Bhromor Koiyo Full Video Song | Folk Lok | Jayati Chakraborty

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Song: Bhromor Koiyo
    Album: Folk Lok
    ► Subscribe to Asha Audio: bit.ly/ashaaudi...
    Featuring: Jayati Chakraborty
    Music Arrangement: Prattyush Bandopadhyay
    Cinematography and Editing: Anjali View
    Recorded Mixed and Mastered by Goutam Basu(Studio Vibrations)
    Enjoy & stay connected with us!
    ►Visit Us Here: ashaaudio.net/
    ► Like us on Facebook: bit.ly/ashaaudi...
    ► Follow us on Twitter: bit.ly/ashaaudi...
    ►Follow us on Instagram: bit.ly/ashaaudi...

Komentáře • 2,3K

  • @swapanbhattacharjya4980
    @swapanbhattacharjya4980 Před 2 lety +70

    এই গানটি জয়তী চক্রবর্তী রে দরদ দিয়ে গেয়েছেন ,মনে হয় এভাবে আর কারো কণ্ঠে এখনও শুনতে পাই নাই। শিল্পী কে অনেক ধন্যবাদ , অনেক শুভেচ্ছা।। ভালো থাকুন। অনেক লোকসংগীত আমাদের শোনান। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @suchismitachanda7255
    @suchismitachanda7255 Před 2 lety +111

    শুধু ভালোবাসা নয়, ভালোবাসার মানুষটিকে না পাওয়ার যন্ত্রনা থাকলে তবেই গানটিকে সঠিকভাবে অনুভব করা যাবে এবং গানের প্রতিটা শব্দকে উপলব্ধি করা যাবে।।।😊❤️😌

  • @user-mm7ij2tf5t
    @user-mm7ij2tf5t Před 3 lety +271

    রাধারমণ দত্তের এ যেন এক সৃষ্টিছাড়া সৃষ্টি, সকল হৃদয় ভাঙা হৃদয়কে এক জোয়ারে ভাসিয়ে অনন্ত প্রেম সাগরে পৌঁছে দিয়েছে। কালজয়ী গানের সংকলন সমূহের মধ্যে অবশ্যই এটি অন্যতম,,,,,,,""""""",,,,,,,🙏🏻

  • @user-yt6mu2eb7o
    @user-yt6mu2eb7o Před 2 lety +17

    যখন কারো অপেক্ষা মনে বাসা বেঁধে বসে কিন্তু সে ততই দূরে সরে যায়,সেই খনে এই গানের মূল্য সেইজনে বোঝে।তবে গানটি এমনিতেই যে কাউকে আকৃষ্ট করতে সক্ষম গায়িকার যাদুতে💖💝👌

    • @namitabhattacharjee9708
      @namitabhattacharjee9708 Před rokem +1

      যত বার এই গান শুনি ততবার আরো আকাংখা বেড়ে যায়। রাধা র কৃষ্ণ কে দেখার আকুতি আমি ততবারই অনুভব করি।কি অপূর্ব গাইল জয়তী যেন ওই রাধা। ভাল গান কোন দেশের হয়না ।সে সর্বজনীন।

  • @tapasbasu4912
    @tapasbasu4912 Před 3 lety +107

    কি ভালো গাইলেন দিদি।মন ভরে গেল।এইভাবেই মানুষকে আনন্দ দিয়ে যান।

  • @bapan2727
    @bapan2727 Před 3 lety +41

    গানটিতে যেন কোন মায়াবী যাদু রয়েছে...
    " রাধার হৃদয় প্রেম যমুনা,
    বিরহ ঘাটে কৃষ্ণ-কামনা ৷
    রক্ত মজ্জায় আকুল আহ্বান,
    কাঁদে শুধু রাধার পরান ৷"
    হৃদয়ের সমস্ত রকম অবরুদ্ধ আবেগ থেকে বেরিয়ে এসে অন্তরের তীব্র বেদনা ও যন্ত্রণা গুলি সুরের মূর্ছনায় আকুল আর্তিতে সমস্ত জগতকে ব্যাকুল ও ভারাক্রান্ত করে তুলছে.... শিল্পী এত গভীরভাবে দরদ ভরা বুকে অনুভূতির সাথে সঙ্গীতটি পরিবেশন করলেন যেন মনে হয় স্বয়ং রাধারানী শিল্পীর হৃদয়ে বিরাজ করছে এবং শিল্পীর মুখ দিয়ে সুরের অমৃত ধ্বনীর মধ্য দিয়ে তার অশান্ত হৃদয়ের বিরহী আর্তনাদে দিগ্বিদিক ভরিয়ে তুলছে ...

  • @monmonosij5893
    @monmonosij5893 Před rokem +4

    যার হৃদয় আছে সে এই গান ও আপনার প্রেমে না পড়ে পারবে না। এই কন্ঠ! এই আবেগ! উফ! যেন গানের কথার সঙ্গে জড়াজড়ি করে হৃদয়ের গভীর তলে মিলিয়ে যাচ্ছে। আর সামান্য হৃদয় হয়ে যাচ্ছে অসামান্য, অনন্ত সমুদ্র... ❤❤️🙏🙏

  • @ashimchakraborty2779
    @ashimchakraborty2779 Před 2 lety +11

    রাধাবিচ্ছেদ......কি গাইলে দিভাই....আজ পর্যন্ত যাদের মুখে শুনেছি তোমার গায়কিই বেস্ট ছিলো দিভাই❤️

