Dark Truth of Govt Job in West Bengal | চাকরির চক্রবুহ্যে জীবন শেষ 👎

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Government Jobs | Givt Job Preparation | govt exam | government exam | how to study for govt jobs | Govt job aspirants | Govt Job students | motivational | inspirational | wbcs | miscellaneous exam | clerkship exam | wbp exam | kp exam | icds supervisor exam | Sujit Debnath Sir

Komentáře • 564

  • @smnryn5358
    @smnryn5358 Před 2 měsíci +201

    "এখনও পড়াশোনা করছিস?", এই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত....😢

  • @SrikantoBera-rw9sl
    @SrikantoBera-rw9sl Před 2 měsíci +284

    যে দেশে যত শিক্ষিত মানুষ বসবাস করেন সেই দেশ তত বেশি উন্নত হয়।। কিন্তু ভারতবর্ষে শিক্ষার ক্ষেত্রে যা দুর্নীতি তা দেখে মনে হচ্ছে ভারতের উন্নতি খুবই মুশকিল।।।

    • @Fuckendranath
      @Fuckendranath Před 2 měsíci +11

      This cowdung teacher is the poster boy of bjp

    • @debrajchattopadhyay4841
      @debrajchattopadhyay4841 Před 2 měsíci +2

      Joy moxa guru

    • @alwayslearner5322
      @alwayslearner5322 Před 2 měsíci

      Sikkhar upor desh er unnoti hoyna.. sikkhito lokjn er mukhe taka churle ora jiv ber kore gyan bitoron korbe.. desher unnoti hoy byabshayider dara.. bharot er sikkhito lokjn usa te giye usa k unnoti korche karon bhator e byabshayi nei usa te ache

    • @d.pgirlsshots1820
      @d.pgirlsshots1820 Před 2 měsíci

      বাংলার কলঙ্ক ঢাকতে গোটা ভারতের নাম নিয়ে আসছেন।

    • @bijaybarai2989
      @bijaybarai2989 Před 2 měsíci +7

      Quality education না থাকার জন্য এই অবস্থা।

  • @arabindamahato6169
    @arabindamahato6169 Před 2 měsíci +32

    যত "শ্রী" এবং "ভান্ডার" না বন্ধ হলে চাকরি স্বপ্ন স্যার।।😢❤

    • @honeysup
      @honeysup Před 2 měsíci

      একদম বাজে কথা ! পশ্চিমবঙ্গে প্রচুর সরকারি চাকরি হচ্ছে, শুধু যোগ্যদের হয়নি, সেটাই অসুবিধা (দুর্নীতি) । শ্রী" এবং "ভান্ডার" এর টাকা আলাদা, ওই টাকা দেবার সঙ্গে সরকারি চাকরির সংখ্যার কোনো সম্পর্ক নেই । পশ্চিমবঙ্গে ওই যে প্রচুর সরকারি চাকরি হচ্ছে সেটাই প্রমান যে সম্পর্ক নেই ।

  • @prakritiranjangiri4448
    @prakritiranjangiri4448 Před 2 měsíci +131

    চাকরির চেষ্টা না করে রাজনীতি কে পেশা হিসেবে বেছে নেওয়ার পরামর্শ রইল 😊

    • @mithudaschowdhury6475
      @mithudaschowdhury6475 Před 2 měsíci +2

      সেগুড়েও বালি ,
      28-29 এর মধ্যে দেশে মার্শাল ল লাগু হয়ে যাবে ,

    • @anikhauli
      @anikhauli Před 2 měsíci +3

      সেখানেও অনেক কম্পিটিশন।

    • @SumitkumarRoy-p1j
      @SumitkumarRoy-p1j Před 2 měsíci +3

      তোলাবাজি না জানলে সাধারণদের পক্ষে টিঁকে থাকা মুশকিল।

    • @Bong_trainer
      @Bong_trainer Před 2 měsíci

      @@mithudaschowdhury6475 ETA kon law?

    • @anirbansengupta105
      @anirbansengupta105 Před 2 měsíci +1

      @@mithudaschowdhury6475 Dhruv Rathee boleche??

  • @advancedhomeophysiohealthc1676
    @advancedhomeophysiohealthc1676 Před 2 měsíci +218

    মমতা দিদি টাটা কে তাড়িয়ে যে ভুলগুলো করেছিল তার বিশ্লেষণ করে এবং আসাম, গুজরাটের নিরিখে পশ্চিমবঙ্গের শিল্প ভবিষ্যত নিয়ে একটি ভিডিও করুণ স্যার ❤❤❤❤

    • @Soumitro707
      @Soumitro707 Před 2 měsíci +4

      Please..

    • @FunnyVlog5566
      @FunnyVlog5566 Před 2 měsíci +4

      Please

    • @sahebsadhukhan4957
      @sahebsadhukhan4957 Před 2 měsíci +3

      ata akhon ar somvob na sir neutral hoye gache 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😃😃😃😃😃😃😃😃

    • @Knowledgewithquery
      @Knowledgewithquery Před 2 měsíci

      অনেক কোম্পানি মমতা তাড়িয়েছে,সালেম,ভূগোল এর মত বহু কোম্পানি আছে।
      বাংলাতে সরকারি উদ্যোগে একটা পেরেক কারখাও হয়নি তৃণমূলের জামানায়।

    • @sumanbiswas1741
      @sumanbiswas1741 Před 2 měsíci

      Sir এর সাহস নাই

  • @sumanbasak174
    @sumanbasak174 Před 2 měsíci +69

    স্যার আমি একজন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী এবং আমি কোনো রং এর সঙ্গে যুক্ত নই। সেন্ট্রাল এর exam এ গলদ হয়েছে বলে কিন্তু কেন্দ্র সরকার এগিয়ে এসে ব্যাবস্থা গ্রহণ করেছে। কিন্তু আমাদের রাজ্যে কখনো দেখেছেন দুর্নীতি স্বীকার করে ব্যাবস্থা নিতে। আমি PSC office গেছিলাম movement এর সময় তখন চেয়ারম্যান নিজে স্বীকার করেছিলেন যে দুর্নীতি হয়েছে। তারপরেও কেনো exam cancel না করে answer key বের করে দিয়েছিল? এটা কি সর্বোচ্চ মাথা রাজ্য সরকারের উদ্দেশ্য প্রণোদিত নয় ?
    এমন কিছু মানুষ আছে যারা প্রভাব বলে বা কোনো না কোনো পন্থা অবলম্বন করে গরীব সাধারণ মানুষের চাকরিটা কেড়ে নিতে চায়। এরকম মানুষ সমাজে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটা তো আর সত্য যুগ নয়। আমাদের মত সাধারণ মানুষ এটাই দেখতে চায় যে সরকার এইসবের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে। UP Government ও প্রশ্নফাঁস দুর্নীতির বিরদ্ধে ব্যাবস্থা গ্রহণ করছে। আর কোথায় আমাদের বাংলা.........?
    প্রশ্নটা রাখলাম sir, খারাপ মনে করবেন না🙏🙏

    • @tuhinbiswas380
      @tuhinbiswas380 Před 2 měsíci +7

      বাস্তব সত্য 😢😢

    • @seikhsakiruddin8394
      @seikhsakiruddin8394 Před 2 měsíci +2

      Central govt first time accept koreni...
      Pore sbr chape onno dission nilo...
      Sby k agiey Aste hobe...

