বাবা-মার বলা তিন কথা যা সন্তানের জন্য ক্ষতিকর | Yahia Amin | LifeSpring

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 418

  • @user-fl2lo1wb3o
    @user-fl2lo1wb3o Před 2 lety +504

    ক্লাস ১ এই শুরু হয়েছিলো এসব।
    লেখাপড়ায় বাজে ছিলাম
    পরিবারের আচার আচরণ ছিলো আপনার বক্তব্যের সাথে ১০০% সাদৃশ্যপূর্ন
    পরিবারের সবাই, স্কুলের সবাই, এমনকি টিচার রাও আমাকে নিয়ে হাসিঠাট্টা করতো
    স্কুল, নিজের এলাকায় এমনকি নিজের বাড়ির লোকজনও আমাকে (পাগল) বলে ডাকতো।
    কান আমি লেখাপড়া করতে চাইতাম না
    বেত্রাঘাতের ভয়ে স্কুল পালাতাম
    স্কুল পালানোর জন্য আমাকে বাড়িতে নির্যাতন করা হতো
    বেত্রাঘাত থেকে শুরু করে পায়ে দড়ি দিয়ে বেধে উল্টো করে ঝুলিয়ে রাখা পর্যন্ত শাস্তি দেয়া হতো।
    লেখাপড়া শেখার ইচ্ছা একদমই ছিলোনা কারন,
    সবাই বলতো (তুই পারবিনা) আমিও ভাবতাম আমি পারবোনা। পারবোনা তাই ক্লাসে গিয়ে চুপচাপ বসে থাকতাম
    আমার কাজিন প্রচুর মাধাবী, সারা জীবন সবাই তার সাথে আমার তূলনা করে আসছে,
    তার
    সে পরীক্ষায় A+ পেতো আর আমি টেনেটুনে পাশ করতাম।
    তার গায়ের জোর আমার থেকে বেশি ছিলো, তাই তার মা শুধু আমাদের দুইজন কে কুস্তি লড়তে বলতো
    শুরুতেই হার মানলে লজ্জাজনক ব্যপার হবে তাই কুস্তি লড়তাম ও বারবার হেরে যেতাম, তার মা দেখে খুশি হতো
    কাঁচা ছাত্র বলে টিচাররাও আমাকে গুরুত্ব দিতোনা
    আজ আমার ২০ বছর বয়স
    এলাকার ৩ জন সবচাইতে বাজে ছাত্রদের মাঝে আমি একজন।
    জ্ঞান হবার পর থেকে আজ পর্যন্ত কখনো কেও আমার তেমন কোনো প্রসংশা করেনি,
    আমি জানিনা প্রসংসার স্বাদ কেমন।
    এখনো পরিবারের সবাই আমাকে নিয়ে নেগেটিভ ধারনা রাখে
    আমি সব সহ্য করে যাচ্ছি,
    আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো
    আমি কাওকেই স্যাটিসফাই করতে পারিনি।
    আমি পরিবারের বড় ছেলে সন্তান
    কিন্তু লেখাপড়ায় খারাপ বলে কেও ভরসা করতে পারতোনা
    প্রায় ৫ বছর আগে হঠাৎ জানতে পারি আমার ছোট ভাই হবে
    বিশ্বাস করিনি
    যখন ছোট ভাই হলো
    মনটা ভেঙে গেল
    সারা জীবন বহু কষ্ট পেয়েছি, কিন্ত এত তীব্র কষ্ট আগে হয়নি
    আমি তখন সম্ভবত ক্লাস ৮ এ পড়তাম
    আমার উপর কতটা অনির্ভরশীলতা থাকলে আমার মা বাবা বিয়ের ২০ বছর পর আরেকটা বাচ্চা নিতে বাধ্য হয় ভেবে মন টা ভেঙে গিয়েছিলো।
    মরে যেতে ইচ্ছে হয়েছিলো
    এ জীবনের কোনো মানে হয়না
    তবে সহ্য করে গেছি
    আমার সাথে ছোটবেলায় যেমনটা ঘটেছে
    আজ আমার ছোট ভাইয়ের সাথে এখন তেমনটাই ঘটছে,
    সে কারো কথা শুনতে চায়না, সবার অবাধ্য, প্রচন্ড জেদি, অলস, শুধু আমার কথা শোনে, আমাকে খুব পছন্দ করে আবার আমাকে প্রচন্ড ভয় পায়।
    অভিমান করতে পারে কিন্তু রেগে যেতে পারেনা
    আমি ৫ বছর বয়সে যেমন ছিলাম, আমার আচার আচরণ যেমন ছিলো, সবকিছুর প্রতিফলন ঘটছে আমার ছোটভাই এর সাথে
    আমার খুব ভয় হয়, আমি তো সবকিছু হস্য করে যাচ্ছি, আমার ছোট ভাইটা সহ্য করতে পারবে তো?
    এখন আমার জীবনের একটাই উদ্দেশ্য,
    যারা এত বছর আমাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে গেছে, (এখনও করে চলেছে)
    তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই (আমার দ্বারাও সম্ভব)
    এই একটা টার্গেট পূরনের জন্য আজও নিজের সাথে যুদ্ধ করছি
    সবাই দোআ করবেন, যেন সফল হই
    কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

    • @hoichoi4411
      @hoichoi4411 Před 2 lety +6

      Vaia same beparta amar shathe o hoyese..but ami nije e nijeke bujhiesi je ami parbo..ami baba ma er akmatro shontan..tao tara amar theke onnoder gurutto dito ar still dae..amar ma er attitude e silo je ami bolod,ami kisu pari na,,, but vagho valo amar smi khub valo kisu friend peyesi..ora amar shara jiboner asset..ami khub valo kisu teacher peyesilam jara amake prochondo ador korten..apni apner nijer akta positive xircle toiri koren..jara apnar valo chae ebong valobashe..nijer soto cai ke shobar theke dure rakhen ar protect koren..keu jodi oke soto kore tahole apni rukhe daraben..ar or jodi kono gun thake ta khuje ber kore bikoshito korar try korben..valo thaken vai..onek doa..ar apni jehetu atodin haal saren nai..tahole bujhe nen je apner boro shokti hosse dhorjo..porashuna valo koren nai to ki joyese...free lancing kore drkhia den..nijeke bishash koren..

