শুদ্ধ সাতের স্বর কখনো কড়ি ও কোমল করে

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Lyrics: Shri Dilip Bhowmik Composition. Pt. Ajoy Chakraborty
    Taal Kaharba
    Lyrics:
    শুদ্ধ সাতের স্বর কখনও কড়ি ও কোমল করে
    ১০টি রাগের সুর বাঁধা হয় রেখে সাতের ঘরে
    বিলাবলে শুদ্ধ সবই নেই তাতে সংশয়
    সেই রাগে মা কড়ি হলে কল্যাণ রাগ হয়
    খাম্বাজকে চেনা সহজ নি যে কোমল
    হলে
    আর সবই স্বর শুদ্ধ থাকে যেমন বিলাবলে
    ভৈরব রাগ অন্যরকম কোমল শুধু রে ধা
    অন্য যা সব থাকে সঠিক শুদ্ধ স্বরে বাঁধা
    পূরবী শুনি গোধুলিতে বাজে করুন সুরে
    রে ধা কোমল আর কড়ি মা এই রাগেতেই পরে
    মারোয়া তে রে কোমল আর মা কড়ি হবে
    এই নিয়মেই থাকবে এ রাগ এটাই মনে সবে
    গা আর নি কে করলে কোমল পাই যে কাফির সুর
    আশাভরি কোমল নি ধা গা তে সুমধুর
    ওস্তাদের সবাই রেওয়াজ করেন মধুর টোড়ি
    রে গা ধা তিন টোড়ির কোমল আর মা হবে কড়ি
    ভৈরবী তে সহজ ব্যাপার কোমল রে গা ধা নি
    সাতটি স্বরের চার কোমল ই আছে এতে জানি

Komentáře • 6

  • @rinichakraborty2618
    @rinichakraborty2618 Před 3 měsíci

    Khoob bhalo gaile Ananta👌🏼👌🏼

  • @jhankar2575
    @jhankar2575 Před 2 měsíci

    অসাধারণ প্রচেষ্টা
    খুব ভালো লাগলো 🙏

  • @sandipshankar194
    @sandipshankar194 Před 3 měsíci

    Baaah dada..... Onek dhonyobad ato sundor composition sonanor jonno.... Bhalo thakben...

  • @sangitabhattacharjee5053
    @sangitabhattacharjee5053 Před 2 měsíci

    Darun

  • @sanchitadutta8858
    @sanchitadutta8858 Před 3 měsíci +2

    Amar mone hoy composition ta Pandit Gyan Prakash Ghosh r ami joto dur jani.🙏.

  • @jhankar2575
    @jhankar2575 Před 2 měsíci

    এই গানটির স্বরলিপি পাওয়া যাবে?