    • @kolkatasmartlearner-ow1uw
      @kolkatasmartlearner-ow1uw Před 2 měsíci +14

      সঠিক কথা।
      এর থেকে বেসরকারিকরনই হোক। অন্তত চাকরি কিনতে হবে না, বয়সও পার হবে না।

    • @empresskashyapm9951
      @empresskashyapm9951 Před 2 měsíci +5

      ​@@kolkatasmartlearner-ow1uwএকদম সঠিক কথা, তখন যোগ্যতাই শেষ কথা হবে

    • @sumanbasak174
      @sumanbasak174 Před 2 měsíci +6

      ​@@kolkatasmartlearner-ow1uw একদমই বাস্তব কথা। তখন অন্তত সরকারি চাকরির জন্য সমাজের কাছে মুখ লুকিয়ে চলতে হবেনা, আর সরকারি চাকরির আশায় বসে থেকে থেকে জীবনে কিছু করার গোল্ডেন সময়টাও পার হয়ে যাবেনা।

  • @Bong_trainer
    @Bong_trainer Před 2 měsíci +86

    RICE এর সমিত রায় যে বলেন প্রচুর চাকরি আছে, প্রচুর টাকা দিয়ে ভর্তি হলে চাকরি পাবে, বেকারত্ব কে বেচে আয় করে এইসব ইনস্টিটিউট গুলি।

    • @sovanbhowmik8034
      @sovanbhowmik8034 Před 2 měsíci +5

      সমিত রায় নিজেই সাধারণ মানের কিন্তু তুখোড়

    • @vincenzoo_07
      @vincenzoo_07 Před 2 měsíci +1

      Ekdom😅

    • @gangchil209
      @gangchil209 Před 2 měsíci +3

      ora jali. 😮

    • @jayantakarmakar869
      @jayantakarmakar869 Před 2 měsíci +1

      Etai dark web of govt service in India... Er jonnoi deshe bekarotter haal ato besi, business koro bhai, nahole tumi ses, jemon ami ekhon ses 😢😢

    • @user-ml4qm5if1b
      @user-ml4qm5if1b Před 2 měsíci +1

      Right.

  • @arijitdas8389
    @arijitdas8389 Před 2 měsíci +143

    ইংরেজরা বাঙালিকে চাকর বানিয়ে চলে গেছে। আজ বাঙালি জাতি চাকরি খোঁজা ছাড়া আর কিছু বিকল্প চিন্তা করতে পারে না। চিরকাল আমাদের বলা হয়েছে, বাবার জমিতে চাষ করা অসম্মানের, আর পরের দোকানে বা অফিসে কাজ করা অত্যন্ত সম্মানের। এই হীনমন্যতা থেকেই আজ আমাদের এই পরিস্থিতি। তার জন্যই আজ কোনো বাঙালির মধ্যে থেকে একজন স্বামীজী, নেতাজী, মেঘনাদ সাহা, আচার্য প্রফুল্লচন্দ্র বা জগদীশ চন্দ্রের মতো কোনো প্রতিভা বেরিয়ে আসছে না।
    যাক ! দিন বদলের সময় আগত। সব কিছুই শেষের পর একটা শুরু হয়। জয় হিন্দ।

    • @ArupSarkar-cw9fn
      @ArupSarkar-cw9fn Před 2 měsíci +1

      Asai chase more

    • @shyamalpradhan7349
      @shyamalpradhan7349 Před 2 měsíci

      আপনার কথা পুরোপুরি উড়িয়ে দিচ্ছি না, তবে খালি পদ গুলো পূরন করছে না কেন যদিও বা হচ্ছে সেখানেও দুর্নীতিতে ভরা, স্কুলে শুন্য পদ, অফিসে স্টাফ কম ফলে সামান্য কাজের জন্য একাধিকবার যেতে হচ্ছে। এখানে সেভাবে কোনো ইন্ডাস্ট্রি-ই গড়ে উঠলো না , প্রায় 60 লক্ষ + পরিযায়ী শ্রমিক ভিন্ রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছে,সেই রাজ্যটাও তো আবার এই ভারতের মধ্যে অবস্থিত। তাহলে বাংলার এমন হাল কেন হবে। এখানে শুধু রাজনীতি ও দুর্নীতি করতে ব্যস্ত।

    • @urmilaray6395
      @urmilaray6395 Před 2 měsíci +1

      একেবারে ঠিককথা

    • @stearsrcreative
      @stearsrcreative Před 2 měsíci +3

      Apni Thik bolechen ✅✅👍👍👍👍

    • @poulamisworld361
      @poulamisworld361 Před 2 měsíci +4

      Apnar gan apnar kachei rakhun

  • @ujjwalbej5518
    @ujjwalbej5518 Před 2 měsíci +19

    আমি বর্তমানে, কর্ম সূত্রে রেলের সাথে যুক্ত,,, একটা কথা শুনতে খারাপ লাগলেও, সেটা হলো রেলের স্টাফ এর ৯০% ভকাশ,,, যাদের কোনো কোয়ালিটি নাই, যারা সাধারণ কাজ ঝাড়ু দেয়ার ও যোগ্য নয়।। যাদের কোনো টেকনিক্যাল যোগত্যা নাই তারা হয়ে গেছে টেকনিক্যাল স্টাফ।। কি ভাবে ওরা রিক্রুট হলো সেটাই আশ্চর্যের,,,
    চাইলে আমি সামনে দাঁড় করিয়ে উদাহরণ দিয়ে দেবো।।।

    • @babydoll6123
      @babydoll6123 Před 2 měsíci +1

      সব জায়গায় আছে

    • @bappadan7896
      @bappadan7896 Před 2 měsíci +2

      এইজন্যই যত রেল দুর্ঘটনা ঘটেছে

    • @Drwatson1097
      @Drwatson1097 Před 2 měsíci +1

      লালুর টার্ম টা পুরো যা তা করে রিক্রুট হত

    • @shantiprasadhembram1626
      @shantiprasadhembram1626 Před 2 měsíci

      Modi hai tow mumkin hai 😂😂😂!

    • @momingazi4968
      @momingazi4968 Před 2 měsíci

      আর আপনাদের tte গুলো তো তোলা তুলতে ব্যাস্ত

  • @bhaktadas6667
    @bhaktadas6667 Před 2 měsíci +43

    উন্নয়নের জোয়ারে অনেক কিছুই ভেসে যাচ্ছে 😂😂😂😂

  • @user-vz2gx5vz3i
    @user-vz2gx5vz3i Před 2 měsíci +33

    পড়াশুনা করে যারা অনাহারে মরে তারা। ঈশ্বর পরিত্যক্ত পশ্চিমবঙ্গ। 😢😢

  • @sumitbag757
    @sumitbag757 Před 2 měsíci +4

    ছোটোবেলায় শুনেছি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এখন তো এটা পুরো উল্টো হয়ে যাচ্ছে 😂

  • @somnathpattadar7326
    @somnathpattadar7326 Před 2 měsíci +55

    কেন্দ্রের চাকরি তবু হচ্ছে।কিন্ত রাজ্যে পুলিশ বাদে কোনো পরীক্ষা হয় না।কেন্দ্রের পরীক্ষার প্রশ্নফাস হলে তবুও স্বীকার করে বাতিল করে কিন্ত রাজ্য স্বীকারই করে না

    • @jayantakumardey3696
      @jayantakumardey3696 Před 2 měsíci

      যেগুলো হচ্ছে সেগুলো আগামীদিনে বিজেপি থাকলে আরও হবে না। সব বেসরকারি হবে....
      আর দুর্নীতি?? রাজ্যেরটা চোর হলে কেন্দ্রের টা ডাকাত।

    • @Kidschoicerai
      @Kidschoicerai Před 2 měsíci +1

      Police e eso na vul korew

    • @ShouvikDey20
      @ShouvikDey20 Před 2 měsíci

      ​@@Kidschoiceraiকেনো ভাই

    • @Kubuarindam
      @Kubuarindam Před 2 měsíci

      ​@@Kidschoicerai keno?

