Komentáře •

  • @FolkStudioBangla
    @FolkStudioBangla Před 5 lety +726

    গানটি লিখেছেন বাংলাদেশের পল্লী কবি জসীমউদ্দীন। একটু রিসার্চ করলেই জানা যায়, যারা গান গুলো লিখেছেন তাদের ক্রেডিট না দেয়াটা অসম্মানের।

  • @rahatkhan8874
    @rahatkhan8874 Před 2 lety +30

    এই গানটির গীতিকার বাংলা সাহিত্যের অন্যতম একজন বড় কবি।অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত এই গানটির গীতিকারের নাম খুুঁজে পাওয়া খুব কঠিন কোন ব্যাপার ছিলো বলে মনে হয় না।একজন স্রষ্টাকে তার ন্যায্য সম্মান দিলে নিজেদের সম্মান বাড়ে বৈ কমে না।

  • @mrmintu2660
    @mrmintu2660 Před rokem +22

    বঠো বৃক্ষের ছায়া যেমন রে... মোর বন্ধুর মায়া তেমন রে... সত্যি অসাধারণ একটা ভাওয়াইয়া গান 💙

  • @invinciblesiddique1427
    @invinciblesiddique1427 Před 2 lety +16

    এর জন্যই তিনি পল্লি কবি৷
    আর তাছাড়াও আমি ইন্ডিয়ান মুভি দেখি না। কিন্তু এই মুভিটাকে খুব ভালোবেসে ফেলেছি। কারন এই মুভিটা বাংলার সেই শিকরটাকে তুলে ধরেছে যাতে এপার বাংলা আর ওপার বাংলা আবদ্ধ ❣️

  • @dreamdesigner5790
    @dreamdesigner5790 Před 4 lety +53

    এটি একটি জনপ্রিয় পল্লীগীতি।গীতিকার ও সুরকার আমাদের সবার সুপরিচিত শ্রদ্ধেয় পল্লীকবি জসিমউদ্দিন।এমন ইতিহাস আশ্রিত সিনেমায় গীতিকার ও সুরকারের ভুল উপস্থাপন কাম্য নয়, ক্রেডিট না দেয়াটা অসম্মানের।

  • @rohitsaha882
    @rohitsaha882 Před 5 lety +22

    One of the most heart touching song ever made❤️....That scene in the theater made all cry...deserves a hats off to this beat

  • @kashfiaorpi3976
    @kashfiaorpi3976 Před rokem +3

    কালকেও এই মুভিটা দেখলাম, অসাধারণ একটা মুভি, আর গানগুলোও খুব সুন্দর। বিশেষ করে এই গানটা আর বৃষ্টি পড়ে টাপুর টুপুর গানটা। মুভিটা যত দেখি তত ই ভালো লাগে
    সীমান্তের বাঁধা না থাকলে আমিও যেতাম নবীন চন্দ্র দাসের রসগোল্লা খেতে 😇

  • @adritigaming1454
    @adritigaming1454 Před 4 lety +14

    গানের সুরে রসগোল্লা ভাসছে😍😍😍

  • @farizajoti4069
    @farizajoti4069 Před 2 lety +8

    গানটা শুনে মন থেকে কান্না চলে আসছে❤️❤️

  • @swarnalisaha9464
    @swarnalisaha9464 Před 4 lety +37

    It is a amazing song written by Jashimuddin🙏 and the voice of singers are very beautiful😊

  • @ilovetatamic1704
    @ilovetatamic1704 Před 2 lety +7

    গানটি শুনলে আপনা আপনি চোখ থেকে জল চলে আসে 😌😌😌🙏🙏🙏

  • @Abhijitvlog433
    @Abhijitvlog433 Před 4 lety +7

    গান টি যতবার শুনি বুকের ভিতর তা ফেটে যায়। কথা গুলি মন ছুয়ে যায়। গানের সুরে মন জুড়ে যায়। ধন্যবাদ একটি অসাধারণ গান উপহার দেওয়ার জন্য।

  • @talhakhaled3030
    @talhakhaled3030 Před 4 lety +26

    গান টি লিখেছেন বাংলাদেশের অন্যতম কবি "পল্লী কবি জসিম উদ্দীন"। গান টি অসামান্য সৃষ্টি তার।

