Bangla Bazar | কেন্দ্রশাসিত হোক মালদহ-মুর্শিদাবাদ', সংসদে নিশিকান্তর দাবি

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • ১) বাংলা ভাগের নতুন প্রস্তাব। ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করলেন হিন্দু বাঁচাতে বাংলা ও বিহারের পাঁচটি মুসলমান প্রধান জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করতে হবে। নিশিকান্তের দাবি, 'বাংলাদেশের অনুপ্রবেশের কারণে বাংলা ও বিহারের জনসংখ্যার বিন্যাস বদলে যাচ্ছে। তাই বাংলা ও বিহারের পাঁচটি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক।' এই নিশিকান্তই প্রথম কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ করার অভিযোগ তুলেছিলেন। যার জেরে গত লোকসভা থেকে বহিষ্কৃত হতে হয় মহুয়াকে। এ বার তিনি বাংলাকে টুকরো করার প্রস্তাব দিলেন।
    ২) ইলিশ আসছে, কিন্তু মানুষের যাতায়াত এখনও বন্ধ। চার দিন বন্ধ থাকার পর বুধবারই পেট্রাপোল দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়েছে। কিন্তু দু’দেশের মধ্যে যাতায়াতকারী মৈত্রী এক্সপ্রেস চালু হল না। বৃহস্পতিবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ২৭ জুলাই, শনিবার কলকাতা থেকে ঢাকা আর এবং ঢাকা থেকে কলকাতা যাবার মৈত্রী এক্সপ্রেস বাতিলই থাকবে।
    ৩) বাজারে আলুর চাহিদা আর দাম দু্টোতেই উর্ধ গতি, কোথাও ৪০ টাকা, কোথাও ৪৫ টাকায় বৃহস্পতিবারও বিক্রি হল এক কেজি জ্যোতি আলু। চন্দ্রমুখী আলুর দাম তার থেকে একটু বেশি। দক্ষিণ দিনাজপুরে স্থানীয় ভাবে যে আলু চাষ হয়, তার দামও কমেনি। বাজারে যারা যাচ্ছেন, তাঁরা বলছেন আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেলেও তার প্রভাব রাজ্যের বাজারে খুব একটা পড়েনি। প্রশাসন এবং বিক্রেতাদের দাবি, বুধবার সন্ধ্যায় ধর্মঘট উঠলেও হিমঘর থেকে আলু এখনও বাজারে এসে পৌঁছয়নি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির মাথারা জানিয়েছেন, শুক্রবারের মধ্যেই সমস্ত বাজারে আলুর জোগান স্বাভাবিক হয়ে যাবে।
    ৪) জগন রেড্ডি কে ড্রাগ মাফিয়া বললেন চন্দ্রবাবু নাইডু। ওয়াই এস আর কংগ্রেসের পাশে ইন্ডিয়া জোটের সদস্যরা। অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি-র প্রধান জগনমোহন রেড্ডি চন্দ্রবাবু নাইডুর দলের বিরুদ্ধে 'ভোট পরবর্তী হিংসা'র অভিযোগ তুলে দিল্লির যন্তরমন্তরের সামনে ধর্নায়ও বসেন । ধর্না মঞ্চে যোগ দেন ইন্ডিয়া জোটের সদস্যরাও। কংগ্রেসের কোনও প্রতিনিধি না থাকলেও সমাজবাদী পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, শিবসেনা ও আপের প্রতিনিধিদের দেখা যায়। এরপরই জগনকে নিয়ে বড় মন্তব্য করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় বক্তব্য রাখার সময়ে তিনি বলেন, 'জগনমোহন আধুনিক যুগের পাবলো এসকোবার।'
    ৫) বিজেপি জামানায় নামবদল চলছে। এবার রাষ্ট্রপতি ভবনে নাম বদলানো হল দুই কক্ষের। এযাবৎ দরবার হলেই জাতীয় পুরস্কার বিতরণ থেকে উদযাপনের যাবতীয় অনুষ্ঠান হতো। সেই দরবার হলের নাম পরিবর্তন হয়ে এবার গণতন্ত্র মণ্ডপ করা হল। অশোক হলেও বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হতো, এবার সেই হলের নাম হল অশোক মণ্ডপ। বলা হয়েছে দরবার শব্দটা নাকি রাজা রাজড়া নবান সম্রাটদের সঙ্গে জড়িয়ে, তাই বেমানান ঐ নাম বদলানো হলো।
    ৬) নরেন্দ্র মোদি নিজেই বসলেন সামাল দিতে। চলতি বছরের অক্টোবরে হরিয়ানার সঙ্গে মহারাষ্ট্রে বিধানসভা ভোট হওয়ার কথা। কিন্তু লোকসভা নির্বাচনে ওই দু’রাজ্যের ফল দেখে সতর্ক বিজেপি নেতৃত্ব আগেভাগেই তৎপরতা শুরু করে দিয়েছেন। এর আগে মঙ্গলবার হরিয়ানার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের বিধানসভা ভোটে পর্যবেক্ষক এবং সহ-পর্যবেক্ষক হিসাবে ইতিমধ্যেই মোদী মন্ত্রিসভার দুই সদস্য ভূপেন্দ্র যাদব ও অশ্বিনী বৈষ্ণোকে নিয়োগ করেছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। হরিয়ানার বিধানসভা ভোটে পর্যবেক্ষক এবং সহ-পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব।

