বিসিএস পরীক্ষার্থীদের আইকন সুশান্ত পালের জীবনের গল্প

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2018
  • সময়টা অনেক চ্যালেজ্ঞিং ছিলো সুশান্ত পালের জন্য।
    ১। ভাইভাতে কোনও প্রশ্ন ইংরেজিতে করলে উত্তরটাও ইংরেজিতেই দিতে হবে। অনেকসময়ই বাংলায় প্রশ্ন করে ইংরেজিতে উত্তর দিতে বলা হয়। কোনওভাবেই বাংলায় উত্তর করার জন্য অনুমতি চাইবেন না। কাজ চালানোর মতো ইংরেজিতে কথা বলার দক্ষতাবৃদ্ধি করতে এই সময়ে যা যা করতে পারেন: এক। সাবটাইটেল অন করে আমেরিকান উচ্চারণের ইংরেজি মুভি দেখতে পারেন। দুই। বিটিভির রাত ১০টার সংবাদ, আল-জাজিরার সংবাদ, টেড টকস্, ইউটিউব থেকে ইংরেজিতে কথা বলার ধরন খেয়াল করতে পারেন। তিন। ইংরেজিতে দক্ষতার বিচারে মোটামুটি আপনার সমপর্যায়ের কোনও বন্ধুর সাথে প্রতিদিন ৫ মিনিট ইংরেজিতে কথা বলতে পারেন। চার। মোবাইলের ভয়েস রেকর্ডারটা অন করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে পারেন। পরে শুনে দেখলে নিজেই বুঝতে পারবেন, আপনার কোথায়-কোথায় সমস্যা হচ্ছে। পাঁচ। আপনি ধরেই নেবেন, আপনি ভাল ইংরেজিতে কথা বলতে পারেন। এরপর একজন ইংরেজ হয়ে ইংরেজিতে কথা বলার অভিনয় করুন। ছয়। সবসময়ই আপনার আশেপাশের বিভিন্ন বিষয় নিয়ে ইংরেজিতে ভাবুন এবং মাঝেমাঝে সেসব নিয়ে নিজের মনেই বলতে থাকুন। নিজের সাথে নিজেই ইংরেজিতে কথা বলুন। সাত। ইংরেজিতে কথা বলার সময় আঞ্চলিকতা পরিহার করার চেষ্টা করুন। আট। ধীরেসুস্থে ইংরেজিতে কথা বলবেন। তাড়াহুড়ো করলে তালগোল পাকিয়ে ফেলার আশংকা থাকে। নয়। কোনও একটা থিমের উপর কয়েকজন মিলে ইংরেজিতে গল্প করতে পারেন। দশ। কখনওই আপনার ভুলগুলি নিয়ে মনখারাপ করবেন না। বিসিএস পররাষ্ট্র ক্যাডারেও চাকরি পেতে ইংরেজিতে কথা বলার অসাধারণ দক্ষতা থাকতে হয় না।
    ২। আপনার ফার্স্ট ও সেকেন্ড ক্যাডার চয়েজ, আপনার সাবজেক্ট, সাম্প্রতিক নানান ইস্যু, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, আপনার এলাকা, বিশ্ববিদ্যালয় ও সেখানকার বিখ্যাত ব্যক্তিত্ব, আপনি কেন সিভিল সার্ভিসে আসতে চাইছেন ইত্যাদি সম্পর্কে মোটামুটি ফেয়ার একটা আইডিয়া রাখুন। নিয়মিত পেপার, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ, আজকের বিশ্ব, অর্থনৈতিক সমীক্ষা ইত্যাদিতে চোখ রাখুন।
    ৩। ভাইভাতে ওপেন-এন্ডেড প্রশ্নে বেশি মার্কস বরাদ্দ থাকে। এই ধরনের প্রশ্নগুলির মধ্যে সবচাইতে কমনটা হলো: Introduce yourself. এরকম আরও অনেক প্রশ্ন ভাইভা গাইড কিংবা ইন্টারনেটে পাবেন। গুগলে সার্চ করে এমন সম্ভাব্য প্রশ্নের লিস্ট করুন। এগুলির উত্তর অন্য ১০জন যেভাবে দেয়, সেভাবে না দিয়ে একটু ভিন্নভাবে দেয়ার চেষ্টা করুন।
    ৪। ঢোকার সময় আর বের হয়ে যাওয়ার সময় খুবই মার্জিতভাবে সালাম/ নমস্কার/ আদাব দিন। আপনি ঢোকার সময় যে ইম্প্রেশনটা তৈরি করবেন, সেটাই আপনার ভাইভার প্রশ্ন অনেকটাই নির্ধারণ করে দেবে।