  • @siamalwalid5967
    @siamalwalid5967 Před rokem +5

    Show due respect to our beloved poet Jasimuddin.He wrote the lyrics

  • @ajij-vs8zn
    @ajij-vs8zn Před 5 měsíci +1

    ব্যক্তি জীবনের বিরহকথা পল্লীকবি এমন দরদী ভাষায় প্রকাশ করেছেন যে, যুগ যুগান্তরে মানুষের কাছে নবযৌবন নিয়ে উপস্থিত হয় তার গানগুলি,,,চিরযৌবনা এ গানগুলো যেন আমাদের অব্যক্ত কষ্ট গুলোকে সাবলীলভাবে প্রকাশ করে,,,দুঃসময়ের বন্ধু হয়ে পাশে থাকে, আর মর্মবেদনা উপলব্ধি করে হয় সহানুভূতিশীল,🦋

  • @sanchitadey2241
    @sanchitadey2241 Před 5 lety +65

    অসাধারণ একটি গান আমার পছন্দের তালিকায়। মনটা উদাস হয়ে যায়।

  • @shanuzaman6411
    @shanuzaman6411 Před 3 lety +12

    রংপুর বিভাগের জনপ্রিয় ভাওয়াইয়া লোকসঙ্গীত, বন্ধু কাজল ভ্রমরা
    পল্লীকবি জসীমউদ্দীন রচিত এবং সুরারোপিত। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র "রঙিন রাখাল বন্ধু"-তে গানটি ব্যবহার করা হয়।

    • @ranjanchakraborty6283
      @ranjanchakraborty6283 Před rokem

      সমৃদ্ধ হলাম । এই গানটির ব্যপারে বিশেষ কিছুই জানতাম না ।
      ধন্যবাদ দিয়ে আপনাকে অসন্মান করব না !

    • @Song-lyrics...619
      @Song-lyrics...619 Před rokem

      কৃতজ্ঞতা জানাই এতো মূল্যবান তথ্যের জন্য 🙏

  • @aysha5145
    @aysha5145 Před 5 měsíci +2

    আমার বাড়ি বাংলাদেশ, আমি আজ এ গানটি আমার বিশ্ববিদ্যালয়ের অ্যানুয়াল ডে তে গাইবো....ভারতের পুনে বিশ্ববিদ্যালয়।
    আমি সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের বাংলাদেশকে যেনো ফিল করতেসি এমন লাগতেসে আমার আজ।
    ❤❤

  • @aninditasaha2107
    @aninditasaha2107 Před 5 lety +44

    সিনেমা টা অপূর্ব সুন্দর আর গান গুলোও অসাধারণ বার বার দেখতে ইচ্ছে হয়

    • @drwaingpicture...8769
      @drwaingpicture...8769 Před 4 lety

      কোথায়, কি ভাবে মুভিটি পাবো?

    • @mdsadikurjanansakib521
      @mdsadikurjanansakib521 Před 3 lety

      Sotty movie ta onek valo lage

    • @mirmosaddequehossain2780
      @mirmosaddequehossain2780 Před 3 lety

      It has no you tube channel, please upload it in you tube, please. 🇧🇩 Bangladesh Noakhali 🦋🦋🦋🦋

    • @luichroy5151
      @luichroy5151 Před 3 lety

      মুভির লিংক টা আমাকে দিতে পারবেন?

  • @tuhinmajumdar871
    @tuhinmajumdar871 Před 4 lety +4

    দারুণ।।কী দারুণ ক্যামেরার কাজ সেইরকম সুন্দর আবহ সংগীত পরিচালনা।

  • @bhashkarghosh45
    @bhashkarghosh45 Před 5 lety +5

    Aj cinemata dekhlm ....eisob gan n cinema Bangla cinema ta k alada jaigai nie jacche ....gan ta sunle onno jogot e chole Jai ....osadharon ....thank u pollikobi ...n also Pavel director of this cinema

  • @mahuabauri1369
    @mahuabauri1369 Před 4 lety +10

    কী বলব ভাষা নেই। বাঙালি জাতির তুলনা হয় না

  • @mrinalpaul6126
    @mrinalpaul6126 Před rokem +3

    এই গানটা আমার খুবই প্রিয় একটা গান। কবি জসিম উদ্দিন এর লেখনীতে একটা বিশেষ যাদু আছে।♥️❣️❤️💐💮🏵️🌸

