বাংলাদেশের সর্ব প্রথম রেলওয়ে স্টেশন ভ্রমণ || এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ কাপড়ের মিলের হারানো ইতিহাস

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2021
  • বাংলাদেশের সর্ব প্রথম রেলওয়ে স্টেশন ভ্রমণ || এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কাপড়ের মিলের হারানো ইতিহাস অনুসন্ধান
    জগতি স্টেশনঃ
    রেলওয়ের ঐতিহ্য জগতি স্টেশন রেলের ইতিহাসে কালের সাক্ষী হয়ে আছে কুষ্টিয়ার জগতি স্টেশন। এটিই এদেশের প্রথম রেল স্টেশন। ব্রিটিশ আমলে কলকাতার শিয়ালদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত যাতায়াতে ১৮৬২ সালে এ স্টেশনটি চালু করা হয়। ঢাকার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে ১৮৭১ সালের ১ জানুয়ারি জগতি থেকে বর্তমান রাজবাড়ী জেলার পদ্মানদী তীরবর্তী গোয়ালন্দঘাট পর্যন্ত রেললাইন চালু করা হয়। সে সময় মানুষ কলকাতা থেকে ট্রেন করে জগতি স্টেশন হয়ে গোয়ালন্দঘাটে যেতেন। সেখান থেকে স্টিমারে পদ্মানদী পেরিয়ে চলে যেতেন ঢাকায়। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে দেশের সেই প্রথম রেলওয়ে স্টেশন জগতি।
    মোহিনী মিলঃ
    ১৯০৮ সালে মিলপাড়া এলাকায় ১০০ একর জায়গার উপর নির্মাণ করেন মোহিনী মিল। মাত্র আটখানা তাঁত নিয়ে মিল শুরু হয়। পরবর্তীতে ইংল্যান্ড থেকে পিতলের হ্যান্ডলুম মেশিন আর পিতলের তৈরি প্রায় ২০০ তাঁত আমদানি করে বসিয়েছিলেন তার মিলে। সে সময় ভারতবর্ষের কয়েকটি জায়গায় এ ধরনের আধুনিক সুতার কলের মধ্যে মোহিনী মিল ছিল অন্যতম। এখানে প্রায় ৩০০ শ্রমিক কাজ করতেন। এ মিলে উৎপাদিত সুতা ভারতবর্ষের সব প্রদেশ ছাড়াও বার্মা, পাকিস্তান ও শ্রীলঙ্কায় রপ্তানি হত। সে সময় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বস্ত্রকল মোহিনী মিল ছিল দেশের অর্থনৈতিক চালিকাশক্তি।
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Thumbnail Design - SiamZone
    YT Channel - / @techexploreryt
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    CONNECT WITH ME:
    ➤ Facebook - bit.ly/366VVBa
    ➤ Instagram -bit.ly/2Qlfxe8
    ➤ Twitter - bit.ly/2ZwyRsP
    ➤ Join Our FB Group - bit.ly/2CXXe8z
    ➤ Like Our page - bit.ly/2PXqT8Z
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    MY GADGETS -
    ☑️ Camera - iPhone 6s Plus
    ☑️ Editing - Adobe Premier Pro 2020
    ☑️ Microphone - Boya MM1/ Boya M1
    ☑️ Tripod - Gorilla Pod
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Tags:
    #rafiqtheexplorer #history #archaeology

Komentáře • 281

  • @user-rq1dx2yo9c
    @user-rq1dx2yo9c Před 3 lety +3

    আমার বাড়ী ফরিদপুর। বাংলাদেশের সাধীনতা পূর্ববরতী এবং পরবর্তী সময়ে মোহিনী মিল এবং জগতী চিনির মিলের কথা অনেক শুনেছি। দু'টি মিলেরই ভীষন খ্যাতী ছিল। অনেক বছর হলো ভূলেই গিয়েছিলাম। আজ ভিডিও টা দেখে মনে পড়ে গেল মোহিনী মিলের কথা এবং বিখ্যাত জগতি স্তানটির নামটি। ধননোবাদ ভিডিও উপস্থাপনকারীকে।

  • @mrratan84
    @mrratan84 Před 3 lety +5

    Its so encouraging. New generation can do anything. From yesterday, today, even tomorrow. They are the human who will make our sonarbangla. Just keep doing.
    God bless you...

