কোথাও কেউ নেই - পর্ব ০১ । হুমায়ূন আহমেদ । ধারাবাহিক নাটক । Kothao Kau Nei - Episode 01

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2020
  • ধারাবাহিক নাটক "কোথাও কেউ নেই"
    রচনা: হুমায়ূন আহমেদ
    নির্দেশনা: বরকত উল্লাহ
    অভিনয়ে:
    সুবর্ণা মুস্তফা,আসাদুজ্জামান নূর, লাকী এনাম, মোজাম্মেল হোসেন, মাসুদ আলী খান, খায়রুল আলম সবুজ,
    আব্দুল কাদের, মাসুদা শরফুদ্দিন, সালেহ্‌ আহমেদ, নাজমুল হুদা বাচ্চু, আফসানা মিমি, মাহফুজ আহমেদ,
    এহসানুল গণি, মুনির হাসান চৌধুরী তারা, জর্জ, গোলাম সারওয়ার হারুন, শীলা আহমেদ, টিটু,
    গোলাম হাবীব বুলবুল, জাহাঙ্গীর আলম, তমালিকা কর্মকার, সেলিনা মাহবুব তৃষ্ণা, হোসেনে আরা পুতুল,
    আজাদ ইসলাম চুনি, মশিউর রহমান লিটন
    প্রযোজনা: বাংলাদেশ টেলিভিশন
    Serial Drama "Kothao Keu Nei"
    Composition: Humayun Ahmed
    Direction: Barkat Ullah
    Starring:
    Subarna Mustafa, Asaduzzaman Nur, Lucky Enam, Mozammel Hossain, Masud Ali Khan, Khairul Alam Shobuj, Abdul Quader, Masuda Sharfuddin, Saleh Ahmed, Nazmul Huda Bachchu, Afsana Mimi, Mahfuz Ahmed, Ehsanul Gani, Munir Hasan Chowdhury Tara, George, Golam Sarwar Harun, Sheela Ahmed, Titu, Golam Habib Bulbul, Jahangir Alam, Tamalika Karmakar, Selina Mahbub Trishna, Hossain Ara Putul, Azad Islam Chuni, Mashiur Rahman Liton
    Production: Bangladesh Television
    ____________________________________________
    All Rights Reserved © Bangladesh Television
    #কোথাওকেউনেই #BangladeshTelevision
  • Zábava

Komentáře • 3,7K

  • @ancanal3851
    @ancanal3851 Před 3 lety +344

    কে কে ২০২১ এ এসে আমার মতো দেখতেছেন লাইক দেন

    • @MR.30933
      @MR.30933 Před 3 lety +1

      আমি☺☺

    • @ehsanahamed9677
      @ehsanahamed9677 Před 3 lety

      Ami

    • @moslimaaktermou589
      @moslimaaktermou589 Před 3 lety

      Ami 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋🏼‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @nahidmahmmud1440
      @nahidmahmmud1440 Před rokem

      আমি ২২ সালে দেখছি

    • @srahamanrayhan7703
      @srahamanrayhan7703 Před rokem

      🖐️

  • @Billalhossain-cp6tt
    @Billalhossain-cp6tt Před 3 lety +572

    ৯০ এর দশকের শুরুতে নাটকটি বিটিভিতে সম্প্রচারিত হতো। বাড়িতে উঠোন ভর্তি লোকজন নিয়ে দেখতাম নাটকটি। আমার দেখা সেরা নাটকগুলোর মধ্যে একটি নাটক!!

  • @mr.tanmoyroy11
    @mr.tanmoyroy11 Před 10 měsíci +25

    -২০২৩ সালে এসেও যারা হুূমায়ুন আহমেদ স্যারের কালজয়ী এই নাটক টি দেখছেন তাদের রুচিবোধের প্রশংসা করতে হয়, যারা দেখছেন তারা লাইক দিন!👍😍

  • @mdfazlerabbi6188
    @mdfazlerabbi6188 Před 29 dny +9

    একটি নাটক এতোটা নিখুঁত হতে পারে তা হয়ত জানা হতো না।যদি হুমায়ুন আহমেদ স্যারের কোথাও কেউ নেই নাটকটি না দেখা হতো।কি ছিল না এই নাটকে, আবেগ, ভালবাসা,হাসি,কান্না,পারিবারিক বন্ধন ও বন্ধুত্ব। যখন লোকমুখে শুনতাম বাকের ভাইয়ের ফাঁসি রদের জন্য নব্বই এর দশকে উৎসুক জনাতা রাস্তায় নেমে পরেছিল,তখন তা নিখাঁদ হাস্যকর মনে হয়েছিল।কিন্তু নাটকটি দেখে এখন আর হাস্যকর মনে হচ্ছে না।
    ২০২৪ সালে এসেও যারা এসব নাটক খুঁজে ফিরে দেখছেন,তাদের রুচির প্রতি শ্রদ্ধা❤

