যে ছিলো দৃষ্টির সীমানায় - শাহনাজ রহমতউল্লাহ || Je Chilo Dhristir Simanay - Shahnaz Rahmatullah

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • গানঃ যে ছিলো দৃষ্টির সীমানায়
    কন্ঠঃ শাহনাজ রহমতউল্লাহ
    "যে ছিলো দৃষ্টির সীমানায়" গানটি শাহনাজ রহমতউল্লাহর একটি অনবদ্য সৃষ্টি। ব্যক্তিগত ভাবে আমার খুবই পছন্দের একটি গান।
    প্রয়াত এই কিংবদন্তী শিল্পি অমর হয়ে থাকবেন তার গাওয়া অসংখ্য বাংলা গানের মাঝে। "একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়" গানটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় রেকর্ড করেছিলেন শাহনাজ রহমতউল্লাহ। যেই গানে ছিলো দেশপ্রেমের কথা। নাড়িয়ে দেয় মনকে।
    "যে ছিলো দৃষ্টির সীমানায়" গানটিও আপনাকে ছুঁয়ে যাবে বলেই আমার বিশ্বাস।

Komentáře • 480

  • @AzadHossain-oy1ou
    @AzadHossain-oy1ou Před měsícem +16

    ছবি ছিল সাদা কালো, দিন ছিল সোনালী, মন ছিল রঙীন, কোথায় হারিয়ে গেল সেই দিন!

  • @anisrahman3497
    @anisrahman3497 Před rokem +342

    অত্যন্ত দুর্ভাগা ভদ্রমহিলা। তার গাওয়া একাধিক গান বেঁচে থাকবে অনন্তকাল। মজার ব্যাপার হলো রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় সংগীত হিসেবে বিবেচিত " জয় বাংলা, বাংলার জয়" এবং বিএনপির দলীয় সংগীত " প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ" দুটি গানই তার কন্ঠে গাওয়া। এ রকম অসাধারণ কন্ঠ আর কখনো ফিরে পাব না। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তার গাওয়া গান দলীয় সংগীত হিসেবে গ্ৰহন করেছেন শুধু এই অপরাধে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে প্রাপ্য সম্মান পেলেন না। আপনার জন্য সমগ্ৰ জাতির পক্ষে আমার সশ্রদ্ধ সালাম।

    • @mdsharifshaifulislam8235
      @mdsharifshaifulislam8235 Před 7 měsíci +2

      ভালোবাসা ওভিরাম

    • @M1ronHasan
      @M1ronHasan Před 7 měsíci +6

      Right

    • @mahtabmawla8792
      @mahtabmawla8792 Před 7 měsíci

      Shei tulonay Thakur r dui ta gaan dui desher 🇧🇩🇮🇳national anthem ❤

    • @learntolivealone3406
      @learntolivealone3406 Před 6 měsíci +6

      তাঁর মতো সংগীত প্রতিভা এ উপমহাদেশে বিরল। ❤❤❤❤

    • @vabnaart-fx4wh
      @vabnaart-fx4wh Před 6 měsíci +6

      জেমস এর বাংলাদেশ গানে যদি বঙ্গবন্ধু অথবা জিয়াউর রহমান দুইজনের একজনের নাম বাদ দিতো তাহলে সেটা প্রতিদিন বাজাইতো

  • @reshma996
    @reshma996 Před rokem +199

    এ গান এফএমএ শুনে আমার আব্বু গভীর রাতে নারায়ণগঞ্জ (কর্মক্ষেত্র) থেকে হেঁটে নরসিংদী(বাড়িতে) চলে এসেছিলেন,আম্মু খুবই অসুস্থ ছিলো তখন,আব্বুর মনে ছিলো আম্মুকে হারানোর ভয়!!
    বড় হওয়ার পর আব্বুর কাছে শুনেছিলাম এই গল্পটা,এরপর প্রায়ই এ গানটা শুনতে আসি,আজও আসলাম(২০২২)

    • @md.borhanuddin5086
      @md.borhanuddin5086 Před rokem +16

      প্রিয়জন কে হারানোর ভয়ে ওনি এত দূরের পথ একাই হেটে চলেগেছেন এটাই রিয়েল লাভ,,,

    • @robiulislamfaysal9947
      @robiulislamfaysal9947 Před rokem

      💛🙂

    • @popybanik7925
      @popybanik7925 Před rokem

      ❤❤❤

    • @P.Haque.9243
      @P.Haque.9243 Před 11 měsíci +6

      আপনার বাবা-মায়ের সুস্থতা কামনা করছি।

    • @freespirit9769
      @freespirit9769 Před 11 měsíci +2

      Allah onader mato ashol valobasa sob husband wife er moddey dik, sob husband wife onk goveer bindone jukto takuk. Ameen. Ekon er relationship gulu aktu vetore duke deklei deka jai sobgulu fake, otoba valobasa sunno sudu badone atkano

