How to repair WS-887 bluetooth speaker//ব্লুটুথ স্পিকার কিভাবে রিপেয়ার করতে হয়//bluetooth speaker

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • How to repair bluetooth speaker//ব্লুটুথ স্পিকার কিভাবে রিপেয়ার করতে হয়//Bm&ed bluetooth speaker//এখানে সমস্ত প্রকার ইলেকট্রনিক প্রোডাক্ট রিপেয়ার করা হয় এবং রিপেয়ারিং এর ট্রেনিং দেওয়া হয় //WhatsApp number - 95 93 119 207

Komentáře • 31

  • @BMED940
    @BMED940  Před 2 měsíci

    আপনারা চাইলে এখান থেকে যাবতীয় সরঞ্জাম কিনতে পারেন খুব কম দাম এবং ভালো কোয়ালিটি। বাড়ি বসে কলকাতা চাঁদনী মার্কেট থেকে।
    🤫ক্যাশ অন ডেলিভারি 🤫 cash on delivery 🤫
    এখানে সব রকম জিনিস কম দামে পাওয়া যায়। ক্যাশ অন ডেলিভারি সুবিধার সাথে।
    রিপারিং এর ক্ষেত্রে অনেক ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় না যেগুলো আমি এখান থেকে কিনে থাকি তাই সবার জন্য এই গোপন আপনাদের সামনে আনলাম -
    Hey, We have added new products in our online shop. Please check out the latest trends in our store and find your favourite products.
    👇Check out our Shop here: 👇
    Kolkata Chandni chowk market
    myshopprime.com/Kolkata/r0catct
    👉100% Quality Guarantee 👌
    👉100% Satisfaction Guarantee 😊
    👉100% Money Back Guarantee on All Returns 😍
    🚚FREE Delivery, 💵FREE COD, 😊Easy Returns Policy
    💸 Use 5% flat off on all prepaid orders
    Best wishes for your health and safety 🙏😇
    Have a Great Day!
    Kolkata Chandni chowk market
    myshopprime.com/Kolkata/r0catct

  • @divinetouchfasion6752
    @divinetouchfasion6752 Před 11 měsíci +1

    jajakallah , thanks bro

  • @sanitarytechnician92
    @sanitarytechnician92 Před 11 měsíci +1

    nice

  • @mdnaimislam4511
    @mdnaimislam4511 Před 5 měsíci +1

    ভাই এই সার্কিট টার আইসি নষ্ট হয়েছে এখন যদি এর সাথে 30 টাকা দামের সার্কিট গুলো এই সার্কিট এর ইনে কানেকশন করি তাহলে কি হবে

    • @BMED940
      @BMED940  Před 5 měsíci

      সঠিকভাবে খাটাতে পারলে চলবে অসুবিধা হবে না।

  • @ajmolhossain1922
    @ajmolhossain1922 Před 7 měsíci

    দাদা আমার একটু হেল্প দরকার বাংলাদেশ থেকে

    • @BMED940
      @BMED940  Před 7 měsíci

      হ্যাঁ অবশ্যই।

  • @toslimhossin6973
    @toslimhossin6973 Před 10 měsíci +1

    Vai amar airokom Speaker e bluetooth connect hoina ki korbo

    • @BMED940
      @BMED940  Před 10 měsíci

      নতুন কিনে আনার পর নাকি পুরানো speaker. যেটাই ব্লুটুথ কানেক্ট হচ্ছে না।

    • @toslimhossin6973
      @toslimhossin6973 Před 10 měsíci

      @@BMED940 onk din bebohar korci

  • @akherulhasan6169
    @akherulhasan6169 Před 24 dny

    ভাই চার্জিং পয়েন্টা বোর্ডের লাইন সহ উঠে গেছে এখন কিভাবে অন্য উপায়ে চার্জের ব্যবস্থা করা যায়। প্লিজ জানাবেন।

    • @BMED940
      @BMED940  Před 23 dny

      @@akherulhasan6169 চার্জিং সকেট টা যে ছিল তার দু সাইটে যে প্রিন্টেড তার ধরে গিয়ে দেখুন কোনো না কোনো কম্পনেন্টস এর আগে অব্দি আছে। ওই তার দুটি আইসি তে গিয়েছে নাই 5 কিংবা 6 তারের একটা ছোট ট্রানজিস্টার থাকে সেখানে গিয়েছে, মাইনাস তারটা সরাসরি ব্যাটারির মাইনাস দিয়ে দিতে পারেন , কিংবা ইউএসবিএর বডিতে । তো এক কথায় প্রিন্টেড তার গুলো কোথায় গিয়ে মিশেছে সেটা আগে খুজে বের করুন তাহলে করতে পারবেন।