  • @raihan.islam.
    @raihan.islam. Před rokem +17

    ১৯৯২ সালের প্রচারিত ধারাবাহিক নাটক ৩০বছর পর এখনো প্রতিদিন অসংখ্য মানুষ ইউটিউবে দেখছে। বিশ্বের কোন নাটক, সিনেমা, গান আছে কি বা নির্মাণ হবে কি যা মানুষ ২০-৩০ বছর পরেও সার্চ দিয়ে খুঁজবে??
    নাটক টি যারা দেখবেন সবাই একটা লাইক দিয়ে যাবেন।

  • @bhaihussain6271
    @bhaihussain6271 Před 2 lety +554

    আমরা মিরপুর ১৪ নং এ থাকতাম....তখন টিভি ছিলো না আমাদের.... পাশের বাসার গিয়ে দেখতাম....সোফায় বসতে দিতো না...নিচে বসে বসে দেখতাম 😁😁 কিন্তু আজ আলহামদুলিল্লাহ আমার রুমে.. আব্বু আম্মুর রুমে ভাইয়ার রুমে আলাদা আলাদা....কিন্তু দেখার তেমন লোক নেই....আসবাবপত্র ব্যাবহার করার ও তেমন আগ্রহ নেই.....কোনোকিছু ই যেনো ভালো লাগে না....দুনিয়াটা ছাড়তে পারলেই যেনো বাঁচি.....☹️☹️

    • @m.kamrulkamrulislam1006
      @m.kamrulkamrulislam1006 Před 2 lety

      right

    • @asadulislam247
      @asadulislam247 Před rokem +2

      @@tanujasarkar5750 এটার মানে কী?

    • @tanujasarkar5750
      @tanujasarkar5750 Před rokem +1

      @@asadulislam247 Sorry Dada, bhul kore comment a click hoye gachhe..

    • @user-jt8vf6nt5h
      @user-jt8vf6nt5h Před rokem +2

      🤣🤣🤣সময় এর খেলা

    • @manikmia9939
      @manikmia9939 Před rokem +8

      যখন আমি স্কুলে পড়াশোনা করতাম তখন আমার এক আন্টির টিভি ছিল সেটি ছিল সাদা কালো কিন্তু সেটা দেখার এতই আগ্রহ ছিল তারা সবাই টিভি দেখতো এবং নিয়মের ভিতরে একটা নাটক হত একঘন্টা আমরা খুব সুন্দরভাবে নাটকের একদম এমনভাবে দেখতাম যেন মুখস্ত হয়েছিল। আজ এতকিছু বিনোদন যা পোলাপান দেখতে থাকে কিন্তু শেষ আর হয় না

  • @skshahjahan56
    @skshahjahan56 Před 5 měsíci +6

    আমি মনে করেছিলাম এই সময়ে আসে আমি-ই হয়তো এই নাটক দেখছি,,,,কিন্তু অবাক করা বিষয় হলো অনেকেই দেখছি এই নাটকটা দেখছেন!২০২৪/১

  • @habibgazi849
    @habibgazi849 Před 2 lety +16

    সেই ছোট সময়ে দেখেছি, আজ আবার ২০২১ সালে দেখা শুরু করলাম প্রিয় কালজয়ী নাটক। আমার মতো কে কে আছেন লাইনে????

  • @farzanakhanom1023
    @farzanakhanom1023 Před rokem +9

    নক্ষত্রের রাত আর আজ রবিবার দেখে হুমায়ুন আহমেদ এর নাটকে নেশা লেগে গেছে কত সুন্দর শব্দচয়ন, কাহিনি,সংলাপ। তাই আজ কোথাও কেউ নেই দেখতে আসলাম।২২/১১/২২🖤

  • @Nasim_blog
    @Nasim_blog Před rokem +8

    আমার মত অনেকেই দেখতেছি ২০২৩ সালে এসে এই নাটক খুঁজে বাহির করে দেখতেছে।

  • @user-nn3nq2nh7p
    @user-nn3nq2nh7p Před 7 měsíci +4

    এগুলা হল মন খারাপের সময় দেখার মত নাটক। যখন আপনাকে হতাশা, আবেগ দুঃখ ইত্যাদি গ্রাস করতে চাবে তখন এসব নাটক দেখলে সব কিছু থেকে মুক্তি পাবেন। এটা পরিক্ষীত❤❤❤

  • @zulfikermohon1421
    @zulfikermohon1421 Před rokem +11

    "নক্ষত্রের রাত"দেখার পর এখন "কোথাও কেউ নেই"দেখতেছি, পরবর্তী মিশন "আজ রবিবার"❤

  • @bappyroy7295
    @bappyroy7295 Před rokem +17

    অনেকে দেখি আমার মতো আজকে থেকে দেখা শুরু করছেন! কেকে ফেসবুক পোস্ট থেকে দেখতে আসছেন? বলে যান😊

  • @sadia.38
    @sadia.38 Před 6 měsíci +3

    ২.১.২০২৪
    কোথাও কেউ নেই ১৯৯২ সালের নাটক। হুমায়ুন আহমেদ মানেই অসাধারণ ❤

  • @nishad4983
    @nishad4983 Před 5 měsíci +7

    কত সালের নাটক?
    সেই ছোট বেলায় একটু দেখছিলাম,
    বড় হয়ে এখন আবার দেখতেছি।
    ০৫-০২-২০২৪.

