গান বাজনা কি হারাম? কোন ধরনের গান শোনা যাবে? / Gan bajna ki haram? Shaikh Ahmadullah

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2019

Komentáře • 221

  • @shimuislam9525
    @shimuislam9525  Před 3 lety +76

    وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمٰنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الْكِلاَبِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمٰنِ بْنُ غَنْمٍ الأَشْعَرِيُّ قَالَ حَدَّثَنِي أَبُو عَامِرٍ أَوْ أَبُو مَالِكٍ الأَشْعَرِيُّ وَاللهِ مَا كَذَبَنِي سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلميَقُوْلُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلٰى جَنْبِ عَلَمٍ يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ يَأْتِيهِمْ يَعْنِي الْفَقِيرَ لِحَاجَةٍ فَيَقُوْلُونَ ارْجِعْ إِلَيْنَا غَدًا فَيُبَيِّتُهُمْ اللهُ وَيَضَعُ الْعَلَمَ وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلٰى يَوْمِ الْقِيَامَةِ.
    'আবদুর রহমান ইবনু গানাম আশ'আরী (রহঃ) থেকে বর্ণিতঃ:
    তিনি বলেন, আমার নিকট আবূ আমির কিংবা আবূ মালিক আশ'আরী বর্ণনা করেছেন। আল্লাহ্‌র কসম! তিনি আমার কাছে মিথ্যে কথা বলেননি। তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেনঃ আমার উম্মাতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমী কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। তেমনি এমন অনেক দল হবে, যারা পাহাড়ের ধারে বসবাস করবে, বিকেল বেলায় যখন তারা পশুপাল নিয়ে ফিরবে তখন তাদের নিকট কোন অভাব নিয়ে ফকীর আসলে তারা বলবে, আগামী দিন সকালে তুমি আমাদের নিকট এসো। এদিকে রাতের অন্ধকারেই আল্লাহ্ তাদের ধ্বংস করে দেবেন। পর্বতটি ধ্বসিয়ে দেবেন, আর বাকী লোকদেরকে তিনি কেয়ামতের দিন পর্যন্ত বানর ও শূকর বানিয়ে রাখবেন।(আধুনিক প্রকাশনী- ৫১৮০, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৭৬)
    সহিহ বুখারী, হাদিস নং ৫৫৯০
    হাদিসের মান: সহিহ হাদিস
    Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD

    • @Nibir_49
      @Nibir_49 Před rokem +2

      as if music instruments er uses gula remove kore dei tokhon eta halal hobe?

    • @Nibir_49
      @Nibir_49 Před rokem +1

      helppp

    • @joyantaroy8774
      @joyantaroy8774 Před 10 měsíci

      এই গান টা কি হারাম czcams.com/users/shortsUR40upALQJM?feature=share

  • @user-zp7mj3rr9g
    @user-zp7mj3rr9g Před 6 měsíci +32

    জান্নাতের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে, আল্লাহ নিজে সালাম দিবেন জান্নাতিদের!🖤🥀
    [সুরা ইয়াসিন - ৫৮]
    সুবহানআল্লাহ,,, আমিন 🤲

  • @user-iw4jp4jc8l
    @user-iw4jp4jc8l Před rokem +81

    আমি আছকে থেকে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত কোন বাদ্যযন্ত্র সহকারে কোন গান শুনবো না কথা দিলাম আমার মহান রবকে আমি আমার আল্লাহকে ভালোবাসি তাই আল্লাহর জন্য গান বাজনা শোনা বাদ দিলাম আমি আর কোন দিন গান শুনবো না শুধু গজল শুনবো ইংশাআল্লাহ 🌸

    • @abdullahbd9754
      @abdullahbd9754 Před 5 měsíci +7

      সেটা আপনার নিজের মনের ভিতর রাখেন।
      ইউটিউবে বলবেন কেনো?

