নতুন আইজিপির কাছে পুলিশ সদস্যদের ১১ দফা দাবী পেশ । Bangladesh Police || 8 August 2024

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • প্রেস রিলিজ
    ঢাকা, ৮ আগস্ট ২০২৪ খ্রি.
    বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ আইজিপির সাথে পুলিশ হেডকোয়ার্টার্সে তাঁর অফিস কক্ষে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট ২০২৪) বিকালে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। আইজিপি ধৈর্য ধরে তাদের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শুনেন এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
    বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে আলোচনাক্রমে তাদের উত্থাপিত প্রস্তাবসমূহ দ্রুততার সাথে বাস্তবায়ন করার লক্ষ্যে আইজিপির নির্দেশে নিম্নোক্ত পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
    কমিটির সদস্যবৃন্দ :
    - মোঃ নাজমুল ইসলাম, এআইজি (হেলথ, ওয়েলফেয়ার এন্ড পেনশন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা
    - মোঃ সাইফুল ইসলাম সানতু, পুলিশ সুপার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা
    - মোঃ জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার, নৌ-পুলিশ
    - সৌম্য শেখর পাল, এসি (ফোর্স), ডিএমপি, ঢাকা
    - মোঃ জাহিদুল ইসলাম, ইন্সপেক্টর, সিআইডি
    - মোঃ আসাদুজ্জামান জুয়েল, সার্জেন্ট, ডিএমপি
    - মোঃ জহিরুল হক, এসআই, সিআইডি
    - মোঃ বরকত উল্লাহ, কনস্টেবল, ডিএমপি
    উক্ত কমিটি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ প্রদান, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা এবং তাদের প্রস্তাবসমূহ স্বল্পতম সময়ের মধ্যে বাস্তবায়ন কল্পে সুপারিশ প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
    - পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা
    বাংলার মুখ আপনাদের চ্যানেল। এ চ্যানেল মাটি, মানুষ ও জীবনের কথা বলে । Banglarmukh | Banglar Mukh | Khaleda Zia
    #khaledazia
    #president
    #banglarmukh

Komentáře • 2

  • @SingerMdMasud
    @SingerMdMasud Před měsícem

    দাবি করতে লজ্জা লগেনা,,

  • @sunnykhan2845
    @sunnykhan2845 Před měsícem

    ১১দফা মানার আগে শপথ করেন গুষ খাবে না 🤣