Kashmir Tour Plan / Best Time To Visit Kashmir / Kashmir Tour Guide in Bengali/ Kashmir from Kolkata

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2024
  • কলকাতা থেকে সস্তায় ও সহজে কিভাবে কাশ্মীর ভ্রমণ করা যায় তার সম্পূর্ণ তথ্য এই ভিডিও বাংলা রয়েছে। কাশ্মীর কে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভূস্বর্গ বলা হয়। কাশ্মীর বেড়ানোর প্ল্যান করার সময় জরুরী কিছু বিষয় নিয়ে আলোচনা এই ভিডিওয়। আমাদের ট্যুর প্ল্যানে চেনারুট শ্রীনগর, সোনমার্গ, গুলমার্গ ও পেহেলগাম। সেইসঙ্গে দুধপাথরি নিয়ে সব তথ্য রয়েছে। যখনই কাশ্মীর যান এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যান। আপনার বেড়ানো সহজ সুন্দর ও নির্ঝঞ্ঝাট হবে।
    Date of Journey: 30 March to 5 April 2023
    Gulmarg Gondola Ride:
    www.jammukashmircablecar.com/
    Hotel Mir Palace (House Boat): contact Number: 9906788208, 9906875588
    Hotel City Grace ( Srinagar) : Contact Number: +91 8493965091, +91 9718038499
    Hotel River Walk Resort (Pahalgam): 6006255502,7006653638
    * * Car Driver, Hotel Booking বা অন্যান্য সবকিছু তথ্যের জন্য whatsapp অথবা call করুন এই নম্বরে
    👉 7908164168 * *
    এই 6 রাত 7 দিনের জন্য 4 জনের (দুটি Room সহ) হিসাব:
    Room Fare (Breakfast ও dinner সহ): 6 days × 2 rooms × ₹2500 =₹30000
    7 দিনের গাড়ি ভাড়া: ₹24000
    Lunch (7 days × 4 person × ₹150): ₹4200
    জন প্রতি খরচ: ₹(30000+24000+4200) ÷ 4 = ₹14550
    ** 4 জনের বেশি হলে খরচ হবে ₹13000 জনপ্রতি ** Call or WhatsApp 7908164168
    * 12 জনের বেশি হলে ₹9000 (hotel and car)*
    ট্রেন ভাড়া (3AC যাওয়া ও আসা): 2 times × 4 person × ₹2065 = ₹ 16520
    Tickets for different Garden: ₹500
    Shikara ride: ₹600+₹1600 = ₹2200
    Sledge ride: ₹6000 (₹1500×4)
    Horse ride: ₹2000(Doodhpatri) + ₹3200 (Baisaran Valley) = ₹5200
    Car for Chandanwari: ₹1600
    Water and others: ₹1800
    সবকিছু ধরে জন প্রতি খরচ: ₹23000
    Follow us on Facebook Page (Name- PCA Diary):
    share/Aqg7JZ...
    Follow us on Instagram :
    pca_diary?igshi...
    Shimla Kullu Manali:
    • Shimla Kullu Manali To...
    Tulip Garden: • Tulip Garden Kashmir |...
    Day 1: Shikara ride and house boat stay: • Dal Lake House boat st...
    Day 2: Sonmarg and Kheerbhawanu temple: • Sonmarg in Kashmir in ...
    Day 3: Srinagar sightseeing: • Places to Visit in Sri...
    Day 4: Gulmarg tour: • Gulmarg 1st Phase Trek...
    Day 5: Offbeat Doodhpatri: • Doodhpatri Kashmir in ...
    Day 6 & 7:
    Pahalgam complete Tour: • Pahalgam Kashmir | Pah...