    • @sharminaktharrina2709
      @sharminaktharrina2709 Před 5 měsíci +8

      এই অনুষ্ঠান ইসলাম বিষয়ে।এখানে ইসলাম নিয়ে সব ধরনের কথা লেখা যাবে।

    • @Mehedi-hn3hq
      @Mehedi-hn3hq Před 2 měsíci

      ❤❤❤❤❤❤🤗🫵😊😊😊☺️

    • @SumonAhmed-oi6cn
      @SumonAhmed-oi6cn Před 2 měsíci +1

      এটা যদি সত্যি হয় তা হলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাই কে হেদায়েত দান করুন আমিন

    • @Sura-4567
      @Sura-4567 Před 2 měsíci

      তাহলে দেশত্ত্বোধক গান শুনা যাবে

  • @rajibahmed7825
    @rajibahmed7825 Před 2 lety +45

    যিনি তার প্রত্যেকটা সৃষ্টিকে উত্তমরূপে সৃষ্টি করেছেন।
    সূরা আস-সাজদা। আয়াত: ০৭

  • @shifatv5373
    @shifatv5373 Před 2 lety +97

    গান শুনা ভাল কথা কোন সেই গান, যেই গানে তাজা হয় মানুষের ঈমান।

  • @sadiameghla3811
    @sadiameghla3811 Před 3 lety +17

    হে আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান কর আমিন।।।

  • @Shaponsultan
    @Shaponsultan Před 2 lety +22

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

  • @farhanchowdhury9981
    @farhanchowdhury9981 Před 3 lety +28

    এবং একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।” (৩১:৬)

    • @momenabegum604
      @momenabegum604 Před 3 lety

      👍

    • @ratriaktar334
      @ratriaktar334 Před rokem +1

      কই এইখানে তো গান বা বাজনার কথা উল্লেখ নাই

    • @Oye-im-pubg-lover
      @Oye-im-pubg-lover Před 9 měsíci

      অবন্তর কথা বার্তা
      ঠাট্টা বিদ্রোপ করে
      এই দুই টা লাইন পড়ে ও যদি আপনি কিছু না বোঝেন
      তাহলে বুঝতে হবে আপনার বোঝার ক্ষমতা কম
      .
      গানের মধ্যে যেই সব কথা বলা হয়
      তা দেখবেন সবই অযোক্তিক
      এমন কি সিরিক কথা ও থাকে
      যেমন
      তোমার জন্য আকাশের চাঁদ এনে দিবো
      তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর
      তোমার জন্য জান্নাত ছেড়ে দিবো
      যদি তোমায় পাই
      .
      এইসব কথা বার্তা আল্লাহর সাথে ঠাট্টা ছাড়া আর কিছু না

    • @user-em9rl5hz4u
      @user-em9rl5hz4u Před 2 dny +1

      উল্লিখিত।আছে।সুরা।লুক মানে।আয়াত।নং6

    • @user-em9rl5hz4u
      @user-em9rl5hz4u Před 2 dny

      কি

  • @Sayemgaming16
    @Sayemgaming16 Před 3 měsíci +2

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

  • @silvermoon9506
    @silvermoon9506 Před 3 lety +13

    জাযাকাল্লাহু খাইরান

  • @user-tk3nv1dj2z
    @user-tk3nv1dj2z Před 3 lety +31

    ‘মানুষের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন ও বেহুদা হাদিছ খরিদ করে, যাতে সে অজ্ঞতার ভিত্তিতে আল্লাহতালার পথ থেকে দুরে সরিয়ে রাখতে পারে, সে একে হাসি, বিদ্রুপ, তামাশা হিসাবেই গ্রহন করে, তাদের জন্যে অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে।’ ‘ [৩১:৬]

    • @mdzummanmiah1766
      @mdzummanmiah1766 Před 2 lety +2

      আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুন আমীন

    • @user-nc3hs1gn9q
      @user-nc3hs1gn9q Před rokem +3

      ভাই, কথাটি দুঃখজনক হলেও সত্য আজকাল অধিকাংশ মানুষ পবিত্র কুরআনের বানী বিশ্বাস করতে চায়না। 😪😪😪😪

    • @tamimjafor6571
      @tamimjafor6571 Před rokem +1

      ei ayate "lahwal hadis" mane obantor kotha barta. kitu amader alemra er onobad korechen gan bajna. hay allah

    • @Iftiyak
      @Iftiyak Před 9 měsíci

      ​​@@tamimjafor6571Vai apni tw dekhtsi alem der chaiteo beshi gyani mone hocche.. gaan bajna haram 100 bar.. ami guitarist chilm ek shomoy ar ami jani eta ekta manusher iman ke kothay niye felte pare.. jodi kono manush iman er shad pete chay se jeno gaan bajna shona ebong gawa chere dey.. ulta palta kotha bole somaje bibvranti sristy korben na vai amr 💖
      nabi (saw) er hadise spsto bola ache haram instruments and gaan er kotha ja ki na islame shompurno haram