    • @honeysup
      @honeysup Před 2 měsíci

      পশ্চিমবঙ্গেও চাকরি হচ্ছে, কিন্তু দুর্নীতির জন্যেই ভুল লোকের হয়েছে । কেন্দ্রীয় সরকার স্বীকার করে ব্যবস্থা নিচ্ছে ? একদমই নয় । সরকার নিজেই জড়িত, সংবাদ মাধ্যম ও ছাত্রছাত্রীরা চেঁচামিচি করলো তার পরে সরকার দেখলো আর উপায় নেই, তখন কথা বেরোল, কিন্তু ব্যবস্থাতো নিচ্ছে আদালত ।

  • @papridas887
    @papridas887 Před 2 měsíci +16

    চাকরি বলতে মূলত আপনি সরকারি চাকরির কথাই বললেন। কিন্তু বেসরকারি সেক্টরে প্রচুর চাকরি, তার জন্য তো প্রিপারেশন নিতেই হবে। সেখানে তো আর টাকা দিয়ে ঢোকা যাবে না, যোগ্যতাই শেষ কথা, এবং অল্প টাকায় নিংড়ে নেবে তার জন্য ও নিজেকে প্রস্তুত করতে হবে

    • @SM25336
      @SM25336 Před 2 měsíci +6

      Sarkari job chara akta cheler biye hoyna😢

    • @user-qz6wh5gn6n
      @user-qz6wh5gn6n Před 2 měsíci +3

      Private sector e prochur job? Ki ki job ache? 5, 6 ta nam balun? naki bolben IT sector?

    • @basudebpan5457
      @basudebpan5457 Před 2 měsíci

      ​@@user-qz6wh5gn6nআপনার কী যোগ্যতা আছে বলুন আর আপনার মেইল আইডিটা দিন আমি ডিটেল পাঠিয়েদেব...

    • @kattarhindu1196
      @kattarhindu1196 Před 2 měsíci +1

      Balar job . 10000 taka salary dila 100000 ar kaj koraba . Ar Hindudar sarkari job Chara biya hoy na .
      উদাহরণ আমাদের পাশের বাড়ির একজন দাদা বয়স 29 . একটা private company তে জব করে ।
      Salary ৩০০০০ টাকা । তাও মেয়ে পাচ্ছে না । যে মেয়ের বাড়িতে থেকে দেখতে এসেছিল তারা পাশের পাড়ার একজন ব্যাংক এর কর্মচারী এর সঙ্গে সেই দিন ই বিয়ে ঠিক করে ফেলে ।
      ভাবতে পারছেন এক বাড়িতে দেখতে এল আর সেই দিন পাশের পাড়ায় অন্য এক ছেলের সাথে বিয়ে ঠিক করে নিল ।
      আর রেলে আমাদের এলাকায় দুর্নীতি হয়েছে । ALP তে .

    • @IamAnik7
      @IamAnik7 Před 2 měsíci

      ​@@kattarhindu1196 suneo kharap lagche dada😢

  • @tanmaychakrabarty8057
    @tanmaychakrabarty8057 Před 2 měsíci +55

    আমাদের রাজ্যে মহিলারা এবং পুরুষদের মধ্যে একটা অংশ চাকুরী নয় ১২০০/১০০০ লক্ষীভান্ডার পেলে আনন্দিত হয়ে যায়।

    • @Runusantra-no2xq
      @Runusantra-no2xq Před 2 měsíci

      Ekdomi

    • @bulagoswami7799
      @bulagoswami7799 Před 2 měsíci

      segolo illiterate jane bose bose khete pabo oder jonye sadharon manush morche ki r kora jae

    • @arijitdas8389
      @arijitdas8389 Před 2 měsíci +3

      তাতে কি! আপনি নেবেন না, তাহলেই হলো !😂😂😂

    • @saptorshibiswas2802
      @saptorshibiswas2802 Před 2 měsíci +5

      আপনি না নিলেও আমি নিচ্ছি এবং নেব। কারণ এটা গ্যারান্টেড। চাকরী হবে কি হবেনা ঠিক নেই।

    • @dangerousblogger5346
      @dangerousblogger5346 Před 2 měsíci

      ​@saptorshibiswas2802 লে হালুয়া , জিও জিও

  • @saptorshibiswas2802
    @saptorshibiswas2802 Před 2 měsíci +12

    বেসরকারীর মত যখন তখন বরখাস্ত করার ব্যবস্থা চালু করলে কেউ আর সরকারী চাকরী করবেনা😂😂😂😂

  • @bmsuper2141
    @bmsuper2141 Před 2 měsíci +5

    স্যার কথাগুলো নিঃশ্বাস-প্রশ্বাস আটকে যাওয়ার মতো, কিন্তু বাস্তবটা মেনে নিচ্ছে নিতেও হচ্ছে বাধ্য হয়ে ‌।❤

  • @SouvikGhosh-eo3zc
    @SouvikGhosh-eo3zc Před 2 měsíci +13

    ইংরেজরা যদি লক্ষীর ভান্ডার চালু করতো তাহলে বোধ হয় আরও কিছু বছর থেকে যেতো 😂😂😂

    • @Sk-suroj19
      @Sk-suroj19 Před 2 měsíci

      Tumi ki sure bjp kinba cpm ale chakri hobe? Konodin hobr noi😅😅

    • @SouvikGhosh-eo3zc
      @SouvikGhosh-eo3zc Před 2 měsíci

      @@Sk-suroj19 সেটা সময় বলে দেবে 😅😅

    • @adharapurakayastha5294
      @adharapurakayastha5294 Před měsícem

      ​@@Sk-suroj19haaa jiboneo chakri hobe na

  • @narayansing9139
    @narayansing9139 Před 2 měsíci +3

    পড়াশোনা করলে যে শুধু খেতে পাবো, এমনটা নয়
    মাটি থেকে চাষ করবো আর খাবো
    পাকা বাড়ি গাড়ি বড়োলোক না হলেও চলবে, কারণ
    নিজের খাদ্য নিজেই তৈরি করবো আর বেঁচে থাকবো

    • @vasanthakashyap5012
      @vasanthakashyap5012 Před měsícem

      ভবিষ্যতে যারা চাষ করতে পারবে, কেবলমাত্র তারাই টিকে থাকবে

  • @sritamasamal4512
    @sritamasamal4512 Před 2 měsíci +3

    Sir এই প্রতিবেদন দেখার পর সত্যি ই মনটা হতাশায় ভরে গেল।এ কোন কালো যুগ শুরু হলো আমাদের দেশে রাজ্যে মানুষ কোথায় যাবে।

  • @kba6528
    @kba6528 Před 2 měsíci +6

    সরকারি চাকরি পাওয়ার জন্য ইচ্ছে থাকে, পরিশ্রম থাকে, কিন্তু পেলে তারপর কাজ করার ইচ্ছা টা ই আর থাকে না... এই মানুষ গুলো কে private এ নিয়ে গেলে এরাই তাদের 100%দিয়ে অনেক বেশি কাজ তুলে দেবে আর সরকারি চাকরি হলে সেই "আসি যাই মাইনে পাই " এর ধারা চলতে ই থাকবে... সরকার কেন liability নেবে ভাবুন তো.... সরকারি থেকে বেসরকারী ক্ষেত্রে কাজের output বেশি হবেই...