  • @user-ct9xn7bg9j
    @user-ct9xn7bg9j Před 5 měsíci

    ভাইয়া আমার স্পিকার টি হাত থেকে পরে গিয়েছিল, তারপর থেকে স্পিকার ভালো ভাবে বাজে না ঘের ঘের আওয়াজ করে

    • @BMED940
      @BMED940  Před 5 měsíci +2

      স্পিকারের পর্দা টা যে ধাতুর পাতের উপর লাগানো থাকে । সেই ধাতুর পাতা বেঁকে গিয়েছে। ওই জন্য স্পিকারের কয়েল ভালোভাবে ওঠানামা করতে পারছে না তাই আওয়াজ ঘের ঘার করছে।
      এর একমাত্র উপায় হল স্পিকারটি বদলাতে হবে । 40 - 80 টাকার মধ্যে দাম পড়তে পারে।

    • @user-ct9xn7bg9j
      @user-ct9xn7bg9j Před 5 měsíci +1

      ধন্যবাদ ভাইয়া❤

  • @LailaAkter-ez7gh
    @LailaAkter-ez7gh Před 5 měsíci

    কানেট না হলে কি করব

    • @BMED940
      @BMED940  Před 5 měsíci +1

      একা বেকা একটা দাগ থাকে স্টিল টাইপের, যেটা এন্টিনা , বোর্ডের মধ্যে প্রিন্টিং ভাবে লাগানো থাকে। যেটা সরাসরি আইসি থেকে জয়েন্ট থেকে কিংবা দুটোর মাঝখানে একটা ছোট্ট পার্টস থাকে । ওটা খারাপ হলে ফুট 2 এর বেশি গেলে কানেক্ট ছেড়ে দিতে পারে।
      আর যদি একদম কানেক্ট না হয় - সার্কিট বোর্ড এর মধ্যে স্টিলের একটা উঁচু অংশ থাকে, যেটাকে বলা ইলেকট্রনিক ক্রিস্টাল
      ওর উপরে 2400 অথবা 2600 এরকম কিছু একটা লেখা থাকবে। ওই পার্সটা বদলাতে হবে কোন একটা অন্য ব্লুটুথ বোর্ডের থেকে খুলে নিয়ে লাগাতে হবে তাহলে হবে।

  • @fahimsorkar-n5r
    @fahimsorkar-n5r Před 4 měsíci

    😂😂ভাই সাউন্ড আসছে না

    • @BMED940
      @BMED940  Před 4 měsíci

      কিসের?

    • @fahimsorkar-n5r
      @fahimsorkar-n5r Před 4 měsíci

      @@BMED940 ভাই মিনি ব্লুটুথ বক্স এর সবকিছুই ঠিক আছে শুধু সাউন্ড আসছে না

    • @BMED940
      @BMED940  Před 4 měsíci

      স্পিকার, on/off সুইচ , sound আইসি এগুলোকে চেক করতে হবে।

  • @toslimhossin6973
    @toslimhossin6973 Před 10 měsíci +1

    Vai amar airokom Speaker e bluetooth connect hoina ki korbo

    • @BMED940
      @BMED940  Před 10 měsíci

      Bluetooth mode . বলছে? Speaker অন করলে ।

    • @toslimhossin6973
      @toslimhossin6973 Před 10 měsíci +1

      @@BMED940 bluetooth mode bole kintu conect hoina

    • @BMED940
      @BMED940  Před 10 měsíci +1

      @@toslimhossin6973 অন্য ফোনে দিয়ে টেস্ট করো যদি কানেক্ট না হয়। তাহলে বুঝতে হবে ওর ইলেকট্রনিক্স ক্রিস্টাল খারাপ আছে। সার্কিট বোর্ডের মধ্যে একটা চৌকো পার্টস আছে যার উপরে লেখা থাকবে 24,000 বা 26,000 লেখা থাকবে। ওই পার্টস টি কোন জায়গা থেকে বদলে নিতে হবে । যেকোনো ব্লুটুথ বোর্ড এর মধ্যে ওই পার্টস থাকবে সেখান থেকে তুলে নিয়ে লাগিয়ে দিতে হবে।
      ব্লুটুথ বক্স টি যদি নতুন হয় তাহলে ওর ক্রিস্টালের টি কালো রঙের থাকতে পারে ওখানে স্টিল রঙের 26,000 নাম্বার ক্রিস্টাল টি অন্য কোন ব্লুটুথ বোর্ড থেকে খাটাতে হবে। এমন সমস্যা আমারও হয়েছে। বিশেষ প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন - 9593119207

    • @ridoykhan-mo7sc
      @ridoykhan-mo7sc Před 4 měsíci +1

      ধন্যবাদ ভাই, আমার স্পিকারেও একই সমস্যা হয়েছে, ব্লুটুথ স্পিকার অন হয় কিন্তু, ফনে ফ্লুটুথ নাম পায়না