বিএনপি থেকে নির্বাচিত চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন আওয়ামীলীগ পরিবারে যোগদান করেন

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2017
  • গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন আওয়ামীলীগ পরিবারে আজ এক জনসভায় আনুষ্টানিক ভাবে যোগদান করেন। উক্ত জনসভায় ১৪ দলীয় জোট নেতা ফটিকছড়ি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচএম আবু তৈয়ব একেএম সরোয়ার হোসেন স্বপনকে নৌকা মার্কা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। চেয়ারম্যান স্বপন সব বুঝে শুনে আওয়ামীলীগ পরিবারে এসেছে; সেই জন্য ধন্যবাদ জানাই উপস্থিত অতিথিবৃন্দ।
    পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এম. তৌহিদুল আলম বাবু, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু হাসনাত মুহাম্মদ শহিদুল হক, ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজন, জেলা আওয়ামীলীগ নেতা এইচ এম আবু তৈয়ব, উপজেলা আওয়ামীলীগের সাবেক মাধারণ সম্পাদক এম. সোলাইমান, ফটিকছড়ি থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ, রশিদ উদ্দীন চৌধুরী কাতেব, ইকবাল হোসেন চৌধুরী, মেহাম্মদ ইব্রাহিম তালুকদার, সরোয়ার উদ্দিন শাহীন,হারুন অর রশিদ।
    পরে জনসভায় বিটিএফ চেয়ারম্যান ও ফটিকছড়ি আসনের সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, বিএনপি বলছে- তাদের বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচন হতে পারবে না। আমি বলছি- এটা মগের মুল্লুক না। অবশ্যই নির্বাচন হবে বর্তমান সাংবিধানিক কাঠামোতেই। এতে বিএনপি না এলে কোন সমস্যা নেই। অন্য সব দল এবার নির্বাচনে আসছে। ত্বরিকত ফেডারেশন ১৪ দলীয় জোটের বাহিরে যাবার সুযোগ নেই;অঙ্গ সংগঠন হতে নির্দেশনা পেলে অঙ্গ সংগঠন হয়ে যাব। আমি মনে করি আওয়ামীলীগের প্রত্যেকটা কর্মী আমার নেতা।
    তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আর কোন দিন সরকার গঠন করবে না। কোকোর ২০ কোটী টাকা ফেরৎ এসেছে।তারেক জিয়া ও এদেশের মাটিতে আর কোন দিন পা দিতে পারবে না।
    তিনি ১৭ ডিসেম্বর রবিবার বিকালে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের চামার দিঘী নামক স্থানে ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন সহ ৯ টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ও ১৭ টি প্রকল্পের উদ্ভোধন উপলক্ষে সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত জন সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
    তিনি আরো বলেন, শুধু মাত্র পাইন্দং ইউনিয়নে ১ শত ৩৫ কোটী ৫৩ লাখ টাকার কাজ হয়েছে ও চলমান আছে। এযাবৎ ফটিকছড়িতে ২ হাজার ২ শত ১৮ কোটী টাকার কাজ হয়েছে। আরো ৩ শত ২০ কোটী টাকার কাজ পক্রিয়াধীন। এসরকার আগামীতে আবারো সরকার গঠন করলে আরো ব্যাপক উন্নয়ন হবে। জায়গা ফেলে ষ্টেডিয়াম হবে পাইন্দং এলাকায়,আর আইন শৃংঙ্খলা পরিস্থিতির আরো ভাল করতে পাইন্দং ইউনিয়নের কারবাল্লা টিলায় র‌্যাবের ক্যাম্প স্থাপন করা হবে।

Komentáře • 7