    • @kattarhindu1196
      @kattarhindu1196 Před 2 měsíci +1

      ঠিক বলেছেন আগে রেল ও ব্যাংক গুলোকে private করা উচিত । 100000 টাকা করে মাইনে পাবে আর রোজ accident করবে ।
      পরিশ্রম করো টাকা না ও ।

  • @competitiveguide_advisor
    @competitiveguide_advisor Před 2 měsíci +2

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা কোচিং সেন্টার চালিয়ে ও পশ্চিমবঙ্গে এই ধরনের ভিডিও বানাতে দম লাগে । পাশে থাকার জন্য ধন্যবাদ।

  • @dr.suchandramitrachaudhury9607
    @dr.suchandramitrachaudhury9607 Před 2 měsíci +13

    অত্যন্ত বাস্তব এবং স সমপোযোগী ভিডিও।👍

  • @bollywoodmusicnetwork2501
    @bollywoodmusicnetwork2501 Před 2 měsíci +3

    Fall Down of Indian Education System !!!!😡😡

  • @avipray108
    @avipray108 Před 2 měsíci +4

    Ami 5 yrs e 3 bar SSC CGL, 2 bar SSC CHSL, r 1 bar SSC SELECTION POST clear krechi...er mddhe 2 ta 1900GP, 1 ta 2400GP r 3 ta 4200GP...chesta korle hbe...

    • @sudipsirenglishclasses
      @sudipsirenglishclasses Před 2 měsíci

      @@avipray108 ভাই, আমি শেষ কয়েক বছরে WB Primary TET, দুবার CTET Upper Primary (গত রবিবার তৃতীয়বার পরীক্ষা দিলাম, এবারেও উত্তীর্ণ হব), UGC NET (Assistant Professor in English) পাশ করেও কোনো নিয়োগের আঁচ পাচ্ছি না। সবক্ষেত্রে চেষ্টা করলেই হয় না। Staff Selection Commission ভালো। কিন্তু সবার জীবনের লক্ষ্য তো এক নয়, তাই না? কেউ কেউ শিক্ষকতা করতে চান। তাঁদের জন্য এ রাজ্য এক নারকীয় স্থান।
      যাইহোক, আপনাকে অভিনন্দন। মন দিয়ে কাজ করুন। পরবর্তী প্রজন্মের ভাই-বোনদের SSC 'র জন্য প্রস্তুতিতে গাইড করুন। তারা যেন আমাদের মতো কষ্ট না পায়।

    • @adharapurakayastha5294
      @adharapurakayastha5294 Před měsícem +1

      Ota central vai

  • @avijitthebuddy2478
    @avijitthebuddy2478 Před 2 měsíci +1

    Don't demotivate youth sir , there is huge scope in central govt. Jobs. I myself hv cleared NTPC exam and my wife hv cleared SSC CGL exam, she is a gst inspector now in customs and I am a Accountant in Railways. My suggestion to bengoli youth is go for every exam in your path and stay away from negativity.

  • @snag434
    @snag434 Před 2 měsíci +5

    সুজিত স্যার আপনি বাস্তবটাকে তুলে ধরেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @soumitraroy1279
    @soumitraroy1279 Před 2 měsíci +8

    স্যার , আপনার ও বিকল্প কিছু ভাবা উচিত। যে রাজ্যে ও দেশে সরকার বেসরকারীকরনের পথে সেখানে আর ট্রেনিং নিয়ে কি হবে।

    • @d.pgirlsshots1820
      @d.pgirlsshots1820 Před 2 měsíci

      বেসরকারিকরণ সময়ের দাবি,যে দেশে বেশি বেতন নেব কাজে ফাঁকি দেব কাজের জন্য ঘুষ নেব এই চলে সেখানে কি আর হবে

  • @SARAJITBHUNIA-ve2mu
    @SARAJITBHUNIA-ve2mu Před 2 měsíci +9

    আজকের ভিডিওটা মনে হলো আপনি নিরপেক্ষ ভাবে বানিয়েছেন।

  • @OmniBarta2000
    @OmniBarta2000 Před 2 měsíci +4

    Chakri permanently stop hye jaoa uchit ....tobei youth ra independent hobe... business e focus korbe ......that is the only solution to build their career and earn money.

    • @sudipsirenglishclasses
      @sudipsirenglishclasses Před 2 měsíci

      @@OmniBarta2000 আপনার কথাটি আংশিক সত্য। কিন্তু সবাই যদি ব্যাবসা করেন তাহলে স্কুল-কলেজে পড়াবেন কারা? অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন কারা? সমস্ত পেশারই গুরুত্ব রয়েছে।
      ভোটের পরে বিরোধী দলের সমর্থক ব্যাবসায়ীদের উপর কেমন নির্মম অত্যাচার হয় সে-ব্যাপারটা তো, আশা করি, নিশ্চয়ই জানেন। ফলে ব্যাবসায়ীরাও সুরক্ষিত নন। দুর্নীতিগ্রস্থ দলকে সরকার গঠনের সুযোগ দিলে সবাইকেই ভুগতে হয় - সরকারি, বেসরকারি কর্মচারী তথা ব্যাবসায়ী সবাইকেই ভুগতে হয়।

    • @adharapurakayastha5294
      @adharapurakayastha5294 Před měsícem

      Haaaa amio mone kori govt job stop hoye jak

    • @sudipsirenglishclasses
      @sudipsirenglishclasses Před měsícem +1

      @@adharapurakayastha5294 Brother, business is also good profession. But under such a corrupted Govt., neither job opportunities nor business is secure. (Let us just think how companies have been closed, how small businessmen have become the victims of tolabaji. Is it a safe environment for growing business here?)
      So, just like the recent Quota Movement of Bangladesh,
      The Youths of Bengal should, first of all, get united to raise louder voices together for their basic rights. Only then it is possible to have a better life.

    • @adharapurakayastha5294
      @adharapurakayastha5294 Před měsícem

      @@sudipsirenglishclasses exactly so

  • @kolkatasmartlearner-ow1uw
    @kolkatasmartlearner-ow1uw Před 2 měsíci +8

    ধন্যবাদ 🙏🙏
    চাকরির হাহাকার বিষয়ে ভিডিও করার জন্য।
    আমার নিজের মতামত যে কেন্দ্র বা রাজ্য সব ক্ষেত্রে বেসরকারিকরন হোক।কারণ বর্তমানে চাকরি নিয়ে নেতা নেএীরা ব্যাবসা চালাচ্ছেন। পরীক্ষার পর ফলাফল কবে বেরোবে ভুলে যেতে হয়, নিয়োগ কবে হবে কেউ যানে না। নিয়োগ হলেও কে সোজা পথে চাকরি পেলো বোঝা যায় না, মানে চাকরি বিক্রি হয়, চাকরি প্রার্থী দের বয়স পার হয়ে যায়।
    তার চেয়ে বেসরকারিকরন হোক, অনেক সংখ্যায় চাকরি হবে, হয়ত মাইনে কমে, বেশি কাজ করতে হবে, সে সময়ের সাথে অভ্যাস হয়ে যাবে।
    কিছুটা হলেও বেকার সংখ্যা কমবে।সরকার তো নিজেই চাকরি করছে ( বিশেষ করে পশ্চিমবঙ্গ), তার চেয়ে এই ঝামেলা বা রেখে বেসরকারিকরন ই হোক।

    • @jayantakumardey3696
      @jayantakumardey3696 Před 2 měsíci

      দেশের সরকারটা বেসরকারি করে দিলে কেমন হয়???