    Baisaran Valley Horse Ride: • Baisaran Valley | Hors...
    00:00 Introduction
    01:19 When to go
    01:39 How to go
    04:08 Where to stay
    05:19 Where to visit
    16:01 Food
    17:37 Tour cost
    কিছু গুরুত্বপূর্ণ আপডেট.....(কাশ্মীর সম্পর্কে) for 2024
    প্রথমেই বলে রাখি এটা পুরোটাই আমার ব্যক্তিগত মতামত। অন্যদের সঙ্গে নাও মিলতে পারে। মার্চের টিউলিপ গার্ডেন দেখার জন্য এখন কাশ্মীর যাওয়ার প্ল্যানিং চলছে টুরিস্টদের মধ্যে। প্ল্যান করার সময় এগুলি অবশ্যই মাথায় রাখবেন।
    1. পেহেলগামে বৈশরন ভ্যালি যাওয়ার আগে অবশ্যই রাস্তা সম্পর্কে সম্যক ধারণা নিয়ে তবেই যাবেন। এখানে পনি/ ঘোড়ার জন্য ওরা পার হেড তিন হাজার টাকার মতো চাইবে। দরদাম করে অনেকেই ৭০০ টাকায় যান।
    2. দুধপাথরি গেলে যে গাড়িতে যাবেন, ড্রাইভারকে বলে রাখবেন আমরা হেঁটে যাব। তাহলে উনি ওনার পক্ষে যতটা সম্ভব দুধপাথরি পয়েন্টের কাছে নিয়ে যাবেন (ওখানে ঘোড়া চালকদের ইউনিয়ন আছে। তাদের রুজি রোজগার ঘোড়া থেকেই হয়)। তারপর ওখান থেকে আপনি হেঁটেও যেতে পারেন অথবা ঘোড়ায়। অনেকেই এখানে দরদাম করে ৫০০ টাকায় ঘোড়া নেন।
    3. সোনমার্গ, দুধথপাথরি, গুলমার্গ, চান্দনওয়াড়ি এই জায়গা গুলিতে জুতো ও জ্যাকেটের জন্য কম বেশি ২৫০ থেকে ৩০০ টাকা করে লাগে। এটি মাথায় রাখবেন।
    4. ডাললেকে হাউস বোটে ওয়ান নাইট আপনি থাকতেই পারেন। তবে কম বাজেটের হাউসবোটগুলি ততটা সুবিধার হয় না। থাকতে হলে বেশি বাজেটের হাউসবোট ভালো।
    5. যদি কেউ গন্ডোলা/ ropeway চাপতে চান। তাহলে কোন এজেন্টের বা দালালের পাল্লায় পড়বেন না। আগে থেকে অনলাইনে বুক করুন। এক মাস আগে বুকিং ওপেন হয়। ২০২৩ সালে ফার্স্ট ফেজ ৭৪০ টাকা ও সেকেন্ড ফেজ ৯৫০ টাকা ছিল। এখন সেটাই ৮১০ টাকা ও ১০১০ টাকা হয়েছে। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ফাস্ট ফেজেই বরফ পেয়ে যাবেন।
    6. 3 star হোটেলসহ খরচ..
    টু শেয়ারিং রুম ১৮০০ থেকে ২০০০ টাকা এবং থ্রি শেয়ারিং রুম ২১০০ থেকে ২৩০০ টাকা ধরে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম।
    Jammu Station থেকে Jammu Station 6N7D হলে
    Hotel ও Car এর জন্য
    For 2 pax per head ₹17500
    For 3 pax per head ₹12500
    For 6 pax (2 rooms) per head ₹10000
    For 6 pax (3 rooms) per head ₹11250
    For 13 pax per head ₹9000
    Srinagar Airport to Srinagar Airport হলে মোট খরচ থেকে ৭ হাজার টাকা কম হবে।
    টুরিস্টের সংখ্যা যত বাড়বে পার হেড খরচ তত কম হবে। হোটেলেই যদি আপনি ব্রেকফাস্ট ও ডিনার করেন জনপ্রতি ৩০০থেকে ৩৫০ টাকা ধরে চলুন। আর রাস্তায় লাঞ্চ করে নিলে পার হেড ২০০ টাকা ধরে চলুন। নিজেরা যাওয়ার চেষ্টা করুন (এজেন্ট ছাড়া)।
    সুস্থ থাকুন। ভালো থাকুন। আপনার যাত্রা শুভ হোক।
    call: 7908164168
    #pcadiary
    #পথ_চলাতেই_আনন্দ