  • @deephalder5548
    @deephalder5548 Před 2 lety +1

    আহা কি শুনলাম, মন প্রাণ সব যেন এক হয়ে গেল

  • @roniscreation3104
    @roniscreation3104 Před rokem +23

    আজকাল কার ছেলে-মেয়েরা এসব বাংলা গানের মর্ম কোনোদিনই বুঝবে না, যদিও আমি নবম শ্রেণীর ছাত্র ♥️

    • @joydebsarkar6640
      @joydebsarkar6640 Před rokem +1

      আমি বুঝি ভাই আমার এসব গান খুব ভালো লাগে

    • @chokher_bali.74
      @chokher_bali.74 Před 10 měsíci

      এই গানের মধ্যে কঠীন বাস্তবতা রয়েছে যা সবাই বোঝে না ❤

    • @miltonbepari8560
      @miltonbepari8560 Před 6 měsíci

      Thik. Jodio ami class 12

    • @sanjedaakter2524
      @sanjedaakter2524 Před 4 měsíci

      ​@@miltonbepari8560❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @MstSamoliAkter
      @MstSamoliAkter Před 3 měsíci

      Amio class 8

  • @bijoychauhan5153
    @bijoychauhan5153 Před 5 lety +6

    Eto sundar gaan satti puro rosogollar moton misti

  • @debapriyaguha8787
    @debapriyaguha8787 Před 5 lety +6

    Oshadharon ekti gan! Opekhae chilam Kobe video ta pawa jabe

  • @tintinftw
    @tintinftw Před 5 lety +2

    Gaan ta mon chuye gechilo. Gaan tar jonno cinema ta 3 bar dekhechi.....

  • @soumyashreebhattacharya2150

    Apurbo shundor eii gaan ebong ei cinema...chokher jol badha mane na..amio purbo bonger manush...gaanta amar tai ato priyo..❤

  • @nothing_is_over
    @nothing_is_over Před 5 lety +41

    You should respect the man who composed this heart touching traditional song, I mean Pallikobi Jasimuddin. plz give the credit otherwise you have no right to use this song in this movie.

  • @gopapauldas6824
    @gopapauldas6824 Před 4 lety +4

    My one of favourite song 👌👌👍👍

  • @ahanafthamid4373
    @ahanafthamid4373 Před 2 lety +4

    গানটি রংপুর এর রাজবংশী ভাষার একটি ভাওয়াইয়া গান। আমার বাংলার মাটির গান। আমার পল্লীকবি জসীমউদ্দিন এর লেখা গান। গীতিকার এর স্থানে তার নাম টা লেখা নেই এটা অনেক দুঃখজনক

  • @user-ik2ug6oe6f
    @user-ik2ug6oe6f Před 5 lety +10

    অসম্ভব সুন্দর ❤❤❤

  • @ushmijeba
    @ushmijeba Před 2 lety +3

    আমার বাংলা গান খুব ভালো লাগে। কিন্তু এই গানটা এত SPECIAL 🖤

  • @sajibsajib9236
    @sajibsajib9236 Před 5 lety +65

    পল্লিকবি জসীমউদদীন আমাদের দেশ ও জাতির জন্য গর্ব।।

    • @surojitmistry7327
      @surojitmistry7327 Před 4 lety +1

      আমরা কি সহজেই উনি আমাদের তিনি ওদের করে ফেলি তাই না
      কিন্তু লোকটাকে তার প্রতিভা তার দর্শন কে দুনিয়ায় সবচেয়ে লম্বা কাঁটাতার সবচেয়ে লম্বা বর্ডারটাও কম পড়ে যাবে যে আজ তিনি থাকলে তিনি বাংলার এই ভাগ কখনই মেনে নিতেন ভৌগলিক ভাবে বঙ্গভঙ্গ হলেও মনের দিক থেকে বাংলা আজও অবিভক্ত এক তা অনুভব করি যখন জসীমউদ্দীন, জীবনানন্দ, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল, মহেশ্বতা দেবীর লেখা পড়ি
      আমি আজও এক অবিভক্ত বাংলার বাসিন্দা মনে প্রাণে এই কথায় আমি বিশ্বাস করি 😊

