ইসলামী ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ খাওয়া কি হালাল হবে?-শায়খ আহমাদুল্লাহ

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • assunnahfounda...
    আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক এবং পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতিচেতনার সঞ্চার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, ইসলামী তমদ্দুনের প্রসার, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি মৌখিক, লৈখিক ও আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের নন্দিত ইসলামিক চিন্তক -লেখক সংস্কারক অধ্যাপক ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-এর দাওয়াতের নীতি ও পদ্ধতিতে কাজ করে তাঁর রেখে যাওয়া আস-সুন্নাহ ট্রাস্টের মহৎ কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করে সারাদেশে ছড়িয়ে দিতে চায় আস-সুন্নাহ ফাউন্ডেশন।
    ***
    আমাদের সকল ভিডিও কপি রাইট মুক্ত। কোন প্রকার পরিবর্তন করা ছাড়া দাওয়াতের উদ্দেশ্যে যেকোন ভিডিও কপি করে প্রচার করা যাবে।

Komentáře • 2K

  • @numanahmed1219
    @numanahmed1219 Před 2 lety +49

    আলহামদুলিল্লাহ,, শায়েখের জন্য নেক হায়াত কামনা করি

    • @odience7467
      @odience7467 Před rokem

      জুতা মারি তোর মুখে ছাগলের বাচ্ছা, ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @msitv24official
    @msitv24official Před 4 lety +139

    আল্লাহ আমাদেরকে যেনো এই সুদ/হারাম খাওয়া থেকে বাচিয়ে রাখেন, এটাই আমাদের মনের চাওয়া।

    • @islamicdiscussiontv8112
      @islamicdiscussiontv8112 Před 4 lety

      czcams.com/video/9MJwu7cX-YM/video.html

    • @jahidmia2968
      @jahidmia2968 Před 3 lety +2

      তাহলে টাকা কোথায় রাখব বলেন, টাকা থাকলেও সমস্যা না থাকলে ও সমস্যা

    • @plorux6312
      @plorux6312 Před 3 lety +3

      @@jahidmia2968 VAI taka bank ei rakhben but fixed deposit korben na.(Bank e current account e taka rakhar system e kono extra amount dey na). As a result, shud o neya holo na, kemon?

    • @jahidmia2968
      @jahidmia2968 Před 3 lety

      @@plorux6312 ঠিক বলেছেন

    • @inrajitsen6579
      @inrajitsen6579 Před 3 lety +1

      @@jahidmia2968 bari te sinduk baniye rakhan.

  • @AlArabee
    @AlArabee Před 3 lety +58

    যাবতীয় প্রশংসা আল্লাহ তায়ালার, যিনি এই জগতের পালনকর্তা”🥰🥰

    • @odience7467
      @odience7467 Před rokem

      পতিতালয়ে গিয়ে মাগি ছো...দার ধান্দায় বিবেক-বুদ্ধি লোপ পাইছে তোদের

  • @zisanmahin3382
    @zisanmahin3382 Před 3 lety +35

    সুদ খাওয়া হারাম। এই কথাটি সমাজে প্রচার করুন।🙂🥀

    • @md.sakhawathosen7255
      @md.sakhawathosen7255 Před 2 lety

      ভাই Zisan Mahin প্রায় সব মুসলমান জানে সুদ হারাম । জানে কিন্তু মানে না এটাই বাস্তবতা।

  • @RIYAD1242
    @RIYAD1242 Před 3 lety +45

    মাশাল্লাহ আমার হজুর এর বয়ান অনেক ভালো লাগে।আল্লাহ হজুর কে আরো বেশি নেকহায়াত দান করুক

    • @hasibulhasan322
      @hasibulhasan322 Před 3 lety +2

      আমিন

    • @odience7467
      @odience7467 Před rokem

      পিছা মারি তোর মুখে ছাগলের বাচ্ছা, ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @Abdullahskbd
    @Abdullahskbd Před 3 lety +50

    আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন।

  • @Ahmed-if1mm
    @Ahmed-if1mm Před 5 lety +534

    সুদ তো সুদই। এটা হারাম তো হারামই।যেকোনো সন্দেহযুক্ত জিনিসই হারাম।আর সুদ তো সন্দেহ ছাড়াই হারাম।

    • @everythingaroundbd6063
      @everythingaroundbd6063 Před 4 lety +10

      do you have any bank account, which bank is it plz?

    • @mdjahidkhanlimon710
      @mdjahidkhanlimon710 Před 4 lety +93

      লাভ আর সুদ এক কথা না ভাই। মনে করেন, আমি আমার একটা বন্ধুকে ১০ লাখ টাকা দিয়ে বললাম এই টাকা দিয়ে তুমি ব্যবসা করে সেই ব্যবসা থেকে লাভ যা আসে তার একটা অংশ আমাকে প্রতি মাস অন্তর দিয়ে দিও। আমার কিন্তু কোন পরিশ্রম করতে হয় নি। শুধু ইনভেস্ট করেছি। শরীয়াহ ভিত্তিক ব্যাংকগুলো সেটাই করতেছে। আমার জমানো টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে সেটার লাভের একটা অংশ আমাকে দিচ্ছে।

    • @mdjahidkhanlimon710
      @mdjahidkhanlimon710 Před 4 lety +22

      @Md. Abu Naim Sardar বাকীগুলো সুদের হার ফিক্সড করে দেয়।

    • @asadchowdhury4833
      @asadchowdhury4833 Před 4 lety +6

      @Md. Abu Naim Sardar Islami Bank er website e to dekhlam home loan interest sorbocco 15% tobe bektir upor nirvor kore 15% er kome je kono rate e hote pare

    • @asadchowdhury4833
      @asadchowdhury4833 Před 4 lety +20

      @Md. Abu Naim Sardar আমিও ব্যাংকের কথা বলেছি।
      যতদিন এই অবৈধ সরকার ক্ষমতায় থাকবে ততদিন ইসলামি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পৃক্ত করে রাখবে বিধায় শরীয়া বোর্ডের আলোকে চালানো পুরোপুরি সম্ভব হবে না।আর অবৈধ সরকারের উদ্দেশ্যও এটা।

  • @ishaksohel1933
    @ishaksohel1933 Před 2 lety +5

    নিশ্চয়ই যারা গোপন করে,আমি (আল্লাহ) যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করেছি মানুষের জন্য কিতাবের (কোরআন) মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও
    সে সমস্ত লোকের প্রতিই আল্লাহর অভিসম্পাত এবং অন্যান অভিসম্পাতকারী গনেরও।
    সূরা বাকারার:১৫৯