  • @mohammednazrul4216
    @mohammednazrul4216 Před 3 lety +1

    চমৎকার ঐতিহাসিক স্থাপনা,দেখে খুবই ভালো লাগলো।

  • @mohitchatterjee5249
    @mohitchatterjee5249 Před 2 lety

    খুব ভালো লাগল।

  • @nrlimon4999
    @nrlimon4999 Před 2 lety

    অনেক সুন্দর বিষয় এবং আপনার উপস্থাপনা। অনেক ভাল লাগলো মন দিয়ে দেখলাম ও উপভোগ করলাম

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  Před 2 lety

      ধন্যবাদ আপনাকে। ভালোবাসা নিবেন। 💝

  • @kunalchattopadhyay3580
    @kunalchattopadhyay3580 Před 3 lety +1

    অমূল্য প্রতিবেদন

  • @azmulhoque6562
    @azmulhoque6562 Před 2 lety

    Thanks for excellent vedio

  • @prabalparkrasi9585
    @prabalparkrasi9585 Před 2 lety

    রফিক ভাই আপনি যেই মানের প্রতিবেদন উপস্থাপিত করে যাচ্ছেন আপনাকে পি এইচ ডি ডিগ্রী দেওয়া যায়।এই রকম সৃষ্টি করে যান।ঈশ্বর আপনার মঙ্গল করুন।

  • @mdhabiburrahman9480
    @mdhabiburrahman9480 Před 2 lety

    চমৎকার ভিডিও রফিক ভাই

  • @Rashed7219
    @Rashed7219 Před 3 lety +1

    অনেক ভাল লাগলো। বাড়ীর কাছেই জগতি অথচ তা মনেও হয়নি কখনো। আপনার অমূল্য ভিডিওর জন্য অনেক ধন্যবাদ।

  • @gaziaminahmed2042
    @gaziaminahmed2042 Před 3 lety +1

    খুব ভালো লাগলো, এ রকম পুরানো স্মৃতি বিজরিত ঐতিহাসিক স্থান দেখানোর অনুরোধ থাকলো। আপনাকো ধন্যবাদ।

  • @DrMir-jk8cu
    @DrMir-jk8cu Před 3 lety +1

    Nice VIDEO 👍 Thank you Brother👌

  • @janomedia8740
    @janomedia8740 Před rokem

    রফিক ভাই অনেক ভাল একটি ভিডিও/আমার বাড়ী কিশোরগঞ্জ,তাড়াইল,তালজাঙ্গা

  • @biswanathpaul427
    @biswanathpaul427 Před 3 lety +3

    Nice and informative video. I honour you to see your love and passion for heritage. Thank you for presenting such a smart video. B. Paul from Calcutta.

  • @nurhaki6179
    @nurhaki6179 Před 3 lety +1

    ভিডিওটা খুব ভালো লাগলো

  • @bhayankarchele3329
    @bhayankarchele3329 Před 3 lety +3

    Khub bhalo👍

  • @jayantaghosh6755
    @jayantaghosh6755 Před 3 lety +1

    খা বে ভালো লাগলো. কলকাতা.

  • @mdsikderabunaser9913
    @mdsikderabunaser9913 Před 3 lety +1

    Nice. I didn’t know before your CZcams video seen.

  • @vbtktr
    @vbtktr Před 3 lety +1

    Great, Great, Great video. Please continue covering all historic topics old factories, first factory, old school, first school, college etc.

  • @mdsirazulislam5888
    @mdsirazulislam5888 Před 3 lety +1

    খুব ভালো একটা ভিডিও বানিয়েছেন ,ভাইয়া

  • @shakibhossain4799
    @shakibhossain4799 Před rokem

    agea jan vi... best of luck.

  • @khalidmasumkhan8477
    @khalidmasumkhan8477 Před 3 lety

    একটা স্মৃতিময় ঐতিহ্য হৃদয়কে উদাস করে দিল। হায়রে সোনলী অতীত!
    এরকম ইতিহাস ও ঐতিহ্যের টানে আপনার পথচলা সুগম হোক।
    সাবস্ক্রাইব করে নিলাম।

  • @pankajbal6211
    @pankajbal6211 Před 3 lety +1

    Old is gold thanks for this video .