  • @mamunkhandaker1351
    @mamunkhandaker1351 Před 8 měsíci +36

    যতটুকু ভুল হয়েছিল তার চেয়ে বেশি ভুল বুঝেছিল। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই গান বেঁচে থাকবে। গানটা শুনলে কি যে অনুভূতি আসে সেটা আপনাদেরকে বুঝাতে পারবো না অতীতের সব স্মৃতি দুঃখ কষ্ট বেদনা আনন্দ সবকিছু ভিড় করে এই মনের দুয়ারে এই কিংবদন্তি শিল্পী কে জানাই বিনম্র শ্রদ্ধা।

    • @mdekram2567
      @mdekram2567 Před 6 měsíci +1

      ভাইয়ের মনে হয়,গানের কলিগুলো অতীতের কোন ঘটনার সংগে একটু বেশিই মিলে যায় তাই এত অসম্ভব,,,,,,,,, অনুভূতি।ব্যাপার না ভাই আপনার সাথে আমরাও কয়েকজন আছি

  • @mdmohidur3735
    @mdmohidur3735 Před rokem +39

    আসলেই সেই চেনা মুখ কতদিন দেখিনি।হয়তো আর দেখাও হবে না।অথচ একটা সময় তার সাথে কত সময় কেটেছে😢।কত সৃতি😢😢

    • @Sahanasiddique-cb2ym
      @Sahanasiddique-cb2ym Před 11 měsíci

      Srityer janala khule cea thake tomai dekbo bole

    • @AdibaBuri-ed5hb
      @AdibaBuri-ed5hb Před 4 měsíci

      😢😢

    • @deenachowdhury4776
      @deenachowdhury4776 Před 4 měsíci

      ঠিক আমার মনের কথা গুলো আপনে বলে দিলেন ৷ কি যে এক ধরনের কষ্ট তা কোন ভাবেই বুঝানো সম্ভব না ৷ অনেক ব্যস্ততার মধ্যে নিজের জন্য যখন একটু সময় করতে পারি, তখনই এই গান টা শুনি আর মনে মনে ভাবি কি থেকে কি হয়ে গেলো ৷ 🇨🇦

    • @user-ef4nq8hu9p
      @user-ef4nq8hu9p Před 3 měsíci

      Yes ami o

  • @abir8902
    @abir8902 Před 2 lety +125

    মানুষ কত সুন্দর ভাবে বলদে যায় তাই না।কত স্মৃতি, কত কথা এ সব কথা মনে পরলে চোখ থেকে মনের অজান্তেই জল গরিয়ে পরে। গানটার সাথে কত স্মৃতি জরিয়ে আছে,, বলে শেষ করা যাবে না,,,, খুব মিস করি তাকে,,,,,,, 😢 😢😢

  • @rubelsarkar7177
    @rubelsarkar7177 Před rokem +82

    কিংবদন্তী এ শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো, তার অনবদ্য সৃষ্টি যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয় ছুঁয়ে যাবে।

  • @sheuliakter8369
    @sheuliakter8369 Před 6 měsíci +23

    আমার প্রিয় শিল্পি বাংলাদেশে এরকম মায়া কন্ঠ আর কখনও আসবেনা।অদ্ভুত সুরে হারিয়ে যাই বারবার।

  • @sujankhan168
    @sujankhan168 Před 28 dny +2

    মায়াবি কন্ঠ আর মধুর সুরের মুর্চনায় হারিয়ে গেলাম।❤

  • @rituakter8213
    @rituakter8213 Před 3 lety +43

    মায়াবী সুর সংগীত অসাধারণ কণ্ঠ
    আই লাভ ইউ শাহনাজ রহমতউল্লাহ ম্যাডাম।
    আল্লাহ্ আপনাকে জান্নাত বাসি করুক।
    আমিন।

  • @alamgirmohiuddin6745
    @alamgirmohiuddin6745 Před rokem +10

    আমার বাবা পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। তার সাধ্যমত আমাদের ভালোবেসেছেন। যতদিন পৃথিবীতে এই বাবা নামক মানুষটি ছিল বুঝিনি তার শূণ্যতা। প্রায় তিন বছর হলো আমার বাবা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আজ খুব বেশী মনে হয় এ গানটি যেন এ বেদনা থেকেই লেখা ও ‍সুর করা হয়েছে।

    • @jacuzziworld
      @jacuzziworld Před 4 měsíci

      baah apnr kotha mon chuye gelo. apnr babake jeno Allah jannat nosib koren doa roilo.