    • @Mymuna573
      @Mymuna573 Před 5 měsíci +1

      90's er. Maybe 1992

  • @mdbaijid9674
    @mdbaijid9674 Před 3 lety +105

    ২০২১ এসে কারা দেখছো লাইক করো।

  • @oishi7232
    @oishi7232 Před 2 lety +17

    হুমায়ুন আহমেদের রচনা হয়ত কোনোদিন পুরোনো হবে না। তাইত ২০২১ এ এসেও হয়ত আমার মত অনেকেই ফিরে দেখছে পেছনে ফেলে আসা সোনালি সময় গুলোকে।🌺

    • @m.sa.shaon360
      @m.sa.shaon360 Před rokem

      2023
      30 বছর আগের গল্প তবুও আমি মুগ্ধ।🌸❤️

  • @mdriponail9233
    @mdriponail9233 Před 11 měsíci +6

    নব্বই দশকে টিভি দেখার জন্য মানুষের বাড়িতে গিয়ে কত অপমানই না হইছি,,তার পরও বেহায়ার মত মাটিতে বসে টিভি দেখছি,,আজ আমার বাড়ির ওয়ালে স্মাট এলিডি ঝুলে থাকলেও দেখার মত সেই ফিলিংস সময় ইচ্ছে কোনোটাই নেই,,

  • @nazimulislamneel
    @nazimulislamneel Před rokem +5

    আমার জন্মের আগের নাটক। ছোট থাকতে বড় ভাইয়া, আপুর কাছে অনেক শুনছিলাম। আজ থেকে নাটকটা দেখা শুরু করলাম। ২৮.০৬.২০২৩

  • @beautifullyworld6759
    @beautifullyworld6759 Před rokem +9

    বিশ্বাস করেন কখনো কোন অভিনেতার উপর প্রেমে পরি নাই।
    কিন্তু নুর ভাইয়ের প্রেমে পরে গেছি
    অনেক কান্না করছি যখন ফাসি রায় হয় 😭😭😭 নুর ভাইয়ের কথা শুনলেই কেমন জানি অনুভব হয়।
    অনেক দিন বেচে থাক আমাদের প্রিয়ো নুর ভাই 🤔🤔🤔

  • @sabilasadrin5994
    @sabilasadrin5994 Před rokem +8

    নাটকগুলো এত সুন্দর ..এত স্যুথিং..ব্যথা আছে কিন্তু ক্ষোভ নেই..ভালোবাসা আছে অভিমান আছে শুধু প্রতিশোধ নেই।

  • @nazmulnazmulhuda9556
    @nazmulnazmulhuda9556 Před měsícem +5

    আমরা সব সময় ভুল মানুষকেই ভালোবাসি 💔।
    সৃতি রেখে গেলাম

  • @mdrobiulislam9135
    @mdrobiulislam9135 Před 10 měsíci +4

    নক্ষত্রের রাত দেখা শেষ করে এটা দেখা শুরু করলাম ১০/০৯/২০২৩?? এক কথায় অসাধারণ হুমায়ুন স্যারের লেখা সবগুলো নাটক😊

  • @shumiyaakther2140
    @shumiyaakther2140 Před 2 lety +8

    নক্ষত্রের তারা নাটক দেখা শেষ করে কোথাও কেউ নেই নাটক দেখতে শুরু করলাম। আজ ৯জুলাই ২০২২।আগামী কাল ঈদুল আজহা। নক্ষত্রের তারা নাটকের কাহিনী মনে হয় কখনো ভুলব না।

  • @mdemonhossain6675
    @mdemonhossain6675 Před 2 lety +5

    ০৮ ই ফেব্রুয়ারী ২০২২ তে, এই অসম্ভব সুন্দর নাটকটি দেখতে শুরু করলাম।
    শুনেছিলাম! হুমায়ুন আহমেদ স্যার এর একটি অসম্ভব, অনবদ্য, অনন্য এবং অসাধারণ এক ধারাবাহিক নাটক🌺

  • @Lktrosar
    @Lktrosar Před 4 měsíci +2

    এটা দেখলে ছোট বেলার দিন গুলো এখনও মনে পড়ে যায়।যা আর ফিরে পাবোনা😢

  • @mizanurkhan2250
    @mizanurkhan2250 Před rokem +5

    নব্বই দশকে নাটক আজ দেখলাম...😮
    এতো সুন্দর কথা বাত্রা কত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা... ৯-৬-২০২৩
    ফেসবুক এ বাকের ভাই এর ফাঁসি দেওয়া নিয়ে পোস্ট পরলাম যে নাটক এর জন্য সরকার ও ফোন করে বলে বাকের ভাই এর ফাঁসি না দিতে তাই নাটক টাই দেখা শুরু করলাম... ❤❤❤

  • @mohammadriyadh4797
    @mohammadriyadh4797 Před 3 lety +42

    আগামী ১০০ বছর পরও ইউটিউবের সার্চ লিস্টে থাকবে "কোথাও কেউ নেই"। হয়তো সেদিন আমরাই থাকব না। 🙂💛