    • @deenahauque7946
      @deenahauque7946 Před 2 lety +3

      Coincidence Harabenna
      Challenge Onujaiyee Kaaj Korun
      InShaALLAH Aoni Joiyee Hoben

    • @nusaibahaque7892
      @nusaibahaque7892 Před 2 lety +22

      শুভকামনা রইল তোমার এবং তোমার মত ছেলে মেয়েদের জন্য। সব বাধা পেরিয়ে একদিন সফল এবং সুন্দর জীবনের অধিকারী হবে। বাবা মায়ের প্রতি কষ্ট নিও না কারণ তারা না বুঝে এমন করছেন।

    • @masturakhondoker8994
      @masturakhondoker8994 Před 2 lety +22

      @ব্যর্থ জীবন, ধন্যবাদ তোমাকেও যে, তুমি বলতে পেরেছো এবং এ ধরনের ভিডিও দেখ বলে। বুঝায়ই যাচ্ছে যে, তুমি একজন অনেক পজিটিভ (ইতিবাচক) মনের মানুষ।
      তুমি বদলাতে পারবে, চেষ্টা করে যাও। তবে সমাজের গতানুগতিক ধারায় নয়। যেভাবে তুমি ভালো ও আনন্দে থাকবে, সেভাবেই, সেটুকুই করবে। মানে, নিজের সামর্থের মধ্যে থেকে। সফল হতে হলে আগে তোমার profile নামটা (ব্যর্থ জীবন) বদলাতে হবে!!😀😀
      বাবা মার প্রতি রাগ করোনা ও ভুল বোঝ না। বাবা-মা হওয়ার সাথে সাথে তারাও মানুষ। মানুষ হিসেবে তাদেরও সীমাবদ্ধতা থাকে। আর পরিবার ও সমাজতো রয়েছেই পিতামাতাকে আঘাত করার জন্য। সেই সাথে তাদের গতানুগতিক শিক্ষা এবং সন্তান লালন পালন এর শিক্ষার অর্থাৎ আজকের এই বিষয়টি সম্পর্কে ধারনার অভাব। সব মিলিয়ে সন্তানের উপর চাপ চলেই আসে কোন না কোনভাবে। আমি ও মাঝে মাঝে আমার সন্তানের উপর চাপ সৃষ্টি করি এবং হিউমিলিয়েট মূলক আচরণ করে ফেলি। পরে প্রচন্ড খারাপ লাগে। কেননা, ইচ্ছে বা ঠান্ডা মাথায় এ আচরণ করা হয় না। কোন বাবা-মা'ই এমনটি করতে চায় না। পরিবেশ পরিস্থিতি সবসময় নিয়ন্ত্রণে থাকে না, তাই এমনটি ঘটে থাকে।

    • @mahmudaaktar6747
      @mahmudaaktar6747 Před 2 lety +7

      May Allah give you strength. InshaAllah you will achieve your goal . Please try again & again.

  • @jahirulislamkabirkabir9772
    @jahirulislamkabirkabir9772 Před 2 lety +93

    স্বামী স্ত্রীর মধ্যে ভাল বন্ধন সন্তানের মানসিক বিকাশে ৩ বেলা পেট ভরে খাওয়ার চাইতে ৮০গুন বেশি কার্যকরী( আমি মনে করি)।

    • @PanDa-oc9nb
      @PanDa-oc9nb Před 2 lety

      Amar ma baper relation onek Valo, 2ta eksathe mile mistreat kore amader, 2joneri Kothar sathe kajer Kno Mila nai, eksathe galmondo kore. Ekjon arekjon k tal dey bokajhoka korte, compare korte, birokto korte.....

    • @afrozaakhter697
      @afrozaakhter697 Před 2 lety

      Right

    • @taniamondal961
      @taniamondal961 Před rokem

      💯

    • @naimaakter678
      @naimaakter678 Před rokem

      yes

    • @aishibagchi8806
      @aishibagchi8806 Před rokem +2

      একদম ঠিক কিন্তু এটা খুব অল্প লোকই বুঝে।

  • @rahemarrannaghorvlogs
    @rahemarrannaghorvlogs Před 2 lety +11

    আসসালামুয়ালাইকুম
    আপনার কথা গুলো শুনে আমার অতীত টা মনে পড়ে গেলো
    পড়ালেখায় ভালো ছিলাম না একদম খারাপ তেমন না ক্লাসে ১,২,৩,হতে পারতাম না ,
    বাবা মা তো অন্যের সাথে তুলনা করতোই
    আর বিয়ের পরেও সেই একই কথা আমি পারবো না আমাকে দিয়ে কিছু হবে না।
    আমি এই কথা গুলো শুনে মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছি । ২৩ বছর বয়সে অনেক কিছু শুনতে এবং করতে হয়েছে । এখন আমি ও একজন মা আমি আমার ছেলেকে একটা আলাদা জীবন দিতে চাই ,
    এখানে এখন সমস্যা হয়ে দাঁড়ালো টাকা
    তাকে ভালো একটা জীবন দেওয়ার জন্য টাকার অনেক দরকার ।।এই কথা টা আমি এখন প্রতিটা মূহুর্তে বুঝতে পারছি । অনেক কষ্টে সামান্য পড়ালেখা শিখতে পেরেছি , আমি ওচাই আমার সন্তান ভালো কিছু করুক তবে তা জোর করে বা কারো সাথে তুলনা করে না, আমার ছেলেটা একটু বড়ো হলে আমি কিছু একটা করতে চাই ।।
    সবাই আমার আর আমার ছেলের জন্য দোয়া করবেন ।আর হ্যা আবেগের বসে হয়তো অনেক কথাই বলে ফেলেছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন
    আর স্যার আপনাকে ধন্যবাদ এতো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য🎉🎉

  • @arsaani5093
    @arsaani5093 Před 2 lety +44

    অনেক সুন্দর করে বললেন স্যার।হয়ত আমরা অনেকেই এধরনের ঘটনার শিকার;নিজের সন্তানের সঙ্গে এমনটা যাতে না করি এটাই কাম্য হওয়া উচিত...

