'Saradiya' kobi Subho Dasgupta

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2017
  • Amar khub priyo kobi Subho Dasgupta er ekti Osadharan kobita
    "Sarodiya"..... onya Pujor golpo.
  • Hudba

Komentáře • 127

  • @nandaghosh4358
    @nandaghosh4358 Před rokem +3

    আপনার কবিতা শুনতে শুনতে আমি মুগ্ধ হয়ে যাই এক একটা কবিতা ১থেকে ১০০ বার শুনি

  • @alochowdhury7930
    @alochowdhury7930 Před 8 měsíci

    খুব সুন্দর। শুনে কান্না পেয়ে গেল।😢

  • @malabikachatterjee6360
    @malabikachatterjee6360 Před 10 měsíci

    চোখে জল এসে যায় দি ,,তোমার কণ্ঠে এই কবিতা শুনে❤️🙏🙏

  • @sanjumondal1569
    @sanjumondal1569 Před měsícem

    অসাধারণ লেখা, কবিকে প্রনাম জানাই 🙏🙏🙏

  • @user-kd1tk7kr6x
    @user-kd1tk7kr6x Před 4 lety +2

    আপনার আবৃতি পাঠ আমার মন ছুঁয়ে যায় ,অনেক সময় জলে চোখ ভারী হয়ে যায় ।অসাধারণ আবৃত্তি আপনার দিদি ।

  • @purnendughosh.9005
    @purnendughosh.9005 Před 5 lety +2

    এত সাধারন গ্রাম্য় ভাষায় কত গভীর কথা এই কবিতায়| আর দিদির বলা সবসময় অসাধারন| মর্মে ঊপলব্ধি করতে পারলে অদ্ভুত আনন্দ

  • @alokedyutinandi9862
    @alokedyutinandi9862 Před rokem

    মনের গভীর তলকে নাড়িয়ে দিয়ে গেল তোমার অনবদ্য উপস্থাপনা 🙏❤️

  • @chandrimagupta889
    @chandrimagupta889 Před 5 lety +4

    অসাধারন কবিতা এবং অভূতপূর্ব পাঠ মন ভরে গেল

  • @saddammiah5560
    @saddammiah5560 Před 6 lety +2

    এত আবেগ দিয়ে যে আবৃতি করে, আমি মুগ্ধ হয়ে শুনি...
    অসাধারণ ভাললাগা...

  • @parthamondal8340
    @parthamondal8340 Před 5 lety +4

    দিদি তোমার আবৃত্তি শুনলে **মন-প্রাণ ** শান্তি পায়। আমি তোমার "আবৃত্তি ও তোমাকে "খুব ভালো বাসি। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন 🙏।

  • @banamalidas4957
    @banamalidas4957 Před 7 měsíci

    আমার খুব পছন্দের শিল্পী শুভ দাশগুপ্ত
    ওনার কাছে একটি কবিতা
    "এত লাশ রাখবো কোথায়"
    শোনার আর্জি জানাই।
    আরও একটি কবিতা
    " মাষ্টার মহাশয় " আশা করি।

  • @user-hz5pv4cd6k
    @user-hz5pv4cd6k Před 3 lety +1

    সত্যিই চোখের জল ধরে রাখতে পারলাম না।।

  • @sonaliroy3856
    @sonaliroy3856 Před 3 měsíci

    অসামান্য নিবেদন,,,,❤❤❤

  • @RiyaDas-bl3uj
    @RiyaDas-bl3uj Před 3 lety +1

    Sotti eto sundor apni abriti koren...kobita ke onno ak matrai pouche den..osadhron

  • @sreejantika
    @sreejantika Před rokem

    Eto sundar... Bah

  • @ImrulKayesh
    @ImrulKayesh Před 6 lety +15

    মেধা, আবৃত্তিকে নতুন মাত্রা দিয়েছেন।
    দীর্ঘ হোক পথ চলা।
    আকাশ স্পর্শ সমান ভালোবাসা রইল।

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh Před 5 lety +7

    মেয়ের জন্য সব পিতার হৃদয়ে এমনই ভালোবাসা কাজ করে

  • @ashokghosh8451
    @ashokghosh8451 Před 2 lety

    Khub e valo laglo.