  • @Voldemortde
    @Voldemortde Před 2 měsíci +16

    সবই ঠিক ছিলো। কিন্তু সেই তো শেষে নিজেদের প্রত্যেকটি পেড ব্যাচের প্রচার করে দিলেন।😢

    • @saptorshibiswas2802
      @saptorshibiswas2802 Před 2 měsíci +3

      হ্যাঁ কারণ সবাই নিজের টাই দেখবে। এটাই জগতের নিয়ম। এতে ভালো বা খারাপের কিছু নেই।

  • @bimanenduroy5520
    @bimanenduroy5520 Před 2 měsíci +3

    জয় শ্রী রাম জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী পঞ্চতত্ব বন্দেমাতরম জয় ভারত মাতা কি জয় জয় হিন্দ আপনি যে ভাবে অসম সাহসীকতার সহিত আলোচনাটি করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।

  • @debasisbera7446
    @debasisbera7446 Před 2 měsíci +4

    OBC নিয়ে যদি দুর্নীতি হোয়ে থাকে তাহলে যারা government job পেলো OBC কোটাতে তাদের চাকরি টা কি কোরে বৈধতা থাকে ?

  • @user-yi3zw9my1r
    @user-yi3zw9my1r Před 2 měsíci +44

    স্যার সারা ভারতের সঙ্গে পশ্চিম বঙ্গের স্বৈরাচারী মমতার শাসনের বর্তমানও ভবিষ্যতের ভাবনা নিয়ে একটি বিডিও করুন!!!!😢😢😢😢😢😢

    • @debuhaldar2920
      @debuhaldar2920 Před 2 měsíci

      Puro west Bengal a jodi 20-25 lakh candidate thake sobar uchit at least Ekta bidhansobha r loksabha vote completely boycott kora……

  • @JP-im6gs
    @JP-im6gs Před 2 měsíci +3

    All the quality drains out.. And what remains is the reserved class who became doctos and engineer with 50 % marks...

    • @dangerousblogger5346
      @dangerousblogger5346 Před 2 měsíci

      A person becomes engineer by his skills and college cgpa in job placement not by reservation

  • @abhijitchatterjee401
    @abhijitchatterjee401 Před 2 měsíci +4

    আমাদের রাজ্যে এবং দেশে আর কখনো এই প্রকৃত স্কেল অনুযায়ী সরকারি চাকরি হবে না সব কন্ট্রাকচুয়াল হবে😅😅😅😅, পরবর্তী সময় সবাই আধপেটা খাবে😅😅😅😅😅

    • @honeysup
      @honeysup Před 2 měsíci

      আপনি হতাশ, সেইজন্যে নেগেটিভ চিন্তা করেন । আশা বাড়ান, কারণ জীবন, অর্থনীতি, সমাজ "আশা" ছাড়া চলে না ।

  • @sayandas6826
    @sayandas6826 Před 2 měsíci +1

    আপনার সময় প্রতি বছর স্কুল সার্ভিস পরীক্ষা হত কারণ তখন ক্ষমতায় কোন সরকার ছিল দেখতে হবে। আর এখন রাজ্যের মানুষ ভাতা পেয়ে খুশি তাই হয়ত আবার শাসক দল কে জিতিয়ে দিল।

  • @dusky010
    @dusky010 Před 2 měsíci +20

    যখন এত দুর্নীতিগুলো হয় আন্দোলন হয় তখন আপনি কোথায় থাকেন??

    • @Fuckendranath
      @Fuckendranath Před 2 měsíci +4

      He is a poster boy of bjp

    • @saikatnaskar6755
      @saikatnaskar6755 Před 2 měsíci

      Kichhui to janis na​@@Fuckendranath

    • @mithunnaskar9459
      @mithunnaskar9459 Před 2 měsíci +2

      Really

    • @ribanerjee5194
      @ribanerjee5194 Před 2 měsíci

      ​@@Fuckendranath modir ninda kore kore toh west bengal er ei haal korechen

    • @biswajitchaudhuri246
      @biswajitchaudhuri246 Před 2 měsíci

      কেন এরকম বলছেন। যা সত্যি তাই তো বলছে।

  • @TanmoySarkar-e6m
    @TanmoySarkar-e6m Před 2 měsíci +1

    Excellent..... শেষের সে দিন ভয়ঙ্কর 😢😢😢

  • @SomuSomu-yu6uy
    @SomuSomu-yu6uy Před 2 měsíci +1

    I really skip this video... And left this video .. after your intro 0.51 ... Because I don't want lost my inspiration & energy.Continue reading from this will be all.❤

  • @musicindia7390
    @musicindia7390 Před 2 měsíci +2

    মনে হচ্ছে সুন্দরী বৌ আমার কপালে নেই 😅

  • @DarpankumarBiswas-br4ty
    @DarpankumarBiswas-br4ty Před 2 měsíci +1

    Sujit Babu, many thanks for this Great Video and Brilliant Presentation.
    Future of Indian Youth is under the cover of darnes. Those who are trying for Army, Force & Police job, are little hopeful.

  • @smritidasmojumdar1054
    @smritidasmojumdar1054 Před 2 měsíci +1

    দীর্ঘদিন আগে থেকে যারা সরকারী চাকরিতে শুধু টাকার বিনিময়ে উচ্চপদে চাকরি পাচ্ছে , এর ফলে ভাল ছাত্ররা আর পড়ার জন্য প্রাণপাত করার শক্তি খায় না।শিক্ষিতদের ভবিষ্যৎ ঘোর অন্ধকারে।

    • @jayantakumardey3696
      @jayantakumardey3696 Před 2 měsíci

      অশিক্ষিত আর অযোগ্যদের হাতে ক্ষমতা গেলে তার পরিণতি হয় ভয়াবহ।

  • @tanmoyroy8799
    @tanmoyroy8799 Před 2 měsíci

    সবথেকে বড় মিথ হলো, ‌ wbp ও KP নাকি সময় করে প্রতিবছর রিক্রুটমেন্ট করে। এর তুলনা ssc এর সাথে করা হয়। সবথেকে বেশি নিয়ম মেনে চলা পরীক্ষা‌ wbp এর লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে 2020 সালে। আজ থেকে চার বছর আগে।
    এসব কি মানা যায়?

  • @HOPEFORTHEBEST777
    @HOPEFORTHEBEST777 Před 2 měsíci +2

    শেষে আপনিও কিন্তু ব্যবসা করে নিলেন 😁😁😁

  • @sumangarai594
    @sumangarai594 Před 2 měsíci +1

    বর্তমান সময়ে আমার মনেহয় ব্যাঙ্ক এর চাকরি একটা ভালো সুযোগ। যেটা ৬ মাসের মধ্যে চাকরির নোটিফিকেশন থেকে জয়নিং লেটার প্রোভাইড করে।

  • @nilkanthadebnath168
    @nilkanthadebnath168 Před 2 měsíci +3

    সরকারি চাকরির পেছনে তারাই ছোটে যারা সুখে জীবনটাকে অতিবাহিত করতে চায়। সকাল 11 টায় যাব 5:00 টায় বাড়ি আসবো এসে বউয়ের হাতের চা চানাচুর মুড়ি খাবো সকালবেলা বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাজারে যাব, খাসির টেংরি, মুরগি, বড় ইলিশ মাছ খানা নিয়ে আসবো। বউ রান্না করবে তারপরে রসিয়ে খাব তারপরে হেলতে দুলতে জ্ঞান দিতে অফ অফিসে যাব। শনিবারে রবিবারে সরকারি ছুটি থাকলে তো কোন কথাই নেই হাহাহা কি মজা। আমার মতে যেটা হচ্ছে ভালই হচ্ছে।