  • @Mr.TanvirBengal
    @Mr.TanvirBengal Před 7 lety +1810

    এই গানটা যতবার ইউটিউবে শুনতে আসি বিভিন্ন গায়কীতে, কম-বেশী সব জায়গাতে দেখি বাংলাদেশী (আমার দেশের মানুষ)-রা পাগল হয়ে যায় এটা বলার জন্য যে এটার উৎস বর্তমান বাংলাদেশের কোথাও (সিলেটের রাধারমণ দত্ত)। আমার মনে হয় এত ঢাকে বাড়ি না দিলেও চলে। এই গানের ডায়ালেক্টই বলে দেয় বাংলার পূর্বাঞ্চল নাকি পশ্চিমাঞ্চলের গান এটা। আর ইতিহাস কখনো মুছেও যাবে না। আমি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিতে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশকে কিছুতেই আলাদা করতে পারি না। বাংলার কোন অংশ রবীন্দ্র/নজরুল ছাড়া গানের ভুবনটাকে ধনী করতে পারবে? বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত গাইবার সময় কি আমরা ভারতীয় সঙ্গীত ভেবে গাই? বাংলার গান ভেবে গাই। লোকসঙ্গীত যখন পশ্চিমবঙ্গের মানুষ গায়, তখন কি বাংলাদেশের গান ভেবে গায়? তা নিশ্চয়ই না। বাংলার গান ভেবেই গায়। বাংলার এসব রত্ন সংস্কৃতি তৈরি হয়েছিল ভারত/বাংলাদেশ জন্মের অনেক অনেক বছর আগে। অসুস্থ আর দুর্বল চিন্তা-ভাবনা থেকে বঙ্গতো দ্বিখণ্ডিত হয়েছেই বহু আগেই। সংস্কৃতির এই মুল্যবান সম্পদগুলো মনে হয় পলিটিকাল বাউন্ডারি দিয়ে ভাগাভাগি না করাই শ্রেয় হবে। বরং বিশ্বদরবারে কিভাবে বাংলাকে আরও পরিচিত করা যায়, বাংলার এই সম্পদগুলো কিভাবে অন্যদের কাছে আরও বেশী পরিচিত ও গ্রহণযোগ্য করে তোলা যায়, সেসবের একটা সম্মিলিতভাবে প্রয়াসের চেষ্টা করা যেতে পারে। বিভাজন নয়, একতা প্রয়োজন।

    • @tuneerchakraborty5836
      @tuneerchakraborty5836 Před 7 lety +28

      সাধু।

    • @thenupsy
      @thenupsy Před 7 lety +2

      Encores

    • @rajotavo
      @rajotavo Před 7 lety +15

      Tanvir Hossain - ei ganti jehetu Bangladesh ( erstwhile East Bengal/ Sylhet) er, shutorang eiti niye besh kichu controversy dekha diyeche...ekdom e obantor shob opinion dichche dekhlam onno ekta video te...gaan to oshadharon o English e jake bole 'haunting' shur! Aapnar comment ti ekdom jothajoto! best wishes...

    • @maskedsinger93
      @maskedsinger93 Před 7 lety +29

      সহমত! কিছু কিছু জায়গায় বাড়াবাড়িটা যথেষ্ঠ চোখে লাগে। কিন্তু আমার মনে হয় , সুরের বিকৃতি এবং সুরকার , গীতিকারের কথা উল্লেখ না থাকার কারণে এই জিনিসটা আরো প্রকট হচ্ছে। দেশের সীমানা দিয়ে আটকানো টা কোনভাবেই যুক্তিযুক্ত না, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই আমরা সুর নিয়ে এক্সপেরিমেন্টে যেয়ে আদিসুর টা নষ্ট করে ফেলি আর দ্বিতীয়ত, আমার মতে , যখনই কোন শিল্পী কোন ছবিতে অথবা একক প্রচেষ্টায় এই গান গুলো করেন , তিনি বা সংশ্লিষ্ট গোষ্ঠী গানটির প্রতি ভালোবাসা থেকেই করেন , কিন্তু যারা সেই গানটি আগে শোনেননি, তাদের জন্যে হলেও সুরকার , গীতিকার এবং এবং সম্ভব হলে উৎপত্তি বলে নেওয়া উচিৎ ! শুভকামনা রইল !

    • @santu134
      @santu134 Před 7 lety +27

      Apni akdom thik..... amar mone hoee amader prodhan porichoy holo ... "AMRA BANGALI".

  • @astersonfox8020
    @astersonfox8020 Před rokem +7

    অপূর্ব, অনেকের গলাতেই এই গান টা শুনলাম কিন্তু মন ভরে নি।আপনার টা ছিল অসাধারণ। মন ভরে গেছে 🇧🇩

  • @ziakhan6256
    @ziakhan6256 Před 4 lety +22

    🌿 বাংলা গানের জগত সম্পদরাশিতে পূর্ণ - সুপারস্টারে ভরা। জয়তী চক্রবর্তী তাদের‌ই একজন। ওনার জন্য অনেক সম্মান এবং শুভকামনা। 🌿

  • @sumaiajolly7981
    @sumaiajolly7981 Před 3 lety +26

    শরীরের পশম দাঁড়িয়ে গেছে। কি মধুর সুর রে!

  • @amitguhaofficials
    @amitguhaofficials Před 5 lety +469

    খুব আশ্চর্য হচ্ছি... এই রকম একটা গানে যারা dislike দিলেন তারা ঠিক কি আশা করেছিলেন..