  • @completelife
    @completelife Před 3 lety +3

    *মাশাআল্লাহ রফিক ভাই আপনার মাধ্যমে অনেক অজানা ইতিহাস জানতে পারি। বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন দেখলাম আপনার মাধ্যমে। আর সরকার যদি মোহিনী মিল চালাতে না পারে তবে লিজ দিতে পারে বেসরকারি কেউ চালালে আশা করি সফলকাম হবেন।*

  • @pranay2129
    @pranay2129 Před 3 lety +1

    উপ মহাদেশে রেলের ইতিহাস খুব সুন্দর

  • @shongsharuncut4627
    @shongsharuncut4627 Před 3 lety

    Khub valo laglo bhaia

  • @samirdas8417
    @samirdas8417 Před 3 lety +1

    Rafik your videos on heritage of Bangladesh are very interesting .All the best .

  • @Rathindraa
    @Rathindraa Před 3 lety

    ঐতিহাসিক এই স্টেশন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ও ক্যামেরা বন্দি করার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @ratanmajumder4404
    @ratanmajumder4404 Před 3 lety +1

    I am very glad to see your vdo . From your vdo I came to know about 1st station of Bangladesh and mohini mill .It is historical and informative vdo . whenever I get time ,iWatch vdo of Bangladesh. from west bengal.

  • @NobinBR-dq6st
    @NobinBR-dq6st Před 3 lety +1

    দোয়া ও শুভকামনা রইল

  • @mdabdurrashid3882
    @mdabdurrashid3882 Před 3 lety +1

    THANK YOU SO MUCH.

  • @mnpatowary3071
    @mnpatowary3071 Před 3 lety +1

    Thank you for your kindness lnformation

  • @hafizurrahman1755
    @hafizurrahman1755 Před 3 lety +1

    আমি যখন কুষ্টিয়া ছিলাম তখন দুইবার গিয়েছিলাম। খুব ভালো হয়েছে ভিডিও টা।

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  Před 3 lety

      শুকরিয়া 💝

    • @litanbiswas4467
      @litanbiswas4467 Před 3 lety

      সুধীর পাগলদের মেলা দেখাবেন কুষ্টিয়া জেলা কুমারখালী থানা চাপড়া

  • @engr.uttamkumarroyfcmambam6409

    জগতি ষ্টেশনের কাছাকাছি কুষ্টিয়া সূগার মিল সম্পর্কে কিছু বললে ভাল হতো।

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  Před 3 lety

      চেষ্টা করবো ভিডিও বানাতে।

  • @mdiqbal-er7xb
    @mdiqbal-er7xb Před 3 lety

    Khub valo laglo janlam

  • @suvramitachakraborty
    @suvramitachakraborty Před 3 lety

    Rafik, daroon Kaj korcho tumi. Tomar pratita video maha mulloban.

  • @mdmanirhossain6736
    @mdmanirhossain6736 Před 3 lety

    Great video bhai

  • @wajedahsankhokontravel5602

    Onek onek Valo laglo.

  • @mr.murtazulkarim116
    @mr.murtazulkarim116 Před 3 lety

    Bhai, fatafati ekta video hoyese. Apni dirghojibi hon, doa kori.

  • @saktichakraborty3795
    @saktichakraborty3795 Před 3 lety

    Bhalo laglo.. Purono di ner kotha sune

  • @mohdahmed8400
    @mohdahmed8400 Před 3 lety

    Thank you for sharing

  • @arzoodada8470
    @arzoodada8470 Před 3 lety

    অনেক বেশি ভালো, কারণ ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে চাই।

  • @anadikrishnabiswas1362

    খুব ভাল

  • @bipulahmed5984
    @bipulahmed5984 Před 3 lety

    vlo laglo vhi,love from dhaka keranigonj

  • @syedsabbir7485
    @syedsabbir7485 Před 3 lety

    Oneck valo laglo.
    video ta.

  • @ashimsarkar3045
    @ashimsarkar3045 Před 3 lety

    Apner video khub laglo kolkata thake bolchi

  • @sukumardas1340
    @sukumardas1340 Před 3 lety

    Memorable ❤️ thanks,india,kolkata.