Komentáře • 132

  • @mainakmisra3856
    @mainakmisra3856 Před 2 měsíci

    খুব ভালো লাগলো ভিডিওটি ।সুন্দর আপনার উপস্থাপন, বর্ণনা কৌশল ,কণ্ঠস্বর, এবং বাচনভঙ্গি। সুন্দর এডিটিং, ফটোগ্রাফির নিখুঁত প্রয়োগ, লোকেশন ,তথ্য জ্ঞাপন, সমস্ত কিছু মিলিয়েই ভিডিওটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। ধন্যবাদ।

    • @PCADiary
      @PCADiary  Před 2 měsíci +1

      অনেক ধন্যবাদ। আপনার ভালোলাগা আমাদের চলার পথে পাথেয় হবে।

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 Před rokem +5

    খুব সুন্দর উপস্থাপনা । তথ্য সমৃদ্ধ । আশা করছি কাশ্মীর ভ্রমণে যথেষ্ট সাহায্য করবে ।

  • @niharghosh3629
    @niharghosh3629 Před 2 měsíci

    Khub sundor

  • @ratansarkar7764
    @ratansarkar7764 Před 5 měsíci

    অনেক সুন্দর উপস্থাপন।

    • @PCADiary
      @PCADiary  Před 5 měsíci

      ধন্যবাদ

  • @abhishekroy8846
    @abhishekroy8846 Před 9 měsíci

    Khub helpful

    • @PCADiary
      @PCADiary  Před 9 měsíci

      ধন্যবাদ 😊😊

  • @rohinisaha5746
    @rohinisaha5746 Před 5 měsíci

    আগে বেড়াতে যাবার আগে ভ্রমণ সঙ্গী বাবাকে পড়তে দেখেছি ,সেসব এখন অতীত।বর্তমানে pca diary দেখে গাইডলাইন পেয়ে যাই। ধন্যবাদ।বেশ informative videos..
    আরেকটা ঘটনা বলি ,কাশ্মীর পৌঁছানোর সব থেকে কঠিন হলো জম্মু থেকে শ্রীনগর গাড়ি করে যাওয়া প্রায় ১২-১৩ ঘন্টার রাস্তা সড়ক পথে।তাই সেই দূরত্ব টুকু আমরা ফ্লাইট এ গিয়েছিলাম খুবই কম ভাড়ায়। 😊

    • @PCADiary
      @PCADiary  Před 5 měsíci

      অনেক ধন্যবাদ

  • @tapasimaity3946
    @tapasimaity3946 Před 9 měsíci +1

    Khub valo laglo ❤

    • @PCADiary
      @PCADiary  Před 9 měsíci

      ধন্যবাদ 😊😊

  • @arunabiswas8385
    @arunabiswas8385 Před 8 měsíci

    আপণার ভিডিও টা খুব ইনফরমেটিভ, ভীষণ ভালো লাগলো আপনার পরিবেশনা। ধন্যবাদ আপনাকে।

  • @priya_847
    @priya_847 Před 9 měsíci

    Khub bhalo video and helpful

    • @PCADiary
      @PCADiary  Před 9 měsíci

      ধন্যবাদ 😊😊

  • @biswanathkar2148
    @biswanathkar2148 Před 23 dny

    Very nice

  • @SAMIR2549
    @SAMIR2549 Před 11 měsíci

    খুব ভালো লাগলো

    • @PCADiary
      @PCADiary  Před 11 měsíci

      ধন্যবাদ 😊

  • @ramspaul4257
    @ramspaul4257 Před rokem

    Apnar video te onek notun kichu totho pelam....
    Onek dhonnobad.....
    Apnar subscribe aro baruk....

  • @debashri0216
    @debashri0216 Před rokem

    Very nice video...informative

  • @mahashwetasarkar5203
    @mahashwetasarkar5203 Před rokem

    Eto sundor tour guide peye jete ichha korche to ....skip korte to ichhei korche na

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      Thank you.
      Ghure asun, chokhe dekhle r o valo lagbe.

  • @aveek1942
    @aveek1942 Před rokem

    Very informative video.Thanks.wish you all the best.

  • @dancewithjyotishka3195

    দেখতে চাই কারগিল, ? এটা কি ঠিক হবে ? থাকার বিষয়ে যদি কিছু জানেন তো জানাবেন

  • @user-db3em5lo7d
    @user-db3em5lo7d Před 5 měsíci

    Apu apni kun month e gesilan ar borof paisilen kobe ektu bolle valo hoto

    • @PCADiary
      @PCADiary  Před 5 měsíci

      April 1st week 2023
      My Number 7908164168
      কিছু জানার থাকলে কল করুন

  • @mitusdailyvlog241
    @mitusdailyvlog241 Před rokem

    Kon mase gele borof pawa jabe? October e pawa jabe ki???

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      গুলমার্ক এবং সোনমার্গের কিছু জায়গায় সারা বছরই বরফ পাবেন। তবে অক্টোবরে শীতের মতো বরফ পাবেন না।

  • @nirupamadasbhowmik2212
    @nirupamadasbhowmik2212 Před 10 měsíci

    2nd week of November e snow pabo?

  • @dipanwitadalal3362
    @dipanwitadalal3362 Před měsícem

    October or November a snowfall pabo?