    ৫। নিজেকে উৎসাহী শ্রোতা হিসেবে উপস্থাপন করুন। কোনও বিষয় নিয়েই তর্কে জড়াবেন না।
    ৬। কোনও প্রশ্নের উত্তর জানা না থাকলে সেটি বিনীতভাবে বলুন। একটি প্রশ্নের উত্তর দেয়ার মাঝখানে অন্য একজন প্রশ্ন করলে প্রথমজনের কাছ থেকে অনুমতি নিন।
    ৭। আপনার নিজের সম্পর্কে, আপনার পরিবার, আগের চাকরি, বাংলাদেশের সমস্যা সহ নানান বিষয় নিয়ে ইতিবাচকভাবে বলা শিখুন।
    ৮। নার্ভাসনেস নিয়ে অতোটা ভাববেন না। এটা পরিস্থিতিই ঠিক করে দেবে। চাকরির পরীক্ষা নিয়ে নার্ভাস থাকাটাও একটা ভদ্রতা।
    ৯। আই কনট্যাক্ট ঠিক রাখুন। দৃষ্টিকটুভাবে চোখ, ঘাড়, হাত নাচাবেন না।
    ১০। আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ফার্স্ট চয়েজের একটা সম্পর্ক নিয়ে প্রস্তুতি নিয়ে রাখবেন।
    ১১। আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং রেজাল্ট যা-ই হোক না যেন, আপনি কোনওভাবেই কোনও চাকরির জন্য অপরিহার্য নন, এটা মাথায় রেখে ভাইভার জন্য প্রস্তুতি নিন।
    ১২। কোনও প্রশ্নের উত্তরে কনফিউশন থাকলে সেটি যতটুকু জানেন, ততটুকুই আত্মবিশ্বাস নিয়ে বলবেন। তবে একেবারেই কোনও ধারণা না থাকলে উত্তর না করাই ভাল।
    ১৩। আপনার অ্যাকাডেমিক রেজাল্ট আপনার ভাইভার মার্কসে কোনও প্রভাব ফেলবে না। রেজাল্ট অতোটা ভাল না হলে ওটার পক্ষে মোটামুটিভাবে গ্রহণযোগ্য একটা কারণ তৈরি করে রাখবেন।
    ১৪। রাজনৈতিক বিভিন্ন বিরোধপূর্ণ ইস্যু নিয়ে প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেই ভাল।
    ১৫। আপনার ভাইভার পোশাক হবে একেবারেই ফর্মাল এবং অফিসারসুলভ। ধর্মীয় পোশাকে কোনও বাধা নেই।
    ১৬। ভাইভা বোর্ডে কোনও অবস্থাতেই কোনও বিষয় নিয়েই মেজাজগরম করা যাবে না।
    ১৭। টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে অবশ্যই নিজের সাবজেক্টের বেসিক বিষয়গুলি সম্পর্কে জেনে যাবেন।
    ১৮। একটু কনফিউসিং বানানের কিছু কমন শব্দ, সাধারণ কিছু অনুবাদ, জনপ্রিয় বই, ভূগোল ইত্যাদি সম্পর্কে জেনে যাবেন।
    ১৯। আপনার প্রিয় শখ যা-ই বলুন না কেন, সেটি সম্পর্কে ভাল ধারণা রাখবেন।
    ২০। কথা বলার সময় যদি হঠাৎ তোতলাতে থাকেন কিংবা খেই হারিয়ে ফেলেন, তাহলে একটু থেমে এরপর আবার উত্তর করা শুরু করবেন।
    ৩৫তম বিসিএস পরীক্ষায় যারা পাস করেছেন, তারা সত্যিই অনেক যোগ্য এবং ভাগ্যবান। আপনার প্রতিদ্বন্দ্বীর সংখ্যা অন্যান্যবারের চাইতে কম। যে করেই হোক, এই দারুণ সুযোগটাকে কাজে লাগাতেই হবে! নিয়মিত প্রার্থনা করুন আর এই দীর্ঘ ক্লান্তিকর পথের শেষটা যাতে অনেক সুন্দর হয়, আপনার সর্বোচ্চটুকু দিয়ে সে চেষ্টা করে যান। আপনি সফল হবেনই!
    ভাইভা নিয়ে আরও কিছু কথা বলবো আমার পরের লেখায়। ভাল থাকবেন।
  • Zábava