  • @shojibmia8536
    @shojibmia8536 Před 3 lety +4

    আপনার মত আলেম জন্যই জাহান্নাম এর শ্রেষ্ঠ জায়গা নিশ্চয় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন

  • @alialbangali210
    @alialbangali210 Před 4 lety +9

    খুব যুক্তিযুক্ত কথা বলেছেন।
    জাযাকুমুল্লাহু খাইরান

  • @mohammadrifatulislam5217
    @mohammadrifatulislam5217 Před 6 lety +5

    জাযাকাল্লাহ। শায়খ বেশ সুন্দরভাবে যুক্তিসহকারে দেশের বর্তমান প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকে টাকা রাখা এবং নির্দিষ্ট মেয়াদে টাকা রেখে লভ্যাংশ গ্রহণের বৈধতা গ্রহণযোগ্য উপায়ে তুলে ধরেছেন। মাশাআল্লাহ।

    • @mdarifuzzaman8073
      @mdarifuzzaman8073 Před 6 lety +1

      Dajjal huzur mittah bolesen ebong lok der ke jahannam er dike tene nissen.

  • @aliensamurai1010
    @aliensamurai1010 Před 5 lety +25

    আলহামদুলিল্লাহ। শায়খকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, উনি অত্যন্ত মডারেট মানুষ।

    • @moniruzzamanfoyez
      @moniruzzamanfoyez Před 4 lety

      এই কথাটার মানে কি ভাই?

    • @odience7467
      @odience7467 Před rokem

      ছাগল তো ছাগলই, ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @salimahmed658
    @salimahmed658 Před 6 lety +378

    আপনার আলোচনা খুব ভাল লাগে।আল্লাহ আপনাকে আরও ভাল আলোচনা করার তাওফিক দান করোক। আমিন।

    • @emonislam9280
      @emonislam9280 Před 6 lety +2

      Salim Ahmeda Awe CTq

    • @mdpiyal2900
      @mdpiyal2900 Před 5 lety +1

      amin

    • @islamicdiscussiontv8112
      @islamicdiscussiontv8112 Před 4 lety

      czcams.com/video/9MJwu7cX-YM/video.html

    • @sajibsam393
      @sajibsam393 Před 3 lety +1

      আল্লাহুম্মা আমিন

    • @SiddikurRahmann
      @SiddikurRahmann Před 3 lety +2

      অনেকের কমেন্টের ভিতর, আমার কমেন্টের আপনার চোখে পড়বে কিনা জানিনাহ....উত্তর জানলে উপকার হতাম....
      যে কোন ব্যাংকের ইনটারেষ্ট টাকা যদি ফোনে কথা বলে MB ডাটা কিনে ব্যবহার করি সেটা কি জায়েজ হবে.....

  • @user-xy6lr8nr6h
    @user-xy6lr8nr6h Před 11 dny

    হে মহান আল্লাহ তায়ালা আপনি আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েন, আমিন

  • @atifhasanshojib4013
    @atifhasanshojib4013 Před 3 lety +21

    জি হুজুর এই প্রশ্ন আমার অনেক দিনের ছিলো,,, আমরা ইসলাম ব্যাংকে টাকা রেখেদিয়েছি,, এটার যে লাভ আসবে এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম,, আপনে মাসাআলা টা বলে দিলেন,,,জাজাকাল্লাহ

    • @mohzohir3611
      @mohzohir3611 Před 2 lety

      czcams.com/video/kTQifk2mp3U/video.html

    • @hannanhannan3505
      @hannanhannan3505 Před rokem +1

      হুজুর না জায়েজ কে জায়েজ করে দিয়েছে। আপনি এইটা গোগলে চার্চ করে জেনে নিতে পারেন।

  • @mdkarim3470
    @mdkarim3470 Před 3 lety +12

    হুজুর এর কথা আমার কাছে অনেক ভালো লাগলো
    আল্লাহ হুজুরকে ভাল রাখুক!

    • @halimait6069
      @halimait6069 Před 3 lety +1

      keno Apni hozore kathey shood khaiben tai...Vai shood khaibenna..Shood Haram

  • @imrancip2223
    @imrancip2223 Před 3 lety +26

    এখানে যারা যারা তাঁর বক্তব্যের কারণে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়েছেন তারা হল ঐ সকল লোক যাদের পক্ষে রায় গিয়েছে ( মানে যারা ব্যাংকে টাকা রেখে খায়।)
    এখন আসা যাক হাদীসের ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় আমার উম্মাত সুদের নাম পরিবর্তন করে খাবে।
    এখন আপনারাই বলেন সুদের নাম পরিবর্তন করে কি কি নাম রাখা হয়েছে বর্তমানে?
    প্রথমেই আসবে মুনাফার নাম
    আমরা যারা মনে করে ইসলামী ব্যাংকে টাকা রাখা টা অন্যান্য ব্যাংকের চেয়ে ভালো যা হুজুর নিজেই বলেছেন
    অন্যান্য ব্যাংক ডাইরেক্ট সুধ বলে টাকা দিচ্ছে
    বাট ইসলামিক ব্যাংক কিন্তু আপনাকে সুদের নাম চেঞ্জ করে মুনাফা বলে টাকা দিচ্ছে যা ইসলামকে বিকৃত করা হয়েছে
    আল্লাহ তায়ালার হুকুম আহকাম এমন নয় যে যেটা আমার পক্ষে যাবে সেটা আমি মানবো আল্লাহ তাআলার হুকুম হলো সেটাই যেটা আমার ভালো লাগুক বা না লাগুক সকল অবস্থাতেই আমাকে মানতে হবে সুতরাং যারা ইসলামকে বিকৃত করার জন্য উঠে পড়ে লেগেছে হারামকে হালাল বানানোর ফতোয়া দিয়ে থাকে তারা ইসলামকে বিকৃত করে চলেছে

    • @mdbayjid3135
      @mdbayjid3135 Před 2 lety +2

      Vaiya apnar khota Valo laglo

    • @user-mc7ty5fr6s
      @user-mc7ty5fr6s Před 2 lety +1

      Islamic bank o sud dey.

