সখী আখড়া আশ্রম

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • কাটোয়ার কাঠগোলা পাড়ায় অবস্থিত সখী আখড়া আশ্রম। বৈষ্ণব ভক্তদের কাছে এমনকি সাধারণ ভ্রমণ পিপাসু মানুষের কাছেও এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ সেই মধু নাপিত নামে বিশেষ বৈষ্ণব ভক্তের ভজন কুঠির এই সখী আখড়া আশ্রম। কাটোয়া স্টেশন থেকে অনতিদূরে এই সখী আখড়া আশ্রম অবস্থিত। মহাপ্রভুর দীক্ষা গ্রহণের সময় তাঁর মস্তক মুণ্ডন করেন যে ক্ষুরধার সেই মধু নাপিতের বাড়ি বলেই এটি জনমানসে পরিচিত। মন্দির, নাটমন্দির, মহান্তদের আবাসগৃহ সহ প্রায় এক একর জায়গা নিয়ে এটি অবস্থান করছে। এর পশ্চিমে রয়েছে মালি পুকুর ও উত্তরে শাহী মসজিদ। মন্দির রয়েছে সেবাইত দের সমাধি, মহাপ্রভুর পদচিহ্ন, উদ্ধরণ দওের পুস্প সমাধি। বিগ্রহ রয়েছে রাধাগোবিন্দ জি ও রাধাশ্যাম সুন্দর জি। রয়েছে অঞ্জলি পুএ বজরং বালির মূর্তি। তার সাথে রয়েছে ভুমিস্পর্শ মুদ্রায় শ্বেত পাথরের একটি বুদ্ধ মূর্তি। বর্তমানে বুদ্ধ মূর্তিটিকে অঙ্গরাগ করে একটি অন্য মাথায় নিয়ে যাবার চেষ্টা হয়েছে। বর্তমানে আশ্রমটি দেখভাল করেন কাটোয়ার সনামধন্য স্বর্ণ ব্যাবসায়ী সমীর দও ও সুখেন দও। ১৯৮০ সাল থেকে তারা এর দায়িত্বে আছেন। মন্দির নিত্য সেবা হয়, নিয়মিত ভক্তি গ্রন্থ পাঠ করে থাকেন বিভিন্ন কথক। এখানে বৈষ্ণব মতের সমস্ত পার্বণ গুলি বেশ জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হয়ে থাকে। যেমম দোলপূর্ণিমা, রাধাঅষ্টমী, গৌর পূর্নিমা, ঝুলন পূর্নিমা ইত্যাদি অনুষ্ঠানে এখানে ভক্তদের ভীড় চোখে পড়ার মতো। স্থানটির নাম সখী আখড়া হলেও এখন আর কোন সখী এখানে নেই। শেষ সখী যিনি ছিলেন তাঁর নাম সত্যবালা দাসী। ১৯৮০ সালে তিনি দেহ রাখেন। যারা গভীর ভাবে কৃষ্ণ সেবা করতেন তাদের এটি আখড়া ছিল। নারী, পুরুষ নির্বিশেষে তারা সখী সেজে সখী ভাবে কৃষ্ণ সেবা করতেন। গৌরাঙ্গ সেবার বিভিন্ন ভাবের মধ্যে সখী ভাব বা মধু ভাব অন্যতম। অন্যান্য ভাব গুলির মধ্যে শান্ত ভাব, দাস্য ভাব, মঞ্জুরি ভাব, বাৎসল্য ভাব ইত্যাদি উল্লেখযোগ্য। এই গুলির মধ্যে সবথেকে উৎকৃষ্ট ভাব বা সম্বন্ধ হল মধুর ভাব। এই মধুর সম্বন্ধ নিয়ে যে সমস্ত কৃষ্ণভক্ত ও বৈষ্ণবগণ সাধনা করেন তাদের সাথে ভগবানের সম্পর্ক হয় প্রেমের সম্পর্ক। তাই তাদের ভাবখানা থাকে ব্রজসখী বা সখী ভাবে বিভর। আর এই ভাব নিয়ে যারা সাধন ভজন করতেন তাদের একটি আখড়া ছিল। তাই এই জায়গার নাম সখী আখড়া। #katwa #sokhi_ankhra_ashram #historicalplaces
    your quire's
    #সখী_আখড়া_আশ্রম
    #sokhi_ankhra_ashram
    #মধু_নাপিতের_ভজন_কুঠির
    #madhu_napit
    #burdwan
    #katwa
    #history
    #vlog
    #minivlog
    #love
    #travel
    #historycal
    #historicalplaces

Komentáře • 6

  • @aviseksarkar9763
    @aviseksarkar9763 Před měsícem +1

    অসাধারণ উপস্থাপনা। এইরকম ঐতিহাসিক তথ্য জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। জয় গুরু 🙏জয় মা নর্মদা 🙏

    • @sohambanerjee8599
      @sohambanerjee8599  Před měsícem +1

      ধন্যবাদ🙏। সাথে থাকবেন।

  • @SubrataDas-p4f
    @SubrataDas-p4f Před 2 měsíci

    Nice❤

  • @souvikmajhi5366
    @souvikmajhi5366 Před 2 měsíci

    ❤❤❤

  • @sreeshubhobachan
    @sreeshubhobachan Před 2 měsíci

    amar banser adi purush,sree pad madhu paramanik

    • @sohambanerjee8599
      @sohambanerjee8599  Před 2 měsíci +1

      আপনার চরণে আমার প্রনাম 🙏। ভালো থাকবেন সুস্থ থাকবেন।