Komentáře • 1,3K

  • @muhammadsohel3454
    @muhammadsohel3454 Před 4 lety +302

    মনে হচ্ছিল এই কথা বলা যদি শেষ না হতো, আরো কিছুক্ষণ শুনতাম, এত ভালো লাগছিল কথা গুলি,, প্রত্যেক টা সফল ব্যাক্তির পিছনে রয়েছে এমন হাজারও কষ্টের গল্পঃ

    • @monikaaktar3917
      @monikaaktar3917 Před 2 lety +1

      Right

    • @noyon8875
      @noyon8875 Před 2 lety +1

      @@monikaaktar3917 tumar,...basa koy...?

    • @shamimazaman7835
      @shamimazaman7835 Před rokem +1

      Rite

    • @ttcreation6138
      @ttcreation6138 Před rokem

      Right

    • @mdsimulmia4460
      @mdsimulmia4460 Před rokem +1

      কথা গুলো অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা মানুষের ভিতরে রয়েছে অনেক কষ্ট প্রতি টা সফল মানুষ গুলো অনেক কষ্ট করে সফল হয়েছে আপনার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।

  • @itsangelfabiha1625
    @itsangelfabiha1625 Před 2 lety +153

    এই পৃথিবীতে জীবনে অন্তত একজন বন্ধু দরকার যাকে জড়িয়ে ধরে কান্না করা যায় 😓💯🙂🥀💔Line 💝🙂

  • @rssumonasumu
    @rssumonasumu Před 2 lety +37

    পৃথিবীতে এমন একজন বন্ধু দরকার যাকে জরিয়ে ধরে কান্না করার যায়। 🤝🤝

  • @mdraihan3879
    @mdraihan3879 Před 2 lety +9

    স্যার লোকের কথা শুনে ভেঙে পড়েছিলাম.....কিন্তু আপনার বক্তব্য আমাকে অনুপ্রানিত করেছে...ইনশাআল্লাহ নিজেকে আবার গুছিয়ে নিয়েছি.....স্যার আপনাকে নিজের চোখে দেখেছি......কিছুদিন আগে আপনাদের পোগ্রাম দেখলাম... নিজের চোখে...... স্যার দোয়া করবেন আমার জন্য আমি ইন্জিনিয়ারিং এ পড়তেছি

  • @NSakib103
    @NSakib103 Před 5 lety +2107

    কারো কাছে পাত্তা না পাবার কষ্ট পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট গুলোর একটা

    • @mahedihasan-nt6ux
      @mahedihasan-nt6ux Před 4 lety +28

      Nazmus Sakib ভাই আমার সাথে কথা বলার মতো সময় হবে

    • @khalidzba5973
      @khalidzba5973 Před 4 lety +6

      @@mahedihasan-nt6ux plz bolen

    • @Avijit1257
      @Avijit1257 Před 4 lety +5

      আমিও পেয়েছি

    • @user-yg6tk5fk8o
      @user-yg6tk5fk8o Před 4 lety +4

      bai amio oi liner...

    • @aninditamisty8941
      @aninditamisty8941 Před 4 lety +4

      দাদার কন্টাক কি ভাবে পাবো।।।।

  • @apurbasen892
    @apurbasen892 Před 2 lety +29

    এরকম অসংখ্য অনেক মানুষ আছে যাদের জীবন সুশান্ত পাল দাদার চেয়ে অনেক বেশি কষ্টের। আরো অনেক বেশি সংগ্রামের। কিন্তু তারা জীবনে সফলতা দিক এবং কোন কিছু করে উঠতে পারেনি বলে তাদের কষ্টের মূহুর্তগুলো উদাহরণ হয়ে থাকেনি। আপনার অতীত জীবনের কষ্ট গুলি মানুষের কাছে তখনই উদাহরণ হয়ে থাকবে যখন আপনি জীবনে সফল হবেন, অন্যথায় নয় ✋

    • @sazzadhossainsumon
      @sazzadhossainsumon  Před 2 lety +1

      ❤️

    • @mackknitwear6399
      @mackknitwear6399 Před 12 dny

      ও বিসিএস প্রশ্ন ফাঁসে পাস হয়েছে। ধরা খেয়েছে

  • @sblpictures2012
    @sblpictures2012 Před 4 lety +37

    নিজেকে অযোগ্য মনে করেছিলাম,,,,,আপনার কথা শুনে আবার নিজেকে গুছিয়ে নেবার চেষ্টা চালাবো,,
    হয়তো সফলতা একদিন ধরা দিবে

  • @rakibulhasan2289
    @rakibulhasan2289 Před 4 lety +77

    বন্ধুর কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না 😰😭😭

  • @salmanahmed2781
    @salmanahmed2781 Před 5 lety +353

    আমার বর্তমানে অবস্হা পুরোপুরি সুশান্ত পাল দাদার পুরোনো অবস্হার মতো!!
    জানিনা,কতোটা সফল হবো!!কিন্তু আজকে থেকে কাজ করে যাবো!!আর হতাশা নয়,অনেক হয়েছে!!
    সমাজকে বুড়ো আঙ্গুল দেখানোর সময় হয়ে গেছে!!