    • @shimaakther3375
      @shimaakther3375 Před 2 lety

      আলহামদুলিল্লাহ আপনি 100% ঠিক কথা বলেছেন ইমরান ভাই।

    • @mdmosfikursowmik7252
      @mdmosfikursowmik7252 Před 2 lety +5

      সুদের আরবি প্রতিশব্দ হলো- আর রিবা। আভিধানিক অর্থ- বৃদ্ধি, অতিরিক্ত, প্রবৃদ্ধি, বিকাশ ইত্যাদি। বাংলা পরিভাষায় ব্যবহৃত সুদ শব্দটি মূলতঃ ফার্সি ও উর্দু ভাষা থেকে আগত। ইংরেজিতে বলা হয়- Interest, profit, usary.
      ইসলামি শরিয়তে রিবা বলতে বুঝায়, যা ঋণের শর্ত হিসেবে মেয়াদ শেষে ঋণগ্রহীতা মূল অর্থসহ অতিরিক্ত অর্থ ঋণদাতাকে পরিশোধ করতে বাধ্য হয়।
      নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঋণ কোনো মুনাফা টানে তাই সুদ।
      সুদ ও মুনাফার পার্থক্য
      অনেকেই বলেন, সুদ ও মুনাফা একই জিনিস। কিন্তু আসলে তা নয়। সুদ ও মুনাফার পার্থক্যগুলো হলো-
      এক. লেনদেনের ক্ষেত্রে ঋণের অতিরিক্ত গ্রহণ করলে তা সুদ। অপরদিকে ব্যবসায় মূলধন খাটানোর মাধ্যমে মূলধনের অতিরিক্ত আয় হলো- মুনাফা।
      দুই. সুদের উপাদান সময়, সুদের হার ও ঋণের পরিমাণ। মুনাফা নির্ভর করে ব্যয় সাশ্রয় ও অনুকূল বাজার চাহিদার ওপর।
      তিন. সুদের উৎপত্তি ঋণ থেকে। মুনাফার উৎপত্তি ব্যবসার মূলধন বিনিয়োগ থেকে।
      চার. সুদে ঋণদাতা ঝুঁকি বহন করে না। কিন্তু মুনাফায় ক্ষতির ঝুঁকি থাকে।
      পাঁচ. সুদের ফলাফল ঋণদাতা একা ভোগ করে। অপরদিকে মুনাফা যোগানদার ও ব্যবহারকারী উভয়ই ব্যবহার করে।
      ছয়. সুদ পূর্ব নির্ধারিত। অপরদিকে মুনাফা অর্জিত হয় পরে।

    • @kazihafiz4084
      @kazihafiz4084 Před 2 lety +2

      @@mdmosfikursowmik7252 ইসলামী ব্যাংক গুলো যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কে ঋণ দেয় তখন তো সুদের হার উল্লেখ করেই ঋন দেয় ,
      তাহলে অন্য ব্যাংক গুলোর সাথে পার্থক্য কোথায় ?

  • @shortcutbd6830
    @shortcutbd6830 Před 3 lety +11

    আমরা সবাই আলেমদের আল্লাহর জন্য ভালোবাসি

  • @shimaakther3375
    @shimaakther3375 Před 2 lety +9

    ইসলামী ব্যাংক হউক আর যেকোনো ব্যাংক হউক।
    সুদতো সুদই।যেকোনো ব্যাংক এ টাকা রেখে লাভ খাওয়া হারাম।
    কোনো ব্যাংকেই টাকা রাখাই ঠিকনা।
    আল্লাহপাক সবাইকে সঠিক বুঝ দান করুক।আমিন।

    • @abdullarussel7231
      @abdullarussel7231 Před 2 lety +1

      ইসলামী ব্যাংক বললে গোনাহ হবে বরং,সুদ কখনও ইসলামের অংশ হতে পারে না।
      ইসলামী যেমন মদের দোকান হতে পারে না তেমন সুদের ব্যাংক কখনও ইসলামী বলা গোনাহ

    • @kajimehedi7093
      @kajimehedi7093 Před rokem

      Tui Kono tk rakhish nai bank a ????
      Tui jei tk tax dicis tao sud akara bañk a joma ace,akhon to taile tui o shud khor

  • @mdsabbirahmedshimul
    @mdsabbirahmedshimul Před 3 lety +75

    কারোও নাম "মুসলিম " রাখলেই সেই ব্যাক্তি মুসলিম হয়ে যায়না।😂😂

    • @mdmahmud-nh2qy
      @mdmahmud-nh2qy Před 3 lety +4

      Pagoler moto lage

    • @riajuddin1293
      @riajuddin1293 Před 2 lety

      লক্ষ-কোটি অমুসলিমের চাইতে একজন নামধারী মুসলিমই হাজার গুণে ভালো!

    • @odience7467
      @odience7467 Před rokem

      কারো দাড়ি ধরে টানলেও তো তাহলে মহম্মদের দাড়ি ধরে টানা হলো না, ইসলামের নাম সুদের প্রতিষ্ঠানে থাকবে কেনো এটা কি ইসলামকে বিকৃত করা অপমান করা হলো না ?

    • @sagar_sheikh
      @sagar_sheikh Před rokem

      তুই একটা অশিক্ষিত, মূর্খ

    • @MahmudulHasan-dl4fm
      @MahmudulHasan-dl4fm Před rokem +2

      🤣🤣

  • @ramjanAhmed1990
    @ramjanAhmed1990 Před 5 lety +40

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক,আপনি ইসলামের অনেক খেদমত করতেছেন।

  • @_Rtx_122
    @_Rtx_122 Před 4 lety +9

    আমার টাকা জমা করার সমর্থ আছে তারপরেও আমার লাভ খাওয়ার কি দরকার।আমার আল্লাহর উপর সন্তুষ্ট থাকা উচিত।

  • @sifatulkarimpranto3368
    @sifatulkarimpranto3368 Před 3 lety +14

    আলহামদুলিল্লাহ খুশি হলাম।।।কারন আমি ইসলামী ব্যাংক এ টাকা রেখে চিন্তায় ছিলাম ঠিক করলাম কিনা।আজ সে চিন্তা দুর হলো

    • @inrajitsen6579
      @inrajitsen6579 Před 3 lety +1

      Bank mane sud,sud mane haram. Prithibir je kono bank ar sud jaram islamic mote.