  • @nilimajahan4409
    @nilimajahan4409 Před 3 lety +23

    আমার জন্ম হয়নি যখন এই নাটক হয়েছে বিটিভি তে,হুমায়ুন স্যারের বড় ভক্ত আমি,উনার বেশিরভাগ বই পড়েছি।আর এখন তার লেখা নাটকের প্রেমে পড়েছি।৪টা নাটক দেখেছি টানা ১ সপ্তাহ। আজ এইটা শুরু (০৫/০৪/২০২১)

    • @parvezmediabd4906
      @parvezmediabd4906 Před 3 lety

      কেনো যে পিচ্চি পিচ্চি মেয়েরা বুইরা মানুষের প্রেমে পড়ে সেটাই বুঝতে পারছি না 🙄

    • @jahedronyentertainment1636
      @jahedronyentertainment1636 Před 3 lety

      একজন ভালো শ্রোতা....

  • @nasiruddinripon7959
    @nasiruddinripon7959 Před rokem +3

    ৯২/৯৩ সালের কথা। তখন ক্লাস ৭ এ পড়তাম আর এখন বয়স ৪৫।এই নাটক দেখে তখনও কেদেছিলাম এখনো কাদি।আহারে বাংলাদেশের নাটকে সেই আবেগ আর ফিরে আসবে না।আমার দেখা সেরা নাটক 💞💞🥲👍👍👍

  • @juthimoni9623
    @juthimoni9623 Před 10 měsíci +5

    আজ রবিবার, নক্ষত্রের রাত শেষ করে আজ শুরু করলাম কোথাও কেউ নেই। 30/08/23

  • @mdshakil-qk8fo
    @mdshakil-qk8fo Před 2 lety +15

    খবর দেখে কে কে আমার মত এই নাটক টা দেখতে আইছেন তারা শুধু লাইক দেন👍

  • @aburayhan2715
    @aburayhan2715 Před 11 měsíci +6

    আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ডিপার্টমেন্টে মাস্টার্সের ক্লাসে স্যারের কাছে পুরনো দিনের এই নাটকটির নাম জানলাম, ব্যস্ততা সত্বেও এক পর্ব দেখে নিয়েছি। পুরোটাই দেখার ইচ্ছা আছে।

  • @breakup2600
    @breakup2600 Před 2 lety +9

    নাটকটার নাম অনেক শুনেছি মানুষের মুখে। সেই কৌতুহল থেকে দেখার ইচ্ছা জাগে । তাই আজ শুরু করলাম দেখা ।

  • @billalbiawas5728
    @billalbiawas5728 Před 9 měsíci +10

    এসব নাটকে ভিউ হয় না বেশি কারন এখানে যারা আসে তারা উন্নত রুচিসম্মত মানুষ কোনো রুচিহীন নয় তারা। যারা এসব নাটক দেখে তারা এখনকার যারা অভিনয় করে ওদের থেকোও ভালো নাটক বুঝে

    • @AnayetKha
      @AnayetKha Před měsícem

      আপনার কথা টা মনে দরল

  • @rovershihabmollah3817
    @rovershihabmollah3817 Před rokem +6

    আজ বৃহস্পতিবার (০৬/০৭/২০২৩) বিকেল ৫.২৫ থেকে দেখা শুরু করলাম। কেউ কোথাও নেই 😊😊😊😍😍😍

  • @yeasinarafat8614
    @yeasinarafat8614 Před 2 lety +7

    আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, আসুন আমরা কথা বলার শুরুতে সালামে প্রচলোন করি একটা সুন্নত জিন্দা করি, আর যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত
    السلام عليكم ورحمة الله

  • @hasuray7940
    @hasuray7940 Před 2 lety +6

    আবেগ ,অনুভূতি ভালোবাসা দিয়ে কমেন্ট করলাম ।হয়তো আমিও একদিন থাকবো না কিন্তু আমার এই কমেন্ট টা থেকে যাবে।বাকের ভাইয়ের ,মত আমার ও জীবনটা শেষ হয়ে গেল কিছু মানুষের জন্য ।ভালোবাসা থাকবে হুমায়ুন আহমেদ ।

  • @mahirahmed8839
    @mahirahmed8839 Před rokem +5

    20 june 2023❤❤হয়ত কিছু দিনের মধ্যে দেখা যাবে সময়টা এক বছর হয়ে গেছে

  • @esmailhossain2994
    @esmailhossain2994 Před rokem +4

    আমি ফেইসবুক থেকে পোস্ট দেখে ইউটিউবে ঢুকে শুরু করলাম দেখা। প্রথম পরব দেখছি

    • @IsratJahan-uc8lp
      @IsratJahan-uc8lp Před rokem

      আমি পুরো নাটক ৪|৫বার দেখেছি

  • @venom1army
    @venom1army Před rokem +29

    ২০২৩ সালে দেখতেছি। আপনারা কে কে দেখছেন, সাড়া দিন।

    • @singersadia5711
      @singersadia5711 Před rokem

      হম

    • @smritydas6780
      @smritydas6780 Před rokem

      ​@@singersadia5711আমি আছি,,নক্ষত্রের রাত দেখার পরে আজ এটা শুরু করলাম,,নক্ষত্রের রাত না দেখে থাকলে দেখতে পারেন