  • @azizulislam3295
    @azizulislam3295 Před 3 měsíci +4

    বিবিসির জরিপে বাংলা ভাষায় গান গাওয়া শিল্পীদের মধ্যে এক হতে বিশটি গানের মধ্যে শাহানাজ রহমত উল্লার গাওয়া চারটি গান স্থান পায ভারতের কত বাঘাবাঘা শিল্পীদের একটি গান ও স্থান পায় নাই ।এই শিল্পী জীবিত থাকতে সঠিক মূল্যায়ন পায়নি । জীবনের শেষদিকে বেশ কিছু বছর কোন গান গাননি । এই পরিবারের কাছে বাংলাদেশ চলচ্চিত্র ও চলচ্চিত্রের গান মানুষের মনে যুগ যুগ ধরে বেঁচে থাকবে ।

    • @souravde2357
      @souravde2357 Před 3 měsíci

      BBC bhokti is just a colonial hangover … BBC is not the last word in deciding

  • @user-us4xh4mv2n
    @user-us4xh4mv2n Před 10 měsíci +27

    কি অসাধারণ গান.. কি দরদ কি আবেগ।
    গিতীকার ও সুরুকার এবং কণ্ঠশিল্পী শাহনাজ রহমাতুল্লাহ কে।
    স্যালুট এবং অন্তর অন্তর স্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই ❤❤

  • @asmziauddinahmed1764
    @asmziauddinahmed1764 Před 8 dny

    ওনার মতো এত বড় শিল্পীর পুরস্কার বা পদকের প্রয়োজন নাই, কারণ ওনার গান অনন্তকাল মানুষের মাঝে থেকে যাবে। বাংলা দেশাত্মবোধক গানের সর্বকালের সেরা গানগুলির মধ্যে ওনার একাধিক গান আছে।

  • @rehanaparvin5402
    @rehanaparvin5402 Před 2 lety +46

    যত খানি সুখ দিয়েছিলো
    তার বেশী ব্যাথা দিয়ে গেল
    স্মৃতি তাই আমারে কাঁদায়।
    😥😥😥😥😥😥😥😥

    • @aliraihan4696
      @aliraihan4696 Před rokem +1

      এটা জগতের নিয়ম। জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন, যে যাবার সেই চলে যাবে।তারপর নিজেকে ভালোবাসুন।

    • @riadmahmud3350
      @riadmahmud3350 Před rokem

      tai aponi kadte janen

    • @alimahmudfaisal7885
      @alimahmudfaisal7885 Před rokem

      ভালোবাসা এমনি

    • @abcdeichi
      @abcdeichi Před rokem

      This words makes us emotional and cry❤

  • @imtiazahmedrana4924
    @imtiazahmedrana4924 Před 2 lety +40

    যতবার ঐ গান টা শুনি,, ততবারই চোখ দিয়ে পানি পড়ে..!

  • @ishtiaqueahmed3775
    @ishtiaqueahmed3775 Před 7 měsíci +6

    Madam Shanaz Rahmatullah died on 23 March 2019 of a heart attack at her residence in Baridhara at the age of only 67. May Allah forgive and grant her Jannat ul Ferdous. Thanks to Late Shanaz Rahmatullah for presenting hundreds of unforgettable songs. Bangladesh will remember her for these significant contributions.

  • @muhammadwahidulislam6494
    @muhammadwahidulislam6494 Před 2 lety +18

    কতো পুরাতন গান। যতবার শুনি ততবারই ভালো লাগে। অস্থির সুর। সেই চেনা মুখ কোথায় হারিয়ে যায়। যতোটুকু ভুল হয়েছিল তার বেশি ভুল বুঝেছিল। সে হারালো কোথায় কোন দূর অজানায়

  • @rebekasultana8229
    @rebekasultana8229 Před 2 měsíci +2

    আমার পছন্দের একজন শিল্পী । তাঁর গাওয়া প্রত্যেকটা গান আমার ভীষণ ভালো লাগে। আল্লাহ সহজ করে দিন তাঁর জীবনে বাকী দিনগুলি। আমীন ,,,

  • @d_96
    @d_96 Před 2 lety +57

    কিছু লাশ আজও তার খুনীকে ভালোবাসে 💔

    • @d_96
      @d_96 Před 2 lety +1

      @Shopna Khan ডায়লগ নয়, আমার মনের কথা বলছি।

    • @RahulRoy-he4fh
      @RahulRoy-he4fh Před rokem

      @Shopna Khan eta onar dialogue na ei dialogue ami er ageo onek bar sunechi.uni copy korchen

    • @mdalomgir7320
      @mdalomgir7320 Před rokem

      চমৎকার অসাধারণ উক্তি

    • @ferdousalamsiddiqui2990
      @ferdousalamsiddiqui2990 Před 10 měsíci

      1:55 1:57 1:58 1:59 2:00

    • @ShahAlam-pu9fw
      @ShahAlam-pu9fw Před 10 měsíci +2

      আপনি কে ভাই? সাধারনের মুখে এই উক্তি আসার কথা নয়! আপনার দুঃখ ভরা মলিন মুখে ছুয়ে দিতে মন চায়। ভাল থাকার চেষ্টা করবেন। জীবন মূল্যবান, আপনাকে আপনার চেয়ে কেউ বেশি ভালবাসবে না।

  • @abdullahalsakib5323
    @abdullahalsakib5323 Před rokem +13

    বউকে পাশে নিয়ে শুনতেছি।
    আর জীবন উপভোগের জন্য চাঁদ ও তারা দেখতেছি💗

  • @mdalmamunsiddiqe5516
    @mdalmamunsiddiqe5516 Před 3 lety +18

    গানটি শুনলে আমার ভালোবাসার মানুষটির কথা মনে পড়ে যায় ।।। খুব ভালোবাসতাম তাকে।।।। গানটির সাথে আমার জীবনের অনেকটা মিল রয়েছে ।।