  • @prabhashchandraroy7837
    @prabhashchandraroy7837 Před 6 lety +1

    মেধার কন্ঠে কবিতা আবৃত্তি আমার ভীষণ ভালো লাগে। এখানেও খুবই ভালো লেগেছে।

  • @sarmisthabasu1283
    @sarmisthabasu1283 Před rokem

    মুগ্ধ হয়ে অনেক বার শুনেছি ❤️❤️❤️

  • @sujitchakraborty5350
    @sujitchakraborty5350 Před 4 lety +2

    Osadharon Medha.aha opurbo.

    • @ritadhara5171
      @ritadhara5171 Před 4 lety

      আমি আপনার আবৃত্তির এক ভীষণ ভক্ত ,

  • @arijitchatterjee7718
    @arijitchatterjee7718 Před 9 měsíci

    ❤asadharan recitation. Fantastic fatafati 🎉

  • @shahidullasardar6381
    @shahidullasardar6381 Před 5 lety +1

    মেধা দিদিমণি সত্যি ভালো আবৃতি করেন,আমার খুব ভালো লাগে দিদিমনির কবিতা আবৃতি।

  • @AbulKalam-ts8jr
    @AbulKalam-ts8jr Před 4 lety +2

    বেশ কিছুদিন হয়ে গেলো মা,মনি আপনার সুললিত কন্ঠে নতুন কোন কবিতা শুনতে পাচ্ছিনা । অপেক্ষার দিন তো আর কাটছেনা ,আর কত অপেক্ষা করবো ?

  • @mandirabhowmik1
    @mandirabhowmik1 Před 4 lety

    Aha ki apurba kabita ti...jotobar suni chokhe jol chole ase

  • @SM-hc2nz
    @SM-hc2nz Před 3 lety

    eto bhalo kobita bola onek din shunini...eta sotti anoboddhyo hoyechye

  • @sujitkarmakar192
    @sujitkarmakar192 Před 5 lety +1

    Didi..... Abriti sune mon vore jai... 😊😊😊

  • @mahbubhassan5746
    @mahbubhassan5746 Před 6 lety +3

    দিদির আবৃত্তি অসাধারণ ।

  • @dipachakraborty455
    @dipachakraborty455 Před 6 lety

    Ami ei kobita ta onek din dhore tomar kache sunte cheyechilam.ami avibbuto apluto lekhak o pathika ke janai onek subho kamona.choke jol asche Medha.

  • @anamikaacharjee4813
    @anamikaacharjee4813 Před 3 lety

    Uff ki sundor j gola ki j sundor ki bolbo 😍😍😍😍🥰

  • @subhasprodhan4367
    @subhasprodhan4367 Před 6 lety +4

    🍸🌹🌹🍸🌹🌹🍸
    🌹🌹ওঃ অসাধারণ কিছু বলবার ভাষা নেই, এখন আর শুনা যায় না, 🌹🌹🌹🌹🌹
    🌹🌹🌹ছেলে ও মেয়েরা এই সব এখন ভুলে গেছো, বন্ধু তোমাকে আমি খুব ভালো বাসি তোমাকে আমি খুব ভালো বাসি তোমাকে আমি খুব ভালো বাসি তোমাকে বলবো অসাধারণ এই বাংলা দেশের অলংকার শুধু মাএ অষ্ট শক্তি সরস্বতী দেবী মানস কন্যা গলায় শুনলাম এই কবিতা 🌹🌹🌹🌹🏡🏡🌸🌸🌳🌻🌳
    🍸🌹🌹🌹🌹🌹🍸
    🍸🍸🌹🌹🌹🍸🍸
    🍸🍸🍸🌹🍸🍸🍸
    🍸🍸🍸🌹🍸🍸🍸
    🍸🎁😊❤☺🎁🍸

    • @shahinarazaman4210
      @shahinarazaman4210 Před 2 lety

      মুগ্ধ হয়ে শুনি আর গোপনে চোখের জল মুছি !