  • @stv3893
    @stv3893 Před 2 lety +11

    ঠিক কথা সব গুলো ই যারা এরকম কষ্ট পেয়েছে তাদের শুনলে কান্না আসবে

  • @md.sohelrana4166
    @md.sohelrana4166 Před rokem +5

    সুসান্ত দাদা আপনার প্রতি দোয়া ও শুভকামনা, আপনার কথা গুলি ১০০% সত্য।

  • @sreejitachandra2135
    @sreejitachandra2135 Před 2 lety +12

    একদম ঠিক কথা,কারোর কাছ থেকে পাত্তা না পাওয়া পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট গুলোর মধ্যে একটা।

  • @shakibsfansah7537
    @shakibsfansah7537 Před 4 lety +880

    এই দুনিয়ায় সবচেয়ে কষ্টের বিষয় হলো, পিতা মাতার কান্না, আর সে কান্নার জন্য যখন নিজে দায়ি।

  • @aktaruzzaman56
    @aktaruzzaman56 Před 2 lety +28

    বাস্তবে পাল স্যার খুবই ভালো মনের একজন মানুষ।

  • @jinnaturrahman4251
    @jinnaturrahman4251 Před 2 lety +6

    জনতা ব্যাংক সকল শাখার উদ্দ্যোগে"স্বয়ংক্রিয় চালান" পদ্ধতির সুবিধা জনগনের মধ্যে প্রচারের জন্য অভিনন্দন ও শুভকামনা রইল।।

  • @shamimhowlader599
    @shamimhowlader599 Před rokem +7

    পৃথিবীতে একমাত্র বড় কষ্ট হচ্ছে মা বাবার কান্না। যা একজন সন্তানের জন্য শ্রেষ্ঠ ব্যার্থতা।😭😭😭😭😭😭

  • @incellkoreanbeauty-8699
    @incellkoreanbeauty-8699 Před 4 lety +423

    যখনই ডিপ্রেশনে যাই তখনই মোটিভেশনাল ভিডিও দেখি। তারপর আবার আগের অবস্থানে ফিরে যাই😍

    • @incellkoreanbeauty-8699
      @incellkoreanbeauty-8699 Před 4 lety +5

      @@user-ki3bf5cm3g Fb use kori na.

    • @mamin7680
      @mamin7680 Před 4 lety +7

      আমি জানিনা আপনি কি ধরনের মোটিভেশন স্পিচ এর কথা বলতেছেন ৷ এবং জানিনা তা আপনাকে কিভাবে প্রশান্তি দেয়৷ নিচে একটা লিঙ্ক দিচ্ছি আশা করি এটা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে
      czcams.com/video/c1bPp0o9ftA/video.html

    • @k_ono_k____knk____
      @k_ono_k____knk____ Před 4 lety +2

      @@incellkoreanbeauty-8699 _*তাহলে সেই গুলা কোনো ডিপ্রেশনি নাহ

    • @mdhossainkobir5744
      @mdhossainkobir5744 Před 4 lety

      Tik

    • @bdassignment2189
      @bdassignment2189 Před 2 lety +2

      যারা সফল হয় তাদের পিছনে অবশ্যই কোনো রহস্য আছে।

  • @shahnazparvin0076
    @shahnazparvin0076 Před rokem +3

    চোখের পানি ধরে রাখতে পারলাম না।সত্যিই অনেক ভালো লাগলো কথা গুলা।

  • @apurboacharjee1786
    @apurboacharjee1786 Před 5 měsíci +2

    আজ এই বক্তব্য শুনে নিজের জীবন কে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
    আর জীবনে একজন সম্মানিত ব্যক্তি হবই🥰🥰

  • @shamsuddinsham4158
    @shamsuddinsham4158 Před 2 lety +8

    ভাই বাস্তব সত্যটা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ বেচে থাকুন হাজার বছর

  • @mdfahim8792
    @mdfahim8792 Před 4 lety +11

    দাদার কথাগুলো বহুদিন পর শুনছি।অনেক শান্তি লাগছে

    • @AOT56
      @AOT56 Před 4 lety +1

      হতাশ লাগলেইশুনি, শিহরণ লাগে।

  • @AnwarHossain-lt6wt
    @AnwarHossain-lt6wt Před 2 lety +5

    খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে দোয়া রইল আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন আমিন

  • @jibanbiswas191
    @jibanbiswas191 Před 2 lety +16

    তোমার জীবনের ইতিহাস শুনে
    খুব ভালো লাগলো 👍😍

  • @artechnicalmedia1755
    @artechnicalmedia1755 Před 4 lety +4

    ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগলো অনেক জ্ঞানের কথা আপনার এই কথাগুলো আমার জীবনের বাস্তবতার সাথে মিলে গেছে ধন্যবাদ আপনাকে