  • @sirajulhaque5625
    @sirajulhaque5625 Před 2 lety +10

    আহ্
    গানটি হৃদয় থেকে তুলে আনা।
    সত্যিই অসাধারণ।
    বলার কিছু নেই।

  • @parvezakter8786
    @parvezakter8786 Před 2 měsíci

    এমন‌ অসাধারন‌ প্রতিভা‌ সুধু‌ এই‌ বাঙলাতেই‌ জন্মে ।‌ সত্যি এই‌ চেনা‌ মুখ‌ আর‌ এই‌ চেনা‌ সুর‌ কত‌ দিন‌ সুনি‌ নি‌।‌ বেচে‌ থেকো‌ অনন্ত কাল‌ তুমি‌ এই‌ অভাগা‌ বাঙ্গালি জাতির‌ প্রানে‌ যখনি‌ তোমার‌ কন্ঠের গান‌ সুনবে‌ এই‌ জাতি‌ আর‌ তখনি‌ তুমি‌ শরোদ্ধা‌ ভরে‌ আমাদের‌ মনে‌ শৃতি‌ চারিত‌ হবে।

  • @srupom5137
    @srupom5137 Před 8 dny +1

    আমার মায়ের অসম্ভব প্রিয় গান,
    সেই ছোট থেকে শুনে যাচ্ছি।
    শাহনাজ রহমাতুল্লাহ ম্যাম অন্যান্য🖤
    এখানে শাহনাজ রহমাতুল্লাহ্(ম্যাম)এর ছবি ব্যবহার করা হলেও মূলত,এটা শাহনাজ ম্যামের কন্ঠ নয়।
    এটা ২০০৬ সালে ক্লোজআপ নাইনে
    "সাবরিনা রহমান বাঁধন" এর গাওয়া গানের কন্ঠ। বর্তমান বাঁধন ম্যাম সহকারী সচিব।
    অর্পূব শিল্পচর্চা,গানের কথা মালার যেখানে যে সুর/তাল প্রয়োজন ছিলো সবই পরিপূর্ণতা পেয়েছে।
    কোথাও কোথাও শাহনাজ ম্যাম কেও হার মানিয়েছেন।
    গীতিকার -মনিরুজ্জামান মনির
    সুরকার -আলাউদ্দিন আলী

  • @alauddinfahad3084
    @alauddinfahad3084 Před 8 měsíci +7

    From generation to generation, many singer will continue to cover this song. None will surpass amazing combination of voice, music, lyrics, and tune. Only a few bengali song could touch standard of this song!

  • @ahmedromanmridha3682
    @ahmedromanmridha3682 Před 5 měsíci +1

    এমন মায়াবী কন্ঠ সৃষ্টি কর্তা প্রদত্ত উপহার।
    এই গানটি সকল প্রজন্মের জন্য একটি কালজয়ী গান

  • @fhaminaaktersamme3379
    @fhaminaaktersamme3379 Před rokem +4

    গানের কথা ,শিল্পীর প্রতিভা মন ছুঁয়ে যায় । এই গান গুলো দেখলে মনে হয় এখনের গান গুলো সেই তুলনায় অনেক পিছনে , সঠিক সংস্কৃতি চর্চা তখনই হতো । ❤

  • @tanukitchen40
    @tanukitchen40 Před rokem +29

    এই গানটা শুনলেই একজন মানুষের কথা মনে পড়ে যায়। চোখে পানি চলে আসে।

  • @abdulalim-vw8xz
    @abdulalim-vw8xz Před 4 měsíci +1

    গানটি শুনলে কেন জানি পুরনো কিছু কথা কিছু স্মৃতি মনে পড়ে যায়। গানটি আমার জীবনের সাথে একদম মিলে গেছে। ভালো থাকুক প্রিয় মানুষ টা😢

  • @farhanaakter9726
    @farhanaakter9726 Před 2 lety +13

    সেই চেনা মুখ কতদিন দেখিনি, আসলেই তাই। মনে হয় গানটি শুধু আমার জন্য‌ই লেখা।।

  • @MdSirajulislam-mt3yz
    @MdSirajulislam-mt3yz Před 4 měsíci

    সে হারালো কোথায় কোন দূর অজানায় সেই চেনা মুখ কতোদিন দেখিনি।
    এক কথায় অসাধারণ গান

  • @ferozahmed5844
    @ferozahmed5844 Před 2 měsíci +1

    She is a top class singer above all with fantastic
    Voice quality ever born in Bangladesh.