  • @rahulsarkar6953
    @rahulsarkar6953 Před rokem

    Khub. Upokar holo eai vedio amar jonno perfect chilo Thank you so much

  • @marufhossain662
    @marufhossain662 Před rokem +2

    মাশাল্লাহ খুব সুন্দর আলোচনা

  • @mdlukman6977
    @mdlukman6977 Před 2 lety +2

    এই উত্তরটাই খুজছিলাম। ধন্যবাদ।

  • @saddamHossain-mw3uu
    @saddamHossain-mw3uu Před 2 lety +3

    ঠিক বলেছেন শায়খ

  • @shahjalalislam959
    @shahjalalislam959 Před 3 měsíci +2

    প্রিয় ভাইসব,, আমি সুন্দর গজল গাইতেছি,, দয়াকরে সবাই শুনবেন

  • @rohitrana8946
    @rohitrana8946 Před rokem

    মহান রাব্বুল আলামিন আমাদের সবার মালিক ,,

  • @mdibrahimkhalilasrafi3641
    @mdibrahimkhalilasrafi3641 Před 2 lety +15

    💖খুব কষ্ট আছি। প্রিয় ভাই বোনেরা আমার জন্য একটু দোয়া কইরেন। আমি যাকে ভালোবাসি তাকে যেনো বিয়ে করতে পারি। কিন্তুু আমরা একে অপরকে দেখা দেইনা। এমন কি কথাও বলি না। একজন চাচির মাধ্যমে খবর নেওয়া হয়। শুধু দুজনে দুজনার জন্য দোয়া করি। মেয়ের মা দাদি ফুফি রাজি আছে। মেয়ের বাবাও রাজি ফবে ইনশাআল্লাহ। আমার পরিবার ও রাজি হবে ইনশাআল্লাহ। তো এখন আল্লাহ যদি কবুল করেন। আমিন
    তাই সবার কাছে দোয়ার দরখাস্ত। সবার জন্য শুভকামনা রইলো। 💖

    • @mdjanarul4088
      @mdjanarul4088 Před 2 lety

      Amin

    • @PromeMedha
      @PromeMedha Před rokem

      আমিন। আল্লাহ পাক আপনাকে কবুল করূক।

    • @nuzhatislam2288
      @nuzhatislam2288 Před rokem +1

      ভাই বেশি আশা রাখবেন না তাহলে ক্ষতি হবে আপনার মানসিক অবস্থার কারণ আল্লাহর ইচ্ছা কি আল্লাহ আপনার জন্য কাকে লিখে রেখেছেন আপনি জানেন না। শুধু আল্লাহর কাছে দুয়া করবেন অমুক মেয়ে যদি আমার জন্য কল্যানকর হয় তাহলে তাকে আমার সাথে বিয়ের ব্যবস্থা করে দাও আর যদি সে আমার জন্য কল্যানকর না হয় তাহলে আমাকে তার থেকে দূরে সরিয়ে দাও।আল্লাহর উপর ভরসা রাখুন নিশ্চয়ই তিনি আপনার জন্য যা মঙ্গলজনক তাই করবেন।ধন্যবাদ।❤️

    • @redwanhriddu
      @redwanhriddu Před rokem

      Paisen tare?

    • @user-dp9px7cb2y
      @user-dp9px7cb2y Před 8 měsíci

      তাহাজ্জুদ পরে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবেন, ইনশাআল্লাহ

  • @yasinarafatbodrul8780
    @yasinarafatbodrul8780 Před 2 lety +18

    ইসলামিক গান শুনা যাবে।আল্লাহ মহান কারিগর মাটিদি বানাইছেন দেহ ঘর।

    • @Nibir_49
      @Nibir_49 Před rokem +1

      ভাই আমি আগে অনেক গান শুনতাম বাট এট দা লাস্ট ছাড়তে পারছি না
      আমি একটি মিউজিক থেকে সব টিউনও বাদ্যযন্ত্র এর ব্যবহার অপসারন করেছি বা মুছে দিয়েছি
      আমার এই গান শোনা কি হারাম হবে?

