মুখে তালাক বললেই তালাক হবে না। নবির সাথেও তর্ক করা যায়। Divorce। Quran। New Discovery

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2024
  • মুখে তালাক বললেই তালাক হবে না : ন্যায়বিচার ও সমতার প্রশ্নে নবির সাথেও তর্ক করা যায়
    তালাক নিয়ে কথা বলতে বড়ো বড়ো শায়েখরা অস্বস্তিবোধ করেন। তারা ৭০০ বা ৮০০ বছর আগের ইসলামি চিন্তাবিদদের মতবাদকেই প্রাধান্য দেন। তাদের দেওয়া আইন, ফতোয়া দিয়েই ফায়সালা করেন। তাদের ওপরে কিছু বললে ভাবেন, তাদেরকে অসম্মান করা হবে। কিন্তু আল্লাহর ওপর কথা বলতে, আল্লাহর আইনের ওপর নিজের মনগড়া আইন চাপিয়ে দিতে অস্বস্তিবোধ করেন না।
    আল্লাহ কোরআনে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, তিনি মানুষের জন্য জীবনবিধানকে সহজ করেছেন। মানুষই সেই জীবন বিধানকে কঠিন করে আল্লাহর সাথে নাফরমানি করেছে।
    আল্লাহ বলছেন, যে আল্লাহর আইন অনুযায়ী ফায়সালা করে না সে কাফের। লালসালুর মজিদগুলো তাই কাফের।
    কোরআনেই আল্লাহ মুখে মুখে রাগের মাথায় তালাক দেওয়ার বিধান দিয়ে রেখেছেন। কিন্তু এই মজিদরা সেটা দেখতে পায় না। কারণ তাদের অন্তরে লালসা।
    কেনো তালাক উচ্চারণ করলেই তালাক হবে না, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন।
    ওহ, আরেকটি বিষয়। নবির সাথেও যে কেউ তর্ক করতে পারে। ন্যায়বিচার ও সমতার প্রশ্নে এই তর্ক আল্লাহর কাছে বরং পছন্দের। কোরআনেই সেই প্রমাণ আছে যা আমি ভিডিওটিতে উপস্থাপন করেছি। সুতরাং এখন থেকে কাউকেই প্রশ্ন করতে ভয় পাবেন না। ইমান দুর্বল হওয়ার ভয় করবেন না। নবিও বলেননি ইমান দুর্বল হবে। আল্লাহও বলেননি, বরং প্রশ্ন করতে উৎসাহিত করেছেন। এখন থেকে কোনো মজিদকে ছাড় দেবেন না!

Komentáře • 73

  • @user-ed4du9ec8t
    @user-ed4du9ec8t Před 2 měsíci +3

    Excellent explain ❤❤

  • @digitalcommunity7621
    @digitalcommunity7621 Před 2 měsíci +3

    মাশা আল্লাহ🥰 ইসলামে পারিবারিক আইনের চমৎকার আলোচনা💖ধন্যবাদ🥰 আমাদের সবাইকে রাহমানুর রাহিম আল্লাহ পাকের আদেশ - নিষেধ মানার তৌফিক দিন - আমিন💖🥰

  • @mushfiquazaman9597
    @mushfiquazaman9597 Před 20 dny +2

    Thank you very much

  • @mdibrahimkhalilulllah1172
    @mdibrahimkhalilulllah1172 Před 2 měsíci +1

    আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি ইব্রাহিম বলছিলাম আলিয়াবাদ থেকেঅনেকদিন পর আপনাকে ইউটিউবে দেখলাম

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো?

  • @soumimandal2662
    @soumimandal2662 Před 2 měsíci +1

    Good analysis ; Be practical

  • @Jadid6283
    @Jadid6283 Před 2 měsíci +1

    Very good

  • @mdmoniruzzaman7572
    @mdmoniruzzaman7572 Před 2 měsíci

    অনেক সুন্দর।

  • @user-fk6kb4te4g
    @user-fk6kb4te4g Před 2 měsíci +1

    1200 YEAR'S AGO WRITE IN QURAN
    ABBASI TIME WRITE IN QURAN

  • @saifpatowary
    @saifpatowary Před 2 měsíci +2

    Thank you ,brother❗

  • @aklimaakter7242
    @aklimaakter7242 Před 5 dny

    চুরের হাত কাটার বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

  • @abrarhamide5027
    @abrarhamide5027 Před 2 měsíci +1

    আপনি এত বড় মুফতি এত দিন কোথায় ছিলেন হায়

  • @obroarif7444
    @obroarif7444 Před měsícem +2

    All religions are man-made and there is no religious God. There is only one eternal energy that we all belong to. you can call it God,universe, superpower, energy, light, divinity,parmatma,Allah etc etc. Don't forget these are just words. Don't get attached to them..