    • @techofrp7675
      @techofrp7675 Před 3 lety +2

      বাবু নিশ্চিন্ত হইওনা ওটাও সুদ ভিত্তিক

  • @user-df2ww7sv9q
    @user-df2ww7sv9q Před 4 lety +5

    আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো,আল্লাহ হুজুরের নেক হায়াৎ দিন,আমিন

  • @mfhbanglatv4017
    @mfhbanglatv4017 Před 3 lety +10

    আল্লাহ্ যেন আপনাদের দ্বীন প্রচার কবুল করেন,,,আমিন।

  • @nasirshek9636
    @nasirshek9636 Před 5 lety +114

    সাহেকের কথা শুনলে মন ভালো হয়ে যায় উনি হক কানি অালেম কি বলেন অাপনারা ভাই

  • @AbuBakar-pi5ij
    @AbuBakar-pi5ij Před 4 lety +7

    আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আপনার কথা আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন।

  • @MdSalauddin-uy2uh
    @MdSalauddin-uy2uh Před 4 lety +10

    খুব ভালো লাগছে সুন্দর কথা মাশাআললাহ।

  • @asiyakhatun-kq7iv
    @asiyakhatun-kq7iv Před 10 dny

    সামান্য স্বার্থে ই আপনাদের কাছ থেকে নতুন নতুন ফতোয়া আবিষ্কার হওয়ার কারণেই আজ ইসলাম বিতর্কিত হচ্ছে,

  • @thewayfareroftruth3791
    @thewayfareroftruth3791 Před 2 lety +5

    *মাশাল্লাহ🌹 আলহামদুলিল্লাহ🌹 👉অনেক সুন্দর আলোচনা করেছেন✔️ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন আমিন 🤲🤲🤲*

    • @odience7467
      @odience7467 Před rokem

      ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @allidea3754
    @allidea3754 Před 4 lety +190

    ১০০% সুদ মুক্ত না হলে ইসলামি নাম দেওয়ার দরকার কি ইসলামকে অপমান করা হয়

    • @mobarakhossain8799
      @mobarakhossain8799 Před 4 lety +5

      Islamer shob hokom to palon kora shomvob hoina,tai bole she moslim na??

    • @mizan00007
      @mizan00007 Před 4 lety +1

      Aita kharp bolen nai...

    • @welfarevision1213
      @welfarevision1213 Před 4 lety +25

      ঘুরাইয়া খেলেই জায়েজ। ব্যবসা ও সুদের পার্থ্যক্য সামান্য। যেমন, ১০০ টাকার পণ্য কিনে ১২০ টাকা বেচে ঘুরাইয়ে খেলে ২০ টাকা হালাল। আর কাউকে ১০০ টাকা দিয়ে ১২০ টাকা নিলে ২০ টাকা সুদ। ইসলামী ব্যাংক ১০০% ইসলামী ওরা জনম ভর ঘুরাইয়ে খাক এটাই কামনা করি।
      আপনাদের মত যারা ব্যবসা আর সুদের মধ্যে পার্থ্যক দেখেন না তাদের জন্য ১৪০০ বছর পুর্বেই কুরআনে বলা হয়েছে।
      তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্র য় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা'হ তা'আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। (সুরা বাকারাহ ২৭৫

    • @user-vd3cs5yh8s
      @user-vd3cs5yh8s Před 3 lety +6

      সবাই সহযোগিতা করলে একদিন ১০০% সুদ মুক্ত হবে। ইনশাআল্লাহ।

    • @rakib4242
      @rakib4242 Před 3 lety

      ঠিক

  • @PassingWayfarer
    @PassingWayfarer Před 3 lety +5

    সুদকে যে নামেই ডাকা হোক না কেনো সুদ কখনোই হালাল হবে না।

  • @khalidakil7723
    @khalidakil7723 Před 3 lety +6

    মাশা আল্লাহ, অনেক সুন্দর বলেছেন ।

  • @MyTafsirtv
    @MyTafsirtv Před 3 lety +2

    বাংলাদেশের জমিনে দ্বীন কায়েমের জন্য এ ধরনের আলেম প্রয়োজন তাই প্রত্যেক আলেমদেরকে আল্লাহ তাযালা হক কথা বলার তৌফিক দান করুন।হক কথা বলতে গিয়ে যদি মৃত্যু হয় তবুও আলেমদের উচিত হক কথা বলা কারণ জাহান্নামের আজাব দুনিয়ার আযাব এর চেয়ে অনেকগুণ বেশি কঠিন হবে।

  • @banglarking2217
    @banglarking2217 Před rokem +4

    আলহামদুলিল্লাহ শুনে অনেক উপকৃত হলাম

  • @DR.SAIFUL
    @DR.SAIFUL Před 4 lety +10

    যেখানে পুরো অর্থনীতি সুদ যুক্ত সেখানে সুদ মু্ক্ত ব্যাংক থাকার কথাটা কতটুকু যুক্তিসঙ্গত...???

    • @inrajitsen6579
      @inrajitsen6579 Před 3 lety +2

      Bank mane sud.sud chara bank chalbe na.jemon hospital mane doctor,Rogi,medicine thik temoni bank mane time=money=interest????

  • @my.rlmedia7406
    @my.rlmedia7406 Před 2 lety +5

    আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন

  • @dsrsohelrana9107
    @dsrsohelrana9107 Před 5 lety +34

    ইসলামি ব্যাংক সুদ খায়না
    মুনাফা খায়
    সুদ ছাড়া কোনো উপায় নাই
    আপনার বয়ান টা খুব ভালো লাগলো
    তবে বেশি ভালো হয় নিজের টাকা নিজের কাছে জমা রাখা।

    • @jasimuddin3184
      @jasimuddin3184 Před 5 lety

      আপনাকে এই ভাবে বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ

    • @dsrsohelrana9107
      @dsrsohelrana9107 Před 5 lety

      Hmm

    • @yousufhasan4117
      @yousufhasan4117 Před 4 lety +1

      ভাই যাদের ১০, ২০ কোটি টাকা আছে তারা-ও কি ঘরে রাখবে????

