান /চাইনিজ সুপার স্টোরে দেখতে পারেন।
      আর না হয়, দেশি বাঁধাকপি + সৈন্ধব লবন দিয়ে বানাতে পারেন।

    • @md.anarulislam1314
      @md.anarulislam1314 Před 3 lety

      @@HASNASCOOKINGPLUSthanks

  • @AbdulHaque-ys1ze
    @AbdulHaque-ys1ze Před 10 měsíci

    আপু,কতটুকু সবজির সাথে কতটুকু লবন দিতে হবে,কতটুকু পানির সাথে কতটুকু লবন দিতে হবে? সব ফার্মেন্টেসন রেসিপিতে কি একই পরিমানে লবণ দিতে হবে?

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 10 měsíci +1

      loboner poriman video te bola ache.eta prai sob sobji te ekoi.

    • @AbdulHaque-ys1ze
      @AbdulHaque-ys1ze Před 10 měsíci

      @@HASNASCOOKINGPLUS ধন্যবাদ।

  • @user-ue5us2mb2i
    @user-ue5us2mb2i Před měsícem

    আপনি কোন দেশের নাগরিক?

  • @tahminazaman3233
    @tahminazaman3233 Před 2 lety

    আমি একটা ইঙলিস ভিডিও তে সব সবজী পানি দিয়ে রাখছে সাথে লবন।বলছে টু পয়েন্ট ফাইভ পারসেন সল্ট এতে কত চামুচ হয়।আর একটা রুমের কাঠ দিয়ে ঘীরে দিচ্ছে। সেখানে রাখছে। আমি দুই বসর হয় এগুলো দেখি।আর একজন এক কাপ ভিনেগার দুই কাপ পানি দিয়ে রাখছে।এটা কি রান্না করে খাওয়ার জন্য অনেক দিন পর মনে হয় খাবার দীর্ঘ দিন ধরে রাখার প্রসেস

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 2 lety

      আপু, ফার্মেন্টেশনের জন্য সবজি / ফল অথবা পানির সাথে একটা অনুপাতে লবন দেয়া হয়, সেই লবন পানিকে বলে ব্রাইন। আর অনুপাতটা ২%- ৫% ও হতে পারে। ২.৫% ব্রাইন মানে ১ লিটার পানিতে ২৫ গ্রাম বা প্রায় দেড় টেবিল চামচ লবন।
      আমি ভিনেগারের বিপক্ষে থাকি, এজন্য বেশি ধারণা নেই। অনেক স্পেশালিস্টের মতে, ভিনেগার ভালো ব্যাকটেরিয়াও ধ্বংস করে।
      ভিনেগার দিয়ে রাখলে এমনি খাওয়া সম্ভব, রান্না করতে হবে না।

  • @halimsarkar215
    @halimsarkar215 Před 2 lety

    ফ্রীজে রাখলে কি বইয়োমের মুখ খুলা রাখতে হবে?

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 2 lety +1

      na

    • @halimsarkar215
      @halimsarkar215 Před 2 lety

      @@HASNASCOOKINGPLUS এটা কি খাবার পড়ে খায়?

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 2 lety +3

      @@halimsarkar215 যেকোন সময় খেতে পারবেন। তবে গরম করে খাবেন না। গরম করলে প্রোবাইয়টিক মরে যাবে।

  • @moktaralibd91
    @moktaralibd91 Před 9 měsíci

    আপু বাংলাদেশের মানুষরে এই খাবার সম্বন্ধে জানেই না কিছু

  • @NasirUddin-ct2db
    @NasirUddin-ct2db Před 5 lety +2

    এই সব বাংলাদেশীরা পছন্দ করে না। চোখ ধাঁধানো রেসিপি দেন, দেখবেন চ্যানেল এর উন্নতি হবে তাড়াতাড়ি।

    • @bilal_saeed
      @bilal_saeed Před rokem

      Lol bekubra eivabe bole
      Jan giye চানাচুর khan beshi beshi 🙂

  • @ziaulahsan1474
    @ziaulahsan1474 Před 4 lety

    যদি খাবারটি বানানোর কোন প্রকৃয়ায় এটি নষ্ট হয়ে যায় তবে কিবাবে বুঝবো? নষ্ট হওয়ার লক্ষন কি??

    • @HASNASCOOKINGPLUS
      @HASNASCOOKINGPLUS  Před 4 lety +1

      নষ্ট হলে উপরে সাদা সাদা দেখা যাবে।তবে বিশেষজ্ঞদের মতে, উপরে যতটুকু নষ্ট হয়, তা ফেলে দিয়ে বাকিটা খাওয়া নিরাপদ।নষ্ট হলে অতিরিক্ত টকও হতে পারে। আর রুমে বেশিদিন রেখে দিলে নষ্ট হতে পারে।
      আমার মতে, লবন পরিমানমত দিলে, আর উপরে ভারী কিছু দিয়ে চেপে রাখলে বা সবসময় তরলের নিচে থাকলে নষ্ট হবে না। বয়াম ব্যবহারের আগে গরম পানি সিদ্ধ করে নেয়া উচিত।

    • @faridhossain4358
      @faridhossain4358 Před 2 lety

      আপু এতে কি টকদই সামান্য দেয়া যাবে?

    • @user-oe3hs7ud7l
      @user-oe3hs7ud7l Před rokem

      @@faridhossain4358 না

  • @MDJoynal-lu3dz
    @MDJoynal-lu3dz Před rokem +1

    Fermented এর জন্য প্লাসটিক পাত্র ব্যবহার করা যাবে কি? দয়াকরে জানাবেন