Komentáře • 39

  • @user-ob1wb8zt4e
    @user-ob1wb8zt4e Před měsícem +5

    এর পর আরো দুটো দাবি আছে।
    ১. রানাঘাট বনগাঁ নিয়ে সীমান্ত নামক কেন্দ্র শাসিত অঞ্চল।
    ২. পূর্ব মেদিনীপুর নিয়ে নতুন রাজ্য। কাঁথি কেন্দ্র শাসিত অঞ্চলের সিদ্ধান্ত হয়ে গেছিল। কিন্তু কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হয়না বলে, মেজখোকা রাজি নন।

  • @SipraMondal-oq8tm
    @SipraMondal-oq8tm Před měsícem

    দারুন পরিবেশনা অনিকেতদা ,, সবরকম নিয়ে অনুষ্ঠান করো এটা আমরাও চাই

  • @soumibhattacharya7750
    @soumibhattacharya7750 Před měsícem

    খুব ভালো লাগছে, চালিয়ে যান 🙏

  • @kamalakantahajra9293
    @kamalakantahajra9293 Před měsícem

    প্রভাতী অনুষ্ঠান… ‘আজকের হেডলাইনস’ আজ প্রথম দেখলাম; ভালো লাগলো। ধন্যবাদ 🙏

  • @sanjaysen1366
    @sanjaysen1366 Před měsícem

    দারুন দারুন👍👍👍

  • @mantidas4520
    @mantidas4520 Před měsícem +2

    Thank u very much

  • @swapankumarmajee6520
    @swapankumarmajee6520 Před měsícem +5

    Bapar jamidari

  • @user-rm8vq8gt8q
    @user-rm8vq8gt8q Před měsícem

    এই অনুস্টাটা খুব সুন্দর

  • @nobinhaldar981
    @nobinhaldar981 Před měsícem +2

    ভাগ দুবে ভাগ

  • @Utpalsingha-q5i
    @Utpalsingha-q5i Před měsícem +1

    উনি নিজেইতো বিহারী

  • @avishekdas4667
    @avishekdas4667 Před měsícem +2

    B.J.P AND R.S.S HATAO INDIA BACHAO

  • @avishekdas4667
    @avishekdas4667 Před měsícem +2

    Modi hatao India bachao

  • @vikassda
    @vikassda Před měsícem

    👍

  • @soumodippaul1235
    @soumodippaul1235 Před měsícem

    Malda murshidabad vag kore union territory kore dile sadharon chatro ra jabe kothay, tokhon bengal government keno facility debe amader, State University jego varot keno biswasera segulote vortir sujog tulu o kere neben sur

  • @soumodippaul1235
    @soumodippaul1235 Před měsícem

    Bangladeshi ra to vore vore BJP kei vote dicche to problem kise ??

  • @avishekdas4667
    @avishekdas4667 Před měsícem

    🙊🙉🙈

  • @avishekdas4667
    @avishekdas4667 Před měsícem

    🧡🤍💚

  • @user-my9pz3xy9y
    @user-my9pz3xy9y Před měsícem +1

    মুদিভাই এর সঙ্গে 20 টাকার চুল্লুর প্যাকেট খাওয়া দুবে 🤣🤣🤣🤣

  • @user-my9pz3xy9y
    @user-my9pz3xy9y Před měsícem +1

    বীচিকাটা রোহিঙগা দুবে 🤣🤣🤣🤣