Matal Razzak Dewan - Mukhe Mukhe Koran Mani, Asole Kono Shalai Mane Na (Own Voice)

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • রাজ্জাক দেওয়ান - মুখে মুখে কোরান মানি, আসলে কোন শালা মানে না (স্ব-কন্ঠে)
    আমরা মুখে মুখে কোরান মানি,
    ধনী-মানী সব-জনা,
    আসলে কোন শালায় মানে না, মানে না।
    কোরান মোদের ধর্মবাণী, সুদ নিষেধ কোরানে শুনি,
    এখন সুদের টাকায় সবই ধনী, বাড়ি গাড়ি কল-কারখানা।
    আসলে কোন শালায় মানে না, মানে না।
    ইসলাম ধর্ম অনুসারে, ছবি দেখা নিষেধ করে,
    এখন ছবি দেখে ঘরে ঘরে, উলু-ঘুলু মানে না।
    আসলে কোন শালায় মানে না, মানে না।
    জমি বন্টনের কালে, গরিব কাংগাল কাছে এলে,
    আল্লাহায় তাদের একভাগ দিতে বলে, কেউ কোন-দিন দিলাম না।
    আসলে কোন শালায় মানে না, মানে না।
    ওরে, দারোগা-পুলিশ আইনের ঘরে, ঘুষের টাকার চিন্তা করে,
    জজ-ব্যারিস্টার আইনের ঘরে, ঘুষের টাকার চিন্তা করে,
    আমি ছাড়বো কি আর ধরবো তারে, টাকাতে বিবেচনা।
    আসলে কোন শালায় মানে না, মানে না।
    বাজাইরা দোকানি যারা, তৈল-ঘি কি ভেজাল ছাড়া?
    ভেজাল ছাড়া আছে কেডা? হাজী-গাজী-মাওলানা।
    আসলে কোন শালায় মানে না, মানে না।
    তাই, ধর্ম গেছে রসাতলে, চলছি মোরা গায়ের বলে,
    মাতাল রাজ্জাক কেন্দে বলে, ডাকলে মানুষ জাগে না।
    আসলে কোন শালায় মানে না, মানে না।

Komentáře • 44