  • @akbarhossain2294
    @akbarhossain2294 Před 3 lety

    শুধু ইতিহাস শুনিয়ে লাভ নেই ৷ বরং ইতিহাসকে সম্মান জানাতে ঐ রেলষ্টেশনটিকে দেশের আধুনিকতম রেল ষ্টেশন হিসেবে গড়ে তুলতে হবে ৷ রেললাইন সহ ষ্টেশনের আমূল পরিবর্তন করে ভবিষ্যৎ প্রজন্মকে আরও উন্নত ভবিষ্যৎ গড়ায় অনুপ্রানিত করতে হবে ৷

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  Před 3 lety

      খুব সুন্দর কথা। এই ভিডিও টি বেশি বেশি শেয়ার করে প্রশাসন পর্যন্ত পৌছে দিতে হবে তাহলেই হবে আমূল পরিবর্তন।

  • @KironCreation420
    @KironCreation420 Před 3 lety

    Keep It vai 💜

  • @mumtazali2453
    @mumtazali2453 Před 3 lety

    Your effort is welcome that witnessed known from the History going to be unknown framing the Episode facing the unfavorable weather. Thanks.

  • @saiedofficial3822
    @saiedofficial3822 Před 3 lety +2

    আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন।
    কুষ্ঠিয়া জেলা সিরিজের অসাধারন একটি তথ্যচিএ। জগৎি রেলওয়ে স্টেশন এবং মহিনিমিল নিয়ে এমন একটি ব্লগ আসলেই গুরুত্বপূর্ণ। কেননা কালের পরিক্রমায় জায়গাগুলো হারিয়ে গেলেও ব্লগটি রয়ে যাবে প্রমান্যচিএ হিসেবে যা পরবর্তী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ , ধন্যবাদ ভাই।

  • @mdrakibkhanrafi5162
    @mdrakibkhanrafi5162 Před 3 lety

    ধন্যবাদ

  • @toufiqelahi6580
    @toufiqelahi6580 Před 2 lety

    ভাল লাগসে

  • @nurunnabi6721
    @nurunnabi6721 Před 3 lety +2

    I was born near Mohini Mill Para in the Railway staff quarter about 78 years ago.
    Last time I visited this place in 1957. Thanks for this Documentary.. My biggest fear is How soon this heritage structure and overall compound will be Demolished.
    for vested interest groups, like what Latif Siddiqui did, some 9/6 deal. You can still run modern facility in these restored heritage buildings. This can be also a learning and tourist spot.

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  Před 3 lety

      My all efforts for doing this documentary gone extremely successful after reading this comment. May Allah give you long life.

    • @nirmalkumarsarkar2226
      @nirmalkumarsarkar2226 Před 2 lety

      @@RafiqTheExplorer648 ভাই, তুমি এমনি করে আরও ভিডিও বানিয়ে চারিদিকে ছড়িয়ে দাও। তোমার অন্তরের আলো সারা দেশের মানুষ কে পথ দেখাবে।

  • @wstoriesbd
    @wstoriesbd Před rokem

    very nice

  • @MdIslam-wi7fg
    @MdIslam-wi7fg Před 3 lety

    Nice vedio

  • @riderstav
    @riderstav Před 3 lety

    আপনার ওইতিহাসিক ঘটোন পুণ্য ভিডিওটা খুব ভালো লাগলো । আমি আপনার নতুন বন্ধু হলাম ।

  • @ramchandradas2871
    @ramchandradas2871 Před 3 lety

    ভাল লাগল । Old is gold. ইংরাজদের এই কথাটাই বারে বারে মনে হচ্ছে ভিডিওটা দেখে ।

  • @mehedikhan3959
    @mehedikhan3959 Před 3 lety

    Best one, no doubt.

  • @shyamalnag8147
    @shyamalnag8147 Před 3 lety

    Bhisan bhalo laglo. Jantamna AmiBarrackpore a thaki shyamnagar Ar Belghoriar majhkhane Mohini Mill chilo West Bengale Aj nei. Dukkho lage.

  • @snsworld7591
    @snsworld7591 Před 3 lety

    আসসালামু ওয়ালাইকুম প্রিয় উস্তাদ কেমন
    আছেন।
    যাক অপেক্ষার প্রহর শেষ হইলো
    আরেকটি ইতিহাস জেনে নিলাম।
    আজ এই ভিডিওটি না দেখলে বাংলার এই ইতিহাস জানতে পারতাম না।
    আবারো অপেক্ষার প্রহর ঘুন্তে লাগলাম আগামী ঐতিহাসিক কোন জায়গার ভিডিওর
    সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ 😘😘

  • @swapangupta5240
    @swapangupta5240 Před 3 lety

    Excellent

  • @g.m.mustafi9022
    @g.m.mustafi9022 Před 3 lety

    রফিক ভাই খুব ভালো লাগলো। এইভাবেই ইতিহাস কে সঠিক তথ্য পরিবেশন করে মানুষের মধ্যে সত্য ইতিহাস জানতে সাহায্য করে উপকৃত করুন। ভাই রফিক বগুড়া বা বগলাগাড়ী তে মুস্তাফী দের কোন ইতিহাস পাওকিনা দেখোতো। যদি পাও খুব উপকৃত হব।

  • @satyabratachatterjee651

    Bhalo laglo jagati rly station, mohini mill.