  • @atg5386
    @atg5386 Před 6 lety +2

    মেধা দি আপনার কবিতা শুনলে মনে হয় শুধু শুনতেই থাকি

    • @sudiproy7694
      @sudiproy7694 Před 5 lety

      Abhratanu Ghosh রুি্িগগপ

  • @poemsbypiyali6121
    @poemsbypiyali6121 Před 2 lety

    অসাধারণ।চোখে জল এসে গেছে।

  • @somachakraborty1906
    @somachakraborty1906 Před 3 lety

    Choke jol asa galo..amar babar katha mone pore galo..ae ake kosto chilo tar mone..didi tumi darun recitation koro .kokhono gaye kata dai kokhono chok e jol asa jai

    • @malachaudhury6654
      @malachaudhury6654 Před 3 lety

      আপনার কবিতা থেকে অনেক শিখতে পারছি খুবই ভালো লাগে আপনার কবিতা শুনতে

  • @tapankumardalal1494
    @tapankumardalal1494 Před 5 lety +3

    আমার ফেভারিট আবৃত্তিকার।অসাধারণ আবৃত্তি মোন ছুঁয়ে যায় ।

  • @achinkundu5573
    @achinkundu5573 Před 6 lety +2

    Feel very blessed. Living on the other end of the world---------still enjoying your work--------your recitation/reading. Overwhelmed with your sincerity and clarity.

  • @bandanaschannel9461
    @bandanaschannel9461 Před rokem

    অসাধারণ

  • @mahuyamazumdar2838
    @mahuyamazumdar2838 Před rokem

    শুনতে শুনতে চোখে জল এলো নৈর্ব্যক্তিক

  • @Tapaskumarghosh566
    @Tapaskumarghosh566 Před 11 měsíci

    THANKS,
    END
    INDIA.
    RE,
    BEST.

  • @faridahasan7710
    @faridahasan7710 Před 11 dny

    Excellent

  • @prabhatganguli9310
    @prabhatganguli9310 Před 3 lety

    Asadharan

  • @arkasingh2129
    @arkasingh2129 Před 6 lety

    দারুণ লাগলো ম্যাম..

  • @bijoyishangskritikshongho7967

    অপুর্ব

  • @md.anayetkhan1037
    @md.anayetkhan1037 Před 2 lety

    Dide সন্ধা হতে খুঁজে বেড়াইতেছি। দিদ তোমার ঐ আমরন কন্ঠ ও ভালো বাসায় জড়ানো একটু আবৃত্তি শুনাবো। তুমি সব সময় বেঁচে থাকো আবৃত্তির মাঝে?

  • @BANGLADESHmhasan
    @BANGLADESHmhasan Před 6 lety +5

    মেধা বন্দোপাধ্যায় আপু, বাংলাদেশ থেকে ইসমাঈল বলছি। আপনার আবৃত্তি করা "ত্যাজ" কবিতা শুনে আমি কবিতার প্রতি আশক্ত হয়েছি।
    ধন্যবাদ আপু।

  • @priyankabhowmick566
    @priyankabhowmick566 Před 3 lety

    Ami shudhu onake dekhte asi.. ki sundar uni... Sadharan swavabik soundarjo,kono krittimata nei... Onar saj o khub sadharan . Onar mukh chokher expression amar atyanto valo lage.. r abittrir katha nai ba bollam.

  • @bunimukherjee3815
    @bunimukherjee3815 Před 3 lety

    খুব সুন্দর।।অপূর্ব।।

  • @Sancharirajbanshi
    @Sancharirajbanshi Před 5 lety +1

    Osadharon kobita...

  • @parthoprotimdas2313
    @parthoprotimdas2313 Před 5 lety

    অসাধারন দিদি অসাধারন।।।।

  • @debubhowmik
    @debubhowmik Před 6 lety +1

    খুব সুন্দর 👌👌💕💕

  • @somnathmalakar2304
    @somnathmalakar2304 Před 3 lety

    Awesome presentation. ...