  • @tamjidulislamtuhin6279
    @tamjidulislamtuhin6279 Před měsícem

    আপনার কথার সাথে আমি একমত

  • @abcdefgh99697
    @abcdefgh99697 Před 2 měsíci

    মারিয়া কিফতিয়া কি পানি?

  • @user-fk6kb4te4g
    @user-fk6kb4te4g Před 2 měsíci

    OTHERS IS RELIGION BUT ISLAM IS DIN MEANING SHARIA LAWS OR POLITICAL IDEOLOGY BOOK ONLY

  • @justaboy8438
    @justaboy8438 Před měsícem

    Very important ❤❤❤

  • @justaboy8438
    @justaboy8438 Před měsícem

    অনেক ভালো লাগলো ❤❤❤

  • @user-sc2py6gc7z
    @user-sc2py6gc7z Před 2 měsíci

    If a Hindu says so--blasphemy will appear...

  • @user-fk6kb4te4g
    @user-fk6kb4te4g Před 2 měsíci

    DAY BY DAY INCREASE EXMUSLIM ATHEIST OR NASTIK IN THE WORLD 🌎 🌍 🌎 🌍 🌎 🌍

  • @tamimurrahman6464
    @tamimurrahman6464 Před měsícem

    আপনি কি রাসুল(সা) এর হাদীস কে শরীয়ার অংশ মনে করেন?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +1

      এই ধরনের প্রশ্ন করে সন্দেহবাদীরা। আপনার যাকে সন্দেহ হবে তাকে ফলো করার দরকার নেই, তার সম্পর্কে খোঁজখবরও নেওয়ার দরকার নেই। যাকে আমি বিশ্বাস করেন, যে আপনার মনের মতো তাকেই ফলো করুন।

    • @tamimurrahman6464
      @tamimurrahman6464 Před měsícem

      মুহাম্মাদ ইবনু সীরন (বিখ্যাত তাবি’ঈ) হতে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই এ ইলম হলো দীন। কাজেই কার কাছ থেকে তোমরা দীন গ্রহণ করছে তা যাচাই করে নাও। (অর্থাৎ সত্যবাদী, দীনদার এবং নির্ভরযোগ্য ব্যক্তির কাছ থেকে ইলমে দীন শিক্ষা করা প্রযোজন।)

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      @@tamimurrahman6464 অনলাইনে বসে লেকচার দিলে আর লেকচার শুনলে সত্যবাদী, দ্বীনদার ও নির্ভরযোগ্য ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। তাদেরকে বের করার উপায় কী? আমি বলবো, কোরআনই বলে দিয়েছে কার কথা আপনি শুনবেন। আমার বেশ কয়েকটা ভিডিওতে কোরআনের সেই আয়াতগুলো ব্যাখ্যা করেছি। কোরআনের আয়াত যথেষ্ট হওয়া উচিত।

    • @tamimurrahman6464
      @tamimurrahman6464 Před měsícem

      কুরআনের আয়াত দিয়ে জংগিরাও রেফারেন্স দেয়। কিন্তু সুন্নাহর রেফারেন্স দিলে তাদের যুক্তি টিকেনা। এজন্য জিজ্ঞেস করছি আপনি 'কুরআন যথেষ্ট হওয়া উচিত' বলতে কি সুন্নাহ/হাদিস বাদ দিচ্ছেন?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      @@tamimurrahman6464 আমাকে বুঝতে হলে আমার সব ভিডিও দেখতে হবে। আমি কোনো কিছুই বাদ দেই না। হাদিস হোক, তাফসির হোক, অর্থনীতি হোক, সমাজবিজ্ঞান হোক, মনোবিদ্যা হোক। কোরআন ব্যাখ্যার স্বার্থে যা দরকার যখন দরকার আমি তা নেই নিব। আর যারা বলে হাদিস ছাড়া কোরআন ব্যাখ্যা করা যায় না, তাদের বলবো, বিজ্ঞান ছাড়াও, মনোবিদ্যা ছাড়াও, সমাজবিজ্ঞান ছাড়াও কোরআন ব্যাখ্যা করা যাবে না। কোরআন এতোটাই ব্রড।