    • @kamal-ahmed
      @kamal-ahmed Před 4 lety

      যে বিষয়ে জ্ঞান নাই, তা নিয়ে কথা বলা উচিৎ নয়। সুদ আর মুনাফার পার্থক্য কি আপনি বুঝেন ভালো করে? ব্যবসা করে যে আয় হয় সেটাকে বলে মুনাফা আর অপরদিকে টাকা ধার দিয়ে অতিরিক্ত আয় করলে সেটাকে বলে সুদ। কাফেররা সুদ আর ব্যবসায়কে এক মনে করত যা আল্লাহ কোরআনে বলেছেন। তাই মুসলমান হয়েও কাফেরদের মত চিন্তা করলে হবে না। একটা জিনিসকে খারাপ বলার আগে খুব গভিরে গিয়ে চিন্তা করতে হবে।
      আপনি কি জানেন ইসলামি ব্যাংক কিভাবে গ্রাহকদের সাথে লেনদেন করে বা গ্রাহকদেরকে তারা কি মনে করে? আমি ১০০% সিউর আপনি তা জানেন না। জানলে এভাবে বলতেন না।
      এক কমেন্টে বিস্তারিত বলা যায় না। তাই অনুরোধ করছি দয়াকরে বেশি করে গবেষণা করে তারপর ইসলামিক কোন কিছু নিয়ে মন্তব্য করুন, নাহলে পরকালে পস্তাবেন।

    • @jamilhossin4032
      @jamilhossin4032 Před 3 dny

      হ্যাঁ ভাই ইসলামী ব্যাংক থেকে টাকা নিছি বছরে খালি মুনাফা দেয়ায় লাগে দেয়ায় লাগে। সুদ দেই না। আল্লাহই ভাল জানে এটা সুদ হচ্ছে না মুনাফা হচ্ছে না গজব হচ্ছে।

  • @md.abusyed5994
    @md.abusyed5994 Před 4 lety +1

    হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসি। সুন্দর আলোচনা করেছেন।

  • @ekaboro1043
    @ekaboro1043 Před 3 lety +14

    এর চাইতে ভাল উত্তর হতে পারে না। আলহামদুলিল্লাহ। আল্লাহই ভাল জানেন।

    • @odience7467
      @odience7467 Před rokem

      ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @user-hc7tu5bb5v
    @user-hc7tu5bb5v Před 3 lety +9

    মূলধন এর লভ্যাংশ যদি নির্দিষ্ট পরিমান এর হয় তাহলে তাই সুদ।।।সব ব্যাংকে সুদ

  • @mohammadnaimulhaque
    @mohammadnaimulhaque Před 3 lety +14

    হারামকে হালাল করা সরাসরি শিরক , রিবা খেয়োনা এবং এর সাথে জড়িত ও হবে না ।

    • @odience7467
      @odience7467 Před rokem

      ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @kashidulislam7753
    @kashidulislam7753 Před 3 lety +3

    আপনাকে আর কাজী সাহেবকে চিকিৎসা করা জরুরী।

  • @abu_torab
    @abu_torab Před 3 lety +8

    শাইখ আপনাকে অনেক ধন্যবাদ খুবিই মুল্যবান মতামত দিয়ে আমাদের সাহায্য করার জন্য।
    আমি কোন ব্যাংকে সুদ এর কারনে টাকা রাখিনা।

    • @odience7467
      @odience7467 Před rokem

      ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @sorovims2537
    @sorovims2537 Před 2 lety +2

    হুজুর আপনার বয়ানে অনেক উপকৃত হইলাম আলহামদুলিল্লাহ

    • @odience7467
      @odience7467 Před rokem

      এই ছাগলের বাচ্ছা, নিমকহারামির জাতেরা কি বালের উপকার হইছে তোর একটু বল শুনি, ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @riyadhossain7315
    @riyadhossain7315 Před 2 lety +4

    মাশাআল্লাহ্,গর্বিত আমি মুসলিম

  • @faiazrajorshi8128
    @faiazrajorshi8128 Před 3 lety +13

    সুদ ছাড়া কোনো ব্যাংক নাই‌‌। ব্যাংক টিকেই থাকে সুদের উপর, ব্যাংকের মূল আয়ই হলো সুদ।

  • @MdMahbub-ue8mv
    @MdMahbub-ue8mv Před 5 lety +8

    আলহামদুলিল্লাহ... খুব সুন্দর আলোচনা করেছেন।

  • @user-vb2pm6qs9e
    @user-vb2pm6qs9e Před 3 lety +8

    মাসাআল্লাহ এমন সুন্দর করে কখনও কেউ বলে বুঝিয়ে দেয় নাই

  • @sharmindola8215
    @sharmindola8215 Před 2 lety

    এই সুদ আসবে বলে এতো বছর ব্যাংকে একাউন্ট করিনি,এবছর থেকে একটা করলাম,তাও বলেছি সুদ যা আসে কোনো গরীবকে দিয়ে দিব,এখন সেই পাপি করলাম,সুদের সাথে যুক্ত হয়ে গেলাম,আল্লাহ আমায় মাফ করো😭😭

    • @md.omarfaruque5037
      @md.omarfaruque5037 Před 2 lety

      সুদ দেয়া এবং নেয়া লেখক জড়িত।
      আপনি অবশ্য জড়িত না।

    • @sharmindola8215
      @sharmindola8215 Před 2 lety

      @@md.omarfaruque5037 কিন্তু এখানে তো বলা হবো সুদে যে কোনো কর্মকান্ডের সাথে যুক্তকারী সমান পাপী

  • @PirojpurIslamicMedia
    @PirojpurIslamicMedia Před 5 lety +5

    আল্লাহ হুজুর কে নেক হায়াৎ দান করুন

    • @nuporislam1460
      @nuporislam1460 Před 5 lety +1

      ইসলামি ব্যাংক বাংলাদেশে নামে,কাজে না।

  • @Definitetruth
    @Definitetruth Před 3 lety +5

    ONE OF THE BEST OF THE BEST OPTION...
    MAKE A CURRENT ACCOUNT TO THE ISLAMI BANK...

  • @abdurrahaman3299
    @abdurrahaman3299 Před 4 lety +4

    সায়েখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @sultanakib3659
    @sultanakib3659 Před 3 lety +6

    আসা করি এ বিষয় নিয়ে আপনি আরো বিস্তারিত আলোচনা করবেন। এখানে কিছু সন্দেহ থেকেই যায়

  • @jewelrana2898
    @jewelrana2898 Před 27 dny

    আপনার কথা অনেক সুন্দর লাগলো হুজুর আমি আপনার সব ভিডিও গুলো দেখি এবং পরামর্শ থাকলে সেটা আমি উপকৃত হয় ধন্যবাদ মহান আল্লাহ তায়ালার রহমত কাছে দোয়া করি আপনি দীর্ঘজীবি হন

  • @md.mahbuburrahman2444
    @md.mahbuburrahman2444 Před 3 lety +7

    জাযাকাল্লাহ খাইরান ৷♥

  • @ohidhasanrakib2220
    @ohidhasanrakib2220 Před 4 lety +8

    একটি মানসিক সান্ত্বনা

  • @AshabulHaque-lx7pb
    @AshabulHaque-lx7pb Před 3 lety +38

    ইসলামি ব্যাংক কি ব্যক্তি বা প্রতিষ্ঠান কে লোন দেয় না এবং ঐ ব্যক্তির নিকট থেকে কি অতিরিক্ত টাকা ব্যাংক গ্রহন করে না?

