অবশেষে আবার চালু হতে যাচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজার রুটে বিশেষ ট্রেনটি

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2024
  • অবশেষে আবার চালু হতে যাচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজার রুটে বিশেষ ট্রেনটি
    ঈদের আগে চালু হয়েছিল এই ট্রেন।
    চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রতিদিন সকাল ৭টায় ছাড়ে। কক্সবাজারে পৌঁছায় সকাল ১০টা ২০ মিনিটে। আবার কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে সন্ধ্যা ৭টায়। চট্টগ্রামে পৌঁছায় রাত ১০টায়। যাত্রাপথে ট্রেনটি ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামে এবং যাত্রী পরিবহন করে। মোট ১০টি বগিতে আসন রয়েছে ৪৩৮টি। বিশেষ ট্রেনে শোভন শ্রেণির আসনের জন্য সর্বনিম্ন ভাড়া ৪৫ টাকা, প্রথম শ্রেণির আসনের জন্য ১৮৫ টাকা। তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া যথাক্রমে ১৮৫ ও ৩৪০ টাকা।
    #বিশেষ_ট্রেন_কক্সবাজার #ট্রেন #কক্সবাজার #coxbazar #train #chittagongtocoxbazar #bangladesh

Komentáře •