    • @RunaMukherjee-bx4jv
      @RunaMukherjee-bx4jv Před 2 měsíci

      TOR NIJER SARKARI CHAKRI HOINI TAI JOLCHIS ETA BOJHA GELO. 😂

    • @sajaldas8729
      @sajaldas8729 Před 2 měsíci

      আমার মতে শুধু West Bengal নয় গোটা ভারতে যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে কোনো সরকারের পক্ষেই Government job দেওয়া possible নয় 😅 হয়তো আর কয়েক বছর পর Government job টাই থাকবে না তাই যার যতদুর পড়াশুনা আছে সেই অনুযায়ী কোনো ভালো company নি কাজ করা বা হাতের কাজ শেখা অনেক ভালো কেননা 25/30000 টাকার Government job এর জন্য 7 থেকে 8 বছর নষ্ট করাটা আমার তো বোকামি মনে হয় এদিকে যদি এত বছর কষ্ট করে পড়ার পর যদি না চাকরি পাই তাহলে সমাজের সব দিক থেকে বঞচিত , 30/35 বছর বয়েস হয়ে যায় এই পরিক্ষা দিতে দিতে 😅 বিয়ে টাও হচ্ছে না , এখোনো পর্যন্ত ঠিক ঠাক income করতে পারি না অথচ পাশের বাড়ির পলাস একটা হাতের কাজ শিখে গাড়ি , বাড়ি , বিয়ে সব করে নিল একটা সময় যখন ও পড়া ছেড়ে দিয়েছিল তখন আমিও ঠাঠ্বা করতে ছাড়িনি আর এখোন পাড়ার সবাই ওকে নিয়েই আলোচনা করে ...... আসলে বেশিরভাগ চাকরি পার্থীর সঙ্গে দিন শেষে বেকার তকমা টা লেগে যায় 😅।

  • @anishkumarroy8160
    @anishkumarroy8160 Před 2 měsíci

    বহু দিন ধরে শুনছি rail নাকি privatised হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত সেটা যে কে কিনল সেটাই বুঝতে পারলাম না

  • @mdniamulhoque7387
    @mdniamulhoque7387 Před 2 měsíci +1

    চাড্ডি কেন্দ্রের নিট, নেট পিজি নিয়ে কিছু বলুন!!! ইলেক্টরাল বন্ড নিয়ে কোনো ভিডিও পেলাম না যে চাড্ডি!!

  • @muktiprasaddey9187
    @muktiprasaddey9187 Před 2 měsíci

    চিন্তার কিছু নেই। প্রশ্ন লিক হওয়ার একমাস বাদে আপনার ট্যাক্সের টাকায় প্রতিপালিত সিবিআই উপহার দেবে 'পোরা' প্রশ্নপত্রের অংশ।কি দক্ষতা সিবিআই র?ব্যস ঐ নিয়েই শান্তিতে থাকুন!অল ইজ ওয়েল। তদন্ত চলছে!

  • @bapanmandal6648
    @bapanmandal6648 Před 2 měsíci +2

    Chakrir jonno 33years opekkha kore chere diechi .ekhon nijeder jomite chas korche .chari na paber jonno majhe majhe khub dukho hoi😢😢😢

  • @biswajitmondal-01
    @biswajitmondal-01 Před 2 měsíci

    দেশে এবং রাজ্যে সরকারি চাকরি নেই আবার কোস বিক্রি কিন্তু চলছে এই অবস্থা😮😮😢😢😮

  • @tanmaybiswas8930
    @tanmaybiswas8930 Před 2 měsíci +25

    প্রতিটা কোচিং ইনস্টিটিউট রোজ একটা করে ব্যাচ লঞ্চ করছে এটা করে নাও চাকরি তোমার পকেটে এগুলো কি ইয়ার্কি
    সবাই জানে যে কাউকে পাস করতে হলে কাউকে না কাউকে ফেল করতে হবে তাহলে মিথ্যা স্বপ্ন দেখাবার কি মানে

    • @somnathghosh6
      @somnathghosh6 Před 2 měsíci

      Eta darun bolecho vai 😅

    • @saptorshibiswas2802
      @saptorshibiswas2802 Před 2 měsíci

      যে স্বপ্ন দেখে সেটা তার দায়। জোর করে কি আর স্বপ্ন দেখাচ্ছে!

  • @rumapal2474
    @rumapal2474 Před 2 měsíci +1

    Apner kheye deye kaj nei akhane bose bose lecture dichhen , jara porasuna korche tader positive kotha na bole negative kotha bolchen kno

  • @utpalbarman9334
    @utpalbarman9334 Před 2 měsíci +4

    সব জায়গাতে রাজনীতি এই জন্য এই অবস্থা

  • @pallabhalder5624
    @pallabhalder5624 Před 2 měsíci

    ভিডিওটা শেয়ার করবো ভাবছিলাম,, দিয়ে শেষটা দেখে আর ইচ্ছে হলো না

  • @achintaroychoudhuri116
    @achintaroychoudhuri116 Před 2 měsíci +2

    শুধু বা
    ংলা নয়, দেশের বেকারী সমস্যা স্বাধীন-ভারতে রেকর্ড সৃষ্টি হয়েছে।
    মিডিয়াগুলো কোন দলের পক্ষে এই ভাবে দালালী করলে মানুষ সঠিক সংবাদ পাবে কি ভাবে????

  • @phalgunimaiti3646
    @phalgunimaiti3646 Před 2 měsíci +4

    " পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে " কোথায় ?

  • @tanturakshit7410
    @tanturakshit7410 Před 2 měsíci

    জীবন্ত ঈশ্বর পরমেশ্বর পিতা আর তার পুত্রকে ধন্যবাদ জানিয়ে পড়াশোনা চালিয়ে যান একমাত্র তিনিই পারেন।পরমেশ্বর পিতার ধন্যবাদ ,যীশু গুরুর ধন্যবাদ -আমেন।(এক বান্ধবীর জীবনে ঈশ্বর কর্ম দিয়েছেন এটা আমি কাছ থেকে দেখেছি)

  • @damodarpradhan4488
    @damodarpradhan4488 Před 2 měsíci +1

    Chakri niye chela khela ta khub taratari sesh kora dorkar sir na hole amra abar ooo onek tai pichiye jabo,,, emni onektai pichiye gechi

  • @anishkumarroy8160
    @anishkumarroy8160 Před 2 měsíci

    কোনো সংস্থাকে বেসরকারি করলে যে রাতারাতি সেই সংস্থা উঠে যাবে এবং সেখানে কাজ করার জন্য লোকের প্রয়োজন পড়বে না এটা কি আদৌ বিশ্বাসযোগ্য

  • @bijoy.9248
    @bijoy.9248 Před 2 měsíci +3

    স্যার, চাকরি পরীক্ষার জন্য এতো মনোবল বাড়িয়ে দিয়ে.. শেষে মন ভাঙার জন্য এই ভিডিওটা বানানোর কি দরকার ছিলো. ? আপনার কথায় আশার আলো দেখে বেশী পড়তে শুরু করেছিলাম, আর এখন আপনি এগুলো বলছেন স্যার..? 🙄🥺

  • @SaritBanerjee-g4y
    @SaritBanerjee-g4y Před 2 měsíci

    স্যার কি বলতে চাইছেন সেটা বুঝুন। অযথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয়া মুখ্যমন্ত্রী কে দোষারোপ করবেন না, কারণ তারা আপনাদের দ্বারা নির্বাচিত।
    "সরকারি চাকরি একমাত্র জীবিকা নয়"।

  • @amitchatterjee7004
    @amitchatterjee7004 Před 2 měsíci +6

    আপনার ব্যবসাক তো ডকে
    ওঠার সময়ের অপেক্ষা

  • @tarunsarkar9471
    @tarunsarkar9471 Před 2 měsíci

    অনেক দুঃখে হাসি পায় তাই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে।

  • @sukdevsardar8649
    @sukdevsardar8649 Před 2 měsíci +1

    Sujit babu...tbu sabai vote jite jachhe..ki central ki rajjo...thanks..valo thakben...