  • @happyakter1369
    @happyakter1369 Před 2 lety +16

    সত্যি যে আমাদের মত কিছু বেখেয়ালি মা বাবার জন্য ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, আমি আজ এখন থেকে মা হিসেবে একজন ভালো এবং দায়িত্বশীল মা হয়ে দেখাবো সবাই আমার জন্য একটু দোয়া করবেন

    • @NPA71
      @NPA71 Před rokem

      Best of luck

  • @jannatunnyeem2890
    @jannatunnyeem2890 Před 2 lety +180

    সারাজীবন যেভাবে নিজেরা ট্রিটেড হয়েছি তার অন্যপ্রান্তে দাঁড়িয়ে নিজের সন্তান কে মানুষ করছি। তার রিজাল্ট ও পাচ্ছি। নিজেকে পরিবতন করেছি শুধু তার জন্য।

    • @user-hj6rt2px7b
      @user-hj6rt2px7b Před 2 lety

      আমিও সেইম

    • @samimhasan4012
      @samimhasan4012 Před 2 lety

      অাপনাদের মতো মা জাতির গর্ব!! ❤️❤️❤️

    • @user-hj6rt2px7b
      @user-hj6rt2px7b Před 2 lety +9

      তবে স্রোতের বিপরীতে গিয়ে পথচলা অনেক অনেক কঠিন।

    • @azmirakhter1933
      @azmirakhter1933 Před 2 lety +1

      @@user-hj6rt2px7b.

    • @abdulahalmamun9960
      @abdulahalmamun9960 Před 2 lety +1

      @@user-hj6rt2px7b !.

  • @beyondhope4humanity
    @beyondhope4humanity Před 2 lety +24

    Accurately said!💯💯 If it weren't for my faith in Allah I don't know how I would have developed a positive mindset as today.

  • @mayabinur3467
    @mayabinur3467 Před 2 lety +3

    আপনার কথা গুলো খুব মন দিয়ে শুনলাম।আসলে অনেক সময় আমরা সাংসারিক ব্যাপার নিয়ে যখন নিজের উপর পড়ে তখনই সন্তানের উপর রাগ টা ফেলি।তবে আমার ছেলে টার মা আবার বাবা আবার বন্ধু আমি একাই। কারন আমার ভাগ্য টা খারাপ তার সাথে সাথে আমার ছেলে টার ও ভাগ্য খারাপ তার জন্য শুধু তার মা।তবে আমার মা বাবা যা করেছে আমার সন্তানের জন্য আমি মোটৈই সেটা করিনা।কিসে আমি কষ্ট পেয়েছি সেটা মাথায় রেখে আমি আমার সন্তানের প্রতি অনেক খেয়াল রাখি। হয় তো একটা সুখি পরিবার দেখাতে পারিনি তবে একটা রেমিট্যান্স যোদ্ধা মা দেখিয়েছি সন্তান কে।সন্তান কে মানুষের মত মানুষ করার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তান টা যেনো একদিন মানুষের মত মানুষ হয়।

  • @lutfaaktar
    @lutfaaktar Před 2 lety +4

    কথাগুলো খুব উপকারী। সব সময় মাথায় রাখার চেষ্টা করব।ধন্যবাদ এত সুন্দর ভাবে বলার জন্য।

  • @khadijalily3402
    @khadijalily3402 Před 2 lety +1

    অনেক ধন্যবাদ আপনাকে । এতো সুন্দর করে বললেন একটুও স্কিপ করতে পারলাম না । আর সত্যি বলতে শেষের ২ মিনিট দারুন লেগেছে । আজ বুঝতে পারছি কেনো আব্বুকে এতো পছন্দ করি । আব্বু সবসময় আমার সাথে বন্ধুর মতো মিশতো । আমার প্রিয় আব্বু ❤️

  • @sabihasultana4069
    @sabihasultana4069 Před 2 lety +3

    একদম ঠিক। আমাদের সময় বাবা মায়েরা এই ধরনের কথাই বলতেন।

  • @amenahossain3464
    @amenahossain3464 Před 2 lety +2

    You’re right, ami apnar shathe ekmot. Ami onek manush ke emoni advice kori kintu tara moteo patta dey na, ora bole ei guli ke na marle manush hobe na. Eita onek onnay. Chele meye der valobasha diye bujhate hoy, mere noy. Amar baba ma amader kokhono marten na, emon ki kokhono karo shathe tulonao korten na. Amader ke onek freedom diyechen. Amar baba sheykaler but lifestyle chilo American der moto. Ekhon ami ek shontaner ma, amar meye 24 years. I hope apnar ei video dekhe kichu ma abong baba ra valo kichu shikhbe abong noje ke poriborton korbe. Oneke kintu attohotta kore porikkhay jodi kharap result kore, karon tara jane baba, ma take onek marbe abong lojja dibe. I feel so sorry for those choldren jara traumatized. Thank you so much for your educational video.

  • @rubbyatnawaz5994
    @rubbyatnawaz5994 Před 2 lety +9

    All these three things happened to me. I have suffered from all the bad effects. In exchange, what I have done, I have done nothing like that to my children. I am not a "successful" person in my life. But I have given "time" to my children. This is a life's experience.

  • @kawsarahmed4711
    @kawsarahmed4711 Před 2 lety +8

    আজ ৭ বছর ধরে বাবা -মায়ের অত্যাচার সহ্য করতেছি।

  • @echo.ichigo
    @echo.ichigo Před 2 lety +7

    Jordan Peterson of Bangladesh! Always thankful for your content! May Allah keep you good and well

  • @habibadina4197
    @habibadina4197 Před 2 lety +3

    Choto belay prochur eshob kotha shunechi mayer mukhe but Alhumdulillah kono kharap probhabi pore nai. Frustrations bolte je kono rog ache tokhon jana chilo na. Alhumdulillah

  • @AbdulMannan-jg3mv
    @AbdulMannan-jg3mv Před 2 lety +7

    কথাগুলো অবশ্যই ভালো।
    কিন্তু, পারিবারিক এবং সামাজিক বাস্তবতা একেবারেই ভিন্ন।

  • @farhajminrima6590
    @farhajminrima6590 Před rokem +1

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ আলোচনা আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন

  • @abdulmomin3214
    @abdulmomin3214 Před 2 lety +2

    Hundred percent correct sir I have same experience passing my life.thanks sir we gets good advice from you.