    • @pranabkumarbiswas2754
      @pranabkumarbiswas2754 Před 3 lety +59

      আসলে এটি হিন্দু ধর্মের গান তাই dislike করেছে।

    • @priyankashanyal3071
      @priyankashanyal3071 Před 3 lety +14

      Right

    • @siddharthamaitra3224
      @siddharthamaitra3224 Před 3 lety +11

      আপনার হাতে একদম সহমত।

    • @manabmazumdar287
      @manabmazumdar287 Před 3 lety +30

      ওরা আসলে ধিন চাক গান আশা করেছিল।

    • @sonapaul7928
      @sonapaul7928 Před 3 lety +22

      Bhai jara dislike korche ora gaan er manei bojhena

  • @moumitasarkar83
    @moumitasarkar83 Před 4 lety +53

    জাস্ট একটা গান শুনতে শুনতে রাত্রি ৩ টে, একটুও টের পায়নি । এত সুন্দর গান ❤❤এত সুন্দর গায়কী ।। মনের দুঃখগুলো উজাড় করে দেওয়া আছে ।। ভালোবাসা নিও। ভালো থেকো ।।

  • @md.mehedihassan3670
    @md.mehedihassan3670 Před 2 lety +45

    This masterpiece will keep sir Radharaman Dutta alive thousands years more....We are so lucky to have a legend in Bangladesh. The singer was really amazing, pleased to listen to this song again💗🇧🇩

  • @madandu
    @madandu Před 4 lety +80

    I have been listening to Indian folk-music be it Bengali, Assamese, Gujarati, Marathi, Punjabi, Rajasthani... and always found it melodious, heartwarming, earthly which connects instantly. Luv Bengali language.

    • @proganguly7915
      @proganguly7915 Před 3 lety

      Yes m also plz call me 91+6296415653

    • @tanwimuhuri586
      @tanwimuhuri586 Před 2 lety

      @@proganguly7915 PপাপPপাপাপিপি

    • @antaraanikapiya
      @antaraanikapiya Před 2 lety +1

      This is not Indian folk, it’s a Bangladeshi folk song recreated by an Indian artist in this video.

    • @bananiroy1982
      @bananiroy1982 Před 2 lety +1

      @@antaraanikapiya whether ii is Indian or Bangladeshi it does not matter,it is exactly an emotion which can be expressred only and only through
      bengali folk lore

    • @BJha-bc2li
      @BJha-bc2li Před rokem +3

      @@antaraanikapiya So Bengali isn't Indian language ? Or it originated after 1971 ?

  • @Mr.TanvirBengal
    @Mr.TanvirBengal Před 7 lety +234

    মাশাল্লাহ.. কি গলা আর গায়কী! আমি এমনিতেই উনার রবীন্দ্রসঙ্গীত খুবই পছন্দ করি। ফোকও যা গাইলেন.... একদম মন কেড়ে নেয়ার মতো!

    • @mr.pannalal9650
      @mr.pannalal9650 Před 7 lety +1

      Tanvir Hossain. ভাই মনে কেরে নিলে তো ' পাগল হয়ে জাবেন

    • @Mr.TanvirBengal
      @Mr.TanvirBengal Před 7 lety +3

      Mr. Panna Lal বুঝতে পারলাম না কি বললেন।

    • @rajotavo
      @rajotavo Před 7 lety +1

      Tanvir - ei Sylheti gaan ti khub famous hoye geche...prithibir onek jay gae korche ( anubad kore)...jemon famous Central Asian siger Nozzia o ei gaanti'r 'transcreation' ti geyechen...

    • @user-ml6eu5lc4r
      @user-ml6eu5lc4r Před 5 lety

      very nice.

    • @mousumidas6404
      @mousumidas6404 Před 5 lety

      s
      Shamya sangit

  • @srabonichatterjee5685
    @srabonichatterjee5685 Před 5 lety +21

    best ever rendition......জয়তী , আপনার গলা যেন চিরকাল এমন সোনায় মোড়া থাকে ।

  • @bholanathbera4876
    @bholanathbera4876 Před rokem +5

    সঙ্গীত জগতে কিছু গান আছে কালজয়ী, যেমন এটা। জয়িতা দেবী যেভাবে গানটি গাইলেন সত্যি হৃদয়কে স্পর্শ করে গেল। ধন্যবাদ গায়িকাকে । ধন্যবাদ এই চ্যানেল পরিচালককে যার চেষ্টায় আমরা এখন সুন্দর গান শুনতে পাচ্ছি।

    • @bholanathbera4876
      @bholanathbera4876 Před rokem +1

      গায়িকার নামটা ভুল লেখার জন্য ক্ষমা প্রার্থনা করছি

    • @arpitabhattacharjee3590
      @arpitabhattacharjee3590 Před rokem

      জয়িতা নয় জয়তী। ❤️

    • @sankarbiswas636
      @sankarbiswas636 Před 9 měsíci

      ও ভ্রমর,,,,,,বলে শেষে যে সুরের মূর্ছনায় এক অনবদ্য যাদু সৃষ্টি করলেন তা আর কারও পক্ষে সম্ভব বলে মনে হয় না।

  • @psaiba5993
    @psaiba5993 Před 3 lety +58

    I'm non-Bengali but I like to listen more Bengali music than the modern Hindi. This is one of my best song. Gr8 singing by this lady & Surojitji in male voice.