  • @lifeisajourney9944
    @lifeisajourney9944 Před 2 měsíci

    Excellent Selling Skills. First 5 minutes he created Demands .. Next 3 Minutes Selling ❤❤😊 . Last one a memorable comment "Blessings" ❤🙏

  • @user-dq7uy9xd5x
    @user-dq7uy9xd5x Před 2 měsíci

    এই সরকারি চাকরির জন্য পড়াশোনা করা অনেকটা জোআ খেলার মতো চাকরি পেলে জীবন বদলে গেলো আর না পেলে বয়স বেড়ে গেলো তখন প্রাইভেট কোম্পানি গুলো নেবে না আর অন্য কোনো কাজ ও করা যাবে না

  • @travelwithbishwanath1591
    @travelwithbishwanath1591 Před 2 měsíci +2

    শুধু সরকারি চাকরির চিন্তা করলে হবে বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি জন্য চেষ্টা করা উচিত যদিও টাকা দিলে সরকারি চাকরি পাওয়া যায় কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিতে মেধা ছাড়া সম্ভব নয়

    • @utsabhowmik5636
      @utsabhowmik5636 Před 2 měsíci +2

      Ekjon arts er student mnc te ki kaj korbe apni ektu batle din to? R medha? Okhaneo to er or source dhore job kore na?

    • @Indiaall24
      @Indiaall24 Před 2 měsíci

      ​@@utsabhowmik5636 catch , cash , recommendation lage....

    • @md.fahimulislam7832
      @md.fahimulislam7832 Před 2 měsíci

      ​@@utsabhowmik5636 100% Right

    • @studentpower6879
      @studentpower6879 Před 2 měsíci +2

      Company teo taka chara hoina ,, apnar jana nei... Interview te onek jaygay onek kichhui hoi

  • @saptorshibiswas2802
    @saptorshibiswas2802 Před 2 měsíci +2

    পড়াশোনা করে কেউ কোনোদিন প্রতিষ্ঠিত হয়নি। একটাও বিলিওনার কেউ দেখাক যে মাধ্যমিক উতরেছে। সব প্রতিভা এবং বোধশক্তির জোর।

    • @honeysup
      @honeysup Před 2 měsíci

      সারা পৃথিবীতে মাত্র 3,194 জন বিলিওনার আছে, আর ভারতে আছে মাত্র ২০০ জন । আর সারা ভারতে সরকারি চাকরি করে এরকম সাধারণ মানুষ আছে ৪ কোটি ৬০ লক্ষ (৪৬ মিলিয়ন) । তারাও সারা জীবনে যা টাকা রোজগার করে তাতে তারা প্রত্যেকেই কোটিপতি (মাল্টি মিলিয়েনার) হয়ে যায় (৬ লক্ষ/বছর মাইনে x ২০ বছর চাকরি = ১.২ কোটি ) । তারাও সবাই খুব ভালো ভাবে প্রতিষ্ঠিত ও সেটা পড়াশোনা করেই হয় ।

    • @saptorshibiswas2802
      @saptorshibiswas2802 Před 2 měsíci

      @@honeysup Inflation rate না ধরে এরকম পরিসংখ্যান দেওয়াই যায়। বিলিওনার বাদ দিন,সরকারী চাকরী করে নিজের একটা 2BHK বাড়ি তৈরি করতেই লোকের সারাজীবন লেগে যায়। নাহলে সরকারী চাকরী তে কেউ ঘুষ খেতনা
      IAS IPS WBCS বাদ রাখবেন হিসেব থেকে। ওরাই প্রকৃত সরকারী চাকরী। বাকী সব Grp D লেবার ফোর্স।

  • @kohelmitra174
    @kohelmitra174 Před 2 měsíci +5

    কেন্দ্র সরকার কম বেশী ঠিক সময় ssc, upsc, ibps মাধ্যমে চাকরি বার করছে। কিন্তু রাজ্যের কি অবস্থা!

    • @arpanmondal5413
      @arpanmondal5413 Před 2 měsíci

      তাহলে ওগুলোই দাও

    • @jayantakumardey3696
      @jayantakumardey3696 Před 2 měsíci

      বিজেপি থাকলে আগামীদিনে আর সেগুলোও হবে না। সব বেসরকারি হবে...মিলিয়ে নেবেন।

  • @SatyameboJayate
    @SatyameboJayate Před 2 měsíci

    13 নম্বর পেয়ে BDO হওয়া CASE টা কই বললেন? WBCS টা মারাত্মক দুর্নীতির হয়ে গেছে😢

  • @sudipsemotion2648
    @sudipsemotion2648 Před 2 měsíci +2

    Rail r bank privatization Kora desher orthoneeti r pokhhe mongol.amra ek gada salary diye sorkari chakor pusbo Kno??

  • @avijitbasu5789
    @avijitbasu5789 Před měsícem +1

    Arro DIDI ke vote DAO!!!

  • @gopalbiswas7793
    @gopalbiswas7793 Před 2 měsíci +6

    সুজিৎ দা নমোস্কার ভালো লাগে তোমার ভিডিও গুলো। আমি ওড়ীশা মালকানগিরি থেকে ভিডিও গুলো দেখি।

    • @Fuckendranath
      @Fuckendranath Před 2 měsíci +1

      This teacher is a rss agent ,he purposefully defaming anti modi power to gain his short term profit

  • @ChiranjibSarkar123
    @ChiranjibSarkar123 Před měsícem

    Main purpose of the video ‘NOTES SELLING’.

  • @Mr_Sarkar_S
    @Mr_Sarkar_S Před 2 měsíci

    স্যার, তিস্তার পানি বন্টন নিয়ে একটি ভিডিও করতে পারেন। এই ন্যায্য অধিকার নিয়ে কাউকে মুখ খুলতে দেখিনি।

  • @Learner566
    @Learner566 Před 2 měsíci +2

    Accha porasuna korle govt. Job e korte hobe ata koto ta jukti diye khate ??

  • @parthabiswas9900
    @parthabiswas9900 Před 2 měsíci

    WBP/ KP কনস্টেবল এর পরীক্ষায় বাজারে বাজারে আলু পটলের মতো প্রশ্ন ফাঁস হয়েছএ,, আগামীতে পরীক্ষা আছে, আবার হবে,,, এদিকে রিজার্ভেশন অসাংবিধানিক ভাবে প্রচুর ঢুকিয়ে রেখেছে,,, এই সব নিয়ে কারোর কোনো কথা ব্যথা নেই,,

  • @mithudaschowdhury6475
    @mithudaschowdhury6475 Před 2 měsíci +2

    শেষ রাস্তা ভগবান কে স্মরন

  • @onlinesolutions2588
    @onlinesolutions2588 Před 2 měsíci

    স্যার প্রাইভেটাইজেশন যদি বলেন, সেক্ষেত্রে চাকরি পাওয়া যাবে না কিভাবে একটু বিশ্লেষণ করবেন😢😢

  • @amritakumar5343
    @amritakumar5343 Před 2 měsíci

    আমি সরকারি চাকরির জন্য ধরেই রেখেছি ,
    মোটামুটি কুড়ি পঁচিশ লাখ টাকা লাগবে । এই টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই । তাই চাকরির আশা ছেড়ে দিয়েছি ।

    • @mrinalkundu5678
      @mrinalkundu5678 Před 2 měsíci +1

      অর্থাৎ তুমিও টাকা দিয়ে চাকরি কিনতে চাও, অর্থাভাবে পারছ না। শিক্ষিত (?!) ছেলের মনোভাব ☹️

