পূর্ণেন্দু পত্রীর কবিতা - স্রোতস্বিনী আছে, সেতু নেই

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • জনপ্রিও বাংলা কবিতা
    পাঠ - সুরভী আলাম

Komentáře • 10

  • @Dwords
    @Dwords Před rokem +1

    কন্ঠস্বর এককথায় অসাধারণ।

  • @pankajdutta4252
    @pankajdutta4252 Před rokem

    মুগ্ধ হলাম ।

  • @bhaskarchakraborty6608

    পূর্ণেন্দু পত্রী ❤️

  • @anirbankasienath8810
    @anirbankasienath8810 Před 2 lety

    আপনি একজন মেয়ে যেমন চেহেরা তেমন অভিনয়। মায়া লাগানো। দি নিউ সবুজ অপেরা

  • @mahjabinjahan3759
    @mahjabinjahan3759 Před 3 lety +1

    এভাবেই তোমার সুন্দর কন্ঠে আমাদের কবিতা শুনিয়ে যাবে আশা করি,,

  • @nasibzaman8555
    @nasibzaman8555 Před 3 lety +1

    Just awesome.

  • @azizulhoque4699
    @azizulhoque4699 Před 2 lety

    সেই ছেলেবেলা
    মোঃ আজিজুল হক
    ব্যাস্ত জীবনের পথে হঠাৎ একটুখানি অবসর।
    হঠাৎ এই ক্লান্ত দূপুর, আলস্য বেলা।
    মনে করে দেয় সেই ছেলে বেলা।
    মনে করে দেয় -
    সেই স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন।
    মনে ভাবি আজ সেসময় ফিরে পাব কি এখন !
    সেই টলটলে জলের পুকুর, ডুব সাতার খেলা,
    কুপিজ্বলা জোনাকভরা সাঝের বেলা।
    ঝলমলে রোদেলা ছোট্ট নদীর তীর,
    সন্ধানী চোখে পাওয়া পাখির নীড়।
    সেই কলমি ডাটার স্টেনগান হাতে এগিয়ে চলা।
    ছোট্ট মনের কল্পনার কুঠিরে গড়ে ওঠা মুক্তিযোদ্ধার-
    ফাগুনের বিকেলে যুদ্ধ যুদ্ধ খেলা।
    মনে পড়ে আজি হায়-
    নতুন বছরের পাঠশালায় প্রভাতবেলায়।
    পুরনো স্মৃতি ভুলে নতুন বইয়ের ঘ্রাণে।
    পাঠশালা জেগে উঠত উচ্ছাসে ভরা উল্লাসিত প্রাণে।
    পড়ন্ত বিকেলে খোলা মাঠে উড়াইয়া ঘুড়ি,
    খোকার দল খুলিয়া বসিতাম গল্পের ঝুড়ি।
    আবার করিতাম কখনও বল লয়ে ছোটাছুটি।
    বিকেলের সেই সোনা রোদ্রের সোনালি বরণ টুটি।
    আসি আসি করি গোধুলি লগন,
    টের পেতাম না সন্ধ্যা নামিল কখন?
    আজি এ অবেলায় বড় পড়ে যে মনে-
    যখন বরষার বারিধারায়,
    শূণ্য নদী প্রাণ পাইত বানে।
    অবাক নয়নে চেয়ে ভেবে হইতাম সারা।
    ইঞ্জিন বোটে ঢেউ তুলে ছুটে আসিল কারা!
    কোথাকার মাঝি ভাই কোথায়বা যায়?
    বাঁকে বাঁকে ঘুরেফিরে নদী থামিল কোন গাঁয়?
    অচেনা দূরগায়ে নীল আকাশ পড়েছে যে নুয়ে!
    মিতালি গড়ল কি বাঁশবন, নীল ছামিয়ানা ছুঁয়ে?
    যেমনি করে ধূসর বালি খেয়ালি হাওয়ায়।
    হঠাৎ একটুখানি গা ভাসিয়ে,
    আবারও হারায় চির আবাস মৃত্তিকায়।
    তেমনি করে অতীতের কপাট খুলে, কত যে স্মৃতি!
    স্বযতনে দোলা দিয়ে সূূদূর অতীতে,
    আবারও ফিরে যায়।

  • @kobita895
    @kobita895 Před rokem +1

    Golp0kabita Like and subscription kore na o

  • @kothaokobitaiamlan9158

    musikter link dau

  • @arzinakhatunsathi9307
    @arzinakhatunsathi9307 Před 3 lety +1

    Excellent ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️