    • @PCADiary
      @PCADiary  Před měsícem

      পাওয়ার আশা কম।

  • @dancewithjyotishka3195

    দার্স যেতে চাই?

  • @Kirandutta87
    @Kirandutta87 Před 7 měsíci

    Okhane ki Google pay chole ? Nki purotai cash niye jete hbe ?

    • @PCADiary
      @PCADiary  Před 7 měsíci

      আমরা ATM থেকে তুলে cash payment করেছি।

  • @VishalSingh-db2wv
    @VishalSingh-db2wv Před 10 měsíci

    Ma'am aap kab gaye the?

  • @sktaifurrehan4218
    @sktaifurrehan4218 Před 2 měsíci

    আপু নেক্সট টাইম গেলে আমাকে নিয়ে

  • @dancewithjyotishka3195

    শ্রীনগর,হাউস বোট , পেহেলগাম, হোটেল এ কত লেগেছে, ? জানাবেন।

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      Description box দেখুন।

  • @user-sf5kv5oc4j
    @user-sf5kv5oc4j Před 9 měsíci

    Baisaran vally hete jete koto samoy lagbe ?

    • @PCADiary
      @PCADiary  Před 9 měsíci

      আবহাওয়া ভালো থাকলে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিট মতো।

  • @krishnadas-hp8oz
    @krishnadas-hp8oz Před 3 měsíci

    Ai khane ki Baisnabdebi add kora jai na?

    • @PCADiary
      @PCADiary  Před 3 měsíci

      বৈষ্ণোদেবী জম্মুর কাছে কাটরায়। অবশ্যই করা যায়।

  • @debashri0216
    @debashri0216 Před rokem

    Sonmarg e je pathor e bosechilen ota ki jayga??

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      সোনমার্গ এর রাস্তায়, সিন্ধ নদীর ধারে।

  • @rudrabhattacharjee8722
    @rudrabhattacharjee8722 Před 9 měsíci

    Is wine available ?

    • @PCADiary
      @PCADiary  Před 9 měsíci

      I have no idea. You can contact hotel. Contact number is given in description box.

  • @nittyagopalbose7913
    @nittyagopalbose7913 Před rokem

    কাশ্মীর ভ্রমণে জম্মু থেকে আগে শ্রীনগর গেলে ভালো হবে? নাকি আগে পেহেলগাম গেলে ভালো হবে?

    • @PCADiary
      @PCADiary  Před rokem +1

      ফেরার দিন যদি ট্রেন ধরেন তাহলে পেহেলগাম থেকে আসাই ভালো।

  • @mabaidulmallick2693
    @mabaidulmallick2693 Před rokem

    Good and informative vdo.☺️
    Can you provide the rates of the hotels and house boat where you stay ?
    And the name of the car?
    What's the rates of Innova or Sumo ?
    Can you post any pic of the pahalgam car rates chart, which is not clear to me from your vdo ?

    • @PCADiary
      @PCADiary  Před rokem +1

      ডেসক্রিপশন বক্সে হোটেলগুলির কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। মেসেজে কোন পিক সেন্ড করা যায় না। আপনি ফুল রেজোলিউশনে (1080p) পেহেলগামের অংশটুকু দেখুন। ওখানে car রেট এর ছবি দেওয়া আছে।

    • @mabaidulmallick2693
      @mabaidulmallick2693 Před rokem

      @@PCADiary thanks for your reply.
      But amr question gulor ans pele help hoto.
      I. Sumo/ Innova rate?
      2. Apni j car er kotha bolechen seta ki car ?
      3. Your hotel rates?

    • @PCADiary
      @PCADiary  Před rokem +1

      ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সমস্ত হোটেলের কন্টাক্ট নাম্বার ও গাড়ির ভাড়া কত লেগেছে সব কিছুর details দেওয়া আছে। তবু আমি আপনার জন্য আর একবার বলে দিচ্ছি।
      1) শ্রীনগর ঘোরার জন্য দিন প্রতি 5 সিটার গাড়ির ভাড়া ৩০০০ টাকা। আমরা Etios গাড়িতে ঘুরেছিলাম।

    • @PCADiary
      @PCADiary  Před rokem +1

      House Boat ₹2500
      City Grace ₹2500
      Pahalgam ₹7500
      সমস্ত হোটেলের রেট ব্রেকফাস্ট ও ডিনার সহ

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      Subscribe ও বন্ধুদের Share করতে ভুলবেন না।

  • @tapasribanerjee1386
    @tapasribanerjee1386 Před 7 měsíci

    Ekhetre ki 7night 8days plan korte hobe

  • @samapti5369
    @samapti5369 Před 8 měsíci +1

    দিদি আমি কলকাতা থেকে কাশ্মীর টু করতে চাই আপনার কাছে ভালো টুর অপারেটর থাকলে সাজেস্ট করবেন

    • @PCADiary
      @PCADiary  Před 8 měsíci

      Description box এ দেওয়া নাম্বার টিতে call করুন।

  • @payelmitra6603
    @payelmitra6603 Před rokem

    Kon post paid SIM Kashmir chole?