  • @LaxmanSingh-bb2ye
    @LaxmanSingh-bb2ye Před 3 lety +1

    Onek onek bhalo laglo aapnae video 👍

  • @akmazad727
    @akmazad727 Před 3 lety

    Very nice.

  • @md.alialfattah7240
    @md.alialfattah7240 Před 3 lety +1

    অনেক ভালো লাগলো----ধন্যবাদ। এই রকম ঐতিহাসিক স্থাপনা সংক্রান্ত তথ্য বহুল ভিডিও আরো দেখতে চাই।

  • @brojosingha6700
    @brojosingha6700 Před 3 lety

    Very informative, a good reporting, some sad story of ruining a industry. Thanks

  • @razimdewanrazim1831
    @razimdewanrazim1831 Před rokem

    good

  • @churamanisen9894
    @churamanisen9894 Před 3 lety

    আমি 2005 সালে ঐ মিল পাড়াতে কিছুদিন ছিলাম কাজের খাতিরে। বিশাল এরিয়া। 31 MMC rd এ একটা ছোট ফ‍্যাক্টরি তে। getting nostalgic

  • @parvezfreevideo2629
    @parvezfreevideo2629 Před 3 lety

    ভাই ,টাঙ্গাইল জেলায় অনেক ঐতিহাসিক স্থাপনা আছে ,

  • @kamruzzaman5495
    @kamruzzaman5495 Před 3 lety

    Best.

  • @tanusreeghosh313
    @tanusreeghosh313 Před 3 lety +2

    খুব সুন্দর চারপাশে গাছপালা কত, দেশের ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ।

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  Před 3 lety +1

      আপনাকেও ধন্যবাদ 💝

    • @freefire33180
      @freefire33180 Před 3 lety +1

      আপনাকে অনেক ধন্যবাদ ❤️🙏🏻

  • @bachardilipkumar7606
    @bachardilipkumar7606 Před 3 lety

    THANKYOU

  • @supnohinshafik3409
    @supnohinshafik3409 Před 3 lety +1

    পাশে আছি? আপনার জন্য শুভ কামনা রইলো ❤️❤️

  • @jahangirmorshedalam7277

    Video টি খুবই ভালো হয়েছে । সরকার যদি মিলটি চালাতে না পারে তাহলে বেসরকারীভাবে চালানোর উদ্যোগ নেয়া উচিৎ । একটি আধুনিক মিলে রূপান্তর করা যেতে পারে ।

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  Před 3 lety

      বেসরকারি ভাবেও চালানো সম্ভব হয়নি ভাই।

  • @mohammadfaruqueislam542

    Nice

  • @tapatimaji2329
    @tapatimaji2329 Před 3 lety

    খুব ভালো লাগে ঘুরিফিরি

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  Před 3 lety

      ধন্যবাদ। আপনাদের জন্যই ঘুরি ফিরি গ্রাম গঞ্জ।

  • @joyantanath5216
    @joyantanath5216 Před 3 lety

    Ami west bengal er belgharia te thaki and choto theke amader ekhankar mohini mil take chini.. Sotti old is gold, sei sob factory jodi abar suru hoy khub valo hoy ebong abar dui banglar bondhon aro sokto hobe.

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  Před 3 lety +1

      ঠিক বলেছেন। 💝

    • @joyantanath5216
      @joyantanath5216 Před 3 lety

      @@RafiqTheExplorer648 ekdom ar subha eid mubarak janai🙏 sokole sustha thakben valo thakben.

  • @mirshohan4238
    @mirshohan4238 Před 3 lety

    ভাই আমি আপনার অপেক্ষায় আছি কবে আসবেন, আর নতুন কোন ভিডিও আসছে সেইটার।

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  Před 3 lety

      যখনি আসবো বলে ঠিক করি দেশের অবস্থা খারাপ হয়ে যায়। সব কিছু আগের মতো ঠিক হয়ে গেলে খুব শীঘ্রই আসবো ইনশাআল্লাহ।

  • @asokkumarsarkar6058
    @asokkumarsarkar6058 Před 3 lety

    Is this rly stn ( Jagati ) near or connected to Darshana fly station ?