  • @ahsanmuzahid6721
    @ahsanmuzahid6721 Před 2 lety +55

    আলহামদুলিল্লাহ আমার বাবামায়ের ৩টা দোষের মধ্যে একটা দোষও নেই।
    আল্লাহ অনেক ভালো রেখেছে। জানিনা বাবামায়ের ভালোবাসার প্রতিদান দিতে পারবো কিনা আদৌ।

    • @tasnimauroni9383
      @tasnimauroni9383 Před 2 lety +4

      আলহামদুলিল্লাহ, আমার বাবা মা ও😃

    • @mistysarker4098
      @mistysarker4098 Před 2 lety +2

      সৌভাগ্যবান

    • @jakiasultana5601
      @jakiasultana5601 Před 2 lety

      Allahumma bariklahu.

    • @tohominaakter892
      @tohominaakter892 Před 2 lety

      দোয়া করবেন সব সময় তাদের জন্য

    • @md.syfulislammolla240
      @md.syfulislammolla240 Před 2 lety +1

      Worth Hearing. I think it’s a must watch clip that should be disseminated to the parents or who are gonna be parents of all walks of the society. Such an effective and wise mentoring.

  • @nafisaahmed1002
    @nafisaahmed1002 Před 2 lety +10

    This Man is an asset for Bangladesh in the field of psychology, I hope he wasn't so expensive for the overseas clients.
    "Please have a discussion on Covert Narcissistic husband/his abuse , manipulation,gaslighting & how he damages his own children without the children & the outsiders ever realizing it"..

    • @yahiaamin
      @yahiaamin  Před 2 lety +5

      Hello. This is Afrin, Page Coordinator of Yahia Amin’s Page. Thanks for your precious comment. We will keep that on our mind.

  • @sultana349
    @sultana349 Před 2 lety +1

    Apnar boktobyer prothom kothati r j troma r kotha aapni bollen ta ami 19 bochor boyoshe besh hare hare ter pacchi 😞. Allah shobar hefajot koruk .. inshallah

  • @maimoonrauda4377
    @maimoonrauda4377 Před rokem +1

    ✍️ মাশাল্লাহ জাযাকাল্লাহ খাইরান প্রিয় ভাই এত সুন্দর একটি টপিক নিয়ে এসেছেন 💝

  • @razwayazrin.966
    @razwayazrin.966 Před 2 lety +1

    অনেক,অনেক,অনেক ধন্যবাদ আপনাকে। এতো সুন্দর করে সব বুঝিয়ে বলার জন্য।

  • @shafquatmorshed
    @shafquatmorshed Před 2 lety +2

    Just touched my heart... Hope All will learn that not the humiliation but the positive interaction with kids is the the right form of parenting ...

  • @sharmin2771
    @sharmin2771 Před 2 lety +5

    আমার বাবা, মার এই তিনটি দোষীই রয়েছে আমাদের তিন ভাই বোনকে তিলে তিলে মেরে ফেলছে আমার জীবনটা তো এই ২২ বছরেই শেষ হতে চলেছে আর ওদের জীবন ও শেষ হয়ে যাবে 😭

  • @maminulislam4514
    @maminulislam4514 Před 2 lety +38

    আমার বাবা-মা এই তিনটা কাজের একটা কাজও বাদ দেয়নি ছোটবেলায়। যার খেসারৎ এখনো আমাকে দিতে হচ্ছে।

  • @airinsultana9722
    @airinsultana9722 Před 2 lety +11

    তৃতীয় কথাটা আমি বলি আমার ছেলেকে। এইটা বলা ঠিক না এইটা আমি জানি।কিন্তু মাঝে মধ্যে বাচ্চারা কথা একদমই শুনতে চায় না।তাই মাথা গরম করে বলে ফেলি। আর বলবো না ইনশাআল্লাহ্।

  • @shamimasume2645
    @shamimasume2645 Před 2 lety

    Onk Valo laglo kthagulo.....Ami 1st kothata sune sune Boro hoesi bt amr seleke ei tintr ektao kokhono sunte ba face Korte hoyni Alhamdulillah....Ami nijer jibon theke shikkha nea seleke manus korar chesta korsi

  • @zannatulferdousmaliha4743

    Thanks a lot for making this kind of video. It is a nice attempt to make parents aware of their mistakes.

  • @ShahieenHossain-uj2yc
    @ShahieenHossain-uj2yc Před 6 měsíci

    Masha Allah স্যার সব কথা গুলো বাস্তবের সাথে মিলে যায়❤

  • @khayrulislam3050
    @khayrulislam3050 Před 2 lety +13

    আমার কি আব্বুকে ভিডিও টা দেখানো উচিৎ। তখন হয়তো আমার ঘর ছাড়া হতে হবে। তার থেকে মনে হয় এখনি ভালো আছি।সময় হলে আমি নিজেই চলে যাবো। আমি জানি আম্মুর জন্য আমার কষ্ট হবে। সবশেষে তো নিজেকেই ভালোবাসি।

  • @shamimanasrin2286
    @shamimanasrin2286 Před 2 lety +5

    অনেক উপকৃত হলাম। ধন্যবাদ।

  • @sayeedafarhana3383
    @sayeedafarhana3383 Před 2 lety +1

    Khub Shundor akta topic niye alochona korlen Dhonnobad.

  • @merinakhanam1729
    @merinakhanam1729 Před 2 lety +7

    আমার বাবা মা ১ম ২ টা করেছেন। আজও এত বছর বয়সেও যে কোন কাজ করতে গেলে আমি খুব ভয়ে কাবু হয়ে যাই! আমার মাথা থেকে এখনো সরাতে পারিনি যে আমাকে দিয়ে কিছুই হবেনা!! 😔 কারও উপর রাগ নেই! শুধু নিজের উপর রাগ!! আলহামদুলিল্লাহ, আমি নিজের সন্তানকে কখনও এসবের কিছুই বলিনি, করিনি।স্টুডেন্টদেরও না!