    • @survivalleader314
      @survivalleader314 Před 6 měsíci

      ​@@Nibir_49 gan shuna haram. Touba kore gan shuna chere den

    • @Nibir_49
      @Nibir_49 Před 5 měsíci

      @@survivalleader314 hae bhai porobortite chere disi. But i think eita niye kichu bola uchit olamay keram der. Je gan theke music off kore dile sheyta shuna jayez hobe kina

    • @survivalleader314
      @survivalleader314 Před 5 měsíci +1

      @@Nibir_49 Gan ta muloto er lyrics is upor depend kore. Jodi gan er lyrics kharap hoye tahole sheta haram ar jodi valo hoye jemon Allah ba tar rasul niya kono shundor kotha she khetre sheti haram hobe na.

    • @Nibir_49
      @Nibir_49 Před 5 měsíci

      @@survivalleader314 Bhai kom e gan ache Meghla dhormo birodhi and gali galaj beshi. Shey khetre amader toh bgm tah dekhe avoid korte hobe taina? What if app diye bgm remove kore dei? Then it halal hobe? Maybe I Should ask a scholar

  • @kolsomaaktar4043
    @kolsomaaktar4043 Před 3 lety +9

    alhamdulillah ami gan dekina ar dekvona inshallah

  • @sajjadhossein9101
    @sajjadhossein9101 Před 4 lety +10

    মাশাআল্লাহ

  • @robayethasanshad902
    @robayethasanshad902 Před 4 lety +6

    মাশাল্লাহ

  • @SharifKhan-eq1bc
    @SharifKhan-eq1bc Před 2 lety +2

    যেয় গান শুনলে ইমান তাজা হয় সেই গান হারাম না,,,কেনোনা কোরআনে তার কোনো নির্দেশ আল্লাহ দেয়নি

  • @mdmilonahmed2500
    @mdmilonahmed2500 Před 6 měsíci

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

  • @avastpremium8484
    @avastpremium8484 Před rokem

    لا إله إلا الله محمد رسول الله (ع)

  • @MDaminislam-yq8eu
    @MDaminislam-yq8eu Před 2 lety

    খুভি ভালো লাগলো

  • @mamunmedia8867
    @mamunmedia8867 Před 4 měsíci +1

    ইনশাআল্লাহ আর কোন গান শুনা যাবে না 😢

  • @BaulgaanStarTvBangladesh
    @BaulgaanStarTvBangladesh Před 2 lety +1

    Nice

  • @sumaiyaaktar9338
    @sumaiyaaktar9338 Před 3 lety +3

    😍😍😍😍

  • @AyatCreations
    @AyatCreations Před 2 lety

    😍😍😍

  • @masumhossain4146
    @masumhossain4146 Před rokem

  • @obaidulla4349
    @obaidulla4349 Před 2 lety

    আল্লাহ আকবার

  • @mdsohag884
    @mdsohag884 Před 2 lety

    Joss

  • @somratshoesgagipur3788
    @somratshoesgagipur3788 Před 2 lety +2

    তিরমিজি শরিফ: কিতাবুন নেকার: আল্লাহর নবী বলেন আলি নু হা জাননেকা অর্থাৎ: তোমারা বিবাহকে ঘোষণা করো সমাজের মানুষকে জানিয়ে দেও বিবাহ হবে । আলি নু জে হাননেকা ওয়াজা আল ফু মাছাদি অর্থাৎ: নবী সাঃকে জিগ্গেস করা হলো বিবাহ কোথায় পরাইবো বলে মসজিদের ভিতরে। বলে জে ইয়া রাসুল আল্লাহ আর কী করব। ওয়াদরিবুল আলাইহি বিদদুফু অর্থাৎ: বিবাহের মজলিসে তোমরা অনেক গুলি ঢক বাজাইবা। আর কী দলিল চান দিয়ে দিলাম । তিরমিজি শরিফ বিবাহের আয়াতে দেখবেন

  • @sumaiyaislam2182
    @sumaiyaislam2182 Před rokem

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @JuwelRana-tz4tx
    @JuwelRana-tz4tx Před 3 lety +3

    😍

  • @sabbirahmedsumon3678
    @sabbirahmedsumon3678 Před 2 lety +2

    1:59 I didn't know song is haram.
    But I hate emotional song genuinely.

  • @AXAsif-zr5mn
    @AXAsif-zr5mn Před 3 měsíci

    Vlog viedo ba emni viedo te Back ground music gula ki haram?.. Maybe oi gula electric music type r kono kotha ba kono line thake na. aita aktu clear korben plz

  • @hiramoni3537
    @hiramoni3537 Před 9 měsíci

    Natural sound bolte ki ki bujhay kew bolben?