  • @somenkantidey9349
    @somenkantidey9349 Před 2 měsíci

    Animal,s culture

  • @dinislam9896
    @dinislam9896 Před měsícem

    সালাম ভাই

  • @user-fk6kb4te4g
    @user-fk6kb4te4g Před 2 měsíci

    THERE IS NOT EXITANCE MUHAMMAD

  • @milkywaygalaxy3214
    @milkywaygalaxy3214 Před 2 měsíci

    লিখিত বক্তব্য বইসা বইসা পড়ে😅

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      এখন আর দেইখা দেইখা পড়ি না😂

    • @user-rf3ux3xz7d
      @user-rf3ux3xz7d Před měsícem +1

      @@Dr.AnisFaroqueদেখে পড়া, ঠিকই তু আছে।
      কারন,যারা আল্লাহ কে ভয় করে।তারা নিজ থেকে বলতে পরে না।
      যেহেতু নিজ থেকে বলা যাই না। তখন দেখে দেখে আল্লাহর কথা বলাই ভালো।যদি ভুল হয়ে যাই।
      তখন কিন্তু স্রোতারা সেই কথার দাই ভার গ্রহণ করবে না।
      ধন্যবাদ, স্যারকে।।

  • @mdmasudurrahman3586
    @mdmasudurrahman3586 Před 2 měsíci

    Tumi to phosu

  • @md.masudulalam7879
    @md.masudulalam7879 Před 2 měsíci

    আপনি নিজের মতামত দিয়ে গেলেন কিন্তু এর পক্ষে কুরআন হাদীসের রেফারেন্স দিতে পারলেন না !! তাহলেতো গ্রহনযোগ্য হবে না !!

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +2

      অদ্ভুত! আমি যা বললাম সব কোরআন দিয়ে বললাম। এই জন্যই মুসলমানদের এই অবস্থা!

    • @user-rf3ux3xz7d
      @user-rf3ux3xz7d Před měsícem

      ​@@Dr.AnisFaroqueভাই, আমরা "মুসলিম,,। মুসলমান শব্দটা ব্যবহার করবে না।
      যারা পাঁচ কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের সাথে মুসলিমের কোন সম্পর্ক নাই।
      যাচাই করে দেখবেন।

    • @Hafiz-yw3pb
      @Hafiz-yw3pb Před měsícem

      শুধু কোরান মানবেন হাদিস কই??রাসুল ত শুধু কোরান নিয়ে আসেননি তার কথাও মানতে বলছেন।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      @@Hafiz-yw3pb আমি কোরআন, হাদিস, বাইবেল, গীতা, সাইকোলজি, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, যখন যেটা কাজে লাগে সবই মানি। একজন গবেষক এটাই করেন। তার কাছে কোনো কিছুই ফেলনা নয়।

  • @mksumon2125
    @mksumon2125 Před 2 měsíci

    পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি😡
    ব্যাটা বই কয়েকটা বই পড়ে বক্তা হয়ে যাওয়া যায় না জ্ঞান থাকা দরকার ভালো হয়ে যা।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +2

      নতুন পাগল ভাত চায় না। আল্লাহ তাকে যথেষ্ট দিয়েছেন। কিন্তু পুরানো পাগলদের ভাত কমে যেতে পারে।

  • @abrarkhanofficially5891
    @abrarkhanofficially5891 Před měsícem

    জিহার = তালাক
    কিন্তু আলেমদের তালাক এর নিয়ম না বলে তাদেরকে সমালোচনা করছেন।
    তালাক নিয়ে অনেক আলেম মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আপনি কোন সংজ্ঞা থেকে সমালোচনা করছেন ও জিহার সাথে তালাককে মিল করছেন ,সেটা পরিষ্কার করেননি।
    সরাসরি আক্রমণ করেছেন ,কোন পাল্টা প্রমান বা যুক্তি না দেখিয়ে। এটা আশা করনি।

  • @3k-info
    @3k-info Před 2 měsíci +2

    Thanks. Go on... Most of the muslims are illiterate about Quran - just they follow the socold Hujur - misinterpreter about Quran.

  • @mushfiquazaman9597
    @mushfiquazaman9597 Před 20 dny +1

    Thank you very much