  • @oldisgold3445
    @oldisgold3445 Před 4 lety

    Uni amar ottonto pochonder abritti silpi♥️

  • @kobitasongroho6936
    @kobitasongroho6936 Před 2 lety

    Khub khub sundar didi❤️❤️

  • @samantaivri
    @samantaivri Před 5 lety +1

    opurbo..advut...

  • @pravasbanerjee692
    @pravasbanerjee692 Před 5 lety

    Very beautiful poem☺☺☺☺

  • @saikatdas559
    @saikatdas559 Před 6 lety +2

    খুব খুব ভালো লাগলো দিদি, এরকম আরো কবিতা শোনার অপেক্ষায় ররইলাম

  • @shikhabiswas4887
    @shikhabiswas4887 Před 4 lety

    অসাধারণ দিদি!

  • @subhamdawtto5328
    @subhamdawtto5328 Před 3 lety

    অসাধারণ...

  • @saikatchakraborti8093
    @saikatchakraborti8093 Před 5 lety

    Asadharan hoeche just subscribed

  • @lakshmankumardas7307
    @lakshmankumardas7307 Před 3 lety

    খুবই সুন্দর ও মর্মস্পর্শী । অসংখ্য ভালোবাসা রইলো । সুন্দর অনুভূতির প্রকাশ যা হৃদয় ছুঁয়ে গেল ।

  • @souvikbanerjee7774
    @souvikbanerjee7774 Před 6 lety

    দারুন ভাবে দারুন।

  • @mrabul1123
    @mrabul1123 Před 6 lety +2

    আপু আগের চেয়ে অনেক সুনদর হই়ছেন

  • @prodyutrajguru3256
    @prodyutrajguru3256 Před 3 lety +2

    অসাধারণ ,মন ভরে গেল

  • @chhabichakrovorty8294
    @chhabichakrovorty8294 Před 5 lety +1

    Sundor bla

  • @anitadatta1303
    @anitadatta1303 Před 4 lety +2

    Awesome presentation of recitation soothes me beyond mention !

  • @manisajana1640
    @manisajana1640 Před 2 lety

    গায়ে কাঁটা দিলো।

  • @chandranichatterjee4137
    @chandranichatterjee4137 Před 5 lety +2

    Osadharon👏🏼👏🏼👏🏼

  • @ownenvironment5967
    @ownenvironment5967 Před 2 lety

    Darun 🙏👍

  • @mrinmoybhattacharya6601

    অনবদ্য ।

  • @mouroy488
    @mouroy488 Před 3 lety

    Mam সত্যই আপনার আবৃত্তি আমার খুবই পছন্দের। এটা অবশ্যই সুন্দর। আপনার তেজ কবিতা টাও আমার খুব ভালো লাগে। গায়ে কাঁটা দেয়।

  • @rupasur5514
    @rupasur5514 Před 3 lety

    Opurbo...

  • @shiladityaroy9998
    @shiladityaroy9998 Před 3 lety

    Khub valo

  • @rajibkarmakar332
    @rajibkarmakar332 Před 3 lety

    Cannot hold my tears back.... ❤

  • @railisengupta11
    @railisengupta11 Před 2 lety

    অনন্য!

  • @tanturakshit7410
    @tanturakshit7410 Před 6 lety +1

    anobadya mam

  • @tapanhazra8910
    @tapanhazra8910 Před 3 lety

    Choke jal ase galo😭😭

  • @madhurisarma764
    @madhurisarma764 Před 5 lety +1

    👌👌👌👌👌👌

  • @ankitamaity796
    @ankitamaity796 Před 5 lety +1

    অসম্ভব সুন্দর,,,!!

  • @debolikasdiary5
    @debolikasdiary5 Před 3 lety +2

    "এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে।"
    সুনীল গঙ্গোপাধ্যায়ের এই চিরন্তন কবিতাটি নিয়ে আমাদের এই "poetry video"
    কেমন লাগলো জানাবেন।ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি SUBSCRIBE করতে ভুলবেন না।
    czcams.com/video/IDXX2R2vjbw/video.html

  • @user-lg1td9bm1t
    @user-lg1td9bm1t Před 4 lety

    Really impressed from childhood.