    • @Love-Runs-Blind
      @Love-Runs-Blind Před 2 lety

      I can feel you so much. Amio kokhono Amar sontander pran diye bhalobashbo ar tader bhalo manush korar chesta korbo

    • @asmapapiya4131
      @asmapapiya4131 Před 2 lety +1

      ZazakhAllah kairan sis❤️

  • @livelifeunfiltered
    @livelifeunfiltered Před 2 lety +2

    Unfortunately, I have faced all three things that discussed. And guess what? I'm 25 now & i'm suffering from anxiety, low confidence, social anxiety, over thinking & many more inner wounds!
    I don’t know how to explain this to people! Still i can't explain this to anyone.
    Whoever watching this video, please don’t do this to your children. May Almighty bless us. :)

  • @Muhib_recitation
    @Muhib_recitation Před 2 lety +1

    গুরুত্বপূর্ণ আলোচনা।

  • @jogeshroy1153
    @jogeshroy1153 Před 2 lety +2

    আমার মা ছোট বেলা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। এখন আমার বয়স 50 বছর আমি বিয়ে করিনি। মা এখনও আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমি কি করব। পৃথিবীতে যে এরকম মা আছে তা আমার কল্পনার বাইরে। আবার লোকে বলে মা বাবা নাকি ভগবানের থেকেও বড়ো। আজ তোমার কথা শুনে ভালো লাগলো। আমি আজ বড়ো অসহায়। শুধু মনে মনে ঈশ্বর কে ডাকি আর জীবন ধারণ করে বেচে আছি।

    • @tahsinhimu_
      @tahsinhimu_ Před 2 lety +1

      নিজের লাইফ নিজে গুছান । বাবা মা আপন একটা এজ পর্যন্ত ই এটা মেনে নেন ।

  • @EasyBDVlogs
    @EasyBDVlogs Před 2 lety

    কথা গুলো খুব ভালো লাগলো আমার সাথে এমন অনেক বলে তোমাকে দিয়ে কিছু হবে না শুধু আমার জব হচ্ছে না দেখি কি পড়াশুনা করেছি একটা জব নিতে পারি না জানি না কখন আমার একটা চাকুরি হবে আর মানসিক প্যারা থেকে মুক্তি পাবো। মাঝে মাঝে মনে হয় মরে যায় শুধু বেবি টা মুখের দিকে তাকিয়ে কিছু করতে পারি না। আমার কাছে মনে হয় আমি একদিন সত্যি পাগল হয়ে যাবো । ♥♥♥♥♥

  • @siamhasan7750
    @siamhasan7750 Před 2 lety

    Apnar kotha gulo ekdom amr lifer er satha 100% mile gase...

  • @akhidas1056
    @akhidas1056 Před 2 lety +1

    কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ।

  • @hercules3586
    @hercules3586 Před 2 lety +4

    ছোট বেলায় রাগ করে একবার আম্মুর একটা শাড়ি কেটেছিলাম সিজার দিয়ে। আম্মু আমার গলায় পাড়া দিয়ে ধরে বলেছিল আর কোনোদিন করবি এমন?? সেদিনই মায়ের পায়ের নিচের বেহেশত দেখা হয়ে গেছে আমার।

    • @aleyayasmin5280
      @aleyayasmin5280 Před 2 lety

      স্যার,আমি আপনার সাথে দেখা করতে চাই।

  • @tarekrashid5580
    @tarekrashid5580 Před 7 měsíci

    Thank you for the actionable pointers, esp the last one.

  • @chutysahana9117
    @chutysahana9117 Před 2 lety +1

    ধন্যবাদ। সমৃদ্ধ হলাম।

  • @sanjidulhaque1489
    @sanjidulhaque1489 Před 2 lety +10

    8:55 Most important thing in any relationship

  • @user-oe5kr5cq6q
    @user-oe5kr5cq6q Před rokem

    মাশাআল্লাহ আপনার এই পরামর্শ অনেক বাবা-মা অনুসরন করবেন

  • @mariaakhi8077
    @mariaakhi8077 Před rokem +1

    মাশাল্লাহ। অসাধারণ সুন্দর করে বুঝিয়েছেন স্যার। আমি অনেক প্রবলেম ফেস করছি স্যার।কিন্তু আপনি তো বড়লোকের ডক্টর। আপনাকে দেখানোর সাধ্য আমার নাই।মধ্যবিত্যের বাইরে।😭😭আপনাকে দেখাতে চেয়েছিলাম।

  • @mdyounus1316
    @mdyounus1316 Před 2 lety +1

    ভাইয়া আপনার কথায় সত্যি আপনাকে অনেক ধন্যবাদ

  • @kobirhossain-rp2tw
    @kobirhossain-rp2tw Před 2 lety +2

    এক কথায় অসাধারণ।

  • @dilrubaakhter2608
    @dilrubaakhter2608 Před 2 lety +2

    Mashallah amar bacchader shathe amar shomporko khubi valo, tai tader ekbar bujie bolle tara buje. Soto theke oder positive wayte boro koresi.

  • @stranger1554
    @stranger1554 Před 2 lety +16

    মা -বাবা তাঁদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আমার জন্য। জানি না বাবা -মাকে কতটা দিতে পারব ফিউচার -এ 🥺😢

  • @thebeast8694
    @thebeast8694 Před 2 lety +3

    আমার বাবা মাকে এই ভিডিওটা দেখা উচিত!

  • @aditisahnee
    @aditisahnee Před 2 lety +4

    অনেক কথা লিখতে মন চায়। তবে সব কথা বলা যায় না। শুধু এটুকু বলতে চাই, বাবা মা সবসময় সন্তানের ভালো চান তবে তাদের মুখ থেকে বের হওয়া কথা যে তাদের সন্তানদের উপর কীরকম ভাবে প্রভাব ফেলতে পারে তার সম্পর্কে তাদের ধারণা নেই।
    তাদের কথা বলার ভঙ্গিমা তাদের সন্তানদের যে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে তা বোঝার জন্যে এমন আরও জনসচেতনতামূলক উদ্যোগ চাই।
    শৈশব কালের মানসিক চাপ যে কী ভয়ংকর হতে পারে তা ভাষায় প্রকাশ করা যায় না

  • @mahmudashandicrafts966
    @mahmudashandicrafts966 Před 2 lety +52

    স্যার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়,কারন আমরা একেতো অসচ্ছল এর মধ্যে পারি বারিক অত্যচারের কারনে বেশির সময় ডিপপ্রেশনে থাকি।

    • @jahidulislam7474
      @jahidulislam7474 Před 2 lety +1

      ডিপ্রেশন যন্ত্রণা দিয়েছিল ২০১৫ থেকে

    • @rajc1382
      @rajc1382 Před 2 lety +2

      Bangladesh er sad reality...wish everything gets better in ur life...

