বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ|ঐতিহাসিক গোড়ার মসজিদ ঐতিহাসিক গলাকাটা মসজিদ ঐতিহাসিক জোড় বাংলা মসজিদ ৩টি

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ|ঐতিহাসিক গোড়ার মসজিদ ঐতিহাসিক গলাকাটা মসজিদ ঐতিহাসিক জোড় বাংলা মসজিদ ৩টি
    প্রাচীন মসজিদের শহর মোহাম্মদাবাদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে তিন বর্গকিলোমিটার জায়গাজুড়ে অবস্থিত প্রাচীন শহর মোহম্মদাবাদ। ১৯৯৩ সালে মাটি খুঁড়ে সেখানে ১৫টিরও বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মেলে। বেশিরভাগই ৭০০ বছরেরও বেশি পুরনো মসজিদ।
    পঞ্চদশ শতাব্দির রাজধানী বলে খ্যাত শাহ মোহাম্মদাবাদ, বর্তমানে যা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার। এখানে রয়েছে সুলতানী আমলের বেশকিছু মসজিদের অস্তিত্ব। এখন পর্যন্ত ১১টি মসজিদ মাটি খুঁড়ে বের করা সম্ভব হয়েছে। বারোবাজার কালীগঞ্জ শহর থেকে ১১ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা-খুলনা মহাসড়কের দুই ধারে শত শত পুকুর ও দীঘির স্বচ্ছ পানির ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ আর বুড়ি ভৈরব নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্যঘেরা ঐতিহাসিক মসজিদ পরিবেষ্টিত এই বারোবাজার। যতটুকু জানা যায়, বারোজন আউলিয়ার নামানুসারে এখানকার নামকরণ করা হয়। আউলিয়ারা হলেন, এনায়েত খাঁ, আবদাল খাঁ, দৌলত খাঁ, রহমত খাঁ, শমসের খাঁ, মুরাদ খাঁ, হৈবত খাঁ, নিয়ামত খাঁ, সৈয়দ খাঁ, বেলায়েত খাঁ ও শাহাদত খাঁ।ইতিহাস থেকে যতটুকু জানা যায়, বঙ্গবিজয়ী বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নদীয়া দখলের পর নদীয়ার দক্ষিণ বা দক্ষিণ পূর্বে বিস্তীর্ণ অঞ্চলের দিকে মনোযোগী না হয়ে উত্তর দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়েন। ফলে তার বিজিত রাজ্য উত্তর দিকে প্রশন্ত হতে থাকে। পরে শামছুদ্দিন ইলিয়াস শাহের পৌত্র নাসির উদ্দিন মাহমুদ শাহের (১৪৪২-১৬৬৮) শাসনামলে যশোর ও খুলনার কিছু কিছু অংশ তার রাজ্যভুক্ত হয়। ওই অঞ্চল বিজয়ের গৌরব অর্জন করেন অন্যতম শ্রেষ্ঠ আউলিয়া হযরত খান জাহান আলী। তিনি ১৪৫৯ সালে (৮৬৩) হিজরী ২৩ অক্টোবর ইহধাম ত্যাগ করেন। তিনি এক সময় নিজের আত্মরক্ষার্থে একটি ক্ষুদ্র সেনাবাহিনীর অধিনায়ক হয়ে কুষ্টিয়া জেলার দৌলতগঞ্জ প্রবেশ করেন। সেখান থেকে বৃহত্তর যশোর জেলার কোটচাঁদপুর উপজেলার হাকিমপুর হয়ে বারবাজার অভিমুখে রওনা দেন। পথিমধ্যে জনসাধারণের পানীয় জলের তীব্র কষ্ট দেখে তিনি এ অঞ্চলে অগনিত দীঘি আর পুকুর খনন করেন। বারোবাজার অঞ্চলে ৮৪ একর পুকুর ও দীঘি এখনও বিদ্যমান।
    আউলিয়াদের পুণ্যভূমি বারোবাজারে রয়েছে হাস
    প্রসিদ্ধ সুলতানী শাসন আমলের অন্তত ১৯টি মসজিদ,
    সাতগাছিয়া মৌজায় কোটালী মসজিদ অবস্থিত। ঘোপপাড়া মৌজায় ঘোপ ও আড়পাড়া ঢিবি অবস্থিত এটি রওজাশরীফ। সাদিকপুর মৌজায় চেরাগদানি মসজিদ অবস্থিত। বারবাজার মৌজায় জোর বাংলা মসিজদ অবস্থিত। এটির পুনঃসংস্কার করা হয় ১৯৯২ সালের দিকে। এখন এখানে লোকজন নামাজ পড়ে। তবে পাশে একটি দীঘি আছে যা সংস্কার করা প্রয়োজন। সাদিকপুর মৌজায় মনোহর ১৬ গম্বুজ বিশিষ্ট মসজিদ অবস্থিত। বারবাজার মৌজায় ৬ গম্বুজ বিশিষ্ট গলাকাটা মসজিদ অবস্থিত। বেলাট দৌলতপুর মৌজায় নামাজগাজ রওজাশরীফ অবস্থিত। একই মৌজায় ৪ গম্বুজ বিশিষ্ট