  • @masumzhome6548
    @masumzhome6548 Před 15 dny

    এই খানে গান এর ব্যাপারে বলা নাই তবে অবশ্যয় অশ্লিল কথা বার্তা হারাম যদি সেই কথা গানে অ্যাড থাকে তাইলে হারাম

  • @shifatv5373
    @shifatv5373 Před 2 lety +3

    গান গানই, সকল গানই হারাম। গান শুনা ভাল কথা কোন সেই গান, যেই গানে তাজা হয় মানুষের ঈমান।

  • @farjanakhanom3576
    @farjanakhanom3576 Před 2 lety +1

    Amon kono sikkhonio vedio dalkha jaba ki jakhana music thaka?

  • @bkbellal1606
    @bkbellal1606 Před rokem +1

    আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু

  • @mariyasultana1088
    @mariyasultana1088 Před 3 lety +6

    সব গান গান হারাম না

  • @AyatCreations
    @AyatCreations Před 2 lety +1

    amar video te ami kichu gan add korechi jodio ganer meaning kharapna kintu gane bajna ache😭 video ti halal hbe😭

  • @babulbepari4910
    @babulbepari4910 Před rokem +3

    আচছা দি গানের সুর শুনে তাহলেও কিগুনাহ হবে সুরে তো কোন শব্দ বলে না শুধু সুর হয় 🙏🙏 বলবেন কেউ আমাকে

  • @asadusjaman8867
    @asadusjaman8867 Před rokem +1

    হুজুর গান বলা জায়েজ কি

  • @asadusjaman8867
    @asadusjaman8867 Před rokem +1

    ?????

  • @A2zmastitv
    @A2zmastitv Před 2 lety +1

    আসসালামু আলাইকুম ,আমার প্রশ্ন CZcams এ। vlog video বানালে কি গোনা হয়?

    • @tahmidahmedadil4023
      @tahmidahmedadil4023 Před rokem

      𝔾𝕚𝕣𝕝 𝕟𝕚𝕪𝕖 𝕓𝕒𝕟𝕒𝕝𝕖 𝕘𝕦𝕟𝕒𝕙 𝕙𝕠𝕓𝕖

  • @mdrofu2642
    @mdrofu2642 Před 3 lety +2

    Paca Dene kana

  • @user-rn6wf3nd5z
    @user-rn6wf3nd5z Před 3 lety +13

    তাম্বুরি /দফ বাজানো তো কিছু আলেম জায়েজ বলেছেন এটা কি জায়েজ না

  • @Rakib-fu7ly
    @Rakib-fu7ly Před 24 dny +1

    Haram holy sob haram . Abar eita oita ki .

  • @raianatisha5209
    @raianatisha5209 Před 2 lety +1

    শায়েখ, আমি গান থেকে দূরে থাকতে চাই,,কিন্তু আমি যতোই চেষ্টা করি ততোই দেখা যায় আমার আশে পাশে কেও না কেও গান বাজিয়েই চলে। যাহেতু হোস্টেলে থাকতে হয় পড়াশুনার জন্য, আর সবাইকে অইভাবে সব সময় নিষেধও করতে পারি না,,, তাই না চাইতেও দেখা যায় কানে গান চলেই যায়। এই অবস্থায় আমি কি করতে পারি শায়েখ, যদি একটু পরামর্শ দিতেন উপকৃত হতাম।

    • @rawshanaralipi6288
      @rawshanaralipi6288 Před 2 lety +1

      সহজ উত্তর যিনি গান শুনেন তাকে এয়ারফোন লাগিয়ে শুনতে বলুন।

  • @jannatulferdous6146
    @jannatulferdous6146 Před 2 lety +1

    Quran je aiyat hujur mention korechen oi aiyat emon kisui lekha nai

  • @tahminabegumlovely8667
    @tahminabegumlovely8667 Před 5 měsíci

    Kiso music jemon dj remix asob মানুষের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে । কিন্তু গিটার পিয়ানো এসব তো উগ্রুতা সৃষ্টি করেননা।তাইলে guitar piano কেনো হারাম?

  • @salitelecom1705
    @salitelecom1705 Před 3 lety +5

    দফ বাজিয়ে বিনা কারনে গজল কি গাওয়া যাবে???