  • @fahimchittagongcity5361
    @fahimchittagongcity5361 Před 2 lety +10

    আজ থেকে দেখা শুরু করলাম।
    জানি না সব পর্ব কখন শেষ করতে পারব 🤎
    হুমায়ুন আহমেদ স্যার, যার কোন তুলনা হয় না,
    ইতিহাসের সেরা নাটক বলে কথা 🙏🙏

  • @newtonshil3485
    @newtonshil3485 Před 4 měsíci +6

    এতদিন ফেইসবুকে ক্লিপ দেখেছিলাম এখন পুরোটা দেখা শুরু করলাম।
    ০৩/০৩/২৪ ইংরেজি

  • @shariftanvirzaman
    @shariftanvirzaman Před 6 měsíci +4

    সবগুলো পর্ব দেখা শেষ করার পর-
    আজ রবিবার, নক্ষত্রের রাত, বহুব্রীহি, এগুলা সময়ের সেরা নাটক হলেও "কোথাও কেউ নেই" এর মতো হৃদয়স্পর্শী কোনো টাই হতে পারেনি, আমার মতে। এই নাটকের প্রত্যেক টা চরিত্র, প্রত্যেকটা স্পট, মুনার ঘর, চায়ের দোকান এ বাকের ভাই এর আড্ডা, বদির বাকের ভাইয়ের উপর ভালোবাসা, মুনার অফিস, উকিল এর লড়াই, মুনার নিজ জীবনের দুঃখ গুলোর সাথে হাসিমুখে কষ্ট চেপে লড়াই, এসব কিছুই মস্তিষ্কে মাতৃভাষার মতোই স্থান দখল করে নিয়েছে।
    এটা সামান্য একটা নাটকমাত্র ,তারপরও এটি আমাকে দিয়েছে একরাশ আফসোস আর দুঃখ, লেখকের উপর আমার চিরন্তন ক্ষোভ, শান্তি কটেজ এর ওই মহিলার শাস্তি ঠিকই হলো, কিন্তু মুনা আর বাকের ভাইয়ের মিলন এর দৃশ্য টা আর দেখা হলো না, মুনার জীবনে তার মামা থেকে যায়, বকুল আর দুই ভাইবোন সহ থেকে যায়, কিন্থ বাকের ভাইয়ের জায়গা অপুর্ন থেকে যায় যেটা মামুন সাহেব এসেও পুরন করতে পারবেনা।
    আজ ফাঁশি হয়ে গে্লো বাকের ভাইয়ের, মৃত হুমায়ুন আহমেদ এর কাছে প্রশ্ন, এর পরের দিন গুলা কিভাবে কাটবে মুনার?
    বাকের ভাই মুনা কে পেয়ে ওপারে গেলো, এপারে মুনা কি করবে?

  • @mdasrafulislam3725
    @mdasrafulislam3725 Před 2 lety +9

    যমুনা টেলিভিশনে প্রতিবেদনের পর অনেকেই আসছেন নাটকটা দেখতে।

  • @sudebkumarsarkar2403
    @sudebkumarsarkar2403 Před 2 lety +9

    আজ সোনালী অতীত৷আহা!রে ৯০ দশক৷

  • @safasultana9606
    @safasultana9606 Před 20 hodinami +3

    ২০২৪ সালে এসেও কারা "কোথাও কেউ নেই " দেখতে এসেছেন?
    সত্যিই তারা উত্তম রুচিসম্মত মানুষ 🖤

  • @shohagvlogs360
    @shohagvlogs360 Před 11 měsíci +4

    সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি হুমায়ূন আহমেদের নামকরা নাটক কোথাও কেউ নেই ❤যা শুধুমাত্র ভাইরাল হয়েছিল সেই যুগে একটি মাত্র চরিত্রর জন্য বাকের ভাই এর আজকে ২০২৩ সালে এসে দেখা শুরু করলাম এই জন্য মনে করলাম কমেন্টটা করে যাই ❤❤প্রথম পর্ব দেখতেছি রাত একটা বেজে ১৭ মিনিট লাস্ট এর পর্বে যে আর একটা কমেন্ট করব এ কেমন লাগলো নাটকটা প্রথম দেখে যতটুকু বুঝতেছি পুরো নাটকটা ভালো লাগবে ❤❤

  • @RaselKhan-jn7cg
    @RaselKhan-jn7cg Před 3 lety +6

    রিদয় ছুঁয়ে যায়।
    কোথাও কেউ নেই।
    নক্ষত্রের রাত।
    কি অসাধারণ মানুষ ছিলেন হুমায়ুন আহমেদ স্যার।
    প্রাণ ভরে দোয়া করি স্যার।
    বেহেশত নসিব হন আপনি
    আমিন।

  • @sabaamina6255
    @sabaamina6255 Před 3 lety +6

    এক বান্ধুবি বলসিলো যে এই নাটক দেখবিই দেখবি,
    আজ ২১ এ মে ২০২১।।। আশা করি হুমায়ুন স্যারের বই এর মতো এই নাটক টাও মন ছোবে❤️