গোড়ার মসজিদ অবস্থিত। এখানে মানুষ নামাজ পড়ে। অনেক সময় এখানে বিভিন্ন সময় মনের বাসনা পুরনে মানত করে সাধারণ মানুষ। হাসিলবাগ এলাকায় দমদম জাহাজঘাটা ও সেনানিবাস ও নদী বন্দর ছিল। বেলাট দৌলতপুর মৌজায় ১৬ গম্বুজ বিশিষ্ট পীর পুকুর মসজিদ অবস্থিত। মিঠাপুকুর এলাকায় নুনগোলা মসজিদ অবস্থিত। হাসিলবাগ এলাকায় শুকুর আলী মসজিদ অবস্থিত। বেলাট দৌলতপুর এলাকায় সওদাগর মসজিদ। একই এলাকায় রয়েছে শাহী মহল যা সেকেন্দার বাদশার বসতবাড়ি বলে কথিত কই এলাকায় পাঠাগার মসজিদ রয়েছে। এছাড়া মুরাদগড়
    এলাকায় ৩টি ঢিবি রয়েছে। ইতোমধ্যে অনেক প্রত্নসম্পদ অবলুপ্তির পথে, যা বেশির ভাগই খনন বা পুনঃখনন করা প্রয়োজন।
    বিলুপ্ত নগরী বারোবাজার গ্রন্থের লেখক ও গবেষক রবিউল ইসলাম জানান, বারোবাজারে প্রতিদিন শত শত লোক আসে পঞ্চদশ শতাব্দির নিদর্শন মসজিদসহ আবিষ্কৃত স্থাপনা দেখতে। এই এলাকা এখন পর্যটন এলাকা। এখানে প্রত্নতাত্তিক জাদুঘর স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের মুসলিম আর্কিটেকচারের শিক্ষার্থীরা এখানে আসে রিসার্চ করতে। তাদের প্রয়োজনে একটি জাদুঘর প্রতিষ্ঠা জরুরি।
    ব্যক্তিগত তথ্য: যারা ১২ বাজার ভ্রমণ করবেন তাদের ঢাকা থেকে বারো বাজারে ১০০০ টাকায় ভ্রমণ হয়ে যাবে রিক্সা বাস ভাড়া ভ্যান ভাড়া অটো ভাড়া খাওয়া দাওয়া সবকিছু নিয়ে ১০০০ মধ্যে হয়ে যাবে আপনাদের এক একটা ভ্যানে পাল্টাবেন ১০ থেকে ৫ টাকা লাগবে জনপতি এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়ার জন্য মাত্র জনপ্রতি 5 থেকে 10 টাকা লাগবে আর বেশি পনের টাকা প্রতিজন
    এটা পড়ে আপনারা পড়ে নিবেন সব গাইডলাইন পেয়ে যাবেন।
    গাজী কালু চম্পাবতীর মাজারটা ভ্রমণ করতে চাচ্ছেন কাজের জন্য ভিডিও লিংকটা দিয়ে রাখলাম
    গাজী কালু চম্পাবতী মাজারের ভিডিও লিংক: • গাজী কালু চম্পাবতী মাজ...
    ফেসবুক প্রেজেন্ট লিংক:www.facebook.c...
    instagram একাউন্ট এর লিংক:www.instagram....
    #বারোবাজার
    #বারো বাজার
    #bangladesh
    Barobazar
    #বারোবাজারজসজিদ
    #india
    #গলাকাটামসজিদ
    #গোড়ারমসজিদ
    #জোড়বাংলামসজিদ
    #বারোবাজারেমসজিদ
    #বারোবাজারেরইতিহাস
    #বারোবাজারমসজিদ
    #vlogvideo
    #vlog
    নুনগোলা মসজিদ,
    হাসিলবাগ মসজিদ,
    সাতগাছিয়া মসজিদ,
    জোড়বাংলা মসজিদ,
    মনোহর মসজিদ গোড়ার মসজিদ,
    প্রাগতৈহাসিক মসজিদ,
    barobazar mosque,
    প্রাচীন মসজিদ,
    ঐতিহাসিক গোড়ার মসজিদ
    ঐতিহাসিক মসজিদ
    ঐতিহাসিক পাগলা মসজিদ
    গোড়ার মসজিদ
    ঐতিহাসিক বাবরি মসজিদ কোথায় অবস্থিত
    ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ
    মসজিদের দেয়াল ঘড়ি
    গোরার মসজিদ
    বারোবাজার গোড়ার মসজিদ
    খনিয়াদিঘি মসজিদ
    ঘিওর বাজার
    মসজিদের জানালা
    ঐতিহাসিক জায়গা
    মসজিদে ঢোকার আদব
    মসজিদের ইতিহাস
    সাত মসজিদের ইতিহাস
    ঐতিহাসিক গলাকাটা মসজিদ
    গলাকাটা মসজিদ
    ঐতিহাসিক মসজিদ
    ঐতিহাসিক পাগলা মসজিদ
    পাগলা মসজিদের
    মসজিদের সময়সূচি ঘড়ি
    ঐতিহাসিক জোড় বাংলা মসজিদ
    ঐতিহাসিক মসজিদ
    ঐতিহাসিক পাগলা মসজিদ
    বাংলা মসজিদ
    ও মসজিদ
    জোড় বাংলা মসজিদ
    ঐতিহাসিক জায়গা
    মসজিদে ঢোকার আদব
    মসজিদের ইতিহাস
    মসজিদটি
    সাত মসজিদের ইতিহাস