    • @amritakumar5343
      @amritakumar5343 Před 2 měsíci

      @@mrinalkundu5678প্রথমেই
      ধরেই নেওয়া হয়েছে টাকা ছাড়া চাকরি হচ্ছে না ।
      দেখছেন তো, অযোগ্য ফেল করা
      টাকা দিয়ে (আপনার বলা অশিক্ষিত??? !!!ছেলে মেয়েরা ) চাকরি করছে । আর যারা
      চাকরির পরীক্ষায় পাশ করে রাস্তায় বছরের পর বসে আছে , তাদের আপনার ভাষায় কি বলব শিক্ষিত!!!
      তারা পুলিশের মার খেয়ে তাদের যোগ্যতার মূল্য চোকাচ্ছে ।
      তাই , ঐ পথেই যাব না ।
      তাছাড়া চাকরি পেতে তো
      শিক্ষিত অশিক্ষিত লাগছে না।
      ডিগ্রীর কাগজটা থাকলেই হলো ।
      টাকাটাই আসল ।
      অত এব, শিক্ষিত /অশিক্ষিত বলে
      ব্যঙ্গ করছেন কেন ?
      আসুন না , কম্পিটিশনে বসি ।
      পাশ করতে পারলে চাকরি করব ।
      কিন্তু আপনি নিশ্চয়তা দিতে পারবেন
      যে পাশ করলেই চাকরিটা দেওয়া হবে ?

    • @amritakumar5343
      @amritakumar5343 Před 2 měsíci

      ​​@@mrinalkundu5678
      প্রথমেই ধরে নিচ্ছি যে চাকরি তে
      টাকা লাগবে । তাই ঐ পথে
      যাচ্ছিনা ।
      দ্বিতীয়তঃ, দেখতেই তো পাচ্ছেন,
      পাশ করে (আপনার ভাষায় শিক্ষিত!! রা ) যোগ্য চাকরিপ্রার্থীরা রাস্তায় বছরের পর বছর ধরে বসে আছে। চাকরির দাবিতে আন্দোলন করলে পুলিশের মার খাচ্ছে।
      ওদিকে, অযোগ্যরা কিরকম চাকরি করছে।
      একটা কথা আমার ছুটে গেছে। সেটা হলো টাকা থাকলেও ঘুষ দিয়ে চাকরি নেওয়ার বান্দা আমি
      ন ই । এটা আমাদের পরিবারের গর্ব।
      যাক , শিক্ষিত!!! বলে ব্যঙ্গ তো করলেন ।আসুন না কম্পিটিশনে বসি। যোগ্যতা অর্জন করলে চাকরি করার ইচ্ছে আছে । আপনি তার নিশ্চয়তা দিতে পারবেন সেই চাকরি দেওয়ার ? যদি সেই ক্ষমতা থাকে তাহলে যারা চাকরির পরীক্ষায় পাশ করে যোগ্যতা অর্জন করেও রাস্তায় বসে বসে , হতাশা আরা কান্নায় জীবনের মূল্যবান দিন গুলো (---" here youth fades away ".) করে কাটাচ্ছে , তাদের চাকরি গুলো তে জয়েন করিয়ে দিন না ।
      আপনি তো সেটা করতে পারছেন না । আপনি কি তাহলে
      " শিক্ষিত"!!! দের অমর্যাদা , অপমান করছেন না ?

  • @RakeshMistry-n3x
    @RakeshMistry-n3x Před 2 měsíci +1

    দিদি 1000টাকা এটাই পেনশান বাংলা এটাই চায
    কি আনানদ চাকরি পাবোনা

  • @subodhkrbiswas7970
    @subodhkrbiswas7970 Před 2 měsíci

    দেশে ব্যাঙ্কিং সেক্টরে কীকরে বিহার থেকেই প্রচুর চাকরি হচ্ছে!? এটাও কি ওই ভাবেই? আশাকরি একটা উত্তর পাবো।

  • @sumanbhunia392
    @sumanbhunia392 Před 2 měsíci

    sir.....একটা কথা বলুন.... / চারিদিকে রব তুলেছেন .... পর্বত কেটে ফেলা হবে.....কি হবে! কি হবে!...... অারে.... পর্বত কেটে ঐ মাটি কোথায় রাখা হবে...!?/......যেখানে রাখাহবে সেখানেই তো অারেকটা পর্বত গড়ে উঠবে....!.....তবে হ্যাঁ....সময় এর একটা ব্যাপার অাছে....সেটা তো কারোর হাতে নেই....পারিপার্সিক পরিস্থিতি যা তৈরি হয়েছে....!!!!
    তবে এই স্যার এর মতো Negative না হওয়াই ভালো.....জীবনে....!

  • @sigmamale18356
    @sigmamale18356 Před 2 měsíci

    Uttoroner Pothe Coaching er Teacher bolen, "Admission nile Govt. Job Pabei."

  • @ShantiRanjanMandal-m1s
    @ShantiRanjanMandal-m1s Před 2 měsíci +1

    I think, rail should privatization, live security act should amand in our constitution.

  • @AbaniKumarMandi
    @AbaniKumarMandi Před 2 měsíci +2

    যার টাকা, বিত্তবান আছে সেই সেই চাকরি পাবে। খুব দুঃখিত

  • @anikchakraborty2926
    @anikchakraborty2926 Před 2 měsíci

    বিদ্যুতের বিল সারা ভারতের মধ্য সবচেয়ে বেশী পশ্চিমবঙ্গে কিন্তু কোন আন্দোলন নেই কেন????এটা নিয়ে সঞ্জীব গোয়নকা ও বর্তমান সরকারের অশুভ আঁতাত নিয়ে প্রতিবেদন চাই

  • @subhanandi4639
    @subhanandi4639 Před 2 měsíci

    Shudhu porasonay kichu hoy na sir....ektu skills ektu nijer knowledge er opor bharosa rekhe sob kichur jonno prepare thakte hobe

  • @aman6828
    @aman6828 Před 2 měsíci

    Syndicate korun....Lal Hoye Jaan🙏😊Ghabraben Na....

  • @anarkalikhatun84
    @anarkalikhatun84 Před měsícem

    পুজোর আগে কোনো এক্সাম মনে হয় হবে না

  • @iamsanju082
    @iamsanju082 Před 2 měsíci +7

    বৃহত্তর আন্দোলনের ডাক দিন।।
    একমাত্র একটাই পথ

  • @PunchaBLLRO
    @PunchaBLLRO Před 2 měsíci

    চাকরি তে নিয়োগ তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এটা কি ঠিক ?

  • @michaelreang2082
    @michaelreang2082 Před měsícem +1

    Pl improve your sound system

  • @tanmaybiswas8930
    @tanmaybiswas8930 Před 2 měsíci +1

    আর রইলো টাকার কথা
    আমার সব থেকে কম দামে কোচিং দেবো বলে 500 টাকা ও যদি 100 জনের কাছ থেকে নিতে পারে একবারে পঞ্চাশ হাজার টাকা
    অথচ কেউ এদের পায়ে পড়েনি যে দয়াকরে কোচিং করান

  • @goutampaul1538
    @goutampaul1538 Před měsícem

    10 টা বছর বাজি রাখা একটু tough 😢

  • @ujjwalpal3533
    @ujjwalpal3533 Před 2 měsíci

    ধার্মিক দেশের উন্নতি কোনো দিনও সম্ভব নয় স্যার

  • @suryabhawan7723
    @suryabhawan7723 Před 2 měsíci

    R school services er proyojan nei...school hoy na maser por mas chuti....teacher er proyojon nei.....
    General services recruitment suru kora houk...