  • @islamshah13
    @islamshah13 Před 3 lety

    .... a partial history of lost era ....

  • @mdanisurrahmarahman4480

    এটা আমাদের কুষ্টিয়া জেলা ভাই

  • @rukontv2424
    @rukontv2424 Před 3 lety +1

    ভাই আপনার সাথে কিছু কথা ছিলো আমাদের ধামরাই এলাকায় কিছু জমিদার বারি আছে জদি আসতেন

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  Před 3 lety

      ধামরাইতে আমার কয়েকটা ভিডিও আছে।

  • @Real_indian888
    @Real_indian888 Před 2 lety

    নেপাল বাসী দের স সম্মানে নেপালে ফেরৎ পাঠানো হোক ।

  • @sushantahalder3086
    @sushantahalder3086 Před 3 lety +1

    কলকাতা বেলঘড়িয়া তে এই কাপড়ের মিল দেখেছি।

  • @md.jamaluddinkhan1758
    @md.jamaluddinkhan1758 Před 3 lety

    Vai ei station ti ki re modeling korano hobe na?

  • @skbiswas
    @skbiswas Před 3 lety +4

    নিরাশা ছাড়া আর কিছুই পেলাম না এই মর্মান্তিক video থেকে | কেমন করে শুধু মাত্র ধার্মিক কারণে এক হিন্দু বাঙালীর এই বিশাল প্রচেষ্টা ধ্ংস হতে পারে তারই করুন কাহিনী এটা |

  • @ashikamin6048
    @ashikamin6048 Před 3 lety +1

    এলাকার মানুষ হলেও এত কিছু জানতামনা। কৃতজ্ঞ।

  • @swapandeb9639
    @swapandeb9639 Před 3 lety

    আমাদের ভারতের মিলেরো প্রায় একই অবস্থা ভাই।

  • @VillageCravings
    @VillageCravings Před 3 lety

    আসসালামু আলাইকুম রফিক ভাই কেমন আছেন আমার ভিডিওতে একটা কমেন্ট করলে খুশি হতাম 🤗

  • @nobaid7364
    @nobaid7364 Před 3 lety

    Rail transport in Bangladesh (the then British India) began on 15 November 1862, when 53.11 km of 5 ft 6 in (1,676 mm) (broad gauge) line was opened between Darshana in Chuadanga District and Jogotee in Kushtia District তাহলে দর্শনা প্রথম স্টেশন হওয়ার কথা ।

  • @jayadas1972
    @jayadas1972 Před 3 lety

    Khub dukho lagche . Eirokom r o v d o chai friend.Please Nepaly manusjonder ektu help koiren please thanks.From kolkatta.

  • @mdtanjide
    @mdtanjide Před 3 lety

    vai parle anser den amer bari Kushtia te steyson ta amer nanu barir pase

  • @durjoydrohi9517
    @durjoydrohi9517 Před 3 lety

    খোকা, প্রতিবেদনমূলক ভিডিওটি অসাধারণ লাগলো!

  • @AshrafulIslam-ot7vj
    @AshrafulIslam-ot7vj Před 3 lety

    Eta ki kushtia sadar thanai ?

  • @provasbiswas2753
    @provasbiswas2753 Před 3 lety

    Next video kobe pacchi?

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  Před 3 lety +1

      প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯:৩০ মিনিটে আমার চ্যানেলে নতুন ভিডিও আসে।

    • @provasbiswas2753
      @provasbiswas2753 Před 3 lety

      Ok! Good! Apni proti shoptathe jaan ki ghurte?

  • @LalSabujOne
    @LalSabujOne Před 3 lety

    জানলাম ব্রো।💓❤️

    • @RafiqTheExplorer648
      @RafiqTheExplorer648  Před 3 lety +1

      কি জানছেন? 🙄

    • @LalSabujOne
      @LalSabujOne Před 3 lety

      @@RafiqTheExplorer648, প্রথম রেল স্টেশনের ইতিহাস, জাগতি

  • @subratamajumder7059
    @subratamajumder7059 Před 2 lety +1

    এক বর্বর জাতির করুন কাহিনী

  • @biplabballab6315
    @biplabballab6315 Před 3 lety

    Sorry to say Darshna is the first rail station in Bangladesh, built in 1871 ---------------- from kolkata India as per Google records