  • @golpokotha9007
    @golpokotha9007 Před 3 lety +1

    Khub valo laglo, mon vore gelo. Apnara jara kobita bhalo basen amar channel te dekhben r bhalo lagle subscribe o share korben please

  • @tapanhazra8910
    @tapanhazra8910 Před 3 lety

    😍😍

  • @manisajana1640
    @manisajana1640 Před 2 lety

    😥😥😥😥

  • @farwqitofazzal1167
    @farwqitofazzal1167 Před 6 lety +9

    মেধা দি , কেমন আছেন?
    বিগ ফ্যান আমি আপনার

  • @wishbone6503
    @wishbone6503 Před 6 lety +1

    ভাল ছাত্র ছাত্রীদের নিয়ে একটা কবিতা শুনেছিলাম নাম মনে নেই।কোনটা নাম বা লিংক পাব কি???

  • @sreetamachakraborty9274
    @sreetamachakraborty9274 Před 4 lety +1

    লিরিক্স টা কি পাওয়া যাবে

  • @animeshhazra7953
    @animeshhazra7953 Před 4 lety

    Nice

  • @md.anayetkhan1037
    @md.anayetkhan1037 Před 2 lety

    দিদি একটা অনুরোধ করছি। তোমার আকৃতিতে ও তোমার অভিনব অংগভংগিমায়। বাংলাদেশের পল্লি কবি জসিমউদদীন এর কবর কবিতা টা একটু আবৃত্তি করে শুনাবা। অনুরোধে বাংলাদেশ ঢাকা থেকে এনায়েত হোসেন। ধন্যবাদ দিদি তোমাকে।

  • @sougatabera9241
    @sougatabera9241 Před 3 lety

    Medha Didi aj theke apni Amar Didi holen.ami abritti Kori kintu apnake thuri tomake pranam

  • @ShatilRaaS
    @ShatilRaaS Před 6 lety +5

    আমি বাংলাদেশী,,
    নামঃ শাত-ইল রাস
    খুব পছন্দ-ভালোবাসা নিয়ে খুজে ফিরি আপনার যোগাযোগ, তবে কোন ভাবেই পাচ্ছি না। যদি আপনিই আমার কমেন্টটা দেখেন তবেই, উত্তর দিয়েন,, অন্য কোন এডমিনের কাছ থেকে সাড়া চাই না।।।।

    • @ShatilRaaS
      @ShatilRaaS Před 6 lety

      দিদি,, শুধু লাইক দিলা,, কিছুই বললা না,,,???

    • @IndrajitSajib
      @IndrajitSajib Před 6 lety

      1. মেধা বন্দ্যোপাধ্যায়ের সকল কবিতা (play list): goo.gl/K8JqYt
      2.ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সকল কবিতা (play list): goo.gl/x85Em7

    • @bimankumardasgupta4722
      @bimankumardasgupta4722 Před 6 lety

      RaaS shreyzam

    • @atreyeesaha2334
      @atreyeesaha2334 Před 6 lety

      RaaS 8

    • @asitbag7012
      @asitbag7012 Před 4 lety

      Bengali Poetr
      y

  • @painpoint8738
    @painpoint8738 Před 6 lety +1

    kabi subha dasgupta ki likhechen..... sotti hridoye jeno aghat korlo...abriti ta eto vlo nahole hoyto aghat ta eto joralo hotona.

  • @Tuli2109
    @Tuli2109 Před 2 lety +1

    Hello!
    I requested to follow my channel.
    Please everyone support me.
    Amar kora kobita Abriti gulo ektu dekho...chesta kore6i...ektu suno

  • @ishitapodder2519
    @ishitapodder2519 Před 2 lety

    Mam apni ki recitation er class koran??

  • @souvikmlover9629
    @souvikmlover9629 Před 5 lety +1

    MEDHA DI AROKOM ABRITI AMADAR UPOHAR DAO..
    AR BASTOB SARODIYA TO ATAI.....

  • @HasanDabir
    @HasanDabir Před 2 lety

    দিদি বাবু হবো অনিল সরকারের কবিতাটা করবেন প্লিজ

  • @jyotirmoybhattacharya1170

    How are you? Your reciting activities are really fine. Thank you.