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      যে কোন Network এর post paid sim.

  • @anudolu
    @anudolu Před 7 měsíci

    Video tar 8:37 a j bagan tar scene ache ..pichone holud ful gach ache .ota kon bagan?

    • @PCADiary
      @PCADiary  Před 7 měsíci

      নিশ্চয় video skip করেছেন।
      দেখে বলতে হবে।

    • @anudolu
      @anudolu Před 7 měsíci

      Na skip korini ..oi somoy onek gulo baganer naam bollen to..tai bujhte parchi na ata kon baganer scene.

    • @PCADiary
      @PCADiary  Před 7 měsíci

      Shalimar Garden

  • @tapasribanerjee1386
    @tapasribanerjee1386 Před 7 měsíci

    Ei trip tae jodi baishnob devi include hoi taile kato porbe

  • @mdrubelali3530
    @mdrubelali3530 Před rokem

    Apni kon time gaslan

  • @anudolu
    @anudolu Před 7 měsíci

    Sikara ride korte bollen 600-1000 taka...kotojon maximum otha jabe ai takay? 4 jon uthle ki Vara ta 150-250 taka per head hobe?

    • @PCADiary
      @PCADiary  Před 7 měsíci +1

      Sikara book korte hoy, tai ek i taka lagbe. Ekta sikara te sorbadhik 6 jon chapte parben

    • @anudolu
      @anudolu Před 7 měsíci

      @@PCADiary mane 600 takay book kore 6 jon chaple per head 100 kore porbe tai to?

    • @PCADiary
      @PCADiary  Před 7 měsíci

      Yes. 1 jon chapleo 600 taka lagbe.

  • @tapasribanerjee1386
    @tapasribanerjee1386 Před 7 měsíci

    Per head janaben

  • @CoolShiva_Gamer
    @CoolShiva_Gamer Před 4 dny

    Aapnara ki kono travel agency r through te gechen na nijerai?

    • @PCADiary
      @PCADiary  Před 4 dny

      নিজেরা।

    • @PCADiary
      @PCADiary  Před 3 dny

      Description box দেখুন

  • @sangitadasdeytalukder7344
    @sangitadasdeytalukder7344 Před 2 měsíci

    10 years er niche bacchar ki gondola rider ticket lage?

  • @manojittoys
    @manojittoys Před rokem

    আপনার দেওয়া তথ্য, হোটেলের ফোন নাম্বার গুলো কিভাবে দেখতে পাবো?

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি নিচে যে লেখাটি আছে তার পাশে more লেখা আছে সেখানে হাত দিলেই ডেসক্রিপশন বক্স খুলে যাবে।

  • @debashri0216
    @debashri0216 Před rokem

    9 jon er car koto porbe

    • @PCADiary
      @PCADiary  Před rokem

      Per day ₹3500 - ₹4000 হবে।

  • @tapasribanerjee1386
    @tapasribanerjee1386 Před 7 měsíci

    23000per head ki ac three tier rain fare niye naki sleeper class

    • @PCADiary
      @PCADiary  Před 7 měsíci

      Sleeper class

    • @kotoirongo4157
      @kotoirongo4157 Před 3 měsíci

      Apni 23000/head kharoch jeta bollen setay kon Gari chilo? Ar Total kharoch ki 23000 naki 14500+23000?

    • @PCADiary
      @PCADiary  Před 3 měsíci

      5 seater Sedan car. Only 23000.

  • @sangitadas6465
    @sangitadas6465 Před rokem

    October kemon

  • @Mithundhubriassam
    @Mithundhubriassam Před 10 měsíci

    Ato dam ka

  • @Mithundhubriassam
    @Mithundhubriassam Před 10 měsíci

    Dis kib box a nai contrak no

  • @HarunRashid-hp5pu
    @HarunRashid-hp5pu Před 11 měsíci

    এই ভিডিও গুলো কোন মাসে করা

  • @nittyagopalbose7913
    @nittyagopalbose7913 Před rokem

    আপনার tour date টা?

