সম্পূর্ণ ইসলাম মাত্র দুইটি হাদীসের মধ্যে | Maulana Tariq Jamil | New Bangla subtitle 2024

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2024
  • ইমান হলো আল্লাহ ও তাঁর রাসূল (সা.) যা কিছু আদেশ করেছেন সেগুলোর ওপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা। আর ইসলাম হলো আল্লাহ ও তার রাসূল (সা.) যা কিছু আদেশ করেছেন এবং সে অনুযায়ী আমল করার নাম। একমাত্র আল্লাহর সমীপে আত্মসমর্পণ করা ও তাঁরই আনুগত্য স্বীকার করাকে ইসলাম বলে।
    আল্লাহতায়ালা বলেছেন, “তোমরা বলো, ‘আমরা ইমান এনেছি আল্লাহর ওপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের ওপর ও যা নাজিল করা হয়েছে ইবরাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের ওপর, আর যা প্রদান করা হয়েছে মূসা ও ঈসাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে নবীগণকে। আমরা তাদের কারও মধ্যে তারতম্য করি না। আর আমরা তাঁরই অনুগত” [সূরা আল-বাকারা, আয়াত : ১৩৬]।
    রাসূল (সা.) হাদিসে জিবরিলে ও অন্যান্য হাদিসে ইমান ও ইসলামের ব্যাখ্যায় বলেছেন, ‘ইমান হলো আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবগুলোর প্রতি, তাঁর রাসূলদের প্রতি এবং আখিরাতের প্রতি ইমান আনবে, আর তাকদিরের ভালো-মন্দের প্রতি ইমান রাখবে। ইসলাম হলো, তুমি এ কথার সাক্ষ্য প্রদান করবে যে, আল্লাহ ব্যতীত কোনো (সত্য) ইলাহ নেই এবং নিশ্চয় মুহাম্মাদ (সা.) আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে, রমজানের সাওম পালন করবে এবং বাইতুল্লাহর হজ পালন করবে।’ এ হাদিসে রাসূল (সা.) ইমানকে অন্তরের বিশ্বাস ও ইসলামকে শরিয়তের বাহ্যিক আমলের দ্বারা ব্যাখ্যা করেছেন।
    তথ্যসূত্র: [সূরা আল-বাকারা, আয়াত : ১৩৬], সহিহ মুসলিম, কিতাবুল ঈমান, ১/৩৬, হাদিস নং ৮, উমার ইবন খাত্তাব (রা.) থেকে বর্ণিত; সহিহ বুখারি, কিতাবুল ইমান, ১/২৭, হাদিস নং ৮; সহিহ মুসলিম, কিতাবুল ইমান, ১/৩৯, হাদিস নং ৯।
    বিঃদ্রঃ আমাদের ফেসবুক পেইজটি ফলো করুন।

Komentáře • 25