শতবর্ষী বেড় শিমুল গাছ || shotoborsho ber shimul gas | @timetravel300

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • নারায়ন খোলা বেড় শিমুল গাছঃ গাছটির ব্যাস ৪২ গজ । গাছটি কয়েকশত বছরের পুরাতন বলে এলাকাবাসীর মুখে শোনা যায়। একটু গভীরভাবে পর্যবেক্ষন করা হলে গাছটির কান্ডের পশ্চিম পার্শ্বে হাতি সদৃশ্য, পূর্ব পার্শ্বে বাঘ ও সিংহের সদৃশ্য, দক্ষিণ পার্শ্বে কুমিরের সদৃশ্য এবং উত্তর পার্শ্বে নৌকার বৈঠা ও সাপের সদৃশ্য বলে মনে হয়।
    গাছটির যে কোন একটি শাখা ধরে নাড়া দেয়া হলে সমগ্র গাছ নড়ে উঠে। গাছটির আনুমানিক উচ্চতা ৮০-১০০ ফুট এবং গাছটি প্রায় ১.০০ বিঘা জমি জুড়ে বিস্তৃত। ইতিমধ্যে গাছটিকে নিয়ে এলাবাসীর গভীর কৌতুহল সৃষ্টি হয়েছে।দেশের বিভিন্ন স্থান হতে পুরাতন এ গাছটি দেখার জন্য অসংখ্য লোকজন জড়ো হয়। শেরপুর জেলা পরিষদ ও নকলা উপজেলা পরিষদ গাছটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। প্রতি বছর পহেলা বৈশাখে উক্ত বেড় শিমুল গাছের প্রাঙ্গনে মেলা বসে।
    #শতবর্ষী শিমুল গাছ
    #ka location ghas
    #simul tree
    #seven leaves tree
    #sevin sulfur dust

Komentáře • 4