    • @JahangirAlam-cn4dr
      @JahangirAlam-cn4dr Před 3 lety +1

      ।।

    • @khandakarfahad2467
      @khandakarfahad2467 Před 3 lety +1

      সরকারি কৃষি ব্যংক প্রতি বছর হাজার কোটি টাকা গারতি দেয় তাহলে এইসব ব্যাংক থেকে লোন,নেওয়া জাবে

    • @khandakarfahad2467
      @khandakarfahad2467 Před 3 lety

      আমি জানতে ছাই

    • @saifsafwan7728
      @saifsafwan7728 Před 3 lety +2

      লোন দেয।কিন্তু লভ্যাংশ হারে হারে আদায় করে নেয়।

    • @factormorefact
      @factormorefact Před 3 lety

      @@saifsafwan7728 কিন্ত সে লভ্যাংশ সুদভিত্তিক না,,,এরা লোন দেয় কোনো পন্য কেনার জন্য,,,টাকা নিয়ে যা ইচ্ছা করতে পারবেন না। টাকা দিতে দেরি হলে সুদি ব্যাংকের মতো যত দেরি হবে তত বেশি নেয় না।,,,,এর সিস্টেম আছে দেখতে সুদের মতো মনে হলেও এটা সুদ না,,।

  • @muttakygazi5450
    @muttakygazi5450 Před rokem

    মা শা আল্লাহ অপূর্ব আমি তা হলে আজ যাচ্ছি টাকা রাখার জন্য

  • @TRAVELSOURCE24
    @TRAVELSOURCE24 Před 3 lety

    প্রিয় আহমাদুল্লাহ শায়খ হুজুরকে আল্লাহর জন্যই ভালোবাসি। প্রিয় শায়েখকে আল্লাহ নেক হায়াৎ দান করুন এবং আল্লাহ তায়ালা যেন হুজুরকে নিরাপত্তার চাদর দ্বারা আবৃত করা রাখেন । নিজের এবং দেশের জন্য হুজুরের কাছে দোয়ার দরখাস্ত রইলো ।

  • @mdashaadullah9951
    @mdashaadullah9951 Před 3 lety +9

    আহামদুলিল্লাহ হুজুর আপনার সাথে আমি 100% একমত আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো রাস্তায় চলার তৌফিক দাও আমিন

    • @AbdurRahman-hw6cv
      @AbdurRahman-hw6cv Před rokem

      কি উত্তরটা আপনার পক্ষে গেছে না?

    • @m-552
      @m-552 Před rokem

      এই টা বলতেন যে আল্লাহ্ আমাদের বুঝে শুনে সুদ খাবার তৌফিক দিন । নাউজুবিল্লাহ। সুদ কোনো ভাবেই হালাল হতে পারে না ।

  • @abuhasnatmisu1864
    @abuhasnatmisu1864 Před 4 lety +9

    ইসলামি ব্যাংক সুদ খায়না দেয়না। ব্যবসা করেন। ইসলামি ব্যাংক যে ব্যবসা করেন ওনাদের প্রতিষ্ঠান গুলোর নাম কি কি? কারো জানা থাকলে বলেন।

  • @rajeshkarmaker7853
    @rajeshkarmaker7853 Před rokem +7

    কাজ একই, কেউ সরাসরি খায় আর কেউ ঘুরিয়ে খায়।

    • @hmwaliullah1294
      @hmwaliullah1294 Před 10 měsíci

      আপনাকে আগে এই বিষয়ের উপর কোর আন হাদিসের এলেম জানতে হবে এরপর এধরণের মন্তব্য করেন

    • @livesportsstream457
      @livesportsstream457 Před 4 měsíci

      ইমান আনার পরে এসব বিষয়।
      বেসিকের পরে এডভান্স।
      যে বিষয়ে জ্ঞান কম, সে বিষয়ে মন্তব্য করা অনুচিত।

  • @bdviewers4159
    @bdviewers4159 Před 3 měsíci

    মাশাআল্লাহ ❤ দারুণ উপস্থাপন❤️ জ্ঞানী মানুষ❤ মনোযোগ দিয়ে শুনি❤

  • @abdurRahim-hg7up
    @abdurRahim-hg7up Před 4 lety +2

    হুজুর তৃতীয় মতামতের সাথে আমি সহমত।

  • @mdmoshiurrahman272
    @mdmoshiurrahman272 Před 3 lety +11

    আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন আমিন

  • @mushfiqurrahman2849
    @mushfiqurrahman2849 Před 3 lety +11

    কোন ধরনের সুদ ই জায়েজ নাই। তাদের টাও ঘুরে ঘুরে ফিরে সুদ ই হয়।
    ব্যবসাতে লাভ লস, দুটোই থাকে।ইসলামি ব্যাংকে টাকা রেখে কি কখনো কারো লস হয়েছে?

    • @mohammadrakibulahsan5616
      @mohammadrakibulahsan5616 Před 3 lety +5

      ONE OF THE BEST OF THE BEST OPTION...
      MAKE A CURRENT ACCOUNT TO THE ISLAMI BANK...