    • @tanvinemon8933
      @tanvinemon8933 Před 3 lety

      @@surojitmistry7327 বাংলাকে এক করে দাও

    • @nishantv3838
      @nishantv3838 Před 3 lety

      @@surojitmistry7327 ,,,taile -Traditional deya keno

  • @omarfaruk6153
    @omarfaruk6153 Před rokem +1

    Speechless after listening from Croatia

  • @huzaifarahman1206
    @huzaifarahman1206 Před 3 lety +7

    ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে
    কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।।
    যদি বন্ধু যাবার চাও
    ঘাড়ের গামছা থুইয়া যাও রে
    বন্ধু কাজল ভ্রমরারে
    কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে
    বটবৃক্ষের ছায়া যেমন রে
    মোর বন্ধুর মায়া তেমন রে।
    বন্ধুরে, বন্ধুরে, বন্ধুরে।
    বন্ধু কাজল ভ্রমরারে
    কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে
    -------
    সুরকারঃ জসীম উদ্দীন
    গীতিকারঃ জসীম উদ্দীন

  • @pikukundu2088
    @pikukundu2088 Před 5 lety +11

    Chobi tao khub sundor ........sobaie khub valo kaj kore6e khubbbbbb mityyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy golpo😊😊😊😊😊😊😊😊amar pochonder gan tapur tupur😊😊😊😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @PoritoshRoy-hu5zn
    @PoritoshRoy-hu5zn Před 5 měsíci

    Amar khub prio akti gaan❤❤

  • @sakibalhasan7386
    @sakibalhasan7386 Před 3 lety +4

    এটি ১৯৭৬ সালে মুক্তি পাওয়া (রঙিন রাখাল বন্ধু) ছবির গান।
    গানটি লিখেছেন (জসিমউদ্দীন)
    গানটি গেয়েছেন (রুনা লায়লা)। বিস্তারিত জানতে,
    (উইকিপিডিয়ায় খোঁজ করুন)

  • @a.roriginals8391
    @a.roriginals8391 Před 5 lety +4

    Osadharon 😙😙😙

  • @nahidimran_shibly4069
    @nahidimran_shibly4069 Před 5 lety +9

    Love to
    বাংলাদেশের পল্লী কবি জসিমউদ্দিন

  • @sumandipchakraborty9178

    Gaaan ta ashadharon.. Sei rokhom film ta.. Ae gaan ta chokh bondho kore jotobar sunechi.. Mon ta bhari hoyeche.. Kintu ekta obdhut shanntona peyechi

  • @souvildutta1255
    @souvildutta1255 Před 5 lety +1

    Gaantir jonno apaksha korchilam....Eto din por dekhte o sunte parchi

  • @chokher_bali.74
    @chokher_bali.74 Před 10 měsíci

    গানটির মাঝে নিজের হারিয়ে যাওয়া অনুভূতি খুঁজে পাই। 😢❤

  • @farukahammed7017
    @farukahammed7017 Před 4 lety +1

    gaantir tulonai hoi na...superb!!!

  • @souptikghosh9261
    @souptikghosh9261 Před 3 lety +3

    অপূর্ব 👌👌

  • @farhadgeo7797
    @farhadgeo7797 Před 4 lety +1

    Darun..hkub khub sundor hoye6e

  • @md.arifkhan3265
    @md.arifkhan3265 Před 2 lety +1

    Bor ami Bangladesh theke bolci,, move ta onek sundor hoise

  • @rajasen4091
    @rajasen4091 Před 2 měsíci

    In 2024 এখনো ভালবাসি

  • @jayamandal9265
    @jayamandal9265 Před 5 lety +10

    অসম্ভভ ভালো একটা গান।

  • @esobanglapori6108
    @esobanglapori6108 Před 5 lety +5

    মনটা কোথায় যেন হারিয়ে যায় ।

  • @bornalimazumder4037
    @bornalimazumder4037 Před 5 lety +6

    Awesome movie and mesmerising songs...loved it

  • @asrafunnaher6402
    @asrafunnaher6402 Před 5 lety +8

    শ্রবণে সুধা!