  • @salmamunsy4066
    @salmamunsy4066 Před měsícem +5

    বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপিকা মাহমুদা খাতুন বা রহিমার মা ম্যামআপনি অসাধারণ লেজেন্ডারি আপনার তুলনা আপনি ন্যাচারাল একটার হাজার বছরের এরকম একটারআমরা আর পাব না ❤🇧🇩❤️❤️🌸🌹🏵️🌿🌼

  • @md.muradhossain1497
    @md.muradhossain1497 Před 8 dny +1

    ১৯৯৩ সালের নাটক, প্রায় ৩১ বছর হয়ে গেলো। হুমায়ুন আহমেদ তখনকার যুগে ছিলেন আধুনিক।

  • @marziaakter9949
    @marziaakter9949 Před 3 lety +31

    ২০২০!
    আশা রাখছি কোথাও থেকে কেউ ৪০ এ ও এই কাল বিজয়ী নাটক দেখতে আসবে

  • @marziaakter9949
    @marziaakter9949 Před 3 lety +6

    যখন এই নাটক সম্প্রচার হয়েছিলো তখন আমার জন্ম ও হয়নি!
    হুমায়ুন আহমেদ স্যার এর প্রতি ভালবাসা আর শীলা আহমেদ এএ স্নিগ্ধ অভিনয় দেখতে চলে এলাম।

  • @zobayerhosen5745
    @zobayerhosen5745 Před 2 měsíci +2

    ১২/০৪/২৪ এ শুরু করলাম। আসলে এবার ঈদুল ফিতরের দিন, মানে গতকাল আব্বুর মুখে এই নাটকের কথা শুনছিলাম। তার থেকেই এটা দেখার আগ্রহ।

  • @sadiafarhana8392
    @sadiafarhana8392 Před 5 měsíci +2

    আজ রবিবার... রাতের নক্ষত্র...অপেন্টি বায়োস্কোপ.... দেখার পারে এটা শুরু করলাম..... সত্যি সত্যিই জীবনে প্রথম হুমায়ূন আহমেদ নাটক গুলো প্রেমে পড়ে গেলাম...অসাধারণ❤❤

    • @MdSohag-wd3of
      @MdSohag-wd3of Před 2 měsíci

      বহুব্রীহি টা দেখিয়েন 😊

  • @souravmahmudkhan5841
    @souravmahmudkhan5841 Před 2 lety +9

    কি সৌভাগ্য আমাদের জেনারেশনের যে আমরা ইউটিউব বলে একটা জিনিস পেয়েছি💜

  • @BDEarning24
    @BDEarning24 Před rokem +9

    ২০২৩ এ এসে দেখা শুরু করলাম🌸
    এতদিন শুধু বাকের ভাইয়ের প্রশংসায় শুনছি।
    আমার মতো কে কে ২০২৩ এ এসে শুরু করছেন⁉️

  • @raitarimu2770
    @raitarimu2770 Před 6 měsíci +4

    Amar moto dekha jay onekei asche dekhte. 😮😮28.12.2023
    At 12.01 am

  • @tamimahmedneloytamimahmedn6610
    @tamimahmedneloytamimahmedn6610 Před 10 měsíci +7

    এই নাটকের কথা অনেক শুনেছি কিন্তু দেখা হয়নি।আজ শুরু করলাম।18/08/2023

  • @golperaasor4641
    @golperaasor4641 Před 3 lety +12

    সবার মুখে শুনে শুনে আমিও দেখতে আসলাম,,, আমার জন্মের আগের নাটক,,,

  • @umongchan2129
    @umongchan2129 Před rokem +6

    ১৪.১১.২২ইং। কে কে আমার মতো ২২সালে এসে ঐতিহাসিক নাটকতা দেখছেন?
    বলবো আপনার রুচি আছে।
    কমেন্ট করে গেলাম যাতে পরবর্তী কোন সময় এসে নোটিফিকেশন পেয়ে নাটকের কথা মনে পরে যায়।

  • @hridoyahmed5778
    @hridoyahmed5778 Před 9 měsíci +3

    বুজি না আমি পুরাতন জিনিসের প্রতি এত আগ্রহ কেন আমার😢😢😢

  • @shorifahmed6731
    @shorifahmed6731 Před 11 měsíci +4

    ১৯৯৩ সালে নির্মিত নাটকটি ২০২৩ সালে এসে দেখতেছি,৩০ বছর পড়ে দেখে ভালোই লাগলো।

  • @smvlogsandcookingchannel896

    এই নাটকটি প্রচার হয়েছিল ১৯৯৩ সালে। তখন ইউটিউব ছিলোনা ‌। ২০২১ সালে এসেও আমরা কে কে এই নাটকটি দেখতেছি ? তারা কমেন্ট এ একটি লাইক দিয়ে যাবেন...