  • @mdmahmudmolla745
    @mdmahmudmolla745 Před 2 lety

    বাদ্যযন্ত্র বলতে কি ঢোল তোবলা কে বুঝানো হয়েছে? অডিও গান শুনা যাবে কি শুধু মিউজিক যুক্ত গান

  • @ThisIsSKTalibIslam
    @ThisIsSKTalibIslam Před 3 lety +1

    Ar mane ki arijit singh jei sob Gaan kore segulo haram naki halal

    • @ThisIsSKTalibIslam
      @ThisIsSKTalibIslam Před 3 lety

      @Ahmmed Kamil ধন্যবাদ আসসালামুওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ওয়াসফায়াতাহু ওয়ামাগফিরাতাহু ওয়জাননাতাহু

  • @msmahmuda677
    @msmahmuda677 Před 2 lety +1

    গানের রিংটোন দেয়া যাবে কি?

  • @fahmidaakter4337
    @fahmidaakter4337 Před 4 lety +7

    Er jonno ami ekbaroo Allah bemukh hoi ni

  • @asifmohammed2594
    @asifmohammed2594 Před 3 lety +2

    ঠিকআছে কিন্তু আমি ভাবছি Music এর সম্বন্ধে।আমার Piano এবং Violin শুনতে খুব ভালো লাগে।ওগুলো শুনলেই আমার মন ভালো হয়ে যায়।Ludwig Van Beethoven এর Moonlight Sonata শুনলেও কি গোনাহ হবে?
    আপনাদের মতামত বলুন please.

    • @shimuislam9525
      @shimuislam9525  Před 3 lety +3

      ভাই, শায়েখ স্পষ্ট করেই বলেছেন।
      এছাড়া দফ ছাড়া অন্য বাদ্যযন্ত্র ইসলামে জায়েজ নাই। এইগুলো দ্বারা প্রকৃত শান্তি আপনি পাবেননা।

    • @asifmohammed2594
      @asifmohammed2594 Před 3 lety

      @@shimuislam9525 আপনি moonlight sonata 1st movement শুনুছেন?অসম্ভব শান্তি।

    • @mirzamilon4448
      @mirzamilon4448 Před 3 lety

      @@asifmohammed2594 দাদা বেরিয়ে আসার চেষ্টা করুন ওসব থেকে।
      আল্লাহ্ আপনাকে সঠিক পথে চলার তৌফিক দান করুক।

    • @asifmohammed2594
      @asifmohammed2594 Před 3 lety

      @@mirzamilon4448 😂😂😂 আমি সঠিক পথেই চলছি আর যদি তোমরা music কে ভুল পথ বলো তবে বলব তোমরা ভুল করছ।😂

    • @mirzamilon4448
      @mirzamilon4448 Před 3 lety

      @@asifmohammed2594 Sahih Bukhari Hadith No. 5590. Narrated Abu 'Amir or Abu Malik Al-Ash'ari: that he heard the Prophet saying, From among my followers there will be some people who will consider illegal sexual intercourse, the wearing of silk, the drinking of alcoholic drinks and the use of musical instruments, as lawful.

  • @mddj5787
    @mddj5787 Před 3 měsíci

    যেসব গজলে ঢোলের বাধ্য আছে সেগুলো কী শোনা যাবে কী

  • @najninsultana2052
    @najninsultana2052 Před 3 měsíci

    ফোনে গান,মুভি এসব থাকলে কি গুনাহ হয়?ফোন আছে যদি না দেখহি তাহলে কও গুনাহ হয়?

  • @mahbuburrahman1180
    @mahbuburrahman1180 Před 3 lety +3

    baddo gula ki ki?

  • @msthasna2333
    @msthasna2333 Před 2 lety +3

    দেশত্ববদক গান শুনা যাবে কি???

  • @kanizfatima1573
    @kanizfatima1573 Před 3 lety +8

    শায়েখ গান বাজনা হারাম এটাতো কুরআনের কথা।তাহলে যে সকল ইসলামিক গানের সাথে বাজনা ব্যাবহার করা হই সেই সকল ইসলামিক গান সোনা ও কি হারাম? জানালে উপকার হবে।

    • @Nihaaa1618
      @Nihaaa1618 Před 2 lety +3

      Gan gan e hoi, shteta Islamic hok ar kichu hok, apnr Oto gan shonar iccha hole sura shonen

    • @hasanpaji1544
      @hasanpaji1544 Před 2 lety +3

      হুমম ইসলামি গান হওয়া সত্ত্বেও সেখানে যদি বাদ্যযন্ত্র থাকে,সেটা নিঃসন্দেহে হারাম।

  • @ajira3402
    @ajira3402 Před 2 lety +1

    ভূত এফ এম শুনলে কি পাপ হয়

  • @mdshabuddin3036
    @mdshabuddin3036 Před 2 lety

    মাওলানা সাহেব আপনি বলেন তো দেখি যে সুরা লোকমান ছয় নম্বর আয়াত নাজিল হওয়ার কারণ কি?