  • @simamukherjee1500
    @simamukherjee1500 Před měsícem

    Khub valo lage

  • @mithusarkar6580
    @mithusarkar6580 Před 5 lety +1

    Mon chua jai
    Sotti protek ta gaan rosogollar motoni mishti
    Ar aii gaan ta dord ar mishti premer batha

  • @mdshorif8830
    @mdshorif8830 Před 4 lety +2

    Just awesome❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manasibiswas99
    @manasibiswas99 Před rokem +1

    অসাধারণ 💞😌

  • @mdshamim-dd4ds
    @mdshamim-dd4ds Před rokem

    Amar pevarit song

  • @PopCorn-hx3jx
    @PopCorn-hx3jx Před 3 lety +2

    Just wow

  • @MuradMusicStation
    @MuradMusicStation Před 5 lety +5

    বাংলাদেশের পল্লী কবি জসিমুদ্দিন

  • @SaifulIslam-wq2oy
    @SaifulIslam-wq2oy Před 3 lety +3

    এরা কী জসীম উদ্ দীনের নামটা শোনেনি?

  • @nazmunnity321
    @nazmunnity321 Před 4 lety +1

    Osadharon!!!

  • @ZisanAhmedOfficial
    @ZisanAhmedOfficial Před 5 lety

    Ai gaan ta atota dorod bhalobasha diye gaise...amar chokh diye pani aisha porse

  • @najmaakter8125
    @najmaakter8125 Před 9 měsíci

    Heart touch love u❤❤

  • @NureJannat3323
    @NureJannat3323 Před 2 lety +3

    এই কালজয়ী গানটির স্রস্টা পল্লীকবি জসিমউদ্দীন।
    কিন্তু কোথাও তার নাম দেখলাম না, অবিলম্বে এই গানে তার নাম যুক্ত করা হোক!

  • @ushmijeba
    @ushmijeba Před 2 lety

    Boto brikkher chaya jemon re....mor bondhur maya temon re🙃

  • @imranforazi3966
    @imranforazi3966 Před 3 lety

    Onek sundor gan ta...... 😭😭😭😭😭😭

  • @ThE-zk3lv
    @ThE-zk3lv Před 2 lety +1

    পল্লী কবি জসীমউদ্দীন♥️

  • @esogolpokori6704
    @esogolpokori6704 Před 5 lety

    Darun geye6o mou di....

  • @mh_nusrat
    @mh_nusrat Před 2 lety

    Gunta khub e sundor

  • @ronyetirony6793
    @ronyetirony6793 Před 4 lety

    Wow vem vem song i love this

  • @abiradhikary3370
    @abiradhikary3370 Před 2 lety +3

    ট্রেডিশনাল বলে চালিয়ে দিচ্ছেন কেন? গানটির গীতিকার এবং সুরকার বাংলাদেশের পল্লীকবি জসীমউদ্দীন।

  • @marahman7434
    @marahman7434 Před 3 lety +1

    ki hoice cheletar bondhur......koi gece....ar mam saheb ta khub cute cilo

  • @ananyaanuja6660
    @ananyaanuja6660 Před 4 lety +4

    গানটির ধরণ ভাওয়াইয়া, নদীর সাথে ভাটিয়ালি যায়, এটা মিস ম্যাচ।

  • @kanuchakraborty1741
    @kanuchakraborty1741 Před 4 lety +1

    গানটি শুনিয়া মনে হইতেছে কর্নে কেহ মধু ডালিয়া দিল

  • @tridibeshnanda8834
    @tridibeshnanda8834 Před 4 lety +2

    Lovely

  • @anushkadas5956
    @anushkadas5956 Před rokem

    Nice song 😊😊😊😊😊

  • @sabina3223
    @sabina3223 Před 5 lety +7

    Any one in 2019???

  • @technical.music2301
    @technical.music2301 Před 2 lety +1

    ২০২২ সালে গানটা শুনলাম💔💔

  • @belovedarfahi981
    @belovedarfahi981 Před 5 lety +3

    আমার দেখা বাংলায় শ্রেষ্ঠ ছবি?

  • @dulalsutradhar4911
    @dulalsutradhar4911 Před 3 lety +1

    Hard tacing song

  • @tufayelahmed2779
    @tufayelahmed2779 Před 5 lety +13

    গানটির সুরকার ও গীতিকার পল্লিকবি জসিমউদ্দীন..।

  • @tridibeshnanda8834
    @tridibeshnanda8834 Před 4 lety +2

    Moner somostho dukhhto kosto bhule thaka Jay jar gan ee sai to kalika prasad Bhattacharya.........

