ভগবদ্গীতায় মন সম্বন্ধে কি বলা হচ্ছে ! মন নিয়ন্ত্রণ করার কৌশল !

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • By- Palak Parthasarathi Das
    ইস্কন কলকাতা দ্বারা আয়োজিত
    💐ধারাবাহিক শ্রীমদ্ভগবদ্গীতা ক্লাস 💐
    💫 এই ক্লাসটিতে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত বাংলায় ধারাবাহিকভাবে প্রতিটি শ্লোকের অর্থ, অনুবাদ ও তাৎপর্য সহ আলোচনা করবো।
    ✨ এই ভগবদ্গীতার ক্লাস প্রতি শনিবার সন্ধ্যে ৭টা থেকে ৮:৩০টা পর্যন্ত অনলাইনে হবে।
    ✨ এই ক্লাসটি আগামী২৭শে আগস্ট থেকে শুরু হবে।
    ✨ তাই যারা এই ক্লাসটিতে যুক্ত হতে চান তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করে "ধারাবাহিক শ্রীমদ্ভগবদ্গীতা ক্লাস" নামক হোয়াটস অ্যাপ গ্রুপটিতে যুক্ত হোন ।
    ✨গ্রুপ থেকে আপনারা প্রতি সপ্তাহে ক্লাসের লিংক পাবেন আর এই লিংকের মাধ্যমে জুম বা ইউটিউবে আপনারা ক্লাস করতে পারবেন।
    ✨ যুক্ত হওয়ার জন্য কোন মূল্য লাগবে না।
    ✨ বছরের যেকোনো সময় আপনি এই ক্লাসটি তে যুক্ত হতে পারে
    ✨ আপনি আপনার উৎসাহী বন্ধু-বান্ধবদেরও এই ক্লাসে যুক্ত হতে অনুপ্রাণিত করতে পারেন।
    ✨আমরা আশা করবো যাঁরা ভগবদগীতা পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝতে চান তাঁরাই এই ক্লাসটি যুক্ত হবেন।
    👇ক্লাসটিতে যুক্ত হতে নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করে "ধারাবাহিক শ্রীমদ্ভগবদ্গীতা ক্লাস" নামক হোয়াটস অ্যাপ গ্রুপটিতে যুক্ত হোন ।
    chat.whatsapp....

Komentáře • 12