Komentáře • 12

  • @VloggerTahmidvlogs
    @VloggerTahmidvlogs  Před 26 dny

    বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ নিয়ে আপনাদের মনে হওয়া যেকোনো প্রশ্ন করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ, আল্লাহ হাফেজে

  • @LovelyChurros-lv7mz
    @LovelyChurros-lv7mz Před 2 měsíci +1

    অনেক সুন্দর মসজিদ।😊😊😊

    • @VloggerTahmidvlogs
      @VloggerTahmidvlogs  Před 2 měsíci +1

      এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ 🥰🥰🥰

  • @mstfarzana-xu6rm
    @mstfarzana-xu6rm Před 2 měsíci +1

    🥰🥰🥰

  • @NadimtheTravelHunter
    @NadimtheTravelHunter Před 2 měsíci +1

    আসলেই মসজিদ ও পারিপার্শ্বিক পরিবেশ খুবই সুন্দর 🇧🇩🇧🇩🎁🎁🥰

    • @VloggerTahmidvlogs
      @VloggerTahmidvlogs  Před 2 měsíci +2

      কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই 🥰🥰🥰

    • @NadimtheTravelHunter
      @NadimtheTravelHunter Před 2 měsíci +1

      @@VloggerTahmidvlogs অনেক অনেক শুভকামনা 😍🥰

  • @sanjidaakter9002
    @sanjidaakter9002 Před měsícem

    ❤❤❤

  • @sanjidaakter9002
    @sanjidaakter9002 Před 2 měsíci

    Moto