    • @user-hp1gr3po9d
      @user-hp1gr3po9d Před 3 lety +1

      Just Oshadharon Jotobar Suni Totobari Kothay Hariye Jai

    • @paramitasen4422
      @paramitasen4422 Před rokem

      This lady is one of the great rabindra sangeet singer Jayati mam. I like her song too. . . ❤❤

  • @snigdhabarman5077
    @snigdhabarman5077 Před 5 lety +3

    গানটি অপূর্ব। কতবার শুনেছি। প্রত্যেকবার প্রথম শুনলাম মনে হয়। কি মাধুর্য্য। কৃষ্ণ বিরহের ব্যাথা যেন রাধারাণীর অন্তর থেকে গানের মধ্যে বাজছে। আহা কি নিবেদন।

  • @shakilkhan-re4kq
    @shakilkhan-re4kq Před 4 lety +4

    কি আছে এই গানে? কেনো বার বার আমাকে টেনে নিয়ে আসে? মনে হয় মনের ভিতর থাকা সকল অসহ্য বিরহের যন্ত্রণা এই গানের মাধ্যমে প্রকাশ পায়।

  • @shamima9177
    @shamima9177 Před 2 lety +2

    গানটির জন্য মাহাত্ম্য উপলব্ধি করতে পারলাম। সত্যি এই গানের কথা মাইলফলক হয়ে রবে পৃথিবীর মৃত্যু লগ্নে।
    কণ্ঠের মানুষটি এতোটাই প্রেম নিবেদন করছেন বলাবাহুল্য। 💜💜💜💜💜

  • @sudeshnagupta5708
    @sudeshnagupta5708 Před rokem +2

    অসাধারণ। যতবারই শুনি চোখে জল ধরে রাখতে পারি না। ছয় মাস হলো মা কে হারিয়েছি। আজো মনটা হাহাকার করে। যাইহোক আপনি সবার হৃদয়ে বাস করুন এই প্রার্থনা করি। 🙏

  • @suparnamondal6251
    @suparnamondal6251 Před 2 lety +3

    Jara dislike korechen na tara ei rokom sundor gaan gulo sunte asben na doya kore ..ei sob gaan er madhurjo sobar jonno noe ... ❤️❤️ Outstanding voice ...

  • @santotv5657
    @santotv5657 Před 3 lety +663

    এই গানটার মর্ম বুঝতে হলে আপনাকে কারো কাছ থেকে অনেক আঘাত পেতে হবে।।

    • @susmitam611
      @susmitam611 Před 2 lety +50

      মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসলে তবেই এর অর্থ বুঝতে পারা যাবে

    • @santotv5657
      @santotv5657 Před 2 lety +19

      @@susmitam611 আপনার হৃদয় যখন কেউ ভাঙবে তখন আরো ভালো অনুভব হবে 😢

    • @saswatidey4030
      @saswatidey4030 Před 2 lety +8

      Ekdom

    • @samiransen9646
      @samiransen9646 Před 2 lety

      ⁰⁰0

    • @bongkothabypiyali144
      @bongkothabypiyali144 Před 2 lety +5

      একদম

  • @samirankumardeb8435
    @samirankumardeb8435 Před rokem +1

    এই গানটার আবেদন সর্বজনীন। একেবারে বুকের ভেতর দিয়ে মরমে প্রবেশ করে। শুধু তাই নয় দেশ কাল অতিক্রম করে এই গান সর্ব দেশের সর্ব কালের। শিল্পী জয়তীর কণ্ঠে যেন তা আলাদা একটা মাত্রা পেয়েছে।

  • @Sharki33
    @Sharki33 Před 3 lety +19

    What a creation by Radharaman Dutta from Sylhet Bangladesh.Also fantastic singing from Jayati from West Bengal . Legends lives on through talented singers like herself. East or West Bengal it doesn't matter.. we are Bengali.

  • @chumkighosh6010
    @chumkighosh6010 Před 2 lety +7

    সত্যি বলতে এই গানটা আগে বেশি ভালো লাগতো না,, কিন্তু জীবনে যখন অনেক কিছু সহ্য করেছি ,,তখন গানটার মানে বুঝেছি,,এখন যখন খুব কষ্ট হয় ,,তখন শুনি,🥀
    যখন চোখ বন্ধ করে গানটা শুনি ,,নিজের অজান্তে চোখ থেকে জল পরে,,☺🌺এই গানটা আমার খুব পছন্দের গান 🖤

  • @fokirsahebfokirsaheb1180
    @fokirsahebfokirsaheb1180 Před 4 lety +7

    আমি কখনো জয়ন্ত চক্রবর্তীর গান শুনিনি, আমি আজকে প্রথম তার কন্ঠে গান শুনলাম, কি অসাধারণ মায়াবী কণ্ঠস্বর, কি অপূর্ব তার চেহারা, এই ঘোর কাটতে সময় লাগবে বহুদিন।

  • @mchakraborty5890
    @mchakraborty5890 Před 4 měsíci +1

    তীব্র ভালোবাসার সাথে যখন না পাওয়ার শূন্যতা মেশে তখনই এই গান সম্ভব।

  • @manishankarmridha5207
    @manishankarmridha5207 Před 2 lety +2

    এত মরমী গান আর এত মরমী কন্ঠ ভাবতে পারছি না। দুইয়ের অভূতপূর্ব অনবদ্য নিসিক্তকরণ । প্রান জুড়িয়ে গেল । অনেক অনেক ধন্যবাদ শিল্পীকে ।

  • @monoranjonroy3558
    @monoranjonroy3558 Před 4 lety +123

    কৃষ্ণ সবার হৃদয় মাঝে বাস করেন, রাধা প্রতিটি জীবসত্ত্বার প্রতিমূর্তি।তাই
    রাধার মতো প্রতিটি জীবই কৃষ্ণকে হৃদয়ে, বিশ্ব মাঝারে খুঁজে চলেছেন।