  • @mkzaman2688
    @mkzaman2688 Před 2 lety +17

    গানটার প্রেমে পড়ে গেছি, হঠাৎ মন খারাপ হলে, গানটা শুনি।

  • @user-bv8mm6kz6g
    @user-bv8mm6kz6g Před 7 měsíci +1

    আমি শতভাগ শিউর দিয়ে বলতে পারি এমন কিংবদন্তি বাংলাদেশে আর আসবেনা
    কি অসাধারণ মেলোডি...
    দোয়া রইলো ওনি যেখানে আছে আল্লাহ যেন ভাল রাখে

  • @KhairulIslam-qv9ow
    @KhairulIslam-qv9ow Před 7 měsíci +1

    সেরা ম্যাম! আপনি এমন এক লিজেন্ড যিনি অসাধারন গান দিয়ে থাকবেন শতক এর পর শতক। বেশী অসাম বেশী জোস, সেরা ম্যাম সেরা!

  • @imrulkayes5020
    @imrulkayes5020 Před 2 lety +6

    মানুষ কত দ্রুত কতো সুন্দর ভাবে বলদে যায় তাই না? শেষের দিন গুলোতে তুমি আমাকে যে কষ্ট দিলে কখনোই ভাবিনাই তুমি এত কষ্ট দিতে পারো আমাকে। খুব বেশি মিস করি তোমাকে। অনেক ভালো থেকো!

    • @raselsuman
      @raselsuman Před rokem +1

      আল্লাহ ভালো রাখুক

  • @SaidulIslam-xp8pb
    @SaidulIslam-xp8pb Před 5 měsíci +2

    ।।। আমার অনেক পছন্দের একটা গান
    ধন্যবাদ এতো সুন্দর একটি কন্ঠ দিয়ে গানটি উপহার দেওয়ার জন্য।।। ১৭/০৩/২০২৪
    ❤সাইদুল /সখিপুর, টাংগাইল ❤

  • @mohsinparvez3973
    @mohsinparvez3973 Před rokem +6

    হাজারো মুখের ভিড়ে ,আমার সেই চিরচেনা প্রিয় মুখটা কে খুজে বেডায়।
    যতটুকু ভুল হয়েছিলো তার বেশি ভুল বুঝে ছিলো

  • @nusaibaliya1129
    @nusaibaliya1129 Před rokem +21

    দুঃখিত প্রিয়,তোমাকে আবার মনে পড়ে গেলো😥 সুখে থাকো স্ত্রী সন্তান নিয়ে।

  • @saymaferdoushi311
    @saymaferdoushi311 Před měsícem +1

    আলহামদুলিল্লাহ দারুণ কন্ঠ

  • @patriotic5932
    @patriotic5932 Před 11 měsíci +6

    প্রিয় মানুষকে হারানোর কষ্ট যে কত বেদনার তা যে হারাইছে সে জানে।

  • @fahimaakther523
    @fahimaakther523 Před rokem +3

    একটা সময় ছিল এ গানটা ইচ্ছা হলেই গাইতাম আর এখন শুনলেও চোখের পানি ঝরঝর করে পড়ে। মানুষের জীবনের সাথে সাহিত্যের কথা গুলো মিলে যায়।

  • @user-hk8uj9xr9d
    @user-hk8uj9xr9d Před 3 měsíci

    কন্ঠস্বরের প্রেমে পড়ে গেলাম,,কি কোকিল কন্ঠ মাশাআল্লাহ

  • @sabina3620
    @sabina3620 Před 2 lety +10

    সে হারালো কোথায় কোন দুর ...... অস্থির সুন্দর গান

    • @sakibahmmed5334
      @sakibahmmed5334 Před rokem

      সত্যি আপু অসাধারন এই গানটা

  • @shimulahmed8559
    @shimulahmed8559 Před 2 lety +7

    প্রিয় অন্তরা॥
    আজ যেমন আমি তোমাকে ভালবেসে অবহেলিত হয়তো কোন একদিন তুমিও আমাকে ভালবাসবে তার চেয়ে বেশি কিন্তু সেই ভালোবাসাটা সময়ের ব্যবধানে হারিয়ে যাবে!

    • @zishanzio9652
      @zishanzio9652 Před 9 měsíci

      এটা আপনার ফেইক কনফিডেন্স।অন্তরারা এসব মনে রাখেনা

  • @TrzTangail93
    @TrzTangail93 Před 10 měsíci +1

    এই সেই গান হাজারো ব্যাস্ততার মধ্যেই একটু খানি একাকী বিষন্ন ভগ্নহৃদয় নিয়ে
    তোমাকে মনে করি,ভালো থাকো তোমার স্বামী সন্তান নিয়ে দোয়া রইলো,😢😢এই কথা লিখে সৃতি হিসেবে রেখে গেলাম,

  • @Rakerake-nr2lc
    @Rakerake-nr2lc Před 3 měsíci

    Never born never ever.......As a great singer As her. We, all the people of Bangladesh "L❤❤❤ve you ".

  • @shahidibnhasan5358
    @shahidibnhasan5358 Před rokem +2

    ডালিম তুমি আমাকে ক্ষতবিক্ষত করে দিয়ে যে কোথায় কোন অজানায় গেলে চলে,,, তোমার অভাগা জীবনে কি-ই বা পেলে! একবার জানতে চাওনি তোমার চির বিরহী,,, আমি শুধু-ই একা, জানি কোনদিন পাবনা আর তব দেখা,,

  • @rstv9565
    @rstv9565 Před rokem +2

    যতখানি সূখ দিয়েছিল
    তার বেশী ব্যাথা দিয়ে গেল
    স্মৃতি তাই আমারে কাঁদায়।।
    যে ছিল দৃষ্টির....................
    এই গানটা না গাইলে কি-ই নয়???