  • @manikhasanmn4105
    @manikhasanmn4105 Před 2 lety +2

    Allahr gan gawa jabe

  • @banglasongbd3615
    @banglasongbd3615 Před rokem +2

    onek majar pujari pagolra bole gaan halal

  • @mariyasultana1088
    @mariyasultana1088 Před 3 lety +3

    দাওদ নবীর জীবনি জানেন

  • @warmashine5765
    @warmashine5765 Před 2 lety +1

    দেশাত্মবোধক গান শোনা যাবে কিনা?

    • @nazmulahsanruhan7080
      @nazmulahsanruhan7080 Před 2 lety +3

      মিউজিক না থাকলে যাবে। মূলত গান হারাম না। বাদ্যযন্ত্র, অশ্লীলতা, নারীর প্রতি আসক্তি এসব যদি তাতে এড করা হয় তাহলে হারাম হবে।

  • @sajibtalukder8563
    @sajibtalukder8563 Před 3 lety +5

    গানের মধ্যে যদি Baddo যন্ত্র থাকে কিন্তু গানের অর্থ যদি ভালো হয় তাহলে কি সেটা হালাল হবে?

    • @awadmahirsweety
      @awadmahirsweety Před 3 lety +4

      Gan er ortho abr valo hoy??
      Apni gijol sunte paren..not song...🙂

    • @sajibtalukder8563
      @sajibtalukder8563 Před 3 lety +1

      @@awadmahirsweety accha

    • @seekingknowledge1093
      @seekingknowledge1093 Před 2 lety

      Na ami bujchi apni ja bujate ceyeche. Lyrics calo hole shunte parben ki na tai toh. Ok ek glass milk er sathe ek futa mod mishe gele seta r halal takbe ki??

    • @sabbirahmedsumon3678
      @sabbirahmedsumon3678 Před 2 lety

      @@awadmahirsweety ji🙂।
      Vlo lyrics er onk vlo gan ache

    • @awadmahirsweety
      @awadmahirsweety Před 2 lety +1

      @@sabbirahmedsumon3678 Muslim der jonno gan suna haram sis...seta lyrics hok r jai hok... 🙁

  • @user-qz8kn9hv9u
    @user-qz8kn9hv9u Před 9 měsíci

    কওমী অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র।

  • @sabbirahmedsumon3678
    @sabbirahmedsumon3678 Před 2 lety +1

    "Aot shock lyrics" gan ta ki haram?🥺

  • @jannatuljannatul8169
    @jannatuljannatul8169 Před 3 lety +6

    দেশাত্মবোধক গানও তাহলে শোনা যাবে না?

    • @muttakinapramanik8933
      @muttakinapramanik8933 Před 3 lety +1

      যদি বাদ্যযন্ত্র থাকে তাহলে

    • @mdLimon-ug8vx
      @mdLimon-ug8vx Před 3 lety

      না জাতীয়তাবাদ হারাম.(আবু দাউদ ৫১২১)

    • @abutahersk7505
      @abutahersk7505 Před 2 lety +1

      ধর্ম মানতে গেলে ঠিকভাবে মানার চেষ্টা করেন।

  • @sidratulmuntaha.9884
    @sidratulmuntaha.9884 Před 2 lety

    Islamic meyeder prda. Kora. Forzjemni. Gaan suna. Amder imani. Duty-free subnaallh

  • @EliarsHussain-vq4qf
    @EliarsHussain-vq4qf Před 7 měsíci

    Onek skolar baddo jontro shoho Gaan halal bolesen. Ibne hazom o imam gazzali ee moddhe royesen. Bishuddho hadees darao ta promanito

  • @mamasumhossain6059
    @mamasumhossain6059 Před 2 lety

    স্বামীর সামনে কি নাচা যাবে

  • @mohammedkawsar1659
    @mohammedkawsar1659 Před 2 lety +2

    জাতীয় সঙ্গীত কি হারাম??