  • @dipikabarman3560
    @dipikabarman3560 Před 3 lety +50

    আমি জাস্ট ফিদা হয়ে গেলাম। ভ্রমর গানটা অনেক গায়ক গায়িকার গাওয়া শুনেছি কিন্ত এই গানটি পুরো অন্তর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে ।

  • @tapandeb2787
    @tapandeb2787 Před rokem +2

    অসম্ভব সুন্দর, যত শুনি ততই ভাল লাগে। আপনার গায়েকীর প্রশংসা করার ভাষা আমার নেই। আপনাকে, সুরকারকে এবং এই দারুণ গানটির রচনার কারিগর সবাইকে জানাই আমার শ্রদ্ধা ও ভালবাসা। আপনারা যে যেখানেই আছেন ভাল থাকবেন।

  • @somasaha7674
    @somasaha7674 Před rokem +2

    আহা , কি দরদ দিয়ে গাইলেন , মন ভরে গেলো ❤❤

  • @jayantam2725
    @jayantam2725 Před 3 lety +4

    অপূর্ব মন প্রাণ ছুঁয়ে দিল , সঙ্গীতের থেকে মনের বন্ধু আর কিছুই নেই 🙏

  • @debajyoti.guha_bong
    @debajyoti.guha_bong Před 6 lety +32

    2:20 to 2:40 . Unparallel. Blast of melody. What a lovely arrangement too. Jayati puts her voice like dew drops on a leaflet . Unreal !

  • @biswajitdas9019
    @biswajitdas9019 Před 4 lety +2

    একেকটা গান যেন একেকটা দর্শন। অসাধারন!
    কী কণ্ঠ...কী গায়কী..।স্তব্ধ হয়ে ভাবি,সত্যিই কি এই অপার্থিব বস্তু ছিল আমাদের মাঝে,এই মলিন ধরায়...!

    • @MM-fg3ep
      @MM-fg3ep Před 2 lety

      একেকটা গান যেন একেকটা দর্শন। অসাধারন... loved it

  • @sarojassistantteacher1035

    শিল্প যে কাকেই বলে এমন কারো কন্ঠ শুনলেই তবে বুঝে নিই। চমৎকার!
    যন্ত্র সংগীতে যারা ছিলেন, এক কথায় অনন্য।

  • @priyankaadhikary718
    @priyankaadhikary718 Před 5 lety +21

    What a mervellous composition and singing.This song never be end. "forever"

  • @r_u_p_a_m2010
    @r_u_p_a_m2010 Před 8 měsíci +10

    Amar second favourite song.Comment kore gelam . Keu like dile abar shunte asbo.

  • @srijaworld
    @srijaworld Před 3 lety +1

    অভূতপূর্ব ❤️আমার সত্যি কোনো ভাষা নেই। আমি বাকরুদ্ধ। এত ভাল গান কি করে হয়, কত বড় শিল্পী হলে গলা থেকে এমন গান বের হয়। অসাধারন। কুর্নিস আপনাকে।❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nabadwipchakraborty4118
    @nabadwipchakraborty4118 Před rokem +2

    Osadharon ! Excellent ! Outstanding & very sweet.

  • @negakirine
    @negakirine Před 5 lety +14

    This touches my heart so deep! Both the singing and the text itself.... They don't make love songs as beautiful as this anymore nowadays!

  • @papaiganguli2063
    @papaiganguli2063 Před 6 lety +621

    জয়তি চক্রবর্তী বাংলা গানের একজন রত্ন। ভীষণ ভেতর থেকে বলছি।

    • @babusona4429
      @babusona4429 Před 6 lety +9

      ganta sune kichukhhoner jonno kothay jeno vese jacchilam

    • @bimanmohanta7833
      @bimanmohanta7833 Před 5 lety +6

      Ekdom

    • @bbpoddar1330
      @bbpoddar1330 Před 5 lety +3

      Madam sottii ai gan tar jonno apner nam ta kao vul ba na

    • @aditikarak4324
      @aditikarak4324 Před 5 lety +3

      Papai Ganguli apner sathe ak moth

    • @achintyamandal5403
      @achintyamandal5403 Před 5 lety +5

      AMR kache joyotidi akjon Bharotratna..... Orr gan sunle r Karur gan sunte valoi lage na.

  • @ramnachannel-2220
    @ramnachannel-2220 Před 9 dny

    এতো দরদ দিয়ে এ গানটি কেউ কখনো গায়নি। অসম।অনন্য। অসাধারণ। ওয়াহিদ মুরাদ।

  • @tapanbaidya6653
    @tapanbaidya6653 Před 2 lety +1

    E ganta eto bhalo je barbar sunte bhalo lage thank you e ganta pathanor janne🙏🙏

  • @AC00322
    @AC00322 Před 6 lety +21

    She is the queen of melody with a magical voice. Listening to her songs is an absolute pleasure.....

  • @mohammadkamruzzaman4154
    @mohammadkamruzzaman4154 Před 4 lety +24

    A completely perfect artist shows how to get a song from the heart to the audience. I want to be a Bengali for the second time if there is a option in the after life.