  • @NitayChan
    @NitayChan Před 8 měsíci

    এই গানটি পুরো আমার জীবনের চরম সত্যি কথাগুলি।আমার হৃদয়ের গভীরের কথা গুলো এই গানটি বলা হয়েছে। 🙄😒😔😓🥲

  • @mr.sushant4572
    @mr.sushant4572 Před rokem +9

    আজ কতো বছর হলো মধ্যরাতে বালিশে মাথা দিয়ে এই গান শুনতে শুনতে কোথায় যে হারিয়ে যাই...!

  • @nazmulhussain1151
    @nazmulhussain1151 Před měsícem

    A humble tribute to this legendary artist, his inimitable creations will touch the hearts of generation after generation.❤

  • @nusratkamal9884
    @nusratkamal9884 Před měsícem +1

    অ সা ধা র ণ !!!
    💙💙💙💙

  • @emonhossain9305
    @emonhossain9305 Před rokem +1

    বদলে যাওয়া শহরে, তোমার বদলে যাওয়ায় খুব বেশি অবাক হইনি প্রিয়।
    খুব ইচ্ছে করে জানতে, এতোটাই জরুরি ছিলো হঠাৎ বদলে যাওয়াটা,,
    এতো রঙের ভিতর আজও আমার রঙটা বদলাতে পারিনি😭😭

  • @thisissafran7757
    @thisissafran7757 Před měsícem

    কত সুন্দর গানের ভাষা৷।। ❤

  • @most.tajnurakter8796
    @most.tajnurakter8796 Před rokem +4

    মানুষ হৃদয় ভরা স্মৃতি দিয়ে হারিয়ে যায়☺

  • @tahminamasud8255
    @tahminamasud8255 Před 6 měsíci

    সেই চেনা মুখ কতদিন দেখিনি। অপূর্ব। অসাধারণ।

  • @fmshamimahmmed2469
    @fmshamimahmmed2469 Před 9 měsíci +5

    How someone can sing so melodious; incredible!!

  • @tithibachhar1567
    @tithibachhar1567 Před rokem +30

    চেনা মুখটাও সময়ের ব্যবধানে ধীরে ধীরে কেমন যেনো ঝাপসা হতে থাকে........তবুও স্মৃতিগুলো পিছু ছাড়ে না।। স্বপ্নগুলো কাটা হয়ে অন্তরে আঘাত করে যায়,,,,,,,,০১/১১/২০২২

  • @hasantanvir789
    @hasantanvir789 Před rokem

    অনেকের হয়ত প্রেমঘটিত বিষয় নিয়ে মনে পরে যায় তার প্রিয় মানুষ টাকে।
    কিন্তু, এই গানে আমার জীবনের একটা রংগীন অধ্যায় জরিত। কোন প্রেম নয়। তবে সেই মুহুর্ত গুলা আর সেই জীবন টা খুব মিস করি। এখনো শুনি সেই ২০০৯ থেকে। জীবন বড়ই অদ্ভুত, কত কত পরিবর্তন। চোখের পলকেরি বদলে যাচ্ছে।

  • @AdnanRobyn
    @AdnanRobyn Před 6 měsíci

    This one, and "Khola Janalay Raat" was my mother's favorite song.
    From Saskatchwan, Canada.

  • @giyasuddin2555
    @giyasuddin2555 Před 5 měsíci

    এই গানটি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তারপরেও এটিই বারবার শুনি। কারণ কি জানেন,এই গানের প্রতিটা লিরিক্সের সাথে আমার প্রিয়াকেও দেখতে পাই..৷ 😭

  • @abdullahalmamun4499
    @abdullahalmamun4499 Před 2 měsíci

    I didn't paint my dream looking at those familiar eyes.
    He was in control of my laughter and cries.
    Didn't see that familiar face for a long time.
    I couldn't say he was totally mine.

  • @sochinmarma1151
    @sochinmarma1151 Před 6 měsíci

    প্রকৃত ভালোবাসার অনুভূতিটা ভীষণ সুন্দর।। তোমার সাথে ভুল করে বুঝেছি - আমি শুধু তোমাকেই ভালোবাসতাম, কেবল তোমার সাথেই আমার ভালোবাসা ছিল, কিন্তু প্রকৃতির নিয়তি.....তুমি আমার হৃদয়ে আছো প্রতিটি মুহুর্তে, প্রতিটি ক্ষণে।।। ভালোবাসি রি 🙏🙏

  • @RaselAhmedOfficial-4084
    @RaselAhmedOfficial-4084 Před měsícem

    এই গান টি কভার করবো । অসাধারণ একটা গান❤❤

  • @truthspeaker12
    @truthspeaker12 Před rokem +2

    বাংলাদেশে থাকতে এই গানগুলা কখনো মন দিয়ে শুনা হয়নি, এখন মনে হয় এই গানের থেকে সুন্দর গান পৃথিবীতে নেই 🙂

  • @razzak1952
    @razzak1952 Před 2 měsíci

    A sweet touch of 70’s smell!