  • @MahmudScienceFair
    @MahmudScienceFair Před 2 lety +13

    অসংখ্য ধন্যবাদ ভাই ♥️💖
    অনেক ভালো লাগলো।
    আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আত্মহত্যা করবো।
    কিন্তু মায়ের কথা ভেবেই আজ বেচে আছি 😌

  • @myworld14
    @myworld14 Před 4 lety +31

    আপনার কথা বার্তা সাহস যোগায়।

  • @moneytricks980
    @moneytricks980 Před 4 lety +75

    ভাইয়া আমার জীবনের সাথে মিলে রয়েছে,,, ভাইয়া খুব কষ্টে জীবনটা চালাই,,,, দোয়া কইরেন সবাই আমার জন্য😢😢😢😢

  • @babuldas1729
    @babuldas1729 Před 2 lety +16

    অনেকেই ভাবি লেখাপড়া শেষ করে বড় একটা চাকরি পেয়ে
    চাকর হয়ে যাওয়াই জীবনের সার্থকতা।
    আসলে একজন রিক্সাচালকের যে স্বাধীনতা আছে একজন চাকরিজীবির সেটা নাই।
    একজন রিক্সাচালককে সময়ে মেপে চলতে হয়ে না।
    জীবনের সবচাইতে বড় জিনিস হলো স্বাধীনভাবে বেচে থাকা

  • @saidur3948
    @saidur3948 Před 4 lety +23

    ভাই আপনার প্রতিটা কথা কলিজায় লাগে ভাই কলিজায়

  • @RafiqulIslam-gw4wx
    @RafiqulIslam-gw4wx Před 2 lety +143

    এই পৃথিবীতে অন্তত একজন বন্ধু দরকার যাকে জড়িয়ে ধরে কাঁদা যায়🙃

    • @amritasarker5194
      @amritasarker5194 Před rokem +5

      এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন।

    • @mdabir3033
      @mdabir3033 Před 7 měsíci

      আমার নাই

    • @MohammadBayzid-xp6un
      @MohammadBayzid-xp6un Před 6 měsíci +1

      কিন্তু সেই একটা বন্ধু আমার নাই

    • @user-bv1zd5bj8y
      @user-bv1zd5bj8y Před 6 měsíci

      আমার আছে

  • @sirpdonlinestudy5872
    @sirpdonlinestudy5872 Před 4 lety +13

    সত্যি কথা স্যার। এরকম আমার জীবনেও ঘটেছে।

  • @aishwarjyadevi415
    @aishwarjyadevi415 Před 4 lety +9

    এইলোকটা অামার জীবন বদলে দিছে।ধন্যবাদ দাদা। অামি নতুন এক জীবন পেলাম।পৃথিবীতে অামি একজন।

  • @bdnews13
    @bdnews13 Před 4 lety +63

    পৃথিবীতে আপনার কোন দরকার নাই! এই অনুভুতি টা অনেক কষ্টের!

  • @diya8188
    @diya8188 Před 2 lety +13

    সত্যি বাবা মায়ের চোখের জল সন্তানদের খুব কষ্ট দেয়

  • @theabhishek1481
    @theabhishek1481 Před 4 lety +15

    স্যার আপনার কথাগুলো শুনে এগিয়ে যাবার ভরসা পেলাম ।

  • @_rahman_mim
    @_rahman_mim Před rokem +3

    ৫ বছর পর ভিডিও টা দেখে সত্যি অনেক অনেক ভালো লাগলো + এই ছোট একটা ভিডিও থেকে অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ
    & শুকরিয়া

  • @BCSandBankJobCareer
    @BCSandBankJobCareer Před 5 lety +61

    সবার জীবনেই কিছু না কিছু ব্যর্থতা। কিন্তু সবাই দাদার মত ব্যর্থতা কাটিয়ে উঠতে পারে না।
    ষেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

  • @GiantxVai
    @GiantxVai Před rokem +16

    সফলতা ওইদিন পর্যন্ত তোমার কাছে আসবে না যতোদিন না কোন একটা আঘাত তোমার জীবন এ আসে

  • @shakibsfansah7537
    @shakibsfansah7537 Před 4 lety +205

    মৃত্যুর যখন বেশি দরকার তখন মৃত্যু আসে না,,,,।

  • @mdsabujhosen7736
    @mdsabujhosen7736 Před 2 lety +5

    অনেক ধন্যবাদ ভাইয়া,এমন উপদেশ দেওয়ার জন্য,চোখে পানি চলে আসলো

  • @ahmadaburafisinan2184
    @ahmadaburafisinan2184 Před 2 lety +4

    আমার জীবনের সাথে হুবহু প্রত্যেকটা শব্দ মিলে আরো কম হয়েছে. কিন্তু আমি কেবল ইন্টার পাশ করে রয়েছি. জানিনা কি হবে আল্লাহ কি রাখছেন. ইন শা আল্লাহ. Liked this video