  • @soumichattaraj1467
    @soumichattaraj1467 Před 2 lety +1

    অসাধারণ জয়তী।ভগবান দত্ত ভয়েস আপনার। তার সাথে আপনার সাধনা। মিলেমিশে একাকার। এতো দরদ আপনার গলায় যা ভাষায় প্রকাশ করা যায় না। অনুভবে পাওয়া যায়। আপনি খুব ভালো থাকবেন।

  • @chandranathbhattacharya3850

    বাবু শ্রী রাধারমন দাসের এ এক অমর সৃষ্টি। জয়তীদি রং কন্ঠে যেন আরো প্রানবন্ত হয়ে উঠেছে। যন্ত্রানুসঙ্গ যথেষ্ট প্রশংসনীয়।

  • @nahidaakter9177
    @nahidaakter9177 Před 3 lety +5

    এক কথায় অসাধারণ কন্ঠ,,,,,,,আমি তাহার সুরের মায়াতে আটকে গেলাম

  • @shafiqulabedin5267
    @shafiqulabedin5267 Před 3 lety +13

    Awesome and fantastic work ever. I have listened this mind blasting voice several times and still listening. God bless you you. Great job. Shafi. Houston. Texas. USA.

  • @Abir266
    @Abir266 Před 8 měsíci +1

    এই বিরহিত অন্তর হয়তো প্রেমের আগুনে যত কাল জলবে তত কাল এই গান টা সুনবে,,,,,❤❤❤❤

  • @lovelylovely3263
    @lovelylovely3263 Před 4 lety +5

    ভ্রমর কইও গিয়া
    শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
    অঙ্গ যায় জ্বলিয়ারে
    ভ্রমর কইও গিয়া--♥️♥️♥️👌🏽

  • @teresanoverr-chin828
    @teresanoverr-chin828 Před 2 lety +7

    Absolutely Exquisite! I feel so blessed to have learned this song. It is the Bengali beauty that brought me back to voice lessons and singing.

  • @shampajhilam4759
    @shampajhilam4759 Před 3 lety +4

    এই গান শুনলেই গায়ে কাটা দিয়ে উঠে এবং অন‍্য এক জগতে নিয়ে যায় ❤

  • @ALAMIN-sq4th
    @ALAMIN-sq4th Před 3 lety +2

    শেষ পর্যন্ত খুঁজে পেলাম এই ভার্সন টা 😍😍😍

  • @Bengaltigergrowls
    @Bengaltigergrowls Před 6 měsíci

    This beautiful song of unattainable love has been sung over the years by many artistes and the words really touch the soul - but this rendition by the talented Jayati Chakraborty has been sung with so much soul that even if a person does not understand the words (or Bengali language), the voice simply hits the inner most depths of one's heart.

  • @tonutojo7743
    @tonutojo7743 Před 4 lety +34

    Oh..my god !..😲this song made my soul alive !..😇osmmm

  • @priyaadak7026
    @priyaadak7026 Před rokem +3

    এই গানটা শুনলে নিজের অজান্তেই কেন জানি না চোখে জল চলে আসে 🌹🌹🌹🌹

  • @Robel2211Majumder
    @Robel2211Majumder Před rokem +1

    আগে ও অনেকবার শুনেছি
    কিন্তু আপনার কন্ঠে অন্যরকম ভালোলাগা কাজ করে ❤❤❤

  • @sobhanbhattacharya7831

    apurba....mon bhore gelo...shabash jayati...ebhabei amader montro mughdho kore rekho....

  • @gourangaraj7242
    @gourangaraj7242 Před 3 lety +4

    সত্যি অসাধারণ সুর 'কনেন্দ্রিয যেন শান্ত ও নীরব হয়ে রইল। বেশ কিছু টা সময় '

  • @utpalsarkar5066
    @utpalsarkar5066 Před 4 lety +8

    জয়িতা দিদি হলো বাংলা গানের দুনিয়ায় উজ্জ্বল নক্ষত্র ।।

  • @malabanerjee8424
    @malabanerjee8424 Před 2 lety +1

    গান লেখা একটা জিনিষ, তার সুর একটা জিনিষ , তার ভাষা আর একটা জিনিষ,কিন্তু সবার উপরে দাঁড়িয়ে গায়কী। আমি আপনার গান ভালবাসি। যখন রবীন্দ্রসঙ্গীত গান তখন তা অর্পূব। কিন্তু রবীন্দ্রনাথ যখন বাউল হয়ে যান তখন আপনার দুই হাতে দাঁড় বাওয়া নদীকে উথাল পাতাল করে দেয়। প্রার্থনা করি বেঁচে থাকুন সুস্থ্য হয়ে আর গান শোনান তাঁকে। তাতে আমরা প্রসাদ পাবই পাব।

  • @ACDas-bt8rw
    @ACDas-bt8rw Před rokem +1

    Outstanding god gifted voice, god is with you, I always like to hear this from your voice
    God bless you.

  • @Mindblowing_Puspita
    @Mindblowing_Puspita Před 3 lety +17

    A marvelous arrangement with a beautiful taste of fusion..... arrangements of folk with the tastemaker of classical instruments.....love it like anything.....♥️♥️

    • @minadasmunshi3149
      @minadasmunshi3149 Před 3 lety

    • @nomanmd7612
      @nomanmd7612 Před 2 lety

      অপূর্ব,চমৎকার,অসাধারন উপমার যেন শেষ নাই দিদি।❤️❤️

  • @ryanmilano19
    @ryanmilano19 Před 5 lety +22

    A strange feeling -
    Sadness and happiness plays hide and seek throughout my psyche simultaneously...

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 Před 2 lety +2

    আহা, কী যন্ত্রণা কী আর্তি! বড়ো যন্ত্রণা এই কথায়!