  • @funnyclips2897
    @funnyclips2897 Před 2 lety +15

    2022 সালে কে কে দেখছেন লাইক দিয়ে জানান 🙂

  • @VagobatiDutta-uq7zu
    @VagobatiDutta-uq7zu Před měsícem +3

    ২৪সালে দেখছি। অনেক বছর পরে। ছোট বেলা দেখেছিলাম।ভালো করে মনে নেই।

  • @NabilaMariam-jn2zi
    @NabilaMariam-jn2zi Před 7 hodinami +1

    ২০২৪ সাল।
    এই নিয়ে চারবার দেখতে আসলাম প্রিয় 'কোথাও কেউ নেই' ।
    তবুও যেনো আগ্রহ বিন্দুমাত্র ফুরোয় না।

  • @CookingWithRuksana
    @CookingWithRuksana Před 2 lety +7

    ছোটবেলায় এই নাটকটি দেখার জন্য অপেক্ষা করতাম ঘুম চলে আসতে তারপরেও বসে থাকতাম...।😭সব কিছু আজ অতীত...

  • @abrizon3095
    @abrizon3095 Před rokem +5

    ছোট থেকেই বাকের ভাই নামটা শুনতাম, বড় হতে হতে প্রচুর জেনেছি
    তাই আজ মনে হলো নাটকটা দেখাই উচিৎ।
    শুরু করলাম তাই
    ২৬মে, ২০২৩
    যারা ২০২৩ সালে এসে দেখতেছেন তারা সাড়া দিয়েন❤

  • @naimulrovin8415
    @naimulrovin8415 Před 2 měsíci +4

    11-04-24
    আজ ঈদ উল ফিতর এর দিন দেখা শুরু করলাম।

  • @user-mr9ch7km7t
    @user-mr9ch7km7t Před rokem +5

    কে কে আমার মত ফেসবুকে খবরের কাগজের নিউজ দেখে নাটকটি দেখতে আসছো। ৮/৬/২০২৩

  • @SharminSultana-22
    @SharminSultana-22 Před 3 lety +36

    আজ রবিবার, নক্ষত্রের রাত, উড়ে যায় বকপক্ষী,, বহুব্রীহি শেষ করে এখন এটা শুরু করলাম।
    ১১-১১-২০২০

    • @Israt9199
      @Israt9199 Před 3 lety +1

      akhoni shuru korlam, ajj robibar to besh binodone vhorpur.Baker Vhai niya shunechi onek craze chilo nishchoy best chilo bidhay .

    • @SharminSultana-22
      @SharminSultana-22 Před 3 lety +1

      @@Israt9199 বাকের ভাই নিয়ে আমিও অনেক কিছু শুনছি।সেই জন্য কৌতুহল নিয়ে দেখতে আসলাম।

    • @Israt9199
      @Israt9199 Před 3 lety +1

      @@SharminSultana-22 same here

    • @farzanasharmin7227
      @farzanasharmin7227 Před 3 lety +1

      Nafisa aktar amio, Aj Robibar,Nokkhotrer tara, ei gulo sesh kore ekhon ei natok ta dekha shuru korlam.

    • @SharminSultana-22
      @SharminSultana-22 Před 3 lety

      @@farzanasharmin7227 শুভ কামনা

  • @emontalukdar4323
    @emontalukdar4323 Před rokem +5

    আমি সবার মুখে এই নাটকটার অনেক প্রশংসা শুনেছি আজ দেখতে আসলাম।।মনে হচ্ছে দেরি করে ফেলেছি। ২৯/৯/২০২২

  • @RakibIslam-cr9rx
    @RakibIslam-cr9rx Před 6 měsíci +5

    01-01-2024 happy new year
    নাটক টা দেখা শুরু করলাম

  • @RedwanINT
    @RedwanINT Před rokem +4

    ২০২৩ সালে এসে এই নাটক যারা দেখছেন, তারা হাজিরা দিয়ে যান

  • @mohammadshiponreza802
    @mohammadshiponreza802 Před 2 lety +6

    ১৩/০৮/২০২১ এ নাটকটি দেখা শুরু করলাম।
    ২০০৩ সালে দেখেছিলাম তখন এই নাটকের মর্ম বুঝতে পারিনি আহা নাটকটি দেখে মনে হলো শৈশবে ফিরে গেলাম....

  • @billalhossan7996
    @billalhossan7996 Před 3 lety +37

    এটা শুধু নাটক না এটা একটা ইতিহাস

    • @akhilbiswas1600
      @akhilbiswas1600 Před 3 lety +4

      সর্ব কালের সেরা মন্তব্য

  • @ronyhasan6174
    @ronyhasan6174 Před rokem +4

    ২০২৩ সালে এসেও বাকের ভাইয়ের প্রতি ভালোবাসা বিন্দু মাত্র কমেনি এমন মানুষ সাড়া দিয়ে যান🥰

  • @mdmahadi-st6sq
    @mdmahadi-st6sq Před 13 dny +4

    23.6.2024 আজ প্রথম নাটকটি দেখতে আসলা ❤❤❤

  • @jahurulislam2155
    @jahurulislam2155 Před 2 lety +7

    হুমায়ন আহমেদ মানেই অসাধারণ সৃষ্টি

  • @abusayemhimo2010
    @abusayemhimo2010 Před 3 lety +11

    বদি ভায়ের মৃত্যুর খবর শোনার পর দেখতে আসলাম। অনবদ্য অভিনয়। হুমায়ূন আহমেদ আমার খুব প্রিয় কথাসাহিত্যিক। আল্লাহ্ সবাইকে ভাল রাখুক।