  • @tasnimafia9111
    @tasnimafia9111 Před 2 lety

    এই ৩টার সব গুলোই আমার সাথে হইছে বছরের পর বছর Even এখনও হচ্ছে And Ultimately I'm a Failure ২০২০ HCS এর পর থেকে অনেক Try করে ও কোনো Versity তে Admit হতে পারি নি। Daily ভাত খাওয়ার মতো শুনতে হয় তোর কোথাও হবে না কিচ্ছু করি খাইতে পারবি না,কেউ তোকে বিয়ে করবে না আরো অনেক কিছু,আমার বর্তমান এই পাগলা এই প্রায় অবস্থাও আল্লাহর কাছে এটাই চাই আমার Child দের সাথে যেন এমন টা না হয় ইনশাআল্লাহ I will try my best......Thank You....

  • @Nantukln1
    @Nantukln1 Před 2 lety +2

    আজ আমি ৪৬ এ, আজও এগুলোর ফল বয়ে নিয়ে চলেছি। আমি না চাইলেও অন্যের ভালো কিছুকে ভালো লাগে না (কিন্তু আমি চাই সবার ভালো)। অন্যকে প্রতিযোগী মনে হয়।

    • @altra1230
      @altra1230 Před 2 lety +1

      Apnar subconscious mind e lock hoye giye che protijogi bishoy taa.
      Apni positive hoile ei thinking theke bachte parben.

    • @Nantukln1
      @Nantukln1 Před 2 lety

      @@altra1230 আবার প্রচন্ডভাবে উপেক্ষিত ও নিপীড়িতের পক্ষে থাকি, স্বার্থহানিকর হলেও। এটাতে শান্তি পাই।

  • @kanizfatematuzzohora4109
    @kanizfatematuzzohora4109 Před 2 lety +7

    আমাদের লাইফ টর্চারে গেছে।কখনো বুঝে নাই।আপনি যা বলছেন তার চেয়ে আমাদের সাথে আরো কঠিন কিছু হয়ছে।যা বললেও শেষ হবে না

  • @user-Ok1200
    @user-Ok1200 Před 2 lety +1

    কথা গুলো বাস্তব

  • @DinaAhmed-hn1oj
    @DinaAhmed-hn1oj Před 2 lety +3

    thanks for the last advice.

  • @runahassan9448
    @runahassan9448 Před 2 lety +4

    মাশাল্লাহ 😌😌😌অনেক ধন্যবাদ।

  • @alludolls
    @alludolls Před 2 lety +2

    খুব ভালো লাগলো শুনে ধন্যবাদ আপনাকে

  • @muslimcricketer1126
    @muslimcricketer1126 Před 2 lety +3

    I find this video very helpful. Thank you.

  • @user-cl6ft5wh1j
    @user-cl6ft5wh1j Před 2 lety +1

    আমিও করি, এখন বুজলাম এটা ক্ষতিকর, ধন্যবাদ আপনাকে

  • @ishratjahan9217
    @ishratjahan9217 Před 2 lety

    Thanks for sharing.so helpful information 💐

  • @shimazakir6307
    @shimazakir6307 Před 2 lety +1

    আপনার কথাগুলো অনেক দামি

  • @saajeeb
    @saajeeb Před rokem

    Wonderfully explained, thanks!

  • @zainabafroza
    @zainabafroza Před 2 lety

    جزاك الله خيراً

  • @taniaaktar8545
    @taniaaktar8545 Před 2 lety +1

    জাজাকাল্লাহ খাইরান

  • @advtaniaakter6002
    @advtaniaakter6002 Před 2 lety

    আজ আমার বয়স ৪২ বছর। আমি একজন অ্যাডভোকেটে এই কথা গুলো এখনো শুনি তোর দারা কিছু হবে না। খুব কষ্ট হয় ।

  • @user-md6ws7if7u
    @user-md6ws7if7u Před 9 měsíci

    Mash Allah.
    Allah apnar nak hayat o nak ellm briddhi kora dek

  • @mdraselahmed9031
    @mdraselahmed9031 Před 2 lety

    আপনার কথা শুনে কেঁদে ফেলেছি কারন আমার আমার সন্তানের জন্য এ ব্যবহার গুলো করি পিতা তবে আপনার ভিডি
    দেখার আগেই সিদ্ধান্ত নিয়েছি
    কেন নিয়েছি বুঝতে পারলাম

  • @hussainarab3111
    @hussainarab3111 Před 2 lety

    স্যার,সত্যি অসাধারণ আলোচনা আমি,নিজেও,এর,মারাত্মক শিকার,এবং,৩২,এ,এসেও,কিছু করার,সাহস,পাইনা,কারন,আনুমানিক,১৯,বছর যাবত,শুনে,এসেছি তোকে,দিয়ে,কিচ্ছু হবে,না,

  • @ahsoikot1418
    @ahsoikot1418 Před 2 lety +1

    আসলেই আমি এই সব গুলোর সমুক্ষিন হয়েছি।

  • @mdshahadathossen4670
    @mdshahadathossen4670 Před 2 lety +1

    I feel this situation in my life 🙂

  • @muhtasimislammahim
    @muhtasimislammahim Před 9 měsíci

    আমার বাবা মা যদি এই কথা গুলো বুঝতো তাহলে জীবন টা অনেক সহজ হত

  • @kavyaray4843
    @kavyaray4843 Před rokem

    Khub khuuub sottyo eta ❤❤❤❤

  • @rokhsanahaq5048
    @rokhsanahaq5048 Před 2 lety

    Absolutely right thanks 😊 Bangladesh 🌹 sokoll bacchaa der jonnoo doa thakloo 🌹❤️🧡