    • @munshiidris8573
      @munshiidris8573 Před 3 lety

      ইসলামী ব্যাংক জেনে-শুনে-বুঝে বিনিয়োগ করে বিধায় ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে।

    • @mushfiqurrahman2849
      @mushfiqurrahman2849 Před 3 lety

      @@munshiidris8573 হ, খুব সুন্দর কথা। কিন্তু ঘুরে ফিরে সব সুদই হ

  • @eleausikram2849
    @eleausikram2849 Před 3 lety +11

    মাশাআল্লাহ
    হযরত আপনি আমাকে ভুল ভেঙে দিলেন
    আলহামদুলিল্লাহ

  • @mdasanurrahman9831
    @mdasanurrahman9831 Před 3 lety

    একজন মুখতিও যদি ফতোয়া দেয়।তবুও আপনাকে তা ভেবে দেখতে হবে।এটাও তো আপনার একটি গুরু দায়িত্ব

  • @fahimbhuiyafahim.fahim.283

    দেশে সকল ব্যাংক যেদিন সুদ মুক্ত হবে সেদিন কি হয় আল্লাহ জানেন।
    নগদ টাকা যার দরকার, তাকে কে দিবে এমনি এমনি টাকা। আসলেই যত বিপদ গরীবের উপর।

    • @inrajitsen6579
      @inrajitsen6579 Před 3 lety +1

      Dada ami hindu,ami jani na apni kon dharmer.apni amar moner khatha bollen.gorib manush nagad taka khothy pabe.kono barolok manush ki kono gharib manush k magna amni amni taka diye debe bina sude???

  • @coffeekingbyelias5892
    @coffeekingbyelias5892 Před 3 lety +10

    ১লাখ টাকা রাখলে সেটা জদি ১লাখ ১০টাকা হয় তাহলে এটা সুদ।৷ সেটা ইসলামি ব্যাংক হোক।

    • @mohammadal-amin8666
      @mohammadal-amin8666 Před 3 lety

      Apner to onek buddi

    • @coffeekingbyelias5892
      @coffeekingbyelias5892 Před 3 lety

      @@mohammadal-amin8666 জি

    • @mahmud276
      @mahmud276 Před 3 lety

      সুদ নিয়ে ভালোভাবে জানুন ।তারপর মন্তব্য করুন ।

  • @mahbubsiddique3068
    @mahbubsiddique3068 Před 4 lety +7

    ইসলামি ব্যাংকিং প্রতিষ্ঠিত হয়েছে, এটা কে প্রমোট করুন। কারন রাষ্টীয় বিধির কারনে তারা যদি সম্পূর্ণ সূদমুক্ত না হয়েও থাকে তবুও ইসলামি অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠায় তারা প্রচেষ্টারত। আপনি এর বিরোধিতা করলেন মানে ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার বিপক্ষে আপনি কাজ করলেন।

    • @md.jasimmolla2668
      @md.jasimmolla2668 Před 4 lety +1

      আপনি ঠিক বলেন নি। ইসলামি ব্যাংক ঋণ প্রদানের সময়তো ঠিকই নির্দিষ্ট হারে সুদ নেয়। তারা শুধু গ্রাহকদের সুদ কম দিচ্ছে। মানে গ্রাহকদের ঠকাচ্ছে। এটা গ্রাহকের সাথে প্রতারণা। এক দিকে প্রতারণা অন্য দিকে সুদ গ্রহন তারা দুটো অন্যায় একসাথে করছে। তাই এক তরফাভাবে ইসলামি ব্যাংকে সমর্থন করা মানে দুটো অন্যায়ে সহায়তা করা।

    • @mahbubsiddique3068
      @mahbubsiddique3068 Před 4 lety

      @@md.jasimmolla2668 আপনি আসলে ইসলামি ব্যাংকিং কি বোঝেন না আর আমিও আপনাকে বোঝাবো না।

  • @fahadh5200
    @fahadh5200 Před rokem

    আপনার যুক্তি হাস্যকর,আপনার কথার মাধ্যমে যারা বিপথে যাবে তার ভাগিদার আপনার ও হতে হবে

  • @masudakhondfanclub
    @masudakhondfanclub Před 5 měsíci

    মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত ।”
    - হযরত মুহাম্মদ (সাঃ)

  • @tahareemtabassum418
    @tahareemtabassum418 Před 3 lety +5

    কোন দেশের central bank ইসলামিক না হলে ১০০% হালাল ব্যংক হওয়া সম্ভব না

  • @tofazzolhossen4720
    @tofazzolhossen4720 Před 4 lety +14

    ব্যাংক মানেই সুদ।ইসলামী ব্যাংক ও টাকা দিয়ে সুদ নেয়।

  • @jannatshaik3726
    @jannatshaik3726 Před 6 lety +4

    সঠিক ও সুন্দর আলোচনা খুব ভালো লাগলো

  • @shakhawat9127
    @shakhawat9127 Před 3 lety +2

    ১% লাভ খাওয়াও সুদের আওতায়ই পরে,,ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়া মানেই সুদ।

  • @KobirKhan-rt3hv
    @KobirKhan-rt3hv Před 4 měsíci

    Allah pak Amader sobaike hidayat o hepajot korun Ameen Ameen Ameen

  • @mmkmostafakamal511
    @mmkmostafakamal511 Před 4 lety +4

    তাহলে শায়েখের কথা অনুযায়ী আমরা ইসলামী ব্যাংকে টাকা রাখবো যদি কোনো প্রকার গুনাহ হয়, এইটার জন্য আমরা দায়ী নই, ইসলামী ব্যাংক এবং শরীয়া বোড আল্লাহ্‌র কাছে জবাবদিহি করতে হবে ।।।

  • @mahjabintith
    @mahjabintith Před 3 lety +19

    তাহলে ইসলামী ব‍্যাংক থেকে লোন নিলে সেখানে কেন অধিক সুদ দিতে হয়? যখন আমার টাকা রাখবো তখন তারা ইসলামী নিয়ম মানবে, আর যখন আমি টাকা ঋণ নিবো তখন ব‍্যবসার পলিসি অনুযায়ী তারা আমার কাছ থেকে সুদ নিতে থাকবে

  • @md.kamrulhasan641
    @md.kamrulhasan641 Před 4 lety +9

    Interest Haram at any form, this person is creating confusion. May Allah give us hedayat

  • @mjrtune4523
    @mjrtune4523 Před rokem

    মাশাল্লাহ হুজুর অনেক সুন্দর উক্তি দিয়েছেন খুব ভালো লেগেছে জানতে পেরে উপকৃত হয়েছি অনেক।

  • @user-cw9bv7dw7u
    @user-cw9bv7dw7u Před 4 měsíci

    যুক্তি দিয়ে ইসলাম চলে!!!!