  • @maslam6404
    @maslam6404 Před 28 dny

    বাংলাদেশের ম্যাডাম নুর-জাহান

  • @thisissafran7757
    @thisissafran7757 Před měsícem

    আহ কি মধু মাখা কণ্ঠ।।।

  • @antorroy2846
    @antorroy2846 Před 9 měsíci +1

    সেই চেনা মুখ কতদিন দেখিনি;
    তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।

  • @solaimanrazi-ll3yp
    @solaimanrazi-ll3yp Před rokem

    আমার সবচেয়ে প্রিয় ও ভালো লাগা গানের একটি। ছোট বলায় কিশোর বেলায় শুধু এই গান গানের ডালিতে শুনার জন্য অধির আগ্রহে বসে থাকতাম।

  • @NitayChan
    @NitayChan Před 7 měsíci

    কতো ভালবাসতাম তাকে,তাকে ছেড়ে বেচে থাকার কথা কল্পনাও করতে পারতাম না। সেও আমাকে ভালোবাসতো কিন্তু হঠাৎ করে কেমন যেন সবকিছু বদলে যেতে লাগলো,সেই চেনা মুখ অচেনা হয়ে গেল। সেই চেনা মুখ কতো দিন দেখিনি।🙄😟😟😢😢🥲🥲🥲

  • @ruhenabahar994
    @ruhenabahar994 Před 3 měsíci

    জয় বাংলা বাংলার জয় এই গানটা শাহনাজের আপন ভাইয়ের রচনা ও সুর😊

  • @dangabazzar3388
    @dangabazzar3388 Před měsícem

    Ekhno onar voice legendary
    Onar ekta talk show dekhe ami obak hoyesi ato sweet ekta voice ato expert
    Onake Bangladesh 71 er por band koresilo kalo talikay pore abar bad side

  • @AISLokmanHakim
    @AISLokmanHakim Před 11 měsíci +2

    কন্ঠটা এত শ্রুতিমধুর❤❤❤

  • @sakibahmmed5334
    @sakibahmmed5334 Před rokem +3

    সুরুটা হয় দুজনে
    কান্নাটা সুদুই একজনের....

  • @khasanshowkat261
    @khasanshowkat261 Před rokem +2

    আমরা যেহেতু গোলাকার পৃথিবীতে বাস করি সেহেতু আমি চাই তোমার সঙ্গে আমার দেখা হউক,,
    জানি অপলক দৃষ্টি তাকিয়ে থাকতে পারবো না,,
    তবে আড়চোখে একপলক তাকানো যায় এমন পরিবেশ টাও যেন না আসে,,,
    সেই তাকানোওর চোখেও যেন না পড়ি আমি,,,
    তবুও আমার জানার ইচ্ছে জাগে,,,,?
    আমি চাই তুমি ভালো থাকো,,,,
    মাঝে মধ্যে প্রচুর পরিমাণ কষ্ট নিয়ে
    ঘৃণা করতে ইচ্ছে করে,,,,,!
    তোমার দেওয়া মিথ্যা অপবাদ অপমানের বোঝা এখনো বহন করি আমি,,
    সেদিন যদি মিথ্যা অপবাদ গুলো না দিয়ে বলে দিতে তুমি আমার হয়ে থাকতে পারবেন না,,,,
    আমি হাসতে হাসতে তোমার থেকে দূরে সরিয়ে আসতাম,,,
    কিন্তু তুমি আমার সম্মান নিলামে তুলে দিয়েছিলে,,,।
    সেদিন বোবাকান্না হৃদয় ক্ষত-বিক্ষত হয়ে গেলেও আমি নির্দোষ তা প্রমাণ করতে পারিনি,,,,
    আজো চাই না,,,,
    কিন্তু তোমার সঙ্গে আমার দেখা হউক আমি চাই না কখনো দেখা হোক তাও চাইনা,,তোমার সাথে আজ আমার আকাশ সমান দূরত্ব তবুও আমি চাই (তুমি) মানুষটা
    ভালো থাকুন অন্য কারো ভালোবাসা নিয়ে,,,।
    আমার জায়গা যাকে দিয়েছো সে সত্যি খুব ভালো বাসে তোমাকে,৷ সম্পর্কে মূল্য টাকায় মাপতে তুমি
    তাই তো তোমার সাথে আমার থাকা হয়নি যেহেতু গোলাকার পৃথিবীতে বসবাস করি সেহেতু একদিন না একদিন দেখা হবে,,সেটাও চাই না,,,,
    তুমিহীনা আমি ভালো আছি আজ,,,,,
    ভালো আছে অতীতের সেই মিথ্যা কলঙ্কও,,,,
    শুধু ভালো নেই আমাদের সম্পর্ক টা যা খুব বাজে ভাবে শেষ হয়ে গেছে,,।
    কোন সম্পর্কের বিচ্ছেদ না হউক অটুট থাকুক পৃথিবীর সমস্ত সম্পর্ক আর ভালো থাকুক সম্পর্কে জড়িয়ে থাকা মানুষ গুলো,,।

    • @mitakhan
      @mitakhan Před rokem +1

      খুব সুন্দর লেখনী মনে হচ্ছে কেউ আমার কথা গুলো নিঃশব্দে চুরি করেছে,,,,

  • @mohammadshahan5638
    @mohammadshahan5638 Před 2 lety +9

    This is not the voice of legendary singer Shahnanz Rahamatullah.Her voice was so clear and really sweet.