  • @SamiulIslam-hn7tm
    @SamiulIslam-hn7tm Před 2 lety

    গানটি আমাদের উত্তর জনপদিয় ভাষার মনে হচ্ছে।

  • @manishahalder1755
    @manishahalder1755 Před 5 lety +1

    Amar valobashar akta gan

  • @md.rubelmia2714
    @md.rubelmia2714 Před 4 lety +1

    Wow melody

  • @Nazrulislam-tl4xg
    @Nazrulislam-tl4xg Před 3 lety +1

    পল্লী কবি জসীম উদ্দিনের অমর সৃষ্টি

  • @tanmoymalakar7088
    @tanmoymalakar7088 Před 4 lety +1

    Miss You Sony🙂

  • @tanmoymalakar7088
    @tanmoymalakar7088 Před 4 lety +2

    Missing some moment

  • @user-gm7bs6ey4g
    @user-gm7bs6ey4g Před 2 lety +1

    কমেন্ট করতে এসে জানতে পারলাম এটা জসীমউদ্দিন স্যারের লেখা গান। থাম্বেলে অবশ্যই তার নামটি লেখা উচিত ছিল।

  • @RakibHasan-tm6mi
    @RakibHasan-tm6mi Před 2 lety +1

    প্রথম কথা গানট‌ি পল্লী ক‌বি জসীম উদ্ দী‌নের লেখা।‌দ্বিতীয় কথা মৌসু‌মি দি‌দি কে বল‌ছি, গান‌টি এক‌টি ভাওয়াইয়া গান। এখা‌নে গলার কাজ এবং উচ্চারণ একটু ভিন্ন,আপনার কন্ঠ অসাধারণ,কিন্তু একটু সময় নি‌য়ে গান‌টি আরও সুন্দর ক‌রে গে‌য়ে অন‌্য কোথাও আপ‌লোড করার জন‌্য আপনা‌কে অনু‌রোধ কর‌ছি।আপ‌নি চাই‌লে রথীন্দ্রনাথ রা‌য়ের গান‌টি শু‌নে দেখ‌তে পা‌রেন।‌তি‌নি গান‌টি অসাধারন ভা‌বে গে‌য়ে‌ছেন।

  • @shreyasidey18
    @shreyasidey18 Před 5 lety

    Khub sundar

  • @muktaghosh4161
    @muktaghosh4161 Před 4 lety

    So so nc😍😍

  • @amalprasadjana7472
    @amalprasadjana7472 Před 5 lety +1

    It's timender to me

  • @mdismailhossain446
    @mdismailhossain446 Před 3 lety +1

    "কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে" এটা হল সঠিক লিরিক। এখানে বলে "কয়া যান, কয়া যান" যেটা ভুল। প্রথমত বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের কথার ধরন এমন, ভাটিয়ালি গানে সেটাকে সম্মান করা উচিত, পরিবর্তন করে নিজের ভার্সন না গাওয়াই ভাল।আর দ্বিতীয়ত, এটার গীতিকার পল্লীকবি জসিম উদ্দিনও গানটা ওভাবেই লিখেছিলেন। সেটাকেও সম্মান জানিয়ে সঠিক ভাবেই গাওয়া উচিত। এই মুভির গান নিয়ে যারা কাজ করেছে তাদের আরও সচেতন হওয়া দরকার ছিল। শুরুতেই একটা কাওয়ালি কে বাউলদের মুখে গাইয়ে দিয়েছে। কাওয়ালি আর বাউল সম্পূর্ণ ভিন্ন ঘরানার গান।

  • @arafatkhan7645
    @arafatkhan7645 Před 4 lety

    পল্লীগীতি😍

  • @manishamandol397
    @manishamandol397 Před rokem

    ❤❤❤❤

  • @sanjidadeepa3868
    @sanjidadeepa3868 Před 2 lety

    - মোহর বন্ধুর মায়া 🙂🖤

  • @mitughosh186MITU
    @mitughosh186MITU Před 8 měsíci

    ❤❤❤