  • @AbdulKarim-jx3hp
    @AbdulKarim-jx3hp Před 3 lety +6

    কোন ব‍্যাংক সুদ মুক্ত নয় যেভাবেই হিসাব করুক। বিশ্ব চলছে সুদের টাকায়। আমরা কেউ সুদ মুক্তর বাইরে নেই। যেভাবেই বলুক হিসাব করুক, কোননা কোন ভাবে হিসেবে সবাই সুদের আওতায় পড়ে।

  • @ziaulalam3382
    @ziaulalam3382 Před 4 lety +10

    আসসালামু আলাইকুম শায়েখ। ধন্যবাদ এধরনের বাস্তবসম্মত বিষয়গুলো নিয়ে স্পষ্ট আলোচনার জন্য।

    • @odience7467
      @odience7467 Před rokem

      এই পা..ঠা কি বাস্তবতা সামনে আনছে একটু বল, সুদ খাও না লাভ খাও, লাভ আর সুদ কাকে বলে এবং ইসলামিক ব্যাংকের ইনকাম সোর্স কি সেটা বল তুই, তোদের জালেমের বাচ্ছা তো উত্তর দেয় না তুই দে
      ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @MdSaifulislam-hv6ie
    @MdSaifulislam-hv6ie Před 3 měsíci

    আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

  • @abdulbaten4647
    @abdulbaten4647 Před rokem

    হুজুরের কথাগুলো অনেক ভালো লাগে এবং বিশ্বাস হয়। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। আমিন।।

    • @odience7467
      @odience7467 Před rokem

      ছাগলরের মাথায় কোনদিন ভালো-মন্দের বোধ হয় না

  • @hasankamrul2729
    @hasankamrul2729 Před 4 lety +8

    অন্যান্য ব্যাংক সুদের কারবার করে তার জন্য গুনাহ হবে আর ইসলামী ব্যাংক
    ইসলামের নাম ব্যবহার করে সুদের কারবার করে এর জন্য তাদের কি বাড়তি কোন গুনাহ যোগ হবে?

    • @shaplaakter8161
      @shaplaakter8161 Před 4 lety

      এক মত

    • @zidanalhadi1162
      @zidanalhadi1162 Před 3 lety

      ভাই সাব হবে না
      কারণ এখানে মৌলভীগণের তদারকিতে চলে।
      দেখুন কীভাবে নিজেদের মত ধরে গা বাচিয়ে এগিয়ে যাচ্ছি।
      এখন নীরবে ঈমান রক্ষা করতে পারাটাই মূল চ‍্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

  • @nooralamroz5609
    @nooralamroz5609 Před 3 lety +4

    মাশাআল্লাহ অনেক সুন্দর বয়ান আলহামদুলিল্লাহ জানতে পারলাম

  • @brittokhan5278
    @brittokhan5278 Před 4 lety +3

    ধরেন আপনি এক লাখ টাকা ব্যাংক এ জমা রাখলেন পাঁচ বছরের জন্য। আমার প্রশ্ন পাঁচ বছর আগে আপনি এক লাখ টাকা দিয়ে যা কিনতে পারতেন পাঁচ বছর পর কি একই জিনিস কিনতে পারবেন? দেখা গেলো যে জিনিস এর দাম আগে পঞ্চাশ হাজার টাকা পাঁচ বছর পর সেটার দাম দেড় লাখ। এখন ব্যাংক যদি যদি আপনাকে এক লাখ টাকা ফেরত দেয় তাহলে বাকি পঞ্চাশ হাজার টাকা কেমনে কোন দিক দিয়ে মিলাবেন?

  • @সততাঘড়বিতান

    আল্লাহ আমাদের হীদায়াত প্রাপ্ত করুন সুধ মুক্ত জিবন দান করুন

  • @MkKhan-bk1ji
    @MkKhan-bk1ji Před 3 lety +1

    অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বল্লেন।ধন্যবাদ আপনাকে।

  • @mohammadreaz
    @mohammadreaz Před 4 lety +40

    ইসলামী ব্যাংক আমার টাকা নিয়ে কি করছে না করছে তা তো জানায় না।আর প্রতি মাসে যদি একই পরিমান টাকা লভ্যাংশ দেয় তাইলে সেটা সুদই হয়।

    • @MonirHossain-xz6xo
      @MonirHossain-xz6xo Před 4 lety +2

      নির্দিষ্ট পরিমাণ দেয়না। যখন যেমন ব্যবসা তখন লভ্যাংশও তেমনই দেয়।

    • @MasumthedEcent
      @MasumthedEcent Před 4 lety +3

      প্রতিমাসে একই টাকা লভ্যাংশ দেয়- এ মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন? আল্লাহ্‌ কে ভয় করুন।

    • @saifulkarimtalukder8513
      @saifulkarimtalukder8513 Před 4 lety

      @@MasumthedEcent লভ্যাংশ টা কোথায় থেকে আসে সেটা জানেন?

    • @saifulkarimtalukder8513
      @saifulkarimtalukder8513 Před 4 lety

      প্রত্যেকটা ব্যাংক মানুষের কাছ থেকে সুদ নেয় সেখান থেকে লাভটা দিয়ে থাকে।

    • @saifulkarimtalukder8513
      @saifulkarimtalukder8513 Před 4 lety

      ইসলামী ব্যাংক কি লোন দেয়না।

  • @harsamultimedia451
    @harsamultimedia451 Před 3 lety +3

    It's very good, thanks uncle

  • @sajjadhossain7813
    @sajjadhossain7813 Před 3 lety +3

    স্লোগানই যদি মূখ্য বিষয় হয় তবে সরকারি বেসরকারি সব ব্যাংক পুরাতন নিয়ম রেখে একই স্লোহান দিবে তখন কি হবে?

  • @bangladesh6636
    @bangladesh6636 Před 2 lety +1

    ধন্যবাদ হুজুর আমি বড়ো দুঃখে ছিলাম সুদ খেতে হবে নিরুপায় হয়ে এমন কাজ করতে হচ্ছে
    in sha Allah সুদ থেকে বাঁচাও আমিন

  • @md.taslimhossain8922
    @md.taslimhossain8922 Před 3 lety +2

    সুদ ছাড়া ব্যাংক নেই।কিন্তু কথা হলো ব্যাংক ছাড়া তো দেশ ও দেশের সবকিছু অচল।এখন কী করবেন?একদিন ব্যাংক বন্ধ থাকলে সব কিছু অন্ধকার হয়ে যায়।

  • @MamunMamun-uh5bv
    @MamunMamun-uh5bv Před 4 lety +5

    Subhanallah!!!
    Ahmadullah vai k jajak Allahu khaiyer!!!

  • @ahmedtanvir1519
    @ahmedtanvir1519 Před 4 lety +4

    খুবই সুন্দর অা‌লোচনা।