  • @nurunnesa7673
    @nurunnesa7673 Před 8 dny +1

    মনটা অনেক খারাপ ছিল😢 হটাৎ সেই ছোটবেলার নাটক সামনে চলে এলো আর যেন দুচোখে অশ্রুর বন্যা বয়ে গেল😭 তখনো নাটকটা দেখে কেদেছি আজ আবার কাঁদলাম কারন আমারো কোথাও কেউ নেই..........

  • @redwanislam9730
    @redwanislam9730 Před 7 měsíci +2

    বাংলাদেশের ইতিহাসের সেরা নাটক দেখা শুরু করলাম। ৩০-১১-২০২৩ তারিখ থেকে।

  • @mominahmed2959
    @mominahmed2959 Před rokem +7

    ২০২৩ জীবনে প্রথম বার দেখা শুরু করলাম

  • @LoveTopu
    @LoveTopu Před 2 lety +22

    যমুনা টেলিভিশনের নাটকের প্রতিবেদন দেখে কে কে দেখতে আসছেন?
    লাইক দিয়ে জানান।

  • @AlMumin-rq7sv
    @AlMumin-rq7sv Před 2 měsíci +7

    ২০২৪ সালে এসে কে কে দেখতেছেন একটা লাইল দিয়ে যাবেন!😊

  • @fokrulislam6821
    @fokrulislam6821 Před 5 měsíci +3

    আজ আবারও শুরু করলাম শুরু থেকে ০২/০২/২০২৪ হুমায়ুন আহমেদের ভক্তগুলো কই❣️❣️

  • @NahidMedia
    @NahidMedia Před 3 lety +6

    আজ ২৭ জুন ২০২১থেকে দেখা শুরু করলাম সব দেখবো ইনশাল্লাহ! (হুমায়ুন স্যারের ভক্ত)

  • @mdafzal9180
    @mdafzal9180 Před 3 lety +5

    হুমায়ুন আহমেদ স্যারের নাটক বলে কথা, যার কোনো তুলনা কোনো দিনেও হবে না।

  • @raselmaji895
    @raselmaji895 Před 5 měsíci +4

    আজ ফেব্রুয়ারী মাসের ৫ তারিখ রাত ২:১৩মিনিট, এখন দেখা শুরু করলাম,

  • @osmangani7262
    @osmangani7262 Před 7 měsíci +2

    এই নিয়ে ৫ম বার
    আজকে আবার দেখা শুরু করলাম,
    আমার জিবনের দেখা সেরা নাটক।

  • @mahamudhasanrahat3093
    @mahamudhasanrahat3093 Před 2 lety +8

    2021 এ কে কে নাটকটি দেখছেন 👌👌👌👌👌♥️♥️♥️♥️

  • @trinasgallery1459
    @trinasgallery1459 Před rokem +4

    বসে পড়লাম বিখ্যাত সেই নাটক দেখার জন্য 🖤কি অনবদ্য সৃষ্টি🤍🖤

  • @durjoy4104
    @durjoy4104 Před 2 měsíci +10

    ২০২৪ সালের এসেও যারা এ ধরনের নাটক দেখে, তাদের রুচিকে সম্মান করি।

    • @alaminhossain2581
      @alaminhossain2581 Před 2 měsíci +1

      আমি নিজেই এখনো সেই পোরনো দিনের নাটক গুলো দেখি। বাকের ভাই ইজ দ্যা বেস্ট

    • @thetigers7777
      @thetigers7777 Před 2 měsíci +2

      Thanks

  • @Surtaranga.
    @Surtaranga. Před 7 měsíci +3

    এই নাটকটা আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন দেখেছি।এখন আমার বয়স ৪৫।কিন্তু এখনও মনে গেঁথে আছে।

  • @premakh6346
    @premakh6346 Před 2 lety +6

    আহা সেই সৃতি। রবিবার রাতটা ৯.৩০ আহা আর আসবে না ওই দিন গুলি।

  • @manikchowdhury6508
    @manikchowdhury6508 Před 2 lety +7

    বাংলাদেশ টিভির কাছে অনুরোদ, ৯০ দশকের সময় প্রতি শুক্রবার আলিফ লায়লা দিতো,
    ঐ সময়ের আলিফ লায়লা টা বর্তমানের আলিফ লায়লার সাতে মিল নেই।
    যদি সম্ভব হয় দয়া করে ৯০ দশকের আলিফ লায়লা টা আপলোড দিয়েন

  • @smFahim1162
    @smFahim1162 Před rokem +9

    ২০২৩সালে এসেও কারা কারা দেখছেন?

  • @sumonahmedahmed-cr3ge
    @sumonahmedahmed-cr3ge Před rokem +7

    নিউজে দেখে নাটক দেখতে আসা বিউয়ার দেখতে চাই