  • @swarupmondal09
    @swarupmondal09 Před 9 měsíci

    ওখানে কি প্রিপেইড মোবাইল কাজ করবে না

    • @PCADiary
      @PCADiary  Před 9 měsíci

      কাশ্মীরের প্রিপেড সিম হলে চলবে। আউটসাইড কাশ্মীরের প্রিপেড সিম চলবে না। পোস্টপেইড কানেকশন করে নিয়ে যাবেন। অথবা ওয়াইফাই কানেকশন হোটেল থেকে পেলে, হোয়াটসঅ্যাপ কল করা যেতে পারে।

  • @santoshsaha7732
    @santoshsaha7732 Před 10 měsíci

    1600 টাকায় শিকারাতে কজন যেতে পারব ? পয়েন্ট ছাড়া ঘুরলে কি হিসাবে ভাড়া লাগে?

    • @PCADiary
      @PCADiary  Před 10 měsíci

      আমরা চার জন ছিলাম, তবে শিকারাগুলিতে যে জায়গা থাকে , ৬ - ৭ জন হয়ে যাবে। আমরা সবজি মার্কেট গিয়েছিলাম ভোর বেলায়। ভোরে আসতে হয়েছিল বলে চার্জ একটু বেশি লেগেছে। ১৬০০ টাকা নিয়েছিল। আগের দিন সন্ধ্যাবেলায় গোল্ডেন লেক আর মিনা মার্কেট ঘুরেছিলাম ৬০০ টাকা লেগেছে।
      কাশ্মীরে গিয়ে এইসবের জন্য এক্সট্রা খরচ অনেক টাই বেশি হয়ে যায়। না হলে মাথাপিছু ১৩ থেকে ১৪ হাজার টাকায় পয়েন্ট ওয়াইজ ঘোরা হয়ে যায়।

  • @poulomimajumdar3437
    @poulomimajumdar3437 Před 7 měsíci

    Apnar eta kon month er video?

    • @PCADiary
      @PCADiary  Před 7 měsíci

      March last week to April 1st week

    • @poulomimajumdar3437
      @poulomimajumdar3437 Před 7 měsíci

      @@PCADiary bristi hochilo tai na?? Jei driver er number diachen uni kamon?? Ami boyesko dida k nia jbo

    • @PCADiary
      @PCADiary  Před 7 měsíci

      Hmm

    • @PCADiary
      @PCADiary  Před 7 měsíci

      Khub valo

    • @poulomimajumdar3437
      @poulomimajumdar3437 Před 7 měsíci

      @@PCADiary ok tle onak call krbo. Boyesko dida ache bole vbchi nle bki amra okane gia i arrange kortam. Onar nam ki?

  • @dipanwitamondal6821
    @dipanwitamondal6821 Před rokem

    Sob niye hiseb kore 4 jon er total khoroch 1,15000 RP

  • @sujitbala4165
    @sujitbala4165 Před 3 dny

    কত টাকা খরচ হয়

    • @PCADiary
      @PCADiary  Před 3 dny

      Description box দেখুন

  • @ashutoshprinters2410
    @ashutoshprinters2410 Před 6 dny

    শ্রীনগর দেখে কি হোটেল ছেড়ে দেব এবং সব জায়গায় কি মুসলমান দের দোকান,ভেজ কি খাবার পাওয়া যায়

    • @PCADiary
      @PCADiary  Před 6 dny

      শ্রীনগরে থেকেই ঘুরে নিন সোনমার্গ, গুলমার্গ দুধপথরি। তারপর check out করে চলে যান পেহেলগাম।
      ভেজ খাবার পাবেন। শ্রীনগর, সোনমার্গ আর পেহেলগাম এ বেশ ভালো ভেজ রেস্টুরেন্ট আছে।

  • @Tutun-ne3wg
    @Tutun-ne3wg Před měsícem

    Didi bhalo driver phone namber daban

    • @PCADiary
      @PCADiary  Před měsícem

      Description box দেখুন

  • @samirdas6003
    @samirdas6003 Před rokem

    24 hajar taka jammu to to garite apnara kotojon 6ilen ,1ta garir 24hajar na matha pi6u 24hajar plss ektu bolben madam.

    • @PCADiary
      @PCADiary  Před rokem +1

      Total ₹24000
      5 seater car

  • @amalmondal3240
    @amalmondal3240 Před rokem

    Khub sundor