প্রতিদিন আমলের জন্য সকালের সেরা যিকির । Best Morning Zikir Adhkar recited by Shamsul Haque

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2024
  • প্রতিদিন আমলের জন্য সকালের সেরা যিকির । Best Morning Zikir Adhkar | Shamsul Haque
    Morning Zikir Adhkar
    By Shamsul Haque
    Video and Audio by Beautiful Quran Recitation team
    For more recitation, dua and Dhikr, Stay with us @sundarqurantilawat
    ভিডিওতে যিকির করার জন্য কুরআন এর যে আয়াত পাবেন তা হল ......
    সূরা ফাতিহা
    আয়াতুল কুরসি
    সূরা বাকারাহ শেষ দুই আয়াত (২৮৫-২৮৬)
    সুরা হাশর শেষ তিন আয়াত (২২-২৪)
    চার কুল (সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস)
    আল্লাহতায়ালা বলেন, যারা ইমানদার তারা এমন লোক যে, যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে। আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা স্বীয় প্রভুর ওপর ভরসা করে। (সূরা আনফাল : ২)।
    যে অন্তর আল্লাহর জিকির থেকে উদাসীন, তা জীবিত নয়, মৃত। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো। (অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত। আর যে স্মরণ করে না সে মৃত)।’ (বুখারি, হাদিস : ৬৪০৭)
    #morning #quran #zikir #সকালের_যিকির

Komentáře • 11