  • @hasanmahmud2006
    @hasanmahmud2006 Před 4 lety +12

    জীবনে হয়ত যা চেয়েছি তার কিছুই পাইনি।তবে আল্লাহর রহমতে সবাইকে সুখী রাখতে পেরে আমি সার্থক।

  • @maymunasiddika7383
    @maymunasiddika7383 Před rokem +2

    "Ami Amar ma ER Jonno Beche thakbo" best line, heart touching 🤗🤗💙💙❤️💚💚💚💚 MA 💙💙💚💙

  • @PrincePrince-ty7yn
    @PrincePrince-ty7yn Před 4 lety +19

    sir,,,এই কথা গুলো ৫ বার শুনার পরও কোনো বরিং ফিল হল না......
    # জীবন মানে সংগ্রাম, সংগ্রাম করে ঠিকে থাকতে হয়... বাস্তব উদাহারণ অাপনে নিজেই..... ❤💓💔

  • @aslamhossen5071
    @aslamhossen5071 Před 2 lety +45

    স্যার আপনার কথা গুলো শুনলে অনেক অনুপ্রাণিত হয় ।

  • @Mashrurescapes009
    @Mashrurescapes009 Před 5 lety +43

    মানুষের এত অহংকার, এত হিংসা, যখন আপনার হাতে ১০০/২০০ টাকা থাকবে তখন তারা বলবে যে, চল ভাই একসাথে খাওয়া-দাউয়া করি । আপনার পিছনে আঠার মতো লেগে থাকবে । কিন্তু যখন আপনি বিপদে পরবেন বা খারাপ পথে চলে যাবে, তখন আপনার ১০০ জন যে বন্ধু আছে, তখন একদম শূন্য । কেই থাকবে না । কিন্তু আপনাকে বাচতে হলে আল্লাহর ইচ্ছায় ১/২ জন বন্ধু আপনার সামনে আসবে ।

  • @shantoshmed9769
    @shantoshmed9769 Před 2 lety +3

    আপনাকে অনেক ধন্যবাদ ভাই কথা গুলো একবারেই সত‍্য।

  • @hujaifaislam194
    @hujaifaislam194 Před rokem +1

    পৃথিবীর বহু মানুষ আছে যারা অবস্থানের ওপর ভিত্তি করে মূল্য দেয় যেমন আমার কিছু বন্ধু, কিছু আপন মানুষ। তবুও চলছি আর চলবো হয়তো সু সময় আসবে

  • @m-series1329
    @m-series1329 Před 4 lety +8

    অনেক ভাল বলছেন, ধন্যবাদ।

  • @rajuchy78
    @rajuchy78 Před 6 lety +33

    really... I am motivated to listen ur story...

  • @nawrinlamia1114
    @nawrinlamia1114 Před 2 lety +11

    Now, I am living like a nobody 😔
    But living with hopes & I believe Insha Allah, one day I will get the best reward like him🙂

  • @mdjahidulmdjahidul7790
    @mdjahidulmdjahidul7790 Před 2 lety +9

    ভাই আপনার কথাগুলো অতি বাস্তব 👍✌👌

  • @LifeChangerChannelbd
    @LifeChangerChannelbd Před 4 lety +12

    সুশান্তপালের কথা শুনে নিজেকে ঘুরে দাঁড়িয়ে নেয়ার অনুপ্রেরণা পেলাম।

  • @fatimaislam7441
    @fatimaislam7441 Před 4 lety +86

    Last 2 minutes could not stop my tears...i am passing through almost these types of situation...and you gave me one of the best motivations for this relatable condition..thank you so much from the core of my heart...we can overcome every depressions at least for the sake of our mothers love and happiness

  • @user-he8lo9jo6f
    @user-he8lo9jo6f Před 4 měsíci +1

    স্যার এর জীবন কাহিনী শুনে আমার শরীলের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছে 😅😣

  • @md.asaduzzamanbappi5797
    @md.asaduzzamanbappi5797 Před 6 měsíci +1

    কথাগুলো খুবই বাস্তবিক!!!!!

