সমাজ দাহ করতে দেয়নি এই জমিদারকে || জাহাপুর জমিদার বাড়ি || JAHAPUR JOMIDAR BARI || CUMILLA

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • প্রায় চার শত বছর আগে জমিদার বাড়ির বংশধরেরা যাহাপুরে বসতি স্থাপন করে। তবে তারা জমিদারি প্রতিষ্ঠিত করে ১৮৬২ সালে। এই বংশের প্রথম পুরুষ ছিলেন শ্রী কানাই লাল রায়। তবে তারা জমিদার হিসেবে প্রতিষ্ঠা শ্রী গৌরি মোহন রায়ের আমলে। গোমতী নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তাদের জমিদারি। মূলত তারা ছিলেন পাটের ব্যবসায়ী।তাদের জমিদারির বিস্তৃতি ছিল তিতাস,দাউদকান্দি, দেবিদ্বার, চান্দিনা ও নবীনগরে। তাদের জমিদারি সর্বোচ্চ স্তরে পৌঁছায় নবম পুরুষ কমলাকান্ত রায় ও তার ছেলে গিরিশচন্দ্র রায়ের আমলে। জানা যায় জমিদার কমলাকান্ত রায় ছিলেন অনেক ধার্মিক প্রকৃতির। এক সময় এখানে অনেক ভক্ত এখানে আসতো এবং তাদের জন্য ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তবে বিশেষ এক কারনে জমিদার কমলাকান্ত রায় কে দাহ করতে দেয়নি সমাজের মানুষ।
    #jahapur_jomidarbari #জাহাপুর_জমিদার_বাড়ি #muradnagar #cumilla

Komentáře • 18