  • @chhayamanna1774
    @chhayamanna1774 Před 2 lety

    Khub bhalo bhabe bojalen sir

  • @kamrunnaharshanta7099
    @kamrunnaharshanta7099 Před 2 lety +4

    হয়তো সবকিছুই ঠিক। আবার কিছু কিছু ক্ষেত্রে সব কিছুই ভুল। এখনকার সময় স্যার আপনার কথা গুলো কতটা গ্রহনযোগ্য তার কয়েকটা উদাহরণ হলো
    ১) কিশোর গ্যাং - কি বলা যায় এদের নিয়ে। আমার দেখা একজন প্রতিবেশীর ছেলে যাকে কি না মোবাইল ফোন, মোটরসাইকেল এমন কিছু নাই যা দেয়া হয়নি যাতে করে ছেলের সাথে ভালো সম্পর্ক হয়। কিন্তু কোথায় কি। ছেলে তো ছেলে।।।।।
    ২) মোবাইল গেইম, টিকটক, বন্ধুদের সাথে বেড়ানো... এগুলো না দিলে বলা হয় বাচ্চার স্বাধীনতা নষ্ট করা হয়... কিন্তু একটা কথা বলি স্যার কিছু মনে করবেন না। আপনি কি এগুলো করে আজ প্রতিষ্ঠিত নাকি আপনার পড়াশোনা মনোযোগ, একাগ্রতার কারনে।
    সব শেষে আপনার ভূল ধরার কোনো সাহস কিংবা যোগ্যতা আমার নেই। কিন্তু তবুও বলবো এখনকার তরুণ প্রজন্মের খুবই পথভ্রষ্ট। যারা এই ধরনের ভিডিও গুলো দেখে বাবা মাকে দোষ দেয়। কিন্তু নিজের জীবনের অন্যায় গুলো দেখে না। ভুলেই যায় বাবা মা কি করেছে

  • @puloksikder
    @puloksikder Před rokem

    সেই ক্লাস ১০ থেকে এখন অব্দি তুলনার মধ্যেই আছি। চেয়েছিলাম অনার্সএ বাংলা নিয়ে পরবো, পরিবারের চাপে হিসাব বিজ্ঞান নিলাম। ফলাফল ফেল, প্রতি ইয়ার এ ২ টা। এভাবে ৪ বছর কেটে গেছে। অবশেষে পাস করলাম। পড়াশুনা ছেড়ে দিলাম। কিন্তু এখন যা ফেস করছি তা হল বন্ধুদের চাকরি হল, বিয়ে হল, তোর কেন হল না। প্রেম ও করতে পারলি না। সবচেয়ে বড় সমস্যা হল মা বাবা সবসময় তুলনা করে আমাকে নিয়ে অন্যদের সাথে। বাচতে ইচ্ছে করে না।

  • @chyafrin
    @chyafrin Před rokem +1

    শিশুদের,,কে,,, সুন্দর,,ভাবে,,
    বুজাতে,,হয়,,, এবং,,,মা,,বাবা কে,
    বন্ধুর,,মতো,,আচরণ,,করে,এনড
    পরা লেখায় ও,,মনযোগ,,বারে,,,
    আপনার,, বাচ্চাদের,,সাথে,,হাসি মুখে
    কথা,,বলুন,,,

  • @MoonLight-fb1sw
    @MoonLight-fb1sw Před 4 měsíci

    প্রতিটি কথা সত্য😢

  • @user-bz3tp3sv2i
    @user-bz3tp3sv2i Před 5 měsíci

    খুব ভালো লাগলো।

  • @maharinafrosesriti6774
    @maharinafrosesriti6774 Před 2 lety +3

    Sir apner kotha gulo onk valo laglo but aigulo already face kore felechi..ai matter gulo niye ami mentally onk besi disturbed...

  • @tanzeemtabassum3407
    @tanzeemtabassum3407 Před 2 lety

    এসব কথার শিকার আমরাও হয়েছি।

  • @rumalislifestyle94
    @rumalislifestyle94 Před 2 lety +3

    amer sathe shob ghotsey 17 years porjonto..akhon valo hoe gese tara karob amay bie die tara day shere felse....but ami amr otit kisutei vulte parina

  • @yeasinhossain7581
    @yeasinhossain7581 Před 2 lety

    ক্লাস ৮ম এ নিজের জীবন মরন অসুস্থতার সাথে লড়াই করে যখন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারি না (রেজাল্ট ৩.৩৮) তখন মা-বাবা আত্মীয় স্বজনরা খুব খারাপ ব্যবহার করেছে তখন খুব কেঁদেছিলাম কান্না করার জন্য ও আমাকে উপহাস করেছিলো।এর পর থেকে আমি পুরো পুরি পরিবর্তন হয়ে গিয়েছি।কে কি বলে সব মাথার উপর দিয়ে যায়।SSC তে মোটামুটি কাম ব্যাক করেছিলাম (রেজাল্ট ৪.৪৪) HSC তে কলেজে নিজেকে খাপ খাওয়াতে পারিনাই কিন্তু চেষ্টা করেছি যার ফলে টেস্টে বাদ পরেছি।পরের বার পরীক্ষা দিয়ে রেজাল্ট ৩.৭৮ (পুরোটা নিজের কৃতিত্ব কারো থেকে এক লাইন ও দেখি নাই)।এর পর আজও আজ উঠে দাড়াতে পারি নাই।

  • @neelabinte282
    @neelabinte282 Před 2 lety +1

    Emonta ghoteche amr life a choto thekei esob sunechi & now age amr 30but ami kichu vuli ni osb gethe ache & amr parents k sei level er hate kori ora kichu bolle ami dont care study korchi job korchi but amr full life & now face korchi ekta pain ja amr hubbyr upore baje vabe provab fele😔😔😔