  • @jyotibrotosen2660
    @jyotibrotosen2660 Před 2 lety +1

    যেকোনো গানকে একটা অন্য মাত্রা দিতে পারেন জয়তী চক্রবর্তী । অসাধারণ

  • @jaanmuhammedkhan6119
    @jaanmuhammedkhan6119 Před 5 lety +90

    আমি বাংলাদেশ থেকে বলছি, বিখ্যাত সাধক রাধা রমনের সৃষ্টি ভ্রমর কইও গিয়া
    শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর, এই গানটি অনেক কন্ঠেই শুনেছি তবে, জয়তী মেমের কন্ঠটিই সেরা, অসাধারন গেয়েছেন, আমি তার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি। খোদা হাফিজ

    • @amitkumarsarkar8860
      @amitkumarsarkar8860 Před 5 lety

      Jaan Muhammed khan , your comment regarding the
      Singer is absolutely correct. Any music lover, musician and singer will agree with you.

    • @arjundebnath199
      @arjundebnath199 Před 5 lety +4

      Jaan Muhammed khan ...vai Hinduder jodi na tarate aro onek valo gan pete...

    • @afzalurrahaman8604
      @afzalurrahaman8604 Před 5 lety

      Hindu der keu tarai ni. Ora nijerai giyeche tader kothito pobitro vumi te

    • @amitkumarsarkar8860
      @amitkumarsarkar8860 Před 4 lety

      Arjun Debnath,bhai, shilpira sab jati, dharma, Desh, kaal, Bhasa, eai saber urdhe, Tara
      Bhagabaner aashirbadpusta. Sutorang shilpider niya kono rajnaitik
      Mantabya thik noi. Dhonyobad janai.

    • @prasantachakraborty3372
      @prasantachakraborty3372 Před 4 lety

      you are saying this because you are nice human being. long live bhai jaan. best wishes.

  • @ytutul4022
    @ytutul4022 Před rokem +4

    🙏🏽 The best rendition I've ever heard of this great song 🙏🏽

  • @chandansaha6934
    @chandansaha6934 Před 5 měsíci

    বার বার শুনেও মন ভরে না। আরোও অনেক অনেক বার শুনি। জলে ভেসে যায় আমার দু চোখ। সত্যিই কারো কাছে থেকে আঘাত না পেলে এর মর্ম বোঝা যায় না

  • @Rudro789
    @Rudro789 Před 4 lety +19

    চোখ বন্ধ করে গানটা শুনলে সম্পর্ন অন্য এক অনুভূতি

  • @debolinamitrachattopadhyay8003

    গান টা শুনতে শুনতে এক অন্য জগতে হারিয়ে গেছিলাম, অসাধারণ 👌👏👏

  • @KRISHNAROY-ql9zt
    @KRISHNAROY-ql9zt Před 7 lety +248

    চোখ বন্ধ করে গানটি শুনলে সম্পূর্ন অন্য এক অনুভূতি হয়।

    • @iloveapurbamadhumitabhatta4540
      @iloveapurbamadhumitabhatta4540 Před 6 lety +1

      KRISHNA ❤❤❤❤💘💘❤❤❤

    • @akhileshhdas
      @akhileshhdas Před 5 lety +1

      আচ্ছা, মনের কথা আগের থেকে বলে দেওয়া টা কি আপনার জন্মগত স্বভাব!
      আপনি তো খুব অদ্ভুত সুন্দর কথা বলেন!
      ❤️ আপনাকে দিলাম।👏

    • @NarayanDas-nn5cu
      @NarayanDas-nn5cu Před 5 lety +2

      জীবনে মানুষকে চিনে নেবার সময়ের গান।

    • @surajitschemistrylecturefo1360
      @surajitschemistrylecturefo1360 Před 5 lety +2

      Sotti tai

    • @niranjanghosh2245
      @niranjanghosh2245 Před 5 lety +2

      nice

  • @dipakkumarroy3684
    @dipakkumarroy3684 Před rokem +1

    অসাধারণ গায়কি.....হৃদয় স্পর্শ করে দিলেন

  • @joybiswas6522
    @joybiswas6522 Před 3 měsíci

    এই গানটা আমার খুব প্রিয় একটা গান ❤
    অনেক গায়ক গায়িকার মুখে এই গানটা শুনেছি কিন্তু এত আবেগ জড়ানো ভাবে কেউ গায়নি।
    অসাধারণ গেয়েছেন ❤

  • @suchandannaskar8906
    @suchandannaskar8906 Před 5 lety +4

    তানপুরা র সুরের সাথে ওনার গলার সুরটা মিশে গিয়ে যে অনবদ্য ঝঙ্কার সৃষ্টি করেছে তার অনুভূতি অসম্ভব বেদনাদায়ক। সত্যি বলতে এই ধরনের গান শুনলে সবকিছু ভুলে অন্যজগতে নিশব্দে হারিয়ে যাওয়া যায়।

  • @ambujkr
    @ambujkr Před 5 lety +3

    This version of this song.... Has a capability of showing the video of your past in front of your eyes... ... Just awesome 👌👌

  • @jahidjahid3782
    @jahidjahid3782 Před 6 měsíci +1

    বার বার শুনি,যত শুনি ততো ভালো লাগে। মন খারাপ এটা আর বন মালী তুমি এই দুই টা গান শুনি।

  • @vocalistpradeep7017
    @vocalistpradeep7017 Před 9 měsíci

    এই গানটি অনেক শিল্পী গেয়েছেন কিন্তু এতটা উজাড় করে এং দরদ দিয়ে সম্ভবত আর কেউ গান নি ধন‍্যবাদ দিদি অসাধারন।

  • @srssohag9273
    @srssohag9273 Před 3 lety +5

    What a amazing vocal! This is best of them.lyrics & tune fantastic also.