  • @iseeall7581
    @iseeall7581 Před 2 lety

    হিন্দি মুভি দেখা কি হালাল?

  • @rafiqultvcompany1954
    @rafiqultvcompany1954 Před 2 lety

    কবি গান শুনা জায়েজ কিনা

  • @sdtricks7967
    @sdtricks7967 Před rokem

    faltu

  • @SharifKhan-eq1bc
    @SharifKhan-eq1bc Před 2 lety +1

    এ হাদিসে স্পষ্ট করে আল্লাহ বলেনি যে গান বাজনা হারাম,,আপনি স্পষ্ট বলতেছেন কেমন করে যে গান বাজনা হারাম।গান বাজনা যদি হারাম হতো বড়পির আব্দুল কাদের জিলানি,,কেনো বলেন গান ১৪ এলেমের শহর,,আপনি কি বড় পিরের চেয়ে বেশি জানেন

    • @jabintabassum04
      @jabintabassum04 Před 2 lety

      ভালো করে জেনে নিন।আল্লাহ আমাদের নূন্যতম জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান দিয়ে নিজেদের ই খোজা উচিত কোনটা হারাম কোনটা হালাল।জাযাকাল্লাহ খাইরান

  • @arafathasanrishad2227
    @arafathasanrishad2227 Před rokem +2

    গান গাওয়া হারাম কিন্তু। ওয়াজ টাকার জান্য না করা হালাল🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mudra2644
    @mudra2644 Před 2 lety

    গান বাজনা হারাম না আল্লাহ কি গান বাজনা শব্দ জানতেন না। আপনি যদি আরবি ভাষায় অশ্লীল কথা বলেন সেটা ও হারাম। তাই বলে আপনি কথা বলাকে হারাম বলতে পারেন না।

    • @Subhanallah79948
      @Subhanallah79948 Před 2 lety

      Mane??

    • @mudra2644
      @mudra2644 Před 2 lety +1

      @@Subhanallah79948 কোরআনের কোথাও গানবাজনা শব্দ নাই ধর্মীয় বিধান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ।

  • @LM10283
    @LM10283 Před 3 lety +2

    গান শুনে মনে আরো প্রশান্তি লাগে। তাইলে এইটা হারাম হইলো কেম্নে??

    • @scorpionkingabrar5723
      @scorpionkingabrar5723 Před 3 lety +5

      Shoitan er jinish shunle shoitan er e shanti lage

    • @LM10283
      @LM10283 Před 3 lety +1

      @@scorpionkingabrar5723 গান শুনে নাহ এমন মানুষ খুইজা দেখা??

    • @unknownme5176
      @unknownme5176 Před 3 lety +2

      পাপ করে না এমন মানুষ দেখাউ 🥀

    • @LM10283
      @LM10283 Před 3 lety

      @@sabrinjahan1362 বাজনা কে হারাম করা হয়েছে গান কে নয়।

    • @LM10283
      @LM10283 Před 3 lety +2

      @@sabrinjahan1362 আমার শুইনা লাভ নাই তার চেয়ে ভালো গান শুনি কাজে দিবে।

  • @mstshorifa2996
    @mstshorifa2996 Před 2 lety

    ইউটিউবয়ে শিস সুনা কি গুনা

  • @sateam36
    @sateam36 Před 2 lety

    কম্পিউটার দিয়ে গান লোড করে জিবিকা নিরবাহ করা কি হারাম না হালাল

  • @existence8965
    @existence8965 Před 3 lety +1

    anus =পায়ু

    • @munimpial8699
      @munimpial8699 Před 2 lety +1

      জারজদের কোন ধর্ম থাকে না।

    • @munimpial8699
      @munimpial8699 Před 2 lety

      তেমন একটা জারজ হলি তুই!

  • @sksahedinahamed9397
    @sksahedinahamed9397 Před 4 lety +3

    মাশাল্লাহ

  • @fahadchowdhury7416
    @fahadchowdhury7416 Před 4 lety +4

    মাশাআল্লাহ

  • @ntgaming1191
    @ntgaming1191 Před 2 lety

    ❤️

  • @26zmctgshirajulduranta73

    😍😍😍

  • @SumiAkter-tz1rs
    @SumiAkter-tz1rs Před rokem

    মাশা আল্লাহ

  • @androidtvbox5066
    @androidtvbox5066 Před 2 lety

    মাশাল্লাহ