  • @sanokchandramohanta4381

    সেই চেনা মুখ কতদিন দেখিনি😢

  • @md.sujonahmed7062
    @md.sujonahmed7062 Před rokem

    যে ছিলো দৃষ্টির সীমানায় যে ছিলো হৃদয় আঙ্গিনায়
    সে হারালো কোথায় দূর অজানায়

  • @dhakametropolitanhighschoo7588

    এগানটি শুনে কতদিন কেঁদেছি তা বলতে পারবো না। আমার বাবার সাথে কত কথা বাকী ছিল তা বলতে পারিনি। হারিয়ে ফেলেছি জীবনের তরে বাবাকে। আর কোনদিনও তার সাথে দেখা হবেনা।

  • @user-mh9rw6bx3u
    @user-mh9rw6bx3u Před 4 měsíci

    অনন্তকাল ধরে এই সব গান মানুষের মনে বেঁচে থাকবে ।

  • @fatemajahan8795
    @fatemajahan8795 Před 6 měsíci

    Onek prio shilpi. ki modhur kontho. Allah apnake behest nosib koruk.

  • @Subhroahmed123
    @Subhroahmed123 Před 2 měsíci

    আমার কষ্টের সব কথাই এ গানে বলেছেন। এ শুধু যেনো আমারই গান

  • @kazialaminriyad1076
    @kazialaminriyad1076 Před rokem +1

    পৃথিবীতে সবচেয়ে কষ্টের মুহুর্ত হয়তো তখন যখন নিজের প্রিয় মানুষটিকে অন্যর হতে যেতে দেখা যায় । ২৬.০৬.২০২৩

  • @melikeme938
    @melikeme938 Před 6 měsíci

    শাহনাজ রহমতুল্লাহ ওনাকে নিয়ে বলার কিছু নেই। এই গানের মূল শিল্পী তিনি হলেও এখানে অন্য কেউ কন্ঠ দিয়েছেন।

  • @shahebulalamsayed8091
    @shahebulalamsayed8091 Před rokem +6

    সময়ের কারনে অনেক কিছু বদলে যায়।তবে স্মৃীতি গুলো মনে রয়ে যায়।(15-07-2023)

  • @AbdullahsWorld-m8z
    @AbdullahsWorld-m8z Před 5 měsíci +1

    Master Piece in Bangla Songs

  • @MdMHRony
    @MdMHRony Před 9 měsíci +1

    আমার খুব প্রিয় একটা গান প্রিয় গায়িকার কন্ঠে।

  • @GetlikeIooomasud-gc9ib
    @GetlikeIooomasud-gc9ib Před měsícem

    Aha great Singer

  • @MalayaRoy-vj5qo
    @MalayaRoy-vj5qo Před 4 měsíci

    Ashahdaron Artist!

  • @parvin4687
    @parvin4687 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤❤ beautiful

  • @enayetkarim3971
    @enayetkarim3971 Před rokem +1

    যতটুকু ভুল হয়েছিল,
    তার বেশী ভুল বুঝেছিল,
    যতখানি সুখ দিয়েছিল,
    তার বেশী ব্যাথা দিয়ে গেল,
    স্মৃতি তাই আমারে কাঁদায়,
    সে হারালো কোথায় কোন দূর অজানায়,
    তার চেনামুখ কতদিন দেখিনি,
    তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।

  • @user-nu9vu3vm7j
    @user-nu9vu3vm7j Před měsícem

    পৃথিবীর এই স্বল্প সময়েও পেয়েও পাওয়া হলো না তোমায়।
    ভালো থেকে রাজকন্যা।

  • @taramia8640
    @taramia8640 Před rokem +1

    তোমাকে যতবারই মনে পরে ততবারই চোখের কোনা এক ফোটা পানি মনের অজান্তেই চলে আসে প্রিয়্্্্্্্্

  • @Sadsoul811
    @Sadsoul811 Před rokem +3

    I'm child of this generation upset 😭 I miss those days 😭 bt this song makes me feel better ❤️

  • @Akshoy-jr5td
    @Akshoy-jr5td Před 2 měsíci

    কতদিন পর গানটি শুনলাম

  • @md.harunurrashid8635
    @md.harunurrashid8635 Před 5 dny

    লুইপার কণ্ঠ ও ভালো

  • @AbdulAwal-ty4bf
    @AbdulAwal-ty4bf Před 8 měsíci

    Old is gold really, I proud of you and everyone lovers should be again.