  • @mostofa47
    @mostofa47 Před 4 lety +8

    এই গানটি অনেকজন গুণীমানি শিল্পীদের কন্ঠে শোনা'র সুযোগ আমার হইলেও
    এই ধারা'র কম্পোজিশন সত্যিই আমাকে
    মুগ্ধ করেছে।

    • @rhibenimtiaz9441
      @rhibenimtiaz9441 Před 3 lety

      গানটারে নষ্ট করেছে।

    • @mostofa47
      @mostofa47 Před 3 lety

      @@rhibenimtiaz9441
      কি যে বলেন?
      মোটেও বুঝে আসেনা।
      এমনিধারা'র একটি কম্পোজিশনের প্রসঙ্গে
      মন্তব্য করারআগে ;
      অন্ততপক্ষে সুর, তাল, লয় কম্পোজিশন
      সম্পর্কে একটুহলেও জানবার বা বুঝবার
      চেষ্টাটা করুন।
      তারপরে না হয় মন্তব্য করুন।
      এমনিধারা'র আদিখ্যেতা ভালো লাগেনা।

  • @animalsbirdsloversgroup9264
    @animalsbirdsloversgroup9264 Před 5 měsíci

    খুবই সুন্দর কন্ঠ এবং গায়কী ।আপনার কন্ঠে এই গানটি শুনে মনের গহ্বরে এক সুন্দর অনুভূতি সৃষ্টি হয়।
    অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ।

  • @mchakrabortty1787
    @mchakrabortty1787 Před rokem +2

    Soulful, melodious, mindful melancholy 👌👌👌👌. Amazing voice honestly. Full justice is done to the song by the beautiful singing of🪘🎸🎹🪘🥁 Jayati. Music is life because the heart also has a rhythemic beat

  • @rakhymostafa1111
    @rakhymostafa1111 Před 2 lety +4

    This is a song of Lord Sri Krishna devotion and love....

  • @farahdeebazaman3843
    @farahdeebazaman3843 Před 5 lety +8

    বিলীন হয়ে গেলো সব অনুভূতি....
    আহারে দরদ মন থেকে চোখের বুক বেয়ে পরছে...
    এভাবে কেউ গান করে দিদি...
    মনে হয় মরে যাই....
    বুক জুরিয়ে গেলো....

  • @halimazamanbiswas4696
    @halimazamanbiswas4696 Před 4 lety +2

    অপূর্ব, অপূর্ব, অপূর্ব..
    যতই শুনি ততই মুগ্ধ হয়ে যায়

  • @arnabbera8085
    @arnabbera8085 Před 4 lety +1

    উফ । অসাধারন । অদ্ভুত নেশা ধরানো গলা ।

  • @soumyanilmondal5943
    @soumyanilmondal5943 Před 6 lety +22

    করুণ সুরে জয়তি বন্দ্যোপাধ্যায় এর বিরহ যন্ত্রনা র গানটি মনটা ভরিয়ে দিল।খুবই ভালো।. Satyen Mondal

    • @soumyanilmondal5943
      @soumyanilmondal5943 Před 6 lety

      মাপ করবেন দিদি র পদবী টা ভুল করে বন্দোপাধ্যায় লেখার জন্য ।আসলে যে চক্রবর্তী খেয়াল করতে পারিনি। S.M

  • @Noiriddho
    @Noiriddho Před 2 lety +5

    প্রেম....
    সভ্যতার ক্লান্তিকর দাসত্ব__ হাজার বছরের শব্দহীন শ্মশানে একাকী নিস্তব্ধতার রেখায় হেঁটে ক্ষয়ে আমি জেনেছি সে দাবার চাল__

  • @amitkumarsingh8250
    @amitkumarsingh8250 Před rokem +1

    Waah jayati didi❤ sukoon mila

  • @shantamukhopadhyay5269
    @shantamukhopadhyay5269 Před rokem +1

    জয়তীর এই গান শুনলে আমি চোখের জল আর রাখতে পারি না। ঈশ্বরের অসীম করুনা জয়তী লাভ করেছে

  • @adhunikgan
    @adhunikgan Před 6 lety +41

    আভিজাত্যপূর্ণ কন্ঠ।তাছাড়া, শ্রীরাধার বিরহযাতনা কন্ঠে প্রস্ফূটিত।
    সুরে মুন্সীয়ানাও ভালই লাগল।

    • @anasuyaghosh3178
      @anasuyaghosh3178 Před 5 lety

      এগান যত শুনি তত শুনতে ইচছা করে

  • @subhasprodhan4367
    @subhasprodhan4367 Před 6 lety +44

    জয়তী দি আপনার এই গান টা কতবার শুনছি তার জবাব নেই, আবার ফিরে পেলাম এক দম সত্যি কথা, যেখানে রাঁধা রানি থাকে সে খানে কৃষ্ণ থাকে, তাই রাঁধার নাম আগে উচ্চারণ হয়, শিব পূরান,,,,,,,, 🌳🌻🌳🌻🌳🌻🌳🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

  • @subratamondal3492
    @subratamondal3492 Před 3 lety +1

    এই গানটি অন্যান্য শিল্পী দের কন্ঠে শুনেছি, কিন্তু জয়তি ম্যাডাম out of other. Totally different, এই গানটি এর থেকে বেশি ভালো করে গাওয়া যায় না, outstanding.

  • @sanjeebchaudhury701
    @sanjeebchaudhury701 Před 2 lety +1

    অপূর্ব সুন্দর, চোখের জলে ভেসে যাচ্ছি। যথার্থ 😭😭😭