  • @kingshohug4559
    @kingshohug4559 Před 4 lety +8

    আপনি সত্যিকারের বস... ###

  • @rahmanmahdi1017
    @rahmanmahdi1017 Před 4 lety +68

    Life is full of stress and achievement 🙂🤟❤

  • @user-op3qx2uy6d
    @user-op3qx2uy6d Před 5 měsíci +1

    ভাইয়ের জন্য র‌ইল প্রানঢালা অভিনন্দন ও ভালবাসা

  • @gautambauri6798
    @gautambauri6798 Před 7 měsíci +2

    আমি ভারতীয়, আপনাকে ধন্যবাদ জানাই❤❤

  • @haimantiscreation5476
    @haimantiscreation5476 Před 4 lety +7

    কথাগুলো একদম বাস্তব।

  • @bappadityasingha5427
    @bappadityasingha5427 Před 6 lety +7

    Dada darun..... Uphar diechien... I salute you

  • @imtiuzahammadshohun2494
    @imtiuzahammadshohun2494 Před 4 lety +57

    সেইম ব্রো,পাত্তা না পাওয়া,,,,,,আমাকেও কেউ ডাকে না ইফতার পাটিতে,,,এটা আমার সাথে মিলে গেছে ব্রো,,,,,আমি একদিন কিছু একটা হয়ে তাদেরকে দেখাতে চাই,ঠিক আপনি যেমন দেখিয়েছেন,,,,,,,,ধন্যবাদ ব্রো,,,,

  • @nightriders10
    @nightriders10 Před 4 lety +28

    ভাই তুমি তু পারলে তুমার কস্ট গুলা শেয়ার করতে, কিন্তু ওনেকে আছে তারা পারে না। তুমার বাণী গুলা অনেকের Whatsup Profile হয়ে থাকবে।

  • @sudip9824
    @sudip9824 Před 6 lety +28

    You are a true inspiration sir. Hats off to you

  • @shuvroshekhar69
    @shuvroshekhar69 Před 5 lety +89

    দাদা আপনি আমার ইউনিভার্সিটি লাইফের অনুপ্রেরণা ❤❤❤❤❤

  • @mdabir3033
    @mdabir3033 Před 7 měsíci +2

    স্যার এখন আমি খুব একা আমার বন্ধুরা আমার খবর নেয় না।।।আমার ইচ্ছা আমি বিসিএস পররাষ্ট্র ক্যাডার হবো।।। আমার সপ্ন আমি আপনার মতো আমার লাইফে প্রত্যেক টা সংগ্রাম এর কথা আমি সবাইকে শোনাবো।।।একমাএ আল্লাহ আমার সাথে আছে।। দোয়া করবেন স্যার ❤

  • @rajkonnarjamai5429
    @rajkonnarjamai5429 Před rokem +1

    প্রতিটি কথা খুব গুরুত্বপূর্ণ

  • @angelpori9312
    @angelpori9312 Před 5 lety +107

    যতই শুনি ততই ভালো লাগে

  • @mdmeenhajulmusa8118
    @mdmeenhajulmusa8118 Před 4 lety +11

    You are a motivational speaker who motivate me heavily,, tnx a lot bhai.

  • @akmmohiuddin4086
    @akmmohiuddin4086 Před 2 lety +8

    Real is a hard, this man is a example. Thank's.

  • @ainulhoque7464
    @ainulhoque7464 Před 4 lety +10

    হেরে যাওয়াকে জীবন বলেনা কষ্টকে জয় করে বেঁচে থাকা হইছে জীবন

  • @bidyutdhali719
    @bidyutdhali719 Před 4 lety +5

    তোমার অনুভূতি গুলো দারুন দাদা.....

  • @moumi4476
    @moumi4476 Před 2 lety +62

    আর এই জীবন টা আল্লাহর দেয়া উপহার,আর মা হলেন তার উসিলা,আত্মহত্তা করে নিজের স্রস্টা ও নিজের মাকে কস্ট দেয়া নিজের জীবনের সবচেয়ে বড় পাপ

  • @tareqhossain9105
    @tareqhossain9105 Před 4 lety +10

    dada apnr chaye onk besi kosto korlam porasuna korty jokhn gram chare dhaka aslam.ar jibon ki bujlam. 😭😭😍 ami kokhno kewke follow korena but apnike valolage or cuty voice 🕴🗣

  • @priyankakundu7766
    @priyankakundu7766 Před 2 lety +8

    দরকার নেই ফালতু ভালোবাসার। তুমি নিজেই নিজের সবচেয়ে ভালো বন্ধু। জীবনে দেরি করে প্রতিষ্ঠিত পাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো তুমি তোমার আসেপাশে র মানুষ পরিবেশকে চিনতে পারবে

  • @mdsaikulislamjuel759
    @mdsaikulislamjuel759 Před 4 lety +2

    কথাগুলো সব গুরুত্বপূর্ন।

  • @azharulislamarman9625
    @azharulislamarman9625 Před rokem +8

    সৃষ্টি কর্তার সম্মান হচ্ছে সবছে মহৎ সম্মান

  • @rafiqmehedi42
    @rafiqmehedi42 Před 4 lety +135

    জীবনে বাঁচতে শিখতে হয় একা একা..