  • @mouroy488
    @mouroy488 Před 3 lety

    কবিতা টার lyrics পেলে সুবিধা হত

    • @debaratitah2712
      @debaratitah2712 Před 2 lety

      শারদীয়া- শুভ দাশগুপ্ত
      গেরুয়া নদীর পাড় ঘেষে সেই ছোট্ট আমার গ্রাম
      ছেলেবেলার ছেলেখেলার সেই আনন্দধাম।
      আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান,
      গেরুয়া নদীর পাড় ঘেষে সেই ছোট্ট আমার গ্রাম
      গেরুয়া নদীর পাড় ঘেষে সেই গ্রামের শেষ পাড়া,
      নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হত গড়া।
      সাত পাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালেবর,
      নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর।
      এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো,
      সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো।
      স্কুল পালানো দুপুর ছিলো, ছিলো সঙ্গী সাথী,
      চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি।
      শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে,
      রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদলবলে।
      নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসিমুখে,
      নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে।
      হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী, গণেশ, পেঁচা,
      দূর গাঁয়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা।
      সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন,
      বন্যা হলো ভীষণরকম ভাসলো যে জীবন।
      কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত,
      গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত।
      ধানের জমি পাটের ক্ষেতে জল থৈ থৈ বান,
      সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ।
      বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো,
      নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো।
      কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন,
      পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বীণ।
      নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া,
      গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম জাগলো খুশির সাড়া।
      আমরা যত কচিকাঁচা, আবার জড়ো হয়ে,
      ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে।
      সেবার মাত্র গুটিকয়েক ঠাকুর টালির ঘরে,
      পুজোর আয়োজন তো সেবার নমোনমো করে।
      তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোনে,
      নবীন কাকা ভাঙেন, গড়েন নিত্য আপন মনে।
      অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না,
      ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না।
      কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে,
      মহালয়ার দিন টি এলো পুজোর খুশির সাজে।
      আমরা কয়জন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে,
      পুবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে।
      অন্ধকারে চুপিসারে গুটিগুটি পায়ে,
      আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়।
      চুপ্টি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে,
      দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে।
      চোখ আঁকা যেই সাঙ্গ হল, নিথর নবীন কাকা,
      অঝোর ধারে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা।
      কাঁদছে শিল্পী, নিরব বিশ্ব, কুপির আলো ঘরে,
      নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে।
      রাত ফুরোনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো,
      মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল।
      কিন্তু একি? এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী?
      এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি।
      নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি,
      কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি।
      শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু,
      মারণব্যাধি এলো তখন বানের পিছু পিছু।
      ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যধি যে ধরল,
      মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রনাতে মরল।
      ঠাকুর গড়ি, দু হাত আমার অবশ হয়ে আসে,
      সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে।
      দ্যাখ্ না তোরা, দ্যাখ্ না সবাই, চোখ আঁকা শেষ হলো,
      দ্যাখ্ না এইতো মেয়ে আমার হাসছে ঝলোমলো।
      কোথায় গেলি মা রে আমার? কোথায় তোকে পাই?
      মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই।
      ষষ্ঠী এলে বোধন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে,
      জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে?
      কেউ কি কোন মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে,
      বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গেয়ে?
      আমরা অবাক! মহালয়ায় ভোরের শিউলি ঝরে,
      কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে!

    • @anwesha_2002
      @anwesha_2002 Před 10 měsíci

      ​@@debaratitah2712thankuuu

  • @tusharpatra5006
    @tusharpatra5006 Před 4 lety +1

    Mam, apnar kobita amar khub bhalo lage ami class 7 er student. apnar contact number pele bhalo hoye . ami apnar kache kobita shikhte chai.

  • @mintu1mridha984
    @mintu1mridha984 Před 4 lety

    Meda apur sathe dekha korte essa kore go

  • @sanchitasvoice5450
    @sanchitasvoice5450 Před 3 lety

    kobita ta keu lekha ta dite paren.?