  • @jannatmunni6352
    @jannatmunni6352 Před 2 lety +1

    Very nice

  • @mahmudaaktarmahmudaaktar2375

    Thank you 😊

  • @kidsclassroom8087
    @kidsclassroom8087 Před 2 lety

    Apnara amader jobon ta onek sundor cre dichen onek donnobad sir

  • @nusratsharminkhan996
    @nusratsharminkhan996 Před 2 lety +25

    আমি শুধু পানির চেয়ে 'পা ধোয়া পানি' ই বেশি পান করেছি ।

    • @mazbauddin1551
      @mazbauddin1551 Před 2 lety +1

      Apni ja bollen sotti khub mojar 😁😁😁😁

    • @AsiaFathemaYT
      @AsiaFathemaYT Před 2 lety +1

      ঠিক কথা

    • @rahimaayub9303
      @rahimaayub9303 Před 2 lety +1

      hahahahahah very funny

    • @nureshajedaakter8348
      @nureshajedaakter8348 Před 2 lety +1

      Mone kosto na nie amra nijek bodlai.ei kosto gulo nijeder child der na dei.hoito baba ma. Dero counseling dorkar silo kinto tara ta panni.nijer kosto, rag buk chepe tader valobasi

    • @mistysarker4098
      @mistysarker4098 Před 2 lety +2

      @@mazbauddin1551 এটা কোনো মজার কথা না ৷

  • @nazmulhossen35
    @nazmulhossen35 Před 2 lety

    অসাধারণ এক কথায়

  • @niyoglobal8450
    @niyoglobal8450 Před 2 lety

    Same problem I'm facing now start hating my parents. Once I make enough money I will move out.

  • @mainulislam7918
    @mainulislam7918 Před rokem

    অসাধারণ বলেছেন

  • @shabanaakhter5203
    @shabanaakhter5203 Před 3 lety +2

    Kub sundor kotha

  • @AZ-vo3os
    @AZ-vo3os Před 2 lety +1

    Could you please write down the main points on screen or description box?
    Thanks again.

  • @mdmomo2998
    @mdmomo2998 Před 2 lety

    Allah apnar valo korun. Akdom thik bolecen. Ami atar pora pori shikar

  • @tassmimtisha2772
    @tassmimtisha2772 Před 2 lety +1

    আপনার কথাগুলো শুনে চোখ ভিজে আসলো।
    আসলে এইসব আমাদের সমাজের প্রতিদিনের ঘটনা। দেড় বছর হয়েছে আমার বিয়ের। বাবার বাড়ি থাকার সময় আমি শুধু চাইতাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। বিয়ে করার সিদ্ধান্ত নিলাম যাতে করে এই বাড়ির অশান্তি থেকে মুক্তি পাই। তাই করলাম, বিয়ে করে বিদায় নিলাম।
    আমার যখন বয়সন্ধিকাল চলছিল, স্বাভাবিকভাবে অন্য সব ছেলে মেয়েদের মত আমার মধ্যেও আবেগ কাজ করতো। আবার অনেককেই ভাল লাগতো, চোখের ভাল লাগা যেটাকে বলে। আমার বাবা সবসময় বলতো তার কাছে যেনো সবকিছু শেয়ার করি, আমি তাই করতাম। যখনই শেয়ার করতাম কোনোকিছু বিশ্বাস করে। এর পরেই সে আমার সাথে খুবই বাজে ভাষায় গালিগালাজ করতো, এখনও মনে পরলে কান্না পায়। অকথ্য ভাষায় গালিগালাজ করতো। নিজের মেয়েকে কেউ এইভাবে গালি দিতে পারে না। বাবাকে প্রচন্ড রকমের ভয় পেতাম, সবসময় আতংকে থাকতাম যে কখন বাসায় আসবে কখন যে বকা দিবে আবার। সেই আতংক থেকে আমার আজ এংক্সাইটির সমস্যা হয়ে গেছে। বুক ধরফর করে, হাত পা কাপে। চাকরিতে জয়েন করেছিলাম এই সমস্যার কারনে চাকরিটাও ছেড়ে দিয়েছি। এইসব যে আমার কতটা ক্ষতি করেছে আমিই আর আমার আল্লাহই জানেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমার শশুর বাড়িতে অনেক ভাল আছি৷ আসলে আমাদের বাবা মায়েরা মনে করতেন বাচ্চাদের বকলে আর মারলেই তারা মানুষ হবে, কিন্তু এই ধারনাটা যে কত বড় ধরনের ভুল, সেটা যার সাথে ঘটেছে সেই জানে। বারবার ছোট করা, অপমানের শুরে কথা বলা আরও কত কি। এর জন্য আমার বাবার সাথে আমার সম্পর্ক খুবই খারাপ। আমার মা সবসময় আমাকে সবার সামনে ছোট করতো, আমি এটা পারিনা, ওইটা পারিনা। তখন নিজেকেই সবার সামনে ছোট লাগতো, খুবই লজ্জা লাগতো। আমার মা কে কোনো কিছু জিজ্ঞেস করলে সে আমাকে ধমক দিতো তাই ভয়ে আর তাকে কিছু জিজ্ঞেসও করতাম না। এই ভয় আমার মধ্যে এখনও আছে, এখনও আমার মনে হয় কেউকে কিছু জিজ্ঞেস করলে সে বিরক্ত হয়ে আমাকে ধমক দিবে। আমাকে সে বলতো আমার জীবনটাই নাকি ভুল। এটা আমি ভুলতে পারিনা। আমার বন্ধু-বান্ধব থাকলেও আমার বন্ধু-বান্ধবদের সাথে মিশতে দিত না,তারা ভাবতো বন্ধু থাকলেই খারাপ হয়ে যাবো। এখন আমার কোনো বন্ধু নাই। আমি নিজেকে একা ভাবি।
    আমি জানিনা আমার এই এংক্সাইটি কখনো ভাল হবে কিনা। কখনো বাইরে কাজ করতে পারবো কিনা। খারাপ লাগে অনেক এইসব মনে পরলেই। সবার ছোটবেলা খুবই ভাল কাটতো কিন্তু আমারটা এমন কেনো ছিল?
    আমি আমার সন্তানের প্রতি ইনশাআল্লাহ এইরুপ আচরণ কখনই করবো না।

    • @afreenilla3124
      @afreenilla3124 Před 2 lety

      Amar jiboner kahinita same apu...too much Jedi hoye jawar karonei jibonta k ekebare elomelo kore felechi.jei opoman shojjho korechi ta mone hole ekhono khub koshto oage

  • @Rakib_Hassanz
    @Rakib_Hassanz Před 2 lety +1

    video ta oneek beshi valo laglo