  • @nishatzara4313
    @nishatzara4313 Před 2 lety +1

    সত্যি অসহাধারন।অনেক কিছু সিখলাম

  • @user-nb1nt3fo8w
    @user-nb1nt3fo8w Před 29 dny

    Apner kotha gula amr khub vlo lage..sotti apner kotha shunle shokti pai vetor theke..thanks sir

  • @ABCDEFGHIJKabcdefghijk-ip2wv

    আমাদের চোখ খুলে দাওয়ার জন্য ধন্যবাদ 💗

  • @mahmudhasan2393
    @mahmudhasan2393 Před 2 lety +3

    খুব ভালো লাগলো কথা গুলো!!

  • @mmrmahfuj
    @mmrmahfuj Před 4 lety

    Apnr kotha sune mone onek shahos pelam

  • @sreebidhan7120
    @sreebidhan7120 Před 10 měsíci +1

    পৃথিবীতে একজন বন্ধু দরকার যাকে জড়িয়ে ধরে কান্না করা যায়

  • @s.mshafiqulalam5423
    @s.mshafiqulalam5423 Před 2 lety +3

    এমন গল্প অনেক মানুষের থাকে। কিন্তু প্রকাশ পায় না যখন সে জীবনের শেষ বেলায় এসে দেখে আমার চারিদিক ব্যর্থ, প্রকাশ পায় তখন, যখন সে সমাজের কিছু একটা হয়।
    তখন এ গল্পগুলো ইতিহাস হয়ে থাকে। আর যখন জীবন ব্যর্থ হয় তখন এ গল্পগুলো হয় তার জীবনের কলংক। কিন্তু দুঃখ এটা জীবন সফল হলে যে শক্তি তার জীবন সার্থক করে দিয়েছে তার কথা কেউ মুখে উচ্চারন করে না যে আল্লাহ আমাকে এপর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। কেউ করে কিনা জানি না, আমি বিশ্বাস করি, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিবো
    তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ কথাটার কারনে এদেশকে মুক্ত করে দিয়েছে সে কথা মুক্ত করে দিয়েছে সে কথা এখন আর কেউ বলে না। জিন্তু শেখ মুজিব তখন তখন উপলব্ধি করেছিলেন কথা শেষে ইনশাআল্লাহ না বললে আল্লাহ কোন কাজ সফল করেন না।

  • @loknathbiswas4180
    @loknathbiswas4180 Před 4 lety +2

    Thank you sir. Khub valo laglo...

  • @krishnaroy-mk1do
    @krishnaroy-mk1do Před 3 měsíci +1

    কথা গুলো খুব সুন্দর ...

  • @taniaislamtustitaniaislamt3189

    আমি আপনার কথা গুলো জীবনকে বদলে দেয়।

  • @yeasinarafat94056
    @yeasinarafat94056 Před 4 lety +79

    যারা পাত্তা না পায় তারা উন্নতি করে।।।

  • @mohammadaliazaharkhandakar4169

    অাপনার বন্ধুদের এই অাচরণটাই অাপনাকে সাফল্যের সিঁড়িতে পৌঁছে দিয়েছে৷ তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন৷ ধন্যবাদ

  • @MdAlim-ym1cw
    @MdAlim-ym1cw Před 4 lety +2

    tomr kotha sune khob valo laglo vaiya....cokhe pani cole aslo....

  • @avergreen9969
    @avergreen9969 Před rokem +1

    ভাইয়ের কষ্ট গুলো শুনে অনেক খারাপ লাগলো কেননা মানুষ পারে কিন্তু সময়ের জন্য অপেক্ষা টা এতো আর কনো বেশী না

  • @mdbiplobstudent1577
    @mdbiplobstudent1577 Před 2 lety +15

    দুনিয়ায় এবং আখিরাতের সব থেকে বড় নেতা হলো।।আমাদের প্রিয় বিশ্ব নবী হযরত মোহাম্মদ( সাঃ) ।

  • @MasudMedia
    @MasudMedia Před 2 lety +2

    Extraordinary man.thank u so much.

  • @kanisfatima1618
    @kanisfatima1618 Před 2 lety +1

    কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ

  • @mizansofficialvlogs8996
    @mizansofficialvlogs8996 Před 2 lety +1

    সুন্দর ۔۔কথা ۔۔۔inspiring.

  • @mdnaeim3684
    @mdnaeim3684 Před 6 lety +9

    Nice motivation,u r great

  • @allmiah9926
    @allmiah9926 Před 5 lety +6

    Kanna chole ashche. Tamatei parchina. Salute bro

  • @uniQueSantu
    @uniQueSantu Před 4 lety +24

    Sir, আমি india থেকে বলছি...
    আমি আপনার অনেক দিনের viewer....
    আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে....
    আপনি একটু reply দেবেন আমার আপনার সাথে একটু দরকার ছিল